Bitcoin Forum
June 21, 2024, 10:43:52 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 »
181  Bitcoin / Bitcoin Discussion / Re: my small investment on: March 16, 2023, 01:28:01 PM

Hey OP,

is this still your public address?

bc1qh78gmkggjujna4rp62995j54h5ek480exn8r6r

Let me know and I'll send you some sats. If you don't move them for at least one year I'll send you the same amount again next year. Wink

Please also make sure to store your BTC in an offline wallet and not on the exchange!


I don't understand what you want to give me. Thank you, you don't have to give me anything.
I didn't ask anyone for financial help. I invested what I could afford. I will invest more when I earn
182  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 16, 2023, 10:45:24 AM
হাই আমি এখানে একজন নবাগত এবং এখানে কীভাবে একটি ভাল ব্যাকগ্রাউন্ড থাকতে হয় সে সম্পর্কে পরামর্শ চাইতে চাই কি যোগ্যতা গুরুত্বপূর্ণ এবং আমি কি আরও বেশি ইন্টারঅ্যাক্ট করতে পারি আপনি কি পরামর্শ দিতে পারেন অনেক ধন্যবাদ!

আসলে ভাই আপনাকে কি বলবো বলার মত ভাষা নাই। আজকে অনেকক্ষণ আগে একটা কপি পেস্ট পোস্ট করছিলেন। পোস্টটি ডিলিট দিয়ে দিয়েছেন আসলে ভালো লাগছিল। আসলে ভাই আমরা কেউ চাই না আমাদের বাংলাদেশী কোন ভাইয়ের কোন ক্ষতি হোক। এভাবে কপি পেস্ট করে পোস্ট করলে বেশি দিন ফরমের টিকে থাকতে পারবেন না। আপনার পোস্টে কেউ রিপোর্ট করলে আপনার একাউন্ট ব্যান করে দিবে।
আপনি এখনো এই পোস্টটা সরাসরি বাংলা ট্রান্সলেট করে কপি পেস্ট করেছেন আপনি এই পোস্ট থেকে সরাসরি বাংলা ট্রান্সলেট করে কপি পেস্ট করেছেন। আরো অনেক সিনিয়র ভাইয়েরা অনেক আগেই বলেছে। কোন জায়গা থেকে পোস্ট কপি করে এনে পোস্ট করলে সোর্স লিংক দিয়ে দিতে। বলছেন। আপনি ভাই শুধু কপি পেস্ট পোস্ট করে যাচ্ছেন। আপনি বিটকয়েন ফরম এর নিয়ম কানুনে কিছুটা অবগত আছেন। বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন গুলি ভালোভাবে পড়ে নিবেন।
183  Bitcoin / Bitcoin Discussion / Re: my small investment on: March 16, 2023, 08:41:46 AM
If you are out of your investing asset, the best choice is to DCA. As your amount is low, and currently you are unable to invest more, you have to sell in high and buy in low. Current market is moving fast at both direction. If you can pick up the rhythm, you can make a good profit from that small amount too.
Also whenever you get the chance, buy more. 

I will try to increase the amount of investment gradually. Now I don't have money that I can invest in Bitcoin. I will invest in Bitcoin when I have money.
184  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 16, 2023, 01:54:03 AM
বিটকয়েন
ক্রিপ্টোকারেন্সি যা বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি
বিটকয়েন (₿) বিশ্বের সর্বপ্রথম মুক্ত-সোর্স ক্রিপ্টোকারেন্সি যেটিকে বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি দেয়া হয়।,,,, ,,,,,

আপনি এই পোস্টটি বিটকয়েনের ইতিহাস তাৎপর্য আপনি সরাসরি গুগল থেকে কপি করে এনে পোস্ট করছেন মনে হয়। আসলে ভাই আপনি বিটকয়েন ফরমের রুলস অনুযায়ী পোস্ট করবেন। কেননা আপনার এটা কপি পোস্ট। আপনার এখন এই পোস্টটিকে সবাই রিপোর্ট করলে আপনার একাউন্ট ব্যান করে দিতে পারে। আসলে ভাই আপনার মধ্যে কি আছে তা আমাদের মাঝে শেয়ার করুন নিজে যা পারবেন তাই পোস্ট করবেন। অন্যে কোন উৎস থেকে কপি করে নিয়ে পোস্ট করা বোকামি ছাড়া আর কিছু না।  
যদি পারেন পোস্টটা ডিলিট করে দিয়েন,,,,

