Bitcoin Forum
July 03, 2024, 12:34:21 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 [105] 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 »
2081  Local / Other languages/locations / Re: কোনো পোস্ট বা টপিকে টোটাল মেরিট দেখার উপায on: May 23, 2023, 11:49:54 AM
আমার জানা খুব ইচ্ছে, তোমরা এই পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? "learn bitcoin" তাদের পোস্টে এই ধরনের লেখা নেই।
অমার ধারণা উনি এটা নিজেই লিখেছেন। Quote করতে গিয়ে ওনার লেখাগুলো আমার পোষ্ট এর ভেতরে চলে গেছে। আমার আগের পোষ্ট এ আমি এটা উল্যেখ করেছি। আশা করি উনি এডিট করে ঠিক করে ফেলবেন  Smiley

আপনি মনে হয় পোষ্ট কোটিং এ একটু ঝামেলা করে ফেলেছেন। আমার পোষ্ট এর ভেতরে আপনার লেখো ঢুকে গেছে।  Grin
2082  Other / Meta / Re: Dear moderator on: May 23, 2023, 11:43:47 AM
At present one person can use multiple accounts in Bounty camp in but it was not like this before so is the quality of our work decreasing day by day I request moderators and those who are in higher position to control this work
I am not sure if you are a bounty manager or if you are relying on a bounty manager. I hardly believe you are a bounty manager with three activities. If I am not wrong, multiple accounts were allowed to register in the forum from its start. It's up to the campaign manager whether he will allow multiple accounts. It's his responsibility to check if someone is enrolling with multiple accounts. Back in the old days, theymos had to add a scammer tag manually if it was proven that someone was a scammer. Cheating in the bounty campaign is a scam as well. Since implementing the Trust and feedback system, theymos removed the scammer tag from the forum. Choose a reputed bounty manager who will check multiple accounts. This is not the moderator's Job.
2083  Local / Other languages/locations / Re: কোনো পোস্ট বা টপিকে টোটাল মেরিট দেখার উপায on: May 23, 2023, 10:37:35 AM
Edited Out
আপনি মনে হয় পোষ্ট কোটিং এ একটু ঝামেলা করে ফেলেছেন। আমার পোষ্ট এর ভেতরে আপনার লেখো ঢুকে গেছে।  Grin

আজকে হঠাৎ কি করে যেনো মনে হলো বিটকয়েনের হোয়াইট পেপার নিয়ে একটু ঘেটে দেখি। আমি এমনিতে টুকিটাকি পড়লেও কখনো পুরোটা পড়া হয় নাই। তা ছাড়া আমি ইংরেজিতে ন্যাটিভ না। তো আমি বাংলা ভার্শনে হোয়াইট পেপার খুজতে গিয়ে দেখি অফিশিয়াল ওয়েবসাইটেই বাংলায় ট্রান্সলেট করা হোয়াইট পেপার আছে। ট্রান্সলেটর এর একজনের নাম তন্ময় সরকার। ওনার গিটহাবে এতমন কোনো একটিভিটি দেখলাম না। আরেকজনের নাম সাফিউন মিরাজ, ওনার আবার টুইটার একাউন্ট ডিজেবল হয়ে আছে কোনো কারনে।

তো বাংলা হোয়াইট পেপার ডাউনলোড করে যখন প্রিন্ট করতে যাবো, ভাবলাম একটু পড়ে দেখি। পড়তে গিয়ে পুরাই আবুল হয়ে গেলাম। সিরিয়াসলি ভাই আমি কিছুই বুঝতেছিনা। এমন নয় যে টেকনিক্যাল বিষয় গুলো বুঝতেছিনা, আমি আসলে সহজ জিনিস গুলোও বুঝতেছি না। এর কারন কি জানেন? ট্রান্সলেটর গন অটোমেটিক ট্রান্সলেট মেরে দিয়েছেন। এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিসে এরকম জগাখিচুরী না পাকিয়ে রাখলেও হতো। আমাদের থ্রেড ইংলিশে খুব ভালো এমন কেউ কি এটা পুনরায় ট্রান্সলেট করতে আগ্রহী? Little Mouse ব্যাপার টা একটু দেখবেন কি? আমি করতে চাচ্ছি না কারন আমার ইংলিশ চালিয়ে নেয়ার মতো হলেও টেকনিক্যাল জিনিস গুলো আমি এক্সপ্লেইন করতে পারবো না।
2084  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 23, 2023, 06:08:26 AM
যাহোক প্রস্তুতি গ্রহণ করতেই হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ‌ বউ নেই কি হয়েছে , একলা একলা পিজ্জা তৈরি করলেও খারাপ হবে না ।।


