Bitcoin Forum
June 21, 2024, 06:29:03 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 »
101  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 10, 2023, 02:58:13 AM
NEW: Bitcoin sandals spotted in Bangkok 🇹🇭


https://twitter.com/BitcoinNewsCom/status/1645241052230569984?t=jYbG6bDkj7Ze2bW7FvtWHA&s=19
102  Bitcoin / Bitcoin Discussion / Re: El Salvador has become the first country to make #Bitcoin legal tender! 🇸🇻 on: April 10, 2023, 02:09:08 AM
☀️ #Bitcoin Bus traveling through El Salvador! 🇸🇻


https://twitter.com/BitcoinMagazine/status/1645140100110757888?t=8beyiV1_Cyd-t1_YW7Mf8w&s=19
103  Economy / Gambling discussion / Re: T20 and T20I cricket prediction and discussion on: April 10, 2023, 01:27:19 AM
I bet on Kolkata to win this match. But after the Gujarat team set a huge target of 205 runs, I was almost certain that Kolkata was going to lose this match. But to everyone's surprise, Kolkata won this match. It was an absolutely incredible win. At the end of 19 overs, Kolkata's total was only 176 runs with the loss of 7 wickets. No one could have guessed that Rinku would bat so violently in the last over. He hit 5 6 off 5 balls. He scored 48 runs off just 21 balls. Kolkata's comeback after the defeat in the first match is really commendable.
Great and congratulations for winning your bet. Kolkata really played well enough.  It is very rare to be given a target of 200 plus runs in a T20 match and to surpass that target.  Because to score 200+ runs in T20 matches, must have to keep good run rate in every over which is very difficult for every teams. In this match both the teams had a very good performance and it was a tough fight. Every match in the Indian Premier League is getting pretty good

KKR had no business winning that match. This was certainly a jaw-dropping performance from Rinku. Of course, this was a great win for them. But I want to point out something. In this match, KKR got away with bad bowling because they had a genuine match-winning inning from a player. But that is not going to probably happen every day. They will have to Perform better in bowling.

Also, in the batting, they did not do something great in my opinion. I am talking about the team effort. If they could do better, they wouldn’t have had to face the situation at all.


I was sure that Gujarat Titans will definitely win because they put up a good performance in batting but scored a lot of runs. But Kolkata Knight Riders beat Gujarat in an impossible way that I never imagined. Kolkata Knight Riders (KKR) didn't perform very well in the beginning of the match when they entered the field in terms of batting but they showed a very good performance in the middle of the game where they scored a lot of runs during the fast bowling. This is where the victory of Kolkata Knight Riders has come. Seeing their great victory has captured a lot of space in the minds of the cricket audience.

Kolkata really put up a great batting performance yesterday. I never imagined that Kolkata would win today. Rinku Singh has batted brilliantly. He scored 48 runs off 21 balls. Kolkata needed 29 runs in the last over. Rinku Singh hit ৫ sixes in 5 consecutive balls. I was fascinated by Rinku Singh's batting yesterday.
104  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 09, 2023, 05:10:35 AM
আমি উপরের পোষ্টটি একজনকে রিপ্লাই করেছিলাম। যারাই লিংকটিতে ক্লিক করেছেন, তারা Lexer markets এর পেপার ট্রেডিং টিউটরিয়ালটি দেখেছেন। এটা বলার কারণ হইলো, আমি Arbitrum প্রজেক্টের এয়ারড্রপ পেয়েছি, শুধুমাত্র এই প্রজেক্টিতে অংশগ্রহণের মাধ্যমে।কারণ আমি ওই পেপার ট্রেডিং এ অংশগ্রহণ নাহ করলে হয়তো এটিও পেতাম নাহ। তাই সময়কে কাজে লাগান। কেননা অনেকে এয়ারড্রপ করেই $১০০,০০০ এর থেকেও বেশি ইনকাম করেছে।
আমি এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০ টার মত এয়ারড্রপ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল আজ পর্যন্ত আমি একটা পেমেন্ট পাইনি। মাঝখান থেকে শুধু আমার একটা ওয়ালেট হ্যাক হয়ে গিয়েছে। এর জন্য এয়ারড্রপ করতে ভয় করে। নতুন তাই বুঝতে পারি‌না কোন এয়ারড্রপ ভালো হবে কোন এয়ারড্রপ করলে ওয়ালেট হ্যাক হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।
@Review Master ভাই আগেও আমাদের মাঝে শেয়ার করেছেন আমরা গুরুত্ব দেইনি। যখন ভালো এয়ারড্রপ আসে তখন যদি আমাদের মাঝে একটু শেয়ার করে দিতেন, তাহলে অনেক কৃতজ্ঞ হতাম। আপনি যে এয়ারড্রপ গুলি আমাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ সেই এয়ারড্রপ করার চেষ্টা করব।


