Bitcoin Forum
July 04, 2024, 06:31:32 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 [225] 226 227 228 229 230 231 232 233 234 235 236 237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 ... 324 »
4481  Alternate cryptocurrencies / Service Discussion (Altcoins) / Re: Coinmarketcap or Coingecko? on: April 17, 2020, 02:50:48 AM
Coingecko is far better than coinmarketcap. Coingecko has a lot of filters option to get some good information while coinmarketcap do not have them. By the way, CMC has been partnered with Binance and now we can expect some goof works from CMC too. P2pb2b is a shit exchange and they do not deserve to be no 3.
Just to inform you, there are a lot of threads on this comparison. Search before you create a new.
4482  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: April 17, 2020, 02:36:37 AM

মতামত চাইছি সবার

আমাদের গ্রামটি একেবারে ইন্ডিয়ান সীমান্তের পাশে। মানে, আমাদের গ্রামের পর আর কোন গ্রাম নেই। আমার বাড়ি হতে সীমান্ত অর্ধ কিলোমিটার এর কম। যার ফলস্বরুপ, বেশিরভাগ মানুষই শিক্ষার আলো থেকে বাইরে এখনো এবং দিনমজুর। সরকার থেকে যে সহায়তা পাচ্ছেন তা অবশ্যই যথেষ্ট নয় এবং আমরা সকলেই জানি সরকারের সহায়তাগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে, আমি চাইতেছি, অন্তত ২০ টি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দিতে, অন্তত ১০ দিনের চাল, ডাল, তেল এইসব। আমি এখনো হিসাব করিনি। irfan_pak10 এর থ্রেডটি পড়ার পরেই আমার এইটা মাথায় আসলো। আমরা সবাই যদি একযোগ হই তাহলে খুবই সম্ভব। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ সবাইকে উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে তাদের মতামত দেয়ার জন্য। আমি টেলিগ্রামে কয়েকজন এর সাথে কথা বলেছি এবং ভালো সাড়া পেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ।
আমি প্রথমে ১০ দিনের খাদ্যের কথা বলেছিলাম কিন্তু সেটাতে দেখা যাচ্ছে আমাদের ২০ হাজার টাকার মত লাগবে। কিন্তু আমার বর্তমান লক্ষ্য হল আপাতত ১০০০০ টাকা এবং প্রতি পরিবারের জন্য ৫০০ টাকা বাজেট।

এখন পর্যন্ত আমি যে ফান্ড পেয়েছি-
আমি- ০.০০৪ বিটিসি
Review Master- ০.০০০৭ বিটিসি
এই ফোরামের অন্য একজন নাম প্রকাশে অনিচ্ছুক- ০.০০৪৪৮৩৩৪ বিটিসি

মোট- ০.০০৯১৮৩৩৪

আরো প্রায় ০.০০৮ এর মত লাগবে বর্তমান দাম অনুযায়ী।

যা যা দেয়ার পরিকল্পনা আছে-
চাল- ৬ কেজি
মসুর ডাল- ১/২ কেজি
আলু- ২ কেজি
তেল- ১/২ লিটার
চিনি- ১/২ কেজি
পেয়াজ- ১ কেজি
লাইফবয় সাবান- ১ টি

৫০০ টাকার মধ্যে এইটাই বেস্ট আমার দৃষ্টিতে। আপনাদের মতামত দেবেন অবশ্যই।

বিটিসি এড্রেস- 33cZvuGasQxCpdqnoyo8jbUYCVqJy8RhZA

সম্পুর্ন ফান্ড হলে আমি সবকিছুর ছবি সহ এইখানে পোস্ট করব। আশা করছি সবাই অংশগ্রহণ করবেন।