আপনার ওই পোস্টের গুগল লিংক,, https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8
185  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 15, 2023, 06:12:13 PM
আজকে সন্ধ্যা পর একটি মনোহারী দোকানে গিয়ে দেখতে পেলাম বিটকয়েন ছবি বস্তার গায়ে দেওয়া একটি পণ্য । দেখে আসলে অবাক হয়ে গেলাম বাংলাদেশ বিটকয়েন অবৈধ হলেও বিটকয়েনের নামকরণের পণ্য পাওয়া যায়। সেই পণ্যটি ছিল ছোলা ।




জানিনা কবে আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হবে। আমরা যারা বিটকয়েনে নিয়ে ইনভেস্ট করে থাকি। কোন ধরনের সমালোচনা করতে পারি না যে আমার কাছে বিটকয়েন আছে। যদি কেউ এটা শুনতে পারে তাহলে পুলিশের কাছে ইনফর্ম করে দেবে। পরে আমাদেরকে আইনের আওতায় শাস্তি দেয়া হবে। অনেক দেশেই বিটকয়েন কে বৈধ করে দিয়েছে। জানিনা আমাদের দেশে বিটকয়েন বৈধ করবে কিনা? যদি আমাদের দেশে বিটকয়েন বৈধ থাকতো তাহলে আমরা অনেকেরেই বিটকয়েনের ধারণা দিতে পারতাম। বিটকয়েন নিয়ে সমালোচনা করতে পারতাম।

বিশেষ দ্রষ্টব্য‌: আসলে বিনোদন দেয়ার জন্য আমি ছবিটি শেয়ার করছি যদি কোন অসুবিধা হয় আমি ডিলিট দিয়ে দেব।

186  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 15, 2023, 11:35:29 AM
বাউন্টি বিজয়ী কি প্রতি সপ্তাহে অর্থ প্রদান করে না প্রত্যেক মাসে করে?  


আপনাকে অভিনন্দন বাংলাদেশ লোকান বোর্ডের পক্ষ থেকে। @LDL ভাইও বলেছিলেন ২-৪ লাইনে পোস্ট দিতে মানসম্মত পোস্ট এর মতো দেখা যাবে ২-৪ লাইনের পোস্টে। যতটা পারেন চেষ্টা করবেন বেশি করে লেখায়।  আমাদের বাংলা থ্রেড অনেক কিছুই লিখলে লেখা যায়। বাংলা বোর্ডে বাংলা লেখা ইংরেজিতে লেখা লাগে না। 
@LDL ভাই বলেছিলো ঘুড়িয়ে ফিরিয়ে অনেক কিছুই লেখা যায়।  আমরা যারা নতুম আমাদের মাঝেই দেখা যায় ১-২ লাইনের পোস্ট।  তাই আমরা সব সময় চেষ্টা করবো ২-৪ লাইনের পোস্ট লেখার।
187  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 15, 2023, 10:22:57 AM
জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
আসলে তখনই ভালো লাগে যখন শুনতে পাই আমাদের বাংলাদেশী একজন ভাই ভালো একটা পজিশনে উঠেছে। দোয়া করি ভাই আপনি যেন অতি শীঘ্রই ভালো একটা অবস্থানে উঠতে পারেন। অবিরাম ভালোবাসা ভাই আপনারা সিনিয়র ভাইয়েরা আমাদের মত ছোট ছোট ভাইদের কে সবসময়ই সহযোগিতা করে থাকেন। সব সময়ই আপনি আমাদের পাশে থাকবেন। কোন বিষয়ে আমরা অবগত থাকলে তা আমাদের শিখিয়ে ও বুঝিয়ে দিবেন।
আপনার প্রতি অফুরন্ত ভালোবাসা ও দোয়া রইল।
188  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 15, 2023, 05:42:42 AM
এই ফোরামে দেখেছি অনেকে quote করে পোস্ট করে। দেখতে পারলাম যে একজন ইউজারের quote করে পোস্ট করার পর আবার অন্যজন ইউজারের পোস্ট quote করে করেছে।
আমার পোষ্টের উপরে @shasan ভাই দেখলাম যে এভাবে পোস্ট করেছে।
সেটা কিভাবে করতে হয় আপনাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি।
আপনি মনে হয় একাধিক পোস্ট Quote করে পোস্ট করতে চেয়েছেন
আপনাকে আমি  একটা Step দিতাছি অনুসরণ করতে পারেন।
প্রথমে আপনি,যার পোস্টে Quote করে পোস্ট করবেন।  নিচের ছবি টি ফোলো করতে পারেন।



