Bitcoin Forum
May 28, 2024, 03:25:06 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 [19] 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 ... 115 »
361  Economy / Exchanges / Re: 🟦BitChanger - The best place to exchange Crypto on: January 24, 2024, 01:20:33 PM
🚀 Introducing BitChanger - Easy and Secure Crypto Exchange

Hi BitChanger!

Welcome to the Bitcointalk forum.
I see you have made two posts and both are the same. Which violates one of the forum rules. You cannot duplicate your post. You should make some changes in your posts so you can post them in different sections.

However, You have posted this on the wrong board. This currency exchange section is for forum users who want to exchange between users. The correct section for Exchanges is this board >>  Exchanges. To move your thread to Exchange board, scroll down to this thread and check bottom left corner. You will find the move topic button.

I suggest you buy a copper membership and design an ANN banner so you can attract users.
Cheers!

LB
362  Economy / Services / Re: [OFNT] [AOBT] The Alliance Of Bitcointalk Translators on: January 24, 2024, 12:15:13 PM

Hi Porfirii and GB,
The translation of this topic has been done today. So, you could add it now: পোস্ট কোয়ালিটি ভালো করার ক্যাম্পেইন
363  Local / Other languages/locations / পোস্ট কোয়ালিটি ভালো করার ক্যাম্পেইন on: January 24, 2024, 10:18:41 AM
মেটা বোর্ড এ এটা নিয়ে থ্রেড লিখেছেন 1miau, থ্রেড লিংকঃ https://bitcointalk.org/index.php?topic=5409763.0

ক্যাম্পেইন টি শুরু করেছেন 1miau
এবং কো স্পন্সর করেছেন GazetaBitcoin

বিটকয়েন-সম্পর্কিত কন্টেন্ট এর একটা গুরুত্বপূর্ণ সোর্স হিসাবে বিটকয়েনটকের ভূমিকা ধরে রাখার জন্য ভাল কোয়ালিটির পোস্ট করা গুরুত্বপূর্ণ, আশা করি কিছু নতুন লোক এখানে সাইন আপ করবে এবং অবশ্যই স্টাবলিশ মেম্বাররা একটিভ থাকবেন এবং বিটকয়েনটক ছেড়ে যাবে না।

যেহেতু স্প্যামারদেরকে বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করা থেকে আটকানোর জন্য মেরিট না দেয়াই যথেষ্ট না, ভালো পোস্ট কে উৎসাহ দেয়ার জন্য মেরিট সিস্টেম নিয়ে আসা হয় এবং মেরিট সোর্সদের কে এডভাইজ করা হয় তারা যেনো ভালো কন্টেন্ট গুলোকে পুরস্কৃত করেন এবং অরুচিকর এবং শিট পোস্ট কে নিরুৎসাহিত করেন।

1miau তার জার্মান বোর্ড এ তার নিজের বানানো কিছু ক্রিয়েটারিয়া দিয়ে ভালো এবং খারাপ পোস্টগুলোকে নির্ধারণ করে থাকেন। যেখানে তিনি ভালো পোস্ট কে মেরিট দিয়ে থাকেন এবং খারাপ পোস্ট গুলো কে নিরুৎসাহিত করে।

আমাদের থ্রেড এ অনেক নতুন এবং পুরাতন মেম্বার আছে যাদের মধ্যে অনেকেই এখনো ফোরামের ব্যাসিক কিছু জিনিস এভয়েড করে চলে। ফোরামের অফিশিয়াল রুলসের বাইরেও কিছু কমন ব্যাপার আছে যেগুলো আপনাকে আপনার নিজের কমন সেন্স ব্যাবহার করে মেনে চলতে হবে। নিজের পোস্ট কোয়ালিটি মেইন্টেইন করার জন্য কিছু জিনিস মাথায় রাখা জরুরী। পোস্ট কোয়ালিটি ভালো রাখার জন্য কি কি করতে পারেন, সেগুলো 1miau এবং আমার নিজের কিছু মতামত থেকে তুলে ধরার চেস্ট করলাম যেগুলো আপনারা ফলো করলে আগের চেয়ে বেশি মেরিট পেতে পারেন।

