Bitcoin Forum
May 25, 2024, 06:48:40 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 [3] 4 5 »
41  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 27, 2020, 05:18:58 PM
Ami indian ami bangla Hindi 2 to vasa te kotha bolte pare😍

আপ্নে বাংলা হিন্দি উর্দু ফারসি সব পারেন সেটা বুঝলাম কিন্ত  আপনে অর্ধেক লাইন এর পোস্ট করলেন ক্যানো বুঝলাম না, আপানার কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে আপনি সেটা জিজ্ঞেস করতে পারেন বা বলতে পারেন সেটাই উত্তম হবে।
42  Economy / Speculation / Re: ATH will be in 2021! on: November 27, 2020, 05:08:13 PM
Even if there is a dump in the price of Bitcoin we have to wait patiently for it to be pumped again. I have no idea how much the ATH will go up in 2021 because it is very difficult to predict the future as prices go up and down. But Bitcoin can pump a lot. Prices are starting to go down but are going up again pumping a lot in 2021. ATH will be in 2021 will decline this year but will pump next year because the demand for this currency in the crypto market is always high.
43  Economy / Economics / Re: Is COVID-19 an excuse for governments & central banks to print money? on: November 08, 2020, 03:40:15 AM
I don't think Covid-19 is an excuse to print money from the government and the central bank. The government can print notes even central banks to print money wants to. Everything in a country depends not only on paper money but much more. On the other hand central banks to print money is also true that reducing the ubiquitous use of big money can increase the transparency of the economy or social life albeit a small one. In many countries of the world the supply of paper notes is being gradually reduced due to all these reasons. But now the central banks including the government are trying to print money to reduce the epidemic.
44  Economy / Economics / Re: This is why bitcoin HAS to go up on: November 07, 2020, 09:23:37 AM
bitcoin has go going to up is true that Bitcoin does not just trending on demand the dollar depreciates a devaluation will occur, which will bring down the printing press. bitcoin has going to up will have an impact on Bitcoin if the U.S. industry is disrupted and the dollar depreciates. the reason for the rise in Bitcoin is that with the increase in demand the demand has doubled due to the adoption of PayPal Crypto. Although not possible to transact bitcoin in many countries bitcoin is possible to transact easily through PayPal.
45  Economy / Economics / Re: Need of the hour : Use the Crisis on: November 07, 2020, 03:14:00 AM
We need to try to deal with the crisis over time Need of the hour is foolish to expect the government. Although many people lost their jobs during the epidemic need of the hour will be possible to overcome this crisis by starting small businesses the next step is not to be discouraged by the effects of this virus. Need to save thinking even if you are fired from your job, Need of the hour is possible to overcome the financial crisis through business so that you will not have any problem on your family. Starting with small capital then increase the amount of capital.
46  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Do not trade Alts with BTC these days, You will just lose on: November 06, 2020, 02:06:42 PM
Binance is a very good site for exchange and investment every trader earns a lot of profit through investment but don't trade Alts with BTC these days. You will lose trade will depend on the skill of the trader and the demand of the market. But now with the rise in the price of Bitcoin the price of Altcoin has the potential to rise the risk of losing will be less if you can invest properly. you need to invest by analysing the currency charts.
47  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 06, 2020, 08:29:14 AM
ইথিরিয়াম ২.০ এর কন্ট্রাক্ট এড্রেস যেহেতু মুক্তি পেয়েছে, আমি কি ইথিরিয়াম হোল্ড করতে পারি লং টাইমের জন্য।

এটা আসলে আপনার ব্যাক্তিগত শিদ্ধান্তের উপরে অনেকটাই নির্ভর করতে আপনি কতোটুকো রিস্ক নিতে প্রস্তুত লং টার্ম ট্রেডিং বলতে আমরা শাধারনত ২-৫ বছর বলে থাকি, আপনি যদি বুঝেশুনে ইনভেস্ট করে হোল্ড করতে পারেন তাহলে আপনি ৫বছরের মধ্যে  একটা ভালো ফলাফল পাবেন আশা করা যায়।

প্রশ্ন হতে পারে ঃ
কেনো আমি/আপনি ইথারিয়াম হোল্ড করবো?  

উত্তরঃ ইথারিয়াম যেহেতু বিটক্যেন এর পরেই ঠিক তার অবস্থান সেহেতু বলতে পারি যে ইথারিয়াম অনেক ভালো একটা প্রফিট দিতে পারে ।

আপনি কেনো মনে করেন ইথারিয়াম ভালো একটা প্রফিট দেবে?
উত্তরঃ বর্ত্মানে বিটকইয়েন দ্রুত মোভমেন্ট এর কারনে অন্যান্ন সকল কয়েন বা টোকেন কিছুটা নিম্নমুখি তাই মার্কেটের পুর্বের অবস্থান দেখে এটুকো ধারনা করা যায় যে বিটকয়েন যখন কিছুটা  স্থির গতিতে চলবে তখন অন্যান্ন টোকেন বা কয়েন উর্ধ্মুখি হতে শুরু করবে।  তাহলে  বলা যায় সাধারন অর্থে ইথারিয়াম একটা প্রফিট দিতে চলেছে।

