Bitcoin Forum
June 23, 2024, 11:23:45 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 [111] 112 113 114 115 116 117 118 119 »
2201  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 13, 2023, 08:00:29 PM


I heard Elon is trying to sell Twitter. Wanna buy it?

Okay. I have a question. Is Taproot Upgrade is Smart Contract? How Taproot upgrade helped Bitcoin? I am puzzled after reading some articles. Maybe it is because I am not understanding how it works. One article said the Taproot upgrade enables verifying multiple signatures at once. Another article said it's a smart contract upgrade. How it's related to SegWit? Wasn't SegWit upgraded before the Taproot upgrade? SegWit departs the signatures data. The block already contains more data after the SegWit Upgrade. So, what Taproot did do?

Internet data is not reliable these days. Google said Satoshi's Birthday is on April 5th. I was fooled.

Arrrrrggggggg 😡
2202  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 13, 2023, 06:22:00 PM
আচ্ছা, বিটকয়েন এর Taproot আপগ্রেড নিয়ে কে কি কি জানেন? এই ডেভেলপমেন্ট বিটকয়েনে কি কি ফিচার যোগ করেছিলো? আমার জানামতে Taproot আপগ্রেড ২০২১ সালে আসে। যেটা একটা সফল হার্ডফোর্ক ছিলো এবং এটা বিটকয়েন প্রটোকলের মূল কোড পরিবর্তন করে দিয়েছিলো।

এটা মূলত ব্লকচেইনের সিকিউরিটি বাড়ানোর জন্য করা হয়েছিলো। Taproot কি স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম নাকি? আমার জানার ইচ্ছে। ইন্টারনেটে দেখলাম এটা একটা স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম। ইন্টারনেটের সকল তথ্য আসলে বিশ্বাস করা কঠিন।
2203  Economy / Reputation / Re: 🛑 Be aware from these type of scammer 🚫 ☠ on: April 13, 2023, 05:56:25 PM
@Royse777, When did you start doing shit?  Grin

Wait, Why Royse777 again?
Do you think it's just a typical attempt to scam anyone? Or it's another attempt to ruin Royse777's Reputation?
Since the scammer knocked Crypto Library and tried to frame Royse777, he is undoubtedly a forum user. His English is not bad. He must have a good rank forum account since he writes good English. Royse777 is making more enemies every day. You have to be careful, dude.
2204  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 13, 2023, 12:43:47 PM
I see CCMF has mutated to: Choo-Choo Merit Farmer...  Cheesy

Good morning WOers!

And Who feeding them?


ask JJG

I don't want to argue with him.
He has an explanation.
2205  Other / Beginners & Help / Re: [Merit] Share your best posts/threads with Fillippone to be merit assessed on: April 13, 2023, 12:23:14 PM
All I am doing is reviewing the posts, when I have the chance.
As you can see, it's pretty clear I am reviewing the posts at my pace.
I currently at page 19 or so of this thread, as I think it's pretty obvious.
Okay, I am relatively new here. I read the Original post before I post here. I didn't notice on which page you are. I saw the applications are pending from February. So, I thought you did not review them since February. It's just a misunderstanding on my side. I apologize for that.

What you don't get applying to get a post merited:
  • The timely assessment of the quality of your merit submission.
  • The right to discuss my meriting choices. My meriting habits aren't under scrutiny here.

I am more into Local boards. I don't expect any special benefits. I hope you read my content. This is the only thread that offers post reviews from Local threads. This is the specialty of your initiative which I appreciate. I apologize again for the misunderstanding.

Cheers!
2206  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 13, 2023, 12:00:32 PM
I see CCMF has mutated to: Choo-Choo Merit Farmer...  Cheesy

Good morning WOers!

And Who feeding them?
2207  Economy / Gambling / Re: ⭐ BTCGOSU ⭐ THE ULTIMATE BITCOIN CASINO GUIDE ⭐ CRYPTO AFFILIATE OF THE YEAR 🏆 on: April 13, 2023, 11:56:22 AM
We are happy to inform you that we have improved in many sections since you last updated the review. We did not have a Live Support chat. We added Live Support a couple of months ago. So far, we have five in-house games, and users can now verify their bets! We added LTC as a new Currency this month! Re-designed our VIP System, Added Mission, Added vault feature, Added Notifications for transactions, Added FAQs and many more. I want to Quote the update logs that we did in 2023.

