Bitcoin Forum
July 04, 2024, 05:48:17 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 [183] 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 ... 324 »
3641  Bitcoin / Bitcoin Discussion / Re: Should we all not have our own bitcoin? on: December 12, 2020, 02:23:20 PM
You are free to create your own coin, mine them all alone at the beginning and whatever you want. There are coins from a lot of persons don't necessarily mean they are bad. I see some altcoins as very helpful because they help me to send cheaper tx.
3642  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 12, 2020, 02:10:18 PM
মার্জিন ট্রেডে লোন নেয়া যায় ব্রোকার থেকে এইটা ঠিক তবে লোন এর রয়েছে অনেক শর্ত। আপনার এক্সচেঞ্জ ওয়ালেটে নির্দিষ্ট পরিমান অন্য কয়েন থাকতে হবে এবং আপনার নতুন ইনভেস্ট করা কয়েনের দাম যদি একটা নির্দিষ্ট পরিমান কমে যায় তাহলে এক্সচেঞ্জ আপনার অন্য কয়েন সেল করে তাদের লোন রিকভার করবে।
3643  Other / Meta / Re: Why do people write "reserve" right after their post? on: December 12, 2020, 12:03:28 PM
I would understand it if you posted a reserve as an update, but this isn't an update. It is right after you submit your post. What's the purpose of doing it immediately?
In simple word, it’s a menu for that particular thread where OP supposed to be posting the updates. Users will get all the updates if they check that post later although some don't update.
OR it is possible that OP wants to post a large texts which can't be posted in single post.
3644  Alternate cryptocurrencies / Service Discussion (Altcoins) / Re: Zcash wallet on: December 12, 2020, 04:05:00 AM
Thanks Kavelj22 for sharing all this information. What matters the most for me is to get private key, nothing else at the moment because I want to save both seed phrase and private key as the back up. It would be cool to have electrum for ZEC. Thanks anyway, no merit here to share.
3645  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 12, 2020, 04:00:06 AM
ধন্যবাদ Cadaver20
প্লে স্টোরে এমন অনেক ওয়ালেট রয়েছে যেগুলো স্ক্যাম হয় বেশিরভাগ ওয়ালেটই যদিও গুগল এই ব্যাপারে খুব বেশি কিছু করছে না কিংবা তাদের কিছু করারও নেই কারণ সব এপ ম্যানুয়ালি চেক করা পসিবল ও না।
সে যাই হোক, অনেকেই দেখি কয়েনবেজ কিংবা ব্লকচেইন ওয়ালেট ব্যবহার করেন। ইলেকট্রাম এর এনড্রয়েড ভার্সন খুবই ইউজার ফ্রেন্ডলি। এত সহজ এবং ভালো ওয়ালেট থাকতে ওয়েব ওয়ালেট কিংবা কাস্টোডিয়াল ওয়ালেট ব্যবহার করার দরকার কি?
বলে রাখা ভালো, ইলেকট্রাম এর যে কোন এপ তাদের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করুন- www.electrum.org
3646  Bitcoin / Bitcoin Discussion / Re: I quit smoking and buy Bitcoin every week on: December 11, 2020, 12:55:47 PM
Sounds good, you are being a DCA method follower which is certainly a good investment if you are going to follow long term. Eventually it will certainly get you profit.
However, is it too easy to quit smoking who smoke 1 pack og cigerate a day? I have been able to quit it successfully for the last one week.
3647  Alternate cryptocurrencies / Service Discussion (Altcoins) / Zcash wallet on: December 11, 2020, 11:58:08 AM
I have been looking for a wallet of zcash and found zecwallet lite for android. This seems good as it allows me to create seed phrase and save it. However, I found two types of address. z address and t address. Z addresses are supposed to be for private tx while t for transparent.
But I'm confused, what about getting private key of certain address. Imagine I have used z address, will I be able to get private key for that address?
Besides, can you suggest me other wallet for zcash which can be compared with Electrum for bitcoin?
3648  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 11, 2020, 04:50:03 AM
নোট- আমি ডাটা ছাড়া নরমালী বলেছি যেহেতু মোটামুটি লোকাল বোর্ড খেয়াল করি সেই হিসেবে।
আপনি ঠিকই বলেছেন। নভেম্বার মাসের এক্টিভিটিতেও বাংলাদেশ ১১তম অবস্থানের রয়েছে। অক্টোবর এ মোট পোস্ট সংখ্যা ছিল ৩০৬ টি যা নভেম্বরে এসে ৩১১ টি হয়েছে- https://bitcointalk.org/index.php?topic=5231446.msg55779585#msg55779585
অবশ্যই আমাদের এক্টিভিটি বাড়ছে যেটা আমাদের জন্য ভালো এবং সেটা যদি একবার এডমিন থিমসের নজরে আনা যায় তাহলে আমাদের জন্য লোকাল বোর্ড পাওয়া যাবে। তবে আমাদের এই এক্টিভিটি ধরে রাখতে হবে। কমে গেলে আলাদা বোর্ড পাওয়া কষ্টকর হয়ে যাবে।
3649  Other / Meta / Re: Urgently need a sub-forum for Bangladesh. 200+ pages since 2014. on: December 11, 2020, 03:42:49 AM
Bumping and a request to @Rikafip
Can you please look through the activity statistics of local board for the month of November 2020 and share standing of our local thread as you did for the month of October. Our local community will be so much grateful to you.