আজকে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের) একটা ভাষণ  মনে পড়লো, যার যা আছে তা নিয়েই লড়ো। আপনারা প্রস্তুতি নিন পিজ্জা বানান শুরু করে দিন। যাদের বউ আছে তারা বউ দিয়া বানান  Grin। আর আমার মতো যাদের বউ নাই তারা কী করবেন Huh নিজে একাই শুরু করে দিন।

প্যাড়া নেয়ার কোনো দরকার নাই। পিজ্জা খেতে কেমন হবে, সেটা কিন্তু কেউ দেখতে আসবে না। আপনার পিজ্জার রেটিং দিবে সবাই সেটার ডেকোরেশন লুক দেখে। সুতরাং খেতে অখাদ্য হলেও সমস্যা নেই। আপাতত দেখতে সুন্দর হয় এমন পিজ্জা বানানো তে লেগে পরুন  Cheesy। সব চাইতে বড় কথা হলো, কনটেস্ট এ প্রাইজ জেতার চেয়েও, অংশগ্রহণ আনন্দময়। তবে উইনার হলে অবশ্যই ভালো লাগবে। কিন্তু আমার মনে হয় না আমরা বাংলাদেশিরা গুড লুখিং পিজ্জা বানানো তে এক্সপার্ট! আমরা পিজ্জা বানাই বা কিনে খাই কোনো একটা অকেশনে। আর অন্যান্য দেশের মানুষ পিজ্জা দুপুরের বা রাতের খাবারের জন্য বানায় বা কিনে নিয়ে আসে। সুতরাং তাদের সাথে আমাদের কম্পেয়ার করাটাও ঠিক হবে না।

তাই সবাইকে বলবো, উইনার হওয়ার জন্য নয়, বরং আপনার নিজেকে এবং বাংলাদেশ থ্রেড এর প্রতিনিধি হয়ে নিজে পারটিসিপেট করুন। ভাগ্য ভালো হলে উইনার হয়ে যেতেও পারেন। সবাইকে শুভ কামনা!

শুভ বিটকয়েন পিজা দিবস। আমি এই দিনটি তখনই উদযাপন করবো যখন আমি পিজার জন্য বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারবো। তাহলে সেটা সার্থক হবে আমার জন্যে।

কেমন হয় যদি আমি আপনার অর্ডার একসেপ্ট করে আপনার ঠিকানায় পিজ্জা পাঠিয়ে দেই? আর আপনি আমাকে বিটকয়েনে পেমেন্ট করবেন? অনেকটা সেই লাজলোর মতো ব্যাপার হবে। তবে আমরা আসলেই এতো টা পিছিয়ে আছি। আজকের দিনে বাইরের দেশের কিছু শপ বিটকয়েন পেমেন্ট একসেপ্ট করে, এর জন্য থার্ড পারটি ব্যাবহার করতে হয় না। আজকের বাংলাদেশে আপনি থার্ড পারটি ছাড়া পেমেন্ট করতে পারবেন না। তবে হয়তো ভবিষ্যতে কোনো দিন সম্ভব হতেও পারে!

আপাতত আপনি চাইলে আমরা দুজন মিলে একটা হিস্টোরি ক্রিয়েট করতেই পারি!
2085  Economy / Reputation / Re: Account Connected Full member/Hero member spammer & bounty cheater on: May 23, 2023, 05:49:41 AM
You have created this account just to post like this one? All three posts you made hunting bounty cheaters and alt accounts. Why not write from your main account? After all, you are not fighting against a DT. So, you should not have a fear of anything. You should have the balls to write against bounty spammer if you want to expose cheaters. I guess you have a good-ranked account and you can use that account to post in Timelord2067's dedicated thread for alt accounts instead of creating a new thread every time.

