Bitcoin Forum
May 30, 2024, 12:28:00 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 [27] 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 ... 92 »
521  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 20, 2020, 04:49:43 PM
এখানে ভাল ট্রেড বুঝেন এমন কেউ থাকলে বলবেন দয়া করে আমার ডলার সব ইউএসডি করা, আমি বিটিসি করতে চাচ্ছি,এখন কী বিটিসি করে রাখাটা রিস্ক হয়ে যাবে?
এখন মার্কেটে যে অবস্থা বিরাজ করতেছে তা দেখে বুঝা যাচ্ছে মার্কেট উপরের দিকে উঠার চাইতে নিচের দিকে নামার সম্ভাবনা অনেক বেশি। তাই আপনার সবচাইতে ভালো হয় আপনি যদি ইউএসডি করে রাখেন। এর চাইতে ভালো পরামর্শ বর্তমান সময়ে আমার কাছে আর নাই।
মার্কেট নিচের দিকে যাবে? কি বলেন? আমার এক্সপেরিয়েন্স থেকে মনে হচ্ছে অন্তত আরো এক সপ্তাহ মার্কেট আপ থাকবে। এত তাড়াতাড়ি ধসে পড়বে বলে মনে হচ্ছে না। $২৩০০০ এ বিটিসি কিন্তু অনেক স্টাবল। যেমনটা আমরা আগে দেখিনি। ২০১৭ সালে বিটকয়েন $১৬০০০ এর উপরে ছিল মাত্র নয়দিন সম্ভবত। কিন্তু এখন যদি আমরা দেখি, মার্কেট অনেক ভালো অবস্থানে আছে এবং কাল রাতে নতুন একটা পাম্পের আভাস দেখা গিয়েছে।
সে যাই হোক, সবাই নিজের জ্ঞানকে কাজে লাগান। এইসব ব্যাপারে কখনো অন্যের উপর নির্ভর করবেন না।
অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান থেকে সেলিব্রিটি সবাই বিটকয়েন hype তৈরী করতে সাহায্য করছে। আমি টুইটার এ অনেক বড়ো বড়ো কোম্পানি দের বিটকয়েন এ কে কত ক্যাপিটাল ইনভেস্ট করছে তা দেখছি। আমার মনে হয় না এসব প্রতিষ্ঠান শর্ট প্রফিট এ বিটকয়েন এর মার্কেট ডাম্প করবে। বিটকয়েন এর মার্কেট যদি এই জায়গায় স্ট্যাবল থাকে তাহলেও অল্ট season rally করতে পারে।
522  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Non funded projects vs funded projects on: December 17, 2020, 09:25:47 AM
I have also experience some ico projects like DIA raised $18m during their bonding curve sell, their token increased in price from $0.8 to $5 but was dumped due to kucoin hacked. It's still hasn't go below ICO price which is a good thing.

I do not think we can really identify their ICO price because that bonding curve was created in a way that it price will increase with the total pool of token amounts decreased. So its starting price was 0.5$ but it increased over time as long as the token sale continues. Also, I didn't think its a price dump because of hacked funds because when hacked sell his token price dump was not that high as it was after the kucoin hack news came out. Actually, that news struck that whole market and DIA also suffer from it.
523  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 17, 2020, 09:19:04 AM
 
এক কথায় অনেক জায়গায় ভুল তথ্য সরবরাহ হচ্ছে আর সেটি ব্যবহারকারীদের নিজের অজান্তে
 

ওয়েলকাম ব্যাক। যে যেসব জায়গায় ভুল ইনফরমেশন দিয়েছে সেগুলো quote করে বলে দেন সবাই শুধরে নিতে পারবে। ফোরাম একে অন্যকে সহযোগিতা ও তথ্য আদান প্রদান এর জন্যই।
524  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 16, 2020, 02:07:49 PM
কাছের মানুষগুলো যখন চোখের সামনে দিয়ে চলে যায়(মারা যায়) তখন বুকটা বড় হাহাকার লাগে। আমার বেস্ট ফ্রেন্ড করোনাই অসুস্থ হয়ে মারে গেল। খুব খারাপ লাগছে।
এই দিকে তার ক্রিপ্টো কারেন্সি গুলো রিকাভার করে তার পরিবারকে দিতে পারবো কিনা জানি না। তবে চেষ্টা করবো যতদূর পারি। যেহেতু তার মোবাইলে লগিন করে থাকার কথা যদি লগিন থাকে তবে আশা রাখি তার গোচ্ছিত সম্পদটুকু তার পরিবারকে বুঝিয়ে দিতে পারবো।

