Bitcoin Forum
June 23, 2024, 03:40:04 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 [65] 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 ... 119 »
1281  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 02, 2023, 01:14:00 PM


আপনি কি টপিকটি অনুবাদ করার আগে GazetaBitcoin এর অনুমতি নিয়েছেন? ট্রান্সলেশন টা সেমি অটোমেটেড মনে হচ্ছে। কিছু কিছু যায়গায় সংশোধন করার মতো। GazetaBitcoin এর যেকোনো টপিক ট্রান্সলেট করার আগে তার অনুমতি নিতে হবে। প্রত্তেকটা ট্রান্সলেশন করার পর সেটার প্রিভিউ ওনাকে দিয়ে চেক করিয়ে তারপর পোষ্ট করতে হবে। আপনি যদি অনুমতি না নিয়ে থাকেন, তাহলে ওনামে প্রাইভেট মেসেজ করুন।

এখানে আপনি পজেটিভলি নাকি নেগেটিভলি বল্লেন সেটা আমি বুঝলাম না। বাট আমরা যে কজনই আছি তারা সকলে এটিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো। যাই হোক আপনি সিনবাদের প্রাইজ প্রেডিকশন নিয়েে একটা চপিক বললেন। সেটা কিভাবে কি, কি কি রিকয়ারমেন্ট প্রয়োজন এসব বিস্তারিত যদি লিংক আকারে প্রভাইড করতের তাহলে বেশ উপকার হতো। ধন্যবাদ।

আমি আসলে নেগেটিভ বা পজেটিভ কোনোটাই মিন করি নাই। এটা একটা নিউট্রাল মন্তব্য!
সিনবাদ বিগত কয়েকমাস যাবৎ বিটকয়েন প্রাইস প্রেডিকশন চ্যালেন্স দিয়ে আসছে এবং ক্লোজ প্রেডিকশন যারা করেন, তারাই মাস শেষে উইনার হিসেবে সিলেক্ট হোন।

গত মাসের প্রেডিকশন থ্রেড: https://bitcointalk.org/index.php?topic=5461992.0
চলতি মাসের প্রেডিকশন থ্রেড: https://bitcointalk.org/index.php?topic=5465305.0
1282  Economy / Services / Re: [CFNP] Yo!Mix Bitcoin Mixer Signature Campaign| Reward up to $200/w on: September 02, 2023, 06:53:19 AM
Current Post Count (Including this one): 183

Actually the post count is 813,
I understand it's just a typo. But I had to check your profile. xD
1283  Economy / Gambling discussion / Re: Will you cheat in gambling? on: September 02, 2023, 06:50:42 AM
I don't put my entire focus and hope in gambling, common it's not a main stream to generate income, rather its important we know what we want and able to do it without the pressure from anyone. We have lucky gamblers in the system, with just a single prediction, they're privileged to gain enough from it. While it'd very difficult for some people, they keep making crucial mistakes that would cost them reasonable amount of money. I would cheat if I have the chance to, because the system have taken alot from me, any time I sit down to look back at my previous statistical history of losses, I'll feel remorseful but later bounce back to the system after a day or two.

Hmm. Strange!

I don't think you lose all your money on a single platform. Most regular gamblers play in several casinos, and sometimes they win and they lose. So, you may be you are in profit in a platform but in a massive loss in another casino. Why would you cheat a platform to recover your loss because you were lost in gambling? Isn't it questions your moral?

I have seen on the internet that a guy calls another black person a criminal. Because some black people killed her relatives in the past, she thinks all black people are criminals. Is it fair to scam someone because others scammed you?
1284  Other / Off-topic / Re: Keeping your gambling habit a secret. on: September 02, 2023, 06:40:37 AM
Lol, maybe you are married wrong woman (joking, there are no wrong or right wifes, there are only yours  Grin). I am married, have a kid. Perhaps my wife is simply different. I have never heard nagging about spending money on gambling, crypto. I am not the only one who brings money to family. In fact, when I told her I dream about buying a motorcycle, and finally bought it (thanks to crypto). I have never heard anything like “choose either your hobby, or family”, “motorcycles are dangerous”, “think about your kid, I dont want to become widow”. That is why I dont understand why I should keep something in secret. I would better be open, because the truth will come out anyway.

When it comes to sharing secret things with your family (especially your wife), I don't think there is anything to hide. No matter who earns the money. But one thing is if you gamble for fun, your wife won't ask you why are you spending money on that. But if you are addicted to gambling, I guess she has the right to ask you to stop doing it.

I also bought my own motorcycle three years ago and she never told me like why are you buying that? In fact, I enjoy riding a motorcycle with her. One thing she suggests is to drive slowly and carefully. That's all she says to me. 
1285  Economy / Gambling discussion / Re: ODI cricket and general cricketing discussion [self - mod] on: September 02, 2023, 06:32:51 AM
In order for Bangladesh to qualify for the semi-finals of the Asia Cup, several equations have to come in Bangladesh's favor at the moment. First of all Sri Lanka won against Bangladesh by a big margin so Sri Lanka is tension free for now and Sri Lanka will definitely try to play the match against Afghanistan free. Bangladesh must win by a big margin against Afghanistan to qualify for the semi-finals because if Bangladesh can't win against Afghanistan by a big margin and if Afghanistan can beat Sri Lanka in their last match then Bangladesh's dream of qualifying for the semi-finals will end so Bangladesh must win against Afghanistan. Besides, the dream of going to the next round can be fulfilled only if the victory has to be secured by a big margin.

