Bitcoin Forum
June 20, 2024, 03:46:34 PM *
News: Voting for pizza day contest
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 [66] 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 ... 119 »
1301  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 28, 2023, 09:01:21 AM
বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি।
কিপ্টো মার্কেটে সবচেয়ে ফেভারিট ও সর্বোচ্চ দাম কয়েনটির নাম হচ্ছে বিটকয়েন। আমার প্রসঙ্গে বলি, আমি যদিও কিছু পরিমাণ বিটকয়েনে বিনিয়োগ করেছি। এখন আমাদের এলাকার আশেপাশের লোকজন যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান ধারনা নেই। তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা? আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা একটা ব্যবসা মতই প্রায়। কেননা আমি অর্থ দিয়ে বিটকয়েন নামক সম্পদ ক্রয় করছি, এবং লাভ হলে বিটকয়েন বিক্রি করব, এবং কি ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে, যদি আমি একটা ব্যবসা করি, আমি আমার অর্থ দিয়ে মাল ক্রয় করলাম, এখানে লাভ হলে বিক্রি করব, কিন্তু শুধু যে লাভ হবে এমন নয় ক্ষতি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো বলা যেতে পারে বিটকয়েনে বিনিয়োগ করা একটি ব্যবসার মতো। আপনারা কি মনে করেন?


আমার প্রথম কথা হলো মানুষ জানলো কিভাবে আপনি বিটকয়েন ব্যাবহার করেন আর ওখানে ইনভেষ্ট করেছেন? আপনি তো এখানেই প্রাইভেসি ধরে রাখতে পারেন নি। আপনার পরিচিত লোকজন তো এগুলো জানার কথা না। এখন আপনি যদি আগে থেকেই মানুষকে বলে দেন যে আপনি ওখানে ইনভেষ্ট করেন, বা আপনি বিটকয়েন লেনদেন করেন, আইন অনুযায়ী তো আপনি অপরাধী, যে কেউ চাইলে আপনার ক্ষতি করতে পারবে। বিটকয়েন ব্যাবহারের মূল উদ্দেশ্যই হলো প্রাইভেসি, আর আপনি যদি নিজের প্রাইভেসি ধরে রাখতে না পারেন, তাহলে তো সমস্যা। বাংলাদেশের মানুষ অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝেনা। গ্রামের মুরুব্বিরা এখনো বিশ্বাস করে না অনলাইনে ইনকাম করা যায়। তারা বলে কম্পিউটার দিয়া যদি টাকা ইনকাম করা যাইতো, তাইলে মানুষ এতো পরিশ্রম করে কাজ করতো না। সবাই এগুলাই করতো। এখন ওনাদের এগুলো বুঝাবে কে?
1302  Economy / Currency exchange / Re: Need TRON have USDT (trc-20) or BTC on: August 27, 2023, 01:39:39 PM
Okay my mistake. I was waiting for btc address LOL.

Sending it here

Sorry Royse, I did not notice your Pm and post.

Thanks!
1303  Economy / Currency exchange / Re: Need TRON have USDT (trc-20) or BTC on: August 27, 2023, 01:09:35 PM
I got yours but someone else sent too LOL
Okay give me a USDT (trc20) address to send you USDT

Haha.

Here; TPeiip7vipB7N21pqeT8Tzt4ZBhXA7LMGb
1304  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 27, 2023, 01:01:31 PM
কেউ যদি জেনেও ফোরামের রুলস না মানে, তখন আসলে আমাদের তেমন কিছু করার থাকে না। নিজে থেকে চেষ্টা করার পর কেউ আসলে হেরে যায় না। যাই হোক, আমাকে নিয়ে কয়েকজন অনেকগুলো ভালো কথা বলেছেন, আমি আসলে এতাটাও ডিজার্ভ করি না। Talevin1234, Z_MBFM এবং LDL ভাইকে ধন্যবাদ। আর Z_MBFM ভাইকে কংগ্রাচুলেশন্স!


