Bitcoin Forum
June 23, 2024, 05:18:43 PM *
News: Voting for pizza day contest
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 [58] 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 ... 119 »
1141  Local / Other languages/locations / Re: আইফোন বর্জন করি বিটকয়েন বেছে নিই on: September 23, 2023, 10:03:44 AM
অবশ্যই ২০২৪ সালের এপ্রিল মাসে বিটকয়েনের এই হালভিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তখন যদি হালভিং সম্পন্ন হয় তবে অবশ্যই আমরা বিটকয়েনের ষাড়ের বাজার দেখতে পাব।
খেয়াল রাখবেন ভাই। আবার ষাড়ের গুতা খেয়ে পড়ে থাকবেন না যেনো।  Cheesy Cheesy
বুল রানে প্রবেশ করার আগের সময়টা বোঝা যেমন জরুরী, কখন মারেকট থেকে প্রফি বের করে নিয়ে আসবেন সেটা বোঝাও অত্যান্ত জরুরী। নইলে দেখবেন হুট করে কারেকশন নেয়া শুরু করেছে, একরাতে ১০ হাজার ডলার কমে যাবে, ১ সপ্তাহে ৩০ হাজার ডলার কমে গেছে। মারকেটের মুভমেট বুঝা খুবই জরুরী। আমার প্রায় কয়েক হাজার ডলার ছিলো গত বুল রানে। বিটকয়েন ৬৯ হাজার থেকে যখন নামা শুরু করলো, আমি বুঝতেই পারিনি মারকেট কারেকশন হবে আর এটাই শেষ দৌড় ছিলো। আমি তখনো হোল্ড করছিলাম। শেষে আমার কয়েক হাজার ডলার ৮০০-৯০০ ডলারের মতো হয়ে গেছিলো।

1142  Economy / Gambling discussion / Re: Gambling game is not good and everyone should stay away from it on: September 23, 2023, 09:30:02 AM
I feel like this topic should be in the gambling discussion section. I am not going to argue whether gambling is bad or good. But I think everything depends on yourself. If you cannot control yourself, you should not gamble. Gambling addicts often do bad things to manage their gambling funds. They sell goods, they spend their entire salary on it, which is obviously not good. As a family member, you are also responsible for trying to stop gambling. Many gamblers destroyed their life and their family just because they were addicted and couldn't manage to control themselves from gambling. Take a lesson from your own family, and don't be addicted to anything. Any kind of addiction is bad for life.
1143  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin kwoledge is not complete without bitcoin investment on: September 23, 2023, 06:28:25 AM
I am still young at my late twenties and if I can DCA for ten years from now without selling, I believe that I will have a significant amount of bitcoin, which this I will try to achieve because I want to make bitcoin be part of my life since I believe that bitcoin has come to stay and it is worth investing in as an assest.
If you consider Bitcoin as part of your life, you will have to depend on Bitcoin all your life if you only have Bitcoin, and that doesn't mean you won't sell it at all for 10 years.
I mean, make Bitcoin a goal to help you in various stages of your life.

Is there anyone who invests all their earnings in Bitcoin only? I don't think so. You are correct if someone invests only in Bitcoin and doesn't invest in anything other than it. Then, they will have to rely on Bitcoin only. But who does this thing? Investing all your earnings only in Bitcoin is a crazy idea. If someone saves a thousand dollars, I would suggest they invest only 10 to 20 percent of their savings in Bitcoin. This is not too low and not too big. If someone invests a significant portion of their income and does not have other savings, they won't be able to hold it for a long time. They will have to sell their Bitcoin for emergencies and even daily needs. So, make it like you don't have to touch your Bitcoin.

1144  Other / Beginners & Help / Re: No matter the pressure don't release on: September 23, 2023, 06:03:21 AM
Anyone that is using P2P in the centralised exchange should be very careful dealing with other parties. Besides, such as changes as binance it is always on notice that customers especially the one releasing the coin not release until they had received their money in bank account. If the buyer have shown evidence that they have made payment and you that is the seller have shown evidence that no money has dropped into your account, the exchange customer care can not pressure you to release the coin. They always give such a note and they will support you to hold the coin until everything is resolved. It is fine that your own case went fine, and nobody was scammed. Anyone make deals in the cryptocurrency industry should be smart.