এইভাবে কোট করে লিখে আপনি যা মনে চায় লিখবেন, পোস্ট অনুযায়ী। লেখা হলে আপনি এই Quote করে পোস্ট লিখে কপি করে নিবেন,,, আমি ছবি টা দেই নিছে ফলো করতে পারেন।



আপনি চাইলে এভাবে একটা পোস্ট Quote করে কপি করে রেখে আবার Again আরেক পোস্ট কোট করে পোস্ট লিখবেন। লিখা হলে আবার যে আপনি আগের Quote করা পোস্ট কপি করে রাখছিলেন সেই পোস্ট pasts করে দিবেন।  

এভাবে যদি না করতে চান তাহলে আপনি পদক্ষেপ আছে আমি যে পদক্ষেপ তা আপনার জন্য সহজ হবে আমি মনে করি।
উপরে আর ভায়েরা অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছে আপনি যেভাবে খুশি সহজ লাগে আপনি সেভাবে quote করে পোস্ট করতে পারেন







189  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 14, 2023, 04:17:48 PM

২০২২
অক্টোবর মাসে মোট পোস্ট:৬০
নভেম্বর মাসে মোট পোস্ট: ৩০
ডিসেম্বর মাসে মোট পোস্ট: ৯২
২০২৩
জানুয়ারি মাসে মোট পোস্ট: ১৩৪ টি
ফেব্রুয়ারি মাসে মোট পোস্ট: ২২৫ টি
মার্চ মাসের(১-১৪) মোট পোস্ট: ১৫৮ টি

আপনারা নিজেরা দেখতে চাইলে: ninjastic.space হেল্প নিতে পারেন।


সত্যিই অনেক ভালো লাগে দেখে আমাদের মাঝে অনেক বাংলাদেশী ভাইরা বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে active হয়েছে । আমি নতুন অনেক কিছুই বুঝিনা জানিও‌ না। বড় ভাইয়েরা কি বলে কোন বিষয়ে শেয়ার করে সে বিষয়ে লক্ষ্য করে বোঝার চেষ্টা করি। আমি সবসময়ই active থাকার চেষ্টা করি। যে কখন কোন সিনিয়র ভাইয়ে কোন বিষয় নিয়ে শেয়ার করবে তা থেকে কিছু একটা শিখতে পারবো।



 
বিটকয়েনের সবুজ ছায়া

আলহামদুলিল্লাহ অনেকদিন পর সবুজ ছায়া। বিটকয়েন 26k হয়েছে। বিটকয়েন বৃদ্ধির সাথে সাথে অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।সম্ভবত জুলাই মাসের ১১ তারিখ ২০২২ সালে বিটকয়েনের দাম 26k ছিলো। এর পরে আর বিটকয়েনের দাম 26k আসেনি। কিন্তু আজ ১৪ মার্চ ২০২৩ সালে বিটকয়েনের দাম 26k + হয়েছে। আমি এটি দেখে খুব আনন্দিত।  আমি আশা করি খুব শীঘ্রই বিটকয়েনের বাজার খুব ভালো হবে। বিটকয়েনের দাম অতি শীঘ্রই বৃদ্ধি পাবে।

