Bitcoin Forum
July 04, 2024, 08:02:42 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 ... 59 »
41  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 06, 2023, 01:35:00 PM
আমার ভাই প্রশ্ন একটাই এরা যদি বিটকয়েনকে অবৈধ ঘোষণা করে তাহলে ক্রিপ্টোকারেন্সি কী?
এরা আসলে কি মাল নিয়ে এতো বড় বড় দায়িত্ব পালন করছেন?
বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি একে অন্যের পরিপূরক বিষয়টি ক্লিয়ার করে আগে জানা উচিত ছিল।

ভাই কয়েকদিন আগে দেখলেন না বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে ফ্রিল্যান্সারদের নিয়ে তাল্মাতাল অবস্থা বানায়ে ফেলছিলো, পরে আবার পুনোরাই সার্কুলার দিয়ে বলছে ফ্রিল্যান্সার রা বাদ থাকবে, ভাই একবার চেয়ারে বসতে পারলেই হলো, কারো মাথা ঠিক থাকেনা, কখন যে কে কি বলে কোনো ঠিক নাই, কারো কথার সাথে কারো কথার মিল নাই, এক মন্ত্রী একটা কথা বললে আরেক মন্ত্রী বলে আমি কিছু জানিনা। চলিত মাষেই বাংলাদেশ এর অবস্থা কোথায় যেয়ে ঠেকে বলা মুসকিল। যারা ইনকাম করতেছেন একটু সতর্ক থাকেন কারন দেশে যদি জরুরী অবস্থা জারী করে তাইলে জীনিষ পত্রের দাম আরো অনেক বেড়ে যাবে।
42  Local / Other languages/locations / Re: কিছু পোস্ট on: October 01, 2023, 12:55:39 PM
তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে।

আইসিটি মন্ত্রী যে বললো আমি দ্বায়িত্ব নিয়ে বলছি, ফ্রিল্যান্সারদেরকে কোনো কর দিতে হবে না। আরো অনেক সূত্র থেকেই জানা গেছে যে এগুলো ভূয়া তথ্য প্রচার করা হচ্ছে। অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবাং টিভি মিডিয়াগুলো সূত্র যাচাই বাছাই না করে, বাংলাদেশ ব্যাংক বা অথেনটিক কোনো সূত্র থেকে না জেনে একে অন্যের দেখাদেখি খবর প্রচার করছে। যার কারনে ফ্রিল্যান্সারদের গ্রুপগুলোতে এক প্রকার ক্ষোভ চলছে। সরকার সাধারনত রেমিটেন্স এ প্রনোদনা দিয়ে থাকে। সেখানে যদি কর ধার্য করা হয়, সেটা দেশের সরকারের জন্য কখনোই ভালো হবে না। এতে করে বৈধ পথে টাকা আসা বন্ধ হয়ে যাবে। মানুষ খরচ বাচানোর জন্য বিকল্প অবৈধ পথ গুলো বেছে নিতে শুরু করবে। যেটা দেশের জন্যও খারাপ হবে, আর ফ্রিল্যান্সারদের জন্যও খারাপ হবে।
এইটা দেখুন- https://www.facebook.com/100071567358648/posts/pfbid0Z4Xo2JxFuwDuWas4ft2JQUuwPceKzS1XLZGq6Yq2wFw6MpLeLZz9GpWmSh3my6X5l/?app=fbl
জুনায়েদ আহমেদ পলক অনেক জ্ঞানী একজন লোক। আর সে ICT প্রতিমন্ত্রী হওয়াতে বাংলাদেশে ফ্রিলান্সারদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হইতেছে। আর সে বিটকয়েন নিয়েও কোনো নেগেটিভ চিন্তা করে না। তার মধ্যেও বিটকয়েন নিয়া পজেটিভ চিন্তা দেখা যায়। আমি তার অনেক প্রোগ্রাম দেখি আমার কাছে ব্যাক্তিগতভাবে তারে অনেক ভালো লাগে। ফ্রিলান্সিং এর টাকা কর মুক্ত করাটা অনেক ভালো একটা সিদ্ধান্ত কারন বাংলাদেশের উন্নয়নের জন্য ফ্রিলান্সারদের ফাইনানশিয়াল ফ্রিডম অনেক পজেটিভ একটা ইফেক্ট ফেলবো। ২ বছর আগেও বাংলাদেশের মানুষ ফ্রিলান্সিং এর প্রতি তরটা আগ্রহী ছিলো না। এখন প্রতিটা ঘরে ঘরে ফ্রিলান্সার তৈরি হইতেছে। এখন বাংলাদেশ বিটকয়েনের দিকে একটু নজর দিলে আরো ভালো হয়।

পরিশেষে প্রতিমন্ত্রী নিজেই ব্যাপার টা হ্যান্ডেল করছেন, কারন এখন ট্যাক্স বসালে কেউ বৌধ ভাবে ডলার আনবেনা, আর রিজার্ভ আরো ক্ষতির সম্মুখীন হবে।
43  Local / Other languages/locations / Re: কিছু পোস্ট on: September 30, 2023, 05:36:54 PM
তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে।

