Bitcoin Forum
June 24, 2024, 08:42:09 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 [117] 118 119 »
2321  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: March 16, 2023, 12:12:34 AM
Heck!

ChipMixer was seized by US and German authorities.
1909.4 Bitcoin in 55 Transactions (44.2 Million Euro) with 7 TB Data seized. The most famous Mixer on this forum ended their journey.



http://chipmixer.com/

https://www.europol.europa.eu/media-press/newsroom/news/one-of-darkwebs-largest-cryptocurrency-laundromats-washed-out


Is this a real seizure?
Yes, it is. It's official from the Authorities. DarkStar Just ended the signature Campaign as well.

Quote
I for one am glad I never sold my signature to them.

Now I hope all that did and many did on Bitcointalk don't get in trouble.

I don't think anyone would be in trouble just because they sold signature space to them. Every service has positive and negative as well. It depends on how you use it. weapons were invented for good. To protect yourself. But, now we using it for bad purposes. Mixers are good for privacy. But, if people use it for money laundering and illegal activities. That's not good.

TV Channels and websites owner shouldn't be in jail because they advertised some failed project that ended up bankrupt.
2322  Other / Off-topic / Re: Foxpup's Merit Cycling Club 🦊 🎉 🔞 4th Anniverary Foxhole "Festivities" [NSFW] on: March 15, 2023, 11:58:12 PM
Congratulations Foxpup and Company!

It's 10 minutes from a new day, and this is the first good news I hear today.

I am sorry but Probably the worst news of the day is Chipmixer Was Seized. ChipMixer was seized by US and German authorities.
1909.4 Bitcoin in 55 Transactions (44.2 Million Euro) with 7 TB Data seized. The most famous Mixer on this forum ended their journey.



http://chipmixer.com/

https://www.europol.europa.eu/media-press/newsroom/news/one-of-darkwebs-largest-cryptocurrency-laundromats-washed-out

Sorry for the off-topic in the off-topic.
2323  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 15, 2023, 04:10:38 PM
আমার মতে এটা তাদের কাছে খুব একটা আহামরি বিষয় না।। আবার এটাও হতে পরে যে তারা জন সম্মুখে চোখে ধুলা দাওয়ার জন্য এই কাজ টি করেছে।। হয়তো বা এমন কোনো গভীর এর বিষয় ছিলো যে বিষয় এ ধরা খেলে তারা আরো বেশি সমস্যায় পড়ত ।। এই জন্য তারা হয়তো এই চাল সাজিয়েছে।। কারণ Chipmixer ফোরাম এ একটি অনেক বড় ওয়েবসাইট ।। আমি যদিও chipmixer সম্পর্কে তমন বেশি কিছু জানি না কিন্তু এই chipmixer সম্পর্কে অনেক কিছু শুনেছি।। যেহেতু  তারা এত বড় অবস্থান এ অবস্থান করছে তাদের অভ্যন্তরীণ এবং বাইহেরের অনেকে যুক্ত আছে ।। আমার মতে এটা তাদের একমাত্র কোনো ছোট চাল হতে পারে যা হয়তোবা কোনো বড় সমস্যার সমাধার ।।

আপনার কাছে এটা কে কেনো চাল মনে হচ্ছে?
ইউরো পোল এর ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কি না জানা নেই আমার। চিপ মিক্সার কিন্তু অফিসিয়াল ভাবে কিছুই জানায়নি। হতে পারে তাদের লোকজন ধরা পড়েছে। এটা জার্মান এবং ইউ এস মিলে জব্দ করেছে। আইনি সংস্থা গুলো কাজ করছে। ইউরো পোল এসব নিউজ হুদাই প্রচার করবে না। আপনার কি মনে হয় আইনি সংস্থা কিছু না করে সংবাদ সম্মেলন করবে?
2324  Local / Other languages/locations / Re: Pakistan on: March 15, 2023, 03:30:01 PM
Dostoon!
Yaha koi ChipMixer use karta tha kya?
ChipMixer.com ka website Aj US aur German Authorities milke Seize kar liya. 1909.4 Bitcoin (44.2 Million Euro) aur 7 TB Data bhi Seize kar liya. Unka 4 Server tha, wo bhi Seized kar liya. Forum ka highest paying signature Campaign off hone wala hain.