Binance asks not to contact counterparties outside of the platform. I have seen some buyers/sellers ask other parties to contact via telegram / WhatsApp or phone in case of emergency. Unfortunately, I still use centralized exchanges and do not use my banks to receive my payments. Scammers attempted a couple of times by sending fake messages using masking SMS services, but I was lucky to constantly check my balance before releasing the funds. Even the scammer tried to scare me, saying he would report to Binance and they would block my account. But the opposite happened. The scammer was banned from their platform.
1145  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 23, 2023, 05:31:25 AM
বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।

ভাই, লেখার মিল পাওয়া আর হুবহু মিল পাওয়া ভিন্ন জিনিস। ফোরামে কপি পেষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন আপনি যদি বলেন আমি কপি করবো না বরং দেখে দেখে লিখে পোষ্ট করবো। ব্যপারটা ঘুরে ফিরে একই এসে দাড়ালো। এখন কথা হচ্ছে নিজের মতো করে লেখা কিন্তু টপিক একই। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি আপনার নিজের মতো করে লিখে পোষ্ট করবেন এতে করে কোনো সোর্স দেয়ার প্রয়োজন নেই। আর এই যে প্রতি পোষ্ট এর নিতে লেখেন নিজের মতো করে লেখা, কোনো মিল পেলে বলবেন সোর্স এড করে দেবো। এটা লেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

তাদের দুজনের কর্মকাণ্ড কী ঠিক হইছে বলে মনে করেন সিনিয়র ভাইয়েদের মতামত চাই?

যে কেউ তাদের ইচ্ছা মতো যেকোনো ভাসায় পোষ্ট পোষ্ট করতে পারে। এত করে কোনো সমস্যা নেই। আমিও পাকিস্তান থ্রেডে এবং ইন্ডিয়ান বোর্ড এ পোষ্ট করেছি। এখানে মূল ব্যাপার হলো আপনি যেখানে পোষ্ট করছেন, আপনি সেখানের ভাষা জানেন কি না। আপনি যদি ভাষা জানেন, তাহলে পোষ্ট করতে পারেন। আর যদি আপনি কোনো ট্রান্সলেটর ব্যাবহার করেন যেটা ফোরামে নিষিদ্ধ, তাহলে আপনি রুলস ভায়োলেট করবেন।
1146  Local / Other languages/locations / Re: আইফোন বর্জন করি বিটকয়েন বেছে নিই on: September 22, 2023, 01:15:58 PM
আইফোন কিনার কোনো যৌক্তিক কারণ দেখিনা ভাই। আমার কাছে টোটালি ওয়েস্ট অফ ম্যানি মনে হয়। হ্যা আপনার যদি লাখ লাখ টাকা থাকে, কোথায় হুদাই টাকা উড়াবেন খুজে পাননা সেক্ষেত্রে কিনতেই পারেন। কিন্তু আপনার আমার মতো মানুষের এইসব আইফোন কিনার থেকে সেই টাকা দিয়ে ফল কিনে খাওয়া বেশি বেটার বলে মনে করি। ফল খাওয়া দ্বারা টাকাটা ভালো কাজে লাগানোর কথা মিন করছি। আর ভাই এখনকার আইফোন গুলোত যত হারে সিপিইউ পাওয়ার, ক্যামেরা পাওয়ার, রাম রোম লাগানো হয় সেটা আদেও নরমাল ইউজারদের প্রয়োজন হয়না। প্রতিবছর খালি কালার চেন্জ করে নিউ নিউ ফোন লঞ্চ করে  Grin।  আমি সেই কত আগের একটা ফোন চালাই, কখনো এমন মনে হয়নাই যে আমার আইফোনের দরকার।

আইফোন কেনার পর সাধারনত এর গ্রাহকরা এ্যাপল এর একটা ইকো সিষ্টেম এ ঢোকার ঝুকিতে পড়ে। আপনি আইফোন কেনার পর আপনার যেটা দরকার হবে সেটা হলো এয়ারপড! হুদাই এক্সপেন্সিভ একটা জিনিস। তারপর আপনার লাগবে এ্যপল ওয়াচ! সেটা আপনার আইফোনের সাথে পেয়ার করে বেশ কিছু ফিচারের সুবিধা নিতে পারবেন। আই ফোন কেউ কেউ শো অফ করার জন্য কেনে, অনেকে আবার শখ করে কেনে। অনেকে আবার কাজের জন্য কিনে। অনেক গেমার আছে যারা আই ফোন কিনে ভালো মোবাইল গেমস খেলার জন্য আর ষ্ট্রিমিং করার জন্য। আই ফোনে গেম গুলো অনেক ষ্ট্যাবল হয়ে থাকে। তবে এটা কিনতে যেমন খরচ, কোনো কিছু ড্যামেজ হলে মেরামত করতেও খরচ।
1147  Economy / Games and rounds / Re: SINBAD.IO Mixer September Bitcoin Price Prediction Challenge on: September 22, 2023, 09:34:27 AM
Prediction 2: $26,820
bech32 address: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc
1148  Other / Beginners & Help / Re: No matter the pressure don't release on: September 22, 2023, 09:30:35 AM
I was curious what this Bkash is, so a quick google search and

Quote
bKash (Bengali: বিকাশ) is a mobile financial service (MFS) [4] in Bangladesh operating under the authority of Bangladesh Bank as a subsidiary of BRAC Bank Limited. BRAC Bank Limited[2] is a private commercial bank in Bangladesh, founded in 2001.