আইসিটি মন্ত্রী যে বললো আমি দ্বায়িত্ব নিয়ে বলছি, ফ্রিল্যান্সারদেরকে কোনো কর দিতে হবে না। আরো অনেক সূত্র থেকেই জানা গেছে যে এগুলো ভূয়া তথ্য প্রচার করা হচ্ছে। অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবাং টিভি মিডিয়াগুলো সূত্র যাচাই বাছাই না করে, বাংলাদেশ ব্যাংক বা অথেনটিক কোনো সূত্র থেকে না জেনে একে অন্যের দেখাদেখি খবর প্রচার করছে। যার কারনে ফ্রিল্যান্সারদের গ্রুপগুলোতে এক প্রকার ক্ষোভ চলছে। সরকার সাধারনত রেমিটেন্স এ প্রনোদনা দিয়ে থাকে। সেখানে যদি কর ধার্য করা হয়, সেটা দেশের সরকারের জন্য কখনোই ভালো হবে না। এতে করে বৈধ পথে টাকা আসা বন্ধ হয়ে যাবে। মানুষ খরচ বাচানোর জন্য বিকল্প অবৈধ পথ গুলো বেছে নিতে শুরু করবে। যেটা দেশের জন্যও খারাপ হবে, আর ফ্রিল্যান্সারদের জন্যও খারাপ হবে।

ভাই আমি সব ধরনের রেফারেন্স আগের পোস্টে দেবার চেস্টা করেছি, প্রজ্ঞাপন বা আদেশ দুই ধরনের হয়ে থাকে তা আমরা সবাই জানি, একটা হচ্ছে "মৌখিক" বা "ক্ষনস্থায়ী" আর একটা হচ্ছে "লিখিত" বা "স্থায়ী", এবার আসি আসল কথায় বাংলাদেশ ব্যাংকের যে প্রজ্ঞাপন তা "লিখিত" আমি আগের পোস্টে লিংক সহো অরিজিনাল কপি দিয়েছি, এখন কনফিউশন হচ্ছে কর আইনে ২০২৪ সাল পর্যন্ত ফ্রিল্যান্সারদের জন্যে কর মৌকুফ করা আছে আর বাংলাদেশ ব্যাংক সেই একোই আইন ও একোই ধারা নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ঝামেলাটা এখানেই।


Bangladesh Awami League এর ফেসবুক পেজ এ পোস্ট করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন মিথ্যা এটা কেউ বলছেনা, এখন যেহেতু মন্ত্রীর কাছেউ বিষয়টি পৌছে গেছে সে জন্যে তারা "ফ্রিল্যান্সারদেরকে" বাদ রাখতে চাচ্ছে।

আসলে কোনটি বিশ্বাস করব এটাও ভেবে পাচ্ছি না তবে এ কথা সত্য যে সরকার বৈদেশিক রেমিটেন্স এর উপরে ১০% কর ধার্য করেছে কিন্তু সেটা যে ফ্রিল্যান্সারদের উপরে এই শিরোনামটি মিথ্যা।
আজকে শনিবার ৩০ শে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক একথা নিশ্চিত করেছেন যে

ভাই একটা দেশের সেন্ট্রাল ব্যাংক এমনিতে ফাজলামু করে কোনো "প্রজ্ঞাপন" দেয়না সেটা পরলেই বুঝতে পারবেন, দুইদিন কিন্তু সবাই চুপ ছিলো , এখন একটা চাপে পরে গেছে এখন কেউ জানলেও তারা না জানার ভান করে বসে থাকবে  Grin Grin Grin একটা "প্রজ্ঞাপন" জারি করতে বেশ কয়েকটা মিটিং এর প্রোয়োজন হয়, আর সাইবার সেল এমন একটা যায়গা যেখানে বাইরের কারো পক্ষ্যে এমন কাজ করা সম্ভাব না।

আমিও চায়না যে এই "প্রজ্ঞাপন" কার্যকর হোক কারন হচ্ছে অনেকের ইঙ্কাম হয়তো সারা মাসে ২০০ থেকে ৩০০ ডলারের মতো। তাদের জন্যে এটা অনেক চাপ হয়ে যাবে।

Edited.
44  Local / Other languages/locations / Re: কিছু পোস্ট on: September 30, 2023, 08:47:33 AM
অবশ্যই তাদের জন্য সরকার ইতোমধ্যেই ১০% ট্যাক্স ধার্য করেছেন।
আমি যতদুর জানি এইটা ভুয়া। ফ্রিল্যান্সিং ইনকামের উপরে এইরকম কোন কর ধার্য করা হয় নি।



ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স থেকে দিতে হবে ১০ শতাংশ কর।

Quote
আয়কর আইন, ২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং বাবদ পাওয়া রেমিট্যান্সের ওপর উৎসে কর আদায় করতে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়জিত অনুমোদিত ডিলার ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক (এফইপিডি) মো. সরোয়ার হোসেন গতকাল বুধবার এ নির্দেশনা দেন।

জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে নির্দেশনাটি যথাযথভাবে পরিপালন করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা চেয়ে গত ১২ সেপ্টেম্বর কর কমিশনারের কার্যলয় থেকে চিঠি দেওয়া হয়েছিল।

তাতে বলা হয়, বিদেশে থেকে পাঠানো অর্থ ব্যক্তির হিসাবে পরিশোধ করার আগে জমাকৃত অর্থের ও ১০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়ার বিধান করা হয়েছে। কর বাবদ কেটে নেওয়া অর্থ ব্যাংক ঢাকার কর অঞ্চল-১১ এর অনুকূলে নিয়ম অনুযায়ী জমা দেবে।

