Bitcoin Forum
June 21, 2024, 12:38:05 AM *
News: Voting for pizza day contest
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 [61] 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 ... 119 »
1201  Economy / Games and rounds / Re: Coins.Game Exclusive Crash Contest | 6 Prizes | $485 Pool on: September 13, 2023, 02:07:24 AM


Coins.game Username: WoodsonIs
Multiplier: 100x
Your BTC SegWit address: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc
1202  Economy / Gambling / Re: Richy.casino - iGaming & Sports Betting. 💰up to $20k deposit bonus, free spins on: September 13, 2023, 01:19:32 AM
I have checked this platform and tried to sign up using their promo code. During the signup process, I used the BTT200FS promo code, which says promo code not found or something like that. But my sign-up was successful. So, I tried to use the 2nd promo code, but I cannot find where I should enter the promo code. The support button does not work, so I could not contact support. I tried to explore the platform further, and I don't know why, the tournament looks extremely fake, and some wagered to claim the top prize. Either it's their casino's insider or a bot setup that will wager automatically to beat real players.
1203  Economy / Gambling / Re: Concept of Halal Casino on: September 13, 2023, 12:37:39 AM
A Shariah-compliant bank doesn't issue interest-based loans to its customers, because as you said, taking interest is prohibited in Islam. If a bank calls themselves to be Shariah-compliant and is still dealing in interest through loans,, they are big liars, and someone who practices religion and doesn't want to get involved should never use such a bank or take a loan from them because it is not just about the words but it is all about the actions that are taken.

So, someone who follows Islam religion and also want to take a loan from a bank, they need to make sure that they find a bank that gives them an interest-free loan where once they repay the whole amount, they are free from the loan and would not be asked to pay anything extra on top of that.

If banks do not charge interest on loans, the complete banking sector will be destroyed. How they will make money without charging interest on loans? The transaction fees, account maintenance fees and other fees are not enough money to run a bank because the expense of a bank is huge. Their main income comes from loan interest.

No matter what Islami banks or Sharia banks say, they are charging money for the loan which is interest. They don't call it interest directly. They named it as service charge which is interest. I hope you understand my point. Anyways, this thread is about Halal casino which is impossible.
1204  Economy / Games and rounds / Re: Sportsbet.io ⚽ Champions League ⚽ Milan v Newcastle ⚽ (Free Bets + Apparel) on: September 13, 2023, 12:20:49 AM
a. Newcastle
b. 2-1
c. Newcastle
d. Newcastle
e. Yes 
f. Milan
g. Milan
h. 35'
1205  Economy / Games and rounds / Re: Sportsbet.io ⚽ Newcastle + Southampton + São Paulo ⚽ (Fri + Sat + Sun) on: September 13, 2023, 12:18:39 AM
Game 1:  34, 35'
Game 2:  34, 25'
Game 3:  34, 40'
1206  Economy / Games and rounds / Re: Coins.Game Exclusive Crash Contest | 6 Prizes | $485 Pool on: September 12, 2023, 10:04:56 PM
Still in the race...

Cool. Nice win

Learn Bitcoin Strikes again!



Coins.game Username: WoodsonIs
Multiplier: 75x
Your BTC SegWit address: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc
1207  Economy / Games and rounds / Re: Coins.Game Exclusive Crash Contest | 6 Prizes | $485 Pool on: September 12, 2023, 08:46:17 PM
Well, I like this race so far... more people always make the race more interesting! Good luck people, I really enjoy this contest! Smiley

@Learn Bitcoin I wait for your next move! Smiley

You asked I responded  Cool



Coins.game Username: WoodsonIs
Multiplier: 40x
Your BTC SegWit address: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc
1208  Other / Archival / বিটকয়েনারদের উপর প্রশাসনের অত্যাচার on: September 12, 2023, 04:19:30 PM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Governs' oppression of bitcoiners may turn against them




