Bitcoin Forum

Local => Regional Languages (India) => Topic started by: shasan on November 04, 2018, 12:39:48 PM



Title: Newbie রাও এখান থেকে আয় করতে পারেন
Post by: shasan on November 04, 2018, 12:39:48 PM
আপনারা হয়ত সবাই জানেন Signature campaign এর জন্য সর্বনিম্ন জুনিয়র মেম্বার হতে হয়। আর জুনিয়র মেম্বার হওয়ার জন্য মেরিট লাগে। আর মেরিট পাওয়া সহজ নয়।
তাহলে আপনি কি ভাবছেন, কিভাবে আয় করবেন?
আসুন আমরা প্রথমে জানি কি কি উপায়ে আয় করা যায়?

১। সিগনেচার
২। অনুবাদ
৩। ভিডিও বানানো
৪। আর্টিকেল লেখা
৫। ফেসবুক মার্কেটিং
৬। টুইটার মার্কেটিং
৭। ইন্সটাগ্রাম মার্কেটিং
৮। রেডিট মার্কেটিং
৯। টেলিগ্রাম মার্কেটিং
১০। ব্লগ লেখা
১১। লিঙ্কডিন মার্কেটিং

১। সিগনেচার:
১। সিগনেচার campaign এ কাজ করার জন্য আপনাকে সর্বনিম্ন জুনিয়র মেম্বার হতে হবে। তবে ক্ষেত্র বিশেষ মেম্বার, ফুল মেম্বার বা সিনিওর মেম্বার ও হওয়া লাগতে পারে। সাধারণত জুনিয়র মেম্বার হতে হয়।
২। যদি আপনি জুনিয়র মেম্বার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন কিভাবে ভাল পোস্ট লিখতে হয়। ভাল পোস্ট নাহ লিখলে আপনি স্পাম্মার হিসেবে গণ্য হবেন।
৩। আপনি যে প্রোজেক্ট এ কাজ করবেন ঐ প্রোজেক্ট এর সিগনেচার আপনার প্রোফাইল এ ধারন করতে হবে। এটা Forum Profile Information (http://prntscr.com/le7v98) এ গিয়ে সেটাপ দিতে হবে।
৪। তারা যে নিয়ম বলবে ঐ নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। সব নিয়ম মেনে চলতে হবে। নিয়ম গুলো অবশ্যই ভাল মত পড়বেন।

২। অনুবাদ:
অনুবাদ হল ইংরেজি থেকে অন্য ভাষায় রুপান্তর করা বা বিপরিত ও হতে পারে।
তবে সাধারনত বাংলা ভাষায় অনুবাদ এর কাজ থাকে নাহ। এই কাজের জন্য কোন রাঙ্ক এর দরকার হয় নাহ।

৩।ভিডিও বানানো:
ভিডিও বানানো এর কাজ করলে ভাল আয় করা যায়। তবে সেক্ষেত্রে ভাল মানের ভিডিও বানাতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজিতে ভিডিও বানাতে হবে।

৪। আর্টিকেল লেখা:
আর্টিকেল লিখেও ভাল আয় করা যায়। তবে সেক্ষেত্রে ভাল মানের আর্টিকেল লিখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজিতে আর্টিকেল লিখতে হবে।

৫। ফেসবুক মার্কেটিং:
১। ফেসবুক মার্কেটিং এর জন্য আপনার অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে।
২। ফেসবুক প্রোফাইল পাবলিক করে রাখতে হবে।
৩। সর্বনিম্ন ২০০ বন্ধু বা ফলোয়ার থাকতে হবে। তবে প্রোজেক্ট ভেদে সংখ্যা কম বা বেশি হতে পারে।
৪। এখানে প্রথমবার ফেসবুক পেজ এ লাইক দিতে হয়। আর পোস্ট শেয়ার বা পোস্ট তৈরি করতে হয়। আবেদন করার সময় দেখে নিতে হবে কি কি করতে বলছে।

৬। টুইটার মার্কেটিং:
১। টুইটার মার্কেটিং এর জন্য আপনার অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে।
২। টুইটার প্রোফাইল পাবলিক করে রাখতে হবে।
৩। সর্বনিম্ন ২০০ ফলোয়ার থাকতে হবে। তবে প্রোজেক্ট ভেদে সংখ্যা কম বা বেশি হতে পারে।
৪। এখানে প্রথমবার টুইটার পেজ এ  ফলো করতে হবে। আর পোস্ট রিটুইট বা টুইট তৈরি করতে হয়। আবেদন করার সময় দেখে নিতে হবে কি কি করতে বলছে।
৫। তবে আবাদন করার আগে অবশ্যই টুইটার অডিট (https://twitteraudit.com) করে নিবেন। অডিট স্কর যতো বেশি তত ভাল। তবে দেখে নিবেন সর্বনিম্ন কত বলছে ও তা আপনের আছে কি নাহ?