শুনে খারাপ লাগলো তবে আপনার বন্ধুর পরিবারকে সাহায্য করার যে ইচ্ছা তা দেখে ভালো লাগলো। আশা করি সততার সাথে আপনি আপনার বন্ধুর ক্রিপ্টো গুলোর টাকা তার পরিবারকে দিতে পারবেন। একটা কথা মনে করিয়ে দিতে চাই সবাইকে যে, যে যা এ করেন সবাইকে আল্লাহ এর কাছেই ফিরে যেতে হবে এবং কর্মের হিসেবে দিতে হবে।

ইথারিয়াম ২.০ আসার আজ ১৫ দিন হয়ে গেল। আমরা ভেবেছিলাম ইথারিয়াম ২.০ আসলে ইথারিয়ামের দাম বেড়ে যাবে এবং ইথারিয়াম ট্রান্সেকশন ফি কমে যাবে। কিন্তু এখন পর্যন্ত এসব কিছুই দেখছি না। ইথারিয়াম ট্রান্সেকশন ফি এখনো যথেষ্ট বেশি। নতুন বছর ইথারিয়াম ট্রান্সেকশন ফি এবং এর দামের উপর কেমন প্রভাব ফেলবে বলে আপনারা মনে করেন?

আসলে eth শুধু তাদের প্রথম pharse এর আপগ্রেড beacon চেইন কমপ্লিট করেছে। shard চেইন আপগ্রেড করলে ট্রানসাকশান ফিস অনেক কমে যাবে কারণ তখন পুরোপুরি প্রুফ-অফ-ওয়ার্ক এর জায়গায় প্রুফ-অফ-stake টেকনোলজি ব্যবহার করা হবে।
525  Economy / Economics / Re: Look like the crypto will be today what the stock market was 90s on: December 16, 2020, 06:10:45 AM
Look like the crypto will be what the stock market was on the 90s
From here 10x up its not even question anymore.

Main reason are high liqutity and cheap money from Central Banks.

Though business didn't come back fully yet the stock market will remain in a trusted investment sector in the future.


And sure more money will go in crypto from stock market becouse covid 19 due the pandemic transportation business fully not return back.

But money is liqut asset the water its Going where there is empty place.

The empty place are Low Cap coins many of them will have great returns.


All of this to be said  the crypto are like the stock market was on the 90s.

People like quick profit which is achievable in the crypto market. Insane volatility means an insane amount of profits in the short term which the stock market can not offers. That's why young people like crypto more than stocks but old and experienced ones remain in stocks. steady growth with low risk is better than quick profit with high risk.
526  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 14, 2020, 04:44:14 PM
Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
চাইলে math ওয়ালেট ও ব্যবহার করতে পারেন। এইটা ট্রাস্ট ওয়ালেট এর মতোই একটি মাল্টি ওয়ালেট। বিটকয়েন সহ প্রায় ৫৩ টির মতো ব্লকচেইন সাপোর্ট করে। এটি ব্যবহার ও অনেক সহজ এবং আপনি চাইলে আপনার প্রাইভেট কি এক্সপোর্ট ও করতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট এর মতোই সকল সার্ভিস এইখানে পাবেন। সাধারণ ব্যবহার এর জন্য এইসব ওয়ালেট ই যথেষ্ট বলে আমি মনে করি যদি না আপ্নে একজন whale হোন। Math ওয়ালেট: https://mathwallet.org