সরকার এক দশকের বেশি সময় ধরে বিটকয়েনারদেরকে অত্যাচার করছে। পৃথিবী জুড়ে সরকার রা বিটকয়েনারদের কে কোনো প্রকার সহযোগিতা না করেই তাদের কষ্ট উপার্জিত টাকা কেড়ে নিতে তাদের কাছ থেকে এক প্রকার চাদাবাজি শুরু করেছে এটা জেনে যে বিটকয়েনাররা ক্রিপ্টো ট্রানজেকশন থেকে সত্যিকারের ফিয়াট মানি আয় করে। মানুষ কাজ করে, কাজের জন্য বেতন পায়, কিন্তু রাষ্ট্র সেটার অংশ চায়।

সময়ের সাথে সাথে অত্যাচার আরো বাড়ছে। জনগণকে পে করার জন্য বাধ্য করার জন্য, বিশ্বব্যাপী সরকাররা এমন আইন প্রনয়ন করছে যা আগে ছিল না, যা কিছু ডিসেন্ট্রালাইজড থাকার কথা ছিলো সেগুলো সেন্ট্রালাইজড করার চেষ্টা করছে। আর মানুষ, লোভে পড়ে সরকারকে চাদাবাজি করতে আরো সহযোগিতা করছে।

নিজেদের ঘর গরম রাখার জন্য এবং খাবার রান্নার জন্য প্রমিথিউস মানুষকে আগুন আবিস্কার করে দিয়েছিল, কিন্তু মানুষ সেটা ব্যাবহার করেছে প্রতিবেশীদের বাড়িতে আগুন দেওয়ার জন্য। একইভাবে, কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া পিয়ার-টু-পিয়ার লেনদেন করার জন্য, এবং মানুষকে সরকার এবং ব্যাংকের চাপিয়ে দেওয়া দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সাতোশি জনগণকে বিনামূল্যে বিটকয়েন দিয়েছিল। কিন্তু মানুষ তাদের লোভে সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ তৈরি করেছে।

কিছু সুবিধাবাদী লোক মনে করেছিল যে তারা সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ চালিয়ে বড়লোক হবেন। তাদের মধ্যে একজন চার্লি শ্রেম (ইয়াঙ্কি (বিটইন্সট্যান্ট))। তিনি একজন তরুণ উদ্যমী, যিনি কলেজে পড়ার সময়ে বিটকয়েন এডপ্ট করেছেন। পরে তিনি BitInstant চালু করেন, যা প্রথম ক্রিপ্টো এক্সচেঞ্জগুলির মধ্যে একটা এবং এক সময় পুরো  বিটকয়েন লেনদেনের প্রায় ৩০% সেখানেই হতো। পরবর্তীতে লাইসেন্সবিহীন মানি ট্রান্সফার ব্যবসা পরিচালনায় সহায়তা করার জন্য তাকে জেল খাটতে হয়। তাকে "বিটকয়েনের প্রথম অপরাধী"ও বলা হয়।

শ্রেমের কেস এর পর থেকে, বিটকয়েনারদের সাথে প্রশাসন আরও কঠোর হতে শুরু করে। ২০১৮ সালের এর একটা আর্টিকেল এ জানানো হয়েছে যে "তথাকথিত "বিটকয়েন মাভেন", যিনি লাইসেন্সবিহীন বিটকয়েন-ফর-ক্যাশ এক্সচেঞ্জ ব্যবসা এবং বিটকয়েন লন্ডারিং করার কথা স্বীকার করেছেন [...] তাকে আজ ১২ মাস এবং এক দিনের ফেডারেল কারাগারে সাজা দেওয়া হয়েছে, $20,000" জরিমানা এবং ৩ বছরের সুপারভাইজ্ড রিলিজ দেয়া হয়েছে।