৭। ইন্সটাগ্রাম মার্কেটিং:
ইন্সটাগ্রাম মার্কেটিং এর জন্য সাধারনত ইন্সটাগ্রাম প্রোফাইল ফলো করতে হয়। ও তাদের পোস্ট গুলো লাইক, কমেন্ট ও শেয়ার করতে হয়।

৮। রেডিট মার্কেটিং:
রেডিট মার্কেটিং এ রেডিট অ্যাকাউন্ট ফলো করতে হয়। পোস্ট বা কমেন্ট ও লাইক করতে হয়। আপনের কারমা যতো বেশি হবে আয় তত বেশি হতে পারে।

৯। টেলিগ্রাম মার্কেটিং:
টেলিগ্রাম মার্কেটিং এ কয়েক ধরনের কাজ থাকে। যেমনঃ
১। টেলিগ্রাম গ্রুপ জয়েন করা
২। টেলিগ্রাম গ্রুপ ও পেজ এ জয়েন করা
৩। টেলিগ্রাম গ্রুপ এর আলচনায় অংশ নেওয়া
৪। নিজের পেজ এ পোস্ট করা।
আবেদন করার সময় দেখে নিবেন কি কাজ আছে।

১০। ব্লগ লেখা:
ব্লগ  লিখেও ভাল আয় করা যায়। তবে সেক্ষেত্রে ভাল মানের ব্লগ লিখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজিতে ব্লগ লিখতে হবে। ব্লগ ও আর্টিকেল প্রায় একই।

১১। লিঙ্কডিন মার্কেটিং
লিঙ্কডিন মার্কেটিং এ লিঙ্কডিন অ্যাকাউন্ট ফলো করতে হয়। পোস্ট বা কমেন্ট ও লাইক করতে হয়।


বিশেষ দ্রষ্টব্যঃ কোন কাজে আবেদন করার আগে অবশ্যই পড়ে নিবেন। সব প্রোজেক্ট এর নিয়ম এক নয়।


Title: Re: Newbie রাও এখান থেকে আয় করতে পারেন
Post by: shasan on November 04, 2018, 12:58:02 PM
রিজার্ভ


Title: Re: Newbie রাও এখান থেকে আয় করতে পারেন
Post by: DTalk on November 04, 2018, 01:56:45 PM
ভাই,
আপনি কি বাংলাদেশী? আমার সন্দেহ হচ্ছে  ;D
অনেক গুলো বানান ভুল। লল।
যাইহোক, ধন্যবাদ এইরকম পোস্ট করার জন্য।আশা করছি যারা নতুন তারা বুঝতে পারবে এইটা এবং খুব সহজভাবে কাজ শুরু করতে পারবে।


Title: Re: Newbie রাও এখান থেকে আয় করতে পারেন
Post by: shasan on November 04, 2018, 02:02:03 PM
ভাই,
আপনি কি বাংলাদেশী? আমার সন্দেহ হচ্ছে  ;D
অভ্র কী ওয়ার্ড ব্যাবহার করার জন্য অনেক বানান ভুল হয়।
যেমন আপনেরঃ নপ্তুন
পরে অবশ্য এডিট করেছেন।


Title: Re: Newbie রাও এখান থেকে আয় করতে পারেন
Post by: DTalk on November 04, 2018, 02:39:23 PM
আর্টিকেল লিখা আর ব্লগের মধ্যে তেমন কোন পার্থক্য নাই।
তবে আর্টিকেল যে কোন যায়গায় লেখা যায় আর ব্লগ শুধু ব্লগ এই পোস্ট করতে হয়। এছাড়া ব্লগ এর ক্ষেত্রে পোস্ট করতে হয় আর আর্টিকেল এর ক্ষেত্রে পোস্ট না করলেও হয়। তবে বাঊন্টিতে আর্টিকেল এও পোস্ট করতে হয় লিঙ্ক দেওয়ার জন্য।
এবং ব্লগ এ engagement দেখা হয় কিন্তু আর্টিকেল এ engagement দেখা হয় নাহ।
ধন্যবাদ।আমি অনেক কনফিউজড ছিলাম।
আপনি যেটা সিগনেচার ক্যাম্পেইন করছেন ওইটা কেমন প্রজেক্ট? ভালো হবে মনে হয়?