Nice to see you guys updating everything in this community. The development progress is impressive. The update so far is good. But we expect a significant update from StarBets, a Gaming license. This is the only downside in my eyes. The roadmap says StarBets should have a Curacao Licence end of Q2. I am looking forward to it. Also, I am curious about new In-House games. What could it be?
2208  Economy / Reputation / Re: [v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank... on: April 12, 2023, 09:35:59 PM
My Countdown to Full Member Rank
Number of Merit(s) left: 18
2209  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 12, 2023, 04:08:26 PM
একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে পোস্ট সংখ্যা বেশ কয়েকটি লোকাল থেকে অনেক অনেক বেশি তবুও মেরিট সেন্ডার ও রিসিভার এর জায়গায় আমাদের বাংলাদেশ লোকাল বোর্ডের কোন স্থান নেই। এই কথা শুধুমাত্র @Little Mouse ভাই ছাড়া আর কেউ তুলে ধরে নাই। তবে একটি বিষয় হচ্ছে মাঝির সাথে যদি মাল্লা ঠিকমতো হেইও না বলে তবে কিন্তু নৌকা জোরে চলেনা।@ Little Mouse ভাই সহ বেশ কয়েকজন যদি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে তাহলে মনে হয় বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ আলাদা বোর্ড পেতে পারে। এটা আমার মন গড়া কথা বললাম, তবে চেষ্টা করলে ক্ষতি কি। আমাদের বাংলাদেশ লোকাল অন্যান্য লোকালদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। তাই এই সময় চেষ্টা করলে মনে হয় সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে।

কিছু ইনফরমেশন এখান থেকে নেওয়া হয়েছে: https://bitcointalk.org/index.php?topic=5231446.msg62071348#msg62071348

২০২১ সালেই রিকাফিপ বলেছিলো কেউ যদি এই তথ্যটা মেনুয়ালী কলেক্ট করে তাকে দিতে পারে, তাহলে সে তার থ্রেড এ এটা প্রকাশ করবে। কিন্তু সময়ের অভাবে আর কেউ ডাটা দিতে পারেনি। মেনুয়্যালী সব গুলা পোষ্ট চেক করে করে মেরিট গনতে হবে, তারপর সেটা রিকাফিপ কে দিতে হবে। কেউ যদি দিতে পারেন, তাহলে ভালো হবে।

Glad to hear that you find my charts useful. By the way, merit per local board and merit/post ratio charts have been updated with the correct data. Regarding the merit senders/receivers data for the Bangladesh board; if you can manually check that out at the end of each month and give me the data, I  can add that one as well.

Quote
Learn bitcoin (Member, potential full member)
আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি একটিভ থাকার। ইনটারন্যশনাল কিছু মেম্বারদের সাথে সবাই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে পারেন। এটা অনেক ইফেকটিভ হবে। লোকাল বোর্ড এবং মেরিট সোর্স এর আবেদনে তারা সাপোর্ট করবে বলে আশা করি। আমি GazetaBitcoin সাথে একটু আলাপ করছিলাম। সে আমাকে আশা দিয়েছে লিটল মাউস ভাই যদি এপ্লাই করে, সে এপ্লিকেশন সাপোর্ট করবে। লিটল মাউস ভাই তার সাথে আগেও কোলাব করে কাজ করেছেন।

@LDL, BTW, 350 Merits Achieve করার জন্য কংগ্রাচুলেশন্স! আমার আরো ২৯ মেরিট প্রয়োজন এই মুহুর্তে!
2210  Other / Meta / Re: [CHARTS] Brief monthly overview of the local boards activity on: April 12, 2023, 11:37:52 AM
Afaik Pakistan local thread doesn't even have their own merit source and they are doing pretty good merit wise so maybe you might check them out and see how they are doing it.

Ahm. Don't you think shahzadafzal is a Pakistani Merit Source? Of course, he can choose not to reveal. But I believe he is a merit source. He joined the forum in 2018. Since then, he has sent 2194 Merits and Earned 2370 Merits. Do you think it's possible without being a merit source?

https://loyce.club/Merit/history/1634314.html

Look at the Top three posters of Pakistan Thread. All of them got the most merits from shahzadafzal.

1. Shan85 [54] https://bpip.org/Profile?id=3411432
2. ThemePen [44] https://bpip.org/Profile?id=3470490
3. UmerIdrees [42] https://bpip.org/Profile?id=1729238

Not only them. Most Pakistani users got the most merits from him  Wink
2211  Local / Other languages/locations / ফ্রি মারকেট এ রেপুটেশন কেনো অপরিহার্য on: April 11, 2023, 10:27:11 PM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Why reputation is essential on the free market




অনেক ইউজার ই ফোরামে আসে ট্রেডিং করার জন্য। এবং বৈচিত্রময় পণ্য নিয়ে যেমন - ফিজিক্যল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, ক্রিপ্টোকরেন্সি এক্সচেন্জ, নিলামের, সংগ্রহ যোগ্য, কম্পিউটারের মালামাল, মাইনিং এর মালামাল এবং আরো আনেক কিছু।

ফোরাম এখানে একটা ফ্রি মারকেট হিসেবে কাজ করে এবং ডিল গুলো সাকসেস হওয়ার পেছনে রেপুটেশন একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। যেমন Tim May ৩০ বছর আগে বলেছিলেন, "রেপুটেশন হবে প্রধান গুরুত্ব, এমনকি আজকালের ক্রেডিট রেটিং এর চাইতেও বেশি"