ক্রিপ্টো এক্সচেঞ্জ এর পরিমান বেড়েছে এবং তাদের ইউজাররাও বিটকয়েনের মূল নীতি : পিয়ার-টু-পিয়ার/এননিমিটি/ছদ্মনাম/থার্ড পার্টি থেকে মুক্তি না বুঝেই এর বিরুদ্ধে কাজ করছে। ক্রিপ্টো এক্সচেঞ্জের সাথে নতুন আইনও বের হয়েছে, এবং তারা তাদের গ্রাহকদের কাছ থেকে KYC তথ্য কালেক্ট করতে এক্সচেঞ্জকে বাধ্য করছে।

মানুষের লোভ তাদের কে কোথায় নিচ্ছে:

- এক্সচেঞ্জে তাদের টাকা রেখে ঝুকি নিচ্ছে, যেখানে তাদের প্রাইভেট কি নিজেদের কাছে নেই
- তাদের টাকার ঝুকি নিচ্ছে, যেখানে অনেক এক্সচেঞ্জ হ্যাক হয়েছে
- তাদের ব্যক্তিগত তথ্যের ঝুঁকি নিচ্ছে, যেখানে অনেক এক্সচেঞ্জ হ্যাক হয়েছে এবং হ্যাকাররা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করেছে এমনকি ডার্ক ওয়েবে বিক্রি করেছে (যা এই লোকেদের জন্য আরও বেশি ঝুঁকিতে ফেলেছে, কারণ আপনি হয়তো জানেন না কখন একজন ক্রিমিনাল ডার্ক ওয়েব থেকে 1$ দিয়ে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য কেনার পরে আপনার দরজায় উপস্থিত হবে এবং আপনার ঘরে ডাকাতি করবে)
- তাদের টাকার ঝুকি নিচ্ছে, যেখানে অনেক এক্সচেন্জ সহজেই তাদের একাউন্ট ফ্রিজ করে দিচ্ছে
- তাদের টাকার ঝুকি নিচ্ছে, যেখানে অনেক ব্যাংক তাদের টাকা ক্রিপ্টো কারেন্সি লেনদেন থেকে এসেছে এটা জানার পর একাউন্ট ফ্রিজ করে দিচ্ছে।
- তাদের টাকার এবং তাদের স্বাধীনতার ঝুঁকি নিচ্ছে, যদি তারা সরকারের জারি করা নতুন আইন না মানে।

তবুও, মাত্র কয়েকজন তাদের শিক্ষা পেয়েছে। সম্ভবত যারা জ্ঞানী ছিল এবং যাদেরকে উপরে উল্লেখ করা কমপক্ষে একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে।

সময়ের সাথে সাথে, "ক্রিপ্টো আইন" আরও কঠিন এবং আরও জটিল হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে, আরও হাস্যকর বা আরও প্রশ্ন তৈরী করে যার উত্তর কেউ দেয়নি।

উদাহরণস্বরূপ, রোমানিয়াতে, প্রথম ক্রিপ্টো আইন ২০১৯ সালে জারি করা হয়েছিল কিন্তু, ততক্ষণ পর্যন্ত, আপনি ট্যাক্স ফাঁকির অভিযোগে অভিযুক্ত হওয়ার মতো ঝুঁকির মধ্যে ছিলেন, যদিও কোন আইনি কাঠামো ছিল না, এমনকি ক্রিপ্টো লেনদেন থেকে আসা ফিয়াট মানি ঘোষণা না দেয়ার কারনে জেল জরিমানার ব্যাবস্থাও ছিলো। হিসাবরক্ষকরা জানতো না কিভাবে তাদের গ্রাহকদের এই আয় ঘোষণা করতে হবে এবং কর্তৃপক্ষ জানতো না কিভাবে জনগণের প্রশ্নের উত্তর দিতে হবে। আইন জারি হওয়ার পরে, ২০১৯ সালের প্রথম দিকে, বিটকয়েনারদের তাদের আগের বছরে যে লাভ হয়েছিল তার জন্য ১০% ট্যাক্স দিতে হয়েছিল। এবং, যদি তাদের প্রফিট ১২ টা মিনিমাম বেতনের চেয়ে বেশি হয়, তবে তাদের ১২ টি ন্যূনতম বেতনের পরিমাণের ১০% ট্যাক্স প্রদান করার কথা ছিল। এই সেকেন্ডারি ট্যাক্স দেওয়া হয়েছিল স্বাস্থ্য ব্যবস্থার জন্য। আগের বছরে যাদের লস ছিল তাদের কিছুই দিতে হয়নি।