Bangladesh did not perform well against Afghanistan in recent times. Bangladeshi batters always struggle against Afghan spinners. Especially Mujib and Rashid Khan. They have quality pace bowlers as well. But the problem is Bangladesh's batting line up. They are missing some good batters at this moment and playing with some young players.

Bangladesh has to do its best in all three sides to beat Afghanistan. But as I said, they did not perform well against them recently and it won't be easy for Bangladesh to beat them. I cannot imagine about the margin at this moment.
1286  Economy / Gambling discussion / Re: Premier League Prediction Thread 2023/2024 on: September 02, 2023, 06:26:26 AM
I predicted West Ham might score three goals, and my overall prediction was 3-1. But the result was close. I would get three points for the exact result in Superbru, but I am not disappointed. I was disappointed last week because of the draw in the Arsenal match. I Placed a multi-bet and won all matches except for the Arsenal match. That was painful for me.

We have five more matches today but I did not place any bets today even though there are some sure predictions. Man City will win the match today, and that's all I can expect from them as a City fan. But anything can happen in football match.
1287  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 02, 2023, 04:11:00 AM
আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মাসের শুরুতে জ্বর ছিল  জ্বর যে কয়েকদিন ছিল না তার থেকে বেশি মাথা নিয়ে এখন প্রবলেমে আছি .  মাথা নিয়ে ওঠা বসা করা কাজ করা সবগুলোই প্রচুর কঠিন হয়ে পড়েছে আমার জন্য।  তারপরেও   এই মাসের একটিভিটিটা  তৈরি করার  চেষ্টা করলাম।
যাই হোক বিগত মাসের থেকে পারফরম্যান্স এ মাসে  একটু ভালো হয়েছে এজন্য ভালো  লাগছে।  সবাই এভাবে চালিয়ে যান আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে  উঠি।  

আপনার জন্য দোয়া এবং শুভ কামনা রইলো। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আজকে আমার মেয়ের জন্মদিন৷ অনেক কিছু করার প্ল্যান ছিলো। বাইরে একটু ঘুরতে যাবো ভেবেছিলাম। আজকে ভোর থেকেই ডায়রিয়া আর বমি হচ্ছে। সকাল থেকে কয়েকটা স্যালাইন খেয়েছি, এখন একটু ভালো লাগছে, তবে মনে হয় না পুরোপুরি সুস্থ হতে পারবো আজকে।

যাই হোক, লোকাল থ্রেড আগের মতোই আছে। তেমন কোনো পরিবর্তন আসলে দেখা যাচ্ছে না। খুব বেশি পরিবর্তন আশাও করছি না। তবে কয়েকজন খুব ভালো করছেন, আপনাদের ধন্যবাদ লোকাল থ্রেড এ কন্ট্রিবিউট করার জন্য। কালকে সিনবাদের বিটকয়েন প্রাইস প্রেডিকশন কন্টেস্ট এর উইনার এনাউন্স হলো, ৩ জন উইনারের মধ্যে আমিও একজন। মন টা ভালো ছিলো, কিন্তু অসুস্থতা সব বরবাদ করে দিলো।
1288  Economy / Games and rounds / Re: Exclusive promotion for Empire.io! on: September 01, 2023, 11:45:34 PM
  • Reward: 50 Free Spins on Gates of Olympus from Pragmatic Play

Hi Empire.io

Since your games do not pay in Bitcoin, I suggest you move your topic to the Bounties (Altcoin) board. See the rules of this board;

Giveaways, games, raffles, airdrops and other promotional campaigns that pay out a part or all of their rewards in altcoins do not belong in Games and Rounds. Giveaways and other similar promotional campaigns that pay out in altcoins and do not require users to post in your thread / topic to participate can be be posted in Bounties (Altcoins). Make sure to read the stickied threads in the aforementioned board before you post there.
1289  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 01, 2023, 01:25:01 AM
অনেক বড় বড় ইউজাররা তাদের পোস্টে DCA লেখে কিন্তু এই Dollar Cost Averaging সংক্ষেপে DCA বিষয়টি মূলত কি?
এটি কি বিটকয়েনের জন্য সহায়ক না প্রতিবন্ধক? কেউ যদি একটু বিস্তারিত বলতেন তাহলে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হতাম।