3650  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 11, 2020, 03:39:49 AM

 খেয়াল করলে দেখবেন আমাদের এখানে প্রতিদিন ইদানিং ১৫-২০ টা পোস্ট হয়। যা খুবই কম একটি পূর্ণাঙ্গ বোর্ড হবার জন্য।
ভুল বলছেন। বর্তমানে আমাদের এই পোস্টের এক্টিভিটি অনেক বেশি। যদিও মোস্ট রিসেন্ট নভেম্বর মাসের ডেটা নেই আমার কাছে, অক্টোবর ২০২০ এর পরিসংখ্যান অনুযায়ী সব লোকাল বোর্ড কিংবা লোকাল থ্রেড মিলিয়ে আমাদের এই থ্রেডের অবস্থান ১১তম। নিঃসন্দেহে আমাদের এই অবস্থান অনেকগুলো লোকাল বোর্ড থেকে যথেষ্ট ভালো।
3651  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 10, 2020, 01:32:25 AM
সকল নতুনদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা কোথা থেকে বিটকয়েন কিনবো কোনো রকম প্রতারিত না হয়ে কারন বাংলাদেশ তো বিটকয়েন লিগাল না তো ব্যাংক এর সাহায্যে তো কিনতে পারবো না যা অন্য দেশে হয়ে থাকে? আর নিজের টাকা অন্যের উপর ভরসা করাও যায় না দেখা গেল কেউ আবার হয়ে থাকে। সেখানেও রিস্ক অল্প টাকা হলে তা হয়তো দেয় তবে বেশি টাকার ব্যাপার হলেই বাটপারি করে।  আর তারা যানে যে বাটপারি করলেও ওদের সমস্যা নাই কারন পুলিশ কেস করতে পারবে না করলে ও নিজেই ফাসবে কারন বিটকয়েন তো লিগাল না। এত্ত সমস্যা যে কি করি। এখন আপনারা বলছেন আরে ভাই আপনি ও তো সমস্যাই বলছে সমধান কিছু থাকলে তা বলুন।
এইটা ঠিক যে আমাদের দেশে এখনো ভালো কোন মাধ্যম নেই বিটকয়েন বায় সেল করার। পিটুপি সর্বোত্তম পন্থা। যাই হোক, আমি সাধারনত বিটকয়েন ক্রয় করে থাকি- https://bitcointalk.org/index.php?topic=5251387.0, যদি কেউ বিক্রয় করতে চান তাহলে যোগাযোগ করুন। আর যদি কেউ ক্রয় করতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন।
3652  Economy / Scam Accusations / Re: Fake MyCelium be aware! on: December 09, 2020, 05:15:01 AM
Don't they analysis app before approving it on playstore anymore 😩, or they just approve it to tarnish crypto it self what really happening?
 Let be careful when picking a Wallet to avoid fraud or loss of assets.
They do but they don't check whether the app is cloned or not. And they never check whether the app is vulnerable. Upon some reports, they manually remove the app from play store.
3653  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 09, 2020, 05:01:29 AM
১০ বছর নাও লাগতে পারে বিতকোয়েণ অনেক গুলা কোম্পানির সাথে  কাজ করা শুরু করে দিয়েছে তাতে করে আমরা অনেক আশা নিয়ে বসে আছি যে বিটকয়েন একদিন ১লাখ ডলার ছাড়ায়ে যাবে, তবে তা হচ্ছে আমাদের নাগালের বাইরে যখন বিটক্যেনের দাম বাড়বে আমরা চাইলেও তখন বিটকয়েন জমা রাখতে পারবোনা । তখন আমাদেরকে দেখে শুধু আফসোস করতে হবে ।
বিটকয়েন অনেক কোম্পানির সাথে কাজ শুরু করেছে বলাটা সম্পুর্ণ ভুল কারন, বিটকয়েন কোন কোম্পানি না যে তারা অন্য কোম্পানির কাছে যাচ্ছে এবং বিটকয়েন গ্রহন করার জন্য বলছে। এইটা ঠিক যে অনেক কোম্পানি বিটকয়েন গ্রহন করছে এবং অনেক প্রতিষ্ঠান বিটকয়েনে বিনিয়োগ করছে।
এখনো বিটকয়েন সংরক্ষণ করার অনেক সময় আছে ভাই। মাত্র তো ২০০০০ ডলার।
3654  Economy / Reputation / Re: ~OgNasty's self scratching on: December 09, 2020, 04:06:17 AM
I would agree with LoyceV, if this is self scratching (which I think too is it but users have the right to add people on their custom trust list, unless they are adding alt account or making huge difference, I wouldn’t care much), it’s not creating a lot of differences with their trust score while there are people who have self scratched for more than 30% of their feedback.