BTW, You should know that multiple accounts are allowed and if someone doesn't cheat on any campaigns, there is nothing to do. Next time try to dig out if they have cheated or not.
2086  Other / Meta / Re: [Bitcointalk Party - Discord sv] Bitcoin Pizza bake-off contest! Enter by June 1 on: May 22, 2023, 08:42:29 PM

Prizes this year include:
  • Betnomi Custom Ledger Nano X

Ahhh. I hope they don't come with the latest firmware update! Even if they do, I don't know if anyone would subscribe to their new service.

Anyways, Thank you Cyrus for continuously arranging the contest for the 4th year. I was waiting for the announcement so I can start gathering items! I will surely bake one worst-looking pizza and I hope I will be able to maintain the test well. I am going to try a new thing this year. I wish we can celebrate Bitcoin Hilsha Day. But, that's not going to happen. As Crypto Library Suggested in our Local thread, I will try a Hilsha Pizza  Cheesy. Sadly, you guys won't be able to try my Hilsha Pizza.
2087  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 22, 2023, 07:47:10 PM
---

আমিও এটাই পোস্ট করতে গিয়েছিলাম। তারপর দেখি আপনি পোস্ট করেছেন। আগের পোস্ট নিয়েও রিসার্চ করার পর পোস্ট লিখতে গিয়ে অলরেডি ২ জন উত্তর দিয়ে ফেলেছেন  Cheesy একই উত্তর আর দিতে চাই নি বলে আর পোস্ট করিনি। তবে যাই বলেন না কেনো, ব্যাপার টা আমার কাছে ভালো লাগছে।

গাভিন ভাইয়ের কথায় আসা যাক। আমিও দেখেছি উনি সিগনেচার ক্যাম্পেইন ওপেন করে নাই। ওনার Faucet সাইটে প্রতিদিন একজন ৫ বিটকয়েন করে ক্লেইম করতে পারতো। সেটা আবার রিফান্ড করার এড্রেস ও দিয়েছিলো তার থ্রেড এ। উনি প্রথমে ১১০০ বিটকয়েন দিয়ে শুরু করেছিলেন। চাইলে থ্রেড থেকে ঘুরে আসতে পারেন Get 5 free bitcoins from freebitcoins.appspot.com

মজার ব্যাপার কি জানেন? ওনার থ্রেড এর প্রথম রিপ্লাই টা দিয়েছে লাজলো! যাকে নিয়ে ২২ মে এর পিজ্জা ডে এর এতো আয়োজন। একজন ১০ হাজার বিটকয়েন দিয়ে পিজ্জা কিনে। আরেকজন ১১০০ বিটকয়েন দিয়ে Faucet সাইট রান করে! বাহ
2088  Bitcoin / Bitcoin Discussion / Re: Wife discovers husband's hidden Bitcoin during divorce proceeding on: May 22, 2023, 03:17:08 PM
Well, things are not the same everywhere. I would say the husband failed because he couldn't keep his privacy. If it were in a wallet where we were holding his bitcoins, it would be wise to use a Mixer or do some mixing transactions between wallets and keep it in a single wallet. Finding a wallet where some bitcoins were sitting without any transaction in the last couple of years is not easy. But, if he were doing transactions and holding his Bitcoin in the same wallet. That's his mistake.

However, I don't suggest doing it since it's cheating. I just shared my opinion on why it was his privacy failure. But, when it comes to follow the rules and regulations, you should be honest there. Let's say I am holding a good portion of Bitcoin, I will tell my partner that I am holding it.
2089  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin Pizza Day 2023 on: May 22, 2023, 03:00:58 PM
If I wish I am at your location on this pizza day event to celebrate with you guys. And also I was thinking that Pizza days competition thread would be created this day to see the next winner of the competition but I couldn't see this year. I am only seeing different threads on the pizza. What happened? That event/competition in the forum is for fun and made the forum lively. Now there are different threads on pizza that littering the forum and the board.
I guess you know about [Bitcointalk Party - Discord sv]. This thread was created back in 2020 Just to organize the Pizza baking contest. So, this is the official Bitcointalk Pizza Content thread and also the Official BitcoinTalk Discord server thread. The last three contest was organized within this thread, and I hope this year it will remain within this thread. You may see a different thread in the Games and Round sections or Cyrus may choose to bump the old one.

