Bitcoin Forum
June 17, 2024, 09:54:59 PM *
News: Voting for pizza day contest
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 [19]
361  Economy / Marketplace / Re: Merit "trading" - buying and selling Bitcointalk merit on: December 13, 2019, 10:36:00 AM
Merit: Merit is very easy to find.  Because you can help someone else get merit.  And cryptos can be found by posting about Bitcoin.  Actually not like this anymore.  Why not be a junior member of the merit stream before.  But now you don't have to have at least 5 merits, you can't be a junior member and you have to activate.  And you're wondering how to get merit.  Then you should avoid spam posts.  Posting spamming, Hi, hello kmn asen, what are you doing, eating?  This is a spam post if you post these you will not get merit.
 And if you have any problems, seek help from the seniors so you can go all the way and everyone here is from Another Country But you can say this here in your problem and if you have difficulty let me know and help you as I can.

 Thanks.
362  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 12, 2019, 04:15:09 AM
কেউ আশা হারাবেন না।কোনো কিছু না করার চেয়ে করে নিজেকে প্রমান করাটাই উত্তম।এখনো যারা এই ফরম এ কিছু করতে পারেননি বা কোনো সফলতা পাননি তারা দৈর্য দরুন। সামনে অনেক কিছুই পাবেন।আর আস্তে আস্তে আপনিও সফল হবেন। তাই কেউ আশা হারাবেন না।

ধন্যবাদ।

বাউন্টির সেরা সময় গেছে ২০১৮ সালের জানুয়ারী মাস পর্যন্ত। এরপর থেকে ক্রিপ্টো মার্কেটে পতন শুরু হয়। আস্তে আস্তে বিটকয়েন, ইথার সহ অন্যান্য কয়েনের দাম কমতে থাকে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয় এবং অনেক বিনিয়োগকারী সেই থেকে আজ পর্যন্ত তার বিনিয়োগে লোকসানে আছেন। মার্কেটে নতুন নতুন গুজব প্রায় আসে যার প্রভাবে পতন ঘটে। এছাড়া আস্থাহীনতার কারণে নতুন কোন প্রজেক্ট সাকসেস হচ্ছেনা আর সাকসেস হচ্ছেনা বলেই নতুন বাউন্টি তেমন আসতেছে না যার কারণে বাউন্টি হান্টাররা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তবে সময় সব সময় এক যায়না। এজন্য এখন খারাপ সময়ে ধৈর্য্য ধারণ করতে হবে এবং কাজে লেগে থাকতে হবে তাহলে সামনে হয়তো আবার ক্রিপ্টোমার্কেটে আস্থা ফিরে আসবে তখন বাউন্টি হান্টার এবং নতুন প্রজেক্ট টীম সবাই উপকৃত হবে। সেটাই এখন কামনা রইলো।
হুম ২০১৭-১৮ বিটকয়েন এর ভালো সময় গেছে।অই সময়ে এতো স্পাম বাউন্টি ছিলো না।আর ফরম এউ এত একাউন্ট ছিলো না।এখন অনেক টাই আলোরন সৃষ্টি করার মতই স্পাম পোস্ট, স্পাম বাউন্টি জা আমরা খাটি বাংলায় বুজি গুজব।এই গুজব এর জন্যই আজ এই অবস্তা।জাই হোক আশা হারানো একদমি ঠিক না। সামনে আরো ভালো কিছু আসবে ইনশাল্লাহ।
363  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 11, 2019, 04:00:48 AM
কেউ আশা হারাবেন না।কোনো কিছু না করার চেয়ে করে নিজেকে প্রমান করাটাই উত্তম।এখনো যারা এই ফরম এ কিছু করতে পারেননি বা কোনো সফলতা পাননি তারা দৈর্য দরুন। সামনে অনেক কিছুই পাবেন।আর আস্তে আস্তে আপনিও সফল হবেন। তাই কেউ আশা হারাবেন না।

ধন্যবাদ।
364  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 10, 2019, 04:55:43 AM
বিটকয়েন ফরম তথ্যাবলি।

