Bitcoin Forum
June 23, 2024, 11:23:36 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 [110] 111 112 113 114 115 116 117 118 119 »
2181  Economy / Services / Re: [CFNP] Yo!Mix Bitcoin Mixer Signature Campaign| Reward up to $130/w | 2/2 escrow on: April 24, 2023, 04:17:21 PM
Thanks for the chance Royse777
Signature and Avatar Updated.
Current post including this one: 194
2182  Economy / Services / Re: [OPEN] Roobet.com Signature Campaign | Snoop Dogg x Roobet | Full Members+ on: April 24, 2023, 02:29:54 AM
Bitcointalk Profile Link: https://bitcointalk.org/index.php?action=profile;u=3506304
Current post count (Including this one): 192
bech32 BTC Address: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc
Merit EARNED in the last 120 days: 99



Application Withdrawn
2183  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 24, 2023, 02:14:43 AM
আমি আমার কমিউনিটির সকল সিনিয়র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমি অল্প কয়েকটা মেরিটের কারণে ফুল মেম্বার রেংক অর্জন করতে পারছিনা। এই মুহূর্তে আমার মাত্র ৭ মেরিট প্রয়োজন তাই আমি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করব। কিন্তু আমি যে এই মুহূর্তে কতটা অস্থিরতার মধ্যে রয়েছে সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আমি প্রতিটি মুহূর্তেই শুধু ভাবতেছি কখন আমি ফুল মেম্বার রেংক অর্জন করব সব সময় আমি আমার প্রোফাইল দেখতেছি কখন আপডেট হবে। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না আমার সময় যাচ্ছে না বললেই চলে প্রতিটি মিনিট যেন কাটছে অনেক সময় এর ব্যবধানে। তবে আমি মনে করি সকলের সাপোর্ট পেতাম এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে ঈদের আনন্দে সকলে মেতে রয়েছে যার কারণে কেউ এই লোকাল বোর্ডে একটিভ নেই সম্ভবত। তবে আমি সকলের প্রতি আগ্রহ প্রকাশ করি যে আপনারা আমাকে আর অল্প একটু সাহায্য করুন অনেক সাহায্য করেছেন আমার কমিউনিটির সকল ভাইয়েরা। সকলেই ঈদের ব্যস্ততার মাঝে ফোরামে সময় দিতে পারতেছে না কেহই এটা আমি বুঝতেছি কিন্তু আমার মনে কিছুতেই স্বস্তি পাচ্ছিনা কখন আমি আমার র‍্যাঙ্ক আপডেট হয় এটা দেখতে পারবো এই অস্থিরতা নিয়ে সময় কাটছে আমার। তাই সকলের প্রতি আমি আশাবাদী আপনারা আমাকে অস্থিরতা থেকে উদ্ধার করুন।  Angry Embarrassed Angry

মনের ভেতর এরকম অস্থিরতা কাজ করেই। বিশেষ করে যখন আপনি এমন একটা যায়গায় এসে আটকে যান তখন। এভাবে মেরিট চাওয়াটা যদিও অনেকেই ভালো ভাবে দেখবে না। আপনার হতে যেহেতু সময় রয়েছে, আমি আশা করবো আপনি একটু লেখালেখি করবেন। ঈদের ব্যাস্ততায় সবাই ডুবে আছে। আমি নিজেও লেখালেখি করার সময় পাচ্ছি না। আমার হাতে মেরিট যা ছিলো সব শেয়ার করলাম।

BIP - বিটকয়েন ইমপ্রুভমেন্ট প্রপোজাল নিয়ে কে কি জানেন?
বিটকয়েন ইমপ্রুভমেন্ট প্রপোজালের লিষ্ট গুলো দেখলাম। তার মধ্যে কিছু বিটকয়েন ইমপ্রুভমেন্ট প্রপোজাল নাম্বার মিসিং আছে। সেগুলো আসলে কি হয়েছে? যেমন; BIP ১ থেকে ৬ অব্দি লিষ্ট আছে। তারপর ৮ নাম্বার BIP দেখাচ্ছে। তাহলে ৭ নাম্বার প্রপোজাল গেলো কই? গিটহাবে আবার ১-২ এর পর ৮ দেখাচ্ছে। BIP প্রপোজাল হয় কোন প্লাটফর্মে? এপ্রুভ হয় কিভাবে?

https://github.com/bitcoin/bips

2184  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 23, 2023, 02:04:23 PM
বিটকয়েন পড়ল ২১ শতাংশ, প্রায় দেউলিয়া FTX; কী আছে ক্রিপ্টো-গ্রাহকদের কপালে?