For now, Cyrus Preparing the contest and you may see the announcement very soon. Creating a new thread every year for same contest is not mandatory. If he choose not to create another one, I don't see any problem. About other threads created in different boards, this is a historic event and people might want to share their excitement. Maybe they are not familiar with different boards so they end up creating topic without knowing that similar threads were created.
2090  Local / India / Re: Cash Out my Bitcoin In India on: May 22, 2023, 02:47:50 PM
I am not sure whether travellers from Bangladesh are now being allowed to use PPI(Prepaid Payment Instruments) wallets. They are the easiest way to convert foreign currency to INR. It is just mobile wallet which provides UPI based transactions. Tourists from G20 countries were allowed to use this service and it can be done at the airport itself.
Thanks for the info. I just searched for the G-20 Country list and saw Bangladesh is not on that list. Tourists from Indonesia, Russia, Saudi Arabia, Mexico, South Korea, Australia, Turkiye, France, Argentina, United Kingdom, Brazil, China, Japan, Germany, Italy, Canada and South Africa are eligible for this service. In case, Anyone from those countries searching for this may find it helpful.

Quote
About converting Bitcoin to INR. You can do it but you would need an Indian Bank account. If you have any relatives in West Bengal then you can use Kucoin P2P service. Upto 2BTC transaction can be done without KYC. The risk here is that a lot of P2P based scams are being reported in India lately. In such case, the bank account gets frozen, which becomes a big problem as it takes time to unfreeze it.
Unfortunately, I don't have relatives in India. But I have some friends that I made online. I am not sure if they will take such a risk for me. Moreover, I don't think I should ask them to do something like this for me when they haven't met me yet. I wish I could use mobile Banking features there as tourists use sim cards.

Quote
It is better if you convert you Bitcoin in Bangladesh and then come to India. Convert Bangladeshi taka either in Bangladesh or at an Indian airport. Do remember INR 2000 denomination is no longer a valid currency in India. If someone gives you that denomination either in India or Bangladesh while converting then do not accept it.
This is my only option since other options are inappropriate. Yes, I know about the 2000 denomination. We have some tourist groups, and they update us on those things. We used to get visas in 3 working days. But it's taking more than a few weeks for now.

I want to say something about using mobile banking accounts. India is one of the largest countries and has beautiful places that attract tourists to visit India. It would be good If the Indian government could give a facility for the tourist to use mobile banking like Paytm. They may put some restrictions. We can buy a Sim card using the Passport, and mobile banking should be the same. They can put some limitations like you cannot cash out more than 10K INR/day or similar would help if they see any security risks. That's just my opinion. I don't know what they think about it.

for sim-cards, choose airtel.

if u need any more help, just ask here again or drop me a pm.
Thanks for the info buddy. Thanks for wanting to help me. I will surely DM you if I need help.
2091  Local / Other languages/locations / Re: আজ বিটকয়েন পিজ্জা দিবস ও এর গুরুত্ব on: May 22, 2023, 02:26:01 PM
বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা
ধন্যবাদ ভাই। আপনাকেও পিৎজা দিবসের শুভেচ্ছা। বিটকয়েন ফোরামে থাকার কারনে সবাই তো এখন বিটকয়েনের সাথে পিৎজার কি সম্পর্ক তা জেনেই গেছেন। আপনারা কি জানেন পিৎজার উৎপত্তি কোন দেশে? ইতালি! হ্যা, ইতালির নেপলস শহরে এর উৎপত্তি হলেও মোটামোটি সারা পৃথিবীতেই এটা জনপ্রিয় হয়ে গেছে। আমার আবেগী মন ভাবতেছিলো লাজলো যদি পিৎজা অর্ডার না করে ইলিশ মাছ অর্ডার করতো, তাহলে বিটকয়েন ইলিশ মাছ দিবস পালন হতো। আর পহেলা বৈশাখের মতো বিটকয়েন ইলিশ মাছ দিবসে আমরা হাগার হাগার ডলার, মানে বিটকয়েন কামাইতে পারতাম। পিৎজা যেমন বানানো যায়, ইলিশ তো আর ঘরে বানানো যেতো না। সবাইকে বাধ্য হয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানী করতে হতো। এই সুযোগে কুবের মাঝি কিছু টাকা কামাইতো, আর কপিলার জন্য নতুন রঙ্গীন শাড়ি কিনতো। আর বলতো না, ”আমারে নিবা মাঝি?”  Cheesy

