Bitcoin Forum
June 26, 2024, 12:49:11 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 ... 59 »
21  Economy / Economics / Re: Why is it difficult for people to get capital easily? on: November 14, 2023, 07:19:00 AM
This is nothing new today, it has been around for ages, money has always been a difficult thing for people, even if a person wants to, more fathers cannot earn more. There are some people who find work properly and it a little easier to make the money than others. They may have grown up in that type of environment since childhood or have always received the right advice.
22  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin is King on: November 14, 2023, 04:11:38 AM
Yes, bitcoin is a king, Do you have any doubts?

Everyone already knows Bitcoin leads in cryptocurrency and the world's new economy, and also leads the all cryptocurrency coins or tokens.

You already show more examples of 'Bitcoin is a real king'.

More article source.
https://www.forbes.com/sites/lawrencewintermeyer/2022/09/01/in-bear-crypto-markets-all-roads-lead-to-bitcoin/?sh=4148598b5815
23  Economy / Marketplace / Re: 8 Benefits Of Investing in The United States (US) Stock Market on: November 12, 2023, 06:06:00 PM
The financial system works on the principle of communicating vessels: somewhere there is a loss, and somewhere there is an arrival.
I agree with you, that no matter where in the world one invests I feel that there are both gains and losses only if you wait long in cryptocurrency like 'Bitcoin' no one loses. no matter where one invests, one has to face losses from time to time. In my experience, though in rare cases, it still seems to me that not only as an American but in every country, investing is not the same. But they are mostly unusable. Every country, including America, wants their economy to be in their basket because if a person wants to be completely dependent every country, including the only not America, wants an economy to be in their basket because A person cannot invest fully even if he wants to.
24  Other / Meta / Re: So I had a person send me a pm to beg for merits. on: November 12, 2023, 05:25:41 PM
The person did not offer money. They just asked for some free merit.

So a how to report this?

Am I required to report it?

Haha Grin Haha Grin buy merit from you! Grin Grin

He may not know what you can do to him!  Grin Grin Grin

25  Economy / Economics / Re: "I saw my salary on a bottle of perfume today" on: November 12, 2023, 02:11:16 PM
we don't have to imitate other people's lifestyles, we just need to do what feels comfortable for us. We don't have to force ourselves to follow other people if it doesn't have any benefits for us.

What is the standard of living of a person who lives perfectly here, if he wants to live a better life then it is natural that he will spend more in life than others. Now if you want to live a very luxurious life then a bottle of water but you may have to spend a lot it totally depends on your living arrangements. Again it turns out that if you live in a city where the standard of living is so high then you will never be able to live well with little or few money.
26  Economy / Scam Accusations / Re: Loan defaulted by [Edwardard] on: November 12, 2023, 11:39:41 AM
So sad @shasan $1000 is a valuable amount but I can not believe that Hero Rank and reputed member are scammed! sad for you i hope next time when you provide the loan checked carefully and limit with loan for the depend on reputation of this profile.

Also, I support these Flags here!
27  Economy / Economics / Re: How can we improve our country's economy by on culture or ecosystem? on: November 08, 2023, 03:18:21 AM

The government plays a big role in educating from an early age in order to create quality human resources so that there will be a positive impact in the future.
In an effort to improve a country's economy through culture or ecosystems, qualified human resources are needed and also full support from the government in creating learning and opportunities. For a country, this is something that continues to be pursued with differences depending on the country's strengths.