তবে নিরাপত্তার জন্য little mouse ভাই এর বলা ওয়ালেট সব চাইতে ভালো হবে।

Math ওয়ালেট আমি কখনো ব্যবহার করিনি এটার ফি ক্যামন বলতে পারেন? ট্রাস্ট ওয়ালেট অনেকেই এখন ব্যাবহার করছে কয়েনবেজ ব্যবহার করতে ভয় পাচ্ছে অনেকেই কয়েনবেজ অনেকের ডলার নাকি আটকে দিচ্ছে বিভিন্ন্য কারন দেখিয়ে, এই ধরনের সমস্যা গুলা আমাদের জন্যে অনেক খারাপ একদিকে বাংলাদেশে বিটক্যেন অবৈধ অন্যদিকে এক্সচেঞ্জ গুলা সমস্যা করলে অনেক মানুষ বিপদে পরে যাবে প্রতিবারে অনেক ফি দিতে হবে ।
ফী আসলে নিজের মতো চেঞ্জ করা যায় না যেভাবে ট্রাস্ট ওয়ালেট এ করা যায়। তবে সেটা বিটকয়েন এর ক্ষেত্রেও কিনা সেটা আমার জানা নাই। আমি মূলত আমার tron ওয়ালেট ব্যবহার করে থাকি math ওয়ালেট এ।
527  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 14, 2020, 11:11:23 AM
Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
চাইলে math ওয়ালেট ও ব্যবহার করতে পারেন। এইটা ট্রাস্ট ওয়ালেট এর মতোই একটি মাল্টি ওয়ালেট। বিটকয়েন সহ প্রায় ৫৩ টির মতো ব্লকচেইন সাপোর্ট করে। এটি ব্যবহার ও অনেক সহজ এবং আপনি চাইলে আপনার প্রাইভেট কি এক্সপোর্ট ও করতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট এর মতোই সকল সার্ভিস এইখানে পাবেন। সাধারণ ব্যবহার এর জন্য এইসব ওয়ালেট ই যথেষ্ট বলে আমি মনে করি যদি না আপ্নে একজন whale হোন। Math ওয়ালেট: https://mathwallet.org

তবে নিরাপত্তার জন্য little mouse ভাই এর বলা ওয়ালেট সব চাইতে ভালো হবে।

528  Economy / Economics / Re: The volatility in the price of a bitcoin is falling over time on: December 11, 2020, 12:41:51 PM
The following chart shows the volatility in the price of a bitcoin since the beginning. Each point shows the coefficient of variation for the year surrounding that date.

Note that it is beginning to rise again as the price has shot up to a new high, but the overall trend is clear -- the volatility in the price of a bitcoin is falling.



The coefficient of variation is a measure of volatility. It is the standard deviation relative to the average.

Edit: Fixed the graph



This can be seen from this chart below too. In 2013 when BTC cross its previous ATH it went up to 37X and in the next bull run in 2017 when it crosses the 2013 ATH level its growth was 17X than its previous one. That means BTC volatility is decreasing over time as you mentioned. I think it's easily predictable that what could be BTC next ATH level.


If BTC increases 4X from its previous ATH then we can expect its price to around 80k which is not impossible in my opinion.
529  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Is Polkadot going to Kill Ethereum? on: December 11, 2020, 10:33:39 AM
When Tron, Neo, Eos came many people said that they will replace eth very soon. BTC is the father of cryptocurrency and ETH is the mother of all cryptocurrency. Other projects can co-exist but can not replace each other so easily. Polkadot and eth both networks are developing and evolving so they will co-exist too. If eth dev stops developing that project only then the ETH network will be replaced by some other project In the future which is not so easily going to happen.
530  Economy / Economics / Re: More Banks maybe Closed and cryptocurrency exchangers are new way of banking on: December 06, 2020, 02:49:29 PM
Stable currencies are Our new currency.
And cryptocurrency exchangers are our new banks.

Binance debit card as good example!

The situation is heading that way. If our real-life Bank has dominance over our financial sector and in the crypto space those exchange has dominance over the market. We have seen how they can manipulate the market in a matter of minutes for their financial gain. But they have many positive sides too like the one you said Debit card.

The binance should Open offices in some physical locations so the customers can swap their cash to btc or Other coins such us stable currency.


They do not need to open offices around the world for that. This can be done by placing an ATM machine.
531  Economy / Economics / Re: Why BTC is digital gold? on: December 02, 2020, 10:35:51 AM
it has been raised and adopted by human as one of the most valuable asset on the world

Same thing is happening to bitcoin. We use digital gold to name bitcoin which makes it becomes even more valuable.

Gold is not valuable only because humans think it's valuable. Gold is rare than other substances like Iron and steel. It's hard to find than other metals and it's shiny and easy to use. Similar things can be applied to Bitcoin as well. It's not very easy to get BTC If you do not have a lot of money and BTC is very easy to use.

 
This term is true for Bitcoin as well. Both can be exchangeable with essential goods and they are acceptable in our society.

Do you know a lot of stores that sell eggs or flour for gold or Bitcoin?