কোনো খবর পড়ার বা শেয়ার করার আগে তারিখ টা অন্তত দেখে নিবেন। ২০২২ সালের নভেম্বর মাসের নিউজ এখন শেয়ার করার কোনো মানে হয় না।

ঈদ মোবারক সবাইকে।

ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আমার আবার পাঞ্জাবি ছিড়তে আসিয়েন নাহ Grin

ঈদ মুবারক সবাইকে।
ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আপনার পাঞ্জাবি ছিড়তে যাবো না। আপাতত মোবারক নাকি মুবারক সেটা বলেন। নইলে লুঙ্গি ছিড়ে ফেলবো। Grin

গঠন মূলক কি পোষ্ট করবো সেটা নিয়ে ভাবছি। বিটকয়েন নিয়ে কে কি জানতে চান? আমি যা জানি সেটা শেয়ার করবো। না জানলে শিখবো।
2185  Economy / Services / Re: [OPEN] Yo!Mix Bitcoin Mixer Signature Campaign| Reward up to $130/w | 2/2 escrow on: April 23, 2023, 06:06:14 AM
Current number of post (Including this one): 189
Rank: Full Member
bech32 address: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc
Merit earned in the last 120 days: 99
2186  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 20, 2023, 12:44:28 PM
বাংলা কমিউনিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ! কাউকে আলাদা করে করে কোট করলাম না আপাতত! আমি একটু ঘুমিয়েছিলাম! ঘুম থেকে উঠেই দেখি লিটল মাউস ভাই রেইড চালিয়েছে আর সবাই আমাকে মেনশন করেছেন। কিভাবে সবাইকে ধন্যবাদ দিবো বুঝতে পারছি না। তবে সবাইকেই আন্তরিক ধন্যবাদ। যারা অভিনন্দন জানিয়েছেন, যারা মেরিট দিয়েছেন, যারা সাহস দিয়েছেন, যারা পজেটিভ ধারণা দিয়েছেন, যারা হেলদি ক্রিটিসিজম করেছেন, সবাইকেই আন্তরিক ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ লিটল মাউজ ভাইকে। একটা ফোরামে, যেখানে কেউ কাউকে চিনি না জানি না, কারো সত্যিকারের নাম ও জানি না, সেখানে এভাবে কেউ কাউকে এতো টা হেল্প করে, এটা সত্তিই যেনো একটা প্রাউড ফিল করার মতো ব্যাপার।

যাই হোক, কাউকেই এখন মেরিট দিচ্ছি না। কারণ এটা অনেক টা সেলফিস টাইপের হবে। আমাকে কেউ কংগ্রাচুলেশনস করেছে তাই তাকে মেরিট দিবো, আর ভালো পোস্ট পরে থাকবে, সেটা না হওয়াই ভালো। আর হাতে খুব অল্প sMerit আর এগুলা ভালো পোস্ট এ খরচ করতে চাই।

আবারো সবাইকে অসংখ্য ধন্যবাদ!  
2187  Other / Meta / Re: Report plagiarism (copy/paste) here. Mods: please give temp or permban as needed on: April 19, 2023, 06:20:04 PM
Plagiarism
JamesBorn Banned


According to bitcoin history; The first wallet program, simply named Bitcoin, and sometimes referred to as the Satoshi client, was released in 2009 by Satoshi Nakamoto as open-source software. In version 0.5 the client moved from the wxWidgets user interface toolkit to Qt, and the whole bundle was referred to as Bitcoin-Qt. This in many ways bitcoin became popular across the globe but never anyone was able to see the face of the builder how he or she looks like.

Sometimes I wonder if America has no technology that can trace the existence of Satoshi and friends or give us a clue what warrant this incredible ideology of building digital currency assets like bitcoin that has stirred different analysis of possible new money system. But the history of bitcoin is not complete. Is the bitcoin builder dead or alive? Or what really happen?

