Bitcoin Forum
June 21, 2024, 03:36:38 PM *
News: Voting for pizza day contest
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14]
261  Economy / Gambling discussion / Re: T20 and T20I cricket prediction and discussion on: February 06, 2023, 02:21:58 AM
Peshawer Zalmi vs Quetta Gladiator (PSL exhibition match)
First PSL exhibition match between Zalmi and Gladiator were held in quetta for a first in Akbar bukti stadium, gladiator successfuly score a huge target of 184 runs while 5 batter are down but hatsoff to iftikhar who scored 94 not out with 6 sixes in last over😱 such a brutal brutal opponent for any bowler. While on the other hand from Zalmi side Harris score a half century while baber Azam didn't score good runs and got dismissed early, the remaining batter little bit to put the score board but at the end they lose match by just 3 runs.


Yesterday we had a PSL exhibition match between  Quetta Gladiators and Peshawar Zalmi. The match was a close one and Quetta Gladiators won the match by three runs.

Quetta made 184 runs and Peshawar Zalmi was only able to score 181 runs. It was a close entertaining match being witnessed at Qutta stadium after a long time.

The main highlight of this match was Iftikhar Ahmed who hit 6 sixes in a single over making a record for Pakistan. Also, Shaheen Afridi was also playing in the match and he scored 25 runs.

For those who want to see this historic six sixes, here is the video in this tweet.
https://twitter.com/CricCrazyJohns/status/1622165958453506048

Iftekhar Ahmed has performed extremely well in the Bangladesh Premier League. He is in great form now. So we expect Iftekhar Ahmed to perform extremely well in this year's Pakistan Premier League.
262  Other / Beginners & Help / Re: [Quiz 2022] History of Bitcoin and Bitcointalk 🚩 on: February 05, 2023, 03:43:26 PM

I agree with you. I am a newbie though. I checked their eight accounts and found that five of them were registered in the month of October 2022. And three accounts were registered in June 2022. These accounts are cross-registered. Even if the accounts are not owned by a single owner. Maybe their family members.
263  Local / Nigeria (Naija) / Re: Naija Novice Hangout {Newbies introduction & Orientation} Thread. on: February 05, 2023, 01:07:52 PM
I am extremely happy to join Bitcoin Forms. I am a newbie user. My dream is that one day I will rise from a newbie to a legendary position..

Username. Mr.corol
Gender. Male
Skills. Students
264  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 05, 2023, 02:22:44 AM
আমাদের এলাকায় এখনো বিটকয়েন সম্পর্কে কোন ধারনা নেই। এখন পর্যন্ত কেউ জানে না বিটকয়েন কি।  আমি আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এটি একটি ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা।  কিভাবে বিটকয়েন থেকে বিনিয়োগ  করে ইনকাম করা যায়। বিটকয়েন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। আমি তাদেরকে বলছি বিটকয়েনে বিনিয়োগ করে আপনি অনেক লাভবান হতে পারবেন। আমি আস্তে আস্তে আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে সকল ধারণা দিব।
আপনার এলাকার বিটকয়েন সম্পর্কে জানেনা এটাই উত্তম, আপনি তাদেরকে বিটকয়েন সম্পর্কে জ্ঞান দিতে যাবেন না। বিশেষ করে আপনি তাদের ভালো করার উদ্দেশ্যে জ্ঞান দিতে যাবেন কিন্তু ভবিষ্যতে আপনি তাদের ভালোর পরিবর্তে খারাপ দিকটাই বেশি হবে। অহেতুক তাদেরকে আইনের ঝামেলাতে ফেলবেন না। বাংলাদেশে বিটকয়েন তথা ডিজিটাল কারেন্সির বৈধতা নেই তাই আপনি তাদেরকে বিটকয়েন সম্পর্কে জ্ঞান দিতে গেলে তারা আপনার গোপনীয়তা রক্ষা করবে না। কোন কারনে তারা যদি আইনে ঝামেলায় পড়ে যায় তাহলে তারা প্রথমে আপনাকে পুলিশের কাছে সোপর্দ করে দেবে। এতে করে আপনার ব্যক্তিগত জীবন ও পারিবারিক জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিব , আপনি একা আছেন একাই থাকার চেষ্টা করুন। দলবল নিয়ে বিটকয়েন সম্পর্কে আলাপ আলোচনা করতে গেলে নিশ্চিত করে আপনি পরবর্তীতে আইনী ঝামেলায় পড়ে যাবেন।

