Bitcoin Forum
July 04, 2024, 04:47:40 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 »
21  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 14, 2023, 04:56:09 PM
@mr corol,
আপনার এই মাসে পুরোপুরি ইনআক্টিভ হয়ে গেছেন। আপনারা অতি দ্রুত একটিভ হয়ে আপনাদের মূল্যবান পোস্টগুলো এখানে শেয়ার করুন। বিগত মাসে আপনাদের পোস্ট অনেক বেশি ছিল কিন্তু এ মাসে আপনারা প্রায়ই ইনআক্টিভ। যেহেতু আমরা সাফল্যের ধারপ্রান্তে এসেছি তাই এই অবস্থায় ইন একটিভ হলে চলবে না।
অনেক দিন ধরে অসুস্থ থাকার কারনে আমি ফরমে পোস্ট দিতে পারতাছি না। বেশ কয়েক দিন ধরে জ্বর ঠান্ডা লাগার কারনে ঘর থেকে বের হতে পারছি না। ফোন ঠিক মতো টিপতে পারছি না। সবাই আমার জন্য দুয়া করবেন অতিশিগ্রই জানি সুস্থ হয়ে যাই। গত মাসে অনেক গুলি পোস্ট করেছিলাম। এই মাসে পোস্ট না করতে পেরে অনেকটাই খারাপ লাগতাছে।  