So, you were saying what about banks? Grin

Bkash is a sister concern of BRAC Bank Limited. Anyone who wants to run any kind of financial services must have a license to run it. Even if Bkash is under the BRAC bank, they do not require documents for your transactions. Whenever you want to cash in fiat money, go to any agent point, and they will cash in without asking any questions. You can spend it online, pay for shopping, pay electricity bills, and send it to others.

Similarly, if you want to cash out your money, go to any agent points or ATM, and you can cash out with no questions, no ID, nothing at all. I also mentioned another MFS, which is Nagad. They claim they are operating under the authority of the Bangladesh Post Office, which is only in papers. Originally, they didn't. The Post Office authority doesn't have any control over Nagad.

What I care about is I don't like when someone interrupts my transaction and asks where the money came from. Crypto is not a legal tender in most of the countries. Banks do not like crypto users. They always look to discover something fishy and want to freeze accounts. Of course, I don't know the situation in your country. But yeah, it's not the same everywhere.
1149  Other / Meta / Re: [TELEGRAM] Yet Another BitcoinTalk Notification BOT (merits, mentions, topics,+) on: September 22, 2023, 08:52:32 AM
Today I received a similar notification. It was for the merit that I received yesterday and received it again today with an increased merit count which is not there when I visited the forum. Cry
Yeah, I saw a similar report on the Portuguese board today. I arrived home last week and just got my new PC parts (my graphic card was broken). Will finally try to find a fix ASAP.

Okay, That's a good news. I had similar issues several times but chose not to report since I know you were on an extended vacation without a laptop. So we have used our famous /setmerit command for the last couple of weeks. I have noticed another glitch a few weeks ago. I had set a tracked topic. I got ten notifications for one post in two or three seconds. I thought many people posted in that thread, and there might be an issue with my internet which is why the bot did not notify, and now my internet is back. Then I saw I got ten notifications for the same post  Cheesy Cheesy

Nevermind. Sometimes we need some entertainment. Either from DdmrDdmr or from TryNinja's bot. Sometimes Merit bots make me happy for a couple of minutes.
1150  Other / Beginners & Help / Re: No matter the pressure don't release on: September 22, 2023, 08:33:29 AM
Bitcoin should eliminate any kind of third-party involvement.
~
What I mean by getting payment in different payment methods is that if there are any Bitcoin ATMs, utilize them. Almost every country has some kind of payment method like Cashapp, Perfect Money or others. We have Bkash, Nagad and many more systems where we can receive our payment.

So, you're just using some other third parties instead of these third parties!
Trusting Perfect money with your funds over a bank sounds far more risky to me, who are you going to complain with if they close your account and stop you from getting your money out?

I presented them as an example only. You don't have to use Perfectmoney. Most of the countries have payment methods like that. When you are trading in the same country, it's like the other party may have the same payment method available. For example, Paytm is popular in India. Paytm never asks where the money came from. I live in Bangladesh, and I use payment methods like Bkash and Nagad. Those payment methods never ask where the money comes from. What is the source of this money? When it comes to banks, they ask for a photocopy of an ID card when someone deposits money into someone else account. Banks ask where the money came from to the account holder. Bank asks the source of the money when people deposit their own money in their own account.

So my point is if we cannot entirely eliminate the involvement of the third parties, at least use the safest methods. Banks are the most used and most ridiculous payment methods on the earth. If you can pay with Bitcoin for products, that's good. If you want to cash your Bitcoin, use the safest method available. Banks are the right hands of the government. They transfer all the details to the authorities.
1151  Other / Beginners & Help / Re: No matter the pressure don't release on: September 22, 2023, 06:15:10 AM
Bitcoin is supposed to be for privacy and for being your own bank. You could get your payment via different payment methods. Why bank? Bitcoin is supposed to eliminate the need for banks

Bitcoin should eliminate the need for exchanges too. Bitcoin is best for going to the shop (physically) and pay for some goods you will take home with yourself. Best would be if fiat would be completely off this equation. But it's not.

Now, what you mean by getting your payment different? Best would be face to face, in cash. But we also know that this has issues, from the fact the one who may want to trade with you is probably 1000s of miles away to the fact that face to face money operations face at least the risks of robbery and counterfeit.

And.. yeah, this means we "are back to" exchanges and banks and all the hassle with the (lack of) privacy. And yes, this also means we're using Bitcoin in the wrong way. Sadly. Is there a better option today (apart of moving to El Salvador)? I doubt it.