সোর্সঃ The Daily Star Bangla





এইটা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন। এখানে দেখুন। 


এটা হচ্ছে মুল যে চিঠি বা প্রজ্ঞাপন,

ভাই The Daily Star একেবারে কোনো ফেইক নিউজ সহজে করেনা এখনো এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি, কালকে কয়েকজন (ট্যাক্স কর্মকর্তা) এটা ভুয়া বলেছিলো এবং ফেইসবুকে পোস্ট করেছিলো অনেকেই রেফারেন্স হিসেবে যখন মুল চিঠি টি কমেন্ট করে পরে তারা কোনো যোক্তিক উত্তর না দিতে পেরে পোস্ট ডিলেট করে দিয়েছে ।



এখন যদি আপনি এটা দেখেন তাহলে বাংলাদেশ ব্যাংকের যে প্রজ্ঞাপন সেটার সাথে সাংঘ্ররশিক।

আমরা যা সাধারনত জেনে থাকি যে সর্বশেষ প্রজ্ঞাপনই হলো চূড়ান্ত প্রজ্ঞাপন তাহলে ১০% দেয়া লাগবে, আর ফ্রিল্যান্সার আইডি কার্ড ও অন্য কোনো উপায়ে যদি আবার প্রজ্ঞাপন দেয় তাহলে সেটা বাদ যাবে।

তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে।

ধন্যবাদ ।


45  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 28, 2023, 07:39:08 AM
সবার জন্যেই অনেক ভালো খবর,


সোর্সঃ ফেসবুক এবং এডিটেড।

Quote
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারির আগে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করে চিঠি দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কর অঞ্চল-১১। মূলত বিদেশ থেকে পাঠানো অর্থ থেকে কর কাটার বিধান এবং এনবিআরের উৎসে কর কাটার অধিক্ষেত্র আদেশ অনুযায়ী, সমগ্র বাংলাদেশের কর্তিত কর কর অঞ্চল-১১ এর অধিক্ষেত্রাধীন।

বাংলাদেশ ব্যাংককে পাঠানো চিঠিতে বলা হয়, আয়কর আইনের ১২৪ ধারায় উৎসে কর কেটে নির্ধারিত কোডের অনুকূলে জমা দেওয়ার অনুরোধ করা হলো। নির্ধারিত কোডে জমা করতে ব্যর্থ হলে আয়কর আইনের ১৪৩ ধারা অনুযায়ী আইনানুগ কার্যক্রম গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

আয়কর আইন অনুযায়ী, ফি, সেবা চার্জ বা পারিশ্রমিক বা প্রকৃতির রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে কাজের বিনিময়ে বিদেশ থেতে পাঠানো অর্থ কোনো ব্যক্তির হিসাবে পরিশোধ বা জমা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রাপকের হিসাবে অর্থ পরিশোধ বা জমা প্রদানকালে উক্ত পরিশোধিত বা জমাকৃত অর্থের উপর ১০ শতাংশ হারে কর কর্তন করবেন। এরমধ্যে রয়েছে-বাংলাদেশে প্রদত্ত কোনো সেবা, কোনো বিদেশি ব্যক্তিকে পরিষেবা প্রদান এবং বিজ্ঞাপন বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো অনলাইন প্লাটফর্ম ব্যবহারের অনুমতি প্রদান।

ফ্রিল্যান্সার রেমিট্যান্সে ১০ শতাংশ কর আদায়ে কড়া নির্দেশনা।

সোর্সঃ আজকের পত্রিকা

যারা ট্যাক্স রিটার্নে ফ্রিল্যান্সিং দিয়েছিলেন তাদের বিপদ, অনেকেই মতামত দিচ্ছেন।

Quote
ইয়েস...এইটাই বাংলাদেশের আসল চিত্র। এইখানে কোটি কোটি টাকা চুরি করে পালায় যাওয়া সহজ কিন্তু এই পর্যন্ত যারা দেশে রেমিট্যান্স আনতেছে তাদের সুবিধার জন্য এখন পর্যন্ত কোন পদক্ষেপ দেখি না
Marketplace 20%
Withdrawal fee 2%
BD Remittance: 10%
কাজ করে টোটাল যা ইনকাম করবেন তার 32% প্রায় দিয়ে দিতে হবে!!! অথচ এই 10% না কেটে উল্টো দেয়া উচিৎ ছিলো।
সবজায়গায় উন্নয়ন করা শেষ, এখন শুধু ফ্রিল্যান্সরদের উন্নয়ন করা বাকি।

কিন্তু আশলেও কি এই ১০% সরকারের নেয়া উচিৎ ?
46  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 27, 2023, 12:29:59 PM
পোস্ট লিঙ্ক ১ঃ Click here Posted by : Mst.Wangdan$
LoyceV    2023-09-23        Merit beggar. He made 17 generic shitposts and sent a PM asking for Merit within 12 hours after registration.


সে @LoyceV কে মেসেজ দিয়েছে মেরিট এর জন্যে, @LoyceV স্যার ও অনাকে সুন্দর করে ন্যাচারাল ফিডব্যাক দিয়েছেন।
47  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: September 25, 2023, 03:18:43 AM
years were passing fast
I am still none the wiser
chasing after dreams


