Bitcoin Forum
June 20, 2024, 05:34:09 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 [65] 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 ... 119 »
1281  Economy / Games and rounds / Re: Sportsbet.io ⚽ Southampton ⚽ Prediction Contest ⚽ (Saturday, September 2) on: September 01, 2023, 12:49:57 AM
a. Southampton
b. 2-1
c. Southampton
d. Under
e. Yes 
f. Sunderland
g. 35'
1282  Economy / Games and rounds / Re: SINBAD,IO MIXER August Price Prediction Challenge on: September 01, 2023, 12:47:03 AM
Prediction 2: $25,969
bech32 address: bc1q77e8z2suecddvafnhhalxts3zme65w3upp7z6t

if still open please count my entry, if not then sorry and delete it

The prediction contest ended on 30th August.
Considering how established you are in the forum, I don't think this is the smartest thing to do (Post without reading).
1283  Economy / Games and rounds / Re: SINBAD,IO MIXER August Price Prediction Challenge on: August 31, 2023, 01:50:31 PM
______________________________________________________________
NamePrediction 1Prediction 2
______________________________________________________________
Dickiy$30,7785.45$27,439.10
Learn Bitcoin$30,500$27,355
dkbit98$27,547.18$27,012.35

Prediction 2: $27,439.10
bech32 address: bc1qdqqdtfz5j0ctl2v8n36t6vrt2qvn7t2935p8d6

Prediction 2: $27,355
bech32 address: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc

Prediction 1: $27,547.18
bech32 address: bc1qnnkav38ze4uxhk0ac70g8lqcgxc37492lrpwr9

According to CoinmarketCap.com, The price of Bitcoin was $27,422 at 10:00 UTC on 30th August.
If you count it correctly and if the list is correct as well, The quoted predictions are the closest!

I am feeling lucky, but let's wait for the official announcement.
1284  Economy / Gambling discussion / Re: ODI cricket and general cricketing discussion [self - mod] on: August 31, 2023, 11:59:54 AM
I am not taking Bangladesh as a favorite team in today's match, I am taking Sri Lanka as a favorite as always. Bangladesh's top order batsmen completely failed in front of Sri Lanka's inexperienced bowlers.

Even though Sri Lanka is a favorite team today, we expected a good game between these two teams. Bangladesh had some close matches against Sri Lanka and both teams are pumped up. This fighting thing started with the Nidahas Trophy and the Cobra Dance. Recently Sri Lankan fans have shown some respect towards Bangladeshi players because of Towhid Hridoy.

Anyway, I was surprised that Even though Anamul Haque Bijoy was included in the squad because of Liton Das' Injury, Mohammad Naim was the first-choice of the team management. What are they trying to do with these players?
1285  Economy / Gambling / Re: BC.Game-🔴🔴🔴BET RED IN CRASH!🔴🔴🔴 Find More Unique Games! on: August 31, 2023, 11:49:59 AM
15 days of waiting for my submitted documents to be approved (my username/email has been sent per PM to BC.game)

Hi Gekkebelg, is there any update? If not, try to contact the forum representative by a PM or maybe contact Icopress/Efialtis as they are in close contact with the team. I know you as a legit high roller that plays on a lot of casinos so hopefully everything gets sorted out.

No update, tried everything. Efialtis not responding anymore, bbc reporter too. Sent 5 emails, tried 10 livechat sessions....zero.

Opened an Askgamblers complaint here:
https://www.askgamblers.com/casino-complaints/bc-game-casino-after-15-days-my-verification-is-still-pending

Probably, they are too busy with multiple cases. But I believe if they need more employees to do their work on time, they should do it and solve every case in a timely manner. The lack is from the BC game side. There is a reason why efialtis does not respond to you. The possible reason is he also did not get any response from the BC game side and he has nothing new to share with you.

Icopress might have direct contact with them. You can try PM him. The notable thing is any of them (Icopress, efialtis) won't be able to solve the issue if Bc game does not respond to them. You are somewhat established here and I see you around a couple of times. Believe me if we see the same complaint from a random newbie, we would give warning others to avoid you.
1286  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 30, 2023, 04:24:32 PM
কোট

ভাই বিটকয়েনটকে এক্টিভিটি কিভাবে কাজ করে এটা একটু বুঝায় বলবেন! অনেক উপকার হতো। আমি এই সম্পর্কিত ইংরেজিতে যে পোস্টগুলো আছে সবগুলোই পড়েছি, দেখেছি। ঐগুলো আলাদা করে মেনশন করার দরকার নাই। এসবকিছুর পরের এটা বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছি। আমি জানি এখানে একটা ১৪ এক্টিভিটির লিমিট সেট করা আছে। আমি আমার এই আইডিটা ১ বছরের মতো খুলেছি। কিন্তু কিছু ব্যক্তিগত কারনে ফোরামে এক্টিভ ছিলাম না। তো এখন কথা হলো আমি মূলত গত একদুই মাসের মতো ভালোভাবে এক্টিভ আছি। এই কয় মাসে প্রথম প্রথম আমার এক্টিভিটি বাড়ছে। তারপর হঠাৎ করে ৬৮ এর পর আর বাড়ে না। আবার কিছুদিন পর দেখলাম ২ টা বেড়ে আবার থেমে আছে। আমি প্রতিদিনই ২-৩ টা পোস্ট করি। আমি জানি সময়ের সাথে ইমনিই বাড়বে, এটা নিয়ে প্যারা নেয়ার প্যারা নাই কোনো। বাট আমি বিষয়টা জানার জন্য বোঝার উদ্দেশ্য পোস্টটা করলাম। একেবারে বলতে পারেন শিখার নিয়তে। ধন্যবাদ।