http://chipmixer.com/

https://www.europol.europa.eu/media-press/newsroom/news/one-of-darkwebs-largest-cryptocurrency-laundromats-washed-out
2325  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 15, 2023, 03:25:24 PM
ফোরামের সব চাইতে ফেমাস মিক্সার ChipMixer এর ওয়েবসাইট এবং সারভার Seize করেছে জার্মানি এবং আমেরিকা। ৫৫ টি ট্রাঞ্জেকশনে ১৯০৯.৪ বিটকয়েন জব্দ করেছে (বর্তমান বাজার মূল্য ৪৪.২ মিলিয়ন ইউরো)। এছাড়াও ৭ টেরাবাইট ডেটা তারা জব্দ করেছে।

অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চিপমিক্সার ব্যাবহার করে হ্যাকার, ক্রিমিনাল রা টাকা সরিয়ে ফেলছিলো। চিপ মিক্সার দিয়ে মানি লন্ডারিংয়ের কাজ চলছিলো! ফোরামের সব চাইতে হাই পেয়িং সিগনেচার ক্যাম্পেইন বন্ধ হতে চলেছে মনে হয়!



https://www.europol.europa.eu/media-press/newsroom/news/one-of-darkwebs-largest-cryptocurrency-laundromats-washed-out
নিউজ অব দ্য ডে। আমার কাছে কোন মেরিট নাই আপনাকে দেয়ার মত। এইটা বিশাল ব্যাপার, ওরা ৭ টেরাবাইট কি এমন তথ্য রেকর্ড করছে। লল। বন্ধ হলেও নতুন নামে আবার আসবে  Cheesy যেমনটা সিনবাদকে বলা হচ্ছে ব্লেন্ডার এর সাইট।

মেরিট ভার মে যায়ে ভাইয়া!
ব্যাপার টা কি হয়ে গেলো ভাবা যায়?
এতো ফ্যামাস একটা মিক্সার ১৯০৯ বিটকয়েন সহ জব্দ করে ফেলছে। এই রিস্ক এর কথা তো চিপ মিক্সার অবশ্যই জানতো। ১৯০৯ বিটকয়েন তো আর তাদের না। এগুলা কিছু ওদের আর বাকি টা ইউজার দের। এবার ইউজার দের কথা ভেবে দেখেন। ৪৪.২ মিলিয়ন ইউরো বিশাল ব্যাপার। একটা সাইট নতুন করে আবার শুরু করলে উঠে দাড়াতে অনেক সময় লাগবে। আর যারা এই জব্দ করার সময় মিক্সিং করছিলো, তারা আর মিক্সিং করার সাহস দেখাবে না।

তাদের ক্লিয়ার নেট এর ডোমেইন এ সেইজড দেখাচ্ছে। কিন্তু ডার্ক ওয়েবে এখনো সাইট টা সচল আছে। যদিও অথরিটি দাবি করছে তারা সব গুলো (৪টি) সারভার ই জব্দ করেছে।
2326  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: March 15, 2023, 02:48:14 PM
Heck!

ChipMixer was seized by US and German authorities.
1909.4 Bitcoin in 55 Transactions (44.2 Million Euro) with 7 TB Data seized. The most famous Mixer on this forum ended their journey.



http://chipmixer.com/

https://www.europol.europa.eu/media-press/newsroom/news/one-of-darkwebs-largest-cryptocurrency-laundromats-washed-out
2327  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 15, 2023, 02:45:20 PM
ফোরামের সব চাইতে ফেমাস মিক্সার ChipMixer এর ওয়েবসাইট এবং সারভার Seize করেছে জার্মানি এবং আমেরিকা। ৫৫ টি ট্রাঞ্জেকশনে ১৯০৯.৪ বিটকয়েন জব্দ করেছে (বর্তমান বাজার মূল্য ৪৪.২ মিলিয়ন ইউরো)। এছাড়াও ৭ টেরাবাইট ডেটা তারা জব্দ করেছে।

অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চিপমিক্সার ব্যাবহার করে হ্যাকার, ক্রিমিনাল রা টাকা সরিয়ে ফেলছিলো। চিপ মিক্সার দিয়ে মানি লন্ডারিংয়ের কাজ চলছিলো! ফোরামের সব চাইতে হাই পেয়িং সিগনেচার ক্যাম্পেইন বন্ধ হতে চলেছে মনে হয়!



https://www.europol.europa.eu/media-press/newsroom/news/one-of-darkwebs-largest-cryptocurrency-laundromats-washed-out
2328  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 15, 2023, 12:42:27 PM
বাউন্টি বিজয়ী কি প্রতি সপ্তাহে অর্থ প্রদান করে না প্রত্যেক মাসে করে?  