#haiku

I known that WO people is wiser  Grin
48  Economy / Trading Discussion / Re: Trading or investment! What's your take? on: September 25, 2023, 02:59:57 AM
Investing and trading are two distinct ways of making money from financial markets. Investing means buying and holding a portfolio of stocks for an extended length of time at the right time. Trading is the frequent buying and selling of stocks to profit from price fluctuations driven by supply and demand considerations as well as overall market mood. But investors with long-term holdings are better positioned to diversify their investments and reduce the risk of large losses. Learn about trading before trading traders who buy and sell only a few popular stocks have less diversified portfolios, so the movement of any one stock has a greater impact on their financial health.
49  Economy / Gambling discussion / Re: Best Practices for Staying Safe When Gambling on: September 25, 2023, 02:43:44 AM
A strategy plan for gambling will help you understand the rules and mechanics of the game as well as your conditions and motivation to proceed. You should think about how you can change the rules or use different methods to change your chances of winning. Also accounts are constantly being hacked and account recovery is becoming difficult. I think for gambling if we do not check the security of the accounts before starting the game and use the 2fa code then the accounts are safe and there will be no big risk of losing money. 2FA is essential to web security because it immediately neutralizes the risks associated with compromised passwords also before sharing any information on gambling sites check whether it is secure.
50  Economy / Services / Re: [CFNP] Yo!Mix Bitcoin Mixer Signature Campaign| Reward up to $200/w on: September 24, 2023, 02:50:29 AM
I know friends, but the two members are Left of this campaign so I applied instead for the empity position.

Now @Royse777 can decide if he will give me a chance or not.
 
Thanks @albert0bsd for correction me.
Best wish.

Who are you talking about that has not been active and/or left?

https://bitcointalk.org/index.php?topic=615953.msg62892452#msg62892452

Roll Eyes

Good morning manager Royse, I have been accepted in another campaign so I will change the avatar to the new Campaign avatar therefore issue out my Avatar space to a qualified person. Thanks for the understanding. I'll work with you again in the nearest future.
Yours Best,
@Mate2237

I worked with you on 2 avatar campaigns and I'm so grateful you gave me the opportunity, but I was also accepted into another campaign. I will leave the avatar campaign from now, I hope to have the opportunity to work with you in the future. You are the professional manager.

Dear @owlcatz sir, you are right but if I am not mistaken, Due to busyness currently now @Royse777 sir is not "open slots", but the members have left this campaign.
51  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 23, 2023, 01:42:24 PM
বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।
ভাই, লেখার মিল পাওয়া আর হুবহু মিল পাওয়া ভিন্ন জিনিস। ফোরামে কপি পেষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন আপনি যদি বলেন আমি কপি করবো না বরং দেখে দেখে লিখে পোষ্ট করবো। ব্যপারটা ঘুরে ফিরে একই এসে দাড়ালো। এখন কথা হচ্ছে নিজের মতো করে লেখা কিন্তু টপিক একই। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি আপনার নিজের মতো করে লিখে পোষ্ট করবেন এতে করে কোনো সোর্স দেয়ার প্রয়োজন নেই। আর এই যে প্রতি পোষ্ট এর নিতে লেখেন নিজের মতো করে লেখা, কোনো মিল পেলে বলবেন সোর্স এড করে দেবো। এটা লেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

ধন্যবাদ ভাই এটা নিয়ে কনফিউশনে ছিলাম, নিজের মত করে লিখলেও অনেক সময় তা কিছুটা হলেও মিলে যেতে পারে এই জন্যে ভয় হতো, কোথাও থেকে জদিউ হুবুহু তথ্য দেয়ার প্রয়োজন পরে তাহলে সোর্স দেবো । আমার মত অনেকেই এটা নিয়ে হয়তো কনফিউশনে ছিলো আপাততো এটা দূর হলো।
52  Economy / Services / Re: [CFNP] COINS.GAME | Most Rewarding Crypto Casino | Signature Campaign Up to $100 on: September 23, 2023, 01:33:19 PM
Merit earned in the last 120 days- 51
BTC address (Segwit)- bc1qf2r5s2spf7kay3jl0v0nj9x38s0yq086nclvfs
53  Economy / Services / Re: [CFNP] Yo!Mix Bitcoin Mixer Signature Campaign| Reward up to $200/w on: September 23, 2023, 01:26:46 PM
Done, Wear the appropriate signature, Avatar and Personal text.

CFNP means Close For New Participants

You would not being paid if @Royse777 doesn't approve you before


I know friends, but the two members are Left of this campaign so I applied instead for the empity position.

Now @Royse777 can decide if he will give me a chance or not.
 