@Rikafip ভদ্রলোক আজকে এপ্রিল মাসের সকল লোকাল বোর্ডের পোস্ট, মেরিট শেয়ার, কোন বোর্ডে কত এক্টিব মেম্বার এই সকল বিষয় নিয়ে একটা চার্ট তৈরি করেছেন। তার তথ্য অনুযায়ী।
এপ্রিল 2023 এর মধ্যে স্থানীয় সকল বোর্ডের পোস্টঃ এপ্রিল মাসে সর্বাধিক পোস্ট করা হয়েছে রাশিয়ান বোর্ডে যা এক নম্বর অবস্থানে রয়েছে। আমাদের বাংলা থ্রেড এপ্রিল মাসে পোস্ট করে ১১তম অবস্থানে রয়েছেন। সত্যিই অনেক ভালো লেগেছে যেখানে ইন্ডিয়ান, আরোবিক, স্পানিস, তাদের নিজস্ব বোর্ড রয়েছে, অথচ তাদের থেকে আমরা অনেক এগিয়ে আছি। আমাদের লোকাল থ্রেডের অনেইটাই উন্নতি হয়েছে।
এপ্রিল মাসের একটিভ মেম্বার সকল বোর্ডেরঃ এক্টিব মেম্বার দিক দিয়া ১ম অবস্থানে রয়েছেন রাশিয়ান বোর্ড। বাংলা থ্রেড এক্টিব মেম্বার মধ্য ৭ম নম্বর অবস্থানে রয়েছেন। আমারা অনেক লোকাল বোর্ডের থেকে আমরা এখানেও এগিয়ে আছি।
মেরিট শেয়ারের দিক দিয়েঃ রাশিয়ান বোর্ড ১ম নাম্বারে রয়েছেন। আমাদের বাংলা বোর্ড ৯ অবস্থানে রয়েছেন। আমাদের সব দিক দিয়েই অনেক উন্নতি হয়েছে।  আশা করা যায় আমরা অতি শীঘ্রই লোকাল বোর্ডে পেয়ে যাবো ইনশাআল্লাহ। @Rikafip স্যার আমাদেএ বাংলা থ্রেড ও পাকিস্তান থ্রেডের সম্পর্কে  বলেছেন তাদের কোন স্থানীয় বোর্ড নেই এবং অতি শিগ্রই পরিবর্তন হতে চলেছে। এবার মনে হচ্ছে আমরা সত্যিই লোকাল বোর্ডে পেয়ে যাবো আশা করছি।
মেইন ট্রপিকঃ এই তথ্য টি এই পোস্টে থেকে নেওয়া হয়েছে আর ভালো করে বুঝতে হলে এই পোস্টে ঘুরে আসতে পারেন।
বিশেষ করে এই পোস্ট টা দেখে আমার অনেক ভালো লেগেছে। সত্যি আমরা অনেক এগিয়ে গিয়েছি। আমরা প্রায় আমাদের সাফল্যর দুয়ারে প্রায় পৌঁছে যাব ইনশাআল্লাহ।
22  Economy / Gambling discussion / Re: Indian Premier League #IPL on: May 05, 2023, 05:03:37 PM
Today's 48th Match of Indian Premier League has started. Rajasthan Royals vs Gujarat Titans these two teams came to the field to play. Rajasthan Royals batted first and scored 118 runs. The runs that Rajasthan Royals scored were not the right runs to win. But I think Gujarat  Titans will win this match very easily. Rashid Khan of Gujarat Titans team has done very good bowling performance today. He took 3 wickets with 14 runs in 4 overs. Noor Ahmad took 2 wickets with 25 runs in 4 overs.
Rajasthan could not bat well today. Gujarat Titans batted brilliantly to win by 9 wickets. Gujarat won very easily finishing the game in just 13.5 overs. Wriddhiman Saha scored an unbeaten 41 off 34 balls. Shubman Gill was dismissed for 35 off 36 balls. Hardik Pandya batted brilliantly with 39 runs off 15 balls. Congratulations Gujarat Team.
23  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 05, 2023, 03:41:43 PM
.
কি একটা ব্যাপার দেখেন তো। এখন ফোরাম মোডারেটর রা এসেও আমাদের থ্রেড এর মেম্বারদের কে ওয়ার্নিং দিয়ে যায়। ব্যাপার টা নিশ্চই আমাদের থ্রেড এর মেম্বারদের গৌরবের। তাই না? কি বলেন Bnl248 ভাই? আমরা লোকাল রা অনেকেই কপি পেষ্ট দেখে বা সোর্স ছাড়া নিউজ দেখে রিপোর্ট করি না একটা কারনে, সেটা হলো আমরা চাই না লোকাল কেউ ব্যান খেয়ে যাক। তবে, কথা না শুনে কেউ যদি ব্যান খেয়ে যায়, তখন আমাদের আর কি করার থাকবে বলেন?
Bnl248 ভাই কে নিয়ে কত পোস্ট করা হচ্ছে , অথচ তিনি কোন ধরনের রিপ্লে দিয়ে সরি বা ভুল করেছেন, ক্ষমা চেয়ে কোন ধরনের পোস্ট করলেন না। ওই পোস্টগুলি ডিলেটও দিলেন না বা কোন ধরনের সোর্স লিংক যুক্ত করে দিলেন না। তিনি শুধু শুধু বাংলা লোকাল থ্রেডের দুর্নাম ছড়াতে এসেছেন। তার প্রোফাইলে গিয়ে পোস্টগুলি দেখলাম হয়তো তাকে খুব শীঘ্রই চান্দের দেশের টিকিট ধরিয়ে দিবেন।
@LDL ভাই ও @Learn Bitcoin ভাই আপনারা দুজনে তাকে সতর্ক করেছিলেন কিন্তু সে কানেই নিল না। যাইহোক তিনি ভুল শুধরে নিলেন না তার ব্যান খাওয়াই উচিত। তাকে আর নিষেধ করে লাভ নেই পরবর্তীতে কোন সোর্স থেকে কপি করে বা ট্রান্সলেট করে পোস্ট করলে‌ সোর্স লিংক যুক্ত করে না দিলে সাথে সাথে সবাই মিলে রিপোর্ট মেরে দেবো।‌ কেননা তার কারণে বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের ক্ষতি হোক তা আমরা চাই না।
24  Bitcoin / Bitcoin Discussion / Re: El Salvador has become the first country to make #Bitcoin legal tender! 🇸🇻 on: May 05, 2023, 01:43:44 PM
Fitch has upgraded 🇸🇻 El Salvador's credit rating 👀

Despite what the IMF says, adopting #Bitcoin seems to be paying off 🙌


Source
25  Economy / Gambling discussion / Re: T20 and T20I cricket prediction and discussion on: May 04, 2023, 02:03:54 PM
Sunrisers Hyderabad VS Kolkata Knight Riders