তাহলে এখন কি আমরা ট্রেডিং এ ইনভেস্ট করবো?
উত্তরঃ ট্রেডিং মানে শুধু কিনলেন আর বিক্রি করে দিলেন এমন কিছুনা একটু জটিল অনেক কিছু বুঝতে হয় ট্রেডিং করতে হলে, তবে এখন যেহেতু মার্কেট তেমন কোনো ধরনের নিয়ম  অনুশরন না  করেই চলছে সেহেতু এক্ষন ইনভেস্ট করে ট্রেডিং করা থেকে বিরত থাকাই ভালো, ফরেক্স/ক্রিপ্টো ট্রেডিং উওভয়ের ক্ষেত্রে।
48  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 05, 2020, 07:10:28 PM
BTC পাম্প হয়ে ১৪৫০০ হাই হলো  কিন্তু অল কয়েন কেন ডাম্প? তবে কি আমাদের ক্রিপ্টমারকেটে অলকয়েন নিয়ে কোন আলোচনা নেই,নাকি কি উএস নির্বাচন আমাদের ক্রিপ্টমারকেট কে প্রভাবিত করবে, অথবা নব নিরবাচিত উএস প্রেসিডেন্ট আমাদের ক্রিপ্টমারকেটে আরও নতুন রুপ দিবে,সবাইকে ধন্যবাদ,,
আসলে এটা আল্টকয়েন ডাম্পের প্রধান কারন হল বিটকয়েন এর বিশাল পাম্প। বিটকয়েন টানা পাম্প হচ্ছে এবং আশা করা যাচ্ছে ১৬০০০৳ টাচ করবে, এই জন্য বেশির ভাগ ট্রেডার ব্যালেন্স বিটকয়েনে টান্সফার করে নিচ্ছে আল্টকয়েন সেল করে। এই জন্য বেশির ভাগ আল্টকয়েন ডাম্প হচ্ছে। কিন্তু যদি বিটকয়েন একটা জায়গায় স্থির হয়ে যায় তাহলে অন্য সবকয়েন আবার পাম্প করা শুরু করবে। এটা সকল বুলরানেই দেখেছি আমরা।


বিটকয়েনের ১৬২০০$ এ একটা স্ট্রং পুয়েন্ট আছে যদি বিটকইয়েন $১৫৬০০/১৫৮০০+ হয়ে কিছুক্ষন স্থির থাকে তবেই $১৬২০০ তে হিট করবে,  আমেরিকার পরিস্থিতি এখোনো অস্থিতিশীল অনেকে অনেক কারণ বলতেছে বা ধরনা করতেছে কিন্তু প্রকিত কারণ এখনো স্পস্ট না যে বিটকইয়েন আসলেও কি কারনে পাম্প হচ্ছে।

আপনার অল্টকয়েন এর ক্ষেত্রে যুক্তি ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে বিটক্যেন এখানে প্রধান পেয়ার, যেটা অন্য সকল প্রকার টোকেন বা কয়েন কে পরিচালনা করে থাকে, আবার বিটক্যেন অনেক কিছুর অপরে প্রভাব বিস্তার করে থাকে যে কারনে এখনো কোনো কারণ ইসপস্ট নয় এখানে, বিটকইয়েন এর বর্তমানের পাম্প যদি ফর্ক এর কাওরনে হয়ে থাকে তবে এটা আজকে থেকে ২স্পতাহের মধ্যে ৩০০০০$ ছাড়ায় যেতে পারে আর অন্য কোনো কারনে পাম্প হলে পুরো মার্কেট আবার রিকোভারিমোডে চলে জাবে তারপরে আবার কিছু সময় নিবে।

আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে আন্তরজাতিকভাবে বড় ধরনের কোনো নিউজ পাবলিশ না হওয়া পর্যন্ত তারপরে নিশ্চিত হওয়া যাবে।
49  Other / Off-topic / Re: Online business is the best kind of business you can do on: November 05, 2020, 07:48:32 AM
The advent of science and technology has revolutionized education and knowledge sharing. Online education has become a big event but one should take measures to protect oneself before the second wave of the epidemic comes. Is at the forefront of economic development. Online business has helped to create numerous insurance schemes and there are plenty of business opportunities. You can start an online insurance advice site where customers can compare insurance plans and get important advice on the same.
50  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 02, 2020, 04:17:56 AM
মার্কেট আপ এবং ডাউন ট্রেন্ড কি?
মার্কেট বা ট্রেডিং এর ক্ষেত্রে আপ এবং ডাউন ট্রেন্ড শদ্ব গুলা অনেকভাবে ব্যাবহার হয়ে থাকে তার মধ্যে।


আপ ট্রেন্ড কি?
যখন মার্কেট কোনো ধরনের নিয়ম বা রুলস ফলো না করেই খুব তারাতারি উর্ধগতিতে প্রাইস বাড়তে থাকে তখন তাকে আপ ট্রেন্ড বলে। ( যেমনঃ হঠাত করেই বিটকয়েন এর দাম অধিক পরিমানে বৃদ্ধি হচ্চে কোনো প্রকার রুলস বা এ্যানালাইসিস ফলো না করেই তখন এটা আপট্রেন্ড )
আপ ট্রেন্ড চার্টঃ
Quote

ডাউন ট্রেন্ড কি?
যখন মার্কেট কোনো ধরনের নিয়ম বা রুলস ফলো না করেই খুব তারাতারি নিম্নদিকে যেতে থাকে বা দাম কমতে থাকে তখন তাকে ডাউন ট্রেন্ড বলে (যেমনঃ হঠাত করে কোনো কারণ ছারাই অতিরিক্ত দাম কমে যাওয়া)
Quote