আপনি ঠিক কথাই বলেছেন। আপনার থেকে আমি যা বুঝলাম। কেননা আমাদের দেশটা এমন একটা জঘন্য দেশ যে দেশে কারো ভালো কেউ দেখতে পারে না। হয়তো আমি যদি তাদেরকে বিটকয়েন সম্পর্কে কোন ধারণা দিতে চাই। তখন তারা যদি শুনে বিটকয়েন একটা অবৈধ জিনিস তাহলে তারা আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে।
265  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 04, 2023, 10:40:43 AM
আমি জানিনা এর আগেও কেউ এ ধরনের পোস্ট করেছে কিনা,  তারপরও আমি ভাবলাম এই  জিনিসগুলা আনকমন  তাই এখানে শেয়ার করলাম:

কিছু হিডেন  বিবি কোড:

এই কোড দ্বারা সহজেই আপনি  আইআরসি(ইন্টারনেট রিলে চ্যাট) চ্যাট করতে পারবেনঃ
* user  test
* Crypto Library test
Code:
[me=user] test[/me]
/me test
এই বিবি কোড গুলোর মাধ্যমে আপনি টাইম স্টাম্প অনুযায়ী সময় ,  তারিখ,  সাল  দেখতে পারবেন
এটি নিলাম/প্রতিযোগিতা/ইত্যাদি  এর ক্ষেত্রে  হেল্পফুল হতে পারে
February 03, 2023, 04:30:59 AM
Code:
[time]1675398659[/time]
সংক্ষিপ্ত রূপ এবং সংক্ষিপ্ত শব্দ
Info on hover
Code:
[abbr="Info here"]Info on hover[/abbr]
same with [acronym]
কিছু স্মাইলি
test :-*
test :-*
Code:
[chrissy] test[/chrissy]
[kissy] test[/kissy]
আঞ্চর
this to here
Code:
[iurl=#this]this[/iurl] to [anchor=this]here[/anchor]
কোট করার সাথে লিংক সোর্স দেওয়ার জন্য নিচের কোড ইউজ করতে পারেনঃ
Quote from: www.bitcointalk.org or other bbcode
foo
Code:
[quote="www.bitcointalk.org or [size=20pt][color=red]other bbcode[/color][/size]"]foo[/quote]
কিছু আকর্ষণীয় এক্সট্রা ইমোজিস





Code:
>:D
^-^
O0
C:-)
0:)

সোর্স

আমরা আপনার এই কোড শেয়ারের মাধ্যমে শিখলাম কিভাবে ইমোজি তৈরি করা যায় । আরো নানান বিষয়ে শিখলাম। আমি মনে করি আপনার এই কোড শেয়ারের মাধ্যমে আমাদের বেশ উপকার হবে। এই তথ্যটি শেয়ার করার জন্য আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
266  Other / Beginners & Help / Re: [Quiz 2022] History of Bitcoin and Bitcointalk 🚩 on: February 04, 2023, 10:08:35 AM

First of all every member needs to know all the questions asked in this quiz. There are many who still do not know the answers to these questions. But I really feel good playing this quiz. Because I was able to answer many questions. I hope that I will be able to answer all of these related quizzes in the future.

You are right. Because to answer this quiz question, you first need to know what Bitcoin is and when it was born. Who had Bitcoin first? Find out who posted the most on Bitcoin Forms. I have completed this quiz previously. I was able to answer many questions. I got a lot of ideas about Bitcoin by completing this quiz. So I ask you all to participate in this quiz.
267  Other / Beginners & Help / Re: [Quiz 2022] History of Bitcoin and Bitcointalk 🚩 on: February 03, 2023, 05:18:24 PM
I learned a lot about Bitcoin by participating in this quiz.
 I got to know what Bitcoin is. This quiz is very important for newbies like us

My result. 14/21
https://i.ibb.co/LpWkmPF/004737e4fa60.jpg
268  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 03, 2023, 04:09:26 PM
আমাদের এলাকায় এখনো বিটকয়েন সম্পর্কে কোন ধারনা নেই। এখন পর্যন্ত কেউ জানে না বিটকয়েন কি।  আমি আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এটি একটি ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা।  কিভাবে বিটকয়েন থেকে বিনিয়োগ  করে ইনকাম করা যায়। বিটকয়েন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। আমি তাদেরকে বলছি বিটকয়েনে বিনিয়োগ করে আপনি অনেক লাভবান হতে পারবেন। আমি আস্তে আস্তে আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে সকল ধারণা দিব।