Maybe it's not possible right now but our financial sector and e-commerce are heading towards that way and we can buy and sell other products like watches, cars, phones, etc which is also necessary for human life.
 
 
532  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 01, 2020, 04:20:24 PM
বিটিসি নিউ এটিএইচ হিট করেছে। এইটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই ভালো খবর। আপনাদের কি মনে হয়, নেক্সট টার্গেট কত হবে? কত ইউএসডিতে গিয়ে এইবার থামবে। এই মুহুর্তে বিটিসি সেল দেয়াটা অনেক কনফিউশান এর ব্যাপার। আপনারা কে কি করছেন? আমি কিছু পরিমাণ স্টাবলকয়েনে কনভার্ট করার প্ল্যান করতেছি। এইটা কি খুব ভালো ডিসিশন? নাকি আপাতত আরো ওয়েট করবো।

বিইটকয়েন এর দাম যেমনটা উপরের দিকে যাবে ঠিক তার  বিপরিতে ন্নিচের দিকে নামার সম্ভাবনা অ খুব একটা কম না কারন $11000 এর পরে বিটকয়েন এর প্রাইস স্পাইক করেছে বিটকয়েন আবার সেখানে একবার যেতে পারে, মুল কথা হচ্ছে বিটকয়েন $9K-$11K এর মধ্যে অসংক্ষবার হিট করেছে সেখানে সে আরো একবার যাবে তারপরে যদি ৩০-৪০-৫০ এভাবে বারতে পারে তবে সেটাও অসাভাবিক না। এই মুহুর্তে বাড়াটা এক্টূ অসাভাবিক।

অল্প কিছু ডলার আপনি USD করে রাখতে পারেন তাছারা রিস্কি হয়ে যাবে। কয়েকদিন এ আমি বেশ কিছু এ্যানালাইসিস  করেছি কিন্তু আসানরুপ ফল পাইনি কয়েন বা টোকেন কোনো নিওম মেনে চলছেনা।

অনেকেই চেষ্টা করবে BTC এর ATH লেভেল এ প্রফিট বুক করতে। তখন সাময়িক ভাবে BTC এর প্রাইস ডাউন মারলেও Bull রান কন্টিনিউ করার সম্ভবনা বেশি। ইনভেস্টর রা আগের চাইতে অনেক বেশি mature. তারা প্রফিট বুক করার চেষ্টা করলেও আবার কম দামে buy ব্যাক করার চেষ্টা করবে যাতে লং বুল রান মিস না হয়ে যায়।
533  Economy / Economics / Why BTC is digital gold? on: December 01, 2020, 04:15:11 PM
How we can determine BTC is digital gold?BTC Thats can be determined by their attribute. Gold is valuable because it's rare and has a limited supply. This term is true for Bitcoin as well. Both can be exchangeable with essential goods and they are acceptable in our society. Gold and BTC both can be stored though they have different methods to do that. But if you compare these criteria then we can say Bitcoin is digital gold.
534  Economy / Economics / Re: Visa is getting more interested in Crypto on: December 01, 2020, 04:02:32 PM

That bull run was confirmed after we saw many private and public institutions invested in cryptocurrency. When multi-billion dollars company like American Express Company, Banco Bilbao Vizcaya Argentaria, Mizuho Financial Group, BHP Billiton Limited, Oracle Corporation, Tencent Holdings, etc buying crypto then it's not so easy to dump the market. I can mention 50 more big company name that is investing in cryptocurrency. They are not like retail investors who will be happy with small gains.  These companies are here to stay and looking for a big profit.
535  Economy / Economics / Re: 2021 not Looking good on: November 29, 2020, 01:09:15 PM
2021 not Looking good!

Only things what could be good are Bitcoin and cryptocurrency
Other things dont look good!

The economy will go lowest i Think.

Becouse there is still some countries who operating quite normal like sweden, finland but 2021 I think they have to face reality

And I dont see that Central Banks will just recklessly print money anymore just to pump Up economy I think this time they will say no more free money we dont kill the currencies with inflation

I dont belive that money printing dream anymore
And I think the Central bankers are same realistic as I am.


2021 is not started yet so how do you know what will happens? 2020 was the worst and the economy is recovering slowly and the good news is the vaccine for coronavirus is almost completed. Pfizer and Moderna have tested their vaccine for phase 3 and it was more than 94% effective. That means we will get the COVID19 vaccine in 2021 which will release the pressure.