একটা মজার ঘটনা শেয়ার করি। আমি স্পোর্টসবেট এর প্রেডিকশন থ্রেড থেকে সাউদাম্পটন এর জার্সি জিতেছি। তো স্টিভ আমাকে পি এম করেছিলো আমার শিপিং এড্রেস দেয়ার জন্য এবং ফোন নাম্বার সহ। গতকালকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর হেড অফিস থেকে কল দিয়ে বললো আপনার একটা পার্সেল আছে, লোকাল ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিবেন। ভেবেছিলাম জার্সি চলে আসছে, গিয়ে দেখি DHL থেকে লেটার অফ এরাইভাল দিয়েছে এবং লেটার অথরিটি চাইছে সেটা রিলিজ করার জন্য। তো আমি কাষ্টমার কেয়ারে কল দিয়ে তাদের ইমেইলে এড্রেস নিয়ে সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দিলাম।

কিছুক্ষন আগে এক ভদ্রলোক কল দিয়ে বলতেছে আপনার কোন দেশ থেকে পার্সেল আসছে, ভ্যালু কতো ইত্যাদি, তো আমি ভেবেছি DHL থেকেই কল দিলো নাকি। পরে আমাকে বলতেছে একটা পাঠালো কেনো? বেশি পাঠালো না কেনো? আমি বললাম মানে কি? আমার যে কয়টা লাগবে আমি সে কয়টা নিবো। আপনি কোথা থেকে কল দিছেন? (কারন আমি জানি DHL এর লোকজন কখনোই এসব প্রশ্ন করবে না)। আবার বলতাছে ভ্যালু ৭৫ ইউরো দিলো কেনো? ভ্যালু ২-৩ ইউরো দিতো, তাহলে তো খরচ কম হইতো। আপনার এইটা নিতে তো ৮ হাজার টাকা লাগবে!

আমি আবারো বললাম আপনি কে? কোথা থেকে কল দিছেন? ভদ্রলোক বললো উনি এয়ারপোর্ট কাস্টমস থেকে কল দিয়েছেন। ওনারা প্রোডাক্ট রিলিজ করেন। তো আমি বললাম, আমার এগুলো কিছুই করা লাগবে না, সব করবে DHL, আপনার আর কিছু বলার আছে? উনি বলে DHL এগুলো করবে না, আপনার প্রোডাক্ট DHL ছাড়িয়ে নিতে পারবে না। আর ওদের দিয়ে নিলেও পেমেন্ট করা লাগবে। আমি বললাম এটা আমার ফ্রেন্ড পাঠাইছে এবং সে সকল প্রকার পেমেন্ট করে দিছে।

তারপর ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বলে রেখে দিলো। বাংলাদেশ কোন অবস্থানে আছে চিন্তা করেন। ৭৫ ইউরোর টি-শার্ট রিলিজ করার জন্য ৮ হাজার টাকা কাষ্টমস এ লাগবে  Embarrassed
1305  Economy / Currency exchange / Re: Need TRON have USDT (trc-20) or BTC on: August 27, 2023, 12:53:53 PM
I need TRON ($10 usdt worth of tron ) to this address:
TPV9ajtLLDehB9YMZW9xQSAGHXxhjqF5br

If anyone interested then PM me please.

I will pay you back either in USDT or in BTC whichever is you choice.
Need the TRON to move funds

I am sending you in a few minutes!
Hold on, please.

Here is the tx; https://tronscan.org/#/transaction/1923f3bc29f309ae48b828cc50f61f3e4dc3008575e61681d3abc1e23be0926a

You can send BTC to this wallet; bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc
1306  Economy / Gambling / Re: 🚀-Sportsbet.io-🚀 Official Partner of Newcastle United Football Club on: August 27, 2023, 04:50:45 AM
I think you are one of the first guys to post new design for Southampton home kit in bitcointalk forum Smiley

I also won a Southampton shirt two weeks ago, and yesterday, I got a call from the courier service corporate office. They booked it yesterday at the local branch, and I should receive it in the next few days. I am super excited about it. As I said in my other post, this is the first time I have won something physical online, and I am glad I won it from Sportsbet.io.