পোস্ট কোয়ালিটি ভালো রাখার জন্য যা করতে পারেনঃ

যখন নতুন থ্রেড ক্রিয়েট করবেন, তখন এগুলো খেয়াল রাখবেন
  • গাইড/টিউটোরিয়াল এবং ইনোভেটিভ নতুন কিছু নিয়ে টপিক লিখতে পারেন যেখানে অনেক মানুষ ইন্টারেস্টেড হতে পারে।
  • নতুন উপায়ে কোনো র‍্যাফেল বা গিভাওয়ে করতে পারেন।
  • আরটিকেল লেখার সময় ভেতরে স্পেস করে করে লিখবেন। ছোট ছোট প্যারাগ্রাফ করে লিখবেন।
  • বড় পোস্ট লেখার সময় লেখাকে কয়েকটা ভাগ করে নিবেন এবং প্রতিটা ভাগের জন্য সাব হেডিং ব্যাবহার করতে পারেন।
  • পোস্ট এ টেবিল, পয়েন্টার বা ইমেজ ব্যাবহার করতে পারেন। কোনো কিছু বুঝানোর ক্ষেত্রে ছবি ব্যাবহার করা জরুরি।
  • পোস্ট লেখার পর সেটা পোস্ট করার আগে পড়ে নিবেন যে আপনি নিজে বুঝতে পারেন কি না।
  • কমেন্ট করার সময় ভেবে দেখবেন যে আপনার পোস্ট টা আসলে ইন্টারেস্টেড কি না।
  • আপনার থ্রেড বা পোস্ট গুলো আপডেটেড রাখার চেস্টা করুন। ধরেন আপনি ২ বছর আগে পোস্ট করেছিলেন, কিন্তু এখন সেটার ইমেজ শো করছে না, এই ক্ষেত্রে নতুন ইমেজ ব্যাবহার করুন।
  • সঠিক ইমেজ সাইজ ব্যাবহার করুন। মাঝে মাঝে এমন স্ক্রিনশট বা অন্যান্য ইমেজ ব্যাবহার করি, যা পুরো পেইজ জুড়ে যায়গা নিয়ে নেয়। ফোরামের ম্যাক্সিমাম Width হলো ১০৫০। ছবিতে সব সময় Width সাইজ ব্যাবহার করবেন। একই সাথে Width এবং হাইট ব্যাবহার করার প্রয়োজন নেই।

কি করতে পারেন, সেটার চাইতে কি এভয়েড করবেন, এই লিস্ট টাই বড় হবে। আমরা অনেকেই আন-নেসেসারি কিছু কাজ করে থাকি যেগুলো আসলে আমাদের এভয়েড করে উচিৎ।

যা যা এভয়েড করবেনঃ

  • পিরামিড কোট, এটা খুবই বিরক্তিকর। আপনি কোনো পোস্ট কে কোট করে উত্তর দিতে চাইলে আপনি অংশটুকুর উত্তর দিতে চান, শুধু সেইটুকু কোট করুন
  • অযথা মেনশন করা বন্ধ করুন। আমাদের বাংলাদেশি ইউজার রা হুদাই সিরিয়াল ধরে সবাইকে মেনশন করতে থাকে। এগুলো খুবই বিরক্তিকর
  • নিউজ কপি পেস্ট, আমাদের থ্রেডেই একটা সময় প্রচুর পরিমান নিউজ কপি পেস্ট হতো। খুব গুরুত্বপূর্ণ না হলে নিউজ পোস্ট করা বন্ধ করুন।
  • টেক্সট এর ওয়াল এভয়েড করুন। ফোরামে অনেকেই দেখবেন ওয়ালের মতো লিখে যাচ্ছে, এটা করবেন না। লেখাকে ছোট ছোট ভাগ করে করে লিখুন।
  • স্ক্যাম প্রজেক্ট এভয়েড করুন। এর মধ্যে পিরামিড স্কিমগুলো অন্যতম
  • পোস্ট করার সময় বানানের প্রতি খেয়াল রাখুন। ভূল হতেই পারে, তবে ভুল ধরতে পারলে শুধরে নিন।
  • কপি পেস্ট এভয়েড করুন। যদিও এটা অলরেডি ফোরাম রুলসেই আছে। তবে আমি এখানেও মেনশন করে দিলাম।
  • এ আই ব্যাবহার করবেন না। আমাদের থ্রেড এর কয়েকজন এ আই ব্যাবহার করে ধরা খেয়ে ট্যাগ খেয়েও বসে আছে।
  • যেই ব্যাপারে জানেন না, সেই ব্যাপারে পোস্ট করতে যাবেন না। অল্প বিদ্যা ভয়ংকরী বলেই আমরা জানি।