এখন পর্যন্ত আমাদের মোট ফান্ড হল- ০.০১৭১৮৪২৪ বিটিসি
যারা দিয়েছেন-
আমি- ০.০০৪ বিটিসি
Review Master- ০.০০০৭ বিটিসি
এই ফোরামের অন্য একজন নাম প্রকাশে অনিচ্ছুক- ০.০০৪৪৮৩৩৪ বিটিসি
bitcoinbangladesh.org- ০.০০৭৯৯৮১০ বিটিসি
ZaraCB- ১০০০ টাকা সমপরিমাণ ইটিএইচ দেবেন বলেছেন।
এড্রেস- 0x4ffe116437a639F51eD293aDc184a919165dAe05

আমাদের টাকা বেশি হলে আমরা ২০ পরিবারের বেশি দিয়ে দেব। আমি এখন বিটিসি সেল করব। বিডিটি যা হয় সেটা এইখানে আপডেট দেব।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।

আপডেট
 ZaraCB ০.০৭৬০ ইটিএইচ পাঠিয়েছেন।

বিটিসি সেল দিয়েছি। বিকাশ খরচ বাদ দিয়ে ১০২১০ টাকা পেয়েছি সর্বমোট। ইটিএইচ এখনো সেল দেয়া হয়নি। আমি কালকে সব কিছু সম্পন্ন করব। কালকের মধ্যেই এই সহায়তা সবার কাছে পৌঁছে দেয়া হবে।
4483  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: April 16, 2020, 05:55:46 AM

মতামত চাইছি সবার

আমাদের গ্রামটি একেবারে ইন্ডিয়ান সীমান্তের পাশে। মানে, আমাদের গ্রামের পর আর কোন গ্রাম নেই। আমার বাড়ি হতে সীমান্ত অর্ধ কিলোমিটার এর কম। যার ফলস্বরুপ, বেশিরভাগ মানুষই শিক্ষার আলো থেকে বাইরে এখনো এবং দিনমজুর। সরকার থেকে যে সহায়তা পাচ্ছেন তা অবশ্যই যথেষ্ট নয় এবং আমরা সকলেই জানি সরকারের সহায়তাগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে, আমি চাইতেছি, অন্তত ২০ টি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দিতে, অন্তত ১০ দিনের চাল, ডাল, তেল এইসব। আমি এখনো হিসাব করিনি। irfan_pak10 এর থ্রেডটি পড়ার পরেই আমার এইটা মাথায় আসলো। আমরা সবাই যদি একযোগ হই তাহলে খুবই সম্ভব। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ সবাইকে উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে তাদের মতামত দেয়ার জন্য। আমি টেলিগ্রামে কয়েকজন এর সাথে কথা বলেছি এবং ভালো সাড়া পেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ।
আমি প্রথমে ১০ দিনের খাদ্যের কথা বলেছিলাম কিন্তু সেটাতে দেখা যাচ্ছে আমাদের ২০ হাজার টাকার মত লাগবে। কিন্তু আমার বর্তমান লক্ষ্য হল আপাতত ১০০০০ টাকা এবং প্রতি পরিবারের জন্য ৫০০ টাকা বাজেট।

এখন পর্যন্ত আমি যে ফান্ড পেয়েছি-
আমি- ০.০০৪ বিটিসি
Review Master- ০.০০০৭ বিটিসি
এই ফোরামের অন্য একজন নাম প্রকাশে অনিচ্ছুক- ০.০০৪৪৮৩৩৪ বিটিসি

মোট- ০.০০৯১৮৩৩৪

আরো প্রায় ০.০০৮ এর মত লাগবে বর্তমান দাম অনুযায়ী।

যা যা দেয়ার পরিকল্পনা আছে-
চাল- ৬ কেজি
মসুর ডাল- ১/২ কেজি
আলু- ২ কেজি
তেল- ১/২ লিটার
চিনি- ১/২ কেজি
পেয়াজ- ১ কেজি
লাইফবয় সাবান- ১ টি