Original:

https://en.wikipedia.org/wiki/Bitcoin



ETFBitcoin Reported Twice

User: JamesBorn
Current status: Post deleted, but apparently there's no additional action taken to this user.

This user begin to spam technical board few days ago and today he commit plagiarism from multiple source.

User: JamesBorn
Current status: The post is deleted by moderator, but user isn't banned.
Copy:

Seems Multiple chances were given. Still doing it.
2188  Economy / Services / Re: [CFNP] whirlwind.money | Redefining Mixing | Signature Campaign ~Up to $150/week on: April 19, 2023, 06:04:34 PM
@Hhampuz, One of the Participant zaki12 were banned for plagiarism. https://bpip.org/Profile?p=zaki12, You may want to open a position to replace him.

Cheers!
Take it easy @Learn Bitcoin,

Hhampuz is a professional manager that doesn't need you to teach him what he knows how to do best and have been doing for some years now.

He will open a position soon, no need putting extra pressure on him.

Take it easy, bro!
He is a busy manager and doesn't have enough time to check every participant's profile daily to check if they were banned.
No pressure was created here. I am not even a Full member. I have no benefits from this campaign.
So, Letting him know what is happening is a little help for him. That's it. Don't take everything seriously.

Cheers!
2189  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 19, 2023, 05:59:29 PM
I'll go with the 26 trillion years option.

And then don't forget it.
Please don't write it down on your computer as well.
Don't save your password on your browser.
Suppose you can remember all 18 Uppercase and lowercase numbers and symbols. You are extraordinary.
Two hundred twenty-six years is enough for me. I won't be there for that long time  Wink

2190  Economy / Gambling / Re: ⭐ BTCGOSU ⭐ THE ULTIMATE BITCOIN CASINO GUIDE ⭐ CRYPTO AFFILIATE OF THE YEAR 🏆 on: April 19, 2023, 05:53:29 PM
Shitposting at its best Cheesy

No wonder why they could not earn at least ten merits in the last 120 days!
Fuck me!
2191  Economy / Services / Re: [CFNP] whirlwind.money | Redefining Mixing | Signature Campaign ~Up to $150/week on: April 19, 2023, 05:47:22 PM
@Hhampuz, One of the Participant zaki12 were banned for plagiarism. https://bpip.org/Profile?p=zaki12, You may want to open a position to replace him.

Cheers!
2192  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 19, 2023, 05:39:06 PM
আসলে ভাই আপনার কথাটা এই জায়গায় বলা হয়নি বরং একজন ভদ্রলোক এভাবে পোস্ট করেছিল কিন্তু পরবর্তীতে তিনি পোস্টটি ডিলিট করে দিয়েছে। আপনার পোষ্টের মান গুলো সত্যিই অনেক ভালো হয় তাই আপনি যে সকল পোস্ট করেন সেগুলো ভেবেচিন্তেই আপনি করেন। তবে আপনার ট্রান্সলেট করা দুটি পোস্ট নিজের ভাষায় তৈরি করেছেন যার কারণে সত্যিই অনেক মার্জিত হয়েছে।

আমি জানি না আমার বলার টোন টা কিভাবে নিয়েছেন আপনি। আমি যেহেতু সেই পোষ্ট টা দেখিনি (তার আগেই ডিলেট করে দিয়েছে), তাই আমি মনে করেছিলাম আমি কিছু করেছি কি না। আমি অবশ্যই ভদ্র ভাবে প্রশ্ন করেছি। তাছাড়া LDL ভাই এর সাথে আমার মাঝে মাঝে মেসেজে কথা হয়। আমি কতোটা ম্যানার নিয়ে কথা বলি ওনাকে, আশা করি উনি বোঝেন। আমার মনে হয় না আমি প্রশ্ন করায় উনি মাইন্ড করেছেন।  Smiley

আমি আপাতত সুস্থ আছি। আজকে থেকে আবার পোষ্ট করা শুরু করবো। নতুন কিছু পোষ্ট করবো আশা করি। ফুল মেম্বার হওয়ার খুব কাছ এসে অসুস্থ হয়ে গিয়েছি।
2193  Economy / Reputation / Re: [FUN] Is DdmrDdmr even human? on: April 17, 2023, 09:18:39 PM

He did it before he log in 😉
We all did.
2194  Economy / Reputation / Re: [v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank... on: April 16, 2023, 10:42:36 PM
If someone wants to help with merits, Checking the post history is the best option so you can spend your merits on which post deserves it  Wink
Be patient, there are many generous user who will help low ranking users with merit here including you. Don't force them to do it if you don't have quality posts. At the right time, you will find what you are looking for. So continue your activities with constructive posts.

