Bitcoin Forum
May 28, 2024, 09:47:22 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 ... 115 »
241  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: February 28, 2024, 01:01:06 PM
স্টেপ-১ শেষ হতে এত দিন লাগবে সেটা আমি কল্পনায়ও বিশ্বাস করি নি। যাই হোক, আশা করি খুব শীঘ্রই শেষ হবে। আর স্টেপ-২ এর জন্য আমি অন্য কোন কয়েনে মুভ করবো না। এইটাতেই থাকবো।

আমিও অল্প কিছু ইনভেষ্ট করেছিলাম। আর আমার বায়িং প্রাইস ছিলো ০.৩০ সেন্ট এর মতো। এখন দাম ৪০ সেন্ট। বেশ কয়েকবার ৩০ সেন্ট এর নিচে ছিলো প্রাইস, তবুও আর ডিসিএ করি নাই। যাই হোক, আমি কতো তে টার্গেট ঠিক করবো বুঝতে পারছি না। আমি তো ভাবছি মিনিমাম ৫ এক্স না দিলে এটা আপাতত সেল করবো না। আরেকটা ব্যাপার হলো বিটকয়েন নিয়ে আমাদের থ্রেড এ তেমন কোনো আলোচনা হচ্ছে না। আমরা কি অলরেডি বুল রানে প্রবেশ করে ফেলেছি?

বিটকয়েনের প্রাইস মুভমেন্ট দেখে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমরা অলরেডি বুলরানে এন্টার করে ফেলেছি। বিটকয়েনের হালভিং হতে হতে আমরা হয়তো নতুন অলটাইম হাই ছুয়ে ফেলতেও পারি। আর এরকম মুভমেন্ট দেখে মনে হচ্ছে এই বছরেই বিটকয়েন ১০০ কে ছুয়ে ফেলতে পারে। যদিও সবই প্রেডিকশন। আপনারা কি বলেন?
242  Other / Meta / Re: [CHARTS] Brief monthly overview of the local boards activity on: February 28, 2024, 12:50:10 PM
I have shared the reason a couple of months ago. But, I am glad that the spam has reduced a lot.
Quality > quantity. After all, your numbers are still good enough and if you keep them you will eventually get your own local board.

Thanks for the word. But, I started to feel that we are already good without a board. Of course, some of my locals will oppose my idea. But, That's what I started feeling in the last few months. Sometimes, I notice that a new account pop up every few days and suddenly become too much active. Once they rank up, they slowly left the thread. You see the activity because we all are in one thread. But, I don't know if we will see that much activity if we get a local board. But, it's also true that a lot of good posts get buried easily because we are in a single thread. I have already created a bunch of enemies. A lot of members do not talk to me anymore  Undecided
243  Economy / Trading Discussion / Re: Hi let me proof to you my signals follow my trading on: February 27, 2024, 01:26:50 PM
You can see my signals
My first signal i think they are best you can find for free.

Ahhh,
Not again. Usually, I do not try these stupid things like following signals from the internet people. But, last week I decided to follow a trader who is my countrymate and live in UAE. He was posing videos every hour that his signals were pure gems and everyone making money by following their signals.

So, I decided to make a $100 deposit and try their signals. Then the miracle started to happen. His telegram bot was sending trading signals every few minutes and I was opening position. I was fucked up bro! 90% of the signals are lost trades. I learned another lesson from this experience.
244  Bitcoin / Bitcoin Discussion / Re: Satoshi - Sirius emails 2009-2011 on: February 27, 2024, 01:02:15 PM
Suppose the real Satoshi appear in the Court and provide his evidence that Craig is fraud who is impersonating his Japanese pseudonym for defrauding investors the what Craig wright will do ? 
or If Craig Wright decides to contact the real Satoshi and repent his sin and convince real Satoshi to lend him a signed message from Genesis Block then how COPA is going prove that Craigs Wright is wrong ?

The truth is COPA and Craig are mutually staging this case to a secret purpose which the real Satoshi knows the truth, but if Craig really repent and request the real Satoshi, he might forgive Craig and let him play the Bitcoin drama for more few years.