I also selected the home kit as it will look. As promised, I will post pictures of the shirt once I receive it. But I cannot promise that I will post it with my face  Cheesy Cheesy


A lot of us were upset in the first half. Man United and Arsenal both managed to avoid the defeat.
1307  Economy / Gambling discussion / Re: Premier League Prediction Thread 2023/2024 on: August 27, 2023, 02:14:20 AM
It was full of disappointment and upset in the first half. When I checked the live score, I couldn't believe my eyes. Oh damn, what's going on? Brentford, Nottingham Forest, and Fulham all of them were ahead in the first half. I placed a multi-bet, and I lost. Crystal Palace managed to score a goal and ended up drawing the match. Man United came back strong, and they were able to win the match.

The only bet I lost was Arsenal vs. Fulham. Even though Arsenal came back in the 70th minute, they conceded another goal in the 87th minute. I guess most people were expecting Arsenal to win the match. Do you consider these things as upset?
1308  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: August 27, 2023, 02:00:44 AM
I heard Bitcoin supplies in exchanges fell at a 5-year low.
Is that a good sign? Are people taking out their Bitcoin from exchanges?
More scarcity means more value  Smiley
1309  Economy / Gambling discussion / Re: ODI cricket and general cricketing discussion [self - mod] on: August 27, 2023, 01:49:34 AM
It's nice to see that Pakistan was able to whitewash the Afghans in the ODI series. Considering how well Afghanistan batted in the 2nd game, I thought Afghanistan could chase the run. I did not watch the match, but I saw the scorecard. I don't know how the pitch was, but it wasn't a close game at all. The margin is big enough. I assume the Afghans never were able to create hope to win the match.

It seems it's the only series between these teams. The Asia Cup is ahead, and there are only three days to go, I guess this is the reason why they did not arrange any T20I matches—the first match of the Asia Cup on 30th August, Pakistan vs. Nepal. I am excited.
1310  Economy / Services / Re: [OPEN] SINBAD.IO [Mix Your BTC Quickly] Signature Campaign | Up-to $150/w on: August 26, 2023, 08:08:36 PM
Current number of post (Including this one): 1055
Rank: Sr. Member
bech32 address: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc
Merit earned in the last 120 days: 240
1311  Economy / Scam Accusations / Re: Serious Sportsbet problem, they paid 38.32 LTC to the wrong address on: August 26, 2023, 03:12:07 PM
Lol, you seriously want to compare this with a 80k btc heist where fbi and police all over the world is involved, hahahaha.
Get serious!
Of course the hacker is afraid to move the mt gox funds,  because if he does he will most likely get caught.

But great post here, you really work those 25 paid posts for your campaign, smh.


Heh!

Look who is trying to insult whom!

Do hackers always move their funds from one address to another? Do you even know about the clipboard hack system? Do you even know how it works? Sometimes, hackers don't even notice that their address received funds from their tool for a long time. The hackers never know when a victim will use their trap and send the money to their wallet.

I interrupted here because I was checking the posts of the TOP contributor of our local thread. Now you are talking about his post quality. LOL. He barely writes 25 posts. Sometimes, I noticed this guy write 5-6 posts a week. One LM = Unlimited Ahoy, and it won't be equal.

Grow up, kid!
1312  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 26, 2023, 12:02:00 PM
আপনার লেখাগুলো স্বাভাবিক মনে হচ্ছে না, বাঙালি হয়েও আপনার লেখা বাংলা পড়তে কষ্ট হচ্ছে। আপনি যদি Google Translator বা যেকোন AI Translator ব্যবহার করে থাকেন তাহলে এসব পরিহার করুন। ফোরামে এসব translator ব্যবহৃত পোস্ট সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও কোনো রকম copy paste পোস্টও করা যাবেনা। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আর যদি বাংলা থ্রেডের রুলস্ না জানেন তাহলে নিচের লিংকগুলো ফলো করুন।
ভাই তার কথা কি বলবো, তিনি দেখা যাচ্ছে আমাদের বাংলা লোকাল থ্রেডে বাংলা পোস্ট করছেন, আবার দেখি পাকিস্তান লোকাল থ্রেডে গিয়ে উর্দু ভাষায় পোস্ট লেখালেখি করছেন। তিনি আসলে আমাদের বাংলাদেশী নাকি পাকিস্তানি বুঝা যাচ্ছে না?