You know, not many users are willing to review highly rank user posts especially when they have more than 1000 merit. Even if there are some helpful thread, it's getting harder and harder to find posts worth sticking out there for review out of embarrassment or something. So as long as you still rank low [your chances are higher], then try to post something constructive so that when they review your post, they find something worthy.

Well, My post Tones weren't like this which line you quoted. This quoted line shows that I am desperate to get merits! This is not what I mean here. I tried to suggest to the "Patrol" guy that if any users want to help any other guy with merits, they shouldn't merit the countdown post. Instead, they should check the posts of this user and spend their merit on a good post. Of course, there was a lack of explanation and a typo which is why you get it wrong. Now it looks like I was asking people to review my post. God damn it!

It wasn't meant for me.
2195  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 16, 2023, 09:53:01 PM
কিন্তু পরবর্তীতে @GazetaBitcoin ভদ্রলোকের আরেকটি পোস্ট বাংলায় রূপান্তরিত হয়েছে হুবহু ট্রান্সলেশন করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে @GazetaBitcoin এই ভদ্রলোকের অনুমতি নেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তাই আপাতত যারা গ্লোবাল থেকে নামিদামি ইউজারদের পোস্ট বাংলা অনুবাদ করে পোস্ট করবেন তাদের জন্য অনুরোধ করছি আপনারা আপাতত তাদের অনুমতি নিয়েন তা নাহলে পরবর্তীতে ইনফরমেশন চুরি করার অপরাধে নেগেটিভ ট্রাস্ট খেয়ে অ্যাকাউন্ট ব্যান খাবেন।

এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন দয়া করে? কোন পোস্ট টি ট্রান্সলেটর ব্যাবহার করে হুবহু বাংলায় রুপান্তর করা হয়েছে? এবং সেটার ট্রান্সলেটর হিসেবে কে কাজ করেছে? আমাদের থ্রেড এ আমি ওনার দুইটা থ্রেড ট্রান্সলেশন করেছি এবং এটা আমি নিজে কম্পিউটারে টাইপ করেছি! কিছু কিছু কম্পলিকেট ইংলিশ এর বাংলা জানার জন্য ডিকশনারী ব্যাবহার করেছি। আর দুইটা পোস্ট করার আগেই ওনার অনুমতি নিয়ে পোস্ট করেছি। ইভেন কাজ শুরু করার আগেই ওনাকে মেসেজ করে জিজ্ঞেস করে নিয়েছি। আমি পোস্ট করার পর সাথে সাথে উনিও পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন। এই ব্যাপারে আমি একটু ধোয়াশার মধ্যে পড়লাম! আপনি বলেছেন আমার পোস্ট এর পর, কিন্তু আমি তো আর কোনো পোস্ট দেখছি না কারো!

সকলের উদ্দেশ্যেঃ আমি বিগত অনেক দিন যাবত অসুস্থ! শেষ ৪-৫ দিনে সেটা অনেক বেশি বেড়ে গেছে। কবে রিকোভার কর‍তে পারবো জানি না। সুস্থ হলেই আবার নিয়মিত একটিভ হবো।
2196  Economy / Services / Re: [OPEN] TrustDice.win | #1 Rated Crypto Casino | Signature Campaign ~ Sr. Member+ on: April 15, 2023, 03:53:44 PM
@Hhampuz, The Campaign Thread Title still says Sr. Member+, While there is an open spot for Full Member. I am not a Full Member. Still, I wanted to mention that. It would be good if you updated the thread title! If there is any strategy behind that, I am sorry then.

Cheers!
2197  Economy / Reputation / Re: [v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank... on: April 15, 2023, 03:43:17 PM
My Countdown to Full Member Rank
Number of Merit(s) left: 20
You are very close to achieving full member rank. A few merits will earn you the status of a full member of this forum. Maybe soon I will see full member written next to your name. Your merit number has already reached 82. You need only 18 more merits to achieve the rank of full member. Hope you edit your post and apply for 18 merit. Congratulations in advance.

