Bitcoin Forum

Local => Other languages/locations => Topic started by: mdayonliner on September 25, 2018, 09:32:57 AM



Title: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: mdayonliner on September 25, 2018, 09:32:57 AM

আমরা বাংলাদেশের বিটকয়েনটক ব্যাবহারকারীরা এখনো এত বড় পরিসরে যেতে পারি নাই যে এখনই আমরা একটা সাব-বোর্ড এর আবেদন করতে পারব। তাই এই টপিকটাকে আমি মেইন টপিক হিসাবে ধরে নিয়ে - সম্পূর্ণ একটা কাল্পনিক সাব-বোর্ড তৈরি করার চেষ্টা করব। আশাকরি বাংলাদেশের বিটকয়েনটক ব্যাবহারকারীরা এ থেকে একটা ভাল বিটকয়েনটক যাত্রা শুরু করতে পারবেন।

বিটকয়েন ফোরাম (Bitcoin Forum)
-- বিটকয়েন আলোচনা (Bitcoin Discussion) (https://bitcointalk.org/index.php?topic=5037418.0)
-- উন্নয়ন ও কারিগরি আলোচনা (Development & Technical Discussion) (http://উন্নয়ন ও কারিগরি আলোচনা (Development & Technical Discussion)) শিগ্রই আসছে - কাজ করছি
-- মাইনিং (Mining) (http://মাইনিং (Mining)) শিগ্রই আসছে - কাজ করছি

অর্থনীতি (Economy)
-- বাজার (Marketplace) (http://বাজার (Marketplace)) শিগ্রই আসছে - কাজ করছি
-- ট্রেডিং আলোচনা (Trading Discussion) (http://ট্রেডিং আলোচনা (Trading Discussion)) শিগ্রই আসছে - কাজ করছি

অন্যান্য (Other)
-- মেটা (Meta) (https://bitcointalk.org/index.php?topic=5038765.msg46212118#msg46212118) কাজ চলছে।
-- প্রারম্ভিক এবং সাহায্য (Beginners & Help) (http://প্রারম্ভিক এবং সাহায্য (Beginners & Help)) শিগ্রই আসছে - কাজ করছি

বিকল্পিক ক্রিপ্টোমুদ্রা (Alternate cryptocurrencies)
-- বিকল্পমুদ্রা আলোচনা (Altcoin Discussion) (http://বিকল্পমুদ্রা আলোচনা (Altcoin Discussion)) শিগ্রই আসছে - কাজ করছি  
-- মাইনিং বিকল্পমুদ্রা (Mining -  Altcoins) (http://মাইনিং বিকল্পমুদ্রা (Mining -  Altcoins)) শিগ্রই আসছে - কাজ করছি

আমার লক্ষ্য থাকবে শুধুমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ বোর্ডের টপিকগুলোর দিকে। যেকোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন।

ধন্যবাদ
mdayonliner


Title: Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: Jrashid on September 25, 2018, 11:19:12 AM
ওয়াও।ইউ আর গ্রেট।
খুবই ভালো লাগছে যে আপনি এত সুন্দর একটা প্ল্যান করছেন।আসলে আমাদের এইটা খুবই দরকার ছিল।যেকোন ধরনের সহায়তা লাগলে বলবেন।আমি আমার বেস্ট টা দেব।
যদিও আপনি এক্টিভ আছেন, তবু বলব একটা ব্যাপার লক্ষ্য রাখবেন।অনেকেই নতুন এসে এক্টিভিটি বাড়ানোর জন্য সব বোর্ডে কন্টিনিউয়াস বাংলা পোস্ট করতে থাকবে।যেটা আমরা আগেও দেখেছি।ওই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন।
ধন্যবাদ ভাই।


Title: Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: mday_alt on September 25, 2018, 11:46:06 AM
~
আপনাকে আমি মাথাতে রেখেই উদ্যোগটা নিয়েছি। অনেকগুলো অনুবাদ করতে হবে। একা করা অনেক সময়ের বেপার প্লাস কষ্টও তার উপর আমার বাংলা টাইপিং হল (লোল বড়টা  ;D) আমি একটু গুছিয়ে নেই তারপর আপনাকে অনুরধ করব একটু সহায়তা করতে। অন্যরাও আমন্ত্রিত। সবাইমিলে দেশে বিটকয়েনকে হয়ত একটু নাম দিতে পারব।

Quote
অনেকেই নতুন এসে এক্টিভিটি বাড়ানোর জন্য সব বোর্ডে কন্টিনিউয়াস বাংলা পোস্ট করতে থাকবে।যেটা আমরা আগেও দেখেছি।ওই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন।
এজন্যই টপিকগুলো স্লেফ-মডারেটেড করে রাখছি। অফ-টপিক দেখলে রিপোর্ট করার ও অনুরধ করব।