ডলার কোষ্ট এভারেজ মূলত একটা মেথড। মানুষ কয়েকভাবে বিটকয়েন কিনে থাকে। কেউ সরাসরি অর্ডার করে কিনে, কেউ আবার একটা প্রাইস টার্গেট করে অর্ডার প্রেস করে রাখে, যখন বিটকয়েনের প্রাইস নির্দিষ্ট দামে চলে আসে, তখন তার অর্ডার হিট করে। আবার অনেকে প্রতি সপ্তাহে অল্প অল্প করে কিনতে থাকে। ধরেন আমার বাজেট ১০০০ ডলার, আমি এই ১ হাজার ডলারের বিটকয়েন কিনবো। এখন আমি চাইলে আজকেই ১ হাজার ডলারের বিটকয়েন কিনতে পারি। এতে করে আজকের যে দাম, আমাকে সেই দামেই কিনতে হচ্ছে। আগামীকাল যদি দাম কমে যায়, তাহলে আমি লসে থাকবো। আবার বেড়ে গেলে লাভে থাকবো। কিন্তু সব চাইতে ভালো হবে যদি আমি এই ১ হাজার ডলার কে ৫ ভাগে ভাগ করে প্রতি সপ্তাহে ২০০ ডলার করে বিটকয়েন কিনি। এত করে কি হবে? ধরেন আজকে বিটকয়েনেরে দাম ২৬ হাজার ডলার, আজকে আমি ২০০ ডলারের কিনলাম, আগামী সপ্তাহে দেখা গেলো বিটকয়েনের দাম ২৪ হাজার ডলার, তার পরের সপ্তাহে আরো কম বা বেশি। এতে করে মারকেট এর একটা এভারেজ প্রাইসে আমার বিটকয়েন কেনা হলো। এই যে প্রতি সপ্তাহে সপ্তাহে কেনার একটা মেথোড, এটাকেই মূলত ডলার কোষ্ট এভারেজ বা সংক্ষেপ এ DCA বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন।
1290  Economy / Gambling discussion / Re: ODI cricket and general cricketing discussion [self - mod] on: September 01, 2023, 01:13:01 AM
But anyway still Bangladesh has opportunity to comback stronger as they will face India, Pakistan, Afghanistan, Nepal. So they have alot opportunity but if they know how to utilize it properly by shuffling some player which really boost them against thier upcoming opponents.

As you know, Bangladesh is playing with some new youngsters and missing some good players like Tamim Iqbal and Liton Das. I believe Sri Lanka was the favorite host in this match, but we expected some between those teams. It's a failure of top-order batters. Even though we do not expect runs from tail-enders, they did worse, too. Bangladesh could have scored at least 220 on this surface.

Bangladeshi bowlers could have created more pressure on Sri Lanka because the pitch was bowling-friendly. They started very well, but they could not keep the pressure ON. Looking forward to the next match.
1291  Economy / Games and rounds / Re: Sportsbet.io ⚽ Southampton ⚽ Prediction Contest ⚽ (Saturday, September 2) on: September 01, 2023, 12:49:57 AM
a. Southampton
b. 2-1
c. Southampton
d. Under
e. Yes 
f. Sunderland
g. 35'
1292  Economy / Games and rounds / Re: SINBAD,IO MIXER August Price Prediction Challenge on: September 01, 2023, 12:47:03 AM
Prediction 2: $25,969
bech32 address: bc1q77e8z2suecddvafnhhalxts3zme65w3upp7z6t

if still open please count my entry, if not then sorry and delete it

The prediction contest ended on 30th August.
Considering how established you are in the forum, I don't think this is the smartest thing to do (Post without reading).
1293  Economy / Games and rounds / Re: SINBAD,IO MIXER August Price Prediction Challenge on: August 31, 2023, 01:50:31 PM
______________________________________________________________
NamePrediction 1Prediction 2
______________________________________________________________
Dickiy$30,7785.45$27,439.10
Learn Bitcoin$30,500$27,355
dkbit98$27,547.18$27,012.35

Prediction 2: $27,439.10
bech32 address: bc1qdqqdtfz5j0ctl2v8n36t6vrt2qvn7t2935p8d6

Prediction 2: $27,355
bech32 address: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc

Prediction 1: $27,547.18
bech32 address: bc1qnnkav38ze4uxhk0ac70g8lqcgxc37492lrpwr9

According to CoinmarketCap.com, The price of Bitcoin was $27,422 at 10:00 UTC on 30th August.
If you count it correctly and if the list is correct as well, The quoted predictions are the closest!

I am feeling lucky, but let's wait for the official announcement.
1294  Economy / Gambling discussion / Re: ODI cricket and general cricketing discussion [self - mod] on: August 31, 2023, 11:59:54 AM
I am not taking Bangladesh as a favorite team in today's match, I am taking Sri Lanka as a favorite as always. Bangladesh's top order batsmen completely failed in front of Sri Lanka's inexperienced bowlers.

Even though Sri Lanka is a favorite team today, we expected a good game between these two teams. Bangladesh had some close matches against Sri Lanka and both teams are pumped up. This fighting thing started with the Nidahas Trophy and the Cobra Dance. Recently Sri Lankan fans have shown some respect towards Bangladeshi players because of Towhid Hridoy.

Anyway, I was surprised that Even though Anamul Haque Bijoy was included in the squad because of Liton Das' Injury, Mohammad Naim was the first-choice of the team management. What are they trying to do with these players?
1295  Economy / Gambling / Re: BC.Game-🔴🔴🔴BET RED IN CRASH!🔴🔴🔴 Find More Unique Games! on: August 31, 2023, 11:49:59 AM
15 days of waiting for my submitted documents to be approved (my username/email has been sent per PM to BC.game)

Hi Gekkebelg, is there any update? If not, try to contact the forum representative by a PM or maybe contact Icopress/Efialtis as they are in close contact with the team. I know you as a legit high roller that plays on a lot of casinos so hopefully everything gets sorted out.

No update, tried everything. Efialtis not responding anymore, bbc reporter too. Sent 5 emails, tried 10 livechat sessions....zero.