New Source: https://www.nytimes.com/interactive/2020/science/coronavirus-vaccine-tracker.html
536  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 27, 2020, 02:55:12 PM

অনেককেই ETH স্টেকিং করতে আগ্রহী মনে হচ্ছে। কেউ যদি স্টকিং প্রোসেস তা পুরোপুরি বলে দিতো তাহলে অনেকের স্টেকিং করতে বা স্টেকিং করবে কিনা সে ডিসিশন নিতে সুবিধা হতো। খুব বড়ো এমাউন্ট stake না করলে ভালো প্রফিট হবেনা এটা সত্য তবে এটাও মনে রাখতে হবে যে স্টেকিং এ অনেক ETH লক থাকবে তাই দাম বাড়ার সম্ভবনা আছে ভালো।

 
এইখানে কি কেউ আছেন যারা ইথেরিয়াম স্টেকিং করার চিন্তা ভাবনা করছেন। স্টেকিং করতে নরমালী ৩২ ইথার লাগবে মনে হয়। কিন্তু ছোট এমাউন্ট স্টেক করার জন্য অনেক সাইট থাকতে পারে। যদিও আমি এখনো এইসব নিয়ে তেমন ঘাটাঘাটি করি নাই। তবে আমার চিন্তা আছে আমি করব।
তবে রিওয়ার্ড মডেল চিন্তা করলে খুবই কম। ৩২ ইথার স্টেক করলে এক বছরে সম্ভবত ১.৬৮ ইথার রিওয়ার্ড পাওয়া যাবে। এইটা তখনই লাভ হবে যখন একসাথে অনেক ইথার স্টেক করা যাবে। পাশাপাশি, স্টেকিং এ যদি বেশি মানুষ ইনভলভ হয়, তাহলে সেখানে অনেক পরিমান ইথার লক আপ থাকবে যার কারনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে অনেক। আপনারা কি মনে করে। কারো এই ব্যাপারে ভালো নলেজ থাকলে শেয়ার করতে পারেন। কিংবা কেউ আগ্রহী হলে এইখানে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।

সেরকম কোনো সাইট যেখানে অল্প ETH দিয়েও স্টেকিং করা যাবে থাকলে আমি জানতে আগ্রহী। দয়া করে প্রসেস গুলো বলে দিলে ভালো হয় সবার।


আসলে ৩২ ETH না থাকলেও ETH স্টেকিং করা যাবে। এই ক্ষেত্রে ফুল ভ্যালিডেটর নোড হওয়া যাবেনা তাই স্টকিং পুল ব্যবহার করতে হবে। নিচের ছবিতে অনেকগুলো ETH স্টকিং পুল এর নাম দেখতে পাচ্ছেন।


এইসব স্টেকিং পুল তে জয়েন হতে কোনো সফটওয়্যার ইনস্টল করার দরকার নাই।  আর আপ্নে চাইলে ০.০১ ETH ও স্টেকিং করতে পারবেন। ডিসেন্ট্রালাইজড স্টেকিং পুল গুলো ব্যবহার করা বেশি নিরাপদ বলে মনে করি কারণ এতে user দের কন্ট্রোল বেশি থাকে।
537  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 25, 2020, 05:24:17 AM
ভাইরে ভাই ,নাম না জানা ব্যবহারকারী আপনি কি এখনো আমার উপরে রেগে আছেন নাকি। আমি কি বলেছি বুল রান হবে না।

এখানে রাগের কিছু নাই ভাই। উনি এই বুল রান আর ২০১৭ এর বুল রান এর মধ্যে পার্থক্য দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন বুল রান কন্টিনিউ করতে পারে । উনি ওনার এনালাইসিস এর ডাটা কোথায় গেলে পাওয়া যাবে তার সোর্স হিসেবে নিউজ সাইট গুলোর লিংক দিয়েছেন। এখন আপ্নে বললেন যে নিউজ সাইট গুলো টাকার বিনিময়ে নিউজ পাবলিশ করে। একথা বলে কি আপ্নে এটা বুঝাইতে চাচ্ছেন যে হিস্টরিকাল ডাটা গুলাও মিথ্যা? এটা তো সম্ভব না।

