Bitcoin Forum
June 23, 2024, 03:28:13 PM *
News: Voting for pizza day contest
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 ... 119 »
101  Economy / Trading Discussion / Re: Why are people getting scared to Trade on: May 23, 2024, 06:15:49 AM
That's what comes to their mind the first time they know the word trading, yes, they think that trading is an activity that can bring profits quickly, even though in reality it's not easy at all. When they try to do it, what they think and what they feel will be very different. People like this are usually people who want an instant way to get money.

This is not their fault for thinking that trading is easy. It's the fault of scammers and social media influencers. Every time you visit social media, whether it's Instagram, Facebook, or Twitter, you will start seeing random ads about traders making money and providing signals for beginner traders. Many people fall for that trap and start their journey without knowing the basics.

Some people become greedy after seeing that a trader is making thousands of dollars a day. They couldn't understand one thing that they don't have the thing which that trader has, which is experience. Not everyone makes money from trade, but some lose as well.
102  Economy / Trading Discussion / Re: If all your wages were paid in USDT, would you accept it? on: May 23, 2024, 06:09:52 AM
The way I see it, the difference is huge, a bit like between real cheese and cheese-like product.

USDT has the value of USD, but it's not USD. It's a coin issued by a private company that follows the price of USD, like a price tracking ETF. When you hold USDT you don't hold USD. You hold an IOU from ifinex - a Hong Kong company. Do you trust that company with your money? Do you really want an IOU from them every month instead of USD? You're not going to be able to spend your USDT in any store.

Why not? I do not spend in USD in the store either. Here, it's kind of different. If you are working in the IT sector or a company that is related to crypto currency, you should not have a problem accepting a salary in USDT. It's not rocket science to sell USDT for your preferred currency. I am still getting my salary in USDT and constantly sell them for my local currency, and my local currency arrives within a couple of minutes.

I am not going to hold USDT. I convert them to my local currency right after I receive them. But sometimes I hold USDT if I plan to invest in cryptocurrency. Actually, it varies from place to place and person to person.
103  Economy / Trading Discussion / Re: Why are people getting scared to Trade on: May 22, 2024, 06:53:34 AM
The simple answer is because of the little knowledge of trading. There are various types of trading, and not all of them are suitable for a person. Another reason is, that people come to start trading without learning it properly. Trading seems to be too easy, but they are not in reality.

People get trapped and lose a lot of money because they start doing binary trading and futures trading with a lot of leverage, which is more dangerous than gambling. They lose at the end and they get scared of trade because of that. Various platforms have trading options but not all of them are the same. People trade on CEX as well with Cross margin and they drain their entire account when they get liquidated.
104  Economy / Trading Discussion / Re: If all your wages were paid in USDT, would you accept it? on: May 22, 2024, 06:23:53 AM
If your salary was not US dollars, but USDT, would you dare to ask for it? Although USDT can facilitate transfers and cross-border payments, thinking about the fluctuations and risks makes me feel a little panicked! It can’t be used everywhere in daily life, What do you think? Come and chat!

I would prefer to get it in USD. But if a company offers me to get it in USDT, why not? Both have the same value after all. The difference is not much. Maybe only a penny? But I am okay with that. Regarding USDT getting a de-peg, I will have to chat with that if USDT gets a de-peg within three days of getting the salary, they will have to pay me again and I am okay with that.

Getting a salary in USDT or any other stable crypto is not bad. I can still exchange them to my local currency within a couple of minutes. So, I won't bother too much about asking for USD instead of USDT.
105  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: May 22, 2024, 06:17:32 AM
রইসির মৃত্যুর খবর শোনার আগে ইরানের প্রেসিডেন্ট জন্য রাস্তা ঘাটে লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছিল ইরানের প্রেসিডেন্টের হায়াত প্রার্থনার জন্য।
https://www.facebook.com/share/v/6yL6CUQkAjfmKVXq/?mibextid=oFDknk
আবার অনেক স্থানে মরহুম প্রেসিডেন্টের মৃত্যুর আনন্দে মিষ্টি বিতরণ করতে শোনা যাচ্ছে। একই দেশে সাধারণত রাজনৈতিক দলে মতপার্থকের কারণে এরকম বিভাজন দেখা যায় এই বিভাজন কিন্তু আমরা আমার দেশেও লক্ষ্য করছি। আমার দেশের সরকারের যদি অলাকাঙ্ক্ষিতভাবে কোন পরিবর্তন হয় তাহলে রাস্তাঘাটে মিষ্টি বিতরণ করা হবে। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বিরোধী দলের সমর্থকরা অবশ্যই আনন্দে মিষ্টি বিতরণ করছে এটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনার কথাই ধরে নেব আমরা যা জানি সব গায়েব এবং একমাত্র আল্লাহ তা'আলা জানে মরহুম প্রেসিডেন্ট রাইসি কেমন মানুষ ছিলেন।

