Bitcoin Forum
June 27, 2024, 02:13:30 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 [3] 4 5 »
41  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 16, 2022, 06:07:13 PM
Bad news


BTC ETH এর মতো ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি চালু হতে পারে আমাদের বাংলাদেশেও।  আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক   ক্রিপ্টোকারেন্সি চালুর বিষয়ে  সম্ভাব্যতা যাচাই করবে।




কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা
central bank digital currency - CDCB  চালুর বিষয়ে সমীক্ষা চালাবেন তিনি উল্লেখ  করেন।

অর্থমন্ত্রী - আহম মুস্তফা কামাল এ তথ্যটি জানিয়েছে।

এখন বিষয় হলো বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি যদিও চালু করে তাহলে এটা আমাদের মতো মানুষদের জন্য অনেক ক্ষতিকর। ক্রিপ্টোকারেন্সি যদি বৈধতা দেয় বাংলাদেশের তাহলে 30 শতাংশ ভ্যাট চালু করে দিবে সরকার।
আমাদের জন্য এটা খুবই খারাপ সংবাদ।
42  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 16, 2022, 11:58:21 AM
market update

আরেকটা ডাম্প হতে পারে মার্কেটে।
শর্ট টার্মের জন্য এন্ট্রি নেবেন না। লং টার্মের জন্য নিতে পারেন।
43  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 14, 2022, 05:22:49 PM
আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস।
 বাংলাদেশ
এর পক্ষ থেকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা প্রতি ৪ মাস পর পর সেচ্ছায় রক্তদান করছেন।

নিজে রক্ত দিন এবং
অন্যদেরকে রক্তদানে উৎসাহী করুন।
রক্ত দিলে শরীর এর কোন ক্ষতি হয় না,
বরং চার মাস পর পর রক্ত দিলে শরীরে নতুনভাবে রক্ত তৈরী হয়।

আর নয় বলিদান
 রক্তদানে বাঁচবে প্রাণ।

রক্ত দিয়ে অর্জিত বাংলার মাটি, রক্ত দিয়ো করবো খাঁটি।
সবই ঠিক আছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন। এই খানে আমরা কি নিয়ে পোস্ট করি  আগে দেখেন পরে পোস্ট করবেন। 
ভাই আমার কথায় মনে কষ্ট নিয়েন না।
44  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 13, 2022, 01:48:44 PM
যাদের একাউন্টে USDT আছে তারা সবাই BUSD করে রাখেন,,USDT ক্রাস করতে পারে

Sure না।
45  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 13, 2022, 12:38:53 PM
দুইটি জনপ্রিয় স্ট্যাবল কয়েন USDD/ USDN
তার স্থির মূল্য হারিয়েছে যেই টা মার্কেটে আরো বড় ধরনের ইফেক্ট পড়তে পারে
46  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 13, 2022, 09:44:14 AM
কিভাবে  বিটকয়েন মাইনিং করে আয় করা যায়?
  
আসুন আমরা জানি।

বর্তমান বিশ্বে যারা প্রফেশনালভাবে বিটকয়েন লেনদেনকে নিজেদের পেশা হিসেবে নিয়েছে  তারা মূলত মাইনিং পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে বিটকয়েন উপার্জন করে থাকেন। আর এই বিটকয়েন মাইনিং পদ্ধতিটাকে বিটকয়েন উপার্জন না বলে বিটকয়েন উৎপাদন বলাই উচিত  কারন বিটকয়েন মাইনিং করার মাধ্যমে নতুন বিটকয়েন জন্ম হয়। আর এই বিশেষ প্রক্রিয়াটি মূলত কম্পিউটারের গ্রাফিক্সকে কাজে লাগিয়ে করা হয়।

যারা প্রফেশনালভাবে বিটকয়েন বিজনেস  করেন তারা সাধারণত বিটকয়েন মাইনার দিয়ে নতুন বিটকয়েন জন্ম দিয়ে থাকেন। আর তাদের উৎপাদিত বিটকয়েন অনলাইনে সেল করেন। যে কেউই বিটকয়েন মাইনিং করতে পারবেন। তবে দরকার উচ্চমাত্রার গ্রাফিক্স কার্ড। এই পদ্ধতিতে আনলিমিটেড বিটকয়েন তৈরি করা গেলেও রুম ভর্তি গ্রাফিক্স কার্ড কাজে লাগিয়ে সারাদিনে সর্বোচ্চ ১টি বিটকয়েন মাইনিং করা যাবে। আমরা সাধারণত যেসকল কম্পিউটার ব্যবহার করি সেগুলোর গ্রাফিক্স কার্ড দিয়ে ১টি বিটকয়েন উৎপাদন করতে কয়েক বছর লেগে যাইতে পারে
47  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 13, 2022, 07:57:27 AM
BTC NEWS

BTC 27700 ব্রেকডাউন করলে আমরা AGAIN BTC 26K 25K 24.5K দেখতে পারবো,,আর যদি 24K BREKDOWN করে তাহলে 22K তে স্ট্রং সাপোর্ট রয়েছে,,আর আমি আশা করি এত বড় ডাম্প আসবে না BTC