Grin ভালো হয় যদি আপনি ওনার লেখা লাইনটা পড়েন। ওনি বলেছেন যে, ২০১৭ এর মতো মার্কেট ক্রাশ হবে না, যেটি সাধারণত ২০১৮ তে হয়েছিল। আমি মার্কেট ক্রাশ হওয়া নিয়ে কথা বলেছি, নাকি বুলরান। আর আপনি দেখি জেদ নিয়ে আছেন যে, আপনি ১০০০% সঠিক এবং আমি যে একটা বিষয়ের অপর দিক দেখাচ্ছি সেটি মোটেও সঠিক নয়।  Roll Eyes আমি তো এর আগের পোষ্টটে পরোক্ষভাবে বললাম যে বুলরান হবে। হুদাই অল্প একটু পইড়া ৬ কে ৯ বানানোর অভ্যাস আমার না। পারললে BountyHunk টেলিগ্রাম গ্রুপে দেখেন, বিটিসির মূল্য যখন ১২ কিংবা ১৫ হাজার ডলার ছিল, তখন থেকে সবাইকে বলতেছিন, বিটিসির বুলরান চলতেছে এবং নতুন সর্বোচ্চ মূল্য (ATH) তৈরি হবে।

আমি কথা বলতেছি, মার্কেট ক্রাশ হবে কিনা, আর আপনি পইরা আছেন বুল রান নিয়ে। এত বুদ্ধি আমার থাকলে আমি তো ঘুমাতেই পারতাম না। আর আমি নিউজ পোর্টালরা পেইড নিউজও পাবলিশ করে, যেমন Q4 এর টপ অল্টকয়েনের লিস্ট, যেগুলো পেইড হয়। আর @istiak2277 নিউজ পোর্টালের রেফারেন্স বেশি দিতেছে বিগত পোষ্টগুলোতে, তাই তাকে এই বিষয়টি লক্ষ্য রাখার ঈজ্ঞিত দিয়েছে। এখন যদি আপনি বেশি বুঝে ৬ কে ৯ বানান আমার করার কিছু নাই।

অনেক হইচ্ছে, অন্ধকে পথ দেখায় আমার লাভ নাই।
বুঝতে পারছি আপনে অনেক জানেন। আপনার গ্রুপ এ যাবার প্রয়োজন নাই। আমি আপনাকে ২০১৭ আর ২০২০ এর বুল রান এর মধ্যে পার্থক্যটা দেখতে বলছি শুধু। মার্কেট ডিপ এ যাবেই আজ হোক কাল।  ক্রিপ্টো মার্কেট সব সময় sideway তে চলে না। যাই হোক আমি চাইনা ফোরাম এ নিজেদের মধ্যে ঝগড়া করতে। এমনিতেই বাংলাদেশি মেম্বার কম তার মধ্যে নিজেদের মধ্যে মনোমালিন্য ভালো না। ক্রিপ্টো মার্কেট unpredictable তাই সবার আলাদা মতামত থাকতে পারে। আমি সবার মতামতকেই রেস্পেক্ট করি। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্যে।
538  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 24, 2020, 05:57:47 PM
ভাইরে ভাই ,নাম না জানা ব্যবহারকারী আপনি কি এখনো আমার উপরে রেগে আছেন নাকি। আমি কি বলেছি বুল রান হবে না।

এখানে রাগের কিছু নাই ভাই। উনি এই বুল রান আর ২০১৭ এর বুল রান এর মধ্যে পার্থক্য দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন বুল রান কন্টিনিউ করতে পারে । উনি ওনার এনালাইসিস এর ডাটা কোথায় গেলে পাওয়া যাবে তার সোর্স হিসেবে নিউজ সাইট গুলোর লিংক দিয়েছেন। এখন আপ্নে বললেন যে নিউজ সাইট গুলো টাকার বিনিময়ে নিউজ পাবলিশ করে। একথা বলে কি আপ্নে এটা বুঝাইতে চাচ্ছেন যে হিস্টরিকাল ডাটা গুলাও মিথ্যা? এটা তো সম্ভব না।

আগের তুলনায় এক্সচেঞ্জগুলোতে বিটিসির হোল্ডিং কিংবা ট্রান্সজেকশন কম। এটার উত্তর সকল ক্রিপ্টো ব্যবহারকারীর জানা। কারণ এই বছরে যত এক্সচেঞ্জ হ্যাক হয়েছে, কোনো ইনভেস্টরই চাইবে যে তার বিটিসি এক্সচেঞ্জে রাখতে, এছাড়াও এখনো বিটিস নতুন একটি সর্বোচ্চ মূল্য তৈরি করে নাই। তাহলে তারা এক্সচেঞ্জে বিটিসি ট্রান্সফার করার কোনো মানেই হয় না।