বিটকয়েনটক এ, রেপুটেশন দেখা হয় "মারকেটপ্লেস ট্রাস্ট" এর মাধ্যমে, যেটা আপনার পজেটিভ, নিউট্রাল এবং নেগেটিভ ফিডব্যাক গুলো দেখায়। যদি কারো অনেক বেশি পজেটিভ ট্রাস্ট সেকার থাকে, তার মানে সে সে বিশ্বাসযোগ্য। বিপরীত ও সত্য যে, যদি কারো নেগেটিভ ট্রাস্ট থাকে, তাকে এড়িয়ে যাওয়া উচিৎ।

সিস্টেম টা এর চাইতেও জটিল, কিন্তু টপিকের বিষয় সেটা নয়। যাইহোক, দুটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা প্রয়োজন:
- নেগেটিভ ট্রাস্ট ফিডব্যাকের ক্ষেত্রে, ফোরামে ”ফ্লাগ সিস্টেম” রয়েছে যেটা ট্রেডারের অবিশ্বস্ততা সম্পর্কে আরও বিস্তারিত ব্যাখ্যার জন্য ব্যবহার করা যেতে পারে।
- যদিও ট্রাস্ট সিস্টেমটি ট্রেডিং কার্যক্রমের জন্য ডিজাইন করা হয়েছিল, ফোরামের সদস্যরা অন্যদের সম্পর্কে তাদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করেও ফিডব্যাক দিয়ে থাকে, এটা ট্রাস্ট স্কোরকে প্রভাবিত করে। সুতরাং, কারো সাথে ট্রেড করতে আগ্রহী হলে সেই ইউজারের সম্পর্কে সমস্ত ফিডব্যাক মনোযোগ সহকারে পড়তে হবে যাতে আপনি কার সাথে ট্রেড করতে ইচ্ছুক সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন।

যেমনটা ওপরে উল্লেখ করেছি, টপিকটি ট্রাস্ট/ফ্লাগ সিস্টেম নিয়ে নয়, বরং ভালো রেপুটেশন থাকার গুরুত্ব সম্পর্কে। যতো বড়ো রেপুটেশন, একজন ইউজারের ততো বেশি সুযোগ ট্রানজেকশন করার। পাশাপাশি, বিপরীতটিও সত্য: প্রতারিত করার চেষ্টা এবং চুক্তি ভংগ রেপুটেশন নষ্ট করতে পারে।

সাধারনত, মানুষ ট্রেডিং করে থাকে - হোক বায়ার বা সেলার - চেষ্টা করে স্মুথ এবং সাকসেসফুল ট্রেড করার। এবং সাধারণ ধারনা হলো যদি একজন ব্যাক্তির ভালো সুপারিশ থাকে (এই ক্ষেত্রে - ফিডব্যাক), এখানে প্রতারিত হওয়ার চান্স কম। এজন্যই, একজন ট্রেডার যিনি তার প্রোডাক্ট বিক্রি করতে চান এমন একজন ক্রেতার প্রতি আগ্রহী হবেন যার ভালো ফিডব্যাক আছে, ধরা যাক সে দ্রুত পেমেন্ট করবে (উদাহরণস্বরূপ)। একজন ট্রেডার যিনি কিছু কিনতে চান এমন একজনের কাছ থেকে কিনতে চাইবেন যার ভালো ফিডব্যাক আছে। ধরা যাক সে কথামতো প্রডাক্ট পাঠিয়েছে, তার পন্য দ্রুত এসেছে, এটা ভালো অবস্থায় এসছে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া ইত্যাদি।

আরেকটি সমস্যা যা প্রায়শই ঘটে থাকে তা হল: সাধারণত, যদি তাদের (উভয়) ভালো রেপুটেশন না থাকে, তাহলে নিম্নলিখিত প্রশ্ন করা হয়: "কে প্রথমে পাঠাবেন (টাকা/পন্য)?"। মূলত, ভালো রেপুটেশনধারী একজন অন্যজনকে প্রথমে পাঠাতে বলে, কারণ অন্যজন তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারে না। যদি অন্যজন ঝুঁকি নিতে এবং প্রথমে পাঠাতে ইচ্ছুক না হয়, তবে ডিল টি বন্ধ হয়ে যায় (বলার অপেক্ষা রাখেনা যে এই পরিস্থিতি কীভাবে হয় যখন দুটি পক্ষেরই খারাপ রেপুটেশন থাকে)। এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে যদি দুটি পক্ষ উভয়েরই ভাল রেপুটেশন থাকে - এই ক্ষেত্রে, সম্ভবত, তাদের কেউই প্রথমে পাঠাতে আপত্তি করবে না।

রেপুটেশন আমাদেরকে সমাজে ব্যক্তি হিসাবে সংজ্ঞায়িত করে এবং ফলস্বরূপ, ব্যবসায়িক কার্যকলাপেও।

সৎ ব্যক্তি এবং ব্যবসায়ীদের ফ্রি মারকেটে তাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে খুব আগ্রহী হওয়া উচিত, এতে করে সহজে, মসৃণভাবে এবং সফলভাবে তাদের পণ্যদ্রব্য লেনদেন করতে সক্ষম হবে।