If the government of the country you live in doesn't want to financially allow it, you can never do it alone because there are so many factors involved. For example, how the economy will be managed in a country is well followed here. If you want to say differently then you can't do anything outside the law in that country because there is a specific law in that country.Even if you take a good step in a country where you can't do anything outside the law, that country's law will be considered a hindrance.
28  Bitcoin / Bitcoin Discussion / Re: Is it the right time to invest in Bitcoin? on: November 06, 2023, 03:49:03 AM
I also think this is a good time to invest in Bitcoin because from now on the price of Bitcoin will go up and there is no chance of going down and if you. If you're interested, this could be an exciting time for the Bitcoin industry. Now if anyone wants to invest in Bitcoin then I would say to make a long-term plan to invest in Bitcoin then it is possible to earn more profit from here.
29  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 02, 2023, 05:16:56 AM
ভাই কাউকে যদি টার্গেট করা হয় তাহলে যতোই চেষ্টা করুক না কেনো সে কোন ভাবেই বাংলাদেশের ইন্টেলিজেন্সিকে ফাকি দিতে পারবেনা, কয়েক হাজার কোটি টাকার যন্ত্র পাতি কেনা আছে আমাদের সরকারের, কিন্তু তারা ছোটোখাটো কোন ব্যাপারে সাধারণত নাক গলায়না, যদি আপনার আচরণ সন্দেহ জনক হয় আর আপনার খুব কাছের কেউ যদি কোন ধরনের ইনফর্মেশন না দেয় তাহলে কেউ তেমন ঘাটেনা । আর এখন না আগে থেকেই বাটন ফোন ও ট্র্যাক করা  যায়।  Cool

টার্গেট করা আর এমনিতে রেন্ডম সার্চ এ ধরা খাওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। যদি আপনার নামে কেউ তথ্য দিয়ে দেয়, তখন তো তারা আপনাকে টার্গেট করেই খুজবে। আর সেই সময় আপনি বাটন ফোন চালাইলেন নাকি স্মার্ট ফোন চালাইলেন, সেটা বড় কোনো ব্যাপার নয়। তারা আপনার লোকেশন ট্র্যাক করতে চাইলে করতে পারবে। তবে এগুলো সাধারনত বড় ধরনের ক্রিমিনাল ধরার জন্য ব্যাবহার করা হয়ে থাকে।

এবার আসেন রেন্ডম সার্চ। অনেকটা কেচো খুড়তে গিয়ে সাপ বের হওয়ার মতো হবে। ধরেন আপনি বাইরে বের হলেন, পুলিশ মূলত মাদক কারবারিদের ধরতে সার্চ করতেছে, হঠাৎ দেখলো আপনার ফোনে ক্রিপ্টো কারোন্স লেনদেন করার এপস, ওনারা কি আপনাকে ছেড়ে দিবে?

আপনার কথাও ঠিক আছে, আমার জানামতে এখন পর্যন্ত ক্রিপ্টো রিলেটেড যতোজন কে ধরেছে সবার ক্ষেত্রে স্পেসিফিক অভিযোগ বা যাকে ধরেছে তার খুব কাছের কেউ শত্রুতা করছে সেই জন্যে ধরেছে, আর আমার জানা মতে এই পর্যন্ত বাংলাদেশে ক্রিপ্টো বা বিটকয়েন নিয়ে গুরুতর অভিযোগ/মামলা ৫০টা বা তার নিচে, এই ক্ষেত্রে এলাকা অনুজায়ী পলিটিকাল বা ব্যাক্তিগত ঝামেলা ছাড়া এই পর্যন্ত রেন্ডম কাউকে ধরার রেকর্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগপত্রে নাই।

এখন আপনি বলতে সামনে তো হতেই পারে, এটার সাথে আমিও একমত বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বেশি ভালোনা আর, আর এই অস্থির পরিবেশে অনেক ভালো মানুষেরও অনেক সমস্যা হবে, শুদু ফোনে না আমার মতে আপনার বাড়িতে যেসকল ডিভাইস থাকবে সেগুলোকে সাব্ধানে রাখা উচিৎ জেনো পাসের বাড়িতে অভিযান চালাতে এসে আপনার বাড়িতে ঢুকে তেমন কিছু না পায়, কারন প্রতিটা এলাকাতে এমন লোকজন থাকেই যে একজনকে খুজতে আসে তখন শয়তানি করে আরেক বাড়ি দেখায়ে দেয় কিছু লোক। তখন ভালো মানুষ টাও বিপদে পরে যায়। এগুলা অনেক ভয়ংকর ব্যাপার যা সামনে অনেকের ক্ষেত্রেই ঘটবে।