সত্যিই অবাক করা বিষয় দুদিন আগে বিটকয়েন 19k ছিল হঠাৎ করেই দুদিনের মধ্যে 26k হলো। বলা মুশকিল বিটকয়েন যেভাবে পাম্প করছে কোথায় গিয়ে থামবে। পাশাপাশি ইথেরিয়ামের ও অনেক টোকেন এর দাম বৃদ্ধি পেয়েছে। আপনি ঠিকই বলেছেন আশা করা যায় অতি শীঘ্রই মার্কেট ভালো হতে পারে।
190  Economy / Gambling discussion / Re: T20 and T20I cricket prediction and discussion on: March 14, 2023, 11:03:42 AM
England vs Bangladesh after 1st Innings
The first innings of the third T20 between Bangladesh and England has already ended. Bangladesh collect 158/2(20) at the end of the first innings. Bangladesh's top three batsmen have performed brilliantly today. Especially Liton Kumar Das Rony Talukder and Nazmul Hossain Shanta's performances were really enjoyable. But if Bangladesh could have finished the way they started then Bangladesh's score could have been a little higher. But in the end, Bangladesh came under a lot of pressure. Whereas getting 6 runs per over of Bangladesh became a very difficult thing. At the last moment, Bangladesh managed to give England a target of 159 runs. The batsmen of the England cricket team will enter the field to chase the target of 159 runs in a short while. Hope England will do well in the last match.

Bangladesh scored 158 runs in 20 overs. England need to score 159 runs to win. Liton Das played very well scoring 73 runs off 57 balls. Namjul played calm and well and scored 47 runs off 36 balls. To win today, Bangladesh will have to bowl well. Even today I think Bangladesh will win. Already in 1 over, England has scored 6 runs for 1 wicket. Philip Salt out for 1 ball 0 run
191  Bitcoin / Bitcoin Discussion / my small investment on: March 14, 2023, 04:24:34 AM
I bought a $14.55 bitcoin a few days ago when it was at 22k. Again Bitcoin came to 19k. However, I did not sell bitcoins. I was convinced that the price of Bitcoin would rise again. I buy $50 worth of bitcoins again. Got some profit on this small investment. Looking at Bitcoin 24k today. I will keep it for a long time and will not sell it now. I think at some point bitcoin will pump a lot

Since I can't invest more dollars, I don't have that much money. Still will invest as much as possible.
192  Economy / Gambling discussion / Re: T20 and T20I cricket prediction and discussion on: March 13, 2023, 04:36:32 PM
Bangladesh have both good quality bowling and batting. Due to their own mistakes, they lose simple matches.  And in some matches they won the tough matches by showing excellent performance.  However, I have seen that due to the extraordinary performance in some matches, Bangladesh easily won the matches in their favor.  Again, in some simple matches, the matches were lost due to their own mistakes. Hopefully Bangladesh will play the game very well tomorrow.

Really surprising. Bangladesh won the series with England in T20 format. England is a strong team never imagined to win the match with them.
Bangladesh will play England tomorrow. It is expected that Bangladesh will win the next match. I think England will be whitewashe.
193  Economy / Gambling discussion / Re: T20 and T20I cricket prediction and discussion on: March 12, 2023, 10:51:59 AM
England managed to score only 117 runs and was given a target of 118 runs. I never imagined that I would see such a batting disaster from an experienced team like England. England batted well in the first 6 overs of the power play. But soon after that, they started losing wickets. And their run rate continues to decline. And in the end, they managed to collect 117 runs.

Bangladesh captain Shakib used 8 bowlers today. And he succeeded. Shakib, Miraz, and Mustafiz bowled well. Miraz conceded just 12 runs in 4 overs and took 4 wickets. This was perhaps the best bowling of Mehdi Miraz's career.


Bangladesh is bowling well today. England 117 runs all out. I think Bangladesh has more chances to win today. Bangladesh has not won any series with England so far. If Bangladesh wins today's game, it will become a record. I think Bangladesh will win today.
194  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 10, 2023, 11:10:40 AM
আসসালামু আলাইকুম । জুমা মোবারক ।নারা সবাই কেমন আছেন , আমি অনেকদিন পরে আসলাম। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও দোয়া রইল।
ওয়ালাইকুম আসসালামু,  আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।  আপনি কেমন আছেন?  আপনার প্রতিও দুয়া রইলো।

দেখা যায় ভাই আপনি পর পর আপনি পোস্ট দেন। আপনার তাতে সমস্যা হতে পারে।  তাই আপনি দেখবেন আপনার পোস্ট এর পর আর ২-১ জনে পোস্ট দিলে আপনি তার পর পোস্ট দিবেন।
195  Economy / Games and rounds / Re: 🥧 1st edition - Bitcointalk Pie Baking Contest 🥧 on: March 09, 2023, 02:43:26 PM
I tried my best to prepare.
my work submission.