Opened an Askgamblers complaint here:
https://www.askgamblers.com/casino-complaints/bc-game-casino-after-15-days-my-verification-is-still-pending

Probably, they are too busy with multiple cases. But I believe if they need more employees to do their work on time, they should do it and solve every case in a timely manner. The lack is from the BC game side. There is a reason why efialtis does not respond to you. The possible reason is he also did not get any response from the BC game side and he has nothing new to share with you.

Icopress might have direct contact with them. You can try PM him. The notable thing is any of them (Icopress, efialtis) won't be able to solve the issue if Bc game does not respond to them. You are somewhat established here and I see you around a couple of times. Believe me if we see the same complaint from a random newbie, we would give warning others to avoid you.
1296  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 30, 2023, 04:24:32 PM
কোট

ভাই বিটকয়েনটকে এক্টিভিটি কিভাবে কাজ করে এটা একটু বুঝায় বলবেন! অনেক উপকার হতো। আমি এই সম্পর্কিত ইংরেজিতে যে পোস্টগুলো আছে সবগুলোই পড়েছি, দেখেছি। ঐগুলো আলাদা করে মেনশন করার দরকার নাই। এসবকিছুর পরের এটা বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছি। আমি জানি এখানে একটা ১৪ এক্টিভিটির লিমিট সেট করা আছে। আমি আমার এই আইডিটা ১ বছরের মতো খুলেছি। কিন্তু কিছু ব্যক্তিগত কারনে ফোরামে এক্টিভ ছিলাম না। তো এখন কথা হলো আমি মূলত গত একদুই মাসের মতো ভালোভাবে এক্টিভ আছি। এই কয় মাসে প্রথম প্রথম আমার এক্টিভিটি বাড়ছে। তারপর হঠাৎ করে ৬৮ এর পর আর বাড়ে না। আবার কিছুদিন পর দেখলাম ২ টা বেড়ে আবার থেমে আছে। আমি প্রতিদিনই ২-৩ টা পোস্ট করি। আমি জানি সময়ের সাথে ইমনিই বাড়বে, এটা নিয়ে প্যারা নেয়ার প্যারা নাই কোনো। বাট আমি বিষয়টা জানার জন্য বোঝার উদ্দেশ্য পোস্টটা করলাম। একেবারে বলতে পারেন শিখার নিয়তে। ধন্যবাদ।

আপনি একাউন্ট যখনই করেন না কেনো সেটার সাথে মূলত একটিভিটির কোনো কানেকশন নেই। যেহেতু আপনি একটিভিটি পিরিয়ড সম্পর্কে জানেন, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। একটিভিটি পিরিয়ড শুরুর দিন থেকে শেষ দিনের ভেতরে যদি আপনি ১ টা পোস্ট করেন, তাহলে সেই পিরিয়ডের ১৪ টা একটিভিটি আপনার জন্য রিজার্ভ হয়ে যাবে। ধরেন নতুন একটিভিটি পিরিয়ড হচ্ছে ১ থেকে ১৪ তারিখ। পরের একটিভিটি পিরিয়ড হচ্ছে ১৫ থেকে ২৮ তারিখ। দুইটা পিরিয়ডের মধ্যে আপনি যদি ৩০ টা পোস্ট করেন, আপনার রিজার্ভ করা ২৮ টা একটিভিটিই আপনি পাবেন। আপনি এর থেকে বেশি একটিভিটি পাবেন না যদি না আপনার আগেই কিছু রিজার্ভ একটিভিটি না থাকে। আবার ১ থেকে ১৪ তারিখের ভেতরে ১ টা পোস্ট করলেন, আবার ১৫ থেকে ২৮ তারিখের ভেতরে আরেকটা পোস্ট করলেন, তবুও কিন্তু আপনার ২৮ টা একটিভিটি রিজার্ভ করা থাকবে। কিন্তু রিয়েল টাইমে আপনি দুইটা পোস্ট এর জন্য মাত্র দুইটা একটিভিটি পাবেন।

একজন চাইলে ১০ টা পোস্ট করেই ১৪০ একটিভিটি রিজার্ভ করে রাখতে পারে। এজন্য তাকে ১০ টা আলাদা আলাদা একটিভিটি পিরিয়ডে পোস্ট গুলো করতে হবে। কিন্তু তার ১০ টা পোস্ট এর জন্য কিন্তু তার প্রোফাইলে ১০ টা একটিভিটিই শো করবে। ধরেন এখন ১৪০ একটিভিটি রিজার্ভ করা আছে। এখন যদি সেই ব্যাক্তি ১ দিনেই আরো ১৩০ টা পোস্ট করে, তার একটিভিটি ১ দিনেই ১৪০ এ গিয়ে ঠেকবে।