গেস্ট ইউজার হিসেবে ফোন ব্যবহার করতে পারেন। একই ফোনে একের অধিক ইউজার একাউন্ট ব্যবহার করা যায়। একটি ক্রিপ্টোর জন্য ব্যবহার করবেন। আর একটি বাইরে যাওয়ার মত করে মডিফাই করে নিবেন। তবে, ভালো হয় এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার না করলেই। শুধু বাইরে না, বাসায়ও ব্যবহার না করাই ভালো।

আমি অলরেডি আমার ফোনে ট্রাই করেছি কিন্তু এমন কোনও ফিচার খুঁজে পাইনি। সম্ভবত আমি যে মডেল টা ইউজ করতেছি, সেটাতে এই ফিচার নেই। আপাতত ভারচুয়াল এন্ড্রয়েড ইন্সটল করেছি মোবাইলে আর এর ভেতরে আবার ক্রিপ্টো এপ্স ইন্সটল করেছি। আবার ভারচুয়াল এন্ড্রয়েড হাইড করার জন্য একটা ক্যালকুলেটর এপ ইউজ করতেছি। ব্যাবহার না করলে তো ভালো ভাই, কিন্তু আমরা এমন ভাবে জরিয়ে গেছি, ইচ্ছে করলেও ব্যাবহার বন্ধ করতে পারছি না। ধরেন কেউ একজন মেসেজ দিলো, কম্পিউটার চালু করা অবদি আমি জানতেই পারবো না যে আমাকে কেউ মেসেজ দিয়েছে। যোগাযোগ করার জন্য ও অনেক সময় স্মার্ট ফোন ব্যাবহার করতে হয়। এখন যতোটুকু সম্ভব সেভ থাকার চেষ্টা করতে হবে। এছাড়া আর কোনও উপায় দেখছি না আপাতত। তবে ডুয়াল স্পেস আছে এমন একটা ফোন কিনবো শিগ্রই।

কিছুদিন আগের আপনার একটা স্ক্রিকশট দেখছিলাম মনে হয় সেটা দেখে মনে হয় আপনি 'ম্যাক' ইউজার, আর যদি এমন হয় তাহলে আপনি একটা আইফোন কিনে নিতে পারেন সেটাই সবথেকে সেফ হবে। এন্ড্রয়েড সকল ফোনেই খুব সহজে স্পাইওয়ার প্রবেশ করানো সম্ভব, কিন্তু আইফোনে খুব সহজে প্রবেশ করানো যায়না, আর বাংলাদেশে এ্যাপেল এর যেহেতু  নিজস্ব কোনো সার্ভার নাই সেক্ষেত্রে বেশি নিরাপদ,  এ্যাপেল এমন একটা প্রতিষ্ঠান এ্যামেরিকার এফবিআই কেউ তারা তাদের ইউজারদের ডাটা দেয়না।

Edited.
30  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 31, 2023, 11:55:51 AM
ক্রিপ্টো নিয়ে আমি নিজেও ভয়ে থাকি। কখন কে কই দিয়ে ধরে ফেলে কে জানে। এজন্য একটা ছোট বাটন ফোন কিনছি স্যামসাং এর। বাহিরে গেলে ঐটা নিয়ে বাহিরে যাই। কাজটাজ হয়ে যায় যোগাযোগের এই আরকি। আর যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ি যে স্মার্ট ফোন না নিলেই না, যেমন কোনো অনুষ্ঠান, ঘোরা ফিরা, ট্রুর সেক্ষেত্রে ক্রিপ্টো রিলেটেট যা কিছু আছে, ওয়ালেট বলেন বা একচেন্জ বলেন (metamask, trust wallet, binance, kuCoin), সব কিছু আগে ফোন দিয়ে উড়াই   Grin। তারপর সেটা নিয়ে বাহিরে যাই। (আবশ্যই সব কিছুর ব্যাকআপ করা আছে আগে থেকেই)।