ক্রিপ্টো মার্কেট আগের মত সাভাবিক ও বুলিশ হতে গেলে BTC কে অবশ্যই 32K এর উপরে স্ট্যাবল হতে হবে,,তাহলে BTC AGAIN 34K 36K 40K+ যাওয়ার সম্ভাবনা থাকবে
ভাই copy করেন কেনো?
48  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 11, 2022, 05:15:57 PM
BTC 27700 ব্রেকডাউন করলে আমরা AGAIN BTC 26K 25K 24.5K দেখতে পারবো,,আর যদি 24K BREKDOWN করে তাহলে 22K তে স্ট্রং সাপোর্ট রয়েছে,,আর আমি আশা করি এত বড় ডাম্প আসবে না BTC

ক্রিপ্টো মার্কেট আগের মত সাভাবিক ও বুলিশ হতে গেলে BTC কে অবশ্যই 32K এর উপরে স্ট্যাবল হতে হবে,,তাহলে BTC AGAIN 34K 36K 40K+ যাওয়ার সম্ভাবনা থাকবে।
49  Economy / Services / Re: ⬛Brainboss Management Service⬛[NFT, Metaverse, GameFi, ANN; Bounty & Signature] on: June 11, 2022, 01:27:50 PM
Boss you are Great Bunty manager Kiss
50  Bitcoin / Bitcoin Discussion / Re: I gathered every Satoshi Nakamoto thread. on: June 11, 2022, 01:09:48 PM
In what year was Bitcoin discovered?

Ans: Bitcoin is thought to have been discovered in late 2008 and early 2009
51  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 11, 2022, 12:33:59 PM
 এয়ার্ড্রপ এ কাজ করার ধরন?

এয়ারড্রপে কাজ করার ধরনগুলোর মধ্যে অন্যতম হলো:-
টেলিগ্রাম গ্রুপে জয়েন করা  
টেলিগ্রাম চ্যানেল-এ জয়েন করা
টুইটারে ফলো করা ও পোস্টে লাইক করা  
ট্যাগ এবং রিটুইট করা  
ইনস্টাগ্রামে ফলো করা
মিডিয়ামে ফলো করা ইত্যাদি

এয়ারড্রপ অনুযায়ী তারা রিকোয়ারমেন্ট দিয়ে থাকে যে, এই টাস্কগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। আপনি যখন এয়ারড্রপ নিয়ে কাজ করবেন তখন একটি এয়ারড্রপ অফারে জয়েন করার সময় কোন কোন সোশ্যাল মিডিয়াতে আপনাকে ফলো এবং লাইক বা কমেন্ট করতে হবে তা সুন্দরভাবে ইংরেজিতে উল্লেখ থাকবে। আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে।

 আশা করি বুঝতে পারছেন এয়ার্ড্রপ কিভাবে কাজ করতে হয়
52  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 10, 2022, 10:53:32 AM
-বাউন্টি ম্যানেজার হতে হলে কি কি যোগ্যতা লাগে এবং কোন কোন কাজের সম্পর্কে ধারণা থাকতে হয়? একটা বাউন্টি পরিচালনা করতে মোবাইল দিয়েই করা যাবে নাকি কম্পিউটারের প্রয়োজন রয়েছে? আর আমি যদি বাউন্টি পরিচালনা করতে চাই।তাহলে আমি কাদের কাছ থেকে বাউন্টি প্রজেক্টটা আনতে সক্ষম হবো।
ভাই আপনাকে আগে ক্রিপ্টোকারেন্সি বিষয় অভিজ্ঞতা থাকতে হবে।আপনাকে গ্রাফিক্স ডিজাইনের কাজ জানতে হবে। বাউন্টি ক্যাম্পেইন পরিচালনা করার জন্য আপনার অবশ্যই একটি কম্পিউটার অথবা ল্যাপটপ প্রয়োজন হবে।
আপনি যদি বাউন্টি আনতে চান তাহলে আপনার অনেক অভিজ্ঞতা থাকতে হবে ক্রিপ্টোকারেন্সি বিষয় তারপর আপনি বিভিন্ন জায়গায় পোস্ট করে কাউকে এসএমএস দিয়ে তাদের সাথে কথা বলে তারপর আপনি প্রজেক্ট পাইতে পারেন।
আমার মতে যেটা মনে হয় আগে আপনি ক্রিপ্টোকারেন্সি  বিষয়ে জানুন পরে আপনি কাজ শিখুন তারপর আস্তে আস্তে এগুলা নিয়ে ভাববেন।
আশা করি ভাই বুঝতে পারছেন বিষয়টা
53  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 10, 2022, 08:50:38 AM
29K TO 31K পর্যন্ত বিটকয়েন ট্রেড করছে, এখানে একটা রেঞ্জের মধ্যেই আপ ডাউন করছে, প্রপার স্টপ লস ইউজ করে এই রেঞ্জে একটা ট্রেড নিতে পারেন।
54  Other / Beginners & Help / Re: Bounties and Airdrops on: June 10, 2022, 06:33:42 AM
Bounty and AirDrop are the two easiest ways to earn income in the current 2022. Again many will say don't waste time working on these But I think if you give your free time here then hopefully at the end of the month you will get some good money Airdrop now cheats a lot but Bounty cheats less than that If you use your leisure time then hopefully you will get something good from this place I have been on this path since 2015And I'm now a Success Cryptocurrency Man
55  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 09, 2022, 01:40:24 PM
Instagram I'd sell