The 47th match of IPL Hyderabad vs Kolkata is going to start shortly. Kolkata won the toss and decided to bat. We can see last match Kolkata lost with Hyderabad. Kolkata has won 3 out of 9 matches so far. Hyderabad have won 3 out of 8 matches. Hyderabad point table 9 and Kolkata point table number 8. Today's match is playing at home in Hyderabad. Hyderabad will get a little more support from Kolkata.
26  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 04, 2023, 11:28:31 AM
The banking system is "sound and stable"
The banking system:

Source

ক্রিপ্টোকারেন্সির বাজার ‘অনিয়ন্ত্রিত’
গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)বন্ধ হয়ে যায়। এর পর সিগনেচার ব্যাংক নামের আরেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তার ওপর ক্রিপ্টোকারেন্সি তথা ডিজিটাল মুদ্রা খাতের ঋণদাতা ব্যাংক হিসেবে বিবেচিত সিলভারগেটও মুখ থুবড়ে পড়ে। একের পর এক ব্যাংক বন্ধের কারণে দুশ্চিন্তা বাড়েছে সকল দেশে।
বিস্তারিত প্রথম আলো নিউজ.
27  Economy / Gambling discussion / Re: Indian Premier League #IPL on: May 03, 2023, 04:42:16 PM
In the Mumbai Indians vs Punjab Kings match, Mumbai Indians won the toss and elected to bowl. Punjab Kings did not have a very good batting performance in the first phase when they came out to bat. However, after the fall of the wicket, Punjab Kings batted brilliantly, especially Liam Livingstone, who collected the most runs in today's match. Liam Livingstone collected 82 runs from 42 balls from his bat, which narrowly failed to score a century. In today's match, Punjab Kings collected their team runs by losing 214 wickets 3. at the top of the points table are Punjab Kings and Mumbai Indians at number 6 and 7 respectively. If Punjab Kings win today's match then they will increase their points and have a chance to change their position.
Mumbai Indians scored 54 for 2 in 6 overs. Rohit Sharma was dismissed for zero runs in three balls. Cameron Greene got out with 23 runs off 18 balls. Mumbai Indians are under a lot of pressure after the wicket. So far Ishan Kishan is unbeaten with 26 runs off 15 balls. Suryakumar Yadav and Ishan Kishan will need to play well if the team is to win. If both are out, it will be difficult for Mumbai Indians to win. Punjab will probably win today.
28  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 03, 2023, 09:48:39 AM
আমি ভাবছি সেই রেস্টুরেন্ট ব্যবসায়ীর কথা, যে দুইটা পিজা বিক্রি করে ১০ হাজার বিটকয়েন পেয়েছিল। আসলে যে লোকটা ডেলিভারি দিতে এসেছিল। সেই লোকটা কি কিছু বিটকয়েন সরিয়ে রেখেছিল নাকি সম্পূর্ণটাই রেস্টুরেন্টের মালিককে প্রোভাইড করেছিল। রেস্টুরেন্টের মালিক সবগুলো বিটকয়েন যদি হোল্ড করে রাখত তাহলে সে আজ কয়েক বিলিয়ন সম্পত্তির মালিক হতো অথবা সে যদি সবগুলো বিটকরেন মার্কেটে রিলিজ করে দিয়ে থাকে তাহলে সে হয়তো এখন নিজের হাত দিয়ে নিজের কপাল চাপড়াচ্ছে। রেস্টুরেন্টের মালিকের জন্য আমার সত্যিই বড় আফসোস হচ্ছে। আসলে কারো কি জানা আছে যে, ওই ১০ হাজার বিটকয়েন সে মার্কেটে রিলিজ করে দিয়েছিল নাকি সে ওই ১০ হাজার বিটকয়েন হোল করে রেখেছিল?