Thank you very much. Yes. I have edited my posts and updated my merit count.
I wanted to make sure I am not rushing for merits! It will make things worse! It would be great If everyone doesn't merit the countdown post. If someone wants to help with merits to others, Checking their post history is the best option so you can spend your merits on which post deserves it  Wink

Cheers!
2198  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 15, 2023, 03:22:50 PM
I am ashamed of Being their countrymate  Cry
There are only a few reputed people in this forum from my country. Indeed they are (Shitposters) trying to get some merit by posting shit. But, I am surprised by their attitude. I cannot express my feeling now. Our Local Community and I criticized them for doing shit here.

https://bitcointalk.org/index.php?topic=631891.msg62090490#msg62090490
https://bitcointalk.org/index.php?topic=631891.msg62091431#msg62091431

Take my apologies from the heart. They shouldn't come back here again if they see our posts from the local community.
I would request to leave negative feedback to them if they do.

Just checked out your links and even though I have no clue what is being said I noticed the majority of those accounts are on my ignore list from this thread alone so you are correct that you people need to start moderating yourselves.

Okay. We (BD Local Community members) have been waiting for their response regarding their posts in the Wall Observer thread. Today one of them apologized for their actions in Wall Observer. I know you guys may don't understand our local language. Still, you can translate if you are curious about it. https://bitcointalk.org/index.php?topic=631891.msg62093773#msg62093773

None of them Posted in WO Since yesterday (I hope they won't post here anymore unless they want to discuss something).
That's all we had to do to stop them and make them realize they doing it wrong.

Cheers WO Guys!
2199  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 14, 2023, 05:18:19 PM
and don't forget...   fuck your mother if you want fuck  Smiley

Fuck your mother if you want to fuck.

I am ashamed of Being their countrymate  Cry
There are only a few reputed people in this forum from my country. Indeed they are (Shitposters) trying to get some merit by posting shit. But, I am surprised by their attitude. I cannot express my feeling now. Our Local Community and I criticized them for doing shit here.

https://bitcointalk.org/index.php?topic=631891.msg62090490#msg62090490
https://bitcointalk.org/index.php?topic=631891.msg62091431#msg62091431

Take my apologies from the heart. They shouldn't come back here again if they see our posts from the local community.
I would request to leave negative feedback to them if they do.


.....
Okay. I have a question. Is Taproot Upgrade is Smart Contract? How Taproot upgrade helped Bitcoin? I am puzzled after reading some articles. Maybe it is because I am not understanding how it works. One article said the Taproot upgrade enables verifying multiple signatures at once. Another article said it's a smart contract upgrade. How it's related to SegWit? Wasn't SegWit upgraded before the Taproot upgrade? SegWit departs the signatures data. The block already contains more data after the SegWit Upgrade. So, what Taproot did do?


Quote from: ChatGPT
Taproot is not a smart contract in the traditional sense, but it is an upgrade to Bitcoin's scripting language that can enable more advanced smart contract functionality. Taproot is a soft fork upgrade that was activated on the Bitcoin network in November 2021.

One of the main benefits of the Taproot upgrade is that it improves Bitcoin's privacy and security by allowing more complex transactions to be executed while appearing as a simple transaction on the blockchain. This is achieved through a technique called "Merkleized Abstract Syntax Trees" (MAST), which allows multiple possible spending conditions to be hidden within a single transaction, making it difficult for external parties to determine which conditions were actually used.

Taproot also enables the implementation of advanced multi-signature schemes, which can be used to enhance the security of Bitcoin transactions. With Taproot, multiple signatures can be aggregated into a single signature, reducing the amount of data needed to be stored on the blockchain. This reduces transaction fees and allows for more efficient use of Bitcoin's limited block space.

In terms of its relationship to SegWit, Segregated Witness (SegWit) was a previous soft fork upgrade that was activated on the Bitcoin network in August 2017. SegWit separated the transaction signature data from the transaction data, which allowed for more transactions to be included in each block. Taproot builds upon SegWit by further optimizing the way transactions are structured and by enabling more advanced smart contract functionality.

In summary, Taproot is an upgrade to Bitcoin's scripting language that enhances privacy, security, and scalability while enabling more advanced smart contract functionality. It builds upon the benefits of SegWit by further optimizing transaction structure and enabling more complex spending conditions to be hidden within a single transaction.