এটি কিভাবে বুঝা যাবে এখন মার্কেট আপ অথবা  ডাউন ট্রেন্ডে চলছে।
এগুলা বুঝতে হলে প্রথমে ক্যান্ডেলস্টিক সম্পর্কে সচ্ছ ধারনা থাকতে হবে এবং মার্কেটের পুর্বের মুভমেন্ট গুলো ফলো করতে হবে যে আসলে পুর্বের মুভমেন্ট গুলা ক্যামন ছিলো, পুর্বের মুভমেন্ট গুলোর সাথে  বর্ত্মানের মুভমেন্ট এর একটা কমপেয়ার  করতে পারলে তখন আপনি খুব সহজে বুঝতে পারবেন যে মার্কেট আসলেও কন অবস্থান ফলো করতেছে এবং কোন ট্রেন্ড এ  রয়েছে।

Image  Source: Google উপরের ইমেজ গুলা গুওগল থেকে নেয়া

ক্যান্ডেলস্টিক বা প্যাটার্ন সম্পর্কে কিছুতা আইডিয়া নিতে 16 candlestick patterns every trader should know এখানে দেখতে পারেন। মনোযোগ সহকারে দেখলে আশাকরি অনেকটাই ধারনা পাবেন।
51  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 30, 2020, 08:50:12 AM
হাসি পাচ্ছে , আপনি তো আমার কথাই আবার বললেন, আমি বলে দিয়েছি বিটকয়েনের মূল্য বাড়বে নাকি কমবে সেটি CME Gap দেখেই বুঝা যায় (বুঝা যায় মানে এই নয় যে আজকেই বিটকয়েন ২০ হাজার ডলারে যাবে, সময় লাগবে কিন্তু একদিন না একদিন সেটি বৃদ্ধি পাবে) । আর আমি ১০০% সঠিক এটি কখনোই বলি না, শুধু অন্যরা যদি ভাবে যে আমি ১০০% সঠিক হয়ে বলতেছি । তাহলে সেটি অন্যজনের বোঝার ভুল , আমার ভুল নয় ।  তাই এরপর থেকে এমন বিশ্লষণ করে পোষ্ট করবেন, একদিন বেশি মেরিট পাওয়ার আশা করে লাভ নাই, যদি না আপনি সঠিক তথ্য সরবরাহ করতে না পারেন । তবে এর মানে এই না যে, আপনি আশা ছেড়ে দিবেন । অবশ্যই দৃঢ় মনোবল রাখবেন যে, আপনি মেরিট পাবেন , কিন্তু তথ্য যেন সঠিক হয়।

 Cheesy আসলে ভাই ভুল বোঝাবুঝি আর যুক্তি সংগত তর্ক বিতর্ক নিয়েই আমাদের জীবন, আমার মনে বিটকয়েন নিয়ে যখন প্রথম ট্রেড শুরু করলাম তখন ৩মাস এর ব্যাবধানে ২০$ ডলার থেকে $১৪০০+ ডলার ইনকাম করে ফেললাম তখন মনে হচ্ছিল ট্রেড এর সবকিছু শিখে ফেলেছি,  বিটকয়েন যখন উর্ধগতির দিকে যাচ্ছে অন্যদিকে আমার প্রতিটা প্রেডিকশন ভুল হিসেবে রেজাল্ট আসা শুরু করলো আর ১৫দিনের ব্যাবধানে ১৪০০ ডলার থেকে ৬ডলারে পরিণত হলো তারপরে প্রায় ২-৩ মাস কোনো প্রোকার ট্রেড ওপেন করিনি এটা ভেবে যে যদি আবার ভুল হয়, কিন্ত তখন ৭০% এর কাছাকাছি প্রেডিকশন সঠিক হচ্ছিল তার পরেও ভয় ছিল অনেক দিন কারণ আমি তখনো নীর্দিস্ট কিছু সিগনাল, ইন্ডেকেটর আর চার্ট ফলো করতাম, সেটা আমার ছিলো সবথেকে বড় ভুল অনেক পরে এসে বুঝতে পেরেছিলাম। আর বড় সমস্যা বাংলাতে  ট্রেডিং এর তেমন ভালো রিসোর্স  খুব কম আছে নাই বললেই চলে।



উপরের ছবিটি  একটু আগের এই ছবিটা দেখে যদি আমরা লং টাইম এর একটা প্রেডিকশন করেত যায় তাহলে নরমালি বলতে পারি বিটকয়েন খুব সহজেই ২২০০০৳ ডলার অতিক্রম করতে সক্ষম যা  এই জাবত  বিটকয়েন এর সর্বোচ্চ শীমারেখার থেকেও অনেক বেশি। কিন্ত  আমরা জখন বিস্তারিত ভাবে সবকিছু লক্ষ করবো ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এর একটা সমন্নয় করতে গেলে আমারা অনেকটা দ্বিধা দন্দের মধ্যে পরে যাবো যে  আমরা আসলে যা অনুমান করেছি তা সঠিক নাও হতে  পারে, তবে বলে রাখা ভালো যে ট্রেডিং করতে হলে রিস্ক নিয়েই হবে তবে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথাও ভুল হচ্ছে কিনা।