আপনি একাউন্ট যখনই করেন না কেনো সেটার সাথে মূলত একটিভিটির কোনো কানেকশন নেই। যেহেতু আপনি একটিভিটি পিরিয়ড সম্পর্কে জানেন, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। একটিভিটি পিরিয়ড শুরুর দিন থেকে শেষ দিনের ভেতরে যদি আপনি ১ টা পোস্ট করেন, তাহলে সেই পিরিয়ডের ১৪ টা একটিভিটি আপনার জন্য রিজার্ভ হয়ে যাবে। ধরেন নতুন একটিভিটি পিরিয়ড হচ্ছে ১ থেকে ১৪ তারিখ। পরের একটিভিটি পিরিয়ড হচ্ছে ১৫ থেকে ২৮ তারিখ। দুইটা পিরিয়ডের মধ্যে আপনি যদি ৩০ টা পোস্ট করেন, আপনার রিজার্ভ করা ২৮ টা একটিভিটিই আপনি পাবেন। আপনি এর থেকে বেশি একটিভিটি পাবেন না যদি না আপনার আগেই কিছু রিজার্ভ একটিভিটি না থাকে। আবার ১ থেকে ১৪ তারিখের ভেতরে ১ টা পোস্ট করলেন, আবার ১৫ থেকে ২৮ তারিখের ভেতরে আরেকটা পোস্ট করলেন, তবুও কিন্তু আপনার ২৮ টা একটিভিটি রিজার্ভ করা থাকবে। কিন্তু রিয়েল টাইমে আপনি দুইটা পোস্ট এর জন্য মাত্র দুইটা একটিভিটি পাবেন।

একজন চাইলে ১০ টা পোস্ট করেই ১৪০ একটিভিটি রিজার্ভ করে রাখতে পারে। এজন্য তাকে ১০ টা আলাদা আলাদা একটিভিটি পিরিয়ডে পোস্ট গুলো করতে হবে। কিন্তু তার ১০ টা পোস্ট এর জন্য কিন্তু তার প্রোফাইলে ১০ টা একটিভিটিই শো করবে। ধরেন এখন ১৪০ একটিভিটি রিজার্ভ করা আছে। এখন যদি সেই ব্যাক্তি ১ দিনেই আরো ১৩০ টা পোস্ট করে, তার একটিভিটি ১ দিনেই ১৪০ এ গিয়ে ঠেকবে।

আশা করি বুঝতে পেরেছেন। তবুও কনফিউশান থাকলে বলবেন, আরো বিস্তারিত আলোচনা করা যাবে।

আপনার এখন ৭০ টা একটিভিটি কারন আপনি ৫ টা একটিভিটি পিরিয়ড ধরে পোস্ট করছেন। আপনার পোস্ট সংখ্যা ১৩২। আপনি এখন থেকে যদি আর একটা পোস্ট ও না করেন, আর সামনের একটিভিটি পিরিয়ডে মাত্র ১ টা পোস্ট করেন, আপনার একটিভিটি হয়ে যাবে ৮৪। মানে ১ পোস্ট এর জন্যই যে ১৪ টা রিজার্ভ করা একটিভিটি ছিলো, সেটা এড হয়ে যাবে। প্রতি ১৪ দিন পর পর একটিভিটি ডিস্ট্রিবিউট হয়।
1287  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 30, 2023, 03:32:56 PM
murgichurer baba(মুরগি চোরের বাপ)
আপনার নাম যে রকম তাতে ভাই ‌বিটকয়েনটক এসে কোন লাভ নেই। কারণ আপনার মুরগি চোর ছেলে আছে সে আপনাকে মুরগি চুরি করে নিয়ে আসবে এবং আপনি সেই চুরি করা মুরগি বাজারে সেল দিবেন।
আপনার উদ্দেশ্য একটি কথা বলতে চাই, আপনি কোন প্রকৃতির মানুষ তা আমি মন্তব্য করতে চাই না তবে আপনার নাম আপনাকে আপনার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দেয়। এই পৃথিবীতে আপনি নামের অভাব পাবেন না অথচ আপনার আইডির যে নাম দিয়েছেন তাতে করে এই নামটি আপনার পরিবার ও পরিবারের সদস্যদের প্রত্যেকের পরিচয় বহন করে। আপনি এমন কিছু করবেন না যাতে করে সেই কাজ বা নামের মাধ্যমে আপনার চারিত্রিক সনদ ও পরিবারের সদস্যদের অপমান হয়।

নাম শুনলেই কেমন জানি লাগে!  Undecided মানে লাইক সিরিয়াসলি!!! পৃথিবীতে নামের অভাব পড়ছিল নাকি! আর কিছু পাইলো না, শেষমেশ মুরগি চোরের বাপ! ভাইরে ভাইরে। দুনিয়ায় কতো যে নমুনা দেখা লাগবে।

এগুলা নিয়া আসলে কমেন্ট করা ঠিক হবে কি না বুঝতেছি না। কমেন্ট করলে উনি মন খারাপ করবেন। তবে এরকম ইউজারনেম শুধু বিটকয়েনটক এ না, বরং সোশ্যাল মিডিয়া গুলোতে সব চাইতে বেশি দেকা যায়। সোশ্যাল মিডিয়ায় দেখবেন প্রেমিক পুরুষ, এন্জেল সাদিয়া, আমি হিরো, আমি অমুক, তমুক নামের কোনো অভাব নাই। আপনার মাথায় যা আসে তা লিখেই সার্চ করে দেখেন ফেইসবুকে সেই নামেই আইডি পাবেন।

তো এটা আসলে বাংলাদেশিদের জন্য নতুন কিছু নয়। তবে ইন্টারন্যাশনাল ফোরাম হিসাবে নামে চুজ করাটাও জরুরী। অনেকে ইউনিক ইউজারনেম খুজতে গিয়ে এরকম নাম ব্যাবহার করে থাকেন। তবে এসব নাম অনেক বেশি দৃষ্টিকটু। অবশ্যই এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার। কারো ইউজারনেম তার ট্যালেন্ট বহন করে না। ট্যালেন্ট থাকলে ইউজারনেম যাই হোক না কেনো, কেউ আটকিয়ে রাখতে পারবে না। তবে মানুষ আপনাকে প্রথমে বিচার করবে এই ইউজারনেম দেখেই।
1288  Bitcoin / Electrum / Re: Mining fees as popularity of bitcoin rises on: August 30, 2023, 03:00:37 PM
I'm assuming that Electrum spends fund from the smallest funded addresses first.  Is that correct.