চাইলেই এই আইডি টা উড়িয়ে দেয়া যায়। উনি একাধারে অনেকগুলো রুলস ভায়োলেট করতেছেন যেমন, কপি/পেষ্ট, এ-আই ব্যাবহার, অটোমেটিক ট্রান্সলেটর ইউজ, একাধারে মাল্টিপল পোষ্ট। জানি না আরো কিছু করতেছে নাকি। তবে উনি যদি এসব পোষ্ট করে মেরিট পায়, আমার মনে হয় না উনি এসব করা বন্ধ করবে। উনি অলরেডি পাকিস্তান থ্রেড থেকে একটা মেরিট ও পেয়েছে যা ওনাকে আরো পোষ্ট করার জন্য অনুপ্রেরনা দেবে। আমার আগের পোষ্ট এ ওনাকে সোর্স এড করতে বলেছিলাম, এখনো পোষ্ট এ সোর্স এড করেনি। আপনারা কি মনে করেন বাংলাদেশি হয়ে আরেকজন বাংলাদেশীর আইডি চান্দে পাঠানো প্রয়োজন? সবাই আসলে ২য় চান্স ডিজার্ভ করে। কিন্ত কেউ যদি তার আশে পাশে কি হচ্ছে, ওনাকে কে কি লিখছে তার পরোয়া না করে, তখন ব্যাপারটা কেমন লাগে?
1313  Local / Other languages/locations / ক্রিপ্টো নৈরাজ্যবাদী ফতোয়া - পড়া উচিৎ on: August 26, 2023, 09:43:03 AM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: The Crypto Anarchist Manifesto - We all should read it




বিটমুভার এর টপিকের পরে, আরেকটি পড়তেই হবে এমন আর্টিকেল হলো টিম মে এর লেখা, দ্যা ক্রিপ্টো এনারকিস্ট ম্যানিফেস্টো

রচনাটা প্রথম প্রকাশ করা হয়েছিল ১৯৮৮ সালে (এরিক হিউজের আর্টিকেল এ সাইফারপাঙ্ক ম্যানিফেস্টো এর চেয়ে ৪ বছর আগে), ক্রিপ্টো '৮৮ সম্মেলনে এবং এটা কিছু দিক নিয়ে টিম মে-এর অসাধারণ দৃষ্টিভঙ্গি তুলে ধরে যা ৩০ বছর পর বাস্তবে পরিণত হয়েছে।

এই পান্ডুলিপিতে ক্রিপ্টোগ্রাফি এবং রেপুটেশন সিস্টেমের উপর ভিত্তি করে প্রযুক্তি কীভাবে শাসন, ট্যাক্স বা অর্থনৈতিক কন্ট্রোল কিভাবে পৃথিবীকে পরিবর্তন করবে তার বিস্তারিত  বর্ননা করা হয়েছে:

"কম্পিউটার প্রযুক্তি কোনো ব্যাক্তি বা গ্রুপকে সম্পূর্ণ এননিমাস ভাবে একজন আরেকজনের সাথে যোগাযোগ এবং যোগাযোগ করার ক্ষমতা প্রদানের দ্বারপ্রান্তে আছে। দুই জন মানুষ কারো সত্যিকারের নাম না জেনে বা লিগ্যাল নাম না জেনে মেসেজ আদান-প্রদান করতে পারে, ব্যবসা পরিচালনা করতে পারে এবং দামাদামি করে ইলেকট্রিক চুক্তি করতে পারে। এনক্রিপ্ট করা প্যাকেট এবং টেম্পার-প্রুফ বক্সগুলোর রি-রাউটিং করে যা যে কোনও টেম্পারিংয়ের বিপরীতে প্রায় নিখুঁত নিশ্চয়তার সাথে ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলগুলো ব্যাবহার করে যাতে নেটওয়ার্কগুলোতে হওয়া যোগাযোগ গুলো ট্রেস করা না যায়। রেপুটেশন হবে প্রধান গুরুত্ব, এমনকি আজকের দিনের ক্রেডিট রেটিং এর চেয়েও লেনদেনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ডেভেলপমেন্টগুলো সম্পূর্ণভাবে সরকারী রেগুলেশন পরিবর্তন করবে, ট্যাক্স এবং অর্থনৈতিক ইনট্যারেকশন নিয়ন্ত্রণ করার এবিলিটি, তথ্য গোপন রাখার এবিলিটি এবং এমনকি বিশ্বাস এবং রেপুটেশন সিষ্টেমকেও পরিবর্তন করবে।"।

সাইন্স-ফিকশনে জুলস ভার্নের দৃষ্টি ভঙ্গির সাথে মে'র ক্রিপ্টোতে দৃষ্টিভঙ্গি অবশ্যই প্রশংসা করা যেতে পারে।

তিনি অনেক বাস্তব প্রযুক্তিগত ডেভেলপমেন্ট প্রকাশ করেছে, মাত্র কয়েকটি শব্দের মাধ্যমে, যেমন স্মার্ট কনট্রাক্ট, টর, বিটকয়েন টেকনোলোজি বা রেপুটেশন সিষ্টেম (যেমন, মেরিট এবং ট্রাস্ট সিস্টেম বিটকয়েনটক-এ ব্যাবহার করা হয়েছে)।

"ট্রু নেম" এর রেফারেন্স টা ভার্নর ভিঞ্জের উপন্যাস "ট্রু নেমস" (১৯৮১) থেকে অনুপ্রাণিত হতে পারে, যা একটা শিল্পের চমৎকার অংশ।

তিনি কালো বাজারের আবির্ভাব এবং জনগণের কাছে তথ্য পৌঁছানো বন্ধ করার জন্য প্রশাসনের লড়াইয়ের পূর্বাভাস দেখেছিলেন:

”রাষ্ট্র অবশ্যই জাতীয় নিরাপত্তার উদ্বেগে, ড্রাগ ডিলার এবং ট্যাক্স ফাঁকিবাজরা প্রযুক্তির ব্যবহার করবে এবং সামাজিক বিচ্ছিন্নতা বাড়বে এই ভয় উল্লেখ করে প্রযুক্তির অগ্রগতিকে স্লো বা বন্ধ করার চেষ্টা করবে। এই উদ্বেগের অনেকগুলো আসলে সঠিক হবে; ক্রিপ্টো নৈরাজ্য জাতীয় গোপনীয়তা গুলোকে কোনো বাধা ছাড়াই ট্রেড করার সুযোগ করে দিবে এবং অবৈধ এবং চুরি করা জিনিস গুলো লেনদেনের সুযোগ করে দিবে। একটি এননিমাস কম্পিউটারাইজড মার্কেট গুপ্তহত্যা এবং চাঁদাবাজির মতো জঘন্য মার্কেট তৈরি করতে পারে৷ বিভিন্ন অপরাধীরা এবং বিদেশী উপাদান ক্রিপ্টোনেটের একটিভ ইউজার হবে৷ কিন্তু ক্রিপ্টো নৈরাজ্যের বিস্তার থামবে না।"।

রচনাটি শেষ হচ্ছে ”জেগে ওঠো, তোমার আর কিছুই হারানোর নেই কাঁটাতারের বেড়া ছাড়া!”। কাঁটাতারের বেড়া আমেরিকানদের জন্য পরিচিত। এটা তাদের ইতিহাসের একটি অংশ: পশ্চিমা অঞ্চলগুলো কাঁটাতার দিয়ে বেড়া দেয়া ছিল এবং রাখালরা তারগুলো কাটছিল, যারা স্বাধীনতা চায়। এটা শাসকদের দুর্নীতি ও অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করার আহবান। গোপন এজন্সিগুলোর বিরুদ্ধেও যারা তথ্য বন্ধ করতে চেয়েছে।