পিজা বিক্রেতা জারকস
লাসজেলোর কাছে যে ব্যক্তি পিজা বিক্রি করেছিলেন তার নাম জেরেমি (জারকস)। জারকস কোন পিজার দোকানদার ছিলেন না। তিনি মুলত দোকান থেকে ক্রয় করে লাসজেলোর জন্য পাঠিয়েছিলেন। এক সাক্ষাৎকারে জারকস বলেন, “বিটকয়েন যেহেতু একটা কারেন্সি, এইটা খরচ করতেই হবে। তাই তিনি ওই বিটকয়েনগুলো ৪০০ ডলারে বিক্রি করেছিলেন, প্রায় তিনি বলেছিলেন পিজা বিক্রির দাম থেকে ১০ গুন। কারেন্সি ট্রেড করে ১০ গুন পাওয়া অনেক বেশি।”
 নিউজ টি কয়েন আলাপ থেকে নেওয়া হয়েছে।


সে যে ইতিহাস গড়ে  গিয়েছে  আমি মনে করি  10000  বিটকয়েন তার নিকট আসলেই খুবই নগণ্য ,  এই ইতিহাস চাইলেও আর কেউ  এখন  ২০ হাজার বিটকয়েন দিয়ে কিনতে পারবে না ।  আর লাসজেলো   ঠিকই বলেছেন যে সবাই যদি বিটকয়েন হোল্ডিং করে তাহলে এর মূল্য আসলেই নেই কোন কিছুর সাথে এক্সচেঞ্জ করা হয়েছে বলেই এর মূল্য টা আসলে আমরা দেখতে পাচ্ছি। বিটকয়েনের তারা যত  একচেঞ্জ বা কেন বেচা হবে এর মূল্য ততই উপরে উঠবে,  যারা লাসজেলো   এর এই পিজ্জা কেনার  বিটকয়েনের অংক গুনে   আফসোস করে তারা আর ১০-১২ বছর পরে  কি করবে? Roll Eyes
ভাবা যায় যে লাসজেলো   তখন বিটকয়েন এর প্রাইস এত হবে সেটা তার চিন্তার বাইরেও ছিল তখন,  তাই আমি মনে মনে এখনো ভাবি যে আজ থেকে ১০-১২ বছর পরে বিটকয়েন এর দাম কোথায় যাবে!!!

সত্যিই তিনি যে ইতিহাস গড়েছেন যা কেউ কোনদিন তার মতো কোনো ইতিহাস গড়তে পারবেন না।
একটা কথা চিন্তা করে দেখেন, আমরা প্রতিদিন যে পণ্য কিনে থাকি তা দিন দিন পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু  জনাব Laszlo Hanycez বেলায় উল্টো হবে। তার পণ্যের দাম কেমন রয়েছে হয়তোবা একটু বেড়েছে। কিন্তু তার মূলধনের দাম দিন দিন ক্রমাগতভাবে বেড়েই চলেছে। নেক্সট জেনারেশন যখন তারই 10000 বিটকয়েনের বিনিময় ২ পিজ্জা কেনার কথা শুনবেন সবাই চমকে যাবেন।

29  Economy / Gambling discussion / Re: Indian Premier League #IPL on: May 03, 2023, 02:47:28 AM
A total of five matches have been played at the Narendra Modi Stadium in this year's IPL. Delhi's lowest score in yesterday's match was 130. But Gujarat lost by 5 runs. Mohammad Sami bowled brilliantly and took 4 wickets for 11 runs in 4 overs. Gujarat's victory was very easy but they lost in the end.
Gujarat scored 204 runs in the 13th matche at the same venue. But Kolkata won by 3 wickets.

In the last two matches we have seen very low run targets. RCB scored 127 runs but won by 18 runs. DC scored 130 runs but won by 5 runs.
30  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 02, 2023, 03:02:10 PM
অর্থ বিশেষজ্ঞরা 2023 সালের শেষের জন্য বিটকয়েনের মূল্য নির্ধারণ করেছেন
বিটকয়েন  ডিজিটাল ক্রিপ্টো মুদ্রা যার দাম কখন হ্রাস  বা বৃদ্ধি পাবে তা কেউ বলতে পারবেনা বলা অসম্ভব। তবুও আমরা আশা করছি শীঘ্রই ষাড়ের বাজার দেখতে পাবো। বিটকয়েনের বাজার সবসময়ই ওঠানামা করে, সঠিক ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে না  যে বিটকয়েনের দাম এত হবে। কোন কোন বিশেষজ্ঞ ভবিষ্যৎ বাণী করেছেন নিউজে শোনা যায় বিটকয়েন ১ মিলিয়ন ডলার হবে।