আশা করি বুঝতে পেরেছেন। তবুও কনফিউশান থাকলে বলবেন, আরো বিস্তারিত আলোচনা করা যাবে।

আপনার এখন ৭০ টা একটিভিটি কারন আপনি ৫ টা একটিভিটি পিরিয়ড ধরে পোস্ট করছেন। আপনার পোস্ট সংখ্যা ১৩২। আপনি এখন থেকে যদি আর একটা পোস্ট ও না করেন, আর সামনের একটিভিটি পিরিয়ডে মাত্র ১ টা পোস্ট করেন, আপনার একটিভিটি হয়ে যাবে ৮৪। মানে ১ পোস্ট এর জন্যই যে ১৪ টা রিজার্ভ করা একটিভিটি ছিলো, সেটা এড হয়ে যাবে। প্রতি ১৪ দিন পর পর একটিভিটি ডিস্ট্রিবিউট হয়।
1297  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 30, 2023, 03:32:56 PM
murgichurer baba(মুরগি চোরের বাপ)
আপনার নাম যে রকম তাতে ভাই ‌বিটকয়েনটক এসে কোন লাভ নেই। কারণ আপনার মুরগি চোর ছেলে আছে সে আপনাকে মুরগি চুরি করে নিয়ে আসবে এবং আপনি সেই চুরি করা মুরগি বাজারে সেল দিবেন।
আপনার উদ্দেশ্য একটি কথা বলতে চাই, আপনি কোন প্রকৃতির মানুষ তা আমি মন্তব্য করতে চাই না তবে আপনার নাম আপনাকে আপনার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দেয়। এই পৃথিবীতে আপনি নামের অভাব পাবেন না অথচ আপনার আইডির যে নাম দিয়েছেন তাতে করে এই নামটি আপনার পরিবার ও পরিবারের সদস্যদের প্রত্যেকের পরিচয় বহন করে। আপনি এমন কিছু করবেন না যাতে করে সেই কাজ বা নামের মাধ্যমে আপনার চারিত্রিক সনদ ও পরিবারের সদস্যদের অপমান হয়।

নাম শুনলেই কেমন জানি লাগে!  Undecided মানে লাইক সিরিয়াসলি!!! পৃথিবীতে নামের অভাব পড়ছিল নাকি! আর কিছু পাইলো না, শেষমেশ মুরগি চোরের বাপ! ভাইরে ভাইরে। দুনিয়ায় কতো যে নমুনা দেখা লাগবে।

এগুলা নিয়া আসলে কমেন্ট করা ঠিক হবে কি না বুঝতেছি না। কমেন্ট করলে উনি মন খারাপ করবেন। তবে এরকম ইউজারনেম শুধু বিটকয়েনটক এ না, বরং সোশ্যাল মিডিয়া গুলোতে সব চাইতে বেশি দেকা যায়। সোশ্যাল মিডিয়ায় দেখবেন প্রেমিক পুরুষ, এন্জেল সাদিয়া, আমি হিরো, আমি অমুক, তমুক নামের কোনো অভাব নাই। আপনার মাথায় যা আসে তা লিখেই সার্চ করে দেখেন ফেইসবুকে সেই নামেই আইডি পাবেন।

তো এটা আসলে বাংলাদেশিদের জন্য নতুন কিছু নয়। তবে ইন্টারন্যাশনাল ফোরাম হিসাবে নামে চুজ করাটাও জরুরী। অনেকে ইউনিক ইউজারনেম খুজতে গিয়ে এরকম নাম ব্যাবহার করে থাকেন। তবে এসব নাম অনেক বেশি দৃষ্টিকটু। অবশ্যই এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার। কারো ইউজারনেম তার ট্যালেন্ট বহন করে না। ট্যালেন্ট থাকলে ইউজারনেম যাই হোক না কেনো, কেউ আটকিয়ে রাখতে পারবে না। তবে মানুষ আপনাকে প্রথমে বিচার করবে এই ইউজারনেম দেখেই।
1298  Bitcoin / Electrum / Re: Mining fees as popularity of bitcoin rises on: August 30, 2023, 03:00:37 PM
I'm assuming that Electrum spends fund from the smallest funded addresses first.  Is that correct.

You can actually select from which address you want to spend your coins.
If you want to spend from some specific address, right-click on the address and click on "Add to coin control".
After that, you will see the status "Coin control active" and other information about this specific address. See the image below.



If I am not wrong, The fee depends on how many input and output a transaction has (More input and output consume more size).
1299  Economy / Gambling discussion / Re: ODI cricket and general cricketing discussion [self - mod] on: August 30, 2023, 02:18:19 PM
Iftekhar Cha-cha 109*

Nepal's bowlers were controlling well till 25 overs but Pakistan's innings of Iftekhar Ahmed 109* (Chacha Saab) and Babar Azam's 151 runs made it unlikely that Nepal would win. From the beginning of the innings, many thought that Pakistan might not be able to give the target of 250 runs, but the picture of the match changed completely due to the partnership of 214 runs by Iftekhar Ahmed and Babar Azam. In today's match, Iftekhar Ahmed scored the first century in his ODI career which will surely be a milestone in his career. Although Iftekhar Ahmed did not play many ODI matches in his career scoring 402 runs in just 15 (14 innings) ODI matches with a century and a half-century.

Haha. Iftekhar said multiple times, please don't call me cha-cha. But who cares? Jokes aside, this guy playing really well at this age. Pakistan was 158-4 in the 34th over, and I thought they might end up scoring 270-280 from 50 overs. Iftekhar Cha-cha had eleven runs from 16 balls, and then suddenly he started chasing Nepali bowlers. Babar Azam played well as always.