৫০০ টাকার মধ্যে এইটাই বেস্ট আমার দৃষ্টিতে। আপনাদের মতামত দেবেন অবশ্যই।

বিটিসি এড্রেস- 33cZvuGasQxCpdqnoyo8jbUYCVqJy8RhZA

সম্পুর্ন ফান্ড হলে আমি সবকিছুর ছবি সহ এইখানে পোস্ট করব। আশা করছি সবাই অংশগ্রহণ করবেন।
4484  Bitcoin / Bitcoin Discussion / Re: 26 days to the halving left, what are you expecting? on: April 16, 2020, 03:03:57 AM
As per the history, price should be pumped as after the halving the regular supply will be decreased huge. About the hashrate drop, I agree it may decrease for sometimes instantly after the halving because of rewards being halved but that will not be longer.
4485  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: Which coin is more likely to be 100X on: April 16, 2020, 03:00:26 AM
100x is only possible if someone intentionally pump a coins. If a project has very low volume, it is easy to pump them a lot which a lot of scammers are doing for a long time. For 100x from less risky coins, you have to wait 2/3 years which can result the coins to be destroyed also.
4486  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Cryptocurrencies can now be send without the use of internet. on: April 16, 2020, 02:57:24 AM
As it is only launched in Venezuela on text message transaction system, it should be further investigated future. But i think it is not fully risk free. We know there are many frauds in mobile banking system in our country. So to be honest, we can't say it as a good method until it is to be tested in most of the countries.
This method of sending crypto through sms is already tested however every system has backdoors and supposed to be abused by hackers. So, it is up to the users. If we look sending bitcoin through address, it is also risky because there are copy paste malware who can change your btc address.
4487  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: the first reason why fraud projects are increasingly rampant? on: April 16, 2020, 02:40:19 AM
This is not a new things. Scammers are doing this for a long time because of the ease of creating a token and launching an ICO. The total cost for launching an ICO perfectly is below than $500 and scammers are taking that chance.
It is true that it is not easy to detect ICO fraud or not but it is not that hard. Very few scam ICO are well planned. If investor takes a deeper look at everything, it is easy to decide whether it is scam or not.
4488  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Market Manipulation Or Not? on: April 16, 2020, 02:35:58 AM
700%+ increased in market price is surely manipulation regardless of whatever the news is or whatever they are doing. For your info, this is not surprising because we see a lot of coins gain such price all time. Check the coinmarketcap top gainers, you will find at least one everyday.
4489  Economy / Services / Re: 💰Fundraising campaign-Feed the one who are affected by the COVID-19 🦠Pandemic on: April 16, 2020, 02:31:23 AM
Sent a little amount, couldn't afford much.
4490  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Boogle Coin, Are they Google? Lets Discuss. on: April 15, 2020, 12:22:53 PM
If they were google, we would definitely got an authentic source of the project existence. Since google has never shared anything, I think they are not affiliated with google. Just because the name is near to google does not mean it is from google.
4491  Economy / Services / Re: 💰Fundraising campaign-Feed the one who are affected by the COVID-19 🦠Pandemic on: April 15, 2020, 02:23:31 AM
Bengali translation here- https://bitcointalk.org/index.php?topic=631891.msg54223685#msg54223685

Thank you for the great initiative. I will send a little amount tonight. I am also trying to get some fund for helping 20 families in my village.
I will share both the post on my group to get some attention from more people.
4492  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: April 15, 2020, 02:18:21 AM

“কাউকে কিছু দিয়ে কেউ গরীব হয় না।” ―Anne Frank

মুল টপিক- https://bitcointalk.org/index.php?topic=5240168.0


irfan_pak10 কোভিড-১৯ মহামারীত্র যারা খাদ্য সংকটে আছেন, বিশেষ করে যারা দিনমজুর তাদের জন্য খাবার সরবরাহের একটি উদ্যোগ নিয়েছেন। প্রসঙ্গত, এটি পাকিস্তানের দিনমজুরদের জন্য। যারা এই ক্যাম্পেইন এ অংশগ্রহণ করে কিছু মানুষের পাশে দাড়াতে চান, তারা নিচের এড্রেসগুলোতে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠাতে পারেন। আপনার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এড্রেসগুলো minerjones এর নিকটে এস্ক্রো করা।