Well, your post made me angry!
Are you stupid? Even if you are stupid, a real satoshi is not. There is no way to contact the real Satoshi. If it was possible to contact the real Satoshi, there are a lot of people who contacted Satoshi before, they would have been able to contact him. Think about Sirius, theymos, and others who had a direct connection with satoshi before he left the forum and all other platforms.

Why do you think that real Satoshi will give CSW his genesis block's address private keys or a signed message? Satoshi is NOT a stupid. People who can assume these things are pure STUPID.
245  Other / Meta / Re: [CHARTS] Brief monthly overview of the local boards activity on: February 27, 2024, 12:51:34 PM
Communities marked with * (Pakistan, Bangladesh) don't have their own local boards.

Thank you for the chart bro.
Our local thread activity started to decrease in the last couple of months. I have shared the reason a couple of months ago. But, I am glad that the spam has reduced a lot. Some members ranked up and decided to leave the community. But, another fun fact is, that they are doing the same thing in another forum where no one can catch them except the admin. Again, I tried to warn them about the abuse they were doing. My job was to warn them before they got exposed.
246  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: February 27, 2024, 11:56:40 AM
তবে সামর্থ্য নাই তাই শুধু দেখেই যাই। আপনি যেহেতু বিটকয়েন সেভ করেছেন কিছু সেগুলো যতসম্ভব ধরে রাখেন অতি প্রয়োজন না হলে বিক্রি কইরেন না ভাই

আমি যেমনটা বলেছি, বিটকয়েন কিনে হোল্ড করে যদি লস করেন, সেটার জন্য বিপদে পড়তে হতে পারে। যেহেতু আপনার ফোরাম থেকে বিটকয়েন ইনকাম করার একটা উপায় আছে, আপনি কিন্তু চাইলে সেটার সঠিক ব্যাবহার করতে পারেন। প্রতি সপ্তাহে যেই পেমেন্ট পাচ্ছেন, সেটা খরচ না করে হোল্ড করতে পারেন। যতটুকু দরকার শুধু ততটুকুই খরচ করবেন। বাকিটা সেভ করার চেস্টা করেন। একটা সময় দেখবেন আপনার ভালো একটা হোল্ডিং হয়ে গেছে।

আমি কাউকেই সাজেশন করবো না যে আপনি কোনো কিছু সেল করে সেই টাকা দিয়ে বিটকয়েন কিনেন। কারণ, বিটকয়েন কখন কি করবে তা কেউ জানে না। তবে আপাতত বিটকয়েনের প্রাইস দেখে মনে হচ্ছে আমরা বুল রানে এন্ট্রি নিয়ে ফেলেছি।

আপনি তো পরের র‍্যাংক এর খুব কাছে চলে আসছেন। আপনাকে মেসেজ করবো ভেবেছিলাম। আপনার কিছু ভালো পোস্ট এর তালিকা করে আমাকে প্রাইভেট মেসেজে দিতে পারবেন? তাহলে একটু হেল্প হতো আরকি।
247  Economy / Reputation / Re: dkbit98: Testnet coins are FREE are worthless! on: February 26, 2024, 05:54:11 AM
IMO the tag is unnecessary, I don't feel @OP is scamming nor likely to scam, he always mention "tBTC" or "Testnet Bitcoin" not claiming to sell real Bitcoin.

It's true testnet Bitcoin should be free, but if someone willing to pay for it, why not? as long as both of the parties agree with the deals, it's fine even though some people will say you can obtain the testnet Bitcoin for free through faucet or mine it, but not every people want to spend their time to claim the faucet for many times or follow a long technical steps.

I agree with this statement as well. The feedback is not necessary. But you and I and the OP should not think about it too much because it's just neutral feedback. Probably dkbit thought that if he wrote that on his feedback page, then people who want to spend money on buying free things will do a google search and they may find what they were looking for.

But, the fact is, not everyone wants to spend their time searching for a faucet. Especially if they are developers. But, some people want to test net BTC for their airdrop. I always feel like people who do bounty jobs, do not have anything else to do. That's why they do these jobs. So, I guess they have enough time to search on the internet about these testnet faucets
248  Bitcoin / Bitcoin Discussion / Re: Satoshi - Sirius emails 2009-2011 on: February 26, 2024, 05:45:32 AM
I hope that CSW won't claim that he has exchanged that many emails with Sirius.