আপনি রাজনৈতিক হিসাব বাদ দেন। রাজনৈতিক ভাবে একটা মানুষ সবার কাছে কখনোই ভালো হতে পারে না এবং পারবেন ও না। সমস্যা হচ্ছে পুরো শিয়া জাতীদের। তারা  কাউকেই খলিফা হিসেবে মানেনি। হযরত আবু বকর (রাঃ), ওসমান, ওমর, এনাদের কাউকেই শিয়ারা মানে না। এমনকি এরা ওমর (রাঃ) হত্যাকারীর কবরকে মাজার বানিয়েছে। তাহলে চিন্তা করেন এনারা খলিফাদের কি পরিমানে ঘৃণা করেন। তাদের দেশে মিষ্টি বিতরন হয়েছে এই কথা আমি বলিনি।

বলেছি অন্যান্য আরব দেশের কথা। অন্যান্য আরব দেশগুলোতে মিষ্টি বিতরন করা হয়েছে কারন অন্যান্য রা মনে করেন শিয়া রা মুসলমান নয়। হয়তো তারা কাফের, অথবা মুনাফিক। তবে আমি কাউকে কিছু বলে ফতোয়া বা ট্যাগ দিতে চাই না, যেহেতু এই ব্যাপারে আমার জ্ঞান নেই।
106  Other / Beginners & Help / Re: Learn a skill instead, you will be set for life. on: May 21, 2024, 01:47:54 PM
Well, I have been seeing these types of articles for a long time, people suggesting others learn a skill and invest their time in it. But guys, you should understand that it's not possible for everyone especially when you are responsible for handling your family and have to work for them. I planned a couple of times to save an hour every day and learn something new like graphics design or coding. But, I never managed to do my work on time.

It is better to learn new skills before you join the work and when you do not work permanently. Learn anything possible before you are 18 so you don't have to take the pressure of making money for your family. I am telling this from my experience.
107  Bitcoin / Bitcoin Discussion / Re: If this is doable what will you add or remove? on: May 21, 2024, 01:33:40 PM
Let's all pretend to be a developer for today, and I have a question for you all.

If you are to add 1 thing to Bitcoin what will it be? And also if you are to remove just one thing from Bitcoin what will it be?

The only thing I care about is the fees. So, I could change anything; I would remove those BRC-20 ordinals things. But I guess there is a lot of opposition. These recent developments are increasing the use case of Bitcoin, and these protocols have a lot of transactions every day. Miners are making money from those transactions. So, If I could set the fee limit, I Would set it lower than 20 sat/vb and see how it works. I do not have problems with the Runes and the BRC-20 tokens as long as they do not bother the mempool and the fees.
108  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: May 21, 2024, 12:45:30 PM
আমরা সকল মুসলমান ইব্রাহিম রইছি এর জন্য আল্লাহ তাআলার নিকট তার আত্মার মাগফেরাত কামনা করি এবং আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের উচ্চ স্থান দান করে।
আমীন

ফেইসবুকে ইব্রাহিম রইছির মৃত্যু নিয়ে যেমন শোকের পোষ্ট দেখতে পাচ্ছি, একই দিক দিয়ে ঘৃণার পোষ্ট দেখতে পাচ্ছি। ইরানের বেশিরভাগ মুসলমান মূলত মুনাফিক। এরা নামে মুসলমান হলেও, এরা বেশিরভাগ হলো শিয়া সম্প্রদায়। সবচাইতে অবাক করা তথ্য কি জানেন? ওমর ইবনুল খাত্তাবের হত্যাকারির কবরস্থানকে তারা মাজার বানিয়েছে। শিয়া মুসলমানরা মূলত মনে করে হযরত ওমর, হযরত আয়েশা, ওসমান, এনারা জাহান্নামি (নাউজুবিল্লাহ)।