Bitcoin should eliminate any kind of third-party involvement. But since this is not happening today, we should try to be safe as much as possible. Of course, some exchanges offer their service without KYC. Maybe they do not have the "Made up" P2P system. When you link your bank account with exchanges, banks know the money comes from our crypto transactions.

What I mean by getting payment in different payment methods is that if there are any Bitcoin ATMs, utilize them. Almost every country has some kind of payment method like Cashapp, Perfect Money or others. We have Bkash, Nagad and many more systems where we can receive our payment. I haven't seen anyone get their account blocked or investigated. Those services never ask for the source of income or any details. All they want is some ID during the account opening.
1152  Other / Beginners & Help / Re: No matter the pressure don't release on: September 21, 2023, 08:32:58 AM
---

First, I wouldn't say I like seeing people using their bank accounts with centralized exchanges to get crypto payments. Bitcoin is supposed to be for privacy and for being your own bank. You could get your payment via different payment methods. Why bank? Bitcoin is supposed to eliminate the need for banks, and we combine bank accounts with centralized exchanges. Even if you use centralized exchange, do not combine it with exchanges.

User GazetaBitcoin has written a great article about it and I would like to quote a few lines;

12 years passed already since the launch of Bitcoin. And yet, most of people have no idea how it should be used, nor what Bitcoin is good for. Most of the users make a combination against the nature, using Bitcoin together with banks and centralized exchanges, having no knowledge about its libertarian and crypto-anarchic grounds. Without understanding that Bitcoin is here for helping them evade the slavery that governs and banks coerces them to, people do all they can to enslaves themselves, making an easy job for the elites which oppress them for thousands of years.

Full article: https://bitcointalk.org/index.php?topic=5310500.0
1153  Economy / Scam Accusations / Re: Duckdice verification failed on: September 21, 2023, 08:13:56 AM
are you saying your gambling site does not have any wagering requirements for deposit?

As Bobstone already confirmed, their website has no specific wager requirements. It's not restricted to making a withdrawal even without placing any bets. But as you also agree, when someone makes a deposit and withdraws without placing a bet, it triggers AML. As you may already know, the website has an in-build exchanger, and it's easy for players to make a deposit, exchange it for another currency and then request a withdrawal, which is obviously suspicious. In this case, if casinos ask for KYC verification, it's obvious why they asked for KYC verification. Thanks, bobstone, for the answer and explanation. Now, wait for OP if he has something to add regarding this.
1154  Economy / Gambling discussion / Re: 🏆Rollbit.com | Champions League Pool | $11,000+ in Prizes ⚽️ Discussion Thread on: September 21, 2023, 07:10:10 AM
Don't worry though,as long as you are doing great in the Superbru predictor you are in the fight for one of the hefty substantial prizes from that pot.

Thank you for the explanation. I hope I can keep my interest until the end of the season. I am the worst at predicting football matches. But the prize is tempting as well. So, I am giving it a try.

Oh, dear. It was an excellent match day for me. I never thought I would get so many close results. The only failure was the AC Milan vs. New Castle draw. The majority of us were expecting AC Milan to win the match. Even though my prediction was for AC Milan, I did not stake any point in this match. I did not have enough time to read all these things before I joined

I put a lot of faith in AC Milan with my 4 points out of ten. I initially went with the entire 10 points to gain 23 points if they win before reducing it to 4 points. They dominated the game but couldn't score, they had the game in hand and threw away the entire point. I'm sitting at zero points, and I'm hoping Inter and Napoli can both win to boost my confidence.

As you can see, it's not only you but most of us thought Milan would win the match. At least the result will be on our side, and we may get the result point at least. It was a good decision not to put all the points in a single game. You could have lost all the points.

Remember, everyone, when in doubt, look at the first post! I recommend reading through it once for rules and explanations, prize structure, etc.
Thank you very much. It was my bad. I did not notice the full post on the first page. I wondered why we use a Google form for the contest while superbru has the option. Clearly, I did not notice it was for odd-based prediction.
1155  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 21, 2023, 06:57:45 AM
১. এসব মদ কি বিদেশে ইমপোর্ট করা যায় না?
বিদেশ থেকে অলরেডি ইমপোর্ট যেগুলো করা হয়েছে, সেগুলো আপনার দেশের আইন অনুযায়ী বৈধ না হলে বা দেশে এর কোনো কোম্পানি না থাকলে আপনি লিগ্যালি সেগুলো এক্সপোর্ট করতে পারবেন না। ধরেন আমাদের দেশে বিটকয়েন মাইনারের কোনো ফ্যাক্টরি নাই। অবৈধ পথে কিছু মাইনার ইমপোর্ট করা হয়েছে। এসব কোম্পানীর ক্ষেত্রে লাইসেন্স থাকা বাধ্যতা মূলক। এক্সপোর্ট করার জন্য অনেক ডকুমেন্টস এর প্রয়োজন হয়। যেহেতু বাংলাদেশে কারো এগুলোর লাইসেন্স নাই, এই নামে কোনো কোম্পানীও বাংলাদেশে নাই, আপনি চাইলেই সেগুলো রপ্তানি করতে পারবেন না। বিশ্বের অনেক দেশে গাজা বৈধ, এরকম হলে বাংলাদেশ গাজা না পুড়িয়ে সেসব দেশে গাজা রপ্তানি করে দিতো  Grin Grin আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন।