পোস্ট কোয়ালিটি ভালো করার জন্য আরো অনেক কিছুই করা যেতে পারে। তবে এই মুহূর্তে আমার মাথায় আসছে না। মনে হলে আমি পোস্ট এডিট করে নতুন করে এড করে দিবো। আর এই পোস্ট এর মাধ্যমে সবাইকে অনুরোধ করবো আপনিও আপনার আইডিয়া শেয়ার করুন যে কিভাবে পোস্ট কোয়ালিটি ভালো করা যায়। আমাদের কি কি করা উচিৎ এবং কি কি এড়িয়ে চলা উচিৎ। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।

এডিটঃ
সাধারনত মেনে চলা নিয়মগুলো এরকম

সাধারন নিয়মগুলো হচ্ছে এরকম যেগুলো সেলফ মোডারেটেড আর্টিকেল থ্রেড গুলো নিয়ন্ত্রন করতে সহযোগিতা করে। যখন সাধারন নিয়মগুলো মেনে চলার কথা বলা হয়, তখন সাধারনত নিচের নিয়মগুলো মেনে চলার কথা বলা হয়ে থাকেঃ

  • কোনো অফ-টপিক পোস্ট করবেন না
  • পিরামিড কোট করবেন না
  • অপ্রয়োজনীয় বাংলিশ ব্যাবহার করবেন না
  • লো কোয়ালিটির (শিটপোস্ট) পোস্ট করবেন না
  • কাউকে অপমান করবেন না
  • অপ্রয়োজনীয় মিমস/গিফ পোস্ট করবেন না
  • কোনো ট্রল করবেন না
  • দয়া করে ভালো এবং সঠিক বাংলা ব্যাবহার করুন এবং বানানের দিকে খেয়াল রাখুন

যদি সাধারন ভাবে মেনে চলা নিয়মের কথা উল্লেখ করা হয়, তাহলে এই নিয়ম অনুসারে থ্রেড টি মডারেট করা হবে। সাধারনত মেনে চলা নিয়মগুলো কমন প্রপার্টি।
364  Bitcoin / Bitcoin Discussion / Re: 120 USD to transfer 25 cents - Taproot genius transaction on: January 24, 2024, 09:11:31 AM
You would have known that if you had checked mempool observer thread by stompix. Never mind, we all do not check a specific thread but there were a couple of discussions about these transactions. I also didn't know why people spending that much money to transfer a few satoshis until nutildah posted this. Only a few of us came to know that these things are happening.

I only knew that there are some tokens like Ordi, 1000Sats, and a few more. I thought those BRC-20 token transactions doing the congestion on the mempool. But, They shouldn't have spent 100 dollars to transfer 20 dollars worth of Ordi. But, when it comes to NFT, people doing these things. Now, What we could do except watch this?
365  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin devs can undo 21M supply cap but can’t force changes on: January 24, 2024, 08:57:09 AM
I am not a tech guy and don't know what could be done and what could not be done. I am sure 90 of Bitcoin users do not care about what are the developers doing. However, a large part of the community knows that the Maximum supply of Bitcoin is 21 Million and it cannot be changed. Since scarcity increases the demand, Bitcoin's price should be more valuable day by day.

Now, If devs make any changes to its supply, I don't see any reason why people still should trust Bitcoin. A lot of us invested in it knowing the max supply cannot be changed. If they could change it to some bigger numbers, and there are more coins in circulation, my Bitcoin will lose value due to oversupply. Bitcoin will become like other cryptocurrencies like Ethereum.
366  Local / Deutsch (German) / Re: [unterstützt von BC.Game] Gewinnspiel: Bundesliga-Tabellenspitze + Bitcoin-Preis on: January 24, 2024, 04:35:26 AM
Bitcointalk-Nutzername: Learn Bitcoin

Meine aktive Bitcoin-Adresse: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc

Tipp Punkteabstand zwischen Bayer Leverkusen und FC Bayern München am 04.02.2024, 4:59:59 PM Forumszeit: 4 Punkte
Tipp Bitcoin-Preis am 04.02.2024, 4:59:59 PM Forumszeit: $37,500