 এটা ডিপেন্ড করে আপনি কোন বাউন্টি তে জয়েন করেছেন। তাদের ক্যাম্পেইন এর নিয়ম অনুযায়ী পেমেন্ট পাবেন। বাউন্টি ক্যাম্পেইনে যদি উল্লেখ থাকে যে সপ্তাহে পেমেন্ট দিবে, তাহলে সপ্তাহেই দিবে। আর যদি উল্লেখ থাকে যে মাসে পেমেন্ট করবে, তাহলে তারা মাসে পেমেন্ট করবে। আপনি তাদের ক্যাম্পেইন এ গিয়ে চেক করে নিন।
2329  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 15, 2023, 10:45:21 AM
জাস্ট বিপিআইপি তে ঢুকে দেখলাম আমি মোস্ট মেরিট এ ৮১০ নম্বরে অবস্থান করছি। এটা আসলে আমার জন্য বাংলাদেশী হিসেবে একটা বড় অর্জন। আস্তে আস্তে ধীরগতিতে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। মোস্ট ট্রাস্টেড বাদে অন্য সবগুলোতে উন্নতি হচ্ছে শুধুমাত্র মোস্ট ট্রাস্টেড এ অবনতি হয়েছে। আশা করি এ বছরের শেষের দিকেই ভালো একটা অবস্থানে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

বিগত কয়েক মাসের মধ্যে আপনি এবং লিটল মাউস ভাই লিজেন্ডারি হয়েছেন।
আপনারা দুইজন আবার ডিটি মেম্বার ও।  আপনারা ধীরে ধীরে এলাইট পারসন হয়ে যাচ্ছেন। আশা থাকবে আরো অনেক বেশী উন্নতি করবেন।
কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখা যাক।

shasan ভাই সবচেয়ে বেশি মেরিট পেয়েছেন (১ মাসে) ফেব্রুয়ারী ২০২৩ - ১১২ টি
সবচেয়ে বেশি মেরিট দিয়েছেন ও (১ মাসে) ফেব্রুয়ারী ২০২৩ - ২৪ টি

সবচেয়ে বেশি মেরিট পেয়েছেন ট্রেডিং ডিসকাশন বোর্ড থেকে (৪৬%)
সবচেয়ে বেশি মেরিট দিয়েছেন ও ট্রেডিং ডিসকাশন বোর্ড এ (৩৭%)



আর মেরিট ক্লাউডে তো দেখাই যাচ্ছে কারা কারা মেরিট দিয়েছে -



তথ্য সূত্র: DdmrDdmr's Merit dashboard



2330  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: March 15, 2023, 09:56:49 AM
Tough luck, Brits: Binance suspends UK deposits and withdrawals

https://www.theregister.com/2023/03/15/binance_deposits_withdrawals_uk/

Centralized Exchanges are Crap. You know that.
If you are using one, be ready for anything

You agree that Binance shall have the right to immediately suspend your Binance Account (and any accounts beneficially owned by related entities or affiliates), freeze or lock the Digital Assets or funds in all such accounts, and suspend your access to Binance for any reason including if Binance suspects any such accounts to be in violation of these Terms, our Privacy Policy, or any applicable laws and regulations. You agree that Binance shall not be liable to you for any permanent or temporary modification of your Binance Account, or suspension or termination of your access to all or any portion of Binance Services. Binance shall reserve the right to keep and use the transaction data or other information related to such Binance Accounts.

They said for Any Reason
2331  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: March 15, 2023, 09:48:11 AM
Not sure why people force me to use the button under their username. Freaking Crap 💩
2332  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: March 15, 2023, 08:09:08 AM
I used to keep my merits for non-legendaries.

Now only rarely do I find a merit worthy post by non-legends; let alone beginners. What has happened to the WO? Do I sound like a fading boomer if I suspect only the "old guard" is keeping this place interesting?