 Finbold নিউজে ২০২৩ সালের বিটকয়েনের মুল্য নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। গত মাসে বিটকয়েনের দাম $27,000 এবং $31,000-এর মধ্যে ওঠানামা করেছে। বাজারের একটি জটিল সন্ধিক্ষণে পৌঁছানোর সাথে সাথে এই বিষয়ে তাদের অন্তর্দৃষ্টি প্রদানের জন্য বিভিন্ন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা হয়েছে। 32 ফিনটেক এবং ক্রিপ্টো বিশেষজ্ঞদের বিটিসি-র জন্য তাদের বছরের শেষের মূল্যের পূর্বাভাস দিতে বলা হয়েছিল, বিশেষজ্ঞরা পরামর্শ দেন এবছরের বিটকয়েন সর্বকালের সর্বোচ্চ দামে $69,000 পৌছাবেনা, বলেছেন ২০২৩ সালের শেষের দিকে বিটকয়েনের দাম $35,459 এ তার শীর্ষে পৌঁছাতে পারে। তারা ভবিষ্যদ্বাণী করে যে বিটকয়েন 2025 সালের মধ্যে $99,781 এবং 2030 সালের মধ্যে $297,848 এ পৌঁছাবে, যা 2023 সালের জানুয়ারিতে প্যানেলিস্টদের করা অনুমান থেকে যথাক্রমে 29% এবং 58% বৃদ্ধির প্রতিনিধিত্ব করে।


সম্পূর্ণ নিউজটি এখান থেকে নেওয়া হয়েছে যারা আগ্রহী এখানে পড়তে পারেন পারেন।
31  Economy / Speculation / Re: The Bitcoin market is back on track on: May 02, 2023, 09:35:16 AM

2023-04-14 14:00,
Bitcoin touched its all-time high of $31K which is the 2023 market high. When the market reached $31K we had an idea that the Bitcoin market would soon reach $100K.
Thinking like this, suddenly the market was running down gradually. At other times, the market usually goes down very slowly, but during this period, the market started to go down very quickly and gradually, on 23-04-24 at 22:00, the price of Bitcoin reached $26,942.

After reaching $26,942, the Bitcoin market started to turn positive again. And by today very quickly the Bitcoin market reached $30,036.  

Basically I do not understand the reason for so much volatility in the market. Is this volatility a good sign of the market or a bad sign of the market?

Bitcoin is a digital currency, its price always fluctuates. But we see this year the prices suddenly fell, then suddenly started to rise again. No one can tell when the price of Bitcoin will go up or down. But the price of Bitcoin is expected to go up a lot soon. According to many researchers, we will see a bull market very soon.
32  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 01, 2023, 05:04:31 PM
April মাসে মোট পোস্ট হয়েছে=৪২৫(Space.ninja)

এপ্রিল মাসে যে সকল ভাইয়েরা সবচেয়ে বেশি একটিভ ছিলেন তাদের নাম ও পোস্ট সংখ্যা নিচে উল্লেখ করা হলো:

LDL মোট পোস্ট: ৩৫
Mr Corol মোট পোস্ট:৩০
Learn bitcoin মোট পোস্ট: ২৯
Bitcoin _people মোট পোস্ট: ২৯
rokssna.hee মোট পোস্ট: ২৯
Suzume মোট পোস্ট: ২৭
Little Mouse মোট পোস্ট: ২০
Crypto Library মোট পোস্ট: ১৩
NicNacCoin মোট পোস্ট: ১৩
tjtonmoy মোট পোস্ট: ১৩
Review Master মোট পোস্ট: ১২
Popkon6 মোট পোস্ট: ১১
Shasan মোট পোস্ট: ০৯
Negotiation মোট পোস্ট: ০৮

উপরের প্রত্যেকের পোস্ট সংখ্যা ম্যানুয়ালি কাউন্ট করা হয়েছে এতে ভুল হলে সংশোধন করার চেষ্টা করবেন।