Bayer Leverkusen hat bisher keinerlei Spiele in diesem Turnier verloren und sie haben zwei weitere Spiele vor dem Datum und die Gegner sind nicht allzu stark. Also nehme ich an, dass sie beide gewinnen werden.
Selbst trotz dass Bayern zwei Spiele verloren hat und zwei mal unentschieden gespielt hat, glaube ich, dass sie diesmal versuchen werden, dagegen anzukämpfen und in Betracht ihrer Gegner sollten sie alle drei Spiele gewinnen.
367  Bitcoin / Bitcoin Discussion / Re: What is happening here? on: January 23, 2024, 04:12:11 PM
May I ask you where you got the 800K BTC from?
According to binance proof of reserves, they hold around 597K BTC.

It may worth mentioning that the balance reported by binance in their proof of reserves includes pegged tokens and if they are excluded, they hold around 563K BTC.

You seem right indeed. I haven't checked their reserve lately. But when I created this thread Should we care about the Proof of Reserves of the Exchanges? Back in June 2023, at that time, I counted that they had almost 600K BTC in their holdings. I could be wrong though. I do not remember the exact amount. But I assume it was more than 600K BTC and All of them were On-Chain BTC. I did not count the wrapped BTC on other chains. So, I thought their reserve must have grown by 200K by now. But, it seems the reserve has decreased. Probably they have done some OTC deal with companies like Blackrock and others which ETF was approved lately.
368  Bitcoin / Bitcoin Discussion / Re: You must have a source on: January 23, 2024, 08:56:33 AM
For the few years I have been into cryptocurrency, I have discovered that you can't hold till the right time if your don't have a source of income. Just imagine that you have a pressing basic needs like feeding or rent, then you don't have money  to finance it, you will be forced to sell your Bitcoin at a loss if you don't have a source of income outside your holdings.

Most people that have sold their Bitcoin holdings at a loss or at an average price actually have the patience but don't have the knowledge of how to hold, because a good holder must be aware that he needs a source of income for him to be able to consolidate to his holdings.

This is the truth indeed. I sold my Bitcoin in 2022 at cheap but my average buying price was too high. I was forced to sell because I needed some urgent cash. Not only that, I have started holding my Bitcoin since the beginning of 2023 and accumulated a good amount of BTC after all my expenses. FYI, Most of my savings are on Bitcoin and now I am in trouble. I have created a thread on the lending board asking for a Interest free loan because I don't want to sell my Bitcoin.

It was obvious that nobody would grant me a loan without interest. Still I tried what I could try. One of locals agreed to give me a interest free loan and probably I am not going to sell my Bitcoin this time. I will send him the BTC as collateral and that's how I am going to save my Bitcoin. We all know that the Bullrun is ahead. So, nobody would sell their Holding at this moment.
369  Bitcoin / Bitcoin Discussion / Re: What is happening here? on: January 23, 2024, 08:46:49 AM
As you already know, the address belongs to Binance. You should not be surprised about such transactions because there are a few more addresses that may have too many transaction volumes. If you see a similar volume of transactions with other addresses, you have to understand that the address belongs to any kind of service like exchanges or other services.

Most services like Binance, Kucoin, and Coinbase have massive volumes of transactions every day. Now, if they operate a single address for a long time, it's not hard for them to perform a million transactions. When it comes to balance holding by exchanges, Only Binance holds more than 800K Bitcoin. But, most of them do not perform transactions anymore.
370  Bitcoin / Hardware wallets / Re: Trezor's 3rd-Party Support Portal was Hacked on: January 23, 2024, 08:13:52 AM
Pretty much what Learn Bitcoin said. The problem isn't the phishing attack per se; I mean, it really sucks if someone fell for that, but they can't have missed the many warnings. (If I recall correctly, once the seed is generated, it displays a "Never share it with anyone" message)
Unfortunately, only a few percentage of these users are on the crypto forum or follow the blog websites. Most people come online just to heck their social media. No matter how many times we write these warnings, still there will be users who haven't seen our discussion and the warnings posted on the internet. You and I know what we should avoid, but we cannot expect everyone to be veteran crypto users. A lof us still get confused when we receive phishing emails.