Thanks @albert0bsd for correction me.
Best wish.
54  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 23, 2023, 03:58:14 AM
গ্লোবালে অর্থনীতি নিয়ে আলোচনা হলেও আমাদের এই থ্রেডে অর্থনীতি নিয়ে আলোচনা করা হয় না। কিভাবে আমরা আমদের জীবন চালাবো কিভাবে আমাদের সংসারে উন্নতি করবো? যাইহোক আমার এলাকার বুজুর্গ মুরুব্বী  আমাকে একটি উপদেশ দিয়েছিলেন, তা হলো যদি আমি ১ টাকা ইনকাম করি ৭৫ পয়সা ব্যয় করতে বলেছেন। এবং অবশিষ্ট ২৫ পয়সা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে বলেছেন, (আপনি আরো বেশি সঞ্চয় করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার)। এই উপদেশ টি যুক্তিসঙ্গত মনে করি। এই উপদেশ টি আমি মনে করি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা যদি আপনার সংসার উন্নতি করতে চান তাহলে আপনাকে আয়ের থেকে ব্যয় কমিয়ে রাখতে হবে। যার দেখবেন আয়ের থেকে ব্যয় বেশি সেই ব্যাক্তি দেখবেন ঋণগ্রস্ত হয়ে আছেন। যে ব্যক্তি আয়ের চেয়ে ব্যয় বেশি করে সেই ব্যক্তির সংসারে কখনো দরিদ্রতা ছাড়ে না। আমরা যদি ১ টাকা কামাই করি যদি ২৫ পয়সা সঞ্চয় করার জন্য রেখে দেই। এখন এই ২৫ পয়সার থেকে ১০ পয়সা বিটকয়েনে বিনিয়োগ করে রাখা অনেক ভালো মনে করি। এবং বাকি ১৫ পয়সা যেকোন ভৌত সম্পদের মধ্যে রাখতে পারেন বা টাকাই ব্যাংকে রাখতে পারেন। আমি সম্পূর্ণ টাকা বিটকয়েনে বিনিয়োগ করার পরামর্শ কখনো দিবো না, কারন বিটকয়েনে বিনিয়োগ করাও ঝুঁকিপূর্ণ। আবার সম্পুর্ন টাকা ব্যাংকে রাখা উচিত না কারন আমাদের দেশে দিন দিন মুদ্রাস্ফীতি অনেক বেড়ে চলেছে। আপনার টাকার মুল্য দিন দিন হাড়াতে থাকবে। সঞ্চয়ের অর্ধেকের বেশি টাকা ভৌত সম্পদ রাখা ভালো, আপনি যদি ব্যাংকে রাখতে চান রাখতে পারেন আমি ব্যাংকে রাখা ভালো মনে করি না, ভৌত সম্পদে বা বাংকে রাখার পর বাকি টাকা আপনি বিটকয়েনে বিনিয়োগ করে রাখলে, ভবিষ্যতে আপনি অনেক লাভবান হতে পারেন। তাই যা কামাই করুন তার থেকে অল্প পরিমান ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। সঞ্চয়ের কিছু টাকা আপনি বিটকয়েনে বিনিয়োগ করে রাখুন।

এই বিষয়ে আপনাদের মতামত কী শেয়ার করুন?

সোর্স: আমার এলাকার মুরুব্বি দেওয়া উপদেশ এর উপর ভিত্তি করে ও economics বোর্ড থেকে জ্ঞান অর্জন করে আমার নিজের মতো করে পোস্ট টি লিখেছি।

বাংলাদেশের রিজার্ভ ও অর্থনীতি বর্ত্মানের পরিবেশ মোটেও ভালো কোনো বার্তা দেয়না, কিন্তু আমরা যদি সমসাময়িক সমস্যা গুলো নিয়ে আলোচনা করি তাহলে আমাদের অনেক সমস্যা নিয়ে কথা বলতে হবে, বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ত করে তাদের মধ্যে অল্প কিছু মানুষ ছাড়া বাকি সবাই দুর্নীতী ও অর্থ পাচারের সাথে যুক্ত হয়ে পরেছে, অল্প কিছু মানুষ ভালো আছেন বলেই আমরা এখনো সবকিছু কিছুটা হলেও ভালো ভাবে পাচ্ছি, তবে আমাদের দেশের অভ্যন্তরীন যে সকল সমস্যা গুলো আছে তা দূর করতে আগামী এক দশক লেগে যেতে পারে যা আমাদের জন্যে খারাপ একটা বার্তা দিয়ে থাকে।

বাংলাদেশের অর্থনীতি নিয়ে পত্রিকা গুলো দেখেন শুধুমাত্র নেগেটিভ খবরে সবকিছু ভর্তি,

আমার লেখার যদি কেউ কোনো মিল পেয়ে থাকেন তাহলে জানাবেন তাহলে আমি সোর্স দিয়ে দেবো,

বাংলাদেশের যে বিষয় নিয়েই কথা বলতে যায়, আমি কোথাও না কোথাও থেকে সেটা যেনেই বলি আবার নিজের মতো করেও বলার চেস্টা করি, এখানে নিজের মতো করে লেখার পরেও কিছু অংশ মিলে যেতে পারে বা যায় অনেক সময়, এগুলার সোর্স বা ক্রেডিট কিভাবেব দেয়া যায়?? দয়া করে জানাবেন সবাই।


@Little Mouse
@shasan
@Learn Bitcoin
@Crypto Library
@Shishir99
@tjtonmoy
@Z_MBFM
@Bitcoin_people

55  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 22, 2023, 12:38:26 PM

Quote
প্রশ্ন : আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা নিজের পোস্টে কী নিজেই মেরিট দেওয়া যায়? এ সম্পর্কে কারও জানা থাকলে জানাবেন প্লিজ।
কেন কোন দুঃখে আপনি আপনার নিজের পোস্টেই মেরিট দিবেন? যদি নিজেই নিজের অ্যাকাউন্টে মেরিট দেন তাইলে অন্যরা কিভাবে আপনার পোস্ট এটি ভালো পোস্ট হিসেবে গণ্য করে মেরে দেবে আপনি নিজেই তো নিজের বিচার করলেন তাইলে। আর ফোরাম এই অপশন রাখেনাই আপনি নিজেই নিজের একাউন্ট দিয়া সেই অ্যাকাউন্টে মেরিট দিতে পারবে না তবে আপনার যদি কোন আল্টাকরণ থাকে তাহলে দিতে পারবেন। তাই যদি ধরা খান তাহলে একাউন্টে রেট খাইতে পারেন Merit Abuser হিসেবে ।

ভাই যাদেরকে সয়তানে নাড়াচাড়া করে তারা ছাড়া এইসব কাজ কর্ম কেউ করার চেস্টা করেনা, Cheesy কারন তারা জানে যে এ্যাকাউন্টে পরে সমস্যা হবে, ভাই আপ্নারা মেরিট নিয়ে এতো হতাস হয়েন না রেগুলার পোস্ট করতে থাকেন তাহলে আর আপনার পোস্টের মাধ্যমে যদি অন্যদের হেল্প হয়, বা পোস্টের মান ভালো হয় তাহলে সময় লাগতে পারে কিন্তু মেরিট পাবেন তাতে কোনো সন্দেহ নাই।

