Bitcoin Forum
July 02, 2024, 01:40:31 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 »
61  Local / Other languages/locations / Re: ইথিরিয়ামের লন্ডন হার্ডফোর্ক ! on: August 01, 2021, 01:53:41 PM
বহু অপেক্ষার পর ইথিরিয়ামের এই বছরের সবচেয়ে আলোচিত হার্ডফোর্ক হতে যাচ্ছে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে। কারণ এই হার্ডফোর্ক সম্পন্ন হওয়ার পরই ইথিরিয়ামের পুরো ট্রান্সজেকশন সিস্টেমে অনেক পরিবর্তন আসবে, যেমন ব্লকের আকার বৃদ্ধি করা হবে, কয়েন বার্নিং সিস্টেম সংযুক্ত হবে এবং সবচেয়ে বড় কথা হলো ট্রান্সজেকশন ফি অনেকটা আগের মতো হয়ে যাবে। যদিও ইতিমধ্যে ইথিরিয়াম গ্যাস ফির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে।

আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".

আগস্ট মাসের ৪ তারিখ বা তারপর পরেই হতে যাচ্ছে বহুল আলোচিত এই হার্ডফোর্ক । গ্যাস ফি গত কয়েকমাসে অনেকটা কম আছে এবং আশা করা যাচ্ছে এই হার্ডফোর্কের মাধ্যমেই আরো কমবে এবং আগে যে টিপিএস (ট্রানজেকশন পার সেকেন্ড) ছিলো হার্ডফোর্কের পরে তা কয়েকগুণ বাড়বে এবং ট্রানজেকশন দ্রুততর হবে আগের চেয়ে। গত বছরের ডিসেম্বর মাসের ১ তারিখে বিকনচেইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইথারিয়াম ২.০ এর যাত্রা শুরু হয়। বর্তমানে দ্বিতীয় ধাপ “শার্ডচেইন” চলতেছে। তাদের ৩ টি ধাপ সম্পন্ন করতে ধারণা করা হচ্ছিলো ২০২১ সালের ডিসেম্বর বা আগামী বছরের প্রথম কোর্য়াটার পর্যন্ত লাগতে পারে। তার আগ পর্যন্ত তাদের আগের ভার্সণের মাধ্যমেই ট্রানজেকশন সম্পন্ন হবে (বর্তমানে যা চলতেছে) এবং পুরাপুরি সম্পন্ন হলেই কেবল ভার্সন ২.০ ব্যবহারযোগ্য হবে এবং ট্রানজেকশন দ্রুততর হবে ও ট্রানজেকশন ফিও কমবে। তবে আমি এখনও আনুষ্ঠানিক কোন তথ্য পাইনি যে এই হার্ডফোর্কের মাধ্যমেই কি ভার্সন১.০ এর পরিবর্তে ২.০ এর যাত্রা শুরু হবে নাকি আরো সময় লাগবে। আর হা, যে কোন হার্ডফোর্কই সেই কয়েনের দামের উপর প্রভাব ফেলে যা গত কয়েকবছর ধরে দেখে আসতেছি। আমার মনে হয়না এ বছর বিটকয়েনের গতিবিধির উপর ইথারিয়ামের দাম নির্ভর করবে বরং ইথারিয়ামের আপন গতির উপর চলার সম্ভাবনাই বেশি। যদিও ইথারিয়াম নেটওয়ার্কের ব্যবহার আগের চেয়ে অনেক কমে গেছে এবং বাইনান্স স্মার্টচেইনের ব্যবহার সেই অংশটা নিয়ে নিয়েছে।
62  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: how can i find alt coins before they explod on: July 25, 2021, 08:03:59 AM
It's not always easy to find out the coins before explode. You can do few things like-
1. Participate in IDO from renowned IDO Launchpad sites like Polkastarter, Polkabridge, Dao starter. Tokens from IDOs maximum become hit after listed in DEXs or CEXs.
2. You have to consider the trend. Which trend ongoing is a good way of finding that type project. Now NFT game projects are HYPE.
3. You have to active and try to find out more and more new projects from CMC, CoinGecko new listings or Telegram groups. Then research, keep update, partnership, listing, token sale of the projects and find the best project for investment.