You can actually select from which address you want to spend your coins.
If you want to spend from some specific address, right-click on the address and click on "Add to coin control".
After that, you will see the status "Coin control active" and other information about this specific address. See the image below.



If I am not wrong, The fee depends on how many input and output a transaction has (More input and output consume more size).
1289  Economy / Gambling discussion / Re: ODI cricket and general cricketing discussion [self - mod] on: August 30, 2023, 02:18:19 PM
Iftekhar Cha-cha 109*

Nepal's bowlers were controlling well till 25 overs but Pakistan's innings of Iftekhar Ahmed 109* (Chacha Saab) and Babar Azam's 151 runs made it unlikely that Nepal would win. From the beginning of the innings, many thought that Pakistan might not be able to give the target of 250 runs, but the picture of the match changed completely due to the partnership of 214 runs by Iftekhar Ahmed and Babar Azam. In today's match, Iftekhar Ahmed scored the first century in his ODI career which will surely be a milestone in his career. Although Iftekhar Ahmed did not play many ODI matches in his career scoring 402 runs in just 15 (14 innings) ODI matches with a century and a half-century.

Haha. Iftekhar said multiple times, please don't call me cha-cha. But who cares? Jokes aside, this guy playing really well at this age. Pakistan was 158-4 in the 34th over, and I thought they might end up scoring 270-280 from 50 overs. Iftekhar Cha-cha had eleven runs from 16 balls, and then suddenly he started chasing Nepali bowlers. Babar Azam played well as always.

Now it's a big challenge for Nepali batters to chase this runs. I don't think they will be able to chase it. They already lost three wickets scoring 23 runs from five overs. All they should try to play all the overs and see where they end up.
1290  Other / Archival / জুলিয়ানের জন্য ডাক - সবার পড়া উচিৎ on: August 30, 2023, 01:50:42 PM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: The call for Julian Assange || The WikiLeaks Manifesto - We all should read it




অনেকেই হয়তো জুলিয়ান অ্যাসাঞ্জের নাম শুনেছেন, কিন্তু খুব কম লোকই জানেন যে তিনি কে, উনি কি করেছিলেন বা এখন উনি কি করেন। এগুলো থেকেও কম জানেন, কেন তিনি ক্রিপ্টো স্পেসে একজন আইডল ব্যক্তিত্ব।

এই টপিকটা একটা সাহায্যের ডাক, এজন্য আমি এটা বিগিনার এবং হেল্প বোর্ডে পোস্ট করছি৷ এটা জুলিয়ানকে সাহায্য করার জন্য একটা ডাক!

আমি অনেকদিন ধরেই এই টপিকটা লেখার পরিকল্পনা করছিলাম, কিন্তু বিভিন্ন কারণে (সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময়ের অভাব) আমি এটা দেড়ি করেছি। যাইহোক, সাম্প্রতিক প্রেসের প্রতি এক আরেকটা অসম্মান (একভাবে বা অন্যভাবে) আমাকে এই থ্রেডটি লিখতে সংকল্পিত করেছে। এর পিছনের কারণ যদিও কম গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হল জুলিয়ানের সাহায্য প্রয়োজন।



এই টপিকের শেষ অংশ একটা সতর্কতামূলক কথা: "আমাদের সকলের সাইফারপাংকসের কাজ চালিয়ে যাওয়া উচিত এবং স্বাধীনতার জন্য লড়াই করা উচিত!"

সাইফারপাংকস গ্রুপ টা প্রাথমিকভাবে ১৯৯২ সালে "দ্য সাইফারপাঙ্ক ম্যানিফেস্টো" এর লেখক এরিক হিউজেস, জন গিলমোর এবং "দ্য ক্রিপ্টো অ্যানার্কিস্ট ম্যানিফেস্টো" এর লেখক টিমোথি মে দের নিয়ে তৈরী হয়েছিল। গিলমোরের অফিসে একটা পুরাতন মিটিং থেকে সাইফারপাংকস মেইলিং লিস্ট নামে একটা মেইলিং লিস্টের জন্ম হয়েছিল।

কিছু সময়ের মধ্যে, নাগরিকদের উপর নজরদারি করা রাষ্ট্রের বিরুদ্ধে সাইফারপাংকস এর লড়াইয়ে অন্যরাও যোগ দেয়। তারা অবশেষে ১০০০ জনেরও বেশি কনট্রিবিউটরে পৌছায়।

জুলিয়ান অ্যাসাঞ্জ ১৯৯৫ থেকে ২০০২ অব্দি দলের অংশ ছিলেন। তার ব্রিলিয়েন্ট মন অন্যরা সহজেই খেয়াল করেছিল। যদিও মে, হিউজ বা গিলমোর "মানুষের জন্য অ্যালগরিদম", ডিজিটাল নগদ এবং ক্রিপ্টোগ্রাফিতে জনসাধারণের অ্যাক্সেসের উপর বেশি মনোযোগ দিতেন (এমন একটা যুগে যখন এনএসএ তার বিরুদ্ধে সমস্ত ক্ষমতা দিয়ে লড়াই করছে), অ্যাসাঞ্জের একটা ভিন্ন নীতি ছিল: "তথ্যের স্বাধীনতা একটা সম্মানিত উদার ভ্যালু"