The person that talks with Sirius, the real Satoshi, is polite, technically savvy and respectful.
CSW is arrogant, selfish and highly unlikely to have any technical knowledge regarding Bitcoin.

Spot the differences  Tongue

Well, we know that. I guess the judges also know these facts and even they know that he is not Satoshi. Even his lawyers know that they are working for nothing. They won't be able to prove anything with those fake documents. Yes, he is trying to be in the spotlight with those dramas. I cannot imagine how stupid a person could be. How many insults a person can take.

The fun fact is, that his lawyer was saying that he attempted suicide because he wasn't able to prove that he was Satoshi. I don't think this stupid did something like that. These are just pure lies. We all know that. But this stupid has some money and want to waste.
249  Bitcoin / Bitcoin Discussion / Re: What happens when your identity is stolen -- real story || Avoid CEXs! on: February 26, 2024, 05:35:15 AM
Thank you for this Learn Bitcoin! So yes, this story is similar to OP, which describes an event which happened without using a CEx. Such examples should show everybody how thin is the line between having an identity and losing it afterwards. It may happen because people make accidents but also without their will... But using a CEx is, for sure, a way of offering your identity willingly to a third party so such unfortunate events can happen even more often.

The case showed us that not only their Identity but their biometrics can be stolen as well. It was a fingerprint in that case. We do not value our privacy and do not think twice before doing these things. The thing is, we can grab the SIM seller because they have a local store. But, it's not possible to do anything with the CEX because we don't even know from where it was stolen! Most of us use multiple CEX these days!

I have read another story of a Bangladeshi scammer who uses Mobile banking accounts to scam people online. When Police investigated the cases, they found that the mobile banking account was registered with an old woman identity who could not even write or read. This means, that her identity was stolen and those scammers are using her identity to scam people. The woman wasn't in much trouble because it's understandable that her identity was stolen. But what if the same thing happens to me? They will initially arrest me and it will take ages to prove that I am not the scammer and my identity was stolen.
250  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: February 26, 2024, 05:18:29 AM
ভাই খালি আফসোস করি যে যখন ১৬কে, ১৮কে, ২৮কে ছিল তখন যদি আর একটু কিছু হোল্ডিং করতে পারতাম, দেখি ভবিষ্যতে আবার কোনদিন এরকম চান্স পাব কিনা, যদিও আমার মনে হয় না ১৬কে, ১৮কে এর মুখ আবারও দেখা যাবে। উচিত যতটুকুতে পরবর্তীতে আমাদের সমস্যায় করতে হয়, যদিও ইমার্জেন্সি সিচুয়েশন সবকিছু উলটপালট করে দিতে পারে।

ভাই, যারা ক্রিপ্টোকারেন্সি তে আছে, তাদের সবারই কিন্তু এই আফসোস আছে। সবারই সুযোগ ছিলো কম দামে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কেনার মতো। আমি তো ২০২০ সালের দিকে মনে হয় প্রতি মাসে ২ ইথেরিয়ামের মতো করে পেতাম। এবং সেটা প্রতি মাসেই খরচ করে ফেলতাম। যদি আমি তখন অর্ধেক রেখে দিতাম, আমার কাছে ৭০-৮০ লাখ টাকার ইথেরিয়াম থাকতো এখন। এছাড়া ডজ কয়েন কি পরিমানে যে নষ্ট করছি তার কোনো হিসাব নাই। একসাথে ৪০-৫০ হাজার করে ডজ কয়েন ডিপোজিট করে ক্যাসিনো তে ডাইস গেম খেলতাম। ৩-৪ লাখ ডজ কয়েন আমার কাছে তো ছিলোই। সেগুলো রেখে দিলে আজকে কোটিপতি হয়ে যেতাম। এসব চিন্তা করে আসলে লাভ নাই। যে যেখানে আছেন, সেখান থেকেই শুরু করেন। ক্রিপ্টো মারকেটে আপনি কখনোই লেট না। ইনভেস্টমেন্ট এর সুযোগ সব সময় আছে।
251  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: February 25, 2024, 11:31:25 AM
ভাই আপনার ইনভেস্টমেন্ট করার সময় দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত আপনি অবশ্যই প্রফিটে আছেন এবং লাভজনক একটা অবস্থান করছেন, আপনি কি এখানে ধারাবাহিকভাবে ইনভেস্ট করেছেন নাকি হচ্ছে ধাপে ধাপে ইনভেস্ট করেছেন?  আর আপনি এখন পর্যন্ত কি ধাপে ধাপে ইনভেস্ট যে প্ল্যানিং সেটা ফলো করছেন নাকি নিজের মন মত ইনভেস্ট করছে?