এক্সচেঞ্জ হ্যাক হবার জন্য কেউ এবার BTC এক্সচেঞ্জ এ রাখছে না এটা আমার কাছে সঠিক মনে হচ্ছেনা। কারণ ২০১৭ তে ও অনেকগুলো এক্সচেঞ্জ হ্যাক হয়েছিল এবং এটা প্রতি বছর এ হয় কম বেশি। কিন্তু তারপরেও সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এর ব্যবহার কমেনি। আর BTC ATH ক্রস  করলে বুল রান continue হবে কারণ ইনভেস্টর রা BTC buy করা শুরু করবে । বেশিরভাগ রিটেল ইনভেস্টর রা পুরাতন ATH হিট করার আগেই তাদের BTC sell দেয় কারণ এত এ রেসিস্টেন্স লেভেল।


 
539  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 24, 2020, 02:51:41 PM
নিউজ সোর্স থেকে এসব পড়ে, কখনোই বলা যাবে না যে এবারের বুল রান ২০১৭ থেকে আলাদা। তার একটি কারণ বলতেছি, প্রত্যেকটা নিউজপোর্টাল টাকার বিনিময়ে নিউজ পাবলিশ করে। বিশ্বাস যদি না হয়, তাহলে একটি প্রশ্নের উত্তর খুজেন যে, কোনো একটি প্রজেক্ট সম্পূর্ণভাবে লঞ্জ/চালু হওয়ার আগেই কেমন করে "টপ অল্টকয়েন ২০২০" শিরোনামযুক্ত নিউজের লিষ্টে চলে আসে । আর প্রত্যেকটা নিউজ রিপোটাররা ইনকাম করে , এইসব বায়েস্ট নিউজ পাবলিশের মাধ্যমে।  আর আপনি যে নিউজ সোর্স থেকে বলেছেন যে, আগের তুলনায় এক্সচেঞ্জগুলোতে বিটিসির হোল্ডিং কিংবা ট্রান্সজেকশন কম। এটার উত্তর সকল ক্রিপ্টো ব্যবহারকারীর জানা। কারণ এই বছরে যত এক্সচেঞ্জ হ্যাক হয়েছে, কোনো ইনভেস্টরই চাইবে যে তার বিটিসি এক্সচেঞ্জে রাখতে, এছাড়াও এখনো বিটিস নতুন একটি সর্বোচ্চ মূল্য তৈরি করে নাই। তাহলে তারা এক্সচেঞ্জে বিটিসি ট্রান্সফার করার কোনো মানেই হয় না। শুধু বিটিসির সর্বোচ্চ মূল্যের অপেক্ষায় থাকুন, আজ হোক আর কাল হোক মার্কেটে অবশ্যই আবার নতুন ডিপ দেখা যাবে, আর সেটি আগের মতোই হইতে পারে। তবে কত মূ্ল্যের ডিপে যাবে, সেটি কেউ বলতে পারবে না, যেমনটা বিটিসির সর্বোচ্চ মূল্য কেউ বলতে পারবে না।

শুধু নিউজ সোর্স না দেখে ফ্যাক্ট গুলো যাচাই করুন। উনি যে পয়েন্টস গুলো নোট করেছেন তার সব এ আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে। নিউজ মিডিয়া গুলো hype তৈরী করে এটা ঠিক আছে কিন্তু মার্কেট এনালাইসিস করলে ফ্যাক্ট গুলোর সত্যতা পাওয়া যায়। ওনার সব গুলো পয়েন্ট সত্য পাস্ট ডাটা এনালাইসিস করলে। আর ক্রিপ্টো মার্কেট এ একটা কথা প্রচলিত আছে" হিস্ট্রি রিপিটস "। আমারও মনে হচ্ছে  আমরা আরেকটা বিটকয়েন bull রান দেখতে যাচ্ছি।
540  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Avalanche can be the Ethereum Killer? on: November 24, 2020, 02:42:51 PM
Some people say that Avalanche has good potential and it offers something Unique. What do you say about it? its new features like Avalanche Ethereum Bridge can really attract new projects In its influence? Do you even think that in the market ethereum network has any real competition right now?
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 [27] 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 ... 92 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!