Crypto Library ভাইয়ের এই সংক্রান্ত পোষ্টের জন্য অপেক্ষা করব। তিনি  Chart এর মাধ্যমে এই সংক্রান্ত বিষয়াদি খুব ভালোভাবে উপস্থাপন করতে পারে।
আমি এত পোস্ট দিছি নিজেও জানিনা, @LDL ভাইয়ের দেওয়া পোস্ট দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি, আমি এপ্রিল মাসে পোস্ট করে দুই নাম্বার অবস্থানে রয়েছি। বিশেষ করে লোকাল থ্রেডে সবসময় এক্টিব থাকার চেষ্টা করি, আমাদের লোকাল থ্রেডে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন আমি তাদের সব সময় ফলো করি। বিশেষ করে Little Mouse, Shasan, LDL, NicNacCoin, Popkon6, Crypto Library, Learn bitcoin, Bitcoin _people আমি আপনাদের সবসময়ই ফলো করি, আপনারা যখন লোকাল থ্রেডে কোন পোস্ট করেন। সাথে সাথে পোস্টটি পড়ি এবং পোস্ট  থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করি। এর মাঝে আমিও দুই একটা পোস্ট করি। তবুও আমার এ মাসে ৩০ টা পোস্ট হয়েছে।

যেভাবে আমাদের লোকাল থ্রেডে পোস্ট এর সংখা বৃদ্ধি পাচ্ছে, অনেকে ভাইয়ের রেংক আপ হয়ে উচ্চ রেংকে যাচ্ছেন, এক্টিব মেম্বার বৃদ্ধি পাচ্ছে, আশা করা যায় অতি তাড়াতাড়ি আমাদের বাংলা লোকাল থ্রেড একদিন লোকাল বোর্ডে পরিনত হবে।
@LDL ভাইকে অনেক ধন্যবাদ  এ মসে কে কয়টা পোস্ট করছে তার পোস্টে থেকে জানতে পারলাম।
33  Economy / Gambling discussion / Re: T20 and T20I cricket prediction and discussion on: May 01, 2023, 03:30:27 PM
RCB VS LSG

Kohli and Duplessis are showing good batting performance at the start of Royal Challengers Bangalore. Nobinul Haque, who is a very good man, has taken four wickets in 4 matches. And even today Duplessis was in the run out position luckily not out by a narrow margin. Lucknow Super Giants are showing a very good performance in terms of bowling and if Bangalore can stay on the field like this and score more than 200 runs today, it will be a very tight battle between the two teams. The Powerplay is yet to see the fall of any wickets and looking at the points table the difference between the two teams is just 2 points.

Kohli and du plessis are performing well in RCB opening bat. So far LSG has not taken any wicket and RCB has not collected more runs than overs. In the previous match we have seen that LSG scored the highest runs in this IPL. The way RCB scored runs is not much for LSG. I don't think it will be possible for RCB to score 200 runs if they score like this.
and already Virat Kohli is out and RCB's run rate has reduced further. At the moment RCB's 72 runs 11.1 over 1 wicket if the run rate is like this then RCB will not be able to score more than 150 runs in today's match.

The way Royal Challengers Bangalore's wickets are going now, it seems that it will be difficult for them to score 130 runs in this match.
3 wickets down and 80 ran already.

Edit
Bangalore have so far scored 93 runs with 4 wickets in 15.2 balls. Virat Kohli scored 31 runs in 30 balls, the strike rate is very poor. Anuj Rawat was dismissed for 9 runs off 11 balls. Maxwell was out for 4 runs off 5 balls. Suyash Prabhudessai was dismissed for 6 runs off 7 balls. Faf du Plessis is unbeaten on 40 off 36 balls. Bangalore did not bat well today. It has already started raining. The match was stopped due to rain.
Edit. the match resumed after the rain stopped, RCB scored 126 for 9 wicket in 20 overs. Which is the lowest score in IPL this year.Today match is very easy for LSG to win, I think LSG will easily win the match today
34  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 01, 2023, 08:11:17 AM
বিয়ার মার্কেটের অবসান; বুলরান শুরু?
আমরা হয়তো অনেকেই জানি না বিয়ার মার্কেট কী? বিয়ার মার্কেট হচ্ছে যখন কোনকিছুর দাম খুবই কমে যায় তখন তাকে বিয়ার মার্কেট বলে।
এখন বুলরান কী? বুলরান হচ্ছে যখন কোন কিছুর দাম দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে বুলরান বলা হয়।



বিটকয়েনের বিয়ার মার্কেট এর অবসান বুলরান শুরু নিয়ে কয়েন আলাপে আর্টিকেল লিখেছেন যারা আর্টিকেলটি পড়েননি পড়ে নিতে পারে
35  Bitcoin / Bitcoin Discussion / Re: humanity's dream to make a money on: May 01, 2023, 03:54:25 AM
It was humanity's dream to make a money without working ,the bitcoin miner can give u money  without work bitcoin, and all other digital currencies have achieved this dream as well.