আমার কাছে মনে হয় ধাপে ধাপে ইনভেস্ট করার যে প্রসেস এখানে ধাপে ধাপে ইনভেস্ট যদি কেউ করে। তাহলে তার লাভ বা প্রফিট একটু কম হতে পারে কিন্তু সে অনেক দিক থেকে সেভ থাকে এবং এটা মনে হয় একটা ভালো পরিকল্পনা হতে পারে স্বভাব ক্ষেত্রে।

হ্যা, ধরে নিতে পারেন যে প্রফিটে আছি। তবে আমি আসলে বিটকয়েন কিনি নাই। আগের পোষ্ট এ আমি অলরেডি উল্লেখ করেছি যে আমি আমার বিগত ১ বছরের ইনকামের প্রায় ৫০ ভাগ সেব করেছি আর বাকি ৫০ ভাগ খরচ করেছি। আমি প্রতি সপ্তাহে সিগন্যাচার ক্যাম্পেইন থেকে যা পেয়েছি, সেটার বেশিরভাগ আমি রেখে দিয়েছি। তো ধরে নিতে পারেন যে আমার পুরো ইনভেষ্টমেন্ট আসলে আমার সিগন্যাচার ক্যাম্পেইনের ইনকাম থেকেই।

সবাই যে ডলার কোষ্ট এভারেজ এর কথা বলে, সিগন্যাচার ক্যাম্পেইনের যে ইনকাম, সেটা মূলত ডলার কষ্ট এভারেজ বলেই ধরে নেয়া যায়। আমার মনে হয় লং টার্ম ধরে ইনভেষ্ট করার জন্য ডলার কষ্ট এভারেজ মেথডের বিকল্প নেই। তাই যারা ইনভেষ্ট করবে, তাদের জন্য এটাই সবচাইতে ভালো মেথড।
252  Bitcoin / Bitcoin Discussion / Re: A lot has changed in 10 years! on: February 25, 2024, 06:12:02 AM
10 years is a long time. curious what happened in the middle of that? did you stop opening their wallets? what made you take a break from the crypto world? anyway whatever reason it may be it may have served you well i am sure those sats have gained so much value now

Let's not ask them anything personal. There was no signature campaign ten years ago and people used to join the conversation with genuine interest. If someone had a reason to take a break from the forum, it was easy for them and I guess this is not surprising. I remember joining a local forum in 2015 where I spend around 12 hours a day. Imagine how addicted I was to that forum.

Even I was a Senior moderator there. But, I haven't even visit the forum in the last five years. Last time I checked their website, the domain is expired and probably they did not continue anymore. A person can take a break even without any reason.
253  Bitcoin / Bitcoin Discussion / Re: Satoshi - Sirius emails 2009-2011 on: February 25, 2024, 06:03:48 AM
Satoshi - Sirius emails 2009-2011
https://mmalmi.github.io/satoshi/

Thanks for this buddy.
I hope that CSW won't claim that he has exchanged that many emails with Sirius. Even if he claims that I guess he will say that he does not remember these things because he is an autistic patient. Or maybe some other excuse? I don't know how I should specify this, Fortunately, or unfortunately, old-timers do not want to reveal private information related to Satoshi. Some bad people like CSW are trying to take advantage of that. Theymos knows Satoshi's IP address but he never shared Satoshi's IP address because of the privacy. That MF will always find out some excuses.
254  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: February 25, 2024, 05:17:39 AM
তাছাড়া বর্তমানে আমি ১০০০ টাকা বিটকয়েন এড অপশন করাকে মনে করি আমি এক হাজার টাকার মনের কাচ্চি বিরিয়ানি খেয়ে ফেলছি।
দোয়া করবেন ভাই যেন বিপদে আপদে না পড়ি এবং পড়লেও যেন আমার এই  ফান্ড গুলোতে হাত না দিতে হয়।