আমাদের সকলের উচিত সাইফারপাংক এর কাজ চালিয়ে যাওয়া এবং স্বাধীনতার জন্য লড়াই করা!
1314  Economy / Gambling / Re: 🚀-Sportsbet.io-🚀 Official Partner of Newcastle United Football Club on: August 26, 2023, 04:19:17 AM
Last time, I had two terrible weeks, which you can see in the screenshot. I lost three free bets out of four bets.
And then these good winning bets this week. BTW, I am new to Sportsbet, as I said before. I was wondering how to place a bet in multiple matches in a single bet. I thought I would win the bet if most picks were right. I selected three matches and won two of them. I thought I would win the bet. But I didn't know that I had to win all three to win the ticket. xD. Never mind, new thing learned!

Today, I got my first withdrawal from Sportsbet.io
Congrats me!

1315  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 26, 2023, 02:32:08 AM
কোট

https://www.facebook.com/kalbelanewsonline/videos/1366226543985982/?app=fbl

এই নিউজটা কেউ দেখছেন? সব দেখি Ponzi Scheme। MTFE এর মতো সিমিলার স্ক্যাম প্রজেক্ট। আশা করি এ নিয়ে বিস্তারিত লিখবেন।

এগুলো সবই স্ক্যাম আর ভাওতাবাজি। আমি তো নিউজ টা দেখে বিচলিত হয়ে গেলাম। এরকম ভাবে যদি স্ক্যাম বিস্তার করতে থাকে আর মানুষ তাদের কষ্টের ইনকামের টাকা এদের ফাদে দেয়, তাহলে আমাদের ভবিষ্যত খুব খারাপ দিকে এগুচ্ছে। মানুষ কতটা খারাপ হলে একই সাথে দুনিয়া এবং আখিরাতের শান্তির অফার করে। একে তো মানুষকে স্ক্যাম করছে, সেই সাথে তাদের কে পরকালের মিথ্যা আশ্বাস দিয়ে তাদের বিশ্বাস অর্জন করতে চাইছে।

কতো খারাপ। এমন ভাবে মানুষকে অফার করছে যেনো মানুষ এখানে ইনভেষ্ট করলে জান্নাতের টিকিট পেয়ে যাচ্ছে। অনেকটা ২০১৪-১৫ সালের দিকে যেমন ফেইসবুকে পোষ্ট করতো যে জান্নাতে যেতে চাইলে এই পোষ্ট টি শেয়ার করুন, ঠিক সেরকম। সবাই এগুলো থেকে দূরে থাকবেন আশা করি।

--

আপনার দেয়া ইমেজ সোর্স কাজ করছে না। এডিট করে পোষ্ট এর নিচে পোষ্ট এর সোর্স টা এড করে দিন।

https://dailyinqilab.com/bangladesh/news/597361

এক সাথে দুইটি পোষ্ট করবেন না। এতে ফোরামের রুলস ভায়োলেট করছেন। কোনো কিছু পোষ্ট করার প্রয়োজন হলে আগের পোষ্ট এডিট করে যোগ করে দিবেন।
1316  Economy / Gambling discussion / Re: ODI cricket and general cricketing discussion [self - mod] on: August 25, 2023, 09:07:40 AM
What A Match !!
Yes of course that was an interesting match.  Afghanistan tried well. But unfortunately they were close to the victory but they failed to chase the target. Afghanistan made 300 runs but the target was 302. And now the Pakistan won the series. There is the last match which will be played tomorrow. And I hope Pakistan will win again.  Smiley

Did you expect Pakistan to win when they needed almost 12 runs per over and not too many wickets in hand? I placed a $18 bet against Afghanistan, hoping that Pakistan would win the match. I got some hope when Shadab Khan hit a four and a six in the 49th over. But my fear was  Naseem Shah won't be able to give him a strike. The most hated thing in this match is Farooqi Mankaded Shadab Khan.