যাইহোক, যদি সংশ্লিষ্ট ব্যবসায়ী এখানে একজন নতুন সদস্য হন, তাহলে তাকে ট্রেডিং কার্যক্রমে অন্যদের কাছ থেকে আস্থা অর্জনের জন্য কিছু পদক্ষেপ করা উচিত। রেপুটেশন রাতারাতি বা মাসে তৈরি হয় না। একটি শক্তিশালী রেপুটেশন তৈরি করতে বা আপনার (ইউজারনেম) নাম অন্যদের কাছে পরিচিত হতে এবং "বিশ্বস্ত" হিসাবে প্রমাণ করতে সময় লাগে। কিন্তু একবার একজন ব্যবসায়ী ভালো রেপুটেশন অর্জন করলে, তার রেপুটেশন একজন বিশ্বস্ত মার্চেন্ডাইজার হওয়ার প্রমাণ দেয়।

ফ্রি মার্কেটে ট্রেডিংয়ে ক্যারিয়ার শুরু করার বিভিন্ন উপায় রয়েছে। হতে পারে একজন নতুন সদস্য বিক্রেতা হিসেবে শুরু করতে পারে, প্রথমে তার পোডাক্ট পাঠিয়ে পরে টাকার জন্য অপেক্ষা করে। অথবা, সে একজন ক্রেতা হলে, সে প্রথমে টাকা পাঠাতে পারে এবং পরে প্রোডাক্ট এর জন্য অপেক্ষা করতে পারে। কিন্তু তাকে অবশ্যই সতর্কতার সাথে বায়ার/সেলার বেছে নিতে হবে এবং নিশ্চিত হতে হবে যে বায়ার/সেলার একজন ভালো রেপুটেশনধারী, যাতে প্রতারণার ঝুঁকি কম হয়। যদি ট্রেড সফল হয়, তাহলে একে একে অনুসরণ করে এবং সময়ের সাথে সাথে সহজ পদক্ষেপের মাধ্যমে ট্রেডিংয়ে ক্যারিয়ার এবং সুনাম গড়ে তোলা যায়।

শেষ নোট হিসাবে, বিটকয়েনটক ট্রেড করার ক্ষেত্রে আরও জটিল। ট্রাস্ট স্কোর এবং ফিডব্যাক ছাড়াও, একজন ব্যবসায়ী অন্য পক্ষের পজিশন এবং অর্জিত মেরিট বিবেচনা করতে পারেন। শুধুমাত্র রেংক / মেরিটের দিকে তাকিয়ে নয়, ট্রাস্ট স্কোর সহ সব কিছু বিবেচনা করতে পারেন। যদি একজন ইউজারের হাই রেংক থাকে, অথবা সে অতীতে অনেক মেরিট পেয়ে থাকে, তাহলে এটি কারো ভালো উদ্দেশ্যের লক্ষণ হওয়া উচিত। যদিও এটা সবসময় সত্য নয়। কিন্তু যার ভালো ট্রাস্ট স্কোর আছে এই দিকগুলি একত্রে করলে তাকে ওভারঅল জাড্জ করলে তার প্রতারণা করার সম্ভাবনা কম

প্রত্যেককে তাদের যথাযথ পরিশ্রম করতে হবে। কিন্তু মনে রাখবেন যে বিশ্বস্ত হওয়ার জন্য আপনার অবশ্যই একটি ভাল রেপুটেশন থাকতে হবে। এবং একটি ভাল রেপুটেশনের জন্য আপনাকে প্রমাণ করতে হবে (অনেকবার) যে আপনি আপনার চুক্তিগুলিকে সম্মান করেন।
2212  Other / Beginners & Help / Re: [Merit] Share your best posts/threads with Fillippone to be merit assessed on: April 11, 2023, 04:08:08 PM
I don't know When the last time fillippone was able to Review posts. But, I believe Either he is super busy with other things, or this initiative is not going well because of shit posters. I would suggest if this is not going as expected, you may abandon this with an announcement. But not responding for over a month doesn't make much sense to me. The thread is self-moderated. If you see shitposter posting shit, You are able to delete them as well.

Cheers!
2213  Other / Beginners & Help / Re: Help me translate my best posts in your Local Board on: April 11, 2023, 03:54:58 PM
Hi GazetaBitcoin,

I've sent you a PM regarding the Translation review of Why reputation is essential on the free market. I hope you will have time to check it.

Cheers!
2214  Other / Meta / Re: [CHARTS] Brief monthly overview of the local boards activity on: April 11, 2023, 12:36:35 PM
The main because I am waiting for the latest update from @ddmrddmr as a few hour worth of updates are still missing from the dashboard to complete the month! (Last update from the merit dashboard is on the morning of the 31st of March.
Oh damn you are right. I just assumed that he updated Merit Dashboard last Friday (April 7th) as I don't remember him ever missing one in the last few years since I started writing these overviews. Anyway, thanks for letting me know but that means I will have to adjust almost all the charts once he updates the dashboard.  Cry

Am I the only person seeing that the Merit Dashboard was updated on April 3rd? I don't know what I am missing. Tongue

2215  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 11, 2023, 10:37:20 AM


Well, Satoshi knew what he was doing. But, His enemies (Government, Bank, Elites) didn't understand what he was doing.
They were scared of losing their power over the old financial system. But those enemies didn't know how to defend Bitcoin.