The long answer, in short, the Taproot upgrade is not Smart Contract, but it enabled smart Contract functionality. Right?
About multi Signature, Does it mean Bitcoin doesn't have a MultiSig wallet feature before 2021? Or does it have the MultiSig feature, but this upgrade further improved the Multisig feature?

Sounds kind of technical for these here parts, but hey?  maybe some guy might be willin to go down the 'splainin path with you, but not this here cat.  i am too busy with non-technical matters.. or at least I see that there are a variety of wallet option types and some support legacy only, or legacy segwit or segwit with bech 32 or taproot (I think in that order), and I fucking have hardly any clue regarding when to use which, even though it seems that I have been using bech 23 addresses a lot recently and it got me into a bit of quagmire once (just last week when I sent a legacy segwit to a bech 32 address and then it kind of got lost for a while - did not go through.. yet I was able to send it again (after about 4 days of my wondering where the transaction had gone.. it was a decently sized transaction.. just saying.. but whatever all is good in JJG landia in regards to not having had lost those BTC that I had tried to send from a legacy segwit to a segwit with bech 32 address.. whatever the fuck that means? #justsaying)...

Not sure what wallet you have used. But, Most Non-Custodial wallets have RBF features. You should be able to Spend unconfirmed transactions utilizing this feature instead of waiting for four days. Make sure to use more transaction fees. Blockchair.com should help you to figure out the average transaction fees.
2200  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 14, 2023, 05:02:08 PM
আচ্ছা, বিটকয়েন এর Taproot আপগ্রেড নিয়ে কে কি কি জানেন? এই ডেভেলপমেন্ট বিটকয়েনে কি কি ফিচার যোগ করেছিলো? আমার জানামতে Taproot আপগ্রেড ২০২১ সালে আসে। যেটা একটা সফল হার্ডফোর্ক ছিলো এবং এটা বিটকয়েন প্রটোকলের মূল কোড পরিবর্তন করে দিয়েছিলো।

এটা মূলত ব্লকচেইনের সিকিউরিটি বাড়ানোর জন্য করা হয়েছিলো। Taproot কি স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম নাকি? আমার জানার ইচ্ছে। ইন্টারনেটে দেখলাম এটা একটা স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম। ইন্টারনেটের সকল তথ্য আসলে বিশ্বাস করা কঠিন।

আমার জানা মতে এটা বাস্তবায়িত হয় ২০২১ সালে -snip-

-snip-

কি দরকার ইন্টারনেট থেকে আরটিকেল খুজে বের করে ট্রান্সলেট করে পোষ্ট করার? আপনাদের কি মনে হয় না যে আমি ট্রান্সলেট করতে পারি? আপনাদের কি মনে হয় আমি ইন্টারনেট এ খুজি নাই? অটোমেটেড ট্রান্সলেটর ব্যাবহার করে পোষ্ট করা ফোরামের রুলস বিরুধী
27. Using automated translation tools to post translated content in Local boards is not allowed.
এই পোষ্ট গুলা রিপোর্ট করলে ব্যান খাইতে পারেন। হুদাই নিজের ক্ষতি নিজে করতে যান কেনো?
আপনাদের নিজেদের যদি কোনো ব্যাপারে কোনো এক্সপেরিয়েন্স না থাকে, দয়া করে সেটা নিয়ে লিখবেন না।

projectdevelopment, Worsh, Bitcoin_News_MS এই সক পাপেট গুলা কি শুরু করলো? আপনারা কি মনে করতেছেন বলেন তো? এসব আজাইরা পোষ্ট করে মেরিট পাবেন? আপনারা ফোরমের কোনো নিয়ম মানতেছেন?

Suzume আপনি তো বাংলায় ভালোই লেখতেছিলেন। হঠাৎ করে কি শুরু করছেন? মান সম্মান খাওয়ার তো আরো উপায় আছে দুনিয়ায়।
এক কথায় খুবই ডিসএপয়েন্টেড! @BitcoinDream, ভাই আপনারে খুব দরকার! রিপোর্ট করলে তো ব্যান খাবে। আপনি পারলে ক্লিয়ার করে দিয়েন।

Pages: « 1 ... 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 [110] 111 112 113 114 115 116 117 118 119 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!