২. এসব কি রিসাইকেল করার কোন উপায় নাই?
রিসাইকেল কোষ্ট মোটামোটি ভালেই হবে। কিন্তু রিসাইকেল করার পরে কি কেম কোয়ালিটি আসবে সেটা আমরা জানি না। আর রিসাইকেল করার প্রযুক্তি বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না।

৩. এসব কি মেডিকেল রিলেটেড বা বিভিন্ন ইন্ড্রাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা উপযোগী করা যায় না?
ব্যাবহার করতে গেলে রিসাইকেল করতে হবে। এ প্রযুক্তি বাংলাদেশে আছে বলে মনে হয় না। আর রিসাইকেল করার পর সেটার যে দাম থাকবে, এই দামে বা এই খরচে নতুন করে এ্যালকোহল বানানো যাবে। এজন্য হুদাই খরচ করে লো কোয়ালিটির এলকোহল বানানোর প্রয়োজনীয়তা নেই।

1156  Other / Beginners & Help / Re: Help me translate my best posts in your Local Board on: September 21, 2023, 06:23:45 AM

Thank you once again, Learn Bitcoin! Your efforts are much appreciated and I hope that people from Bengali boards enjoy reading these essays.

Thank you, GazetaBitcoin, for the opportunity to work with you. It is a great pleasure to work with you. Thanks for the appreciation as well. Of course, you have helped with the merits of the efforts that helped me rank up. The most valuable thing I get from this work is knowledge. When I was translating these topics, There were many goosebumps moments; I scratched my head. I had to change my way of thinking. We never thought this way as the legends thought decades ago. Usually, we avoid long articles only because it will take time to read. But we don't realize that there are many things for us to learn. I have translated those articles and received some replies from the community. I tried to join the discussion after the post so people may ask more questions regarding this. There are many things that everyone should know. But most of the people's main goal isn't learning from BitcoinTalk. I guess you know what the goal is. I am working on another translation, which changes my thinking. I never thought to protest against the government. I never thought they should not control the internet. But they are monitoring our every movement.
1157  Other / Archival / সাইবারস্পেসের স্বাধীনতার ঘোষণা on: September 20, 2023, 12:03:33 PM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: A Declaration of the Independence of Cyberspace - We all should read it




এই টপিকটি আমার আগের টপিকগুলোর একটি সিক্যুয়াল -- ক্রিপ্টো নৈরাজ্যবাদী ফতোয়া - আমাদের সকলের পড়া উচিৎ এবং জুলিয়ানের জন্য ডাক || দ্যা উইকিলকস ম্যানিফেসতো - আমাদের সকলের পড়া উচিৎ



আরো একটা আর্টিকেল যা যেকোন বিটকয়েনার, স্বাধীনতাবাদী বা ক্রিপ্টো-নৈরাজ্যবাদীদের অবশ্যই জানা উচিত: জন পেরি বারলোর সাইবারস্পেসের স্বাধীনতার ঘোষণা। প্রবন্ধটা ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসে ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা জন পেরি বারলো লিখেছেন, যা ইন্টারনেটে স্বাধীনতার জন্য একটা ভিত্তি ছিলো। আরেকজন আইকনিক ব্যক্তিত্ব ছিলেন জন গিলমোর যিনি EFF এর সদস্য ছিলেন।

বারলোর ঘোষণাটা মূলত ১৯৯৬ সালের টেলিকমিউনিকেশন আইনের উত্তর হিসাবে দেয়া হয়েছিলো, যে আইন ১৯৯৬ সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাশ হয়েছিল। পুরো ডকুমেন্টটি সাইবারস্পেসের উপর সরকারের সার্বভৌমত্বকে অস্বীকার করে, সাইবারস্পেসে সরকারের উপস্থিতি থাকার অধিকারকে ডিনাই করে এবং সাইবার স্পেসের নাগরিকদেরকে সরকার শাসন করার অধিকারকে ডিনাই করে। ডকুমেন্টটি দ্রুত খুব জনপ্রিয় হয়ে ওঠে, ৪০,০০০ টিরও বেশি ওয়েবসাইট কপি করে এবং পাবলিশ করে।