Would you Dare to Hear the truth?
The truth is, Legendary WO members have been here, and they are only keeping it interesting.
Everyday newbie accounts spawn up, and they post tweets to get some easy merits until they get at least Full Member rank to apply for a signature campaign. Once they get ranked up, They do not return to WO until they feel they need more merits to reach the next rank. You will see new people coming and disappearing every few days.  If Signature Campaign disappears from this forum, you rarely see newbies' posts in the WO thread. So yeah, the answer to your question is Yes. So, feel free to spend your merits on Legendaries Post  Wink

2333  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 15, 2023, 07:50:05 AM
ভাইয়া আমি তো আগে থেকে এই সকল কিছু অনুধাবন করেছি এবং নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করছি। ওই টপিক এর মধ্যে কোনো এক জায়গায় বলা হয়েছে ভালো পোস্ট দাতা হয়ে উঠুন ।। আমার প্রশ্ন যে সকলে তো ক্রিপ্টো বিষয় এ অনেক কিছু জানে না এবং আমি দেখেছি যে অনেক বিষয় বস্তু আসে যা ঠিকঠাক ভাবে জানা যায় না।। তাহলে কি অন্য কোনো মধ্য আসে ওই সকল বিষয় সম্পর্কে জানা ।। অথবা নির্দিষ্ট ক্রিপ্টো ওয়েব সাইট আসে যেইখানে থেকে ক্রিপ্টো সকল বিষয় সম্পর্কে জানার জন্য তাহলে ভালো হয়।।।

বাংলায় কিছু শেখার জন্য এবং লেটেস্ট খবর সম্পর্কে জানতে Coinalap.com ভিজিট করতে পারেন।
আর ইংরেজি তে তো ওয়েব সাইটের অভাব নেই। যদি সব বুঝতে না পারেন, তাহলে ট্রান্সলেটর ব্যাবহার করতে পারেন।
আপনি কি জানতে চান সেটা লিখে গুগলে সার্চ করলে অনেক সাইট ই সামনে চলে আসবে।
2334  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 15, 2023, 05:25:38 AM
এই ফোরামে দেখেছি অনেকে quote করে পোস্ট করে। দেখতে পারলাম যে একজন ইউজারের quote করে পোস্ট করার পর আবার অন্যজন ইউজারের পোস্ট quote করে করেছে।
আমার পোষ্টের উপরে @shasan ভাই দেখলাম যে এভাবে পোস্ট করেছে।
সেটা কিভাবে করতে হয় আপনাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছি।

প্রথমে যেই পোস্ট টা কোট করবেন, সেটার Quote বাটচে চেপে কোট করবেন। এটা করার পর, যদি অন্য কোনো পোস্ট কোট করতে চান, পোস্ট না করেই নিচের দিকে স্ক্রল করে আপনার কাংখিত পোস্ট টি খুজে বের করুন যেটা আপনি কোট করতে চান, আমি এই লেখা টি লেখার সময় স্ক্রিনশট নিলাম, ছবি তে দেখুন!



আপনার পোস্ট এর আগের পোস্ট টাই shasan ভাইয়ের। ধরেন আমি ওনাকে কোট করে কিছু বলতে চাই, Insert Quote বাটনে ক্লিক করুন। ওনার পোস্ট টি আপনার পোস্ট লেখার বক্সে চলে আসবে। তারপর আপনি যা বলতে চান, সেটা ওনার পোস্ট শেষ হবার পর কোট এর বাইরে লিখবেন। যেই টুকু রাখতে চান, সেই টুকু রাখতে পারেন। আবার পুরোটাই রেখে পোস্ট করতে পারেন।

Edit: এটা তখনি কাজে আসবে যখন একই থ্রেড এর পোস্ট কোট করতে চান এবং পোস্ট টি শেষ ২০ টা রিপ্লাই এর মধ্যে থাকবে। যদি এমন হয় যে আপনি অন্য থ্রেড এর পোস্ট কোট করতে চান, তাহলে ব্রাউজারের আরেকটি ট্যাব ওপেন করে কাংখিত পোস্ট টি খুজে বের করুন। তারপর কোট বাটনে ক্লিক করুন। পুরো পোস্ট টা কপি করুন কোট কোড সহ! তারপর আগের ট্যাব এ ফেরত এসে এখানে পেস্ট করে দিন।
2335  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: March 14, 2023, 06:49:52 PM
Shame.
If you were a woman I would also have slapped you in the face.... but with my dick.

Since When Lady Boy Started having Dick?
I didn’t knew that.
2336  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: March 14, 2023, 05:23:00 PM
Wanker

Thanks for the nice Words.
Glad to know where you are from  Grin
2337  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: March 14, 2023, 04:55:06 PM
Oh, Congrats bitcoinPsycho!
1400 Merits Rounded up.
Did you know Only El duderino_ alone sends you 604 Merits Out of 1400?

I see what you are doing here, and wanted to reward you with 3 merits.

This is an honor I bestow on someone that makes the gayest post on a page.

The invitation to our ranch grand-opening is in your PMs.