First of all how do you want to earn money from Bitcoin? If you say invest then I think.
Only those who have wealth left by their ancestors can invest without working. Now what do those who do not have the resources to invest in Bitcoin? They have to earn money by working first and then invest. In addition to investing in Bitcoin, it is important to work. investing in bitcoins is not only profitable but also has the possibility of losses. What do you do when you lose investment? Then you have to sit on the way. So you have to invest in bitcoins in addition to working.
36  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin overshadowed by economic lie on: April 30, 2023, 03:16:03 PM
In the country that I live, Bitcoin has a stigma of being a scam because our own government warn the public to not engage on Bitcoin investment due to a lot of scam involves it and the volatility is high. Most of the people here including the old professional don’t dare to touch it despite Bitcoin already has good price history.
People in your country can invest in Bitcoin with caution. You don't make any kind of criticism by investing in Bitcoin. You can invest in Bitcoins while maintaining privacy.

Same situation in my country, still Bitcoin is not legal in my country. If the government of my country hears that I am investing in Bitcoin and introducing more people, they will punish me under the law. Still I am investing in bitcoins keeping privacy and trying to spread the idea of ​​bitcoins to close friends of acquaintances.
Bitcoin has been legalized in many countries of the world, it is expected that gradually all countries of the world will legalize Bitcoin.
37  Economy / Gambling discussion / Re: T20 and T20I cricket prediction and discussion on: April 30, 2023, 02:13:41 PM
Mumbai Indians vs Rajasthan Royals
The 42nd match of IPL Mumbai Indians vs Rajasthan Royals is going to start. Rajasthan won the toss and elected to bat. So far Rajasthan have played 8 matches and won 5 of them, they are at number two at the top of the points table. Mumbai Indians played 7 matches and got 3 wins. Standing 9th in the points table. I think Rajasthan has more chances to win today's match. Who do you think will win today's match?
38  Economy / Gambling discussion / Re: Indian Premier League #IPL on: April 30, 2023, 01:30:45 PM
Chennai Super Kings batting is performing so well.
Gaikwad not too good with the bat and and score 37 runs with 31 balls but Conway did well job and smashed Punjab bowlers. he scored 92 off 52. Unfortunately he did not hit century and only 8 runs short to hit but team will really appreciate his today batting. Dhoni smashed 2 sixes and now Punjab have to score 201 to win this match.
In the 41st match, Chennai Super Kings scored a 200. Ruturaj Gaikwad's batting was not very good but Conway and Dhoni took the match to a reliable stage. Conway's 52-ball innings of 92 provides enough support to push the match to 200 runs. With his good performance, captain Dhoni did not do less. He made a score of 14 runs off just 4 balls. Conway and Dhoni were unbeaten with a strike rate of 176 and 325. In this session a 200 score is very common for almost all teams in this tournament. By this match Punjab Kings might be able to show something different.
Chennai Super Kings vs Punjab Kings. CSK batted first and scored 200 runs by taking 4 wickets in 20 overs. Conway batted brilliantly, scoring 92 not out from 52 balls, narrowly missing out on a century.
So far PBKS has scored 151 runs with 4 wickets in 16 overs.They need 52 runs from 24 balls to win, Today I think Punjab can win.
39  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 30, 2023, 03:59:35 AM
বিটকয়েন অর্ডিনাল নিয়ে বিতর্ক থাকলেও বিটকয়েন অরজিনাল এর প্রতিষ্ঠাতা কয়েনডেস্কের সাথে এক সাক্ষাতকারে বলেন যে, শখের বসে তৈরি করা একটি প্রজেক্ট যা সারা পৃথিবীতে এতটা সাড়া ফেলবে। তিনি তা কল্পনাও করেননি। তার কাছে মনে হয়েছে এইটা মানুষকে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শিখার জন্য একটি উপযোগী মাধ্যম। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হল বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ে জনগণের জ্ঞান বৃদ্ধি করা এবং একজন ব্যবহারকারী হিসাবে বিটকয়েন ব্যবহার করার জন্য উৎসাহ দেওয়া।