আমি অবশ্য আমার গত ১ বছরের বিটকয়েন আর্নিং এর প্রায় ৫০ শতাংশ সেভ করতে পেরেছি এবং পুরোটাই হোল্ড করেছি। যখন আমি ফান্ড অন্য একটা ওয়ালেটে মুভ করেছি, তখন বিটকয়েনের প্রাইস ছিলো ২৭ হাজার ডলার। আমি এটাকেই যদি আমার এভারেজ বায়িং প্রাইস বা একুমুলেশন প্রাইস ধরি, তাহলে আমি এখনই লাভে আছি। যদিও বুল রানে কিছু প্রফিট ক্যাশ করার প্ল্যান আছে এবং ভবিষ্যতে যদি আবার ডিপ মার্কেট পাই, তখন আবার বাই ব্যাক করারও প্ল্যান আছে।

সব প্ল্যানই কাজে দিবে যদি হঠাৎ করে কোনো টাকার দরকার না পড়ে তাহলে। কিন্তু আল্লাহ না করুন যদি হঠাৎ বিপদে পড়ে কারো কাছে টাকা না পাই, তখন বিটকয়েনের দাম যাই হোক না কেনো, সেল তো করতেই হবে। দেখা যাক কি হয়। যদিও আমি সবাইকে কম পরিমানে ইনভেষ্ট এর কথা বলি, আমি নিজেই আমার সব টাকা বিটকয়েনে রেখে বসে আছি। আমাকে ফিয়্যাটলেস বলা চলে।
255  Bitcoin / Bitcoin Discussion / Re: Planning to invest in Bitcoin to perform Hajj. on: February 24, 2024, 02:34:04 PM
And I would like to know your opinion whether this plan will be successful in the long term and aims to provide additional funds to carry out the long-desired Hajj.

Best wishes for you and your mother. This is a good plan But,,,,,,,
If you have to ask for others' opinions about the investment and the plan, you are not ready for it buddy. What you can do is, strict with what you say and you may share it with others as an announcement. If she is planning to do the Hajj after 10 years, this is a long-time buddy. I don't know where are you from. But, if you save $90 a month, it will be almost $11K which is a big amount. I don't think she have to spend that much money. I believe her $11K will be $30K after ten years. I would love to suggest you not to invest too much. Ask her to save whatever she want. Moreover, you should always be ready cash profits from the bull run and buy back again when it's dip market.
256  Other / Beginners & Help / Re: New crypto scam drains users' wallets without transaction approval(beware). on: February 24, 2024, 02:26:11 PM
Let us all be guided and beware of this new trick were approvals are not requested before our funds are lost.
As we all struggle to earn legitimately others are waiting for us to gather and they collect from us. millions has already been lost. I didn't know what I know now if not, I wouldn't be scam the time it happened to me.
Because information is power. Let us all safeguard our investment

https://cointelegraph.com/news/new-scam-drains-wallets-without-user-approving-transaction

You should move this thread to the beginners and help section as it's not about Bitcoin but about crypto and a beginner guide.
Back to the main topic, crypto drainers aren't new. They have been around for a while and I guess every veteran member knows it. People should know how to protect themself from those wallet drainers!

As a crypto user, you should always use a fresh OS that you never use to browse random internet websites. If you do, you should do it with a different device or a different OS. Please do not use your regular OS for your crypto wallet that you use everyday to visit random website.
257  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: February 24, 2024, 05:47:16 AM
করতেছি ভাই লং টার্মের জন্য হোল্ডিং এখানে আর হাত দেবো না মানুষ যেমন স্বর্ণ কিনে গচ্ছিত রেখে দেয়, আমি বিটকয়েন এড অপশন করে তেমন ভাবে রেখে দেবো। দেখি আজ থেকে ১০ বা ৮ বছর পরে কি অবস্থা হয়।