Now it's a big challenge for Nepali batters to chase this runs. I don't think they will be able to chase it. They already lost three wickets scoring 23 runs from five overs. All they should try to play all the overs and see where they end up.
1300  Other / Archival / জুলিয়ানের জন্য ডাক - সবার পড়া উচিৎ on: August 30, 2023, 01:50:42 PM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: The call for Julian Assange || The WikiLeaks Manifesto - We all should read it




অনেকেই হয়তো জুলিয়ান অ্যাসাঞ্জের নাম শুনেছেন, কিন্তু খুব কম লোকই জানেন যে তিনি কে, উনি কি করেছিলেন বা এখন উনি কি করেন। এগুলো থেকেও কম জানেন, কেন তিনি ক্রিপ্টো স্পেসে একজন আইডল ব্যক্তিত্ব।

এই টপিকটা একটা সাহায্যের ডাক, এজন্য আমি এটা বিগিনার এবং হেল্প বোর্ডে পোস্ট করছি৷ এটা জুলিয়ানকে সাহায্য করার জন্য একটা ডাক!

আমি অনেকদিন ধরেই এই টপিকটা লেখার পরিকল্পনা করছিলাম, কিন্তু বিভিন্ন কারণে (সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময়ের অভাব) আমি এটা দেড়ি করেছি। যাইহোক, সাম্প্রতিক প্রেসের প্রতি এক আরেকটা অসম্মান (একভাবে বা অন্যভাবে) আমাকে এই থ্রেডটি লিখতে সংকল্পিত করেছে। এর পিছনের কারণ যদিও কম গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হল জুলিয়ানের সাহায্য প্রয়োজন।



এই টপিকের শেষ অংশ একটা সতর্কতামূলক কথা: "আমাদের সকলের সাইফারপাংকসের কাজ চালিয়ে যাওয়া উচিত এবং স্বাধীনতার জন্য লড়াই করা উচিত!"

সাইফারপাংকস গ্রুপ টা প্রাথমিকভাবে ১৯৯২ সালে "দ্য সাইফারপাঙ্ক ম্যানিফেস্টো" এর লেখক এরিক হিউজেস, জন গিলমোর এবং "দ্য ক্রিপ্টো অ্যানার্কিস্ট ম্যানিফেস্টো" এর লেখক টিমোথি মে দের নিয়ে তৈরী হয়েছিল। গিলমোরের অফিসে একটা পুরাতন মিটিং থেকে সাইফারপাংকস মেইলিং লিস্ট নামে একটা মেইলিং লিস্টের জন্ম হয়েছিল।

কিছু সময়ের মধ্যে, নাগরিকদের উপর নজরদারি করা রাষ্ট্রের বিরুদ্ধে সাইফারপাংকস এর লড়াইয়ে অন্যরাও যোগ দেয়। তারা অবশেষে ১০০০ জনেরও বেশি কনট্রিবিউটরে পৌছায়।

জুলিয়ান অ্যাসাঞ্জ ১৯৯৫ থেকে ২০০২ অব্দি দলের অংশ ছিলেন। তার ব্রিলিয়েন্ট মন অন্যরা সহজেই খেয়াল করেছিল। যদিও মে, হিউজ বা গিলমোর "মানুষের জন্য অ্যালগরিদম", ডিজিটাল নগদ এবং ক্রিপ্টোগ্রাফিতে জনসাধারণের অ্যাক্সেসের উপর বেশি মনোযোগ দিতেন (এমন একটা যুগে যখন এনএসএ তার বিরুদ্ধে সমস্ত ক্ষমতা দিয়ে লড়াই করছে), অ্যাসাঞ্জের একটা ভিন্ন নীতি ছিল: "তথ্যের স্বাধীনতা একটা সম্মানিত উদার ভ্যালু"

দ্যা উইকিলিকস ম্যানিফেস্টো, একটি নথি যা কম পরিচিত, দুর্ভাগ্যক্রমে, এটাতে জুলিয়ানের জ্ঞানের অন্যান্য কথাও আছে: "শুধুমাত্র প্রকাশিত অন্যায়ের উত্তর দেওয়া যায়; মানুষকে বুদ্ধিমান কিছু হতে হলে আসলে কী ঘটছে তাকে তা জানতে হবে"।

১৪৪৮ সালে গুটেনবার্গের প্রিন্টিং প্রেসের উত্থানের পর থেকে, যেটা প্রিন্টিং রেভুলেশন নিয়ে এসছিলো, ক্লাসিপাইড ডকুমেন্ট এর উপর ধনীদের ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করে। এটা তথ্য ডিসেন্ট্রালাইজেশনের প্রথম রূপগুলোর মধ্যে একটা ছিল। জুলিয়ান অ্যাসাঞ্জ এটাকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেছেন।

এবং ২০০৬ সালে উইকিলিকস চালু হওয়ার পরে এটা ঘটে।

"আমি এটা মনে করে বড় হয়েছি যে আমি যে বিশ্বে বাস করেছি যেখানে মানুষ একে অপরের সাথে গোপনীয়তার সাথে যোগাযোগ করার এক ধরণের স্বাধীনতা উপভোগ করেছে, কোনো মনিটরিং করা ছাড়াই, কোনো বিবেচনা করা বা বিশ্লেষণ করা ছাড়াই বা ঐসব শ্যাডি পরিসংখ্যান বা সিস্টেম দিয়ে বিচার করা হয় না , যে কোন সময় তারা এমন কিছু বলে যা পাবলিকলি ছড়িয়ে পড়ে।" - এডওয়ার্ড স্নোডেন

স্নোডেনের সাথে একইরকম চিন্তা শেয়ার করে; এবং বেশি কিছু: প্রশাসনের সাথে বিশ্বাসঘাতকতা করার পরে কোথায় স্থায়ী হবে এবং কোথায় স্থায়ী হবে না তা সুপারিশ করে তাকে সাহায্য করার চেষ্টা করছেন; অ্যাসাঞ্জ বিশ্বের বিভিন্ন যায়গা থেকে হাজার হাজার ক্লাসিফাইড ইনফরমেশন প্রকাশ করেছেন।

কেউ কেউ জিজ্ঞাসা করতে পারে, বিটকয়েনের সাথে তার সম্পর্ক কি?