Quote
The problem is, for once more, the data the hacker possesses right now. That email and name list will sooner or later be sold at Breached or some other corner of the darknet, and there will be victims.
This is unfortunate. But, once a thing is compromised, we can't do anything except what we doing now. Spread the news as much as possible and share it with the hardware wallet users.

The hacker doesn't necessarily have the information of 66,000 Trezor users. They have information on (according to reports) a maximum of 66.000 users that contacted Trezor support from December 2021. Many of them are surely owners of their hardware wallets, other's could be interested parties, like you and me, who sent an email and asked for information or clarification on some points.
I understand that. Maybe the hacker didn't backup the list of users and emails. Or maybe he wasn't able to collect all the information. Or maybe he has 50K emails and usernames. We never know, right? So, let's assume all the data available on their support center was leaked.
371  Other / Meta / Re: [CHARTS] Brief monthly overview of the local boards activity on: January 23, 2024, 07:06:22 AM
270% more posts compared to year earlier is indeed a massive growth, but what's even more important is that you said that your local board looks cleaner and that post quality increased. Having good numbers is of course important but imho what's even more important is to have quality discussions if you want to get your own local board any day.
Yes. I do not care if a group of people leave the community for their benefit. They were participating in the local community because they thought they could get some unfair advantage which they had already. A couple of accounts spammed the entire thread with copy-paste news and auto translations and did some merit abuse too. I had to step up and expose a few of them and luckily it worked. Several members didn't come back to the local thread after that. Some of them write once a week. They have used out thread to rank up and once they joined the signature campaign, they slowly left our thread. Never mind, we have a peaceful thread right now.

Quote
By the way, has anyone from your local board contacted theymos/cyrus lately?
No. We haven't contacted the admins. We have a old local board request thread which was created by BitcoinDream. The community bumped it time to time but then we decided to wait more and grow our community a little more. But, I guess the time has come already and we should create a new thread or update the old one.
372  Alternate cryptocurrencies / Service Discussion (Altcoins) / Re: Looking for NFT service on: January 22, 2024, 03:27:31 AM
Hello,

I have found https://crossmint.com but could not find any information on this forum.   Are there any other NFT services you guys can recommend?

Vod

Hey Vod,

I just did a quick search and some research as well. But I haven't tried any of those services. So, make sure to do your own research before you use them. I am just giving you some links that you may find useful. There are some other tools as well. But, I don't know if you could work all in one place or not. It seems all of them are paid services (maybe it's obvious).

https://www.blocknative.com/nft
https://withpaper.com/ (seems better than others)
and https://magic.link/

373  Bitcoin / Hardware wallets / Re: Trezor's 3rd-Party Support Portal was Hacked on: January 22, 2024, 03:03:13 AM
I have just checked the post by Trezor and came to this board to see if this was posted or not. It's surprising how these crypto hacks continue. Even though it wasn't the Trezor but the 3rd party support center they use, still it's alarming. Trezor claims that no one was affected but approximately 66000 users' email and nicknames were leaked. This means the hacker has a list of 66000 Trezor users and he will surely try to use those emails to do something.

Even though they have regained access to their support center, the hacker still has a chance to use email spoofing and send emails to those Trezor users and try various hacking attempts like sending malware and asking them to download, or asking them to use new web portal which could be phishing and numerous more methods they may try. There are still a few percentage of people who might believe those emails and try those things.
374  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: January 22, 2024, 02:34:48 AM
যদিও আজকে ঘাটতে গিয়ে দেখলাম আমাদের Little Mouse ভাই পূর্বেই অনেক সুন্দর করে একটি পোস্ট করেছে Loycev টপিকটি। যাইহোক ওনার এই পোস্টটি দেখার পর আমার মনে হয় না আর কোন নতুন পোষ্টের প্রয়োজন রয়েছে। যারা নতুন রয়েছেন তারা যদি এই সম্পর্কে জানতে চান তাহলে লিটল মাউস ভাইয়ের উপরের পোস্টটি পড়তে পারেন। তবে অবশ্যই অ্যাবিউজ থেকে দূরে থাকবেন আশা করি যা দেখলাম আমাদের বাংলা থ্রেডের বেশিরভাগ মানুষই এই ট্রাস্ট এর ব্যবহার সম্পর্কে জানেনা।

