Bitcoin Forum

Local => Regional Languages (India) => Topic started by: Olaiasal18 on June 23, 2018, 09:23:26 AM



Title: বিটকয়েন এর দাম এত অস্থিতিশীল কেন ?
Post by: Olaiasal18 on June 23, 2018, 09:23:26 AM
বিটকয়েন এর দাম এত অস্থিতিশীল কেন?


উল্লিখিত সব সম্ভাবনার জন্য বিটকয়েনের দাম বাড়ে। আবার হঠাৎ কোনো জালিয়াতি হলে বা ধরা পড়লে এর দাম কমে। আবার কোনো দেশ আগে অবৈধ ঘোষণা করলে, অথবা কোনো দেশ এই মুদ্রার পক্ষে অবস্থান নিলে মুহূর্তেই দাম অনেক কমে বা বেড়ে যায়। দাম বাড়া-কমা অনেকটাই মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার। তারপর আছে অন্যান্য সাংকেতিক মুদ্রার অবস্থান। যদি খবর রটে, ইথারিয়াম অথবা রিপল হবে ভবিষ্যতের মুদ্রা, তাহলে বিটকয়েনের দাম কমবে। এসব নানা কারণে বিটকয়েনের দাম বাড়ে-কমে। এর মধ্যে মুনাফালোভী বড় বড় কুমিররূপী বিনিয়োগকারী হঠাৎ অনেক বিনিয়োগ করে বিটকয়েনের দাম বাড়াতে পারে, আবার হঠাৎ সব টাকা তুলে নিয়ে ধস নামাতে পারে।


Title: Re: বিটকয়েন এর দাম এত অস্থিতিশীল কেন ?
Post by: FoysalX on October 01, 2018, 07:13:29 PM
ভবিষ্যতে কি বিটকয়েনের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এই ধরেন $এক লক্ষ ডলার পযর্ন্ত দাম উঠার কোন সম্ভাবনা রয়েছে কি। এই সম্নদ্ধে একটু বিস্তারিত কিছু বলবেন।


Title: Re: বিটকয়েন এর দাম এত অস্থিতিশীল কেন ?
Post by: rayhanazad on January 31, 2019, 12:59:37 PM
ভবিষ্যতে কি বিটকয়েনের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এই ধরেন $এক লক্ষ ডলার পযর্ন্ত দাম উঠার কোন সম্ভাবনা রয়েছে কি। এই সম্নদ্ধে একটু বিস্তারিত কিছু বলবেন।

বিটকয়েন এমন একটি কারেন্সি যেটার টাকা লস এর রিক্স অনেক বেশি এবং প্রপ্টি এর সম্ভাবনাও অনেক বেশী। এটা নিয়ে কেউ ভাল প্রেডিকশন দিতে পারেনা তবে ভবিষ্যতে এর দাম বাড়লেও কখন ১ লক্ষ যাবে তা কেউ বলতে পারবে না। এই বৎসর ১০ থেকে ৩০ হাজার যাওয়ার সম্ভাবনা আছে। নিজ দায়িত্বে ইনবেস্ট করুন।