যাই হোক, Cyrus এর পোষ্ট দেখে মনে হচ্ছে কনটেষ্ট রেডি হচ্ছে। তোমাদের কাছে যা আছে, তোমরা তাই নিয়ে তৈরী থাকো  Grin
তবে মাল্টিপল একাউন্ট আর এন্ট্রি নিয়ে সাবধান। ধরা খাইলে জামিন নাই।
2092  Economy / Gambling discussion / Re: Indian Premier League #IPL on: May 21, 2023, 05:40:21 PM
What a match it was. Mumbai just nailed it. SRH was in a good position when they were batting. I thought they will score 230 plus. They lose their first wicket in the 14th over. Still, they had a chance to score more runs. Both openers played well but it wasn't enough to defend Mumbai Indians. Akash Madhwal got four wickets. Cameron Green was outstanding with the bat. More than two hundred strike rates played a crucial role in this important match. Moreover, he bowled one over and conceded only two runs. Well deserved Player of the Match! Congratulations Mumbai for qualifying for the semi-finals.
2093  Economy / Gambling / Re: 🎲 StarBets.io 🎲 || A Crypto-based iGaming Platform 🎲 on: May 21, 2023, 04:33:34 PM
Just saw that StarBets.io arranged a contest for their users on Twitter. I know this is not Twitter but I guess forum members might join the contest as well. They arranged the StarQuest contest for four weeks and 3rd week is already finished if I am not wrong. The prize pool is $1000. Here is the message I am quoting from their Telegram group.

🤩🤩 Join in on the fun for WEEK 3 of the StarQuest Contest $1000 total Prize Pool! To enter:

1. Follow us on Twitter - https://twitter.com/starbets_io
2. Retweet this week's NEW post!
3. Tag 2 new friends!
4. Write your StarBets username in the comments on Twitter

👉10 winners will be announced every Monday. Winners must write a StarBets username and tag it 2 friends comments section on Twitter to claim the prize.

Also, there are some other ongoing contests collaborated with game providers. I guess those contests are not interesting because those are not exclusive for StarBets users only. Those contest are global and other casino players can participate in those contests as well. So, it'shard to track your standings. Anyways, good luck everyone.

2094  Economy / Gambling / Re: NFTonSPIN.com - Leading Crypto Casino With Get Full Refund If Not Satisfied on: May 21, 2023, 04:23:28 PM
if you want to register maybe use a dummy email account just in case they will collect your email and sell it online.
I think this website is just like other scam websites because the offers 900% cashback + full refunds in 3 days if not satisfied and the OP still not answering any questions on this thread.


Even Bitcoin doubler scams do not offer that much money. Usually, doublers offer Double your money in a week or so. But they are offering you 900% Cashback. What the fuck? I am wondering if anyone checked their website by depositing anything (Note: I am not suggesting anyone make a deposit). No doubt that the website is a scam. But, in case OP wants to prove that his service is not a scam, I am interested to see his response regarding the questions raised by the community.
2095  Bitcoin / Bitcoin Discussion / Re: HyperBitcoinization Coming, Says Adam Back, Do you Agree? on: May 20, 2023, 05:28:03 PM
Most of the holders knows that Bitcoin has the history of breaking its ATH after the halving event is done. So it is obvious that these holders wanted to take the best possible outcome of their investment and Bitcoin holding so they will continue to hodl until Bitcoin market started the series of record breaking ATH as the Bitcoin bull market peak.
Back in the old days, An average Bitcoin user did not know that the price would increase after the halving. So, a few users hold Bitcoin in the hope of making a profit after the halving. But look at today's community. Predictably, Bitcoin Price will increase after the halving. So, it could be different this time. Almost all holders are waiting for the next ATH and waiting for the opportunity to take a profit.