ইব্রাহিম রইছির মৃত্যুতে অোরব কান্ট্রির কয়েক যায়গায় মিষ্টি বিতরনের ভিডিও অব্দি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে আমি কারো পক্ষে বা বিপক্ষে বলতে চাই না। গায়েব আমরা কেউ জানি না একমাত্র আল্লাহ ছাড়া।
109  Other / Beginners & Help / Re: I don't hold BTC for ATH on: May 20, 2024, 12:07:42 PM
Nothings happen if btc bull run coming or not, Because I always believe that btc is a digital wealth and public power decentralized system ATH or Bull run is not important for me.

I guess you are wealthy enough to say that. Unfortunately, most of us hold Bitcoin because we want to increase our wealth. When the bull run and the bear run start, many things happen. Market movement affects my mental health, and sometimes, we start panicking when we see a massive crash in the market. If your thousand dollars become a couple of hundred dollars and you still do not care, you are wealthy enough, Budd. I was waiting for a 90-100K price range to cash some profit, and I would love to buy back if the market goes down. You just lied in your thread. I know you care about ATH.  Wink
110  Economy / Trading Discussion / Re: Why trading and not something else? on: May 20, 2024, 11:20:00 AM
Hello,friends
The question concerns experienced traders with a long experience of both wins and losses
Why did you decide to start trading one day?
Why do it,because there is long-term investing,mining or the possibility to do other business,including offline?
Who gave you this idea?

I started trading to gain some experience. I have tried various kinds of trading, like Binary trading on the Forex platform, Spot trading, and futures trading on centralized exchanges. I have always seen some advertisements on social media that traders make huge money. Surely, money attracts all of us, and I decided to give it a shot. Later, I started to learn that binary trading is nothing better than gambling. It is similar to gambling.

Future trade is a kind of gambling as well. I don't remember making any profits from future trading. I always end up losing my crypto. Spot trading has always been my favorite one. But it needs a lot of time and patience. I become a holder from a spot trader.
111  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: May 20, 2024, 10:54:00 AM
তারাই ভালো লাভ করতে পাড়ছে যারা লিস্ট হবার সাথে সাথে বিক্রি করে ফেলছে। এখন এর দাম অনেক কমে গেছে। এগুলো কয়েনের ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি না। তাই এয়ারড্রপ করে ফ্রিতে টোকেন পেলে ঠিক আছে তবে এগুলোতে ইনভেস্ট করা ঠিক হবে বলে মনে হয় না।
এখান এয়ারড্রপের একটা সময় যাচ্ছে অনেকেই দেখি এয়ারড্রপ করা শুরু করেছে এবং প্যামেন্ট ও পাচ্ছে ভালো মানের। আমাকে কয়েকজন বন্ধু কয়েকমাস আগে থেকে বলে এয়ারড্রপ করতে কিন্তু করিনা। এখন দেখি তারা প্যামেন্ট ভালই পায়। তাই কিছু কিছু এয়ারড্রপ করার চিন্তাভাবনা করতেছি কিন্তু শুরু করা হচ্ছে না।

একটা কয়েনের ব্যাক এন্ডে কারা কাজ করছে, এর ইউজ কেইস আছে কি না, সেটা না জেনেই আপনি একটা কয়েন সম্পর্কে বললে ভূল করবেন। নটকয়েনের মতো অন্যান্য কয়েনের কোনো ভবিষ্যত না থাকতে পারে, তবে নটকয়েনের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। আপনারা যেনে থাকবেন যে নট কয়েনের ডেভেলপার কিন্তু টেলিগ্রামের নিজেদের টিম। নট কয়েনের পেছনে টেলিগ্রাম নিজে কাজ করছে।টুন কয়েন অলরেডি কোথায় চলে আসছে দেখেন। এটা একটা লেয়ার ওয়ান ব্লকচেইন। টেলিগ্রাম অবশ্যই সময়ের সাথে সাথে নটকয়েনের ইউজকেইস বাড়াবে। আর যতো ইউজ কেইস বাড়বে, এটা ততো বেশি ষ্ট্রং হবে। আর নটকয়েন অলরেডি ৭৮% সাপ্লাই কমিউনিটিকে দিয়ে দিচ্ছে। কয়দিন পর পর সাপ্লাই আনলক হওয়ার ভয় নাই। আমার মনে হয় ভবিষ্যতে নটকয়েন ভালো রিটার্ন দিবে। যেকারনে আমি নিজেই হোল্ডিং করে বসে আছি।
112  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: May 19, 2024, 12:02:12 PM
এই কুইজটিতে আমি অনেক দিন আগে অংশগ্রহণ করেছিলাম। এই প্রশ্নটিতে আমিও ১০০০০ সিলেক্ট করেছিলাম কিন্তু আমার উত্তর ভুল দেখানো হয়েছিলো। হতে পারে এই কুইজে আসল সত্যটা তুলে ধরা হয়েছে, তবে আমি যতগুলো নিউজ দেখেছি সব নিউজে ১০০০০ বিটকয়েন উল্লেখ করা হয়েছে। গতকালকে একটা টুইটারে টুইট দেখেছিলাম Laszlo Hanyecz ১৪ বছর আগে ১৮ মে ফোরামে পোস্ট দিয়েছিলেন পিজ্জার বিনিময়ে তিনি ১০০০০ বিটকয়েন প্রদান করবেন।