আমিও এই পোস্ট টি আগে পরেছিলাম, কিন্তু ভুলে গেইয়েছিলাম কখন কোথায় পরেছি। যাই হোক, গাইড টা একদম সাবলিল ভাষায় অনুবাদ করা হয়েছে। এর চাইতে ডিটেইল আর কোনোভাবে আসলে লেখা যায় না। আশা করি আমাদের লোকাল কমিউনিটি এটার সঠিক ব্যাবহার করবে। মূলত এরকম দরকারি পোস্ট পাওয়া যায়না বলেই আমি ইনফরমেটিভ পোস্ট আরকাইভ নামের একটা পোস্ট লিখতে চেয়েছিলাম যেটা প্রতি মাসে আপডেট করে করে পোস্ট করবো ভেবেছিলাম। যেহেতু রোক্সানা একাউন্ট পোস্ট করার কথা বলছিলো, তাই আমি ওনার ওপরে ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, হাতে কিছু অনুবাদের কাজ আছে এই মুহূর্তে, যেগুলো করার পর আমি একটু সময় পাবো। জানুয়ারী মাস শেষ হলেই ইনফরমেটিভ পোস্ট গুলো এক সাথে করে একটা লিস্ট বানাবো।

ট্রেজর হার্ডওয়্যার ওয়ালেট এর থার্ড পার্টি সাপোর্ট সেন্টার হ্যাক হয়েছিলো। এবং ২০২১ সাল থেকে যেসব গ্রাহক তাদের সাপোর্ট এ যোগাযোগ করেছে, তাদের সকলের ইমেইল এড্রেস এবং নিক নেম হ্যাকাররা হাতিয়ে নিয়েছে। সে ইউজারের পরিমান ৬৬০০০। এমনকি তারা কিছু গ্রাহক কে সিড পাঠানোর জন্য অফিশিয়াল ইমেইল থেকে মেইল ও করেছে। যদিও ট্রেজর দাবি করছে যে কোনো গ্রাহকের ফান্ড লস হয় নি। https://blog.trezor.io/trezor-security-update-stay-vigilant-against-potential-phishing-attack-bb05015a21f8
375  Other / Meta / Re: [CHARTS] Brief monthly overview of the local boards activity on: January 22, 2024, 02:19:29 AM
While majority of boards had decreased amount of posts last year, several boards managed to grow substantially, name Nigerian with almost 400% growth and Bangladesh with 270% increase.
I consider this as a massive growth. Bangladesh community was full of one-liners, spammers, and news copy-paste. Fortunately, things started changing after I posted it here and there. I have reported to two merit sources and asked them to review those guys carefully. I have threatened them by revealing all their abusive behavior and the result is impressive. Suddenly, everything stopped. The activity decreased a little bit but I don't think the community regrets that.

Quote
Bang! I was the person encouraging my locals to write at least one post per day in our local thread. I followed this for a while until I noticed there was something fishy going on. So, I already knew that I had posted a lot and was likely to be the top poster of the year (by number). The community is growing every day and I hope we will have our local board at some point.
376  Economy / Services / Re: [OFNT] [AOBT] The Alliance Of Bitcointalk Translators on: January 22, 2024, 02:00:19 AM
I also compiled below a list with what translations are needed for our remaining topics in progress.

Oh dear. I was on my mobile at the time you posted it and I saw that. I missed that last part for some reason. I will have a chat with DS soon and we will start working on those translations. But, I am afraid that I won't be able to translate two posts due to limited knowledge. The post by Husna QA and fillippone has some technical explanations that should be translated by understanding it first. I believe, it won't be a good practice to translate something that I do not understand.
377  Bitcoin / Development & Technical Discussion / Re: (Ordinals) BRC-20 needs to be removed on: January 21, 2024, 09:38:44 AM
Do you guys know Luke Dashjr? A prominent Bitcoin developer. He always opposed the idea of BRC-20 and I recently saw an article on CoinmarketCap about it. It was written a month ago but I only read that a few days ago.

Luke Dashjr, founder and CTO of OCEAN mining pool, claimed that inscriptions used by Ordinals and BRC-20 creators to embed data on satoshis are “exploiting a vulnerability” in the Bitcoin Core network, resulting in "spamming the blockchain."

Dashjr explained that the Bitcoin Core code has allowed users to set limits on the size of extra data in transactions since 2013, but inscriptions bypass this limit by obfuscating their data as program code.

