Bitcoin Forum

Local => Other languages/locations => Topic started by: mdayonliner on September 25, 2018, 10:30:04 AM



Title: বাংলাদেশের স্থানীয়: বিটকয়েন নিয়ে আলোচনা
Post by: mdayonliner on September 25, 2018, 10:30:04 AM
এই টপিকটা মূলত Bitcoin Discussion (https://bitcointalk.org/index.php?board=1.0) বোর্ডের কাল্পনিক বোর্ড। কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকের বাংলা অনুবাদ করার চেষ্টা করব।

- বিটকয়েন কোর রিলিজ (Bitcoin Core x.xx.x Released): (https://bitcointalk.org/index.php?topic=5032424.0) কোর রিলিজ সম্পর্কিত তথ্যের জন্য আমি মেইন টপিকটা ইংলিশ-এই পড়ার জন্য অনুরাধ করব। এটা প্রতিনিয়ত পরিবর্তন হয়। স্বাভাবিক কারনেই আমি হয়তো আপ টু ডেট তথ্য নাও দেয়ার সময় পেতে পারি।
- ফোরাম সংশোধন নীতি (Forum moderation policy): (https://bitcointalk.org/index.php?topic=5037418.msg46144880#msg46144880) অনুবাদক - mdayonliner













বাংলাদেশের স্থানীয় বোর্ড - প্রধান (https://bitcointalk.org/index.php?topic=5037377.0)


Title: ফোরাম সংশোধন নীতি
Post by: mdayonliner on September 25, 2018, 10:33:23 AM
এই পোস্টটা sirius এর Forum moderation policy (https://bitcointalk.org/index.php?topic=20333.0) এর অনুবাদ।

এখন ফোরামে দিনে হাজার হাজার পোস্ট হওয়ায় আমরা তাদের ৫০% কে আবর্জনা হতে দিতে পারি না। মোডারেটরদেরকে নির্দেশনা দেয়া হয়েছে আবর্জনা জাতীয় পোস্টকে সহনশীলতা না দেখাতে।

কিছু দিকনির্দেশনা:

১. বাক স্বাধীনতা -  আপনি যেকোনো কিছুই বলতে পারেন যখন এটি  প্রাসঙ্গিক এবং উপস্তাপন করা হবে শান্ত এবং বিনীত পদ্ধতিতে। গালিগালাজ, চিৎকার ইত্যাদি আপনার পোস্টকে মুছে ফেলার (delete) জন্য উপযুক্ত।
২. কোন শুন্য মূল্যমান পোস্ট অথবা টপিক যেমন - "বিক্রয় বিক্রয় বিক্রয়" গ্রহণযোগ্য নয়।
৩. কোন নিরর্থক বা অরুছিকর টপিক গ্রহণযোগ্য নয়।
৪. কোন রেফারাল কোড স্প্যাম গ্রহণযোগ্য নয়।
৫. কোন "কাজের জন্য নিরাপদ নয়" (NSFW) কন্টেন্ট গ্রহণযোগ্য নয়।