ভালো উদ্দেশ্য নিয়ে কাজ টা করছেন ভাই কিন্তু আমি বলবো এই টা না করাই ভালো। আমি কিছু দিন আগে প্রচুর পেরায় পরছিলাম। আমি কাউরে বুঝাতেই পারলাম না যে ওগুলা আমার ফ্রেন্ড দের আইডি। নিউট্রাল ট্যাগ খেয়ে বসে আছি। তবে যদি ফোরাম এ কাজ না করে তাহলে আপনার কোনো চিন্তা নাই।
আর বিটকয়েন বিনিয়োগ বিষয় টা যত টা সহজ মনে হয় ওতোটা সহজ না। স্বল্প ধারনা নিয়ে কখনও বিটকয়েন এ বিনিয়োগ করে লাভবান হওয়া সম্ভব না। আর যে রিস্ক আছে সে সম্পর্কে তাদের বিশেষ ধারনা থাকা উচিত। এইটা ব্যতিত তারা ভুল করে বসবে এবং সর্বশেষে আপনাকে দোষী বানাবে তাদের ক্ষতির জন্য। যাদের কেই এই বিষয় এ শিখান না কেনো অবশ্যই একদম শুরু থেকে বেসিক ধারনা টা শিখাবেন। এর পর যদি তারা আগ্রহ প্রকাশ করে তবে আপনি তাদের বিনিয়োগ এ উৎসাহ করতে পারেন। তবে তাদের নিজের মত থাকা আবশ্যিক।
আর একটা বিষয় মাথায় রাখবেন। বাংলাদেশ এ ক্রিপ্ট কিন্তু লিগ্যাল নয় এখন ও। সুতরাং আইনি ঝামেলা থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন।

আমি তাদেরকে বুঝিয়ে দেবো, যে বিটকয়েন বিনিয়োগ করলে শুধু যে লাভ হবে তা না। আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। কেননা  বিটকয়েনের দাম সচারাচর উঠানামা করে। আমি তাদেরকে আরো বুঝাবো যে আজকে বিটকয়েনের দাম যা আছে। কিছুদিন পর তার থেকে অনেক দাম বৃদ্ধি পেতে পারে। আবার কমে যেতে পারে।

আমি বিটমার্টে একাউন্ট করতে চেয়েছিলাম। কিন্তু সেখানে বাংলাদেশি নাম্বার দিয়া কোন একাউন্ট খোলা যায় না। যদিও gmail দিয়া একাউন্ট করা যায়। kyc করতে গেলে বাংলাদেশের কোন nid,বা passport, দিয়া  kyc করার মতো কোন উপায় নাই।
আমি বির্টমার্টে লেনদেন করতে চেয়েছিলাম, যদি কেউ কোন পরামর্শ দিতেন?
KYC করা ছাড়া কি withdraw করা যায়Huh

জি আপনি উইথড্র করতে পারবেন। তবে ডেইলি লিমিট আছে ০.০৬ বিটিসি।
আমার শুধু লেভেল ১ করা আছে তাও আমি উইথড্র করেছি।
প্রুফ দিয়ে দিলাম। তবে লিমিট এর বাইরে করতে পারবেন না
আমিও বিটমার্ট এক্সেঞ্জারে অনেক আগে একাউন্ট খুলে রেখেছিলাম এবং তখন আমি লেভেল ওয়ান ভেরিফিকেশন করে রেখেছিলাম কিন্তু এখন গিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে দেখলাম যে তাদের এই অপশনটি বাংলাদেশের জন্য আর এভেলেবল না অর্থাৎ সেখানে কান্ট্রি সিলেকশন অপশনে বাংলাদেশের কোন নাম নেই। তো এখন বিটমার্ট এক্সেঞ্জারে একাউন্ট খুলে লেভেল ওয়ান ভেরিফিকেশন করার ও সুযোগ নেই তাই আর এখান থেকে উইড্রো করতে পারবেন না।

 
আমাদের এলাকায় এখনো বিটকয়েন সম্পর্কে কোন ধারনা নেই। এখন পর্যন্ত কেউ জানে না বিটকয়েন কি।  আমি আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এটি একটি ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা।  কিভাবে বিটকয়েন থেকে বিনিয়োগ  করে ইনকাম করা যায়। বিটকয়েন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। আমি তাদেরকে বলছি বিটকয়েনে বিনিয়োগ করে আপনি অনেক লাভবান হতে পারবেন। আমি আস্তে আস্তে আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে সকল ধারণা দিব।
আমি আপনার পদক্ষেপকে স্বাগতম জানাচ্ছি। আর আপনাকেও বিটকয়েনটক ফোরামে স্বাগতম, বিটকয়েনে বিনিয়োগে লাভবান + লোকসান দুইটাই হয়,  এ ক্ষেত্রে যদি কাউকে বিনোয়েগের আগে এর সম্পর্কে ভালো ভাবে এনালাইসিস করে তারপর বিনিয়োগ করতে বলবেন। আর আপনার পূর্বের কিছু পোস্ট দেখলাম আপনি একসাথে পর পর পোস্ট করতেছেন এটা ফোরামের নিয়মের বাহিরে পরে তাই বলবো একত্রে একের অধিক পোস্ট করবেন না । আর করলেও এডিট করে এক পোস্টেই করতে পারেন নাহলে মডারেটর দের চোখে পড়লে পোস্ট মার্জিন করে দিতে পারে আর আপনার এভাবে চলতে থাকলে আপনার একাউন্টে প্রবলেম ও হতে পারে