@Review Master আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে যে ট্রেডিং নিয়ে মোটামুটি আপনার একটা ধারনা বা দক্ষতা আছে অন্তত পক্ষে ভুল্ভাল ইনভেস্ট বা প্রেডিকশন  সবসময় সঠিক হয়না  এটা অন্তত  বুঝেন।   Cheesy
52  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 30, 2020, 04:46:15 AM

 <-- snip -->


CME Gap মুলত মার্কেট যেভাবে মুভমেন্ট হয় তার একটা চিনহ নির্দেশনা করে জা পরবর্তিতে জেনো মার্কেটের পুর্বের অবস্থান আসলে কি ধরনের ছিলো তা সফজে  বোঝা যায়

@Istiaque আশা করি আপনি টেলিগ্রাম নোটিফিকেশন বটটি ব্যবহার করেন এবং এটি খুবই দ্রুত পেয়ে যাবেন। আপনাকে এর আগে বলছি যে, মনগড়া কোনো পোষ্ট দিবেন না। আপনি সোর্স বা প্রমাণ দেখান যে আপনি উপরের কথাগুলো সঠিক । আপনাকে আমি চিনি না এবং কোনো হিংসাও নাই, তবে আমি সত্যি রিপোর্ট করবো, আমার একাউন্টের কি হচ্ছে হোক। কোনো ধরনের বিশ্লেষণ ছাড়াই এমন মনগড়া কথা সহ্য করার মতো না।


এখন আসি বিটকয়েনের মূল্যে CME Gap এর প্রভাব আছে কি না, সেটির বিস্তারিত আশা করি কালকে পেয়ে যাবেন ছবিসহ । কারণ লেখা দিয়ে বললে, আপনারা অনেকেই বোঝেন না।

ভাই আপনি সিনিওর মেম্বার আপনি হয়তো আমার থেকে বেশি জানেন বা বোঝেন তাতে কোনো সমস্যা নাই তবে আমি মনগরা কোনো আমার জানার মধ্যে থেকে বলার চেস্টা করেছি, আপনি আমার পুরো পোস্ট টা ভালোভাবে পরেন নাই ট্রেডিং বা বিটকয়েন এর দাম উঠানামার জন্যে শুধুমাত্র CME Gap দ্বায়ী নয় আরো অনেক বিশষ এটার সাথে জরিত আমি আগের পোস্ট এ এটা বোঝাতে চেয়েছি। এখন পর্জন্ত এমন কোনো ট্রেডার এর মুখে এটা আমি শুনিনি যে বিটকয়েন পুরোপুরি CME Gap এর উপরে নির্ভরশীল।  আবার এটাও কোথাও বলা নেই যে  CME Gap পুরোপুরিভাবে বিটকয়েন কে নিওন্ত্রন করে, আপনি এটা বলতে পারেন যে CME Gap সুন্দর একটা ধারনা বা শিদ্ধান্ত নিতে সাহায্য করে এটা যেহেতু একটা মার্কেট এনালাইসিস বা মার্কেট এর গতি  বোঝার বা দেখার কার্যকরি একটা মাধ্যম তাই কিছুটা প্রভাব থাকবে এটাই সাভাবিক।

Quote
what is cme gap bitcoin
CME gaps appear when the traditional market closes, but Bitcoin continues to trade on cryptocurrency exchanges. When the market reopens on the CME either the following day or after the weekend, the CME starts trading on the market's current prices.




Image Source: Another CME Gap? Why Bitcoin Traders Should Care

Another CME Gap? Why Bitcoin Traders Should Care
link: https://cryptobriefing.com/another-cme-gap-why-bitcoin-traders-should-care

আমার মনে হয় CME Gap কিভাবে কাজ করে এবং এটা আসলে কেনো সেটা আমাদের বোঝা উচিত, @Review Master আপনাকেউ আমি চিনি না এবং আপনার প্রতি কোনো হিংসাও নাই আমার, আপনি অবগত আছেন যে ট্রেদিং এর ক্ষেত্রে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং মানিম্যানেজমেন্ট  এই  জিনিসগুলা পারসপরিক ভাবে কাজ করে থাকে, CME Gap আমাদেরকে সাহায্যে করে পুর্বের অবস্থান দেখে ভবিশ্যতে কি হতে পারে সেটার একটা ধারনা মাত্র, (যেমনঃ আমরা আকাশে ঘন কালো  মেঘ দেখলে ধারনা করতে পারি যে হয়তো বৃষ্টি হবে) তাই ক্যান্ডেলস্টিক,চার্ট,ইন্ডেকেটর বা CME Gap  ঠিক অনেকটা একই রকম ভাবে কাজ করে(not.100%) আমরা এগুলা দেখে শুদু অনুমান করতে পারি, আর আপনি হয়তো এখানেও একমত হবেন যে ট্রেডিং এর বিষয়ে "১০০% সঠিক"  শদ্বটা খুব কম  ব্যাবহার হয়ে থাকে  আপনি যদি কখনো ডে ট্রেড বা সর্ট টার্ম ট্রেড করে থাকেন তাহলে এটা অবশ্যেই যেনে  থাকবেন।
ধন্যবাদ।
53  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 29, 2020, 02:27:03 PM
CMA gap টা কি? কিছু ট্রেড সর্ম্পকে youtube video দেখলাম। তো ওখানে বলছে CMA gap সর্ম্পকে। ওখানে ভালো ভাবে বুজতে পারলাম না। তাই জানতে চাইলাম।