সম্পূর্ণ ডিক্লেরেশনটি নীচে দেয়া হলো (টেক্সট ফরম্যাটিংটি আমার):

Quote
"ইন্ডাষ্ট্রিয়াল দুনিয়ার সরকার, আপনারা লোহা আর মাংসে গড়া দৈত্য, আমি সাইবারস্পেস থেকে এসেছি, যেটা মনের একটা নতুন বাড়ি। ভবিষ্যতের পক্ষ থেকে, আমি আপনাকে বলছি আমাদের অতীতকে একা ছেড়ে দিন। আমাদের মাঝে আপনাকে ডেকে আনা হয়নি। আমরা যেখানে একত্র হই সেখানে আপনাদের কোনো সার্বভৌমত্ব নেই।

আমাদের নির্বাচিত কোন সরকার নেই, বা আমাদের কোনো সরকার হওয়ার সম্ভাবনাও নেই, তাই আমি আপনাকে সম্বোধন করি তার চেয়ে বড় কোন কর্তৃত্ব নেই যার সাথে স্বাধীনতা নিজেই সবসময় কথা বলে। আমি ঘোষণা করছি যে দুনিয়াজুড়ে আমরা যে সামাজিক স্পেস তৈরি করছি তা স্বৈরাচারীতা থেকে স্বাভাবিকভাবেই স্বাধীন যা আপনারা আমাদের উপর চাপিয়ে দিতে চান। আমাদেরকে শাসন করার মতো কোনো নৈতিক অধিকার আপনার নেই বা আপনার কাছে ব্যাবহার করার মতো কোনো পদ্ধতি নেই যেটা আমাদের সত্যিকারের ভয়ের কারণ হতে পারে।

সরকাররা জনগনের কাছ থেকে তাদের ন্যায্য ক্ষমতা অর্জন করে। আপনি আমাদের অনুরোধ করেননি বা আমাদের অনুরোধে আসেননি। আমরা আপনাকে আমন্ত্রণ করিনি। আপনি আমাদের চিনেন না, আপনি আমাদের পৃথিবী সম্পর্কেও জানেন না। সাইবারস্পেস আপনার সীমানার মধ্যে পড়ে না। ভাববেন না যে আপনি এটা তৈরি করতে পারবেন, যেন এটা একটা পাবলিক কনস্ট্রাকশন প্রজেক্ট। আপনি পারেন না। এটি প্রকৃতির একটা নিয়ম এবং এটা আমাদের সম্মিলিত কাজের মাধ্যমে এমনিতেই বৃদ্ধি পাবে।

আপনি আমাদের বিশিষ্ট এবং সমাবেশ এর মতো কনভারসেশনে ছিলেন না, বা আপনি আমাদের মারকেট প্লেসের সম্পত্তি তৈরি করেননি। আপনি আমাদের সংস্কৃতি, আমাদের এথিকস্, বা অলিখিত কোডগুলো জানেন না যা অলরেডি আমাদের সোসাইটিকে আপনার চাপিয়ে দেওয়া যে কোনও আইন কার্যকর হওয়ার চেয়ে আরও বেশি শৃঙ্খলায় রেখেছে

আপনি দাবি করেন যে আমাদের মধ্যে কিছু সমস্যা আছে যা আপনাকে সমাধান করতে হবে। আপনি আমাদের জগতকে আক্রমণ করার একটা অজুহাত হিসাবে এই দাবি করছেন। আসলে এমন কোনো সমস্যা নেই। যেখানে সত্যিকারের দ্বন্দ্ব আছে, যেখানে ভুল আছে, আমরা নিজেরাই সেগুলো বের করবো এবং আমরা সেগুলোর সমাধান করব। আমরা আমাদের নিজস্ব সামাজিক নিয়ম তৈরি করেছি। এখানের শাসন ব্যাবস্থা হবে আমাদের নিয়ম অনুযায়ী, আপনার নিয়ম অনুযায়ী নয়। আমাদের দুনিয়া অন্যরকম।

সাইবারস্পেস কিছু লেনদেন, সম্পর্ক এবং চিন্তাভাবনা নিয়ে তৈরী, আমাদের যোগাযোগের ওয়েব একটা স্ট্যান্ডিং ওয়েভ এর মতো করে ডিজাইন করা। আমাদের জগৎটা এমন যেটা সবখানেই আছে আবার কোনোখানেই নেই, এ জগৎটা এমন না যেখানে মানুষের শরীর বসবাস করে।

আমরা এমন একটি দুনিয়া বানাচ্ছি যেখানে সব জাতি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি বা জন্মসূত্রে পাওয়া বিশেষ সুবিধা বা কুসংস্কার ছাড়াই প্রবেশ করতে পারে।