বাটন ফোন তো যোগাযোগ এর জন্য কাজে লাগে ঠিক আছে, তবে স্মার্টফোন আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে সেটা ছাড়া বাইরে যাওয়া প্রায় মুশকিল একটা ব্যাপার হয়ে গেছে। টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে প্রায় সব কিছুই স্মার্টফোন দিয়ে করা লাগে। আর বার বার করে ফোনে এপ ইনষ্টল করা, লগইন করা, আবার কেটে ফেলা একটা বিরক্তিকর ব্যাপার। এই ক্ষেত্রে মোবাইলে এপ হাইড করার কিছু এপস আছে যেগুলো ব্যাবহার করা যেতে পারে।

আমি মাঝে মাঝে এসব ব্যাপারে চিন্তা করি আবার ভাবি যে বাড়ির বাইরে তো তেমন একটা যাওয়া হয় না, আমার মোবাইল চেক করবে কে? কিন্তু কখনো যদি আজান দিয়ে ধরে ফেলে, তখন তো রক্ষা হবে না মামু। ভালো একটা জিনিস মনে করিয়ে দিয়েছেন।

ভাই কাউকে যদি টার্গেট করা হয় তাহলে যতোই চেষ্টা করুক না কেনো সে কোন ভাবেই বাংলাদেশের ইন্টেলিজেন্সিকে ফাকি দিতে পারবেনা, কয়েক হাজার কোটি টাকার যন্ত্র পাতি কেনা আছে আমাদের সরকারের, কিন্তু তারা ছোটোখাটো কোন ব্যাপারে সাধারণত নাক গলায়না, যদি আপনার আচরণ সন্দেহ জনক হয় আর আপনার খুব কাছের কেউ যদি কোন ধরনের ইনফর্মেশন না দেয় তাহলে কেউ তেমন ঘাটেনা । আর এখন না আগে থেকেই বাটন ফোন ও ট্র্যাক করা  যায়।  Cool
31  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin kwoledge is not complete without bitcoin investment on: October 30, 2023, 09:50:30 AM
OP you are right that knowledge in bitcoin is not complete without investing in bitcoin. If we want to do any work, first of all we need to gain knowledge about that work. Now I have acquired the knowledge to do business. For example, how to purchase goods? How to sell goods? I cannot do business easily if I am not shown practically in that regard. On the other hand, if we look at Bitcoin, we see the same phenomenon. On the other hand what is the use of gaining knowledge in Bitcoin if you don't invest in Bitcoin. Now if I have gained knowledge about Bitcoin in all aspects. For example, how to invest, how to save in wallet, etc. now how do I know that my knowledge about Bitcoin is complete? So I need to invest in Bitcoin to gain complete knowledge in Bitcoin. But beginners should invest small amounts. Of course everyone stay away from altcoins, choose Bitcoin.
I agree with you that one will not understand anything about bitcoin or fully master bitcoin technology without buying bitcoins and only learning. So I think to gain full idea about Bitcoin or to gain knowledge you need to invest in Bitcoin otherwise it is not possible to gain full knowledge about Bitcoin.And finally, I think you must ensure your own security before you can be considered a bitcoin bitcoinist.
32  Economy / Trading Discussion / Re: Know When to Stop. Lesson for Everyone, Particularly Investors on: October 27, 2023, 06:32:39 AM
I can attest to that mate  as I am also a trade loser from the past , even lose multiple times when I am starter but never that i lose my faith , and since I was not lucky in day trading , I focused in Holding and indeed , success is what i gain for years now.