তারপরও আইনটি পরিষ্কার না। একজন মাইনার কি করবে? যদি সে আগের বছরে লাভ করে থাকেন কিন্তু যে হার্ডওয়্যার সরঞ্জামগুলি তিনি কিনেছিলেন যেগুলোর টাকা এখনো পরিশোধ হয়নি, মাইনার কি লাভে নাকি লসে? এবং সেসব মাইনারদের কি হবে যাদের কাছে তাদের হার্ডওয়্যার সরঞ্জামের বিল/চালান নেই? কেউ জানে না।

ভবিষ্যতে নতুন ট্যাক্স আসতে পারে। আরো জটিল, আরো হাস্যকর।

যাই হোক না কেন, বিটকয়েন এমন কিছুর জন্য পরিকল্পনা করা হয়নি। এটা জনগণকে আরও কষ্ট দেয়ার জন্য বানানো হয়নি, বা রাষ্ট্রকে তার ভাগ না দিলে তাদের জেলে নেওয়ার জন্য না, এমন একটা ভাগ যেটার জন্য রাষ্ট্র কোনো অবদান রাখে নি। যা হওয়া উচিত, সবকিছুই তার উল্টো পথে আছে

সরকার এবং ব্যাংকগুলোকে অপ্রাসংগিক বানানোর বদলে, মিডলম্যান কে ইকুয়েশন থেকে বের করে দেওয়ার বদলে, মানুষের ব্যাবহার এসব প্রতিষ্ঠান তৈরী করেছে। এবং এখন, এ এনটিটিগুলোই উল্টো লড়াই করছে, মানুষকে আরও বেশি নিপীড়ন করছে। অথরিটির জবাবদিহি করতে প্রস্তুত থাকার জন্য সব এক্সচেঞ্জ ইউজারদের তথ্য সংগ্রহ করছে। বিটকয়েনাররা ক্রিপ্টো এক্সচেন্জগুলো হাসিমুখে ব্যাবহার করছে -- কেউ জানে না কেনো -- ফ্রিতে এবং নিজের ইচ্ছায় তাদের টাকা ও ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছে। তারা আবারো হুকুমের গোলাম হয়ে ওঠার করার জন্য, ইউজার রা তাদের অ্যাকাউন্টগুলিকে এক্সচেঞ্জ এর সাথে ব্যাংক অ্যাকাউন্ট কানেকটেড করছে, এভাবে ব্যাংকগুলোকে ও তাদের  ইচ্ছামতো ফান্ড ফ্রিজ করতে দিচ্ছে এবং কর্তৃপক্ষকে তাদের তথ্য দিচ্ছে।

তারপর অনেকে তাদের ক্রিপ্টো একটিভিটি থেকে কিছু ফিয়াট মানি পেয়ে এবং খুব জটিল আইন না বুঝেই তারা কর্তৃপক্ষের সামনে বোকা হাঁস হয়ে বসে



যাইহোক, আমি বিশ্বাস করি যে একটা লিমিট এই সব বন্ধ করে দেবে। বিটকয়েনের এই সমস্ত ভুল ব্যবহার, সকল প্রশাসন এবং ব্যাংকের চাঁদাবাজি, ক্রিপ্টো এক্সচেঞ্জের সকল অপব্যবহার।