আমরা এমন একটি দুনিয়া বানাচ্ছি যেখানে জোর করে চুপ করিয়ে দেয়ার ভয় ছাড়াই যে কেউ যে কোনো জায়গায় তার বিশ্বাস প্রকাশ করতে পারে, সেটা যতই একক বিশ্বাস হোক না কেন।

সম্পত্তি, অভিব্যক্তি, পরিচয়, আন্দোলন সম্পর্কে আপনার আইন আমাদের জন্য প্রযোজ্য না। এগুলি সবই কোনো কিছুর উপর ভিত্তি করে হয়, এবং এখানে এগুলোর কোন ভিত্তি নেই।

ইন্টারনেটে আমাদের পরিচয়ের কোন শরীর নেই, তাই আপনার মত, আমরা শারীরিক জবরদস্তির মতো আদেশ পেতে ও দিতে পারি না। আমরা বিশ্বাস করি যে নৈতিকতা, শিক্ষিত আত্মস্বার্থ এবং কমনওয়েলথ থেকে আমাদের প্রশাসনের উতপত্তি হবে। আমাদের আইডেনটিটি আপনার অনেক এড়িয়া জুড়ে ডিষ্ট্রিবিউট হতে পারে। একমাত্র আইন যা আমাদের সব সংস্কৃতি সাধারণভাবে স্বীকৃতি দেবে তা হল সুবর্ণ নিয়ম। আমরা আশা করি যে আমরা এই ভিত্তিতে আমাদের নির্দিষ্ট সমাধানগুলো করতে পারবো। কিন্তু আপনি যে সমাধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা তা গ্রহণ করতে পারি না।

মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনি আজ একটা আইন বানিয়েছেন, টেলিকমিউনিকেশনস রিফর্ম অ্যাক্ট, যে আইন আপনার নিজের সংবিধানকে অস্বীকার করে এবং জেফারসন, ওয়াশিংটন, মিল, ম্যাডিসন, ডিটোকভিল এবং ব্র্যান্ডেসের স্বপ্নকে অপমান করে। এই স্বপ্নগুলো এখন আমাদের মধ্যে নতুন করে জন্ম নিতে হবে।

আপনি আপনার নিজের সন্তানদের নিয়ে আতঙ্কিত, তারা এমন একটা দুনিয়ার স্থায়ী বাসিন্দা যেখানে আপনি সবসময় অভিবাসী থাকবেন। যেহেতু আপনি তাদের ভয় পান, আপনি আপনার আমলাদেরকে পিতা মাতাদের মতো দায়িত্ব দিয়ে দেন যেটা আপনি নিজে করার বেলায় একজন কাপুরুষ। আমাদের পৃথিবীতে, মানবতার সমস্ত অনুভূতি , অবমাননা থেকে ফেরেশতাসুলভ পর্যন্ত, প্রতি বিটই কোনো অংশ বিহীন গ্লোবাল কনভারসেশন এর অংশ। আমরা ডানা ঝাপটানো বাতাস থেকে দম বন্ধ করা বাতাস আলাদা করতে পারবো না

চীন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, সিঙ্গাপুর, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনি সাইবারস্পেসের সীমানায় গার্ড পোস্ট লাগিয়ে স্বাধীনতার ভাইরাস থেকে রক্ষা করার চেষ্টা করছেন। এগুলো অল্প সময়ের জন্য সংক্রামককে দূরে রাখতে পারবে, তবে এগুলো এমন একটা দুনিয়ায় কাজ করবে না যা খুব তাড়াতাড়ি বিট-বিয়ারিং মিডিয়াতে কম্বলের মতো হয়ে যাবে।

আপনার ক্রমবর্ধমান অবসোলেট ইনফরমেশন ইনডাষ্ট্রি আমেরিকা এবং অন্যান্য যায়গায় আইন পাসের প্রস্তাব দিয়ে নিজেদেরকে স্থায়ী করবে, যেগুলো আসলে সারা দুনিয়ায় নিজের বক্তব্যের মালিক বলে দাবি করে। এই আইনগুলোর ধারণাগুলো অন্য ইন্ডাষ্ট্রিয়াল প্রোডাক্ট হিসাবে ঘোষণা করবে, যা আসলে লোহার শুকরের চেয়ে আর ভালো কিছু না। আমাদের পৃথিবীতে, মানুষের মন যা কিছু সৃষ্টি করতে পারে তা বিনা মূল্যে রিপ্রডিউস এবং আনলিমিটেড ভাবে ছড়িয়ে দেয়া যায়। চিন্তার বৈশ্বিক পরিবহণের জন্য আর আপনার কারখানার প্রয়োজন হচ্ছে না।