Agree with you but I think stop loss should be used when you are willing to test whether and to that most of the time you are winning. If you use stop loss when you don't have much idea about the stop loss and you are brand new you should not use stop loss because you don't have much knowledge about its future. That's why you should first master the trading well and then use stop loss besides you can face loss most of the time.
33  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 27, 2023, 06:05:07 AM
আসলে জেই বিল্ডিং এ আগুন ধরেছে তার ১০ম তলাতে ব্যাকআপ তারা রেখেছিলো এখোন দেখার বিষয় পুরো সিস্টেম যদি পুরে যায় তাইলে সময় লাগবে অনেক, আর যদি ব্যাকআপ সিস্টেমের মাধ্যমে সবকিছু চালু করতে পারে তাহলে দ্রুতই সাভাবিক হয়ে যাবে।

এই ব্যাক আপ থাকার ব্যাপারটা কতোটা সত্য জানি না। তবে যেটা জানি সেটা হলো বাংলাদেশি কোম্পানিগুলো ব্যাক আপ রাখার ব্যাপারে একবারেই উদাসিন। আর যতোদূর জানি বিল্ডিং এর কয়েকটা ফ্লোর এ আগুন ছড়িয়ে গেছে ইন্টারনেট ক্যাবলের মাধ্যমে। ১০-১১-১২-১৩ এগুলোতেই সম্ভবত সবচাইতে বেশি আগুন ছড়িয়েছে। ব্যাকআপ যদি নষ্ট না হয়ে থাকে, তাহলে তো ভালো। তবে সারভার রান করার প্রওয়াজনীয় সব প্রোডাক্ট এই মুহুর্তে বাংলাদেশে পাবে বলে মনে হয় না। অঅর বিল্ডিং মেরামত করা ছাড়া এগুলো কিছুই করা সম্ভব নয়। বাংলাদেশে তো তদন্তের নাম করেই ১ মাস একটা যায়গা তালা মেরে রাখে।

ভাই ভ্যাট এবং ট্যাক্স ফাকি দেয়া অনেক সহজ হয়, কয়েক বছর আগে একটা বিল্ডিং এ আগুন ধরেছিলো নিউজ দেখছিলাম এক বিল্ডিং এই  ৩ হাজারের বেশি প্রতিষ্ঠান ছিলো।
আর এতে করে মরলে সব একসাথেই মরে। সাথে সাথে পুরো দেশের কোমড় ভেঙ্গে দেয়।

ব্যাক আপ আছে কিন্তু অজানা কারনে প্রশাসন এখোনো ভবনটির এ্যাক্সেস কাউকে দেয়নি, মানে সেখানে কেউ যেতে পারছেনা, যেহেতু সার্ভার স্টেশন আরো আছে তাই অন্য সার্ভার স্টেশন এর সাথে মাইগ্রেট করে কানেক্টেড করা খুব বেশি জটিল বলে মনে হয়না।

তবে আপনার সাথে আমি একমত যে একটা বিল্ডিং এর উপরে সবার নির্ভরশীল হওয়া মোটেও ভালো কোনো লক্ষন না। যখন যাবে তখন সবকিছু নিয়েই যাবে।
34  Economy / Economics / Re: What does being rich mean in your perspective? on: October 27, 2023, 01:53:59 AM
A person's wealth does not only mean being financially independent, but a person's wealth means being able to afford everything he needs for his life very well. If you think about it, you will see that people who have a lot of wealth in the world have a different way of life than others, which serves as an example to other ordinary people.
35  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 27, 2023, 01:29:36 AM
বাইদাওয়ে ভাই, ফেসবুক বা কোথাও তো এ বিষয়ে কোনো নিউজ চোঁখে পড়লো না। সোর্সটা যদি থাকে দিয়েনতো কেউ।