এইটা CMA gap না, CME gap হবে সম্ভবত।

 গ্যাপ ইন্ডিকেটর দিয়ে মুলত দামের গ্যাপটা বের করা হয়। যদিও এর ব্যবহার সম্পর্কে আমি খুব অবগত নই। গ্যাপ বলতে আগের দিনের ক্লোজিং প্রাইসের সাথে পরের দিনের অপেনিং প্রাইসের তুলনা বুঝায়।

@Pffrt আপনি গ্যাপ সম্পর্কে যা বলেছেন , ওই বিষয় গুলো গ্যাপের সংজ্ঞার ক্ষেত্রে সঠিক । তবে মূল তথ্যটি আমি উক্তি করে দিলাম যেন আপনিও @suparigach এর সাথে বিষয়টি জানতে পারেন।

CME Bitcoin Future ট্রেডিং হয়, যারা Future Trading সম্পর্কে জানেন ভালো এবং না জানলে কোনো সমস্যা নাই। এই সম্পর্কে না হয় পরে জানাবো। এখন মূল বিষয়টি বলি, CME Bitcoin Future মূলত ইন্টারন্যাশনাল মার্কেটের মতো চলে, সহজ কথায় Forex-Stock মার্কেটের মতো সপ্তাহে ২ দিন শনিবার ও রবিবার বন্ধ থাকে (মূলত শুক্রবার বিকেল ৫টায় বন্ধ হয়) । আর এই দুইদিনের মধ্যে বিটকয়েনের মূল্য যদি অনেক বেশি বৃদ্ধি-হ্রাস ঘটে। তাহলে সোমবারে যখন CME Bitcoin Future এর ট্রেডিং ক্যান্ডেলে একটি গ্যাপ কিংবা শনিবার ও রবিবারের ক্যান্ডেলগুলো তৈরি হয় না। আর এটিই CME Gap বলা হয় এবং বিটকয়েনের মূল্য বৃদ্ধি হবে নাকি হ্রাস পাবে , সেই বিষয়টি CME Gap এর উপর অনেকটা নির্ভরশীল। কারণ আজকে হোক আর কালকে হোক না কেন CME Gap পূরণ হবেই। উদাহরণ হিসেবে বলবো, ২০১৮ এর শেষে কিংবা ২০১৯ এর শুরুতে একটি গ্যাপ তৈরি হয়েছিল ১৪ হাজার ডলারে , কিন্তু এর বিটকয়েন সর্বনিম্ন মূল্য পৌছায়। তখন সকলেই বলছিল যে বিটকয়েনের মূল্য আরো নিচে যাবে । তবে ওই গ্যাপ সম্পর্কে যারা জানতো তারা অন্যদের মজা নিতো , কারণ ২০২০ তে এসে এই ১৪ হাজারের গ্যাপটি পূরণ হয়। তাই বিটকয়েন বাড়বে নাকি কমবে , সেটি এই CME Gap এর উপর অনেকটা নির্ভরশীল। Cheesy

CME Gap মুলত মার্কেট যেভাবে মুভমেন্ট হয় তার একটা চিনহ নির্দেশনা করে জা পরবর্তিতে জেনো মার্কেটের পুর্বের অবস্থান আসলে কি ধরনের ছিলো তা সফজে  বোঝা যায়, আর CME Gap এর উপরেও পুরোপুরি বিটকয়েন মার্কেট নির্ভরশীল না আমার জানা মতে বিটকয়েন মার্কেট অনেক কিছুর উপরে নীর্ভর করে, যেমন বড় বড় দেশ গুলার অর্থনৈতিক অবস্থান, বিটকয়েন কে প্রভাবিত করে এমন খবর বা ক্রিপ্টকারেঞ্চি নিয়ে ভালো মন্দ খবর গুলার উপরে  অনেক সময় নির্ভর করে বিটকয়েন এর দাম, বিটক্যেন এর দাম কমে যাওয়া বা বৃদ্ধি পাওয়ার নির্দিষ্ট  কোনো কারণ বলা খুব কঠিন কারণ একের পরে এক ক্রিপ্টোকারেন্সি নিয়ে খবর প্রকাশ হতেই থাকবে আর বিটকয়েন এর দাম উঠানাম  করতেই থাকবে।
54  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 28, 2020, 01:51:29 PM
CMA gap টা কি? কিছু ট্রেড সর্ম্পকে youtube video দেখলাম। তো ওখানে বলছে CMA gap সর্ম্পকে। ওখানে ভালো ভাবে বুজতে পারলাম না। তাই জানতে চাইলাম।
এইটা CMA gap না, CME gap হবে সম্ভবত।
আমি খুব এক্সপার্ট ট্রেডার না, সত্যি বলতে আমি ডে ট্রেডে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করিনা। আমি লং টাইম হোল্ডিং পছন্দ করি। তাই ট্রেডিং এর খুঁটিনাটি তেমন বুঝি না। যাই হোক, এইটা সম্পর্কে বেসিক ধারণা দিচ্ছি।
 গ্যাপ ইন্ডিকেটর দিয়ে মুলত দামের গ্যাপটা বের করা হয়। যদিও এর ব্যবহার সম্পর্কে আমি খুব অবগত নই। গ্যাপ বলতে আগের দিনের ক্লোজিং প্রাইসের সাথে পরের দিনের অপেনিং প্রাইসের তুলনা বুঝায়। যেমন- কোন একটা স্টকের আগের দিন ক্লোজিং প্রাইস- $২ এবং আজকে দিনের অপেনিং প্রাইস- $২.১০, তাহলে সেক্ষেত্রে বলতে পারি গ্যাপ আপ। অপরদিকে, যদি আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে আজকের অপেনিং প্রাইস কম হয়, যেমন $১.৯০ হয়, তাহলে সেটা গ্যাপ ডাউন।
CME গ্যাপ ইন্ডিকেটর সম্ভবত শুধু বিটকয়েন এর ক্ষেত্রেই প্রযোজ্য। আর এইখানে আগের দিন এর ক্লোজিং প্রাইস এর পরিবর্তে সাপ্তাহিক প্রাইসের তুলনা করা হয়।