People still don't understand why Bank Officials, Government officials sometimes say weird things about Bitcoin.
Because they are scared of Bitcoin, all their actions failed before and will fail in the future. Bitcoin was one of the bloodless revolutions which gave you the power to handle your money without a 3rd party.

This is the exception of Bitcoin. "You know what you are doing. But your enemy doesn't."

2216  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 11, 2023, 10:20:12 AM
প্লিজ ভাই যে কেও একটা মেরিট দিয়ে দেবেন প্লিজ প্লিজ প্লিজ প্লিজ Cry

ভাই তুই মেরিট বিক্যায় দে আমারে

হিন্দী একটা কথা আছে কাবাব মে হাড্ডি। সেমাইয়ের মাঝে এরকম দুই একটা এলাচি দানা থাকবেই। থ্রেড এ কতো সুন্দর বিটকয়েনের টেকনিক্যাল ব্যাপার গুলো নিয়ে আলোচনা হচ্ছিলো। এর মাঝে একজন সুন্দর করে সবাইকে মেনশন করে একটা মেরিট চাইছে। ভাই আপনি পোষ্ট করেছেন ৪ টা। আপনি এমন কোনো পোষ্ট করেন নাই যেটা মেরিট পেতে পারে। যদিও আমি ডিটি নেটওয়ার্কে নাই। তবুও আপনোকে নেগেটিভ ফিডব্যাক দিতে বাধ্য হলাম। একজন আপনাকে বুঝাচ্ছে যে এভাবে মেরিট চাওয়া ভালো না। আপনি উল্টা তাকে তুই তোকারি করছেন। আবার আসছেন মেরিট চাইতে! আপনাদের দিয়েই কিছু হবে। চালিয়ে যান!
2217  Economy / Trading Discussion / Re: Do you still advised more buy and store? on: April 10, 2023, 06:30:54 PM
The best method ever is DCA. Start Doing DCA with whatever you can afford to lose. Let's say you can buy $10 a week. Go on. The price was never stable, and it won't be stable. If you can invest $50 a week, Start Accumulating from this week. But, If your income is meager and you can afford as low as $10 a week. I would advise gathering them and buying $40-$50 monthly. It will reduce the fee for the transaction.
2218  Local / Other languages/locations / SegWit কি? SegWit কিভাবে কাজ করে? on: April 10, 2023, 06:07:38 PM
চলুন আজকে আলোচনা করা যাক বিটকয়েনের জনপ্রিয় একটা প্রটোকল SegWit নিয়ে।

SegWit কি?
SegWit হলো বিটকয়েন ব্লকচেইনের একটা ডেভেলপ্ড প্রটোকল যার পুরো নাম Segregated Witness। এটা একটি ব্লক থেকে ডাটা কমিয়ে সেটার সাইজ আকারে ছোট করে। ব্লকচেইনের প্রায় ৬৫% ডাটা স্টোরেজ খরচ হয় শুধুমাত্র সিগনেচার সংরক্ষন এর জন্য। SegWit এড্রেস এই সিগনেচার গুলো কে একটি ইউনিটে ভাগ করে আবার কোর ব্লক ডাটা গুলো চারটি ইউনিটে ভাগ করে। যেগুলো আলাদা থাকার কারনে একটি ব্লকে বেশি পরিমান ডাটা সংরক্ষন করা যায়। যার কারনে অনেক গুলো ট্রানজেকশন একই ব্লক এ থাকলে এভারেজ ফি কম করে ট্রানজেকশন করা যায়।

এটার পুরো নাম Segregated Witness। Segregated মানে আলাদা বা বিভক্ত, আর Witness হলো ট্রনজেকশন সিগনেচার। পুরো নামের বাংলা ধরলে এটার অর্থ হবে আলাদা সিগনেচার ট্রানজেকশন বা বিভক্ত সিনেচার ট্রানজেকশন। শুনতে কেমন উইয়ার্ড লাগছে না?  Grin

SegWit কিভাবে কাজ করে?
এটাতে প্রেরক এবং প্রাপকের বিটকয়েন এড্রেস থাকে (সব প্রটোকলেই থাকে  Grin)। দ্বিতীয় পার্ট এ ট্রানজেকশন ডাটা এবং সিগনেচার সংরক্ষন করা থাকে। Segregated Witness এড্রেস অন্যান্য ডাটা গুলো মেইন ব্লক থেকে সরিয়ে ফেলে যার ফলে মেইন ব্লকের সাইজ কমে আসে। যার কারনে ট্রনজেকশনগুলো কম স্পেস নেয় এবং একই ব্লকে অনেক গুলো ট্রানজেকশন যায়গা করে নেয়। তারপর segregated witness address অন্যান্য ত্রুটি গুলো সমাধান করে যার ফলে ইউজার বিটকয়েন প্রটোকলে যে ট্রানজেকশন হ্যাস হয়, তা কন্ট্রোল করতে পারে। যদি যেকোনো একটা ক্যারেকটার চেন্জ হয়, তবে পুরো ট্রানজেশন হ্যাশটাই চেন্জ হয়ে যায়। ট্রনজেকশন ডাটা থেকে সিগনেচার রিমুভ হয়ে যাওয়ার পরে এখানে আর কিছু করার থাকে না।