196  Economy / Gambling discussion / Re: T20 and T20I cricket prediction and discussion on: March 09, 2023, 11:26:04 AM
In the 1st match of the T20 series, the Bangladesh cricket team won the toss and decided to bowl first. Although the bowling of the Bangladesh team had a weak start, the bowling lineup towards the end was very strong. In the first innings, the England team finished the game in 20 overs, collecting 156 runs. Bangladesh team has enough capacity to meet the target of 157 runs. Bangladesh team has a chance to win this match. Now if the Bangladesh cricket team can perform well in batting. Then Bangladesh will win the match against England very easily

Bangladesh so far 7 scored 71 runs after losing 2 wickets in the over. I think Bangladesh will win if they play like this. Rony Talukder was out for 21 off 14 balls and Liton Das was out for 10 off 14 balls. Nazmul Hossain Shanto is playing superbly so far scoring 35 runs off 17 balls
197  Economy / Collectibles / Re: CYPHER HODL-Experimenting with ideas for different physical bitcoin designs on: March 09, 2023, 10:21:19 AM
You have created an amazing coin design. I have liked it.
Absolutely wonderful  Cheesy
198  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 07, 2023, 01:23:34 PM
আজ পবিত্র শবে বরাত আমাদের মুসলমানদের জন্য  আজকে একটা বিশেষ রাত। আসলে এই রাতের অনেক ফজিলত। বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সকল মুসলমান ভাইয়েদের কে বলছি। আজকে রাত টা আমরা ইবাদত বন্দেগী করে কাটাবো। 
ইনশাআল্লাহ,,,,,

199  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 07, 2023, 12:20:34 AM

বাই দা রাস্তা Ku-coin এ কেউ p2p ট্রেডিং করেছেন ? আর করলেও এর ফীড ব্যাক সম্পর্কে জানতে চাচ্ছি । কখনও কখনও সরাসরি p2p হালকা লাভ যখন হবে আমার জন্যে তাই জানতে চাচ্ছি । আর তাই সেল করার সময় বিনান্সের মতন ফান্ড এর সিকিউরিটি দিতে পারে কিনা এই বিষয়ে একটু কনফিউশন রয়েছে ।
আমি একাধিক বার এই kucoin p2p ট্রেড করেছি। kucoin এ যখন বায়ার অর্ডার কমপ্লিট করে দেয়।  এক ধরনের ট্রেডিং পাসওয়ার্ড থাকে ওই পাসওয়ার্ড দিয়ে crypto রিলিস করা হয়। কোন ধরনের google এ বা নাম্বারে কোড আসে না। সরাসরি ট্রেডিং পাসওয়ার্ড দিয়ে রিলিজ করে দেওয়া হয়।  btc, usdt, kcs ও usdc এই ৪ টি crypto  শুধু p2p ট্রেডিং করা যায়।  সর্বনিম্ন ৫০ টাকা ট্রেড করা যায়।  আবার কিছু কিছু buyer সর্বনিম্ন ১ টাকাও ট্রেডিং করতে দেন। নগদ, রকেট, বিকাশ, ও ব্যাংক কার্ড এর মাধ্যমে পেমেন্ট করে থাকেন।
আমি একাধিকবার কু কয়েনে p2p ট্রেড করেছি কোন ধরনের জালিয়াতির সম্মুখীন হই নাই।


200  Local / Other languages/locations / Re: খাতা বাচানোর তীব্র প্রচেষ্টা on: March 06, 2023, 04:14:06 PM

যারা ছাত্র আছো তারা এই পেজটি ভালোভাবে মুখস্থ করে নিলে তাদের জন্য বহুৎ ফায়দা হবে।

আমি প্রথমে বুঝতে পারিনি যে ওই ছবিটির মধ্যে রসায়নের অনেকগুলো সংকেত ,নানান ধরনের ,,গ্যাস,, সংকেত রয়েছে। আমি ছাত্র জীবনে বেশি ভালো ছিলাম না। দুই বছর হলো আমি যাকে খাঁটি বাংলায় বলে কানের গোড় দিয়া ইন্টার পাস করেছি। যাইহোক আমি ওই পিকচারটি ডাউনলোড দিয়ে সংকেত গুলো পড়তে পারব। এবং মুখস্ত করে নেব।
সাধারণ তো ক ও খ প্রশ্নের উত্তর গুলি দেওয়া যাবে পরিক্ষায় আসলে।
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!