কিছু ভালো প্রজেক্টের লিংক নিচে দিয়ে গেলাম, যারা ইচ্ছা দেখতে পারেন:
Snip
প্রজেক্ট নিয়ে কিছু বিশ্লেষণ এবং DeFi এর কলাকৌশল:
Snip
আমি চেষ্টা করেছি এই প্রজেক্টগুলো করার, কোন টিউটোরিয়াল না জানার কারণে ব্যর্থ হয়েছি। এই পোজেটগুলো করার যদি কোন টিউটোরিয়াল থাকে ,তাহলে যদি আমাদের মাঝে শেয়ার করতেন অনেক কৃতজ্ঞ হতাম।
105  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 08, 2023, 05:41:32 AM
স্যার আমি নতুন আমাকে একটু সাহায্য করেন
জানিনা আপনি কি সমস্যায় পড়ছেন, কিসের জন্য সাহায্য চেয়েছেন। যদি কোন ধরনের সমস্যার মধ্যে পড়েন, যদি কোন কিছু না বুঝে থাকেন। কিভাবে আপনি সাহায্য চান পুরো details বলবেন। আমাদের বাংলা লোকাল থ্রেডে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন, তারা প্রতিনিয়ত আমাদের মত নতুন ইউজারদেরকে সব সময় সাহায্য সহযোগিতা করে থাকেন।
106  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 07, 2023, 03:37:42 PM
Bitcoin Talk ফোরামে মেরিট কি Sell করা হয়?
যদি মেরিট Sell দেওয়া হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ।আমার মেরিট এর অনেক প্রোয়জন।
MY TELEGRAM CONNECT______ @bountyhuntertrax4
এটা বিটকয়েন ফরম এখানে যোগ্য ব্যক্তিরা মেরিট পেয়ে থাকে। আপনি এটা বাংলাদেশের কোন সরকারি চাকরি পান নি। যে আপনি ঘুষ দিলেন চাকরিটা আপনার হয়ে গেল। আমরা বাঙালি তো সব জায়গায় আমরা যোগ্যতা দিয়ে কোন কিছু অর্জন করতে চাই না। ভাই আপনাকে আমি বলছি আপনি নিয়মিত ফরমে এক্টিব থাকবেন। ভালো ভালো পোস্ট করবেন, দেখবেন একদিন ভালো একটা পজিশনে উঠতে পারবেন, @Learn Bitcoin ভাই আপনাকে ভালো পরামর্শ দিয়েছেন মেনে চলার চেষ্টা করবেন।
107  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 07, 2023, 01:36:12 PM
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]
আমি এই কুইজটি ইতিমধ্যেই খেলেছি। আমার কুইজ খেলতে অনেকটাই ভালো লাগে। আমি বিশটা প্রশ্নের মধ্যে ৭ সঠিক হয়েছে আর ১৩ টি ভুল হয়েছে। আমি এই ১৩ টা প্রশ্নের সঠিক উত্তর খুঁজলাম কুইজটির কোন জায়গায় পেলাম না। আমার এই ১৩ টা প্রশ্নর উত্তর অজানা রয়ে গেল। আমি জানতে পারলাম না আমি যে কয়টা ভুল উত্তর দিয়েছি সেগুলির সঠিক উত্তর কি হবে।যদি এই রকম ব্যাবস্থা থাকতো আমি যে প্রশ্ন ভুল উত্তর দিব কুইজ টি সম্পন্ন হওয়ার পরে সঠিক উত্তরগুলি দেওয়া থাকতো। তাহলে আমার মত আরো নতুনদের জন্য বেশ উপকারী হত।