প্রতিনিয়ত বাড়তে থাকা এই প্রতিকূল এবং ঔপনিবেশিক সিদ্ধান্তগুলো আমাদের সেই আগের স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের প্রেমিকদের মতো সেই অবস্থানে নিয়ে যাচ্ছে, যাদের দূরবর্তী, অজানা শক্তির অথরিটিকে দমন করতে হয়েছিল। আমরা আমাদের ভার্চুয়াল লাইফকে আপনার সার্বভৌমত্ব থেকে মুক্ত ঘোষনা করতেই হবে, যদিও আমরা আমাদের  উপর আপনার ফিজিক্যালি শাসনে আমরা সম্মত। আমরা প্ল্যানেটজুড়ে নিজেদের ছড়িয়ে দেব যাতে কেউ আমাদের চিন্তাকে আটকাতে না পারে।

আমরা সাইবারস্পেসে আমাদের মনের সভ্যতা তৈরি করব। আপনার সরকারগুলো আগে যে দুনিয়া বানিয়েছে তার চেয়ে এটা আরও মানবিক এবং ন্যায্য হোক।"

1158  Economy / Gambling discussion / Re: 🏆Rollbit.com | Champions League Pool | $11,000+ in Prizes ⚽️ Discussion Thread on: September 20, 2023, 07:12:07 AM
Oh, dear. It was an excellent match day for me. I never thought I would get so many close results. The only failure was the AC Milan vs. New Castle draw. The majority of us were expecting AC Milan to win the match. Even though my prediction was for AC Milan, I did not stake any point in this match. I did not have enough time to read all these things before I joined, so I still did not understand why we were using a Google form for the points while Superbru was already doing it for us. Is it just for odd-based prediction?

Moreover, where can I see the leaderboard? Does it mean the odd-based leaderboard and Superbru leaderboard will be different? My standing on Superbru is at four today, but I don't know my place on the odd-based leaderboard. Could anyone help?
1159  Economy / Gambling / Re: COINS.GAME | THE MOST REWARDING CRYPTO CASINO on: September 20, 2023, 03:14:10 AM
I don't have as much free time as I used to have before, and for some higher multies we need to be patient and wait for them.

And I don't have enough funds for gambling. I believe money management is very important if you gamble regularly. I should not exceed my gambling limit. I planned to invest $150 in gambling, which I did, and I did not want to try more and more to chase the big multiplier because winning is not guaranteed. Still, I am happy with the ending result.

Actually I did not want to submit my 456.78x earlier because I had 178x and 234x as well before hitting the 456x but since I did not want to make several entries so waited till I hit the one that I think is harder to beat.  Grin

Oh hell, bro, are you a gambling God? How did you keep your nerves? I usually can't hit big multipliers because it constantly crashes right before my targeted payout. But I hope I will hit some in the next contest.
1160  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 20, 2023, 03:06:17 AM
আচ্ছা এমন কোন উপায় আছে কী যা KYC মুক্ত ও অধিক নিরাপদ ভাবে P2P লেনদেন করা যায় এই বিষয়ে আমি জানতে চাই? বাইন্যান্স বা কুকয়েনের মতো সে আমাকে আগে টাকা দিবে এরপর আমি রিলিজ করে দিবো এই রকম কী কোন সাইড আছে?

যদিও আমিও সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ব্যাবহার করার বিপক্ষে, তবে আমিও না বুঝেই বাইনান্স এ একাউন্ট করে কে ওয়াই সি করে ফেলেছি। এখানে আমার ব্যাক্তিগত তথ্য অলরেডি শেয়ার করা হয়ে গেছে। এবার আসি আপনার প্রশ্নে, এরকম রিলায়েবল প্লাটফর্ম আমিও খুজছি। আগে টাকা দিয়ে দিবে এমন কোনো প্ল্যাটফর্ম এর খোজ আমার কাছে নাই। তবে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি আপনার বিটকয়েন সেন্ড করে লোকাল পেমেন্ট মেথডে টাকা নিতে পারেন। তবে সেগুলো লেজিট কি না, সেটা যাচাই করা আপনার নিজেরই দায়িত্ব। ফ্রি মারকেট এ রেপুটেশন বিল্ড করা নিয়ে আমার একটা ট্রান্সলেশন ছিলো, এখন মোবাইলে থাকায় লিংক দিতে পারছি না।

বিটকয়েনটক ফোরামের মতো যায়গায় রেপুটেশন বিল্ড করা জরুরী। রেপুটেশন থাকলে আপনি বিশ্বাসের সাথে অন্যদের সাথে লেনদেন করতে পারেন। এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম।
Pages: « 1 ... 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 [58] 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 ... 119 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!