SegWit এর প্রকারভেদ
SegWit আবার দুই প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে Nested SegWit এবং অন্যটি Native SegWit (bech32)। ফোরামে দেখবেন ক্যাম্পেইন ম্যানেজার রা bech32 এড্রেস দেয়ার জন্য বলে থাকেন। Nested SegWit এড্রেস P2SH স্ক্রিপ্ট এর সাধারণ ব্যাবহার করে ক্রিপোগ্রাফিক স্টান্ডার্ড মেনটেইন করে non-native segregated witness transaction গুলো সাপোর্ট করে থাকে। এখন কিভাবে ‍বুঝবেন আপনার এড্রেস Native SegWit নাকি Nested SegWit? Nested SegWit এড্রেস মূলত 3 দিয়ে শুরু হয়ে থাকে যেটা ২৬ থেকে ৩৬ ক্যরেকটার হয়ে থাকে। আর Native SegWit (bech32) bc1 দিয়ে শুরু হয়ে থাকে।

SegWit address এর সুবিধা এবং অসুবিধা।
প্রথম সুবিধাই হলো কম ট্রানজেকশন ফি! আমার মতে বেশিরভাগ মানুষ এই কম ট্রানজেকশন ফি এর কারনেই SegWit এড্রেস ব্যাবহার করেন। দ্বিতীয় সুবিধা ব্লকচেইনের জন্য। যেটা একই ব্লকে বেশি পরিমান ট্রানজেকশন ষ্টোর করতে পারে। এত করে কম সময়ে অধিক পরিমানে ট্রানজেকশন করা যায়। কিছু অসুবিধাও আছে। যেহেতু Native SegWit (bech32) অনেকটা নতুন ফরম্যাট, এই কারনে পুরাতন ওয়ালেট সফটওয়্যারগুলো Native SegWit (bech32) এ জেনারেট করা সিগনেচারগুলো ভেরিফাই করতে পারে না। আরেকটা সমস্যা হলো মাইনার রা SegWit ট্রানজেকশন থেকে খুবই কম রেভেনিউ পেয়ে থাকে। যদিও সাধারন ইউজারদের জন্য এটা কোনো সমস্যা বা অসুবিধা নয়।

SegWit address এবং Native SegWit (bech32) নিয়ে বিস্তারিত জানতে চাইলে এই আরটিকেল টি দেখতে পারেন।
2219  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 09, 2023, 07:22:48 PM
Look what spotted in El Salvador

2220  Local / Other languages/locations / বিটকয়েন - একটি রক্তহীন বিপ্লব on: April 09, 2023, 06:20:26 PM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Bitcoin - a bloodless revolution




সকল বিপ্লব রক্তপাতের মাধ্যমে হয়েছে। তাই বিপ্লবের পতাকা সবসময় লাল হয়ে থাকে।

স্পার্টাকাসের বিদ্রোহ (71 - 71 BC) থেকে আমেরিকান বিপ্লব (1765 - 1783); ফরাসি বিপ্লব (1789 - 1799) থেকে বুদাপেস্ট,  হাঙ্গেরিয়ান বিপ্লব (1956); প্রাগ (1968) থেকে পর্তুগাল, কার্নেশন বিপ্লব (1974); এমিলিয়ানো জাপাতা সালাজার (1910 - 1920) এর নেতৃত্বে মেক্সিকান বিপ্লব থেকে মাও সেতুং (1966), নিকারাগুয়ান বিপ্লব ('60 এবং '70) এবং 1989 থেকে রোমানিয়ান বিপ্লব থেকে শুরু করা মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লব পর্যন্ত। এবং তালিকাটি আরো বড় হতে পারে। সব বিপ্লবেই রক্তপাত হয়েছে। তাদের নেতারা তাদের উদ্দেশ্যের জন্য লড়াই করেছিল, কিন্তু কেউই কখনও রক্তপাতহীন বিপ্লব সফল করতে পারেনি,