@Pffrt ভাই অনেক সুন্দর বলেছেন, আমিও তেমন বুঝিনা ট্রেডিং নিয়ে খুব ভালো ধারনা তৈরী করতে হলে আর অনেক সময় দিতে এবং এমন একজন এর সাহায্য নিতে হবে যে কিনা আসলেও ট্রেডিং সম্পর্কে খুব ভালো না বুঝলেও মোটামুটি একটা ধারনা রাখে এমন কারো সাহায্য ছাড়া আপনি ট্রেডিং ভালোভাবে শিখতে বা বুঝতে পারবেন না, অনেক ছোটোখাত জিনিষ আছে জেগুলো কেউ দেখায়ে না দিলে আপনি কখনোই  বুঝতে পারবেন না, আবার অনেক সময় ফ্রেশ ভাবে চিন্তা না করতে পারলেও ভুল প্রেডিকশন করে বসবেন একটা সময় বুল বুঝতে পারবেন কিন্তু তখন দেখবেন আপনার  ফান্ড গায়েব হয়ে গেছে, আপনার আসেপাসে যদি ভালো কোনো ট্রেডার থাকে তাহলে আপনি খুব তারাতারি ট্রেড শিখতে পারবেন। তাছারা আপনার জন্যে অনেক কঠিন হবে। তবে প্রাক্টিস করতে থাকুন বর আমাউন্ট নিয়ে ভুলাভাল সিদ্ধান্ত নিয়েন না আপ্নে ইন্ডিকেটর গুলা প্রথমে একটু বোঝার চেস্টা করুন তাহলে আপনার কাছে সবকিছু অনেকটাই অনেক সহজ হবে।
55  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 27, 2020, 02:48:28 PM
ট্রেড নেওয়ার পর কিভাবে stop lose লাগানো যায়?
সব এক্সেঞ্জার এর স্টপ লস লাগানোর সিস্টেম এক নয়। তবে কাছাকাছি। এই জিনিসটা আমি লিখে দিলে আপনি বুঝবেন না যদি না আপনি প্র্যাক্টিকালি দেখেন। তাই আমি নি্চে বাইন্যান্স এ কিভাবে স্টপলস লাগাতে হয় তার একটা টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। সব গুলো এক্সেঞ্জারের ভিডিও আপনি নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন যদি আপনার দরকার পরে। কিন্তু মনে হয়না এটা দেখলে আর লাগবে কোনো ভিডিও।
ভিডিওঃ https://www.youtube.com/watch?v=oe1IAVqJonI

@Fatemablabla আপনি ঠিক বলেছেন এটা বঝানো অনেক কঠিন, তারপরেও স্টপলস নতুন্দের জন্যে অনেক বড় এক্ট ভুমিকা পালন করে থাকে এর সাথে ট্রেদিং সম্পর্কে পুর্ন ধারনা রাখাও জরুরী,  স্টপলস সবসময় করা উচিত হয় বিশেষ মুহূর্তে আপনি স্টপলস ব্যাবহারভ করতে পারেন, যেমনঃ ধরুন আপনি একটা ট্রেড ওপেন করেছেন সেখানে আপনার প্রোফিট এর সম্ভাবনা রয়েছে কিন্তু আপনি কোনো একটা নিউজ এর কারনে বা মার্কেটের অবস্থানের কথা বিবেচনা করে মনে করছেন যে প্রোফিট এর চাইতে আপনি লস করতে পারেন, এবং আপনি এখন ২% প্রোফিট এ আছেন আর আপনি চাচ্ছেন ১০% প্রোফিট করবেন তখন আপনি সেক্ষেত্রে ৫% লসে স্টপলস ব্যাবহার করতে পারেন, এখানে গুরুত্তপুর্ন আপনি কত শতাংশ % লাভ ও কত শতাংশ লস করতে চান।

স্টপলস ব্যাবহারের ন্নিওম প্রায় সকল জায়গাতে একই রকম আপনি আসলেও ট্রেড বা প্রাক্টিস করতে চাইলে প্রথমে খুব অল্প পরিমান ইনভেস্ট করতে পারেন যেমন ২০-৫০ডলার আমার মতে প্রথে বর অংকের  এমাউন্ট ইনভেস্ট না করাই ভালো।
ধন্যবাদ।  
56  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 24, 2020, 04:28:16 PM
KUCOIN বাংলাদেশি ট্রেডার জন্য P2P fiat বেচা কেনা অনুমতি দিয়েছে। এখন বাংলাদেশি ট্রেডাররা BDT/USDT জুটিতে P2P সিস্টেমের মাধ্যমে তাদের ক্রিপ্টোকারেন্সি কিনতে ও বিক্রয় করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে আইনী নয় তাই আপনারা কি ভাবেন যে বাংলাদেশি সরকার অর্থ পাচার প্রতিরোধে কোন পদক্ষেপ নেবে এই বিষয়ে?