ধন্যবাদ
mdayonliner


Title: Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: cryptofarid10 on September 25, 2018, 03:36:01 PM
আপনার উদ্দেগ অনেক ভালো। যেহেতু এটি অনেক কষ্টের মাদ্ধমে তৈরি করতেছেন সেহেতু আমি বলবো। এখানে এটা খেয়াল রাখবেন বাংলাদেশ থ্রেডের মত যেনো (হাই,হেলো, কেমন আছেন,কি করেন, কাজ কেমন চলছে, শুভ সকাল, শুভ রাত্রি) ইত্যদি কোনো রকম স্পামিং পোষ্ট যেন না হয়।কারন এইসব পোষ্ট এর কারনে থ্রেডের মান ও সুন্দর্য দুটোই কমে যায়। অপরদিকে নতুন মেম্বাররা এসে তাদের পোষ্ট দেখে স্পামিং করা শেখেন এবং থ্রেডে বড় মেম্বাররা এববার আসলে ওইসব পোষ্ট দেখে  দ্বিতীয়বার আর আসে না। তাই এদিকে করা নজর রাখবেন যেনো কেউ কোনো রকম স্পামিং না করতে পাড়ে।
ধন্যবাদ..


Title: Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: kabirhusen on September 25, 2018, 07:05:06 PM
 ট্রেডিং আলোচনা (Trading Discussion) ,ভাই পারলে এই থ্রেড এর কাজ টি আগে করেন। আমরা যে কয়েন উপার্জন করে থাকি তা সঠিক ট্রেডিং নলোয়েজের অভাবে মুল্যহীন হয়ে দারাচ্ছে। আশা করি বিষয়টি ভেবে দেখবেন...


Title: Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: mday_alt on September 27, 2018, 04:54:28 AM
ট্রেডিং আলোচনা (Trading Discussion) ,ভাই পারলে এই থ্রেড এর কাজ টি আগে করেন। আমরা যে কয়েন উপার্জন করে থাকি তা সঠিক ট্রেডিং নলোয়েজের অভাবে মুল্যহীন হয়ে দারাচ্ছে। আশা করি বিষয়টি ভেবে দেখবেন...
আমার প্রথম লক্ষ্য হল গুরুত্বপূর্ণ টপিকগুলোর অনুবাদ করা। আপনারা যদি সহযোগিতা করাতে চান তবে আমার কাছে থেকে কোন টপিকটা (https://bitcointalk.org/index.php?topic=5038224.msg46213049#msg46213049) অনুবাদ করবেন তার নিতে পারেন। এই কাজগুলো হয়ে গেলে পরে আমরা অন্য কাজ করতে পারি।


Title: Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: sajedul islam on June 02, 2020, 10:35:05 AM
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের ভাইদের অনেক উপকার হবে


Title: Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: mdsumonrana on June 03, 2020, 07:58:10 AM
কেউ কি বলতে পারবেন বিটকয়েন এর রেট কি আবার বাড়বে কিনা কেউ জানলে একটু জানাবেন


Title: Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: Afzal0 on June 05, 2020, 12:30:36 PM
Barbe


Title: Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: Afzal0 on June 06, 2020, 03:19:20 AM
 বিটকয়েনের এমন পোস্ট চাই যাতে কাজ করতে ইন্টারেস্টেড হই 


Title: Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: Afzal0 on June 08, 2020, 03:41:29 AM
বিটকয়েনের একটা কাজ কতদিন ধরে চলতে থাকে এবং আমরা কাজগুলো কিভাবে পাব??


Title: Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: Afzal0 on June 09, 2020, 05:49:27 AM
 আমরা জানি বিটকয়েন অর্থ উপার্জনের একটি অন্যতম মাধ্যম এবং এর মধ্যে কি টাকা চুরি করার কোনো চান্স আছে বা জাল-জালিয়াতি করার কোনো চান্স আছে৷৷৷??? এই সমন্ধে জানালে ভালো হতো


Title: Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: Afzal0 on June 10, 2020, 02:05:55 AM
কোন ধরনের পোস্ট করলে মেরিট পাওয়া যেতে পারে  এবং মেরিট  পাওয়ার জন্য কতটুকু গ্রহণযোগ্যতা পণ্য পোস্ট দিতে হবে


Title: Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: Leezkie Management on June 19, 2020, 12:13:17 AM
কোন ধরনের পোস্ট করলে মেরিট পাওয়া যেতে পারে  এবং মেরিট  পাওয়ার জন্য কতটুকু গ্রহণযোগ্যতা পণ্য পোস্ট দিতে হবে

Hi
Sob Somay Apnake Chesta Korte hobe Valo Quality post Dite. Je post ta onner upokare ase. Apnar post thake jodi onno kew valo akta kicu shikte pare. Tahole apnar post e merit pawer sombobona thake 90%. 
Thank you


Title: Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
Post by: Leezkie Management on June 19, 2020, 12:34:48 AM
বিটকয়েনের একটা কাজ কতদিন ধরে চলতে থাকে এবং আমরা কাজগুলো কিভাবে পাব??


Hello
Bitcoin er kaj koto din cholbe seta depend kore project er opur. Airdrop minimum 3-6 month er modde ses hoiya Jai. Kintu bounty ses hote ato somay lage na. Teder nirdisto akta time dewya thake sey time er modde ses hoi.
Thank you