ভাই, আমিও লং টার্ম হোল্ডিং করবো ভেবে কিছু বিটকয়েন সাইড করে রেখেছিলাম। কিন্তু দেখেন, কখন কোথায় টাকা দরকার হয়ে যাবে কেউ জানে না। ইদানিং আমি একটা নতুন বিজনেস স্টার্ট করেছি যেটা করার কোনো প্ল্যান ছিলো না। বা প্ল্যান এরকম ছিলো যে আমি ভবিষ্যতে হয়তো এরকম একটা বিজনেস স্টার্ট করবো। এখন বাধ্য হয়ে আমাকে কিছু বিটকয়েন হয়তো সেল করা লাগবে, নয়তো ধার করা লাগবে। আপনার কাছ থেকে লোন নিলাম, এছাড়াও একজন বড় ভাইয়ের কাছ থেকে ১ হাজার ডলার নিলাম, এর বাইরেও প্রায় ২ লাখ টাকা ধার করে বিজনেস স্টার্ট করেছি। আমিও চাচ্ছিলাম লং টার্ম হোল্ড করবো। এমনকি টাইমলক করার ইচ্ছা ছিলো। কিন্তু ভবিষ্যত বিপদ আপদের কথা চিন্তা করে আর টাইম লক কিরিনি।

কে জানি ইউজার নেম রাখসিল (amrbapmurgichor), এটা মনে পড়ে? Grin তারপর আবার আপনার নাম নিয়ে যে কাহিনি হলো কিছুদিন আগে ভাইরে ভাই। যাই হোক তিনি মনে হয় কোনো অল্ট/মাল্টি একাউন্ট, কারণ আইডি খুলতে না খুলতেই তিনি অনেক ফোরাম সচেতন কথাবার্তা শুরু করে দিয়েছেন।

অল্ট একাউন্ট খোলা দোষের কিছু না। কিন্তু মানুষ সেটার সৎ ব্যাবহার করুক। যখন আপনি ফোরামে স্টাবলিষ্ট এমন কোনো ইউজারের নাম কপি করে ফোরামে নিজেও ষ্টাবলিষ্ট হতে চাইবেন, ব্যাপার টা আসলে খারাপ দেখায়।
258  Economy / Games and rounds / Re: [Voting] TalkImg Awards - Image of the Year 2023 | sponsored by BC.Game / Icarus on: February 23, 2024, 10:26:09 AM
Code:
Vote: #1
Code:
Vote: #2
Code:
Vote: #3

259  Economy / Economics / Re: Business/Entrepreneurship. on: February 23, 2024, 10:11:27 AM
Failure, though difficult, is part of the journey. Definitely had your share. Starting anew is brave. Entering business without knowledge is like sailing without a compass. Your cattle farm experience proved it. Knowledge and error-learning are crucial. New venture? Its multi-business strategy is ambitious. The computer spare parts, mobile accessories, electrics, studio, and printing shop industries require different talents and market knowledge. Planning is necessary for success. Market research, client insight, and research are essential. Stay focused; focus helps

Resilience is respectable, but not enough. Do your research, get guidance, and focus on what you can control. Keeping and expanding businesses is just as important as establishing them. Focus your strategy now that you have the spirit

To be honest, I didn't do any marketing when I first opened my business. I didn't do it because I live in a village side and most people are just common faces here. They will eventually find that there is a shop. Most people do not research before they start their business and I made the same mistake. I just heard some opinions from some shop owners and I went ahead to start a business.

My luck was bad because as soon as I started my business, Covid was spreading everywhere and I had to shut down my shop as well. But, this time I am with more investment and more products. I had to plan to open a all in one super shop, but I need a huge fund for that. So, I started what I said in my previous post.
260  Other / Beginners & Help / Re: Interested to learning on: February 23, 2024, 09:57:39 AM
Hi everyone, hope you are all well. I am totally new here. I came to know about this bitcoin world from one of my friends and he inspired me to come to this forum. Then I am interested to know more details from him. He told me that if I join here, the experts here will teach me everything. Looking for advice from the experts, how can I build my future with this Bitcoin?

Welcome to this forum.
I believe this thread should not be in this section. This thread better fits in the Beginner and Help section.

Dear Jewan420, since one of your friends suggested you join this forum, maybe he knows better than you about this forum. I guess it's easier to learn basic things from a friend instead of a Bitcoin forum. You don't have to learn everything from your friend. But, you need to know the basics. As another member said, you have to be more specific with your question to get an answer. What do you want to know about Bitcoin? If you are planning to buy Bitcoin, first you have to learn more about how it works, what wallets you should use, what to do, and what not to do.
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 ... 115 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!