সংবাদ উত্স: https://twitter.com/kucoincom/status/1319590641412698112


পি২পি তো চালু করে দিল কুকয়েন। কিন্তু তারা কিসের ভিত্তিতে এটা চালু করলো বুঝলাম না। কারন ব্যাংক ট্রাঞ্জেকশন হবে এই প্রক্রিয়া তে। আর আমরা জানি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে ক্রিপ্টো রিলেটেড ট্রাঞ্জেকশন করা যায় না। তাহলে এখানে আমরা ট্রাঞ্জেকশন করব কিভাবে।

P2P মানে তারা বলতে চেয়েছে ব্যাক্তি থেকে ব্যাক্তি লেনদেন করা যাবে এতদিন সেটা করা যেতনা, এখন আপনি চাইলেই যেকোনো কুকয়েন থেকে কুকয়েনে খুব অনায়াসে লেনদেন করতে পারবেন মানে, কয়েনবেজ থেকে কয়েনবেজ এ যেভভাবে লেনদেন করা যায় ঠিক কিছুটা সেরকম, আর বাংলাদেশে যেহেতু জুয়া খেলা নিষিদ্ধ তাই ক্রিপ্ট কারেন্সি বা বিটকয়েন কখনো বৈধতা দিবে কিনা যথেস্ট সন্দেহ আছে, আর ভুলেও কেউ বাংলাদেশ থেকে ক্রিপ্টো রিলেটেড কোনো ধরনের ট্রানজেকশন করতে যাবেন না তাহলে পুড়োটাই বিপদে পরে যাবেন। কারণ আমাদের দেশের ব্যাংক এর লোকজন এখনো টেকনোলজি সম্পর্কে খুব একটা বেশি দক্ষ না তাই লেনদেন করলে বুঝে সুনে করবেন।
57  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 22, 2020, 09:28:04 AM
টুইট বা রিটুইটের কি কোন লিমিট আছে?
না। এমন কোনো লিমিট নেই। তবে যেকোনো দুটি টুইট বা রিটুইট করার মাঝে কিছু সময়ের ব্যবধান রাখা উচিত। কারন এসব কারনে অনেক টুইটার একাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই নিজের একাউন্ট এর সেফটির জন্য সময়ের ব্যবধান রেখে ইউজ করা উচিত বলে মনে করছি।
সাধারণত বাউন্টি করার জন্য বেশি টুইট বা রিটুইট এর প্রয়োজন হয়। তাই বাছাই করে কিছু ভালো বাউন্টি করার সাজেশন থাকলো।

ধন্যবাদ ভাই,
তবে আপনার সাথে আরো একটু যুক্ত করতে চাই সেটি হচ্ছে টুইটারে প্রতি ঘন্টাতে ৫-৬ টা এর  বেশি টুইট বা রিটুইট না করাই ভালো হবে কারণ  অনেক  রুলস আছে টুইটার বলেও না আবার কোথাও লেখাও নাই । যে কারনেই অনেক সময় সকল নিয়ম মেনে চলা আমাদের পক্ষে সম্ভাব হয়না , আমাদের মুল্যবান এ্যাকাউন্ট গুলা হারাতে হয়।
58  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 22, 2020, 08:34:54 AM
ধন্যবাদ ভাই।
টুইট বা রিটুইটের কি কোন লিমিট আছে?
জানা থাকলে জানাবেন প্লিজ।

হ্যা টুইটার এর কিছু লিমিটেশন আছে আপনি একটা আনভেরিফাইড এ্যাকাউনট দিয়ে দিনে সর্বোচ্চো ৪০০ টা ফলো করতে পারবেন আর ভেরিফাইড এ্যাকাউন্ট এর মাধমে একদিনে সর্বোচ্চ ১০০০ টা ফলো করতে পারবেন, আর একটা এ্যাকাউন্ট এর মাধমে আপনি সর্বোচ্চ ৫০০০ জন কে ফলো করতে পারবেন।

ইংরেজিতে নিয়ম গুলা এভাবে দেওয়া আছে আমি চেস্টা করেছি বাংলাতে সহজ ভাষায় বলতে।
What are the technical follow limits?

We don’t limit the number of accounts you can follow overall, but there are some limits as to the pace at which you can do so.
Every Twitter account is able to follow up to 400 accounts per day. Verified Twitter accounts are able to follow up to 1,000 accounts per day.
In addition to the daily limits, there are follow ratios that go into effect once you’re following a certain number of accounts:
Every Twitter account can follow up to 5,000 accounts. Once you reach that number, you may need to wait until your account has more followers before you can follow additional accounts.
This number is different for each account and is automatically calculated based on your unique ratio of followers to following.


আর বিস্তারিত জানতে চাইলে আপনি টুইটার রুলস এ্যান্ড পলিছিটার্মস এ্যান্ড কন্ডিশন দেখতে পারেন।
59  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 22, 2020, 07:32:43 AM
টুইটার একাউন্ট নিরাপদ রাখতে পারবো কি করলে দয়া করে কেউ কি একটু জানাবেন।

আমি কি ভাবে বিটকয়েনটলক একাউন্ট নিরাপদ রাখতে পারবো?   