https://www.prothomalo.com/bangladesh/capital/08hubqfz9s

বাংলাদেশের প্রায় ৭০- থেকে ৮০ পার্সেন্ট ব্যান্ডউইথ এখান থেকে সাপ্লাই হয় - যার সব গুলোই এখন ডাউন - ঢাকা ট্রিবিউন কে একজন কর্মকর্তা জানিয়েছেন। কিছু কিছু আই এস পি এর সার্ভার ভবনের অন্য তলায় এবং কিছু কিছু সার্ভার অন্যান্য যায়গায়। তবে ইন্টারনেট যে পরিমান স্লো হয়েছে, সেটা কবে নাগাদ ঠিক হবে, সেটার সঠিক উত্তর কেউ দিতে পারবে না। বাংলাদেশের আরেকটি সমস্যা হলো ব্যাকআপ না রাখা। যদিও ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিগুলো সার্ভারের প্রয়োজনীয় মালামাল বিদেশ থেকে নিয়ে আসে, ভবনের মেরামতের কাজ শেষ করে সার্ভার সেটআপ করতে অনেক সময়ের প্রয়োজন। নতুন করে সার্ভার কনফিগার করতেও অনেক সময় লাগবে। আর সবচাইতে বড় ব্যাপার তাদের সব নতুন করে করতে হবে।

আসলে জেই বিল্ডিং এ আগুন ধরেছে তার ১০ম তলাতে ব্যাকআপ তারা রেখেছিলো এখোন দেখার বিষয় পুরো সিস্টেম যদি পুরে যায় তাইলে সময় লাগবে অনেক, আর যদি ব্যাকআপ সিস্টেমের মাধ্যমে সবকিছু চালু করতে পারে তাহলে দ্রুতই সাভাবিক হয়ে যাবে।

এরকম গুরুত্বপূর্ণ একটা সার্ভিস এর জন্র সব কোম্পানিগুলো একই বিল্ডিং কেনো বেছে নেয়? একটা বিল্ডিং এ আগুন লাগায় দেশের আনাচে কানাচে নেট বন্ধ হয়ে আছে। পুরো ডিজিটাল একটা দেশ, এক বিল্ডিং এর আগুনে এনালগ হয়ে গেছে।


ভাই ভ্যাট এবং ট্যাক্স ফাকি দেয়া অনেক সহজ হয়, কয়েক বছর আগে একটা বিল্ডিং এ আগুন ধরেছিলো নিউজ দেখছিলাম এক বিল্ডিং এই  ৩ হাজারের বেশি প্রতিষ্ঠান ছিলো।
36  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 19, 2023, 07:58:33 AM


শুভ কামনা রইলো @DYING_S0UL ভাই আপনার জন্যে পরিশেষে আপনিও ফুল মেম্বার হয়ে গেছেন।  ইনশাআল্লাহ সামনের দিকে আমরা আরো কিছু ভালো মেম্বার পাবো।
37  Local / Other languages/locations / Re: লোকাল বোর্ড on: October 14, 2023, 04:14:24 AM
আমাদের নিজস্ব লোকাল বোর্ড পেতে হলে আরো কাজ করতে হবে। আজকে Rikafip এর একটা থ্রেডে প্রশ্ন করেছিলাম, ২০২৩ এর মধ্যে আমাদের লোকাল বোর্ড পাওয়ার কোনো আশা আছে নাকি। তার মতে, আপাতত সেই সম্ভাবনা অনেক কম। তবে যদি একটিভ থাকতে পারি সবাই মিলে তাহলে কিছু একটা আশা করা যায়।

Can we expect to get our own local board for Bangladesh by the end of 2023 or maybe 2024? Do you think, if we have any hope for that?
Based on from what I have seen, chances to get youur own local board by the end of 2023 are not good but then again you never so all you can do really is remain active and eventually you will get your own local board like Nigerians did