This is my opinion but it may differ person to person.
63  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Pancake Swap on: July 25, 2021, 07:56:33 AM
If you are new and don't have any crypto in your wallet, you have to buy BNB or USDT, BUSD from Binance or Kucoin with your currency USD. Then withdraw BNB or BUSD to your ETH wallet (ETH, BSC, HECO chain can be used by same wallet just need to connect with metamask and select the specific blockchain), Connect your wallet/Metamask with Pancakeswap and swap Cake for BNB or Busd. You can earn by staking your CAKE in  Pancakeswap also or your can just hold your Cake.
64  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Convince me that bounties paying in anything other than Bitcoin are worth it on: July 24, 2021, 11:39:31 AM
We know that bounties are mostly a waste of time because almost 90% bounties don't pay to the hunters in the last two years from my personal experience. I confess that only signature paid by BTC here in Bitcointalk are the guaranteed payment but for bounty, it's mostly uncertain and most of the bounties will deceive at the end. Few projects pay but by delaying and when they pay, it becomes worthless. I still do few bounties only for collecting funds for investment. Investment gives me 20x profits than bounty although i spend 2x time in bounty.
65  Bitcoin / Bitcoin Discussion / Re: Don't give your bitcoins to scammers on: July 24, 2021, 11:16:01 AM
Some greedy users fall into trap of scammers. They send their valuable assets (BTC, ETH, or other coins) for getting bigger amount from the fake giveaways but they have to bear in mind that no one will give you BTC, ETH for free. This greedy guys should also bear in mind that they shouldn't disclose their private key, backup in the given fake sites. Greed and lack of awareness will bring sufferings to them at the end.
66  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Will BNB become the king of all coins on: July 23, 2021, 02:12:11 PM
It's not possible for BNB to become king of all coins by surpassing Bitcoin although BNB can surpass ETH in the future to become top altcoins but i think it's not enough to surpass Bitcoin. If you want to compare the number of transactions of Bitcoin and BSC network, obviously, BSC network will be top surpassing ETH and BTC but this doesn't mean that BNB will be the king of all coins. BTC will remain the king of cryptocurrency longer time.
67  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Is USDT Tether safe? on: July 23, 2021, 02:06:46 PM
Few months ago, we were in tensed about USDT but later it was come to fine till now. BTW, USDT still haven't published any audited results whether they have fully backed by assets. As one of the top 3 coins in CMC, we are using USDT mostly without any problem so far.
68  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Campaign Token on: July 23, 2021, 12:35:55 PM
The average bounty allocates the most tokens for Twitter, Facebook, Signature, Youtube and Article campaigns.
is there a bounty that allocates higher tokens to the Signature campaign?

You can check every bounty thread posted regularly. Most of the bounties allocate signature from 20% to 40% which is comparatively higher than twitter or facebook, or telegram even sometimes greater than Article/Video allocations. Signature participants have limit with that allocation. So that allocation is sometimes higher than actual participants' fair allocations.
69  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: July 23, 2021, 01:55:15 AM
অনেকেই আছে যারা অনেক সফল হয়েছে, সেই তুলনায় আমার সফলতা কম হলেও আমি একটি বিষয় আপনাকে উপদেশ দিতে পারি যে, বাউন্টি করার একটি সুবর্ণসময় হলো প্রতি বছরের সেপ্টেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত এবং এই সময়ের বাউন্টিগুলো খুবই সফল হয়ে থাকে। এটি আমি আমার বাউন্টির অভিঙ্গতা থেকে পেয়েছি।  Wink

আমিও আমার গত কয়েকবছরের বাউন্টি অভিজ্ঞতা থেকে দেখতেছি প্রতিবছর আগস্ট/সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী/মার্চ পর্যন্ত বাউন্টির জন্য ভালো সময় যায়। তার কারণও দেখেছি যে ওই সময়টা মার্কেট পরিস্থিতি সার্বিক দিক বিবেচনায় ভালোই থাকে এবং বাউন্টির জন্য যেটা অফ সিজন (মার্চ থেকে জুলাই/আগস্ট) থাকে মূলত মার্কেট কারেকশান মোডে থাকার কারণে।