বিটকয়েন: 3QKLyiGvwUgSeCJcKKQnmvW6XsB1fbFBjM

ইথেরিয়াম: 0xe39Ac15001147271520c817aa855241d4Ec77486

বিটকয়েন ক্যাশ: qrds3ct02l5vxd39pkzr0x0rh3ylkyz8esttdnjvc7

লাইটকয়েন: MTdonmhzvNwhxSTg7yQjV92Yz3EEAycgj9


কোভিড-১৯ মহামারীর কারনে বেশিরভাগ দেশই লকডাউন করা হয়েছে এবং পাকিস্তান এর ব্যতিক্রম নয়- https://www.aljazeera.com/news/2020/03/pakistan-daily-wagers-struggle-survive-coronavirus-lockdown-200325115143152.html

অনেক দিনমজুর লকডাউনের জন্য কাজ করতে পারছে না এবং ফলস্বরুপ, তাদের ছেলেমেয়ে কিংবা পরিবার পরিজনদের খাদ্য সংগ্রহে হিমশিম খাচ্ছে। তারা কোভিড-১৯ এর জন্যে মারা না গেলেও খাদ্যের অভাবে মারা যাবে নিশ্চিত। তাই আমি সকলকে অনুরোধ করছি আপনারা সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিন।


irfan_pak10 ইতিমধ্যে ০.০৪ বিটিসি মত সহায়তা করেছেন। কয়েকটি সংস্থার সাথে কাজ করে প্রায় ১০০০ পরিবারের একমাসের খাদ্য সরবরাহ করেছেন। কিন্তু এই মহামারী তো এক মাসের জন্য নয়। তাই, তাদের জন্য আরো খাদ্যের ব্যবস্থা করা উচিত বলেই উনি এইখানে এই ক্যাম্পেইন করেছেন। বর্তমানে, তারা প্রতিটি পরিবারের জন্য নিচের খাদ্যগুলো সরবরাহ করছেন-

1. Flour 20kg
2. Split Bengal gram 1kg
3. Split Red Lentil 1 kg
4. White Bengal gram 1 kg
5. Sugar 2-1/2 kg
6. Salt 1 kg
7. Lemon Bar 1 pack
8. Soap 3 pack
9. Lipton Tea 250 grams
10. Butter 1 kg
11. Oil 1 kg
12. Rice 3 kg


আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে এইখানে কিংবা উক্ত থ্রেডে করতে পারেন।



আমার মতামত

আমি জানি আমাদের দেশে এইরকম দিনমজুরের সংখ্যা বেশি বৈ কম নয়। আমাদের উচিত সবার আগে তাদের পাশে এগিয়ে আসা। হয়তবা অনেকেই ইতিমধ্যে সামাজিকভাবে সেটা করছেন। যাইহোক, যাদের সে সুযোগটি নেই এবিং যেহেতু আমরা আমাদের দেশের জন্য কোন উদ্যোগ নেই নি, আমাদের উচিত তাদের সহায়তা করা। যতটুকু পারেন সহায়তা করেন।


