Bitcoin Forum
June 29, 2024, 05:07:15 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 [25]
481  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 13, 2023, 06:47:44 AM
টাকা থাকলে অনেক বন্ধু ঘুরঘুর করে
না থাকলে দূরে সরে
টাকা থাকলে শুভাকাঙ্খীর কোনো অভাব নেই
টাকা থাকলে সব জায়গাতেই জামাইআদর
না থাকলে বলে ভাগ বেটা বাঁদর

টাকা নিয়ে কয়েকজন মহান ব্যক্তিদের কিছু উক্তি:
১. মানুষ দুনিয়াতে আসে খালি হাতে চলেও যায় খালি হাতে। টাকা উপার্জন করতে গিয়ে সাস্থ হারায়, আবার সেই সাস্থ ঠিক করতে গিয়ে টাকা নষ্ট করে মাঝখানের জীবন সে এমন ভাবে অতিবাহিত কে যেন সে কখনো জন্মায়ইনি

_হযরত আলী রাঃ

২. টাকা উপর্জন করতে লাগে বুদ্ধি, আর খরচ করতে লাগে মন । টাকা হল বন্ধুর মত, অর্জন করা সহজ কিন্তু ধরে রাখা কঠিন।

_সংরক্ষিত

৩. দুনিয়ায় যাদের টাকা আছে, তারাই টাকা পয়সা নিয়ে বেশি মাথা ঘামায়।

_সুনীল গঙ্গোপাধ্যায়

৪. মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, অর্থ অনর্থের মূল বলে থাকেন; কিন্তু জগত এমনই ভয়ানক স্থান যে, টাকা না থাকলে তার স্থান কোথাও নেই, সমাজে নেই, স্বজাতির নিকটে নেই, ভ্রাতা ভগ্নির নিকটেও নেই।

_মীর মোশারফ হোসেন

৫. টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো।

_সক্রেটিস

Source
482  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 12, 2023, 03:58:33 PM
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

মঙ্গলবারে এশিয়ান ট্রেডিং ঘন্টায় বিটকয়েনের মূল্য ২৬,০০০ ডলার হয়ে গেছে। মাত্র ৩০ মিনিটের (৩:০০ am থেকে ৩:৩০ am UTC পর্যন্ত) মধ্যে বিটকয়েনের মূল্য ২৫,২১০ ডলার থেকে ২৫,৯৭৩ ডলার এ উঠে এসেছে।



Source
483  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 12, 2023, 07:43:59 AM

ছবিটা এখান থেকে নেওয়া
উত্তর কোরিয়ার হ্যাকাররা Stake.com (বিশ্বের বৃহত্তম অনলাইন ক্রিপ্টো ক্যাসিনো) থেকে ৪১ মিলিয়ন ডলার চুরি করেছে। এফবিআই বলেছে যে এই হ্যাকার গ্রুপটি শুধুমাত্র এই বছরেই ২০০ মিলিয়নের বেশি ডলার চুরি করেছে।
Source
484  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 11, 2023, 07:35:32 AM
আচ্ছা ভাই মেরিট সোর্সটা কী? যদি কেউ জানেন তাহলে আমাকে জানাবেন প্লিজ।
485  Alternate cryptocurrencies / Bounties (Altcoins) / Re: [🦊BOUNTY🦊] Shinescan Coin - $8,000 in SSC Coins (5 weeks) on: September 10, 2023, 03:58:37 PM
Proof of authentication
Telegram username: @Shafi091
Campaigns applied: Twitter, Telegram
Metamask wallet address: 0x5173bC2B1Db519bC9Bf6070308647Dc4C5850345
486  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 08, 2023, 09:09:32 AM
আমরা সবাই বাঙালি। তাই ভাবলাম বাঙালিদের কিছু গুণের একটা তালিকা বানায়।

বাঙালি জাতির কিছু বিশেষ গুণ

১. বাঙালি জাতির প্রত্যেকটা মানুষই বাচাল। সবসময় শুধু কথা বলে। কোনো কারণ ছাড়াই প্রচুর কথা বলে। থামতে বললে কিছুক্ষণ পরে আবার শুরু করে। আর কথা বলার সময় শুধু মিথ্যা কথা বলে। মিথ্যা বলাকে একটা ফ্যাশান বানিয়ে ফেলেছে। কথা বেকার সময় দেখা ৯০   ভাগ মিথ্যা কথা বলে আর মাত্র ১০ ভাগ সত্য কথা বলে।

২. বাঙালিরা কখনো কারও থেকে কিছু শিখতে চায় না। শুধু শেখাতে চায়। বর্তমানে অনেক শিশু আছে যারা শিক্ষকেই মানে না।

৩. বাঙালি সবসময় সত্য কথা বলতে ভয় পায়। সত্য কথা বললে যদি জেলে যেতে হয়, তাই বাঙালি মিথ্যার কাছেই মাথা নতুন করে থাকে। বিড়ালের মতো ১০০ বছর বাঁচার কোনো লাভ নাই, সিংহের মতো ১ ঘণ্টা বাঁচতে চাই।

৪. বাঙালি শুধু নিজের সুবিধাটুকু বোঝে। অন্যেরটা নয়। বাঙালি শুধু অন্যের অসুবিধা করে নিজের সুবিধা খোজে।