এবং এমন সীমায় পৌঁছে যাবে যখন অনেক মানুষ তাদের লোভে, তাদের নির্বোধতায়, তাদের মূর্খতায় ভুগবে। যখন তাদের অনেকেরই ক্রিমিনাল রেকর্ড থাকবে এবং যখন তাদের অনেকের বেশ পরিমাণে জেল খাটতে হবে। শুধুমাত্র একটা কঠোর দুর্ভোগ মানুষের চোখ খুলতে পারবে।

এবং, যখন এগুলো হবে, বিটকয়েনাররা তখন এক্সচেঞ্জ ব্যবহার করা বন্ধ করবে। তারা ক্রিপ্টো একটিভিটি থেকে পাওয়া তাদের ফিয়াট ইনকাম ব্যাংক অ্যাকাউন্টে রাখা বন্ধ করবে। এমনকি কেউ কেউ ফিয়াট মানি ব্যাবহার করা বন্ধ করে দিবে। যদি এর সব কিছু হয়, তাহলে শেষ পর্যন্ত মানুষ বিটকয়েন ব্যবহার শুরু করবে যেভাবে সাতোশি তাদের জন্য তৈরি করেছে: তাদের নিজের সুবিধার জন্য, সরকার এবং ব্যাংক কে অপ্রাসঙ্গিক বানানোর জন্য, যে কোনও মিডলম্যান কে বাদ দেয়ার জন্য, তাদের ফিনান্সিয়াল লেনদেন গোপন করার জন্য, তাদের নিজের ব্যাংক হওয়ার জন্য, এক্সচেন্জকে নিজের প্রাইভেট কি হোল্ড করার পরিবর্তে নিজেই হোল্ড করার জন্য।

এবং, যখন এগুলো হবে, সরকারের করা আগের সব অত্যাচার তাদের বিরুদ্ধে কাজ করতে শুরু করবে। তারা অন্য কোনো শিকার ধরতে পারবে না কারণ তাদের আগের শিকাররা এখন জানে কিভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং কিভাবে বিটকয়েন সঠিকভাবে ব্যবহার করতে হয়। যখন এগুলো হবে, শিকারটি নিজেই শিকারী হয়ে উঠবে।

আমি জানি না এই সব বাস্তব  হওয়ার আগ পর্যন্ত কতো সময় চলে যাবে। কিন্তু আমি মনে করি যে, আজ বা কাল, মানুষ বুঝতে পারবে যে তারা যথেষ্ট কষ্ট পেয়েছে এবং তারা বলবে: "যথেষ্ট!"। এবং তারা তাদের চোখ খুলবে এবং বুঝতে পারবে কিভাবে বিটকয়েন ব্যবহার করতে হয়। রাষ্ট্রের স্বার্থে না, নিজেদের স্বার্থে!
1209  Alternate cryptocurrencies / Service Discussion (Altcoins) / Re: Cheapest way to withdraw my money from Coinbase on: September 12, 2023, 02:41:08 PM
You cannot specify the network for USDT because Coinbase does not support any other chains except for ERC-20 for USDT withdrawals.
Are you sure about this?

I did not use Coinbase a long time and forgot my account there, can not check it at the moment but from their FAQs, it seems they support multiple chains for both deposits and withdrawals.

Yes, I am 99% sure. I have heard from a couple of sources that they wrote their BSC address to withdraw their funds, but later, they saw Coinbase used the ERC-20 chain to release the USDT withdrawal. If anyone uses the the same wallet address for both BSC and ERC-20 chain, they may able to get the fund but if someone does not have access to multiple chains, the fund is lost. I did not used Coinbase for years and I am not up to date. But, as you can see from this case, they did not let him choose the network. So, I assume it's same how it was years ago. So, I am 99% sure they do not support multiple chains for USDT withdrawals at this moment.