আমার এ্যাকাউন্ট রেজিস্টার করা October 07, 2019 এই দিনে কিন্তু আমার ফুল মেম্বার হতে ৪বছরের মতো লেগে গেছে, অনেকেই আবার এই সময়ের মধ্যে ভালো পোস্ট করে লেজেন্ডারিও হয়ে গেছেন, সবাই একটু বেশি সময় দেন তাহলে দেখবেন মেরিট পাচ্ছেন।
56  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 20, 2023, 04:43:36 PM
ভাইয়েরা আমার একটা সিলি প্রশ্ন ছিল। কেউ যদি এ বিষয়ে জেনে থাকেন তাহলে যদি একটু বুঝায় বলতেন।

তো মূল কথায় আসি, আমি আজ একটা
নিউজ
দেখলাম যেখানে অবৈধ মদ ধ্বংস করার দৃশ্য দেখানো হয়েছে। এ নিউজটা আমি এর আগেও দেখেছি তখনও একই প্রশ্ন জাগে আমার মনে।

আমার প্রশ্ন হলো, এগুলো নষ্ট না করে কি অন্য কোন উপায়ে রিসাইকেল বা প্রক্রিয়াকরণ করা যেতো না?

বাংলাদেশে মদ এবং মদ রিলেটেড বস্তুর কি আইন আছে তা আমার জানা নেই। আর আমি এখানে কোনো আইন বা বিধিবিধান নিয়ে কোনো প্রশ্নও তুলতেছিনা। বরং গোটা মানবজাতির জন্য যেটা ভালো হবে সেটা বোঝার চেষ্টা করতেছি। জাস্ট চিন্তা করুন পৃথিবীতে ৩য় বিশ্বযৃদ্ধ শুরু হয়ে গেলে। তখন সকল প্রকার রিসোর্স নিয়ে কিন্তু একজন অরেকজনের সাথে মারামারি করবে, শুধু মাএ খাদ্য বস্ত্র বাসস্থান নয় বরণ সবকিছু। আর মদ বা আ্যালকোহল যাই বলেন না কেনো, এটা কিন্তু শুধু মাত্র কনজিউম করার বস্তু নয়, এর কিন্তু আরো এক্সটারনাল ব্যবহার আছে। মেডিকেল বা চিকিৎসা ক্ষেত্রে, ফার্মাসি, বড় বড় ইন্ড্রাস্ট্রিয়াল কাজে, জীবাণুনাশক হিসেবে, জ্বালানি হিসেবে। সোজা বাংলায় এর ইউজকেস অনেক যা লেখে শেষ হবে না।

মদ খাওয়া ও বিক্রির অনুমতি পাবেন যারা.
উপরে থেকে অনেক কিছুই জানতে পারবেন।  Cheesy
 Grin Grin Grin Cheesy Cheesy মদ খাওয়া বাংলাদেশে কোন অপরাধ না বরং মদ খেয়ে মাতলামো করা একটা অপরাধ, আমরা জখন মদ খাওয়া শুরু করি তখন আমাদের কোন লিমিট থাকেনা, কিন্তু বলা হয়ে থাকে শীত প্রাধান দেশগুলোতে ৫০ থেকে ১০০ গ্রাম মদ খায় কারণ শরীরকে গরম রাখার জন্যে ।  Cheesy

আর আমাদের দেশের মানুষ মদ খায় পরিবেশ গরম করার জন্যে  Grin যায় হোক মদ যেহেতু আমাদের মুসলিম ধর্মে হারাম এবং বাংলাদেশি বেশিরভাগ মুসলিম তাই এটা নিয়ে আমরা আর বেশিদূর না আগাই।
57  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 20, 2023, 05:02:35 AM
Mohammad Mohsin PPM-লোভে লাভ, লাভে ঘোড়ার ডিম!

https://www.facebook.com/watch/?v=688289933324567

জনাব Mohammad Mohsin PPM - Mirpur Model Police Station, Dhaka, Bangladesh, তিনি একজন পুলিশ এর কর্মকর্তা তিনি নতুন যে স্ক্যাম হতে চলেছে, সেটা নিয়ে সবাইকে সতর্ক করেছেন এবং এগুলা থেকে বিরত থাকতে বলেছেন। উনার ভিডিও বার্তাটির লিংক উপরে দেয়া হয়েছে, সবাই সর্তক থাকুন।
58  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 20, 2023, 03:51:46 AM
আচ্ছা এমন কোন উপায় আছে কী যা KYC মুক্ত ও অধিক নিরাপদ ভাবে P2P লেনদেন করা যায় এই বিষয়ে আমি জানতে চাই? বাইন্যান্স বা কুকয়েনের মতো সে আমাকে আগে টাকা দিবে এরপর আমি রিলিজ করে দিবো এই রকম কী কোন সাইড আছে?