এই প্রজেক্টে কিছু মৌলিক বিষয়গুলি শামিল হয়েছে, যেমন বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি কি, কিভাবে এগুলি কাজ করে, বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সির সাথে তুলনা করা, বিটকয়েন মাইনিং কি এবং কিভাবে এটি কাজ করে এবং কিভাবে একজন ব্যবহারকারী বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন। এছাড়াও, প্রজেক্টটি একজন ব্যবহারকারীকে বিটকয়েন ফুল নোড কি এবং একটি ফুল নোড কিভাবে সক্রিয় রাখতে হবে সেই বিষয়ে শিক্ষা প্রদান করে।

একটা কথা না বললেই না, বিশ্বের যত বড় বড় ব্যক্তিবর্গ বা বড় বড় প্রতিষ্ঠান, যা আছে তারা মূলত শখের বসেই একটা বড় ব্যবসার সূচনা করে ফেলেন। যা পরবর্তীতে সারা পৃথিবীতে শোরগোল ফেলে দেয়। আপনারা সবাই জানেন ফেসবুক কিভাবে প্রতিষ্ঠিত হয়, এটাও কিন্তু মার্ক জুকারবার্গ ও তার ফ্রেন্ডরা কয়েকজন মিলে শখের বসেই, শয়তানি করতে করতেই ফেসবুকের আবিষ্কার করে ফেলেন।

কেউ কি জানতো ২০০৮ সালের ১৮ই আগস্ট “সাতোশি নাকামোতোর” তৈরি করা বিটকয়েন বর্তমান পৃথিবীর ভার্চুয়াল মুদ্রা বাজারে একটি বৈপ্লবিক বিস্ফোরণ ঘটাবে।

কয়েনালাপের পোষ্টের সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই, বিটকয়েন অর্ডিনাল কি আসলেই সাতোশি নাকামোতোর বিটকয়েনের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেবে?

আরো বেশি জানার জন্য কয়েনলাপের পোষ্ট থেকে ঘুরে আসতে পারেন

ভাই আপনি হইতো জানেন না যে আপনি যে বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে পোস্ট করলেন ওই পোস্ট অনেক দিন আগে @Little Mouse ভাই পোস্ট করেছিল ভাই আপনি পোস্ট করার আগে ভালো করে দেখবেন আপনি যে পোস্ট করতে জাচ্ছেন আসলে এই পোস্ট আগে কেউ করেছে কিনা সেইটা একটু ভালো করে দেখে নিবেন যুদি দেখেন কেউ পোস্ট করে নাই তাহলে আপনি পোস্ট করতে পারেন সমস্যা নেই আসা করি আপনি বুঝতে পারছেন নেক্সট টাইম এইরকম ভুল করবেন না
অরজিনাল পোস্ট
@Lucky Star আপনি হয়তো ভালোভাবে বুঝতে পারেননি @Little mouse ভাই অনেকদিন আগেই এই বিটকয়েন অর্ডিনাল নিয়ে এই পোস্টটি করেছিলেন, তিনি বলেছিলেন এখন ও তার খুব একটা ধারনা নেই, বলেছিলেন কেউ বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে জানেন তাহলে শেয়ার করবেন। আর তিনিও আমাদের মাঝে বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে শেয়ার করতে চেয়েছিলেন। @roksana.hee আপা না ভাই বুঝতে পারছি না Grin হয়তো এই তথ্যটি আমাদের মাঝে ভালোভাবে প্রেজেন্ট করতে পারেননি।
যারা বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে জানেন না। এই আর্টিকেলটি বিশেষ করে বিটকয়েন অর্ডিনাল সম্পর্কেই লেখা হয়েছে যারা এই আর্টিকেলটি পড়েন নাই যাদের ইচ্ছা পড়ে নিতে পারেন
40  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 29, 2023, 11:35:49 AM
#Bitcoin


Source
Pages: « 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!