Oh wait, I found a official source BTW[1]

Tether (USDT)is a stablecoin available on several blockchains that aims to maintain the same value as the US dollar. The company behind Tether, Tether Limited, claims to hold reserves that fully back each USDT. As of 2021, USDT is the most widely-used stablecoin in the world, with a market cap over $30 billion. Please note: at this time, Coinbase only supports ERC-20 USDT running on the Ethereum blockchain.


[1] https://www.coinbase.com/blog/tether-usdt-is-now-available-on-coinbase
1210  Bitcoin / Bitcoin Discussion / Re: What do we benefit in lies in forum on: September 12, 2023, 01:43:01 PM
I'm not creating this thread to wrong or offend anyone, because i have read so many post that is like fiction, even though cooperate with system, so many thread in Bitcoin discussion mostly newbies like me do frame a story that is not real in Bitcoin and also said a story of what they achieve in Bitcoin that is not real and present to the public to read and take as real story whereas it's a fiction, I want the reason behind someone given a fiction story to the forum.

The reason is so simple. They are hoping to get some merits. Newbies see some forum members got some merit because they have shared what they did with their Bitcoin, and those topics earned some merits. For example, A legendary member started to accept Bitcoin in his shop which is good for Bitcoin. There are some people who are unlikely to lie about their business.

I am a newbie and I want to earn some quick merits. I saw their posts getting merits so I thought why not make up a story and post it to get some merits? After all no is going to verify my stories because this is a internet forum.

That's what happen when you see a new story from some random newbies. I am not saying all of them, but most of them.
1211  Economy / Gambling / Re: Concept of Halal Casino on: September 12, 2023, 01:36:12 PM
Something that is haram is haram. Nothing can change it. And those who already know that it is haram will not approach it. But until now, many people still gamble, and they have their own reasons. We cannot prevent them from continuing to gamble even though it is clear in religion that gambling is haram or prohibited because they do it without coercion.

But for anyone who has sinned, he is still allowed to do good. Those who have committed sins must repent and not repeat sins, even though some still repeat other sins. And no perfect human can be clean from sin, and that is why we humans are required to repent to cleanse the sins we have committed.

True. Haram is Haram. No matter what some Mufti or Alim say. It's not true that Muslims won't approach Haram. There are millions of Muslims earning Haram income and spending them in Haram place as well. Every Muslims does not care about Halal and Haram. Only Practicing Muslims care about Halal and Haram. For example, I am a Muslim and sometimes I gamble as well. Money won from gambling is Haram. yet sometimes I do it. No matter whatever excuse I give, those money are Haram and yet I am doing it. It's a sin in my religion. I always promise myself that I won't repeat these things but I end up doing it. Even though I am doing it, I won't say it's Halal. Because Haram is Haram. 
1212  Alternate cryptocurrencies / Service Discussion (Altcoins) / Re: Cheapest way to withdraw my money from Coinbase on: September 12, 2023, 12:51:35 PM
And in case in the end I decide to withdraw my balance in usdt...I see that at the time of withdrawal it does not let me specify the usdt network...and the other exchange asks me to specify the network I am going to use to make the deposit...

You cannot specify the network for USDT because Coinbase does not support any other chains except for ERC-20 for USDT withdrawals. So, if you are withdrawing your USDT from Coinbase, make sure to use ERC-20 wallet address so you don't lose your coins. I have used coinbase while ago and I don't remember if I were able to exchange coins between currencies. So, I am not sure if you will be able to exchange your coins for some efficient coins. If you talk about withdrawal or the transaction fees, I guess TRX or Doge is the best option to make cheap transactions. Also, it takes only a few minutes to get confirmed.
1213  Bitcoin / Bitcoin Discussion / Re: What type of advice is worth giving such people? on: September 12, 2023, 03:26:36 AM
As long as I have been investing in Bitcoin and trading here, I have never experienced a major hack. But I sent some fraction of my bitcoin amount to wrong address but till now I didn't encounter any scammer.