আমি বুঝি নাই তার জন্য পোস্ট এডিট করছি। আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
269  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 03, 2023, 01:23:00 PM
আমাদের এলাকায় এখনো বিটকয়েন সম্পর্কে কোন ধারনা নেই। এখন পর্যন্ত কেউ জানে না বিটকয়েন কি।  আমি আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এটি একটি ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা।  কিভাবে বিটকয়েন থেকে বিনিয়োগ  করে ইনকাম করা যায়। বিটকয়েন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। আমি তাদেরকে বলছি বিটকয়েনে বিনিয়োগ করে আপনি অনেক লাভবান হতে পারবেন। আমি আস্তে আস্তে আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে সকল ধারণা দিব।
270  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 03, 2023, 01:57:14 AM

আমরা নতুন ইউজার যে প্রজেক্ট আসে ওই প্রজেক্টে কাজ করি।  যদি দয়া করে একটু বুঝাই দিতেন। কোন প্রজেক্ট success হবে।  কোন প্রজেক্ট scam প্লিজ ভাই যদি বুঝাইদিতেন।
সমস্যা তো এখানেই, আপনাদের মত হাজার হাজার বাংলাদেশী ইউজাররা আছে যারা বিভিন্ন টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেল গেটে ইস্কাম প্রজেক্টগুলো প্রমোট করে দেওয়া। বিশেষ করে স্ক্যাম প্রজেক্ট গুলো প্রাথমিক দিকে এয়ারড্রপ ক্যাম্পেইন নিয়ে আসে এবং পরবর্তীতে বিভিন্ন জানা অজানা বাউন্টি ম্যানেজারদের দিয়ে বাউনটি প্রজেক্ট চালিয়ে সাকসেস হলেও স্কাম করে না হলেও স্কাম করে।
কোন প্রজেক্ট সাকসেস হবে এবং কোন প্রজেক্ট সাকসেস হবে না এটা বলা মুশকিল নহে রীতিমতো অসম্ভব। প্রজেক্ট গুলো এনালাইসিস করার মত ক্ষমতা আমার আপনার নেই। তবে কিছু কিছু বাউন্টি ম্যানেজার আছে যারা জেনুইন প্রজেক্ট হ্যান্ডেল করে। তবে তারাও মাঝেমাঝে ইসক্যাম প্রজেক্ট এর শিকার হন।
তাই কোন প্রজেক্ট সাকসেস হবে এবং কোন প্রজেক্ট সাকসেস হবে না এটা এনালাইসিস করার দায়িত্ব আপনাদের সবার। ভালো মনে হলে কাজ করবেন/ইনভেস্ট করবেন, ভালো মনে না হলে ইনভেস্ট করবেন না এড়িয়ে চলবেন।
সর্বদা মনে রাখবেন স্কাম প্রজেক্ট দ্বারা প্রতারিত হলে এর দায়িত্ব শুধুমাত্র আপনার, তাই নতুন প্রজেক্টে কাজ করার আগে অবশ্যই ভালোভাবে এনালাইসিস ও খুঁটিনাটি বিষয় গুলো জেনে নিবেন।
ধন্যবাদ  আমাকে এত সুন্দর করে বুঝানোর জন্য। আমি এর পর  থেকে দেখে বুঝে শুনে প্রকল্পে কাজ করব।
271  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 03, 2023, 01:08:55 AM
এমন কোন ক্রিপ্টো প্রজেক্ট (token/coin) আছে যা বাংলাদেশি দিয়ে পরিচালিত?
অনেকগুলো স্ক্যাম প্রজেক্ট গত বুলরানে ক্রিয়েট করা হইছে এইটা জানি। বিএসসি টোকেন ক্রিয়েট করে বিভিন্ন ইউটুবার আর ক্রিপ্ত গ্রুপ দিয়ে পাম্প করিয়ে সাধারন মানুষকে আকৃষ্ট করেছে এবং তাদের মুখের উপর টোকেন ক্রিয়েটর তাদের হাতে থাকা টোকেন ডাম্প করেছে। খুবই সহজ স্ক্যাম মেথড কিন্তু বাংলাদেশের কিছু অবুঝ পোলাপাইন যাই দেখে স্বর্ন মনে করে, বিশেষ করে শিবা ইনুর পাম্পের পর থেকে। কোনরকম এনালাইসিস ছাড়াই আজেবাজে সব কয়েন ক্রয় করে।
আপনি হঠাত এই প্রশ্ন? কোন প্রজেক্ট নিয়ে আসবেন নাকি? অনেকদিন গায়েব ছিলেন, এতদিন কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন  Cheesy কিডিং।