যদিও আমিও সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ব্যাবহার করার বিপক্ষে, তবে আমিও না বুঝেই বাইনান্স এ একাউন্ট করে কে ওয়াই সি করে ফেলেছি। এখানে আমার ব্যাক্তিগত তথ্য অলরেডি শেয়ার করা হয়ে গেছে। এবার আসি আপনার প্রশ্নে, এরকম রিলায়েবল প্লাটফর্ম আমিও খুজছি। আগে টাকা দিয়ে দিবে এমন কোনো প্ল্যাটফর্ম এর খোজ আমার কাছে নাই। তবে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি আপনার বিটকয়েন সেন্ড করে লোকাল পেমেন্ট মেথডে টাকা নিতে পারেন। তবে সেগুলো লেজিট কি না, সেটা যাচাই করা আপনার নিজেরই দায়িত্ব। ফ্রি মারকেট এ রেপুটেশন বিল্ড করা নিয়ে আমার একটা ট্রান্সলেশন ছিলো, এখন মোবাইলে থাকায় লিংক দিতে পারছি না।

বিটকয়েনটক ফোরামের মতো যায়গায় রেপুটেশন বিল্ড করা জরুরী। রেপুটেশন থাকলে আপনি বিশ্বাসের সাথে অন্যদের সাথে লেনদেন করতে পারেন। এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম।

ভাই এটা শুধু আপনি বা আমি না আরো অনেকেই খুজে কারন বিন্যান্স অনেক এ্যাকাউন্ট পার্মানেন্ট ডিজেবল করে দিয়েছে অতিতে, এবং যে অর্থ থাকে সেগুলোও আর কখোনো ব্যাক দেয়না। কেউ যদি ট্রেডও থাকে তাহলে আমি বলবো যে, সব অর্থ কোনো সময়ই বিন্যান্স এ রাখা উচিৎ না, যখন আপনার এ্যাকাউন্ট লক বা ডিজেবল করবে তখন দেখা যাবে আপনার সব অর্থই একবারে চলে যাবে। এই কারনে ভিন্ন্য ভিন্ন্য জায়গাতে একাউন্ট করে কিছু অর্থো আলাদা করে রাখতে পারেন।
59  Economy / Services / Re: [OPEN] Duelbits.com | Signature Campaign ~ Full Members+ | Up to $70/Week on: September 19, 2023, 02:07:54 AM
Bitcointalk Profile Link: https://bitcointalk.org/index.php?action=profile;u=2691534
Current amount of posts (including this one): 1105
SegWit (preferably bech32) BTC Address for Payouts: bc1qf2r5s2spf7kay3jl0v0nj9x38s0yq086nclvfs
EARNED merit in the last 120 days: 51
60  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 18, 2023, 01:33:39 PM
নিউজটি ঢাকা টাইমস থেকে মুল বিষয়টুকু পোস্ট করেছি : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
নিউজটাতে বিস্তারিত কিছুই আসলে শেয়ার করা হয় নি। কিভাবে তারা এতগুলো টাকা বিটকয়েনে বিনিয়োগের নাম করে মানুষ থেকে নিয়েছে কিংবা মানুষই কি বিশ্বাসে দিয়েছে। কোন প্রতিষ্ঠান ছিল কি না, এইসবের কোন বিস্তারিত নাই। সবচেয়ে বড় কথা এই দেশের হলুদ মিডিয়া কখনো এইটা তুলে ধরে না যে যাদের গ্রেফতার করা হয় তাদের থেকে যদি কোন কয়েন উদ্ধার হয়ে থাকে সেগুলোর শেষ ঠিকানা আসলে কোথায়। এই ব্যাপারে কোন মিডিয়া অতীতের কোন ঘটনাতেও কিছু লিখতে দেখলাম না।

এরা প্রথমে টারগেট করেছেলো স্টুডেন্টদেরকে বিশেষ করে "রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের" স্টুডেন্টদের এখানে তারা সফলতা অর্যন করে, এভাবে আসেপাসের সব জায়গাতে এজেন্ট দেয় (তবে মজার ব্যাপার হচ্ছে এদের এজেন্ট বেশিরভাগ ছিলো "মেয়ে বা মহিলা"), যে কারনে  তারা দ্রুত সফলতা অর্জন করে, এভাবেই আসে পাসের গ্রাম পর্যায়ের সকলকে আকৃষ্ট করে ফেলে।
...........
স্টেশন রোড "শিরোইল,বোয়ালিয়া, রাজশাহী" এখানে তাদের একটা এজেন্ট দেয়া হয় যে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে ডিপোজিট করে দিতো, যখন এ্যাপটি বন্ধ হয়ে যায় তখন বিকাশের এজেন্ট পালিয়ে যান, তার কিছুদিন পরে ডিবি পুলিশ তারেদ ২-৩ জনকে ধরেছিলো, (এই ঘটনাটি কয়েকমাস আগের।)।
........
পুলিশ যেহেতু এটার সমাধান করতে পারছিলেন না, এর পরে শুরু আরো জটিলতা, এর পরে ডিবি রাজশাহী মেট্রোপলিটন, র‍্যাব-৫, ও এনএসআই, সবার যৌথ অভিজানে এগুলা ধরা হয়েছে, আরো কয়েকটা স্ক্যামার গ্রুপ আছে যাদেরকে নজরদারীতে রাখা হয়েছে।

এর আগেও কোনো একটা পত্রিকা এটার নিউজ করছিলো সেটা আমি এখন খুজে পাচ্ছিনা।

সোর্সঃ তথ্য স্থানীয় প্রশাসন রাজশাহী মেট্রো ও আমার নিজের মতো করে লিখা, (কেউ কোনো তথ্য মিল পেলে বা সোর্স পেলে জানাবেন আমি সেটার সোর্স লিং দিয়ে দেবো)।