As everyone can see now, I was wrong about Naseem Shah. This is the 2nd time he did it for Pakistan (or it could be more). It was outstanding from him. I did not expect Pakistan to win after Shadab Khan's wicket. BTW, Congrats team Pakistan!
1317  Economy / Scam Accusations / Re: Telegram and it's misue for scammers. on: August 25, 2023, 08:49:11 AM
This is how exactly scammers tried to scam our local thread user, Crypto Library, a few months ago.



Not only Crypto Library but also some others. If I am not wrong, one member was affected by this scam attempt. Telegram should forbid writing another telegram handle in the bio. People are getting fooled because of this. The first thing that should be noticed is that you will see the account is not in your contact. The 2nd thing is you have to check why there are no old messages. If they have cleared, why did they have to? If you see new messages, double-check the handle.
1318  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 24, 2023, 05:10:03 AM
নোট: আমি মাঝে মাঝে অনেক ইংরেজি শব্দ অর্থ না করে ইংরেজিতেই লিখি। যেমন: এক্টিভিটি, ইন্টারেক্টিভ ইত্যাদি। এতে কি কোনো সমস্যা আছে?
কিছু কিছু শব্দ বাংলার থেকে ইংরেজিতেই আমরা বেশি অভ্যস্ত, এজন্যই আরকি আমি ইংরেজি লিখি।

এটা আসলে আপনি একা না। আমরা সবাই কিছু কিছু ইংরেজি বাংলাতে লিখে থাকি। আর এতে কোনো সমস্যা থাকার কথা নয়। ধরেন ফোরামে যে মেরিট সিস্টেম আছে, এটাকে যদি আমি বলি আপনি এতটি মেধা পেয়েছেন, এটা অনেকেই বুঝবে না। এমন অনেক কিছুই আছে যেটার বাংলার চাইতে ইংরেজি বেশি প্রচলিত এবং আমরা প্রায় সকলেই সেটাতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করি। আমি মনে করি এতে করে কারো সমস্যা হচ্ছে না। উল্টা কিছু ইংরেজির বাংলা লিখতে গেলে নিজেকে কবি কবি মনে হয়।

ভাই আমাদের জন্য হয়তো চাইল্ড বোর্ড নাও দিতে পারে। আমাদের চেয়ে অনেক কম ইউজার নিয়ে অনেক লোকাল বোর্ড আছে যেগুলোতে কিছু কিছু চাইল্ড বোর্ডে মাসে একটি পোস্টও হয়না তাদেরও তো নিজস্ব লোকাল বোর্ড রয়েছে। তো আমাদেরও কোন চিন্তা নেই আমরা যদি নিজস্ব লোকাল বোর্ড পেয়ে যাই তাহলে আমাদেরও নিজস্ব  বোর্ড চলবে।

হতে পারে। তবে কি হবে আমরা জানি না। একটা বোর্ড দিতে হলে সেখানে মোডারেটর ও দিতে হবে। অন্যান্য মোডারেটরদের লোকাল বোর্ড বা থ্রেড গুলো মোডারেট করা কষ্টকর হয়ে যায়। আমাদের তো হাতে গোনা কয়েকজন রেপুটেড মেম্বার আছে যারা মোডারেটর/মেরিট সোর্স হতে পারে। তবে সময় সব বলে দিবে।
1319  Economy / Scam Accusations / Re: SUPERSAIAN failed to refund (Not refunding) on: August 24, 2023, 04:59:01 AM
Campaigns do not like to pay upfront just because of these stupid people. I don't remember if I have even seen this legendary guy on international boards. His participation in the local board is appreciatable. But, he should be responsible for the money he owes to submit a review. It's not like he is inactive and not writing anything in the forum.