দ্যা উইকিলিকস ম্যানিফেস্টো, একটি নথি যা কম পরিচিত, দুর্ভাগ্যক্রমে, এটাতে জুলিয়ানের জ্ঞানের অন্যান্য কথাও আছে: "শুধুমাত্র প্রকাশিত অন্যায়ের উত্তর দেওয়া যায়; মানুষকে বুদ্ধিমান কিছু হতে হলে আসলে কী ঘটছে তাকে তা জানতে হবে"।

১৪৪৮ সালে গুটেনবার্গের প্রিন্টিং প্রেসের উত্থানের পর থেকে, যেটা প্রিন্টিং রেভুলেশন নিয়ে এসছিলো, ক্লাসিপাইড ডকুমেন্ট এর উপর ধনীদের ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করে। এটা তথ্য ডিসেন্ট্রালাইজেশনের প্রথম রূপগুলোর মধ্যে একটা ছিল। জুলিয়ান অ্যাসাঞ্জ এটাকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেছেন।

এবং ২০০৬ সালে উইকিলিকস চালু হওয়ার পরে এটা ঘটে।

"আমি এটা মনে করে বড় হয়েছি যে আমি যে বিশ্বে বাস করেছি যেখানে মানুষ একে অপরের সাথে গোপনীয়তার সাথে যোগাযোগ করার এক ধরণের স্বাধীনতা উপভোগ করেছে, কোনো মনিটরিং করা ছাড়াই, কোনো বিবেচনা করা বা বিশ্লেষণ করা ছাড়াই বা ঐসব শ্যাডি পরিসংখ্যান বা সিস্টেম দিয়ে বিচার করা হয় না , যে কোন সময় তারা এমন কিছু বলে যা পাবলিকলি ছড়িয়ে পড়ে।" - এডওয়ার্ড স্নোডেন

স্নোডেনের সাথে একইরকম চিন্তা শেয়ার করে; এবং বেশি কিছু: প্রশাসনের সাথে বিশ্বাসঘাতকতা করার পরে কোথায় স্থায়ী হবে এবং কোথায় স্থায়ী হবে না তা সুপারিশ করে তাকে সাহায্য করার চেষ্টা করছেন; অ্যাসাঞ্জ বিশ্বের বিভিন্ন যায়গা থেকে হাজার হাজার ক্লাসিফাইড ইনফরমেশন প্রকাশ করেছেন।

কেউ কেউ জিজ্ঞাসা করতে পারে, বিটকয়েনের সাথে তার সম্পর্ক কি?

মার্কিন সরকার উইকিলিকসের অ্যাকাউন্টগুলোর উপর একটা ফিনান্সিয়াল ব্লক দেয়ার পরে, জুলিয়ান বিটকয়েনের সম্ভাবনা বুঝতে শুরু করেছিলেন এবং অনুদানের জন্য একটা মেথড হিসাবে নতুন ক্রিপ্টোকারেন্সি একসেপ্ট করার কথা জানান। আইডিয়াটা সেই সময়ে বিটকয়েনটকে আগুন ধরিয়ে দেয়:

"ব্রিং ইট অন", RHorning জোর দিয়েছিলেন।

যাইহোক, অ্যাসাঞ্জ অব্যাহত ছিলেন, বিটকয়েনের ছদ্মনামী আবিস্কারক, ""সাতোশি নাকামোতো,” বলেছেন: “নো, ডোন্ট ব্রিং ইট অন"। প্রজেক্ট টা আস্তে আস্তে বড় করতে হবে যেনো সফ্টওয়্যারটাকে এই পথ ধরে শক্তিশালী করা যায়। আমি উইকিলিকসের কাছে এই আবেদন করছি বিটকয়েন ব্যবহার করার চেষ্টা না করার জন্য। বিটকয়েন এটার শুরুর দিকে এবং কমিউনিটি খুব ছোট। আপনি পকেট চেন্জ এর চেয়ে বেশি কিছু পাওয়ার জন্য দাঁড়াতে পারবেন না এবং আপনি যে হিট আনবেন তা সম্ভবত এই পর্যায়ে আমাদেরকে ধ্বংস করে দিবে।” [...] ছয় দিন পরে, ১২ ডিসেম্বর ২০১০-এ, ফেমাস ভাবে সাতোশি বিটকয়েন কমিউনিটি থেকে উধাও হয়ে যায়, কিন্তু এই মেসেজটি পোস্ট করার আগে না: “অন্য কোনো প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ভালো হতো। উইকিলিকস ভিমরুলের বাসায় লাথি মেরেছে, এবং ঝাঁকটি আমাদের দিকে তেড়ে আসছে।”"

সাতোশির প্রতি এবং তার কাজের প্রতি সম্মানের গভীর নিদর্শন হিসাবে, অ্যাসাঞ্জ যেমন বলেছেন (আগের মেনশন করা লিংকে), "উইকিলিকস সাতোশির এনালাইসিস পড়েছে এবং তার সাথে একমত হয়েছে, এবং কারেন্সিটা আরো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিটকয়েন ডোনেশন চ্যানেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। উইকিলিকসের বিটকয়েন ডোনেশনের এড্রেস বিটকয়েনের প্রথম চালু করা হয়েছিল ১৪ জুন ২০১১ তে বড় পাম্প এর পরে।"

একটা সম্মানের প্রকাশ যা আজকাল খুব দূর্লভ

কিন্তু জুলিয়ানের বিটকয়েনের উপর ভরশা করা শুধুমাত্র উইকিলিকসকে সাহায্য করেনি: বরং বিটকয়েনকে আরও জনপ্রিয় হতে সাহায্য করেছে; এটা সাতোশির সৃষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে; এটা সাতোশির খোলা পথে আরও বেশি মানুষকে নিয়ে আসে।