মার্কিন সরকার উইকিলিকসের অ্যাকাউন্টগুলোর উপর একটা ফিনান্সিয়াল ব্লক দেয়ার পরে, জুলিয়ান বিটকয়েনের সম্ভাবনা বুঝতে শুরু করেছিলেন এবং অনুদানের জন্য একটা মেথড হিসাবে নতুন ক্রিপ্টোকারেন্সি একসেপ্ট করার কথা জানান। আইডিয়াটা সেই সময়ে বিটকয়েনটকে আগুন ধরিয়ে দেয়:

"ব্রিং ইট অন", RHorning জোর দিয়েছিলেন।

যাইহোক, অ্যাসাঞ্জ অব্যাহত ছিলেন, বিটকয়েনের ছদ্মনামী আবিস্কারক, ""সাতোশি নাকামোতো,” বলেছেন: “নো, ডোন্ট ব্রিং ইট অন"। প্রজেক্ট টা আস্তে আস্তে বড় করতে হবে যেনো সফ্টওয়্যারটাকে এই পথ ধরে শক্তিশালী করা যায়। আমি উইকিলিকসের কাছে এই আবেদন করছি বিটকয়েন ব্যবহার করার চেষ্টা না করার জন্য। বিটকয়েন এটার শুরুর দিকে এবং কমিউনিটি খুব ছোট। আপনি পকেট চেন্জ এর চেয়ে বেশি কিছু পাওয়ার জন্য দাঁড়াতে পারবেন না এবং আপনি যে হিট আনবেন তা সম্ভবত এই পর্যায়ে আমাদেরকে ধ্বংস করে দিবে।” [...] ছয় দিন পরে, ১২ ডিসেম্বর ২০১০-এ, ফেমাস ভাবে সাতোশি বিটকয়েন কমিউনিটি থেকে উধাও হয়ে যায়, কিন্তু এই মেসেজটি পোস্ট করার আগে না: “অন্য কোনো প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ভালো হতো। উইকিলিকস ভিমরুলের বাসায় লাথি মেরেছে, এবং ঝাঁকটি আমাদের দিকে তেড়ে আসছে।”"

সাতোশির প্রতি এবং তার কাজের প্রতি সম্মানের গভীর নিদর্শন হিসাবে, অ্যাসাঞ্জ যেমন বলেছেন (আগের মেনশন করা লিংকে), "উইকিলিকস সাতোশির এনালাইসিস পড়েছে এবং তার সাথে একমত হয়েছে, এবং কারেন্সিটা আরো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিটকয়েন ডোনেশন চ্যানেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। উইকিলিকসের বিটকয়েন ডোনেশনের এড্রেস বিটকয়েনের প্রথম চালু করা হয়েছিল ১৪ জুন ২০১১ তে বড় পাম্প এর পরে।"

একটা সম্মানের প্রকাশ যা আজকাল খুব দূর্লভ

কিন্তু জুলিয়ানের বিটকয়েনের উপর ভরশা করা শুধুমাত্র উইকিলিকসকে সাহায্য করেনি: বরং বিটকয়েনকে আরও জনপ্রিয় হতে সাহায্য করেছে; এটা সাতোশির সৃষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে; এটা সাতোশির খোলা পথে আরও বেশি মানুষকে নিয়ে আসে।

এরপর যা ঘটেছিল তা উল্লেখ করা ইতিহাসের চেয়ে ভালো জানা আছে। মার্কিন সরকার ২০১১ সালে অ্যাসাঞ্জকে খুঁজতে শুরু করে, এবং প্রতিক্রিয়া হিসাবে, জুলিয়ান লন্ডন থেকে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় চেয়ে নিজেকে সাহায্য করেন। তার অনুরোধ ২০১২ সালে অনুমোদন করা হয়েছিল। তবে, দূতাবাসে থাকা তার জন্য সহজ ছিল না - অন্যদের মধ্যে, তিনি ২০১৯ (!) পর্যন্ত দূতাবাসের বাইরে তার পা রাখেনি, প্রায় একজন বন্দী হিসাবে জীবনযাপন করেছেন। যৌন হয়রানির একটা মিথ্যা বানোয়াট অভিযোগ, যা সুইডিশ সরকার বছরের পর বছর বাদ দিয়েছিল এবং উইকিলিকসের জন্য তার ক্রমাগত কাজ করার মধ্যেও অ্যাসাঞ্জ তার নৈতিকতা বজায় রাখার চেষ্টা করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এড়াতে তার যথাসাধ্য চেষ্টা করেছিল, ভালভাবে সচেতন ছিলেন নয়তো এর অর্থ হবে মৃত্যুদণ্ড না হলে অন্তত ১৭৫ বছর জেল