3655  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 09, 2020, 03:05:04 AM
২০২১ থেকে ২০২৪ এর মধ্যে যে কোনো সময় ০.১ থেকে ০.২ মিলিয়ন ডলার প্রতি বিটকয়েনের দাম হইব বইলা আমি আশা রাখি। তবে এই দাম ক্ষণস্থায়ী হইব বইলা আমার ধারণা।
১০০০০০ থেকে ২০০০০০ ডলার প্রতি বিটকয়েন? এইটা কি ইনফ্লেশন এর কারনে হবে? নরমাল ইকোনমিতে আমি মনে করি এইটা অসম্ভব। ১০০০০০ ডলার প্রতি বিটকয়েন মানে মোটামুটি বিটিসির গ্রহনযোগ্যতা সব জায়গায় থাকবে, মানে গণ-গ্রহনযোগ্যতা (নিজে আবিষ্কার করা শব্দ  Grin) যেটা আমার মনে হয় আরো ৮/১০ বছর লাগবে।
3656  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 08, 2020, 03:11:40 PM
মাইক্রোস্ট্রাটেজি সম্প্রতি ৫০ মিলিয়ন ডলার পুনরায় বিটকয়েন এ বিনিয়োগ করেছেন। তারা এইবার সর্বমোট ২৫৭৪ টি বিটকয়েন ক্রয় করেছেন যার গড় মুল্য ছিল ১৯৪০০+ ডলার। এ নিয়ে তাদের সর্বমোট বিটকয়েন হল ৪০৮২৪ বিটকয়েন।
তারা যেহেতু ১৯৪০০ তে ২৫৭৪ টি বিটকয়েন ক্রয় করেছেন, কি মনে হয় আপনাদের? বিটকয়েন কি আপাতত ডাম্প হওয়ার কোন চান্স আছে? আমি দেখছি না। যেভাবে এই কয়েকদিন কিছুটা স্টাবল হয়ে আছে আমার মনে হয় আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের ডিসেম্বার এর পাম্প শুরু হবে এবং ২০০০০ ডলারের রেসিস্টেন্স ভাংবে।
3657  Other / Meta / Re: Can a member post in multiple local board? on: December 08, 2020, 03:01:56 PM
It’s kind of the exception of the rule defined later part. The user is actually posting kind of ANN of their project (it that airdrop) and posting in different languages, this is allowed according to the rules as they are posting in the local languages but-
The user has certainly used Google Translation (I have read the Bengali version and it is 100% sure that they have used automated translation) which is against the forum rules.
3658  Economy / Gambling discussion / Re: T20 and T20I cricket prediction and discussion on: December 08, 2020, 02:01:36 PM
And from what we have seen, good performances in the IPL doesn't necessary translates to big scores in the international scene. This holds true for Samson, who has repeated failures to his name.
Certainly they are different, different in venue different in everything but still it should not be much for Samson because he is not like lord Tewatia. Sanju Samson is a genuine batsman and he had proven that a lot of times. Sadly he has always been flopped in international matches although he played 7 matches so far.
3659  Economy / Reputation / Re: at a disadvantage CHEATER BTT username: Curanrek on: December 07, 2020, 03:42:51 PM
Is he getting stakes by this way? I doubt he would as experienced campaign manager would handle their campaign professionally and chance to cheat in this way is low I think.

I have proof through my tweet account, maybe if you have other ideas to make it proof, send it to me sir
Tweet the link of this thread the twitter account and post the tweet link here.
3660  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 07, 2020, 01:21:55 PM
ভাই আপনি যে কথাটা লেখেছেন । এটার কোন প্রমাণ দিতে পারবেন । যে আপনি পিটুপি কেনাবেচা করছেন । বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে  ক্রিপ্টোকারেন্সী লেনদেন সম্পন্ন বেআইনি । আপনি  হয়ত জানেন না। এ ভাবে লেনদেন করলে খাল কেটে কুমির নিয়ে আসা। জেলখানায় যেতে টাইম লাগবে না।
যদিও আমি বাইন্যান্স কিংবা কুকয়েন কোনটার পিটুপি প্লাটফর্ম এখনো চেক করি নি- এইরকম ক্ষেত্রে বিকাশ, নগদ এইসব একাউন্ট বেশি ব্যবহার হয় সম্ভবত। কিংবা ব্যাংক পেমেন্ট অপশন সেলার এলাউ করলেও সেটা বাইন্যান্সের সাথে কোন ভাবেই সম্পৃক্ত না। সুতরাং সেইদিক থেকে রিস্ক নেই বলা যায়।
Pages: « 1 ... 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 [183] 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 ... 324 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!