আমরা নতুন ইউজার যে প্রজেক্ট আসে ওই প্রজেক্টে কাজ করি।  যদি দয়া করে একটু বুঝাই দিতেন। কোন প্রজেক্ট success হবে।  কোন প্রজেক্ট scam প্লিজ ভাই যদি বুঝাইদিতেন।
272  Economy / Economics / Re: Rich Mindset vs Poor Mindset : 6 key differences on: February 02, 2023, 05:09:56 PM
There is a wide gap between the rich and the poor. They both have different mindset.

🗝️🗝️ The rich believe that money makes money. They see money as an opportunity but the poor people see it as something to be earned. 🗝️🗝️

🗝️🗝️ Rich people make money work for them. Instead of just working and relying on income, a rich person would take a proportion of their income and invest it but the poor people are said to work for money. A poor person sees $1000 as just $1000. A poor person works paycheque to paycheque for the rest of their life. They neither save nor invest any part of their income. 🗝️🗝️

🗝️🗝️ Rich people spend on necessities and what is needed not what is desired. A rich person with a perfectly functioning phone would not need to spend money on a new one. A truly rich person does not care about trends, they care about net worth. Poor people spend on both necessities and desires. A poor person spends beyond their means. They care about the latest trends, not about net worth. 🗝️🗝️

🗝️🗝️ Rich people think of a long-term goals but poor people set at best short-term goals or none. They do not see the necessity of long-term goals such as money for future living. 🗝️🗝️

🗝️🗝️ Rich people tend to be risk takers but poor person is more likely to be risk averse. For example, when given an opportunity to invest in a startup, poor people are more likely to immediately turn this down. They do not see this as a chance to increase wealth. They see this as a reduction of their disposable income. 🗝️🗝️

🗝️🗝️ Rich people are eager to learn but the poor people are not eager to learn. Most millionaires in the United States were not born millionaires, they learnt how to build wealth. The more they learn, the more they understand the world. 🗝️🗝️

Reference: https://novamoney.com/blog/5-key-differences-between-a-rich-mindset-and-a-poor-mindset

Conclusion
👉👉Recognize where you stand and how you would like to move forward. Having a poor mindset may made your poor forever. The mindset you have will determine the level of your achievement.

👉👉Never get confused about your recent status. Confusion brings distracted and lack of focus. It never to late for a change in mindset. Work on yourself, think positively, be focus, have a dream and work towards your dream to achieve great success.


Bro you are right because poor people are daily labourers.
   How do they invest in the long term? It is not possible for them. Long term investment only
 For rich people.
273  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 02, 2023, 04:30:33 PM
সবাই কে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও সালাম,,,, আসসালামুয়ালাইকুম,,,
আশা করি সবাই ভালো আছেন,,,
আমি একজন বিটকয়েন ফরমে নতুন ইউজার।  আমি p2p লেনদেন করতে গিয়া দেখতে পেলাম, usdt সেল দিতে চাইছিলাম | আমি নগদ একাউন্ট বাছাই করলাম। টাকা পাওয়ার উপেক্ষায় রইছি কিন্তু দেখি buyer আমার সাথে প্রতারণা করতে চেয়েছিলো। সে same একি রকম টাকা sent করার মতো একটা same মেসেজ দিছে। আমি সতর্ক্য সাথে ব্যালেন্স চেক করলাম দেখি টাকা আসে নাই।  তখন আমি আর usdt রিলেজ করি নাই!


আমি একজন ছোট ইউজার তাও সবাই কে বলি আপনারা p2p লেনদেন করতে গেলে | অবশ্যই, আগে দেখবেন যে আপনার একাউন্টে টাকা দিছে নাকি তার পর আপনি রিলিজ করবেন,,,,
সবাইকে আমার পক্ষ থেকে,,,
ধন্যবাদ

Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!