ভাই আমার কাছে যেটা মনে হয় তা হচ্ছে আমাদের বাংলাদেশ বোর্ড পেতে আরো বেশ কিছু সময় লেগে যাবে, আবার সবাই যদি টেকনিক্যাল পোস্ট বেশি করে তাহলে আবার দ্রুত পাবার সম্ভাবনা আছে, কিছুদিন আগে @Little Mouse ভাই বলেছিলেন বাংলাদেশে টেকনিক্যাল পোস্ট খুব কম হয়। আমার মনে হয় এটাও একটা কারন হতে পারে। 
38  Economy / Trading Discussion / Re: Is a Standing Desk the Right Choice for Traders? on: October 10, 2023, 07:08:30 PM
Conducting trading basically requires a lot of time in a very quiet environment and if the environment in your home is nice, then you will enjoy mentally conducting the training and for this, you can get a long time and good success. Here the calm environment will make your trade more dynamic because when you conduct, the trade your attention will be on the trade and if the environment around you is full of chaos then you will not be able to concentrate well on the trade.
39  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 08, 2023, 07:03:06 PM
দারুন তো। আমি গত বছর একটিভ ছিলাম না। তো এই ব্যাপারে আমার তেমন কিছু জানা নাই। দেখে ভালো লাগলো যে নতুন মেম্বার রাও ফোরামের আগের বছরের কন্টেস্ট এর খোজ রাখেন। নাকি নতুন একাউন্ট এর পেছনে পুরাতন লোক? আচ্ছা পুরাতন হলেও সমস্যা নাই। শুধু মাত্র এবিউজ কইরেন না কিছু, তাহলেই হবে।
আমি ফোরামের আনাচে কানাচে হওয়া অনেক পুরাতন ঘটনা জানি, এর কারণ হচ্ছে আমি অনেক পড়েছি। যদিও এখন খুব বেশি পড়া হয় না। এই কথা এইখানে বলার উদ্দেশ্য হল নতুন হলেও অনেকেই জানতে পারে যদি তারা যথেষ্ট স্টাডি করে। তবে, এইখানে আমি আপনার সাথে অনেকটা একমত যে অনেকেই আসলে এবিউজ করে যেটা আমরা গত কনটেস্টেও কিছুটা বুঝতে পেরেছি।

ভাই এখানে সত্যি কথা বলতে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের পুরো ফোরামটা পরিচালনা করে, আর এটা মনে করার অনেকগুলা কারণও আছে, আমার মনে হয় একটা পরিবারের যদি পাঁচজন সদস্য থাকে কিছু কিছু অঞ্চল বা কিছু কিছু পরিবার আছে যাদের সবারই প্রত্যেকের নামে একটা করে একাউন্ট আছে যদিও নাম গুলো ফেক বা অরজিনাল নাও হতে পারে, তবে এটা আছে, আর যদি Bounty সেকশনে যান তাহলে তো বাংলাদেশী ছাড়া অন্য কাউকে খুঁজেই পাবেন না খুব মুশকিল বাংলাদেশের ছাড়া অন্য কাউকে খুঁজে বের করা.

এবার আসে আসল কথায়, অনেকে আছেন অনেক অল্প সময়ে অনেক বেশি পড়াশোনা করতে পারেন এবং যাদের ধৈর্য একটু বেশি তারা অল্প সময়ে অনেক কিছু জানতে পারে,  তবে যদি একাউন্ট একেবারে নতুন হয় এবং অল্প কয়েকদিন আগে জয়েন করেছে তাহলে গভীরভাবে জানা সম্ভব না,  তবে আপনার সাথেও একমত যে যদি অতিরিক্ত পড়াশোনা করতে থাকে বা সহযোগী কাউকে পেয়ে থাকে তাহলে অতি দ্রুত অনেক কিছু জানা সম্ভব।
40  Economy / Trading Discussion / Re: Is a 20% Annual Return good ? on: October 06, 2023, 03:02:03 PM
With my experience in the cryptocurrency market, I decided to develop a short-term Bitcoin spot trading strategy using the TradingView platform and its strategy programming tool. I managed to create a strategy that yields an average annual return of 20% according to backtesting. My question is, is this return acceptable, or in your opinion, what would be an acceptable or good return?

Usually, 20% percent profit in a year is very high. If we look at the banks, it is seen that most of the banks are giving 4% percent to 10% percent profit. Now if we look at banks then twenty percent profit is much higher and much more profitable than that. My suggestion is if you don't want to take risks and don't want to trade then 20% percent profit is more important for you.
Pages: « 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 ... 59 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!