মতামত চাইছি সবার

আমাদের গ্রামটি একেবারে ইন্ডিয়ান সীমান্তের পাশে। মানে, আমাদের গ্রামের পর আর কোন গ্রাম নেই। আমার বাড়ি হতে সীমান্ত অর্ধ কিলোমিটার এর কম। যার ফলস্বরুপ, বেশিরভাগ মানুষই শিক্ষার আলো থেকে বাইরে এখনো এবং দিনমজুর। সরকার থেকে যে সহায়তা পাচ্ছেন তা অবশ্যই যথেষ্ট নয় এবং আমরা সকলেই জানি সরকারের সহায়তাগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে, আমি চাইতেছি, অন্তত ২০ টি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দিতে, অন্তত ১০ দিনের চাল, ডাল, তেল এইসব। আমি এখনো হিসাব করিনি। irfan_pak10 এর থ্রেডটি পড়ার পরেই আমার এইটা মাথায় আসলো। আমরা সবাই যদি একযোগ হই তাহলে খুবই সম্ভব। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
4493  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: YOBIT scam peoples in X100 ICO on: April 14, 2020, 02:27:05 AM
I think by this time, I will not blame yobit because people already know the reputation of this exchange, yet, they are still participating with these pump and dump tokens/coins. If you know that an exchange has some shady dealings, why are you still joining them? So it is not only yobit's fault, but also traders.
None of the old members who are in crypto for a long time are investing in yobit scam projects. They are targetting the newbies who have very limited knowledge on cryptocurrency, to them, crypto is a sure profit earning method. Yobit us targetting this fool guys in their scam policy.
4494  Alternate cryptocurrencies / Marketplace (Altcoins) / Re: i need some country telegram manager, on: April 14, 2020, 02:17:14 AM
Are you looking for someone from Bangladesh? I know you are from Bangladesh too. I have managed 2 telegram channel. 0xDark and Venapi. I was a telegram mod of Venapi for more than a year. Let me know if you are looking for Bangladeshi.
My portfolio- https://bitcointalk.org/index.php?topic=5180747.0
4495  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: When Will You Start Buying Again on: April 14, 2020, 01:56:49 AM
Will you start buying after the release of the vaccine or are you go going to wait or are you now buying because you know the market will eventually get better.
I do not consider this as a big matric to invest. But it is also true that I can not deny the fact that price is a little depending on the pandemic. I had investment plan long ago and I am doing that for a long time. For example, I am accumulating ETH for a long time now. If you are to relate your investment with the pandemic, now is the best time I think.
4496  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: ANYONE KNOW ABOUT YOBIT EXCHANGE AND THEIR YOBICODES? on: April 13, 2020, 02:57:23 AM
What happens if the wallet is under maintenance and your new account has the same problem
In that case, you have to wait so long till they change the maintenance mode. I think you have nothing to do. Have you tried to contact with yobit support. A side note, yobit is a shit exchange which use the maintenance mode for a lot os asset, may be that is another of their way to make people fool.
4497  Economy / Exchanges / Re: The WORST support ever. Meet Coinbase. on: April 13, 2020, 02:48:20 AM
I would not say Coinbase that bad. I know that coinbase support is a very lengthy process which I have faced too but to be honest, at the end, I was happy because they have solved my issue.
However, it is not even a good idea to go with such centralize service to use crypto because we have better option than Coinbase.
 KYC procedure is one of the worst process you have to go with all the services. For me, I have recently tried with verifying my documents in currency.com and faced the same issue as your.
4498  Economy / Services / Re: NEW ADULT TOKEN REVERSE ICO (ITO) Marketer / Strategic Partner Needed on: April 13, 2020, 02:41:42 AM
Are you paying with BTC? If so, I'm interested to work with your project as campaign manager. I have managed 2 signature campaign here so far. I would like to apply here as bounty manager. Please let me know if you are interested in my service.
Check my portfolio- https://bitcointalk.org/index.php?topic=5180747.0
4499  Alternate cryptocurrencies / Service Discussion (Altcoins) / Re: Why is Telegram associated with fraudsters on: April 13, 2020, 02:31:48 AM
Because it is easy to target the victims in telegram. You can use fake details, if you use the bio space and write an authentic username there, people think the account is real. Moreover, the chance of being traced through telegram is very low. That's why scammer use telegram to scam others.
4500  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Cryptocurrencies can now be send without the use of internet. on: April 13, 2020, 02:19:33 AM
Sending coins via SMS is not new, Bitcoin can do that already.

Anyway, it's useless technology IMO because we don't use SMS anymore. Instead of doing that kind of hobby experiment, it would be better to develop scalability, features, and useful apps on top of cryptocurrency.
I think the purpose is not something special other than giving the privilege of sending crypto easily without the interfere of Internet and the so called complexity of crypto although it is not complex at all. However, for some group of people it will be good since they do jot want to use crypto directly. With this method, people can easily send/receive money.
Pages: « 1 ... 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 [225] 226 227 228 229 230 231 232 233 234 235 236 237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 ... 324 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!