People will start making a profit even before the ATH, so reaching the next ATH wouldn't be easy. This time it may take longer time than usual time. I saw topics like people wanting to invest in Bitcoin by taking loans, selling wife's jewelry etc. This shows how desperate people are to profit after the halving event.

2096  Bitcoin / Bitcoin Discussion / Re: HyperBitcoinization Coming, Says Adam Back, Do you Agree? on: May 20, 2023, 04:57:51 PM
He Tweeted, and I quote -
Quote
because 10mil people trying to buy 1  BTC over a few years would push the price out of reach. And many current hodlers are not selling. Eg very few of the recent whole coiners would re-sell, probably moving up to their next target for extra bitcoin, most are trying to buy more!
Good to know that holders keep holding their Bitcoin. It's not because they just wanted to be the holder and hold Bitcoin. Of course, most are waiting for a good time to make a profit. Nobody is here to hold the coins forever. Let's say someone bought Bitcoin at 60K and still holding. Do you think he will still hold it forever? For sure, he will sell when the price reaches his target price, and they will wait for a correction and buy back again.

Everybody is waiting for a good time so they can make some profits. A company like Microstrategy is going to sell its holdings at some point. Most are trying to buy more because the next halving is very soon, and they might not be able to find BTC at 26K again before the halving.
2097  Bitcoin / Bitcoin Discussion / Re: Budget For Halving on: May 20, 2023, 04:26:46 PM
There is no guarantee that Bitcoin will pump right after the Halving. It may take longer than usual. You are not the only person to think like that. The whole Bitcoin community is waiting for the right time to take a profit, and most of them are waiting for the halving. So it will be hard to climb up. Let's say someone is holding $10M and waiting to cash out his Bitcoin at the $50K Price range. Once Bitcoin reaches the price, he will sell it, and Bitcoin may go back to 40K again. Everyone is waiting for an opportunity. You never know when the right time will come. So, I won't suggest anyone to take loan to invest in Bitcoin. It's better if you invest your savings only.
2098  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 20, 2023, 07:32:20 AM
ওখানে কাউন্ট ডাউন দিলে @Ratimov এসে কাউন্ট ডাউন থেকে অনেক মেম্বারকে তাদের রিকোয়ারমেন্ট অনুসারে যে কয়েকটি মেরিট শর্ট থাকে সেগুলো সে দিয়ে থাকে। তাছাড়া ওখানে কাউন্টডাউন দিলে ওই পোস্টে মেরিট দেয়া রুলসের মধ্যে নেই। ওখানে কাউন্ট ডাউন দিলে গ্লোবাল থেকে বড় বড় মেম্বার এসে প্রোফাইল গেটে ভালো পোস্টে মেরিট দিয়ে থাকে।
আমিও এটাই জানতাম। তবে আমার বেলায় এরকম টা হয়নি। আমি তো ১০ দিনে ২ টা মেরিট পেয়েছিলাম সেখান থেকে। সেখানে পোস্ট করার পর ১০ দিনেও কোনো মেরিট সোর্স আমার প্রোফাইল দেখে নি। তবে এই ১০ দিনে আমি আমার লোকাল থ্রেড থেকে সবচাইতে বেশি সাপোর্ট পেয়েছি। আর এজন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ! লাস্ট টাচ টা দিয়েছে লিটল মাউ ভাই। এই কয়েকজন মানুষ আমাদের সাথে না থাকলে আমরা হয়তো মোটিভেশান পেতাম না।