Did he give you any excuses Royse? Is his computer broken or will he refund you within a time frame? I guess if he gave you the time frame, you wouldn't create this thread. I am interested to know what is the reason for not writing the review not refunding the funds.
1320  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: August 24, 2023, 04:29:40 AM
আমি মনে করি আমাদেরও একটি নিজস্ব বোর্ড থাকা উচিত। হ্যা অনেকের জন্য আমাদের থ্রেডের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অন্যদের কাছে। কিন্তু এটাও সত্য যে, কিছু কিছু ইউজার আছে যারা জেনুইনলি এই থ্রেডের উন্নতি চায়। তারা প্রতিনিয়ত এই থ্রেডে পোস্ট করে, মেরিট যোগ্য পোস্টে মেরিট দেয়। যদি আমরা আমাদের নিজস্ব বোর্ড পাইতাম তাহলে আমাদেরই সুবিধা হতো। কারণ Learn Bitcoin ভাইয়ের কথাই বলি, আমার জানা মতে তিনি, বেশ ইনফরমেটিভ পোস্ট করেন, এছাড়া এই থ্রেডে Gazeta নামক ভদ্রলোকের অনেকগুলো গুরুত্বপূর্ন পোস্ট বাংলা ভাষায় অনুবাদ করে পোস্ট করেছেন তিনি। আমি নিজেও তার দুটি টপিক অনুবাদ করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের পোস্টগুলো অনেক উপরে মাটিচাপা পড়ে গেছে। কজনইবা উপরের পোস্ট গুলো চেক করে? নিজেদের নিজস্ব থ্রেড থাকলে এই পোস্টগুলো টপিক আকারে হাইলাইট হয়ে থাকতে। কষ্টের কথা যারা নিউবাই বা যারা অনেকদিন পর থ্রেডে আসে তাদের চোঁখে এসব পোস্ট পড়েই না। যারা নিয়মিত থ্রেডে আসেন তারাই শুধু জানেন, দেখেন। এতে করে সবার কাছে এসব গুরুত্বপূর্ন তথ্য পৌছায় না। এমনও অনেক আছে যারা (১) নম্বর লাইনে যে অনেকগুলো রুলস আছে তা পড়েই না। তারা সরাসরি (৪৫০+) পেজে এসে হাই হ্যালো মারে। সব পোস্ট গুলো যদি টপিক আকারে হাইলাইট থাকতো তাহলে কেমন হতো? সবার কাছে বিষয়টা কি মনে হয়?

আমরা নিজস্ব বোর্ড পাবো কিনা এ নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয় আমার। কারণ আগেই অনেক ইউজাররা আমাদের নামে অনেক দুর্নাম করে বসে আছে। কারো এই বিষয়ে মত আছে?

আমাদের বোর্ড থাকা উচিৎ এটা আমিও মানি। আমাদের থেকে কম একটিভ মেম্বার এমন দেশের ও লোকাল বোর্ড আছে। এমনো বোর্ড আছে যেখানে মাসে ২-৩ টা পোষ্ট হয়। এমন নয় যে সে দেশের লোকজন ফোরামে নাই। ফেরামে আছে, কিন্তু তারা তাদের লোকাল বোর্ড এ তেমন একটিভ না। এটা ঠিক আমাদের বোর্ড হলে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা সাজানো গুছানো থাকতো আর গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো অন্য পোষ্ট এর ভিরে হারিয়ে যেতো না।

কিন্তু যদি বোর্ড পাওয়ার পরে দেখেন সেখেন সেটা আর একটিভ নাই, তখন কেমন হবে? বোর্ড পেলে সবাইকে ক্যাটাগরি অনুযায়ি পোষ্ট করতে হবে। মাইনিং এ গিয়ে রাজনৈতিক পোষ্ট করতে পারবেন না। মেইন সমস্যা হলো আমাদের লোকাল থ্রেড এর লোকজন হারিয়ে যায়। সবাই একটিভ থাকলে বোর্ড পেলে ভালো হবে।
Pages: « 1 ... 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 [66] 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 ... 119 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!