সাতোশি নাকামোতো পর্যন্ত

সাতোশি কখনো বিপ্লবের নেতা হতে চাননি, তবুও তার সৃষ্টি -- বিটকয়েন -- সারা পৃথিবীতে বিপ্লব ঘটিয়েছে। অভিজাতদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সাধারণ মানুষের হাতে ফিরিয়ে দিয়েছে। মানুষ তৃতীয় পক্ষের ওপর নির্ভর না হয়ে তাদের নিজস্ব টাকা  নিজেরা নিয়ন্ত্রণ করতে পারছে। বিটকয়েন মধ্যস্থতাকারীদের অনেকটা ইউজলেস বানিয়ে দিয়েছে এবং বিটকয়েন ব্যাবহারকারীরা সরকার এবং ব্যাংক ব্যাবস্থার ওপর থেকে আস্থা সরিয়ে নিয়েছে। এটি প্রথাগত অর্থব্যবস্থার টনক নড়িয়েছে এবং একটি নতুন দৃষ্টান্ত বাস্তবায়ন করেছে: "ইলেকট্রনিক ক্যাশের মাধ্যমে সম্পূর্ণ পিয়ার-টু-পিয়ার ব্যবস্থা যা অনলাইন পেমেন্টগুলিকে কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে না গিয়ে সরাসরি এক পক্ষ থেকে অন্য পক্ষের কাছে পাঠানোর সুযোগ করে দিয়েছে"। বিটকয়েন ইতিহাসের প্রথম রক্তহীন বিপ্লব।

এই বিপ্লবের জন্য কাউকে জীবন দিতে হয়নি। বিটকয়েন বিপ্লব কোন সহিংসতা, কোন গণহত্যা, বিপ্লবের সময় ভয়ঙ্কর কোন কিছয় হয়নি। এটি ক্ষুধার্ত এবং দরিদ্রদের বাঁচতে এবং তাদের জীবনের জন্য লড়াই করার সুযোগ পেতে সহায়তা করেছে। এটি সারা বিশ্ব থেকে মানুষকে এক হতে সাহায্য করেছে। আর কোনো রাজনৈতিক নেতা বিটকয়েন বন্ধ করতে পারবেন না। বিপ্লব এখন ১২ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। এবং, দিনে দিনে, এর গ্রহনযোগ্যতা বেড়ে চলেছে।

আমি নিজের কাছে অনেকবার প্রশ্ন করেছি যে কিভাবে বিটকয়েন এরকম এটা রক্তক্ষয়হীন বিপ্লব ঘটালো? এবং মাঝে মধ্যে আমার মনে হয়, কোনোভাবে কিটকয়েন বিপ্লব Saul Alinsky র রূলস ফলো করেছিলো। তিনি একজন আমেরিকান একটিভিস্ট ছিলেন এবং তিনি অন্যন্যদের মধ্যে সফল একটা বিপ্লবী নিয়ম লিখেছিলেন। তার লেখা কোনো বিপ্লবের নিয়মই সহিংসতাকে প্রমোট করে না।

নিয়ম ১: ক্ষমতা শুধুমাত্র আপনার যা আছে তা নয়, তবে প্রতিপক্ষ যা মনে করে তা আপনার কাছে আছে। যেদিন থেকে বিটকয়েন আসলো, সরকার, ব্যাংক এবং ধনীরা বয় পেয়েছিলো। তারা বুঝতে পেরেছিলো যে তারা তাদের অত্যাধিক ক্ষমতা হারাতে চলেছে এবং তারা বিটকয়েনকে অনেক বড় শত্রু হিসেবে দেখা শুরু করে। যদিও বিটকয়েন তখন তার প্রথম সময়ে ছিলো।

নিয়ম ২: যখনই সম্ভব, প্রতিপক্ষের অভিজ্ঞতার বাইরে থাকুন। এখানে অবশ্যই তাদের মধ্যে কনফিউশন, ভয় তৈরী করতে চাইবেন যাতে তারা বুঝতেই না পারে কিভাবে আপনাকে মোকাবেলা করতে হবে। অভিজাতরা কখনো সাধারণের ওপর থেকে ক্ষমতা হারানোর ভয় পায় নি। সর্বোপরি, ব্যাংক এবং সরকার তাদের হাজার বছর ধরে জিম্মি করে রেখেছিলো। যখনই বিটকয়েন চলে আসলো, তার পিয়ার-টু-পিয়ার নতুন সিস্টেম এর সাথে, সাথে কয়েন জয়েন, মিক্সার এর মাধ্যমে যেটার প্রাইভেসি আরো অনেক বেড়ে যায়। সকল নিপিড়ক তখন কনফিউজ্ড হয়ে যায়। তারপর তারা ভয় পেতে শুরু করে। তারা জানতো না কিভাবে বিটকয়েনের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং আজকে এক যুগ ধরে তাদের সকল চেষ্টা ব্যার্থ হয়েছে।

নিয়ম ৩: প্রতিপক্ষকে তাদের নিয়মের মাঝেই থাকতে দিন। বিটকয়েন অভিজাতদের বিরুদ্ধে তাদের শক্তি ব্যবহার করেই লড়াই করেছে। অভিজাতরা যেমন মানুষকে তাদের আর্থিক নিয়ন্ত্রণ যুগ যুগ ধরে ছিনিয়ে নিয়েছিল, তেমনি বিটকয়েনও করেছে, যা মানুষকে তাদের নিজস্ব টাকার ক্ষমতা নিজের হাতে ফিরিয়ে দিয়েছে।