এরপর যা ঘটেছিল তা উল্লেখ করা ইতিহাসের চেয়ে ভালো জানা আছে। মার্কিন সরকার ২০১১ সালে অ্যাসাঞ্জকে খুঁজতে শুরু করে, এবং প্রতিক্রিয়া হিসাবে, জুলিয়ান লন্ডন থেকে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় চেয়ে নিজেকে সাহায্য করেন। তার অনুরোধ ২০১২ সালে অনুমোদন করা হয়েছিল। তবে, দূতাবাসে থাকা তার জন্য সহজ ছিল না - অন্যদের মধ্যে, তিনি ২০১৯ (!) পর্যন্ত দূতাবাসের বাইরে তার পা রাখেনি, প্রায় একজন বন্দী হিসাবে জীবনযাপন করেছেন। যৌন হয়রানির একটা মিথ্যা বানোয়াট অভিযোগ, যা সুইডিশ সরকার বছরের পর বছর বাদ দিয়েছিল এবং উইকিলিকসের জন্য তার ক্রমাগত কাজ করার মধ্যেও অ্যাসাঞ্জ তার নৈতিকতা বজায় রাখার চেষ্টা করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এড়াতে তার যথাসাধ্য চেষ্টা করেছিল, ভালভাবে সচেতন ছিলেন নয়তো এর অর্থ হবে মৃত্যুদণ্ড না হলে অন্তত ১৭৫ বছর জেল

দুর্ভাগ্যবশত, ২০১৯ সালে ইকুয়েডর তাকে আশ্রয় দেয়া বন্ধ করে দেয়, কমবেশি হাস্যকর কারণে, তবে এটা প্রায় স্পষ্ট যে সিদ্ধান্তটা নিতে অন্য কোনো গোপন সংস্থা বা অন্যান্য সরকার থেকে কোন ভাবে বাধ্য করা হয়েছিল।

এই থ্রেডটা লেখার সময়, জুলিয়ানের প্রত্যর্পণের জন্য বিচার শুরু হয়েছে। বিচার চলাকালে তিনি কারাগারে অবস্থান করছেন।

যেমনটা আমি ইদানিং বলছিলাম, আগের একটা টপিকে,

বাকস্বাধীনতার জন্য যুদ্ধ, গোপনীয়তার জন্য এবং শাসনব্যবস্থাকে অপ্রাসঙ্গিক হিসাবে উপস্থাপনের লড়াই অনেক আগে শুরু হয়েছিল। এটা এখন আমাদের হাতে।

জুলিয়ানকে সাহায্য করাও আমাদের হাতে। আর তাকে সাহায্য করা মানে তথ্যের স্বাধীনতায় সাহায্য করা!

এই সাহায্য কিভাবে অফার করবেন আমি সেটা বলতে চাচ্ছি না। আমি নিশ্চিত সবাই জানে, বা, অন্তত, এই সম্পর্কে একটা ধারনা আছে।

বিতর্ক এবং কিছু করার সময় আছে। বিতর্ক এখন শেষ।



উল্লেখ্য বিষয়:

আমি উল্লেখিত বিষয়গুলোও পড়ার পরামর্শ দিচ্ছি:
- নিলস মেলজারের দ্য ট্রায়াল অফ জুলিয়ান অ্যাসাঞ্জ: নির্যাতনের গল্প - উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আইনি নির্যাতনের মর্মান্তিক গল্প এবং ভবিষ্যতের হুইসেলব্লোয়ারদের জন্য বিপজ্জনক প্রভাব
- রবার্ট ম্যানের আর্ট দ্য সাইফারপাঙ্ক রেভুলোশনারি জুলিয়ান অ্যাসাঞ্জ
- দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড: দ্য ইনসাইড স্টোরি অন জুলিয়ান অ্যাসাঞ্জ অ্যান্ড উইকিলিকস, লিখেছেন অ্যান্ড্রু ফাউলার
- জুলিয়ান অ্যাসাঞ্জের লেখা, সাইফারপাঙ্কস: ফ্রিডম অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য ইন্টারনেট। বইটা জুলিয়ান, জ্যাকব অ্যাপেলবাম (টর ডেভেলপার) এবং জেরেমি জিমারম্যান (লা কোয়াড্রেচার ডু নেট-এর সহ-প্রতিষ্ঠাতা) মধ্যে একটি আলোচনা সম্পর্কে
- সুয়েলেট ড্রেফাস এবং জুলিয়ান অ্যাসাঞ্জ এর, আন্ডারগ্রাউন্ড। এটি ১৯৮০-এর দশক থেকে অস্ট্রেলিয়ান হ্যাকার এবং ফ্রেকারদের উত্থান সম্পর্কে একটাআকর্ষণীয় বই, যার মধ্যে জুলিয়ান অ্যাসাঞ্জের প্রথম দিকের একটিভিটি আছে, তিনি সেই সময়ে মেন্ডাক্স নামে পরিচিত ছিল
- জুলিয়ান অ্যাসাঞ্জ এর, হোয়েন গুগল মিট উইকিলিকস
- জুলিয়ান অ্যাসাঞ্জ এর, দ্যা আনঅথোরাইজ্ড অটোবায়োগ্রাফি

পাশাপাশি, উল্লেখিত মুভিগুলো অবশ্যই দেখার বিষয় ক্যাটাগরির একটা অংশ:

ইথাকা - মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ থেকে বাচতে জুলিয়ানের সংগ্রাম দেখানো একটা তথ্যচিত্র
মিডিয়াস্তান: এ্যা উইকিলিকস রোড মুভি - উইকিলিকসের একটা নিজস্ব ডকুমেন্টারি - সম্পূর্ণ চলচ্চিত্র
রিস্ক - একটি উইকিলিকস ডকুমেন্টারি, লরা পোইট্রাস (জুলিয়ান অ্যাসাঞ্জের একজন বন্ধু) এর পরিচালিত - সম্পূর্ণ চলচ্চিত্র
দ্য ফিফথ এস্টেট - উইকিলিকস সম্পর্কে একটা দুর্দান্ত চলচ্চিত্র
উই স্টিল সিক্রেটস: দ্য স্টোরি অফ উইকিলিকস - উইকিলিকস নিয়ে আরেকটা ডকুমেন্টারি
আন্ডারগ্রাউন্ড: দ্য জুলিয়ান অ্যাসাঞ্জ স্টোরি - জুলিয়ানকে নিয়ে আরেকটা মুভি, যা তার ক্যরিয়ারের প্রথম দিকটা ফুটিয়ে তোলে।
1291  Economy / Gambling discussion / Re: ODI cricket and general cricketing discussion [self - mod] on: August 30, 2023, 05:30:07 AM
I have created a dedicated thread in Gambling and a discussion board for Men's ODI Asia Cup 2023. I invite everyone to join the discussion since it will be more appropriate to discuss Asia Cup 2023 only. Pakistan is the favorite team in today's match, and the odds provider played the game here. They fixed 1.01 odds for Pakistan, which they are likely to win. Does anyone want to take a risk by placing a bet against Pakistan today?