আসলে কোনোটাই ভুল নয়। এখানে প্রশ্নটা বিস্তারিত করা হয়নি বলেই সবাই সঠিক উত্তর দিতে পারছে না। লাজলো আসলে ১০ বিটকয়েন দিয়েই পিজ্জা নিয়েছিলো। কিন্তু কথিত আছে যে লাজলো এরকম করে আরো ৪ বার একই ব্যাক্তি থেকে আরো পিজ্জা কিনেছিলো এবং তিনি ৫ বারে মোট ৫০ হাজার বিটকয়েন খরচ করেছেন। কিন্তু আমি ওনাকে এই কথা নিজের মুখে বলতে শুনিনি। আমি ইন্টারভিউ দেখেছি এবং তিনিও সেখানে ১০ হাজার বিটকয়েনের কথাই উল্লেখ করেছেন। তবে যেহেতু ব্লকচেইন ডাটা এভেইলেবল, মানুষ ট্রাঞ্জেকশন দেখেও বুঝে নিতে পারে বা হয়তো বিটকয়েন্টকেই উনি কোথাও এসব তথ্য পোস্ট করেছেন। তবে যেহেতু ৫০ হাজার বিটকয়েনের কথা চলে আসছে, আমার মনে হয় না এটা ফেইক। অন্তত কুইজে ফেইক তথ্য দিয়ে কুইজ বানানো হবে না।
113  Other / Off-topic / Re: twiter unlimited information? on: May 19, 2024, 11:52:58 AM
It’s simply a joke. Do not take everything especially on x.com seriously. Lots of trolls and jokes in the platform.

Haha, well said. I have noticed those things, and unfortunately, sometimes, those trolls can manipulate the market. Let me tell you how. If I am not wrong, something like this happened before. Elon Musk tweeted a picture of himself with his dog, and some stupid people started spreading the news that Elon Musk would buy Dogecoin. This tweet is a hint of market movement. I know it was stupid, but it worked.

Every other new project tries to engage with Elon Musk's Twitter and shill their project. If Elon Musk posts a picture with a cup of tea, these trolls will find out if there are some tokens named Teacoin and say that this is a hint of buying Teacoin. LOL. Isn't it too funny?

114  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: May 19, 2024, 06:48:30 AM
একটা বিষয় বুঝতে পারলাম না আমরা বাইনান্স এক্সচেঞ্জ ওয়ালেটে ডিপোজিট করেছিলাম কিন্তু কোন বোনাস পেলাম না কিন্তু যারা Bybit এক্সচেঞ্জের ওয়ালেটে ডিপোজিট করেছিল তারা সবাই ৩০ ডলার করে বোনাস পেয়েছে। ৩০ ডলার করে বোনাস দেওয়ার কারণ বুঝতে পারলাম না।
মূলত বাইবিটে নট কয়েন ডিপোজিট নিয়ে একটা ঝামেলা হয়েছিলো। অন্যান্য এক্সচেন্জ এ যখন ডিপোজিট কমপ্লিট হয়ে গিয়েছে, বাইবিটে তখন অনেক ইউজারের ডিপোজিট ক্রেডিট হয়নি। বা একটু দেড়িতে ক্রেডিট হয়েছে। বাইবিট তাদের এপোলোজি হিসাবে ২৬ মিলিয়ন ডলার ইউজারদেরকে ক্রেডিট করেছে। আমি এমন ইউজারদেকেও জানি যে বাইবিটে ২ ডলারের নটকয়েন ডিপোজিট করে ৩০ ডলার বোনাস পেয়েছে। এছাড়া ৫০ ডলার ফিউচার ট্রেডিং বোনাস এবং ৩০ দিনের লেভেল ১ ভিআইপি পেয়েছে।