এছাড়া যারা আমাকে তাদের  সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করেছেন তাদের প্রতি আমিও চির কৃতজ্ঞ।
আপনাকে অভিনন্দন! আপনি ডিজার্ভ করেন বলেই আজকে ফুল মেম্বার হতে পেরেছেন। আমি মনে করি আমাদের থ্রেড এর অনেকের মাঝেই ভালো র‍্যাংক আপ করার পোটেনশিয়ালিটি আছে। নতুন কিছু মেম্বার রা ইম্প্রুভ করছে যেটা দেখে সত্তিই ভালো লাগছে। এখন আমাদের দরকার হাই র‍্যাংক মেম্বার। সবাই আস্তে আস্তে র‍্যাংক আপ করতে থাকুন। ফোরামে নিজের একটা স্থান তৈরি করুন। Sashan, Little Mouse এগুলা একেকটা ব্র‍্যান্ড এর মতো হয়ে গেছে। তাদের নাম বললে ফোরামে ম্যাক্সিমাম মানুষ চিনবে। আপনাকে নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেনো আপনার নামেও মানুষ চেনে। বাংলাদেশ এর নাম শুনলে যেনো বলে ও হ্যা, এই নামে একজন বাংলাদেশি ফোরাম মেম্বার আছে। সবাই গ্লোবাল বোর্ড গুলোতে ছড়িয়ে পরুন। শুধু পোস্ট কোটা পুরন করার জন্য পোস্ট না করে, কন্সট্রাকটিভ পোস্ট করুন। সকলের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করুন। আর চেস্টা করবেন আপনার শেকড় না ভুলে যেতে। লোকাল থ্রেড এ প্রতিদিন অন্তত একটা পোস্ট করুন। না পারলে দুইদিন এ একটা করুন। তবুও একটিভ থাকুন! সবাইকে শুভ কামনা!

আর Dimitri94 ভাই আপনাকে আবারো অভিনন্দন!
2099  Other / Beginners & Help / Re: How old are you now in bitcoin investment? on: May 19, 2023, 03:54:20 PM
When did you start your bitcoin investment? Some people are now grandpa's in bitcoin community. Although it doesn't really matter when you heard about bitcoin, but what you've achieved through bitcoin. Is bitcoin helpful to you all this while? Or you've quit from bitcoin as a result of ugly experience? Let's discuss
I have known Bitcoin for over five years. But I never bothered to hold Bitcoin. I never understood how it works. I only used Bitcoin for my purposes, like subscribing to some services and paying for some goods. I guess I heard about Bitcoin when it pumped a lot and my friends were talking about it. I liked the idea of its anonymity. I used Payeer or Perfect Money to buy goods and pay for service subscriptions. Usually, they charged transaction fees, and then I heard of Bitcoin and Coinbase payment systems.

Coinbase users could send Bitcoin to their friends, and there were no fees. I liked that idea back then, regardless of knowing how centralized exchanges destroyed the central concept of Bitcoin. I don't know how it works now. I no longer use Coinbase since I started learning more about centralized exchanges. I still use other centralized exchanges but have not logged in to Coinbase for a while now.
2100  Local / India / Cash Out my Bitcoin In India on: May 19, 2023, 03:43:51 PM
Hello My Indian friends! I am from your neighboring country Bangladesh. Not sure if this is the right board to ask such questions. I have always had a dream of visiting India since my childhood. Recently I planned to visit Sikkim. I heard that Dollar/INR rate is worst at the border exchanges. Also, Bank doesn't give a reasonable rate sometimes. I was wondering where I can sell my Bitcoin for INR. I use Binance in Bangladesh, sell my Bitcoin for Bangladeshi taka, and receive my money in my Mobile Banking account. I heard that PayTM is one of India's Mobile banking payment methods. Is it possible for a tourist to open a Paytm account while visiting India? Can I cash my Bitcoin there? Which local exchanger accept Bitcoin for INR in India? Also, What payment method will be best for me? I have no idea about it and looking for help from you guys. Since I am planning to visit India, I may need further help to choose Sim cards and other things.

Cheers!
Pages: « 1 ... 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 [105] 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!