108  Bitcoin / Bitcoin Discussion / Re: I am now a Bitcoin investor on: April 07, 2023, 09:09:50 AM
You are welcome to invest in Bitcoin. You will hold it for a long time and hopefully get a lot of profit. Even if your investment is small, your investment is welcome. Try to increase your investment amount gradually. Finally I wish you success in your investment.
109  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 07, 2023, 06:20:46 AM
snip
আমি আপনাকে আরও একটা বিষয় বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি ছবি পোস্ট করবেন। তখন আপনি ছবিটির আকার (size) কমিয়ে পোস্ট করলে অনেকটাই ভালো দেখা যায় এবং পোস্ট এর আকার ছোট থাকবে।এই বিষয়ে জানতে আপনি upload photo size upload photo এই দুইটা  টপিক দেখতে পারেন। এই টপিকে আপনি আরো অনেক বিষয়ে জানতে পারবেন কিভাবে ফটো মাঝখানে পোস্ট করতে হয়। কিভাবে এক সাইটে পোস্ট করতে হয়।
110  Other / Politics & Society / Re: Power Or Money ? on: April 07, 2023, 02:50:47 AM
Money without money is currently worthless. Nowadays people are only chasing money. If you have money people will respect you and show you love. If you have money people will follow you. If there is money, the chief guest at the public meeting. You have money, parents, siblings will love you. No one will love you without money. If you have money, you will not lack friends. If you don't have money, you won't have any friends. If you have money, you have power. You have no money no power. If you are going to demonstrate your abilities, you will need money.
Finally it can be said that money is power.
111  Bitcoin / Bitcoin Discussion / Re: Am now a bitcoin investor. on: April 06, 2023, 10:20:53 PM
Congratulations on your investment in Bitcoin.Thanks to your parents, they helped you with money to invest in Bitcoin. Bitcoin is not only profitable, it has the potential for losses.You will keep the investment for a long time. Hopefully you will get a lot of profit.This will make your parents very happy. Finally I wish you success in investing.
112  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 06, 2023, 04:13:48 PM
সিনিয়র ভাইদের কাছে আমি একটা বিষয়ে জানতে চাই। আমি যদি কোন সোর্স থেকে কপি করে এনে কোন পোস্ট করি। যদি আমি সেই পোস্টে সোর্স লিংক যুক্ত করে দেই। তাহলে কি আমার পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে?
আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি আমি গুগল বা সোশ্যাল মিডিয়া থেকে কোন ফটো ডাউনলোড দিয়ে। সেই ফটোতে এডিট করে আমার পছন্দমত লেখালেখি করে, যদি পোস্ট করি তাহলে কি কোন সমস্যা হবে? সিনিয়র ভাইদের কাছে অনুরোধ এই দুইটা বিষয়ে আমাকে বুঝিয়ে দিলে আমি অত্যন্ত উপকৃত হতাম।
113  Bitcoin / Bitcoin Discussion / Re: Today is the story of my investment in Bitcoin on: April 06, 2023, 02:31:21 AM
But as I explained, if rates are not good enough and you are not having good income its best to not buy Bitcoin with a loan.
You are right, Investing in Bitcoin by borrowing is not really a good. Because investing with debt, Bitcoin has the potential of not only profit but also loss. Now if you borrow and invest and suffer a loss, how do you repay your debt? According to me, if one has accumulated wealth, then it is better to invest for him.
114  Bitcoin / Bitcoin Discussion / Re: I love Bitcoin on: April 05, 2023, 10:44:58 PM
Bitcoin has become a joy in everyone's life. Everyone can invest in this Bitcoin. Bitcoin will fulfill the dreams of many poor people. I also love Bitcoin a lot. I can't imagine anything without Bitcoin.