Well, I am not a native English Speaker.
I didn't get the term you used to reply to me.
But I feel like you just slapped my face.
I wish I could remove the merit you gave from my account.
I am sorry if I get it wrong.
2338  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 14, 2023, 04:48:03 PM
অরিজিনাল থ্রেড: https://bitcointalk.org/index.php?topic=5444565.0
লেখক: John Abraham

হাই বন্ধুরা,

এই থ্রেডে আলোচনা করা গুরুত্বপূর্ণ কারণগুলির কারণে। আমার মনে হলো "সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ইউজার এগ্রিমেন্টের পিছনে কী লুকিয়ে আছে" তার ব্যাপারে কমিউনিটিকে সচেতন করার জন্য এটি একটি আলাদা থ্রেড প্রয়োজন। সত্তি বলতে, আজকের আগ অবধি তাদের ইউজার এগ্রিমেন্টে কী লেখা ছিল, তা নিয়ে আমার কোন ধারণা ছিল না। আমরা যখন প্রতিটি ওয়েবসাইটে সাইন আপ করি তখন সমস্ত শর্তাবলী পড়া প্রায় অসম্ভব। কিন্তু, এক্সচেঞ্জ, ক্যাসিনো বা যেখানে আমরা আমাদের টাকা পয়সা লেনদেন করব, সেসব সাইটে সাইন আপ করার আগে ইউজার এগ্রিমেন্ট পড়া উচিৎ। আমি মোটামুটি নিশ্চিত যে এইসব এক্সচেঞ্জের 95% ব্যবহারকারী জানেন না যে তাদের ইউজার এগ্রিমেন্টে কী লেখা আছে। কারণ ইউজার এগ্রিমেন্ট কয়েক পৃষ্ঠার হয়ে থাকে।আমরা সেই গুরুত্বপূর্ণ অংশটি মিস করি যেখানে তারা বলেছে, যে তারা কোনও ব্যাখ্যা ছাড়াই যে কোনও কারণে আমাদের ব্যালেন্স বাজেয়াপ্ত করতে পারে৷ আপনি কি এই জাতীয় প্ল্যাটফর্মগুলির সাথে লেনদেন করবেন যখন তারা বলে যে তারা আপনাকে ব্যাখ্যা না দিয়ে যে কোনও কারণে আপনার ব্যালেন্স বাজেয়াপ্ত করতে পারে?

এখানে আমি শীর্ষ পাঁচটি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলির ইউজার এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ অংশ সংগ্রহ করেছি[1]

1. Binance

You agree that Binance shall have the right to immediately suspend your Binance Account (and any accounts beneficially owned by related entities or affiliates), freeze or lock the Digital Assets or funds in all such accounts, and suspend your access to Binance for any reason including if Binance suspects any such accounts to be in violation of these Terms, our Privacy Policy, or any applicable laws and regulations. You agree that Binance shall not be liable to you for any permanent or temporary modification of your Binance Account, or suspension or termination of your access to all or any portion of Binance Services. Binance shall reserve the right to keep and use the transaction data or other information related to such Binance Accounts. The above account controls may also be applied in the following cases:

2. Kraken;

In the event of any Force Majeure Event (as defined in Section 23.5), breach of these Terms, or any other event that would make provision of the Services commercially unreasonable for Payward, we may, in our discretion and without liability to you, with or without prior notice, suspend your access to all or a portion of our Services. We may terminate your access to the Services in our sole discretion, immediately and without prior notice, and delete or deactivate your Kraken Account and all related information and files in such account without liability to you, including, for instance, in the event that you breach any of these Terms. In the event of termination, Payward will attempt to return any Assets stored in your Kraken Account not otherwise owed to Payward, unless Payward believes you have committed fraud, negligence or other misconduct.

3. Coinbase;

6.10. Suspension, Termination, and Cancellation. Coinbase may suspend, restrict, or terminate your access to any or all of the Coinbase Services, and/or deactivate or cancel your Coinbase Account(s), with immediate effect for any reason at its sole discretion and is under no obligation to disclose the details of its decision to take such action with you. You acknowledge that Coinbase's decision to take certain actions, including limiting access to, suspending, or closing your account for any reason in our sole discretion, may be based on confidential criteria that are essential to Coinbase's risk management and security protocols. You agree that Coinbase is under no obligation to disclose the details of its risk management and security procedures to you.