Title: Re: Newbie রাও এখান থেকে আয় করতে পারেন
Post by: Olaiasal11 on November 05, 2018, 07:15:48 AM
কপার মেম্বার হলেও কিন্তু সিকনেচার করা যায় আপনি হয়তো বা এই এই বিষয় টি এড়িয়ে গেছেন। 
অনেক বাউন্টি তে লিখাই থাকে কপার মেম্বার অথবা জুনিয়ার মেম্বার রা বাউন্টি য়ে অংশগ্রহন করতে পারবেন।  আর ট্রান্সলেট আমরা করতে পারবো না কারণ বাংলা তে ট্রান্সলেট একসেপ্ট করে না।  তবে আপনার পোষ্ট টি অনেক ভালো লেগেছে আমার কাছে।  এইসব পোষ্ট অনেক আগেই দরকার ছিলো তাহলে বাউন্টি সম্পর্কে অনেকের অনেক ভালো ধারণা হতো। 
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পোষ্টটির জন্য। 


Title: Re: Newbie রাও এখান থেকে আয় করতে পারেন
Post by: DTalk on November 06, 2018, 06:01:38 AM
কপার মেম্বার হলেও কিন্তু সিকনেচার করা যায় আপনি হয়তো বা এই এই বিষয় টি এড়িয়ে গেছেন। 
কপার মেম্বার খুব রেয়ার মেনশন করা থাকে, যদিও তারা মেম্বার হিসেবেই কাউন্ট হয়।এনিওয়ে, আমি মনে করি কপার মেম্বারকে সিগ্নেচার ক্যাম্পেইন এর সাথে না জড়ানোই ভালো হবে যেহেতু এইটার মুল উদ্দেশ্য ছিল যারা এই ফোরামে কিছু সার্ভিস কিংবা নিজেদের কিছু প্রমোট করতে চায় মুলত তাদের জন্য।অনেক নতুন মেম্বার কম্পলেইন করত আমরা ছবি পোস্ট করতে পারিনা।সিগ্নেচার ক্লিকেবল না।এইগুলো ভেবেই থিমস কপার মেম্বার অফার করছে।


Title: Re: Newbie রাও এখান থেকে আয় করতে পারেন
Post by: Olaiasal11 on November 06, 2018, 07:51:24 AM
কপার মেম্বার হলেও কিন্তু সিকনেচার করা যায় আপনি হয়তো বা এই এই বিষয় টি এড়িয়ে গেছেন। 
কপার মেম্বার খুব রেয়ার মেনশন করা থাকে, যদিও তারা মেম্বার হিসেবেই কাউন্ট হয়।এনিওয়ে, আমি মনে করি কপার মেম্বারকে সিগ্নেচার ক্যাম্পেইন এর সাথে না জড়ানোই ভালো হবে যেহেতু এইটার মুল উদ্দেশ্য ছিল যারা এই ফোরামে কিছু সার্ভিস কিংবা নিজেদের কিছু প্রমোট করতে চায় মুলত তাদের জন্য।অনেক নতুন মেম্বার কম্পলেইন করত আমরা ছবি পোস্ট করতে পারিনা।সিগ্নেচার ক্লিকেবল না।এইগুলো ভেবেই থিমস কপার মেম্বার অফার করছে।

ঠিক বলেছেন অবশ্য  সাধারান কিছু বাউন্টি তে কপার মেম্বারদের জন্য কিছু আসন রেখে দেয়। তা না করাই ভালো। 
তবে আমি করি যারা নিউবি আছেন তারা ২০৮৩৩৩ লাখ সাতোসি ১৪$ দিয়ে কপার মেম্বার হয়ে বাউন্টি করলেই ভালো হয়। 
একাউন্ট সিকিউর থাকবে। 


Title: Re: Newbie রাও এখান থেকে আয় করতে পারেন
Post by: Little Mouse on November 07, 2018, 04:47:34 AM
তবে আমি করি যারা নিউবি আছেন তারা ২০৮৩৩৩ লাখ সাতোসি ১৪$ দিয়ে কপার মেম্বার হয়ে বাউন্টি করলেই ভালো হয়।  
একাউন্ট সিকিউর থাকবে।  
Account secure kivabe thakbe. apni copper member er link tate click korun. 1st warning hochhe-
Quote
You can still be banned if you break the rules. You will not get any special treatment.
So, kono security nai.sobai eikhane eki category te treat hoy.


Title: Re: Newbie রাও এখান থেকে আয় করতে পারেন
Post by: Olaiasal11 on November 07, 2018, 10:09:16 AM
তবে আমি করি যারা নিউবি আছেন তারা ২০৮৩৩৩ লাখ সাতোসি ১৪$ দিয়ে কপার মেম্বার হয়ে বাউন্টি করলেই ভালো হয়।  
একাউন্ট সিকিউর থাকবে।  
Account secure kivabe thakbe. apni copper member er link tate click korun. 1st warning hochhe-
Quote
You can still be banned if you break the rules. You will not get any special treatment.
So, kono security nai.sobai eikhane eki category te treat hoy.

আসলে আমি সেটা ভেবে বলিনি,  আমি বলতে চেয়েছিলাম অনেক।বাউন্টি তে লিখাই থাকে নিউবি আর নট এলাও বাট কপার মেম্বার ক্যান জয়েন দিস বাউন্টি পোগ্রাম।  এটাই  আর কি? 



Title: Re: Newbie রাও এখান থেকে আয় করতে পারেন
Post by: FoysalX on November 16, 2018, 11:50:53 AM
অনেক সাজানো গোছান একটি পোষ্ট।  ভালো লিখেছেন ব্রাদার।