৫. বর্তমানে বাঙালি জাতির কেউ কাউকে সম্মান ও শ্রদ্ধা করে না। নিজেকে একাই একশ মনে করে। বাঙালি জাতির প্রত্যেকে বড়দের প্রতি সবসময় অভদ্রের মতো আচরণ করে।

৬. বাঙালি জাতির আরেকটা গুন হচ্ছে অন্যকে অপমান করে নিজেকে সম্মানিত করে। আবার কেউ যদি কাউকে অপমান করে খুশি হয়।

৭. বাঙালি জাতির সবাই শুধু অন্যের ভুল ধরতে ব্যস্ত। কিন্তু কেউ নিজের ভুলগুলো খোজে না।

৮. যার ক্ষমতা বেশি বাঙালি তাদের সবসময় মেনে চলে। তাদের সমস্ত অন্যায়কেও মেনে চলে। কেউ প্রতিবাদ করে না। তাদের চরিত্র যদি খারাপও হয়, তাও বাঙালি মনে করে তাদের চরিত্র ফুলের মতো পবিত্র।

৯. বাঙালি আরেকটা কাজও ভালো করতে পারে সেটা হচ্ছে ভণ্ডামি। আমরা তাহেরি হুজুরের জিকির শুনলেই এটা বুঝে যাব।

১০. বাঙালির একটা পুরাতন স্বভাব সেটা বাঙালিদের কাছ থেকে আর গেল না। সেটা হচ্ছে ঋণ পরিশোধ না করা। বাঙালি ঋণ পরিশোধ করার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

বাঙালিদের আরও অনেক গুণ আছে। যেমন : চোর, দুদুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর। আসলে বাঙালি জাতি একটা গুণসম্পন্ন জাতি। যাদের গুণের কথা বলি শেষ করা যাবে না। অন্য কোন জাতির বাঙালি জাতির মত এত গুন থাকে না।
487  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 07, 2023, 02:04:54 PM
সবাই মনে করে মেরিট বাড়ানো খুব কঠিন কাজ কিন্তু আসলে সেটা খুবই সহজ। কিছু কিছু মেম্বার আছে যাদের বিটকয়েনটক আইডির বয়স ২ থেকে ৩ বছর তবুও তাদের কোনো মেরিট নেই। তাদের রেঙ্ক আপ করতে খুবই কষ্ট হয়। তাদের মধ্যে কিছু কিছু মেম্বার আছে যারা রেঙ্ক আপ করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। দিন শেষে তাদের খালি হাতেই ফিরে যেতে হয়। মেরিট না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে বান্টি ক্যাম্পেইন এ কাজ করা। যারা বান্টি ক্যাম্পেইনে কাজ করে তারা মেরিট পাওয়ার জন্য চেষ্টাও করে না। কারণ তারা মেরিট বাড়ানোর সময়ই পান না। বাঙালি জাতির মানুষেরা মনে করে সবাই যেন শিক্ষক, কেউ কারও থেকে শিখতে চায় না, সবাই শুধু শেখাতে চাই কিন্তু কাউকে শেখাতে হলে নিজেকে আগে শিখতে হবে। এটাও মেরিট না পাওয়ার অন্যতম কারণ। আরেকটি কারণ হচ্ছে কেউ কারো পোস্ট পড়তে চায় না। না পড়েই পোস্ট করে ফেলে। এর ফলে তার পোষ্টের গুণগত মান কমে যায়। এটাও একটা কারণ। এইসব সমস্যা দূর করতে পারলে সবাই সবার আইডির র‍্যাঙ্ক আপ করতে পারবে। পোস্টের গুনগতমান উন্নত হবে এবং বাঙালি মেম্বারদের উন্নতি হবে। এর সাথে বাংলাদেশ থ্রেডও উন্নত হবে। আমার আশা বাংলাদেশ যেন আগামীতে নিজস্ব বোর্ড পায়।
488  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 04, 2023, 08:11:50 AM
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু

আমি বিটকয়েনটকে নতুন। গতকাল আমি গুগলে একটু ঘাটাঘাটি করছিলাম। তখন আমার সামনে Bitcointalk.org নামে ওয়েবসাইট আসল। তখন কী আগ্রহ করে সেখানে ঢুকে একটা একাউন্ট খুললাম। তারপর তার নিয়মগুলো পড়লাম। আমি জানতে পারলাম বাংলাদেশ নামে একটা থ্রেডও আছে। তখন আমার খুব আনন্দ লাগল। থ্রেডে এসে দেখলাম অনেক সিনিয়র এবং জুনিয়র মেম্বাররা আছেন। তারপর আমি সকল নিয়মকানুন পড়ে বুঝলাম এখানে অনেক সাবধানে কাজ করতে হবে। অনেকের লেখাগুলোও পড়লাম। দেখলাম অনেকের আইডি ব্যানও হয়ে গেছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগল Learn Bitcoin ভাইয়ের পোস্টগুলো। তিনি অনেক সুন্দর করে সবাইকে বোঝান। তার প্রত্যেকটা পোস্ট তথ্যমূলক। তার পোস্ট থেকে আমি অনেক কিছু জানতে পারলাম।

কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে : আমাকে প্রত্যেকবার এই থ্রেডে আসতে হলে প্রথমে গুগলে সার্চ করে অনেক সময় নষ্ট করে আসতে হচ্ছে। যদি এইখানে অনেক দ্রুত আসার কোনো শর্টকাট উপায় থাকে তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ।  Cheesy
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 [25]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!