I guess most of us made this wrong address mistake at some point. I guess I did this a while ago and ver recently, I was confused with the chain. I was trying to withdraw USDT to a TRC-20 chain while I selected the ERC-20 chain. Apart from the wrong address by mistakes, I wasn't targeted by hackers yet. I guess most of us already know about the clipboard hack as well. If someone's device or browser get hacked, if victim try to copy a address to send funds, a different address get copied and the victim send the fund to hackers address. Which is why crypto users need to double check the address before sending the funds.
1214  Other / Archival / Re: [ANN] [banned mixer] | Best Bitcoin Mixer | Low fees | Fully automated on: September 12, 2023, 02:12:43 AM


I don't know if this captcha is for a user TOR only, but for a site that manages user funds is a good step for security. and, sometimes I have to do it twice because got a wrong answer, but I feel there is no fault I did before. I don't know if this is a TOR connection problem, or the captcha. But so far, I don't have a problem with the mixer as long as I use it.

I am not a big fan of TOR as I cannot use a fast internet connection. TOR slows it down further, so I am unsure if it's the same with the TOR. But I just tried the clearnet domain, which is [banned mixer], and everything is so smooth. I tried creating an order, but it did not ask for a captcha verification. So, either it's only for TOR or random for every user.

I remember when I used a VPN, even Google asked me to verify the re-captcha to show the search results. I don't know the exact reason, but as they say, Your computer sends too many requests or something. I have been using a paid VPN for the last few months and haven't seen re-captcha since then (for Google search).
1215  Economy / Games and rounds / Re: Coins.Game Exclusive Crash Contest | 6 Prizes | $485 Pool on: September 12, 2023, 01:31:12 AM


Coins.game Username: WoodsonIs
Multiplier: 25x
Your BTC SegWit address: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc
1216  Economy / Games and rounds / Re: Coins.Game Exclusive Crash Contest | 6 Prizes | $485 Pool on: September 11, 2023, 03:44:32 PM


Coins.game Username: WoodsonIs
Multiplier: 10x
Your BTC SegWit address: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc
1217  Bitcoin / Bitcoin Discussion / Re: Be rich sheeple or free people, what's your choice? on: September 11, 2023, 12:54:37 PM
I guess most people who understand the need for freedom will choose the 2nd option. If I have no freedom with my money, it's not really my money. What does owning money mean if I cannot use it for whatever purposes? Bitcoin is not a legal tender here, and I can still use it. I don't want a 3rd party to control my money. No matter how significant or how tiny the amount is.

Option one will destroy the vision of Satoshi, and we will need another Satoshi for a better invention. But why? We already have bitcoin and we don't want some genie to control the Bitcoin. It's a manipulation as well.
1218  Bitcoin / Bitcoin Discussion / Re: What type of advice is worth giving such people? on: September 11, 2023, 12:45:14 PM
I have read some painful stories online about Bitcoin fans that lost their Bitcoin to hacks more than once and how they gave up because of the hacks, this made me curious about people on the forum, I will like to ask you guys how many times you have lost Bitcoin to hacks or your own mistakes, and why are you still not giving up.

Can you keep buying bitcoin if you have already get hacked like twice or more in the past?

Getting hacked is much easier nowadays if you are just an average Joe. If you visit a random website and click on random links that you never know if it contains trojan, getting hacked is easier for you. Sometimes, common sense helps as well. You have to use your brain to understand what are you trying to do and why are you doing it. People get hacked in multiple ways. Phishing is one of them, and I consider people the dumbest people who fall for phishing. Hackers offer some extra features or bonuses to use some specific wallet or software. People download them without verifying them and then they lose their money. If you like to hold your Bitcoins, why use a regular device to store it? Get an hardware wallet and never fall for phishing. Do not store your seed phrase online and you are good to go.
1219  Economy / Gambling discussion / Re: ODI cricket and general cricketing discussion [self - mod] on: September 11, 2023, 12:05:49 PM
The match was supposed to start one hour back and now I feel they would reduce the number of overs. It is really a bad decision by the ACC to host the Asia Cup 2023 in Srilanka. They should have thought about the weather in this time of the year in Srilanka first. A few matches in the UAE would have been a brilliant idea. I have a feeling that the rain only interrupts whenever Pakistan and India are playing. All other matches where the rain interrupted did end on the same day.