সাধারন ভাবে বলতে গেলে বিটকয়েনটলক এ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্যে আলাদাভবে তেমন কোনো রুলস নেই বললেই চলে তবে কিছু বিষয়ে অনেকেই পরামর্শ দিয়ে থাকে। যেমনঃ-
১. অপ্রয়োজনীয় কোনো লিংক বা  ওয়েব সাইট এ প্রবেশ না করা।
২. এ্যাকাউন্ট ২স্টেপ ভেরিফিক্যাশন অন করে রাখা (এখানে আপনার ইমেলটি ২স্টেপ করে রাখতে পারেন)। [Guide] Bitcointalk account security
৩. বিটকয়েনটলক ফরামের রুলস এর বাইরে কোনোকিছু না করা। Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ
৪. স্প্যাম বা অপ্রয়োজনীয় কোনোকিছু করা থেকে বিরত থাকা।
৫. আপনার বিটকয়েন এ্যাড্রেস টি স্টেক করে রাখা জাতে করে আপনি পরবর্তিতে আপনি যে এ্যাকাউন্টের  প্রকিত মালি তা প্রমান করতে পারেন। Stake your Bitcoin address here


Yeah there is.

First use a secure email account with 2FA.
Never disclose that email to anyone.

Also stake you bitcoin address here :https://bitcointalk.org/index.php?topic=996318.0

In case of loss, providing a signed message from said address will allow you to recover your account.




কেমন আছেন সবাই,,কিন্তু আমি ভালো নাই টুইটার একাউন্ট কেন বারে বারে ব্যান হয়ে জায় আমি সঠিক নিয়মে কাজ করি যেমন ১মিনিটের মধ্যে পোস্ট করি না বা লাইক কমেন্ট করি না তার পরেও কেন ব্যান হয়ে জায় এই বিষয় টা আমাকে কেউ সাহায্য করুন |

টুইটার একাউন্ট এর ক্ষেত্রে আমরা যেসব হ্যাসট্যাগ গুলা ব্যাবহার করি মুলত সেই কারনেই আমাদের টুইটার একাউন্ট ব্যান বা সাস্পেন্ড হয়ে  থাকে। আমরা যখন কোনো হ্যাসট্যাগ ব্যাবহার করি আর সেটার বিরুদ্ধে অনেকি রিপোর্ট করে থাকে আর টুইটার যখন বুঝতে পারে যে সেই হ্যাসট্যাগটি  দিয়ে স্প্যাম করা হচ্ছে তখন সেই হ্যাসট্যাগ গুলা যত আইডিতে ব্যাবহার করা হয়েছে সকল আইডি সাস্পেন্ড  বা ব্যান করা হয়ে থাকে। কিছু কাজ করলে কিছুটা নিরাপত্তা নিশ্চিত করা যায় ।  যেমনঃ-

১. একটা টুইট বা রিটুইট করার পরে ২-৫মিনিট বিরতি দেয়া তারপরে আবার টুইট বা রিটুইট করা।
২. একসাথে অনেকগুলা ফলো  না  করা একটা ফলো করার  পুরে কমপক্ষে ১৩-১৫ সেকেন্ড  বিরতি রেখে তারপরে আবার ফলো করা।
৩. একসাথে অনেকগুলা হ্যাসট্যাগ  ব্যাবহার না করা।
৪. বেশি বেশি ইউজারনাম পরিবর্তন না করা বা ইউজারনাম বিক্রয় বা কেনা থেকে বিরত থাকা।
৫. প্রয়োজন না হলে বার বার পাসওয়ার্ড পরিবর্ত্ন না করা।
৬. রিয়েল প্রোফাইল ফটো  ব্যাবহার করা যেন সেই ছবিটি আপনি আপনার নিজের বলে দাবি করতে পারেন।




এটি দেখেন আশাকরি কিছুটা হলেও কাজে আসবে আমি নিজেও এটি ফলো করতেছি এখনো সমস্যা হয়নি । তবে এখানে ফলোয়ার খুব কম মরিমানে বাড়ছে সময় নিয়ে কাজ করলে আশা করি কাজে আসবে ।
60  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 22, 2020, 06:52:33 AM
ETH 2.0 is testnet successful. Ethereum 2.0 deposit contract to launch this week. Good luck ETH.

Ethereum 2.0 তে লেনদেন শুরু হওয়া মাত্র কয়েকশতগুন বেশি দ্রুত ইথারিয়াম লেনদেন সম্পন্ন হবে এক্ষেত্রে সময় আরো অনেক বাচবে প্রতিটা লেনদেন আরো দ্রুতো হবে, আরো নতুন বেশ কিছু সুবিধা যুক্ত হবে এক কথাতে বলা যায় যে বিটক্যেন এর পরের অবস্থান ইথারিয়াম নিয়ে রাখবে  আর করনার পরবর্তি সময়ে বিটকয়েন আর ইথারিয়াম এর গুরুত্ত আরো বেড়ে যাবে। ডেবিট বা ক্রেডিট ভিসা/মাস্টার কার্ড এর থেকে মানুষ এখন বিটক্যেন ও  ক্রিপ্টো কারেন্সির উপরে নির্ভর  করবে অনেক বেশি। অন্যতম শুবিধা বলতে এখানে তথ্য  চুরি করে লেনদেন করা সমভব না মাস্টার কার্ড বা  ভিসা কার্ড এ জেভাবে করে  থাকে।
Pages: « 1 2 [3] 4 5 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!