Surprised to see there are no Super four matches in Pakistan. Maybe because India are likely to play Super four matches and they won't go to Pakistan to play those matches. This is the reason all semi finals and final will be in Sri Lanka.
1292  Other / Archival / Del on: August 30, 2023, 05:21:50 AM
Del
1293  Economy / Gambling / Re: BC.Game-🔴🔴🔴BET RED IN CRASH!🔴🔴🔴 Find More Unique Games! on: August 29, 2023, 01:40:58 PM
We have 24/7 live support agents ready to answer your questions. There is never a moment that our support staff is offline. Furthermore, we have the most amazing community that spans across every major social platform and our own forum as well and they can be found giving helpful advice and answers based on their own experiences.

Would you care to elaborate on your issue with the specific problem you are experiencing? You can DM me if you'd like. Please include your userID.

I have uploaded my ID documents exactly 11 days ago and they are still pending! And I opened already 6 different live chats and everytime all they say is wait. How on earth can it take this long? I have sent you my username per PM.
Please finally speed it up, this is rediculous.

They said there were no open tickets when they checked, and you uploaded those documents eleven days ago and contacted live support six times. Even though you opened live chat six times, number of tickets is zero. That's mean the support agents marking those live chat conversations as solved so their boss or others does not see it as pending or as open ticket.

Even though Bc game claims they have 24/7 support, I still believe they should have another support channel where people can contact regarding their issues. Or at least if they monitor the cases here in Bitcointalk, it would be helpful for them. Sometimes support agents does not care and mark tickets as solved without further investigation.
1294  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 29, 2023, 05:03:36 AM
তাই শুধুমাত্র একজনকে ডিসেবল না করে, ফুল থ্রেড ডিসেবল করা হয়তো বেটার। এমন হবে কিনা কে জানে, মনে হয়না! আপনার কি মনে হয় Theymos কিছু করবে এর সমাধানে?

আরে না, এসবের কিছুই হবে না। এগুলো যারা থ্রেড ক্রিয়েট করছে তারা নিজেরাও জানে যে থেমোস এরকম কোনো চেন্জ করবে না। এমনিতেই এটা নিয়ে একটা হাইপ ক্রিয়েট করলো যাতে করে শিট পোষ্টার রা আর মেরিট না পায়। এই থ্রেড ক্রিয়েট করার পর কে পোষ্ট করলো বা কে করলো না, সেটা মূল ব্যাপার না, আসল ব্যাপার হচ্ছে যারা মেরিট সোর্স, তারা সবাই এখানে এটেনশন দিলো, সবাই জানলো ব্যাপারটা। এখন মেরিট দেয়ার ব্যাপারে সবাই খুব সতর্ক থাকবে।

আর যদি কোনো চেন্জ আসে, তো আসতেও পারে। ওয়াল অবজারভারের ওনারশিপ এর আগেও একবার চেন্জ করা হইছিলো। কিন্তু ইনফু ফ্রন্ট তো থ্রেড একেবারেই মোডারেট করে না। যাই হোক, আমার মনে হয় না কোনো চেন্জ আসবে। থেমোস আসলে চায়না নতুন করে কোনো রিস্ট্রাইকশন দিতে। 
1295  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 29, 2023, 12:47:18 AM
ফোরামের গ্লোবাল বোর্ড গুলো তে কি হচ্ছে আপনারা কি খেয়াল রাখেন? ওয়াল অবজারভার থ্রেড এর মেরিট সিষ্টেম ডিজেবল করার জন্য নুতিলদাহ মেটা তে থ্রেড খুলেছে ৪ দিন হলো। বব ও একই থ্রেড খুলেছে আরেকজনের মেরিট ডিজেবল করার জন্য। ওয়াল অবজারভার থ্রেড থেকে সহজে মেরিট পাওয়া যেতো ভালো পোষ্ট করলে। কিন্তু সেখানে শিটপোষ্টিং এতা বেশি বেড়ে গেছে, কারো আর এই ব্যাপারটা সহ্য হচ্ছে না। বাংলাদেশের ই বেশি পাবলিক সেখানে গিয়ে একটা টুইট পোষ্ট করে আবার চলে আসে। আপনি যদি কনভারসেশনে না ইনভল্ভ হোন, শুধু টুইট পোষ্ট করে চলে আসেন একটা মেরিটের আশায়, তাহলে কেমনে হবে? আমি ইদানিং সেখানে পোষ্ট করা বন্ধ করে দিয়েছি। আর আমি কখনো এ ধরনের পোষ্ট ও করি না। যেসব জিনিস রিলেভেন্ট, ডিসকাশন করার মতো, শুধু তেমন পোষ্ট করবেন। সবার প্রতি অনরোধ থাকবে, ওয়াল অবজারভারে পোষ্ট করার দরকার নাই। আপনার পোষ্ট এর যদি কোয়ালিটি থাকে, তাহলে করতে পারেন। কোয়ালিটি থাকলে সব যায়গা থেকেই মেরিট পাবেন।
1296  Economy / Services / Re: [OPEN-Changed rate] Yo!Mix Bitcoin Mixer Signature Campaign| Reward up to $200/w on: August 28, 2023, 02:28:26 PM
Rank: Sr. Member
Alternative choice (optional):
Merit earned in the last 120 days: 238
Bech32 address: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc

I am an old participant Smiley
1297  Economy / Gambling / Re: 🚀-Sportsbet.io-🚀 Official Partner of Newcastle United Football Club on: August 28, 2023, 01:06:35 PM
Can you guys imagine where I am living?
Living in a 3rd world country is a curse for people whose customs ask $80 to release 75 Euros parcels. I always heard such things from my friends; this was my first time facing this. In another case I read from Facebook, a guy ordered a toy drone, which cost him $50 to buy, and now customs are asking for $200 to release it. Of course, those are not official fees. Official fees are like 10% to 20%. The whole system is corrupted, and if you call the police, they will also ask for money to file the complaint.

I really don't know which country you're from but I'm from 3rd world country with a lot of shady individuals at the Airports and customs, they'll always almost force get tips and bribe from for almost everything,
I am from Bangladesh. These are not tips. They force everyone to pay double the amount of their product to get it released, which is robbery! This is the worst country to import anything.

Quote
however regarding the Merch from Sportsbet, I've never had to pay anybody any dime at all and I get it delivered to me at my comfort zone, I guess the problem could be from your end with how you submitted the mail/delivery address, if you'd filled the details appropriately and very detailed, the only time you will get a call or test from DHL is when their local dispatcher is bringing it address you provided, and no one from customs would ever have to call your over such item.

FYI, I did not pay anything to them because I know Sportsbet already paid everything, and I don't have to pay a penny to anyone. That guy either from officials from corrupted customs or someone from 3rd party guy who works in customs department. I already called DHL and ask them if I have to pay anything, they said no, you don't have to pay anything and your parcel will be delivered soon. They also said do not worry about those 3rd party calls.
1298  Economy / Games and rounds / Re: MEGAPARI CRASH WEEK ROUND # 2 | WIN JUST TO JOIN | Reward 1.5 mBTC on: August 28, 2023, 11:40:36 AM
Fortunately for Learn Bitcoin he got both so 1.5 mBTC reward will be sent to the same address (after cross checking the bets with the management, In the next few hours).

Thanks everyone for joining the round.

Another promotion from MEGAPARI is coming soon. Stay in touch.

Thank you very much for the contest; I am happy to participate.
I am still at a loss even after winning the whole prize pool. I suggest Royse and the Megapari team increase the prize pool so more members get interested in participating.
1299  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 28, 2023, 10:47:46 AM
বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি।
কিপ্টো মার্কেটে সবচেয়ে ফেভারিট ও সর্বোচ্চ দাম কয়েনটির নাম হচ্ছে বিটকয়েন। আমার প্রসঙ্গে বলি, আমি যদিও কিছু পরিমাণ বিটকয়েনে বিনিয়োগ করেছি। এখন আমাদের এলাকার আশেপাশের লোকজন যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান ধারনা নেই। তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা? আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা একটা ব্যবসা মতই প্রায়। কেননা আমি অর্থ দিয়ে বিটকয়েন নামক সম্পদ ক্রয় করছি, এবং লাভ হলে বিটকয়েন বিক্রি করব, এবং কি ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে, যদি আমি একটা ব্যবসা করি, আমি আমার অর্থ দিয়ে মাল ক্রয় করলাম, এখানে লাভ হলে বিক্রি করব, কিন্তু শুধু যে লাভ হবে এমন নয় ক্ষতি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো বলা যেতে পারে বিটকয়েনে বিনিয়োগ করা একটি ব্যবসার মতো। আপনারা কি মনে করেন?


আমার প্রথম কথা হলো মানুষ জানলো কিভাবে আপনি বিটকয়েন ব্যাবহার করেন আর ওখানে ইনভেষ্ট করেছেন? আপনি তো এখানেই প্রাইভেসি ধরে রাখতে পারেন নি। আপনার পরিচিত লোকজন তো এগুলো জানার কথা না। এখন আপনি যদি আগে থেকেই মানুষকে বলে দেন যে আপনি ওখানে ইনভেষ্ট করেন, বা আপনি বিটকয়েন লেনদেন করেন, আইন অনুযায়ী তো আপনি অপরাধী, যে কেউ চাইলে আপনার ক্ষতি করতে পারবে। বিটকয়েন ব্যাবহারের মূল উদ্দেশ্যই হলো প্রাইভেসি, আর আপনি যদি নিজের প্রাইভেসি ধরে রাখতে না পারেন, তাহলে তো সমস্যা। বাংলাদেশের মানুষ অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝেনা। গ্রামের মুরুব্বিরা এখনো বিশ্বাস করে না অনলাইনে ইনকাম করা যায়। তারা বলে কম্পিউটার দিয়া যদি টাকা ইনকাম করা যাইতো, তাইলে মানুষ এতো পরিশ্রম করে কাজ করতো না। সবাই এগুলাই করতো। এখন ওনাদের এগুলো বুঝাবে কে?
এটা একদম সত্য কথা ভাই যে আপনি যখনই বিটকয়েন ব্যবহার করবেন অবশ্যই এর জন্য পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসির প্রয়োজন আছে। তাছাড়া আমি যদি বিটকয়েন বিনিয়োগ করি তাহলে আমার এলাকার লোক কেন এটি সম্পর্কে জানবে যদি নিজের প্রাইভেসি নিজেই তৈরি না করতে পারি তাহলে তো লোকেরা এরকম খারাপ প্রসঙ্গ করতেই পারে। যেহেতু আমাদের দেশে বিটকয়েন এর কোন অনুমোদন নেই এবং আইনি অপরাধ তাই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসি থাকতে হবে এবং বিটকয়েন বিনিয়োগ করতে হবে তাছাড়া আমাদের নিজেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। যদিও তার প্রসঙ্গে এলাকার লোকজন বলেছে সে জুয়া খেলে টাকা ইনকাম করছে তবে এটা মোটেও ভালোর লক্ষণ নয়, কেননা সমাজে এরকম যদি কোন ব্যক্তির উপর আঙ্গুল হয় তাহলে অবশ্যই সমস্যার সৃষ্টি করতে পারে সমাজ থেকে। কেননা এরকম প্রসঙ্গ যদি এলাকা থেকে একজন ব্যক্তির নামে উঠে তাহলে অবশ্যই এটি খারাপ লক্ষণ হবে কেননা জুয়া খেলা মোটেও ভালোলক্ষণ নয় আর যদিও অল্প একটু হয় তাহলে সমাজ থেকে আরো বেশি পরিমাণ বাড়িয়ে বলে থাকে। তাই বিটকয়েন বিনিয়োগ করে অবশ্যই প্রাইভেসির প্রয়োজন সবচেয়ে বেশি। তাছাড়া বর্তমান সমাজের মুরুব্বীরা বিটকয়েন সম্পর্কে জানে না এবং তারা অনলাইন থেকে ইনকাম করা যায় এ বিষয়ে বুঝেনা তবে যদি তাদের জুয়া খেলার কথা বলা হয় তাহলে তারা অবশ্যই এটি খারাপভাবে নিবে। মুরুব্বীরা এ বিষয়ে জানি যে জুয়া খেলে ইনকাম করা যায় তাই আমাদের এমন কোন কাজ করা উচিত নয় যাতে করে বিটকয়েন বিনিয়োগ করলে এলাকার কেউ না জানে তাহলে অবশ্যই এটিকে জুয়া হিসেবে চালিয়ে দিবে এলাকার কিছু ভাইরাস লোকজনে। Roll Eyes