Blum telegram Mining এই এয়ার্ডপ কেমন হবে কেউ একটু ধারণা দেন। দেখলাম এই এয়ার্ডপটি ICODrops এ লিস্ট রয়েছে।



এয়ারড্রপ লিংক: প্রবেশ করুন
প্রজেক্ট টা মোটামোটি ভালোই মনে হচ্ছে। টেলিগ্রাম বট অলরেডি ভেরিফাই করা, মানে প্রিমিয়াম নেয়া। আমিও মাইন করতেছি অলরেডি।
115  Other / Beginners & Help / Re: Bitcoin ETF on: May 18, 2024, 12:35:08 PM
It seems that alcibiades was a visionary back then in 2013. Great research work Geremia, I don't think it was easy to find this lost thread from the Palaeolithic, and I think it's a good idea that we honor him by opening a current debate about ETFs here and not in a newly created thread.

I just double-checked the thread opening date. Initially, I was wondering why such threads were in the Beginners and Help section. I guess they're a better fit in the Bitcoin Discussion section. I opened the thread to read the content, but I was kind of surprised to see that the three are 11 years old. Yeah, we should consider the OP a visionary. BTC was around $55 in March 2013 when this member considered Bitcoin ETF. Today, Bitcoin is trading over 67K. Since OP is inactive, they will not tell us what is in their mind. But yeah, it's nice to see that people had faith in Bitcoin.
116  Other / Beginners & Help / Re: Exodus fees on: May 18, 2024, 12:25:08 PM
As far as I can see, Exodus supports almost all the available chains for USDT. Your USDT is probably on the ETH chain, so they ask ETH for a fee. I am not familiar with Exodus. They will charge you ETH if you even try withdrawing your USDT because it's on the ERC-20 chain. This is fucking worst moment. I never deposited my USDT on the Ethereum Network because of the high fees.

You should check for withdrawal methods via a different chain, such as BSC or Tron. Otherwise, you will have to pay an ETH fee.



117  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: May 18, 2024, 11:00:11 AM
কি অবস্থা সবার!

আশা করি সবাই ভালো আছেন। এই পোস্ট টি হলো ওশেন টোকেন মাইনিং করার পর সেই টোকেন এক্সচেঞ্জ করার টিউটোরিয়াল। যদিও আমি অলরেডি টেলিগ্রামে পোস্ট করেছি। তবুও এখানে আরেকবার বিস্তারিত লিখছি। যারা অলরেডি ওশেন ক্লেইম করেছেন এবং এখন এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, প্রথমেই প্লে স্টোর এ গিয়ে SUI ওয়ালেট ইন্সটল করে নিন। ওয়ালেট লিংক https://play.google.com/store/apps/details?id=com.mystenlabs.suiwallet

তারপর আপনার টেলিগ্রামের ওয়েব ওয়ালেটের সিড অথবা প্রাইভেট কি সুই ওয়ালেটে ইম্পোরট করে নিন।

এবার ওয়ালেটের নিচের দিকে দেখেন Apps লেখা আছে, ওখানে ট্যাপ করুন। তারপর দেখেন ওপরে এড্রেসবার আছে, এড্রেসবারে এই লিংক পেস্ট করুন।
Code:
https://app.cetus.zone/swap

লিংকে ঢুকার পর আপনার SUI ওয়ালেট কানেক্ট করুন। Select Token এ ক্লিক করে এই স্মার্ট কন্ট্রাক্ট পেস্ট করে ওশেন টোকেন সিলেক্ট করুন।
Code:
0xa8816d3a6e3136e86bc2873b1f94a15cadc8af2703c075f2d546c2ae367f4df9::ocean::OCEAN