বাউন্টি : সাধারনত বাউন্টি করতে কি কি লাগবে বা কখন বাউন্টি করলে স্টেক পাওয়া জাবে বা কিভাবে বাউন্টি করা হয়। তা আমরা অনেকেই জানি না।আর তাদের জন্যই আমার এই পোস্ট। যেমন : ১/বাউন্টি করতে হলে প্রথমত জুনিয়র মেম্বার হতে হবে। জুনিয়র মেম্বার ছারাউ করা জাবে কিন্তু আপনি স্টেক পাবেন না২/ আপনার কিছু Social Account থাকতে হবে যেমন  :  Facebook,Twitter,Telegram আরো কিছু ক্যাম্পেইন আছে সেগুলো করতে হবে। আর আপনার Twitter Account টি  ৩ মাস এর পুরোনো হতে হবে আর আপনার ফলোয়ার ২৫০ টা থাকতে হবে।আর জত বেশি ফলোয়ার হবে ততো আপনি স্টিক বেশি পাবেন।আর আপনার একটা My Ether wallet থাকতে হবে। আর আপনাকে ক্যাম্পেইন অনুযায়ী ফরম পুরন করতে হবে।

Merit:  Merit পাওয়া খুবি সহজ। কেননা আপনি অন্য কে সাহায্য করেউ পেতে পারেন মেরিট। আর ক্রিপ্ট,বিটকয়েন সম্পর্কে পোস্ট করেউ পেতে পারেন। আসলে এখন আর আগের মত নাই। কেনোনা আগে মেরিট ছারায় জুনিয়র মেম্বার হওয়া গেছে। কিন্তু এখন কমছে কম ১ টা মেরিট থাকতে হবে না হলে আপনি জুনিয়র মেম্বার হতে পারবেন না আর আপনার একটিভিটিউ বারাতে হবে। আর আপনি ভাবছেন মেড়িট পাবেন কিভাবে। তাহলে আপনাকে স্পাম পোস্ট থেকে বিরত থাকতে হবে। স্পামিং পোস্ট হচ্ছে, Hi,hello kmn asen, কি করছেন, খাইছেন কিনা? এইবব হচ্ছে স্পাম পোস্ট আপনি এইসব পোস্ট করলে মেরিট পাবেন না।আরো আপনার ফরমটি ব্যান হয়ে যেতে পারে।
আর আপনার কোনো সমস্যা হলে সিনিয়রদের সাহায্য নিন তাহলে আপনি সব ভুজতে পারবেন।আর এখানে সবাই বাংলাদেশ এরই তাই আপনি এখানে বাংলায় এই কথা বলতে পারেন।আশা করি আপনাদের ভুজতে অসুবিধা হবে না। আর অসুবিধা হলে আমাকে জানাবেন আমার সাধ্য অনুযায়ী আপনাকে সাহায্য করবো।

ধন্যবাদ।

 
365  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: December 09, 2019, 12:21:00 PM
নতুন যারা তাদের জন্য সিনিয়র মেম্বারদের কোনো মতামত আছে কি? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍
হুম অবশ্যই হেল্প পাবেন।নিয়মিত আপডেট দেখুন সিনিয়রদের পোস্ট দেখুন তারা কি কি নিরদেশনা দেয় তা দেখুন আশা করছি সব ভুজতে পারবেন।

ধন্যবাদ।
366  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: December 09, 2019, 11:18:20 AM
আমি শুভ।।
সবাই কেমন আছেন?
সবাই কেমন আছেন,কি করছেন,খাইছেন কিনা এইসব স্মামিং পোস্ট করবেন না। কাজের বিষয়ে কথা বলুন।আর কোনো কিছু ভুজতে অসুবিধা হলে সিনিয়রদের সাহায্য নিন।

ধন্যবাদ।
367  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 09, 2019, 09:48:35 AM
সিনিয়র মেম্বারদের দৃষ্টি আর্কষণ করছি। কি করলে মেরিট পাওয়া যাবো। Plasse Help  me?
মেরিট পাওয়া খুব সিম্পল ব্যাপার আপনি ক্রিপ্টোকারেন্সি, বিটিসি সম্পর্কএ পোস্ট করুন।সিনয়রদের ফলো করুন,আর কোনো কিছু না জানলে সিনিয়রদের সাহায্য নিন।আর এইখানে  Hi Hello এসব পোস্ট না করাই  উত্তম কেননা এইসব স্পামিং পোস্ট, আর স্মামিং পোস্ট করার অপরাধে আপনার একাউন্ট ও ব্যান হয়ে যেতে পারে।তাই এসব থেকে দূরে থাকুন।

ধন্যবাদ।
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 [19]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!