The bug that allows inscriptions to bypass this limit was recently fixed in the latest update to Bitcoin Knots, a derivative of Bitcoin Core [1]

If this happens in the next update, These Ordinals NFT holders will be fucked up. Most importantly, Bitcoiners will get a life.


[1] Bug Fix on Bitcoin Core Could End Bitcoin Ordinals and BRC-20 Token, According to Bitcoin Developer

378  Other / Beginners & Help / Re: I require your intervention on: January 21, 2024, 09:28:38 AM
I was introduced to bitcointalk and I don't know much about cryptocurrencies; please advise me on what I should do to learn more about bitcoin. Please send me a link that will walk me through the process so that I don't run into any complications when I start my investment.

If you are new to cryptocurrency and Bitcointalk as well, I have a few words for you. Set a goal first. Make sure what you want to learn. Do you want to focus on Bitcointalk activity (which may help you to rank up faster and understand the forum), or do you want to learn more about cryptocurrency only? If you are new, do not rush into investment. You have to learn a few basic things about crypto. Almost all the crypto currencies are volatile and investment in some projects could be a loss.

Even if you invest in a good project like Bitcoin at the wrong time and cannot wait until it regains the price, you may face financial damage. You need a lot of patience which is the first thing you need if you want to invest. You have to learn a few security things like using 2FA and picking the right wallet to keep your holdings. Spend more time researching. Do not rely on others information. Do your own research.
379  Economy / Lending / Re: $2000 USDT Loan for a long term. on: January 21, 2024, 09:11:42 AM
Thanks, everyone.
I thought It would be a good deal for the lender because he could have made more money with that amount. He could have lent it to others and gotten interest from them. Even I was thinking of offering $2500 collateral but it seems no one is interested. BTW, One of our locals agreed to provide me $1K USDT without interest. So, I am locking this thread but need another $1K USDT.
380  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: January 21, 2024, 09:02:02 AM
এটি খুব গুরুত্বপূর্ণ। তবে বাঙালিরা যেমন তাতে এটা এখানে পোস্ট করা উচিৎ না। কারণ তারা মেরিট এর মতো ট্রাস্ট নিয়াও উলটা পালটা শুরু করবো ভাই। বিভিন্ন ইভেন্ট এর সুযোগ নিয়া অনেকেই অনেকগুলা মাল্টি একাউন্ট কইরা রাখছে এটা সবাই জানেন যেগুলা দিয়া মেরিট ট্রানজেকশন করে নিজেরাই এরপর ট্রাস্ট সিস্টেম জানলে এইটা নিয়া যে কি করবো তা ভাবা যায় না। যদি কারো মুরাদ থাকে তারা এই বিষয়গুলা খুইজা বাইর কইরা নেজে নিজে বুঝুক আর যারা এমন কষ্ট কইরা নিজেই এইসব বাইর কইরা পইড়া বুঝতে পারে তারা আশা করা যায় ট্রাস্ট সিস্টেমের কোনো অপব্যবহার করবার জাইবো না।

এই এবিউজ এর ভয়ের কারনেই মূলত সাহসে কুলায় না। আমাদের বাংলাদেশ থ্রেড এর প্রায় বেশিরভাগ ইউজারদের নামে এলিগেশন লেগে আছে। নানান সময়ে নানান যায়গায় এবিউজ, চিটিং সহ আরো কতো কিছু করে যাচ্ছে। মানুষ না বুঝে যেসব কাজ করে, সেগুলো আসলে ক্ষমা করে দেয়া উচিৎ। অনেকেই আছে যে নতুন অবস্থায় এসে নিয়ম কানুন যানে না, তখন তারা কিছু ভুল করে ফেলে। সেগুলো আসলে ক্ষমার যোগ্য। কিন্তু যখন একজন মানুষ ফোরামে অলরেডি ভালো একটা সময় পার করেছে এবং ফোরামের প্রায় সকল নিয়ম কানুন জানে, কিন্তু বেশি দ্রুত এগিয়ে যাওয়ার আশায় ফোরামের রুলস তোয়াক্কা না করে আকাম কুকাম করে বসে, তারা কি ক্ষমার যোগ্য? খুব রিসেন্টলি আমাদের থ্রেডের একজন এরকম কাজ করেছে। এগুলো কি মাফ করার মতো?
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 [19] 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 ... 115 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!