At some point the price of Bitcoin will increase a lot. My dreams will come true. Bitcoin will fulfill the dreams of thousands more people like me.
115  Economy / Gambling discussion / Re: T20 and T20I cricket prediction and discussion on: April 05, 2023, 02:59:49 PM
Rajasthan Royals vs Punjab Kings

Punjab vs Rajasthan match. Rajasthan won the toss and elected to field. Punjab scored 90 runs for the loss of one wicket in 9.4 overs. Prabhasimran Singh got out after scoring 60 runs off 34 balls. Shikhar was unbeaten on 26 off 25 balls. Today Punjab batted brilliantly. If you bat like this, there is a possibility of scoring 200 plus runs.
116  Economy / Gambling discussion / Re: Test Cricket Prediction and Discussion Thread [self - mod] on: April 05, 2023, 09:39:30 AM
Now the tea break is going on. Bangladesh's current collection is 316 runs. Mushfiqur Rahim scored 124 runs and Miraz scored 18 runs. Also Shakib's performance was excellent. Shakib and Mushfiqur have been able to perform responsibly when the team needed it. The performance of three batsmen in the top order was poor. Middle-order Mushfiqur, Shakib, and Liton played quite well. Bangladesh managed to take a lead of 102 runs. Bangladesh can take more than 200 leads if Mushfiq and Miraz's partnership is prolonged. After a long time, maybe we will see the Bangladesh team win a test match.
Bangladesh scored 316 runs for 5 wickets with responsible batting by the middle order batsmen. When the Bangladesh team lost three wickets very quickly, Shakib Al Hasan and Mushfiqur Rahim led the team. Shakib Al Hasan narrowly missed out on a century, but Mushfiqur took another Test century right next to his name. Mushfiqur Rahim is unbeaten on 124 runs so far. So far Bangladesh is leading by 102 runs against Ireland.

Now if Bangladesh can collect like 150 more runs and after collecting if they invite Ireland to bat then I think Bangladesh can win this match with one innings in hand. Because the spin bowlers of Bangladesh will bowl better on the third day compared to the first day. Taijul, Miraz, and Shakib Al Hasan in particular bowled brilliantly.

So far Bangladesh has scored 337 runs losing 7 wickets. Mushfiqur Rahim was dismissed for 126 runs. Mehdi Hasan Miraj is unbeaten on 33 runs from 45 balls. Bangladesh will probably be all out before 400 runs.
117  Economy / Gambling discussion / Re: T20 and T20I cricket prediction and discussion on: April 04, 2023, 10:32:14 PM
Sai Sudharsan is batting well with only six runs left to reach his half century.  I think he should survive and David Miller's strike rate should be higher in the current situation.  Although they still have 6 wickets to go, it can be said that Gujarat Titans have more chances to win than Delhi Capitals today.
A while ago I thought they were going to lose the way their wickets fell but sai sudharsan's batting performance has taken gujarat titans a long way. The difference between the required run rate and the current run rate I don't think will factor much at the moment as they already have 6 wickets to spare. At the end I am going to select Gujarat Titan for betting today.