নিয়ম ৪: উপহাস মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। উপহাসের পাল্টা আক্রমণ করা কঠিন, এবং এটি প্রতিপক্ষকে বিরক্ত করে, যা আপনার জন্য সুবিধা। সরকার সর্বদা জানতে চাইতো যে প্রতিটি নাগরিকের কাছে কত টাকা আছে এবং নিয়মিত একজন ব্যক্তি কীভাবে অর্থ ব্যয় করে। সাতোশি এমন একটি ফ্যাশনে বিটকয়েন তৈরি করেছিলেন যা তার নাগরিক দ্বারা করা সমস্ত আর্থিক লেনদেন জানার জন্য রাজ্যের লোভকে উপহাস করে। সমস্ত বিটকয়েন লেনদেন ব্লকচেইনে দেখা যায়, যা সকলেই দেখতে পারবে। তবুও, প্রেরক এবং প্রাপকের ঠিকানাগুলি হল আলফানিউমেরিক অক্ষরের কিছু স্ট্রিং, যাতে কোনও নাম নেই, কোনও উপাধি নেই, কোনও ব্যক্তিগত তথ্য নেই (ধরে নেওয়া হয় যে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষকে দেননি, যেমন সেনট্রালাইজ্ড এক্সচেন্জ)। সাতোশির উদ্ভাবন সরকারকে কটূক্তি করেছে এবং মনে হচ্ছে এটি বলতে চাইছে যে: "আপনি কি জানতে চান আমার কত টাকা আছে? এখানে, আপনি এটি দেখতে পারেন। আপনি কি আমার সমস্ত লেনদেন দেখতে চান? আপনি এটিও দেখতে পারেন। আমি সেগুলি পাবলিক করেছি তোমার সামনে। কিন্তু তুমি জানো না আমি কে"

নিয়ম ৫: একটি কৌশল যা খুব বেশি সময় ধরে ব্যবহার হয়েছে, তা একাধিকবার হতে থাকলে মানুষ অন্য দিকে ঝুকতে পারে। তাই পরিবর্তন আনা প্রয়োজন, এমনকি সামান্য কিছু পরিবর্তন ও জরুরী। বিটকয়েন গত দশকে পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। SegWit থেকে bech32 এবং Taproot থেকে বিভিন্ন BIP পর্যন্ত, বিটকয়েন সময়ের সাথে পরিবর্তিত এবং বিবর্তিত হয়েছে।

নিয়ম ৬: চাপ বজায় রাখুন। বিভিন্ন কৌশল এবং কর্ম ব্যবহার করুন এবং আপনার প্রয়োজনের জন্য সঠিক সময়গুলো ব্যবহার করুন। "কৌশলের প্রধান ভিত্তি হল দিন দিন ব্যাবস্থার ডেভেলপ করা যা বিরোধীদের উপর ক্রমাগত চাপ বজায় রাখবে। এটিই বিরোধীদের আপনার সুবিধা অনুযায়ী কাজ করতে বাধ্য করবে। বিটকয়েন আসার পর থেকে ব্যাংক এবং সরকার চাপ অনুভব করা শুরু করে যা আস্তে আস্তে বাড়তে থাকে। অনেক আর্থিক সংকটের মাঝেও মানুষ বিটকয়েন ব্যাবহার করেছে। যতই আর্থিক অবস্থা খারাপ হচ্ছে, মানুষ ততই বেশি বিটকয়েনে ঝুকেছে। যেটা সরকারের ওপর আরো অত্যাথিক চাপ তৈরি করেছে। তারা বুঝতে শুরু করেছে যে তারা আস্তে আস্তে মানুষের টাকার ওপর ক্ষমতা হারিয়ে ফেলছে এবং মানুষ নিজেই তার টাকার ম্যানেজমেন্ট করতে পারে কোনো ব্যাংক, সরকার এবং ৩য় পক্ষ ছাড়াই।

নিয়ম ৭: টার্গেট বাছাই করুন, স্থিতিশীল করুন, নিজের মতো গুছিয়ে নিন এবং গুণসম্পন্ন করুন। বিটকয়েন তার সৃষ্টির আগেই টার্গেট তৈরি করেছে। বর্তমান অর্থ ব্যাবস্থা, মধ্যস্থতাকারী, সরকার এবং ব্যাংক। বিটকয়েনের উদ্দেশ্য সূক্ষ্ম উপায় দেখানো হয়েছিলো, এমনকি এর জেনেসিস ব্লক থেকে, যেটিতে নিম্নলিখিত বার্তা রয়েছে: "Chancellor on brink of second bailout for banks".

আমরা হয়তো আরো অনেক বছর বাচবো। আমাদের সন্তানরা বাচবে এবং নাতিরাও। জানিনা তবুও আমরা এরকম আরেকটা রক্তপাতহীন বিপ্লব ভবিষ্যতে দেখতে পারবো কি না...
Pages: « 1 ... 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 [111] 112 113 114 115 116 117 118 119 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!