4. KuCoin;

Article 35 Where the Platform deems on its unilateral and independent judgement that any event that undermines the security of trading may arise, the Platform shall have the right to suspend, interrupt or terminate all or part of the User services (including fee-based services) provided to a User under this Agreement, remove or delete registration information of such a User, seize illicit profits that the User may gain, without notifying such User and without assuming any responsibility to such User or any third party. The aforementioned events include other circumstances under which the Platform, based on its sole judgment, needs to suspend, interrupt or terminate all or part of the User services (including fee-based services) provided to Users under this Agreement and remove or delete the registration information on the ground of transaction security and other reasons.

5. BitFinex;

Right to Use the Site: If you (i) have an Account, (ii) are not a Prohibited Person, (iii) do not operate your Account, any subaccount or Digital Tokens Wallet for the benefit of a Prohibited Person and (iv) comply with these Terms of Service, Bitfinex grants you the limited right to use the Services. The right to use the Services is a personal, restricted, non-exclusive, non-transferable, non-sublicensable, revocable, limited license, and it is subject to the limitations and obligations in these Terms of Service. Nothing in these Terms of Service gives you any license (other than as set out in this paragraph), right, title, or ownership of, in, or to the Site, any of the Services, the Copyrights or the Marks. Bitfinex may suspend or terminate the provision of Services to you, your Account or any subaccount or Digital Tokens Wallet, or to any of your Digital Tokens Addresses, or to freeze or terminate your Account or any subaccount or Digital Tokens Wallet, or your Fiat or Digital Tokens, at its sole discretion, as required by applicable Laws, where Bitfinex determines that you have violated, breached, or acted inconsistent with any of these Terms of Service or exposed Bitfinex or its Associates to the possibility of sanctions, restrictions or Losses pursuant to applicable Laws, or in connection with an investigation regarding any of the foregoing.

বিস্তারিত পড়ার জন্য নিচের সোর্স গুলু চেক করতে পারেন।
Sources:
1. https://coinmarketcap.com/rankings/exchanges/
2. https://www.binance.com/en/terms
3. https://www.kraken.com/legal
4. https://www.coinbase.com/legal/user_agreement/united_states
5. https://www.kucoin.com/news/en-terms-of-use
6. https://www.bitfinex.com/legal/exchange/terms

পরামর্শ চাই: ইউজার এগ্রিমেন্ট গুলো কি বাংলায় পড়তে চান? আমি কি ট্রান্সলেট করবো?

2339  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: March 14, 2023, 04:22:25 PM
I will now change my bank

Oh, Congrats bitcoinPsycho!
1400 Merits Rounded up.

Did you know Only El duderino_ alone sends you 604 Merits Out of 1400?

2340  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: March 14, 2023, 03:55:57 PM
আমাদের এইখানে কি কোন মাইনার আছে? যে বিটকয়েন মাইনিং করছে। এইরকম থাকলে একটু আওয়াজ দেন। আমার একটা পরিকল্পনা আছে, বিগ কিছু করার এইটা নিয়ে। একটা টিম বিল্ড আপ করতে চাচ্ছি যারা বিনিয়োগ করবেন মাইনিং এর জন্য।

নাইস হ্যাস এ ইথেরিয়াম মাইনিং করে বিটকয়েনে পেমেন্ট নিতাম। প্রুফ অফ স্টেক আপডেট আসার পর তো মাইনিং বন্ধ করতে বাধ্য হলাম। অন্যান্য যতগুলা এলগোরিদম আছে (জিপিইউ মাইনেবল), সব গুলাই আপাতত লস প্রজেক্ট। বাংলাদেশে এসিক মাইনার ইম্পোর্ট করা একটা ঝামেলার কাজ। তাই বিটকয়েন মাইনিং করার ইচ্ছে থাকলেও করতে পারছি না। একবার ধরা পরে গেলে জীবন শেষ করে ছেড়ে দিবে। তাছাড়া বিটকয়েন এসিক মাইনার গুলোর দাম অনেক বেশি।

লোকাল থ্রেডে একটিভিটি বাড়ার এবং কমার পেছনে সিগনেচার ক্যাম্পেইনেরও কিছু অবদান আছে। ইচ্ছে থাকলেও সিনিয়র রা সময় দিতে পারে না। কারন সব ক্যাম্পেইনগুলো লোকোল থ্রেড এর পোষ্ট কাউন্ট করে না। তবে এখনকার কিছু ক্যাম্পেইন লোকাল বোর্ড এর পোষ্ট কাউন্ট করছে। এটাকে এপ্রিশিয়েট করা উচিৎ।
Pages: « 1 ... 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 [117] 118 119 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!