Quote
1000 follower 5 usdt
2000 follower 10 usdt
5000 follower 25 usdt
10000 follower 40 usdt
20000 follower 60 usdt


কোন প্রকার সমস্যা হলে সাথে সাথে আপনার usdt
ফেরত দেওয়া হবে


যারা আমার সাথে যোগাযোগ করবেন নিচে টেলিগ্রাম দিয়ে দিলাম

Telegram
ভাই এটা তো কোন আইডি buy sell  গ্রুপ না। ভাই এটা একটা লোকাল বোট এখানে যত সমস্যার সমাধান দেওয়া হয় আর আপনি এখানে আইডি buy sell এর কথা বলাটা আপনার ঠিক হয় নাই। আপনি যদি বিজনেস করতে চান তাহলে মার্কেটপ্লেসে গিয়ে পোস্টটি করেন ।আশা করি আপনাকে বুঝাতে পারছি।
56  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 09, 2022, 11:39:27 AM
আমি বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু জানতে চাই।
আমি বাউন্টি থ্রেডে বাউন্টি লঞ্চ করতে চাচ্ছি। কিন্তু কিভাবে আমি প্রজেক্ট পাব সেই ব্যাপারে আমাকে কেউ সাহায্য করুন। কোন সাইটে গিয়ে প্রজেক্ট খুঁজতে হবে সেটা একটু ক্লিয়ার করে বলবেন যদি কেউ পারেন দয়া করে।
ম্যানেজার হিসেবে কাজ করতে হলে আপনাকে প্রথমে যেটা থাকতে হবে সেটা হল আপনার আইডি রেঙ্ক । তারপর ম্যানেজাররা যেভাবে বাউন্টি ডিজাইন করে সেভাবে আপনাকে ডিজাইন শিখতে হবে কিংবা থার্ড পার্টি কাউকে দিয়ে করিয়ে নিতে হবে ।
এখন আসি প্রজেক্ট পাবেন কিভাবে ?
বিটকয়েন্টক এর মাধ্যমে প্রজেক্ট খুঁজে পাওয়া যায়।
আপনি কোথায় পোস্ট করলে প্রজেক্ট পাবেন সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিব ।
https://bitcointalk.org/index.php?board=52.0
এখানে আপনি আপনার একটি সুন্দর পোর্টফোলিও সাজাতে হবে যেটা দেখে বায়ার আপনাকে কাজ দিবে‌।
আপনি চাইলে আরো অন্য পদ্ধতিতেও কাজ পাইতে পারেন।‌ ফাইবার ফ্রিল্যান্সার ওখানে পোস্ট করে। আবার নতুন প্রজেক্ট যেগুলো আসতেছে এডমিনের সাথে টেলিগ্রাম টুইটার ইমেইল এর মাধ্যমে কন্টাক করে প্রজেক্ট পাইতে পারেন আপনি।
আশা করি আপনি বুঝতে পারছেন আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করছি ।

 
57  Other / Beginners & Help / Re: Crypto currency Awareness Campaign on: June 09, 2022, 09:42:32 AM
If you think Bitcoin is dangerous then it is not wrong because it makes people rich overnight and it is possible to get poor again overnight.  Grin If you say bitcoin is a fraud then it is wrong never Cry
58  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Luna 2.0 keeps falling on: June 08, 2022, 10:34:32 AM
Luna 2.0 token loses 56% since last week whistleblower accouses terraform labs of owning shadow wallets .
59  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 08, 2022, 09:02:46 AM
W
এটা কি abcd লেখার জায়গা  Cry Kiss
60  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: June 08, 2022, 01:48:47 AM
ভাই আমি কিভাবে মেরিট পাবো হেল্প করবেন কেউ
মেরিট পেতে হলে আপনাকে গুড কোয়ালিটি পোস্ট করতে হবে। ইংলিশে বিভিন্ন সেকশনে গিয়ে ভালো কোয়ালিটির পোস্ট করতে হবে। আপনি যে বিষয়ে বেশি বোঝেন এবং বেশি পারেন। বেশি বেশি পোস্ট করবেন এবং অন্যকে হেল্প করবেন। আপনার পোষ্টে বা রিপ্লেতে যদি কারো ভালো লাগে তাহলে আপনাকে মেরিট  দিবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে মেরিট পাবেন
Pages: « 1 2 [3] 4 5 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!