এটা খারাপ লাগার মতো কোনো বিষয় ও না। কেউ যদি কমিউনিটি তে না পোষ্ট করে সেটার জন্য আমরা কাউকে জোর করতে পারবো না। আমাদের কমিউনিটি তে পোষ্ট করলে কারো মান সম্মান বাড়ে না। আরো কমে। ইদানিং সেটাই বুঝা যাচ্ছে। কাউকে প্রতিদিন পোষ্ট করতে হবে এমন কোনো ধরা বাধা নিয়ম নেই। প্রতিদিন স্পাম পোষ্ট করার চাইতে সপ্তাহে ১ টা বা ২ টা দরকারি পোষ্ট করব সেটাই আরো ভালো।
এইটা তো আমারও কথা। আমি জানি আমার থেকে অনেকে এইখানে জ্ঞানী আছেন তারা প্রতিনিয়ত হেল্প করে যাচ্ছেন। সেইখানে আমার স্পাম পোস্ট করার দরকার কি? যদি দেখি কেউ হেল্প করতে পারছে না বা ওই টপিক এ কারো ইন্টারেস্ট নাই তখন নিজের মত অনলাইন ঘেটে এবং নিজে আগে ট্রাই করে নিজে এক্সপেরিয়েন্স করে তারপর হেল্প করার ট্রাই করি। সেইখানেও মাঝে মাঝে আমার ভূল হয় যা অন্যরা ধরিয়ে দেন বা সঠিক তথ্য টা শেয়ার করেন।

এই জন্য আমি সাইলেন্ট থাকার ট্রাই করি। যখন আপনি সাইলেন্ট থাকার স্কিল টা নিজের করে নিতে পারবেন তখনই আপনি বেশি শিখতে পারবেন। এইটা আমি বিশ্বাস করি। তাই চেস্টা করি যেইটুক পারি সাহায্য করতে এবং অন্য দের থেকে শিখতে। ট্রাই করে দেখেতে পারেন।

ভাই যদি বর্তমানের পরিবেশ এর কথা চিন্তা করে বলেন তাহলে ঠিক আছে, আমিও  একমত।
প্রতিটা জায়গাতে ভালো বা মন্ধ সকল কে নিয়েই কাজ করতে হবে এগুলা প্রকিতির নিয়ম, বাস্তব জীবনের দিকে একটু তাকান তাহলে দেখতে পাবেন ভালো কিছু কখোনোই দ্রুত আসেনা, আপ্নারা বা আমরা সবাই যদি চুপ হয়ে যায় অনেকেই বুঝবেনা, যে তারা আশলে ভুল নাকী সঠিক, আর আমরা যদি কম আলোচনা করি তাহলে অনেকেই শিখতেও পারবে কম। যখন বাংলাদেশ নামে লোকাল বোর্ড আমরা পেয়ে যাবো সেদিন হয়তো সবাই আনান্দ পাবো, আর এখানেই আমাদের সার্থকতা।

উদাহরণঃ
বাংলাদেশের প্রতিবছরে বিসিএস এর জন্য আবেদন করে প্রায় কয়েক লক্ষ মানুষ, কিন্তু বছর শেষে সুপারিশ প্রাপ্ত হয় ১০০০ বা তার কিছু বেশি মানুষজন, এখন আপনি যদি লক্ষ্য করেন এখানে দেখেন সফলতার হার কত কম এখন প্রতিটা ক্ষেত্রেই এমন হয়ে থাকে।

এখন যদি মনে করেন যে যারা পড়াশোনা কম করে বা পড়াশোনা করে না, তাদেরকে আপনি সুযোগ দেবেন না কম করে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট রাখবেন, তাহলে দেখবেন যে অনেকেই সুযোগ থেকে বঞ্চিত হবে আবার অনেকে অনেক কষ্ট করে যে পড়াশোনা করে তারাও পিছিয়ে যাবে।

যদিও কোটা সংস্কার আন্দোলনের পর থেকে প্রথম শ্রেণীতে কোটা তুলে নেওয়া হয়েছে, তারপরেও অন্যান্য সকল চাকরির ক্ষেত্রে কোটা দেওয়া হয়ে থাকে এবং বাংলাদেশের পিছিয়ে পরা গুষ্টি বা অন্যান্য আদিবাসী আছেন তাদের ক্ষেত্রে অনেক সুযোগ দেওয়া হয়ে থাকে, একটা কোটা দেওয়া হয়ে থাকে এবং প্রত্যন্ত অঞ্চল যেখানে সুযোগ সুবিধা কম এবং তেমন একটা আধুনিক হয়ে ওঠেনি সেই সকল জেলাগুলো একটু বেশি কোটা পেয়ে থাকে তার কারণ সবাই চায় তারা যেন উঠে আসতে পারে এবং তাদেরকে তুলে নেওয়ার চেষ্টা করে।

আমিও ঠিক এমনটাই বলতে চাচ্ছি যে অনেকেই এখন ভুল করবে এবং সেটা সংশোধন করে দিতে হবে, আর যারা বোঝে এবং সঠিক টা জানে তাদেরকে সেটা বলতে হবে, তাহলে দেখবেন যারা ভুল করছে তারা ভুল কম করবে বা ভুল করবে না, তখন তারা ভালো কিছু করতে পারবে, যারা হচ্ছে উল্টাপাল্টা কাজকর্ম করার জন্য আসছেন, তারা দেখবেন যে খুব দ্রুত এখান থেকে ঝরে গেছে ভালো কিছু তো দূরে থাক।
 
সোর্সঃ পাবলিক সার্ভিস কমিশন-বাংলাদেশ, ও নিজের মতো করে লিখা।
Pages: « 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 ... 59 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!