Bitcoin Forum
June 17, 2024, 06:58:37 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 [2]
21  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 22, 2023, 09:13:04 AM
ভাই আর কি কি ইউজারনেম আসতে পারে?
এমনিতেই Learn Crypto সবাই বলছে এটা নাকি আমার একাউন্ট হতে পারে। আজকে আবার Learn gambling চলে আসছে। বাহ! ভালোই তো!
Learn Crypto এবং Learn gambling এর পরে হয়তো নতুন করে অন্য কোন নামে একাউন্ট দেখতে পাবো কিন্ত মনে হয়না Learn Bitcoin এর মতো কোন মেধাবী জ্ঞানী কোন মেম্বার দেখতে পাব।যদি বাংলা বোর্ডে কোন মেধাবী জ্ঞানী মেম্বার এর আগমন ঘটে তাহলে সে এই রকম Learn Crypto এবং Learn gambling এই সব নামে ফোরামে প্রবেশ করবে না।এই মেম্বার গুলো হয়তো মনে করছে এই সব নাম দিয়ে একাউন্ট খুললে হয়তো তারা Learn Bitcoin এর মতো পোষ্ট করতে পারবে।আমি মনে করি Learn Bitcoin নাম এটি একটি ব্যান্ড হয়েছে যার জন্য কিছু মেম্বার এই ধরনের নাম ব্যাবহার করা শুরু করেছে।
22  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 22, 2023, 07:32:11 AM
আমি গত কয়েকদিন ধরে একটা জিনিস ভালো ভাবে ফলো করলাম পাকিস্তান থ্রেড এ জুনিয়র দের অনেক পুরুষ্কার দেওয়া হয় এবং তাদের উন্নতির জন্য তাদের অনেক পুরুষ্কার দেওয়া হয়।

সেই পুরুষ্কার পাওয়ার জন্য সেখানে আপনেউ অংশগ্রহণ করেছিলেন কিন্ত দুঃখের বিষয় আপনি সেখান থেকে কোন পুরস্কার পাননি।

সিনিয়ররা সেখানে জুনিয়র দের অনেক সাহায্য করে তাদের র‍্যাংক আপ হওয়ার জন্য। কিন্তু আমাদের থ্রেড এ অত টা করা হয়না।
আপনি যদি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারেন তাহলে এমনি আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন ।আমি মনে করি অন্য দেশের থ্রেড গিয়ে যোগ্যতা পাওয়ার জন্য Congratulations এবং source source link গুলো পোস্ট না করে আপনি আপনার পোস্ট কোয়ালিটি ভালো করুন তাহলে এমনি আপনি আপনার র‍্যাঙ্ক বৃদ্ধি করতে পারবেন।

যদি আমরা পোষ্ট করার পর আমাদের প্রাপ্য সম্মান টুকুই না পাই তাহলে তো সবার আগ্রহ উঠে যাবে। আর যদি তারা পোষ্ট করার পর তাদের সম্মান পায় তাহলে তারা আরো ভালো কিছু পোষ্ট করার আগ্রহ প্রকাশ করবে।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আপনি এত সুন্দর সুন্দর পোস্ট করার পরেও আপনাকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি।আপনার পোস্ট কলেটি আমার কাছে অনেক ভালো লেগেছে যার মধ্যে source source link গুলো আপনি বেশি ব্যবহার করেছেন।
23  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 21, 2023, 02:19:16 AM
বাংলায় অনুবাদ করার জন্য গুগল ট্রান্সলেটর বাদে আমি অন্য কি উপায়ে অনুবাদ করতে পারি যদি কেউ একটু বুঝিয়ে বলতেন?

অগ্রিম ধন্যবাদ।
Google Translate ছাড়াও আরো কিছু অ্যাপ আছে যেমন Microsoft Translator, iTranslate, U-Dictionary আরো আছে কিন্তু এইগুলাই বেশি জনপ্রিয় আপনে এগুলোর মাধ্যেমে বাংলায় অনুবাদ খুবই সহজেই করতে পারবেন। আর যদি আপনি অন্য কারো পোস্ট ট্রান্সলেট করতে চান। তাহলে নিজের ভাষায় করেন ট্রান্সলেটর ব্যবহার করে কিছু কিছু ওয়ার্ড আপনি নিজেই বুঝতে পারবেন না। কারণ আমরা সঠিক বাংলাতে অভ্যস্ত না। আর এ কারণে আমরা সঠিক বাংলা বুঝি না কারণ আমরা আঞ্চলিক ভাষায় অভ্যস্ত
24  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 20, 2023, 10:18:10 AM
প্রশ্ন:- একটি বিটকয়েন টল্ক একাউন্ট মাল্টিপুল একাউন্ট কিনা, এটি চেক করার জন্য এমন কোন ওয়েবসাইট আছে কি?
হ্যা বিটকয়েন টল্ক একাউন্ট মাল্টিপুল একাউন্ট আছে কিনা এটা চেক করার জন্য আপনি
1. https://bpip.org/Profile?id=3506304
2. https://loyce.club/
3. https://ninjastic.space/user/id/191192
এই তিনটি টুলস এর মাধ্যেমে আপনে চেক করতে পারবেন যদি কারো মাল্টিপুল একাউন্ট থাকে।তবে বিটকয়েন টল্ক একাউন্ট গুলো যদি একই  ওয়ালেট একাদিক একাউন্ট গুলোতে ব্যাবহার করে তাহলে আপনে এই টুলস গুলোর মাধ্যেমে খুবই সহজেই সনাক্ত করতে পারবেন মাল্টিপুল একাউন্ট ব্যাবহার করে নাকি।
Pages: « 1 [2]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!