Gujarat won by 6 wickets. Sai Sudarshan has done a great batting. Unbeaten on 62 off 48 balls. Vijay Shankar scored 29 runs off 23 balls. David Miller was unbeaten on 31 off 16 balls. Gujarat won in 18.2 overs. The way Gujarat's wicket fell in the beginning. The team was under pressure . Sai Sudarshan led the team to victory with a great batting performance.
118  Economy / Gambling discussion / Re: Test Cricket Prediction and Discussion Thread [self - mod] on: April 04, 2023, 11:17:59 AM
ban vs Ire
Ireland were all out for 214 in the first innings. Bangladesh scored 18 runs in 6 overs losing one wicket. Nazmul Hossain Shanto got out with zero runs. As Bangladesh's opponents, the Ireland team is weak in the Test. New team in Ireland Test. Bangladesh is expected to do very well in this test match.
119  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 04, 2023, 03:34:34 AM
আমি আশা করি সকল সদস্যগণ ভাল আছেন। আমি নতুন সদস্য। আমি এই সম্প্রদায়ে আমার জ্ঞানমূলক এবং ক্রিপ্টো সম্পর্কিত পোস্ট শেয়ার করতে পারব। আমার কোনও পোস্ট নেই যা কখনও দেখা হয়েছে না। সম্প্রদায়ের সকল সদস্যদের একটি অভিমান এবং স্থান রয়েছে একটি অন্যদের সম্মান এবং স্থান রয়েছে। আমি কোনও বিশেষজ্ঞ নই তবে আমি সকল জ্ঞানমূলক পোস্ট থেকে জ্ঞান হাসিল করব এবং এই সম্প্রদায়ে সক্রিয় থাকে এবং উন্নয়ন করব। আশা করি সমস্ত বয়স্ক সদস্যরা আমাকে গ্রহণ করবে এবং পোস্ট করার সুযোগ দিয়ে দিয়ে আমাকে উন্নয়ন করবে। ধন্যবাদ।

বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আপনাকে স্বাগতম। এই থ্রেডে যে কেউই পোস্ট করতে পারে। কারো কাছে থেকে অনুমতি নিতে হবে না। যখন ইচ্ছা আপনি পোস্ট করতে পারেন। কিন্তু ফরমের নিয়মের বহির্ভূক্ত কোন পোস্ট করা যাবে না। আপনি ফরমের নিয়ম কানুন গুলি ভালোভাবে পড়ে। নিয়ম মেনে চলে যখন ইচ্ছা পোস্ট করতে পারেন।
120  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 03, 2023, 11:24:58 AM
আপনি বাঙালি? ক্রিপ্টো বিষয়ে উৎসাহী? আসুন কথা বলি...



@ahad92 আপনি একাউন্ট ক্রিয়েট করতেই না করতে বাংলাদেশ লোকাল বোর্ডের ওপি @BitcoinDream এর সিগনেচার কোড কপি করে নিয়ে এসেছেন। এই ধরনের কপি করা পোস্ট করা উচিত হয়নি। এইতো বাঙালি নিজের জ্ঞানে ভেবেচিন্তে বিটকয়েন সম্পর্কে ভালো কোন তথ্য নিয়ে পোস্ট করেন।
সামান্য বাংলা ভাষায় নিজের মত একটি পোস্ট করতে পারেননি।

আমি লক্ষ্য করে দেখলাম বাংলা লোকাল থ্রেডে কিছু কিছু লোক আছে শুরুর দিক দিয়ে কপি পোস্ট শুরু করে দেয়। মেরিট আর্ন করার জন্য  উঠে পড়ে লাগে। দুই একটা মেরিট আর্ন করে জুনিয়র মেম্বার পদোন্নতি হলে । তাদেরকে আর বাংলা বোর্ডে দেখা যায় না।
আবার কিছু লোক আছে দেখা যায়, দুই একটা মেরিট আর্ন করে জুনিয়র মেম্বার পদোন্নতি হলে বাউন্টি আনতে শুরু করে ,ম্যানেজার হয়ে যায়। তাদেরকে আর বাংলা বোর্ডে দেখা যায় না।
যদি এ বিষয়ে ভুল বলে থাকি তাহলে আমাকে সবাই ক্ষমা করে দিবেন।

@ahad92 ভাই আপনারে বলছি আপনি এখন কপি পোস্ট করে ভাবছেন কিছুই হবে না। আপনি বিটকয়েন ফরমে রুলস হয়তো জানেন না। তাই এভাবে কপি পোস্ট করেন। হয়তো এখন আপনার কোন সমস্যা হবে না। যখন আপনার একাউন্ট অনেক বড় হবে তখন দেখবেন এই ছোট ভুলের কারণে, এক সময় অনেক বড় ক্ষতি সম্মুখীন হতে হবে।
Pages: « 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!