দুর্ভাগ্যবশত, ২০১৯ সালে ইকুয়েডর তাকে আশ্রয় দেয়া বন্ধ করে দেয়, কমবেশি হাস্যকর কারণে, তবে এটা প্রায় স্পষ্ট যে সিদ্ধান্তটা নিতে অন্য কোনো গোপন সংস্থা বা অন্যান্য সরকার থেকে কোন ভাবে বাধ্য করা হয়েছিল।

এই থ্রেডটা লেখার সময়, জুলিয়ানের প্রত্যর্পণের জন্য বিচার শুরু হয়েছে। বিচার চলাকালে তিনি কারাগারে অবস্থান করছেন।

যেমনটা আমি ইদানিং বলছিলাম, আগের একটা টপিকে,

বাকস্বাধীনতার জন্য যুদ্ধ, গোপনীয়তার জন্য এবং শাসনব্যবস্থাকে অপ্রাসঙ্গিক হিসাবে উপস্থাপনের লড়াই অনেক আগে শুরু হয়েছিল। এটা এখন আমাদের হাতে।

জুলিয়ানকে সাহায্য করাও আমাদের হাতে। আর তাকে সাহায্য করা মানে তথ্যের স্বাধীনতায় সাহায্য করা!

এই সাহায্য কিভাবে অফার করবেন আমি সেটা বলতে চাচ্ছি না। আমি নিশ্চিত সবাই জানে, বা, অন্তত, এই সম্পর্কে একটা ধারনা আছে।

বিতর্ক এবং কিছু করার সময় আছে। বিতর্ক এখন শেষ।



উল্লেখ্য বিষয়:

আমি উল্লেখিত বিষয়গুলোও পড়ার পরামর্শ দিচ্ছি:
- নিলস মেলজারের দ্য ট্রায়াল অফ জুলিয়ান অ্যাসাঞ্জ: নির্যাতনের গল্প - উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আইনি নির্যাতনের মর্মান্তিক গল্প এবং ভবিষ্যতের হুইসেলব্লোয়ারদের জন্য বিপজ্জনক প্রভাব
- রবার্ট ম্যানের আর্ট দ্য সাইফারপাঙ্ক রেভুলোশনারি জুলিয়ান অ্যাসাঞ্জ
- দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড: দ্য ইনসাইড স্টোরি অন জুলিয়ান অ্যাসাঞ্জ অ্যান্ড উইকিলিকস, লিখেছেন অ্যান্ড্রু ফাউলার
- জুলিয়ান অ্যাসাঞ্জের লেখা, সাইফারপাঙ্কস: ফ্রিডম অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য ইন্টারনেট। বইটা জুলিয়ান, জ্যাকব অ্যাপেলবাম (টর ডেভেলপার) এবং জেরেমি জিমারম্যান (লা কোয়াড্রেচার ডু নেট-এর সহ-প্রতিষ্ঠাতা) মধ্যে একটি আলোচনা সম্পর্কে
- সুয়েলেট ড্রেফাস এবং জুলিয়ান অ্যাসাঞ্জ এর, আন্ডারগ্রাউন্ড। এটি ১৯৮০-এর দশক থেকে অস্ট্রেলিয়ান হ্যাকার এবং ফ্রেকারদের উত্থান সম্পর্কে একটাআকর্ষণীয় বই, যার মধ্যে জুলিয়ান অ্যাসাঞ্জের প্রথম দিকের একটিভিটি আছে, তিনি সেই সময়ে মেন্ডাক্স নামে পরিচিত ছিল
- জুলিয়ান অ্যাসাঞ্জ এর, হোয়েন গুগল মিট উইকিলিকস
- জুলিয়ান অ্যাসাঞ্জ এর, দ্যা আনঅথোরাইজ্ড অটোবায়োগ্রাফি

পাশাপাশি, উল্লেখিত মুভিগুলো অবশ্যই দেখার বিষয় ক্যাটাগরির একটা অংশ:

ইথাকা - মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ থেকে বাচতে জুলিয়ানের সংগ্রাম দেখানো একটা তথ্যচিত্র
মিডিয়াস্তান: এ্যা উইকিলিকস রোড মুভি - উইকিলিকসের একটা নিজস্ব ডকুমেন্টারি - সম্পূর্ণ চলচ্চিত্র
রিস্ক - একটি উইকিলিকস ডকুমেন্টারি, লরা পোইট্রাস (জুলিয়ান অ্যাসাঞ্জের একজন বন্ধু) এর পরিচালিত - সম্পূর্ণ চলচ্চিত্র
দ্য ফিফথ এস্টেট - উইকিলিকস সম্পর্কে একটা দুর্দান্ত চলচ্চিত্র
উই স্টিল সিক্রেটস: দ্য স্টোরি অফ উইকিলিকস - উইকিলিকস নিয়ে আরেকটা ডকুমেন্টারি
আন্ডারগ্রাউন্ড: দ্য জুলিয়ান অ্যাসাঞ্জ স্টোরি - জুলিয়ানকে নিয়ে আরেকটা মুভি, যা তার ক্যরিয়ারের প্রথম দিকটা ফুটিয়ে তোলে।
Pages: « 1 ... 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 [65] 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 ... 119 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!