The match already started, and it will be a full 50-over match. India started exactly where they were. They did not lose momentum and played extremely well against the Pakistani Pace attack. Pakistan has a good bowling side, but unfortunately, they did not do well against India yet. Pakistan will Haris Rauf. According to Crickbuzz,[1] Morne Morkel | Pakistan Bowling Coach: He (Haris Rauf) started feeling his oblique muscle last night. He had a scan, and it revealed some inflammation. With the World Cup around the corner, it is precautionary, and we'll have to use the other boys to fill the overs. About yesterday's bowling, I felt that we weren't on the money from the get-go, and that's why we were hit for a few runs.

The official broadcasters have just put out a Tickr saying Haris Rauf will not be bowling today as a precautionary measure. That could be a big blow for Pakistan. Haris Rauf seems to be carrying what seems like a water bag heater concealed under his shirt, close to his abdomen and side. It might be a side strain.


[1] https://www.cricbuzz.com/live-cricket-scores/78180/pak-vs-ind-super-fours-3rd-match-asia-cup-2023
1220  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 11, 2023, 11:42:35 AM
তবে Learn Bitcoin  ভাইয়ের মতো আমিও  বলব এখানে কিন্তু প্রাইভেসি ইস্যু আছে  আর যেহেতু আমাদের বাংলাদেশে এখনো   ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেওয়া হয়নি,  পদক্ষেপগুলো অবশ্য ভেবে চিন্তে নাওয়াই উচিত।   আর যেহেতু এখানে  বিটকয়েন  এর অ্যামাউন্ট রয়েছে সম্পর্কে  তাই আরেকটু সতর্ক হয়ে থাকবেন।

ভাই, প্রাইভেসি যেমন তেমন, সমস্যা হলো বাংলাদেশের কাস্টমস! যিনি গিভওয়ে টা করেছেন, ওনার কাছে কারো প্রাইভেসি নষ্ট হবে বলে আমার মনে হয় না। আপনি ওনার কাছে যা কিছুই শেয়ার করেন না কেনো, আশা করি উনি সব কিছু গোপন রাখবেন। এটা তার এতোদিনের বিল্ড করা রেপুটেশন এর ওপর ভিত্তি করে বললাম। আর আমরা বাংলাদেশি রা প্রাইভেসি নিয়ে তেমন একটা ভাবি না। নইলে কি আর আমরা নিজেদের সব প্রাইভেট ইনফো দিয়ে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ইউজ করি?

আচ্ছা যাই হোক, কাস্টমস এর ব্যাপারে আসি। বাংলাদেশে বাইরের দেশগুলো থেকে দুই টাকার প্রোডাক্ট আসলেও আপনাকে সেটা ছাড়ানোর জন্য ঘুস দিতে হবে। এজন্য খেয়াল করবেন প্রবাসীরা সব সময় কেউ আসলে তার সাথে প্রোডাক্ট পাঠিয়ে দেয়, নইলে নিজেরা নিয়ে আসে। তারা কখনো কুরিয়ার ইউজ করে না কারন বাংলাদেশের সিস্টেম নষ্ট। এখানে ১০ টাকার প্রোডাক্ট আনতে ২০ টাকার ট্যাক্স আর আরো ২০ টাকার ঘুস লাগে। আমরা গ্রামে এটাকে বলি গানের চেয়ে বাজনা বেশি। বাশের চেয়ে কঞ্চি বড়! এগুলাই মুল সমস্যা।
Pages: « 1 ... 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 [61] 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 ... 119 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!