তারপর নিচের Select Token এ গিয়ে SUI সিলেক্ট করে দিয়ে সোয়াপ করে ফেলুন।

খুব শর্টকাট ভাবে লিখেছি। কারো বুঝতে অসুবিধা হলে টেলিগ্রামে নক করুনঃ @learnbitcoinbd
যারা জয়েন করেন নি, তারা এই পোস্ট দেখে জয়েন করতে পারেনঃ https://t.me/airdropsbrobd/79

বিটকয়েন্টক থেকে যারা জয়েন করবে, সবাইকে ওশেন ক্লেইম করার জন্য ০,০৩ SUI ফি দেবো যেটা দিয়ে ১০ বার ক্লেইম করতে পারবেন।

হয়ে যাক আনলিমিটেড কোপ  Wink Wink Wink

যারা বাইবিটে নটকয়েন নিয়েছিলেন, ওয়ালেট চেক দেন। ৩০ ডলার করে বোনাস এড করা হইছে।
118  Other / Beginners & Help / Re: How active can a newbie be daily? on: May 17, 2024, 12:24:22 PM
How many quality Posts can someone make daily before he or she can be considered active on this forum, sorry I ask a lot of questions so u can learn too.

Well, it depends on your intentions. If someone intends to rank up as soon as possible and get merits, they may write more than ten posts daily. Or maybe more than that. But, if someone has no intention and wants to engage in threads regularly, they may write one post daily. It depends. If you want to be considered active, you should write at least one post daily and put it on a board where people will see your posts. You are not doing anything if you write one post in bounty threads or in the archive.

Just be reasonable. Sometimes, I do not find any threads to write a single line. But other day I feel like I can write ten posts today because the threads are interesting. It depends on your interest as well.
119  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: May 17, 2024, 12:17:19 PM
According to a study in the United Kingdom, cryptocurrency traders and miners have the same social prestige as a prostitute  Cheesy Cheesy Cheesy

120  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: May 17, 2024, 11:55:02 AM
আঙুল টোকাইয়া জীবনে আমার প্রথম Airdrop পেমেন্ট পেয়েছি 34 ডলার মানে NOT coin এর কথা বলতেছি। এক্সচেঞ্জ লিস্ট হওয়ার আগে অনেকে বলাবলি করছে বড় ধরনের কোপ হবে যদিও আমার টোকেনের পরিমাণ ছিল অনেক কম তাই অনেকের হয়তো বড় বড় কোপ হয়ে গেছে কথা সত্য ছিল। NOT coin থেকে যারা ইসটেকিং করেছিল তারা হয়তো ১/২ ডলারের উপরে পায়নি। কিন্তু যারা আঙ্গুল টোকিয়েছিল তারা মোটামুটি ত্রিশ/ চল্লিশ ডলারের উপরে পেমেন্ট পেয়েছে।
আজকে NOT coin এর পেমেন্ট পেয়ে মনে জোশ ধরেছে তাই আপাতত আজকে Tapswap, Memefi, Blum, Dotcoin, Loot এই পাঁচটি আঙ্গুল টোকানোর কাজ শুরু করে দিলাম।

নট কয়েন থেকে আমার প্রফিট প্রায় ১৮০ থেকে ২০০ ডলারের মতো। আপনি যেগুলোর নাম মেনশন করেছেন, প্রায় প্রতিটা বট তেকে মিনিমাম ১০০ ডলার করে প্রফিট করা সম্ভব যদি এগুলো এক্সচেন্জ এ লিষ্ট হয়। কিন্তু বাস্তবতা হলো সবগুরো প্রজেক্ট এক্সচেন্জ এ লিষ্টেড হবে না। অর্ধেক যদি এক্সচেন্জ এ লিষ্ট হয়, তাহলেই অনেক। আজকে আমার টেলিগ্রাম চ্যানেলে এই বটগুলো নিয়ে একটু বিস্তারিত লেখবো। চাইলে কে করতে পারেন।

আর সবার জেনে রাখা উচিৎ যে এই ধরনের বটে কোনো ওয়ালেট কানেক্ট করার ঝামেলা নেই। সুতরাং এইগুলো রিস্ক ফ্রি প্রজেক্ট মনে করতে পারেন। যাদের হাতে ফ্রি সময় আছে, অবসর সময়ে এইসব বটে কাজ করতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেল লিংক
Pages: « 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 ... 119 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!