আপনার কাছের মানুষরাই আপনার সবচাইতে বেশি সমস্যার সৃষ্টি করবে। এলাকার লোক কেনো? আমার খুব কাছের বন্ধুরাও জানে না আমি বিটকয়েন ইউজ করি। আমার ছোট ভাই, আমার বউ আর আমার দুইজন বন্ধু যারা নিজেরাও বিটকয়েন ইউজ করে, শুধু এরাই জানে যে আমি বিটকয়েন ইউজ করি। আপনি যে বিটকয়েন ইউজ করেন, সেটা শুধু তারাই জানবে যারা বিটকয়েন নিজেরা ইউজ করে। যারা বিটকয়েন ইউজ করে, তারা অবশ্যই জানে বিটকয়েন কিভাবে কাজ করে। তারা কখনোই বলবে না যে আপনি জুয়া খেলেন।

তলে তলে জুয়া অনেকেই খেলে। আমরা যে অনলাইনে বেট প্লেস করি, এগুলা কি? অবশ্যই জুয়া। তফাৎ হলো ডিজিটাল আর এন্যালগ। এখন ব্যাপার হচ্ছে আপনি অনলাইনে কি করেন, আর কি করেন না, সেটা একমাত্র আপনার ব্যাক্তিগত ব্যাপার। নিজের প্রাইভেসি রক্ষা করা যে কতোটা জরুরি, সেটা এসব কাহিনি দেখলেই বুঝা যায়। একবার যদি মানুষ বলা শুরু করে আপনি জুয়ারি, আপনি জীবনেও তাদের বিশ্বাস করাতে পারবেন না যে আপনি জুয়া খেলেন না। নিজের প্রাইভেসি মেনটেইন করা খুবই জরুরি। আপনি অনলাইনে কি করেন, সেটা শুধু অনলাইনেই রাখবেন। অনলাইন লাইফের সাথে অফলাইন লাইফ একদম ভিন্ন থাকবে। অনলাইনে অনেক লোক প্রচুর কথা বলে, অফলাইনে আসলে তারা ইন্ট্রোভারট টাইপের মানুষ।

1300  Economy / Gambling / Re: 🚀-Sportsbet.io-🚀 Official Partner of Newcastle United Football Club on: August 28, 2023, 09:53:42 AM
Okay. I have a fascinating story to tell you guys.
As you guys know, I won a Shoutumpton shirt from this prediction. Two days ago, I got a call from a local courier company's head office, and yesterday, I got a call from a local branch to collect a parcel. I thought my jersey was there to collect. I visited them, and I got some papers there which came from DHL Express . They sent me the notice of arrival and want a letter of authority from me to release the parcel from customs. They need some papers from me. I called their customer service and provided the necessary documents. Everything went fine, and I came back home.

After an hour, a random guy called me via my phone number and asked questions like, "Where did the parcel come from? What does it contain?" I thought the DHL guys called me regarding the parcel. Then he asked me why they sent few quantities. I ask what do you mean? Does it matter to you? And who are you? Where are you calling me from?

The guy avoided my question and asked me again why they showed the value as 75 euros. They should show the value, like two or three euros, so you can get it cheaper. Now, it will cost you around $80 to release them. Then I understand who this might be. I ask him again may I know who you are? I don't have to pay a penny. DHL will do everything for me. Who are you? The guy said I am from Airport customs, and we release parcels. DHL won't do it for you. Even if they do, you have to pay them. How much? They asked.

I told him, "Listen, I got this from my friend, and he paid all the necessary payment for shipping, and then the guy hung up my phone.

Can you guys imagine where I am living?
Living in a 3rd world country is a curse for people whose customs ask $80 to release 75 Euros parcels. I always heard such things from my friends; this was my first time facing this. In another case I read from Facebook, a guy ordered a toy drone, which cost him $50 to buy, and now customs are asking for $200 to release it. Of course, those are not official fees. Official fees are like 10% to 20%. The whole system is corrupted, and if you call the police, they will also ask for money to file the complaint.
Pages: « 1 ... 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 [65] 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 ... 119 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!