বিঃদ্রঃ- যারা স্টেকিং করে আয় করতে চান তাদের জন্য Cake, Baby দুটি টোকেনই বর্তমানে ১০০%+ এপিআর। অর্থাৎ কেউ যদি ১০০ Cake স্টেকিং করে তাহলে বছরে ১০০ টা Cake পাবেন স্টেকিং পুরস্কার হিসেবে (আজকের রেট অনুযায়ী)। অর্থাৎ মাসে ৮.৩৩ টা Cake যা ১০০ ডলার এর মত। চাইলে সেটা রিস্টেকিং এ দিয়ে আরো বেশি টোকেন পাবেন স্টেকিং থেকে। BabySwap এর Baby টোকেন স্টেকিং করলে ১৫০%+ এপিআর পাবেন (আজকের রেট অনুযায়ী)। অর্থাৎ কেউ ১০০০ Baby টোকেন স্টেকিং করলে বছরে ১৫০০ টোকেন পাবেন রিওয়ার্ড হিসেবে। এছাড়া আরো নিত্য নতুন টোকেন আসে স্টেকিং করার জন্য। Baby টোকেন স্টেকিং করে সেগুলোও আয় করতে পারেন যা ২০০%+ ও আছে বর্তমানে এপিআর। আমি নিজেই সেখানে স্টেকিং করতেছি। এপিআর এর ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে- যত বেশি টোকেন স্টেকিং এর জন্য দেওয়া হবে এপিআর তত কমতে থাকবে, পক্ষান্তরে যত বেশি লোক টোকেন সেখান থেকে উইথড্র করে নিবে  এপিআর তত বাড়বে। টোকেন বেশি মানে এপিআর কম, টোকেন যত কম মানে এপিআর বেশি।
70  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: July 22, 2021, 03:17:13 PM
যখন কোন টোকেন ico প্রাইজ সেট করে ও তা কেনার জন্য একটি সময় দেয়া হয় আমি এটি কিভাবে কিনতে পাড়ি। এটি কেমন হতে পাড়ে তা বোঝাতে আমি নিচে ছবি পোষ্ট করলাম।আসা করি আমি কিভাবে ico prise টোকেন কিনতে পারবো তার সঠিক উপায় জানতে চাই


ভাই, আমার পরামর্শ হচ্ছে- বাউন্টি করতেছেন সেটা চালিয়ে যান। বাউন্টি করে আয় করেন, ভালো এবং টপ কয়েন দেখে সময় সময় বিনিয়োগ করেন-সেটাই ভালো। আইসিও, আইডিওতে বিনিয়োগ অনেক ঝুঁকিপূর্ণ। অনেক প্রজেক্ট স্কাম করে চলে যায়। আমি গত ৩ মাসে ৫-৬ টা আইডিও করেছি তার মধ্যে USOGUI (USG), BISONPAD (BPAD) আমার ৫ বিএনবি স্কাম করেছে। সব ইনভেস্টরদের এমাউন্ট নিয়ে ভেগেছে আইডিও শেষে।সম্প্রতি POLKAWAR আইডিও করেছিলাম যেটা আইডিও প্রাইসের ৩ গুণ লস হয় যদিও হোল্ড করে পরে আসল+ এ বের হয়ে এসেছি। এখন আইডিওতে ইনভেস্ট করা বাদ দিছি। খুব ভালো প্রজেক্ট এবং যাদের ব্যাকআপ আছে (যদি স্কাম করে তাহলে ফান্ড ফেরত দেয়) এমন সাইট (পলকাব্রিজ) আইডিও করলে সেখানে সামান্য বিনিয়োগ করা যেতে পারে।


এরপরেও আপনি যদি রিক্স নিয়ে অংশগ্রহণ করতে চান তাহলে সেই প্রজেক্টের বিবরণ দেখে বুঝতে হবে। হয়ত তারা কোন আইডিও প্লাটফর্মে আইডিও করাবে সেখান থেকে অংশ গ্রহণ করতে পারেন। কিংবা তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আপনি আপনার ওয়ালেট কানেক্ট করে প্রয়োজনীয় এমাউন্ট টোকেন ক্রয় বা ক্রয়ের জন্য তথ্য ফিল আপ করতে পারেন। বিস্তারিত তথ্য সেই প্রজেক্টের টেলিগ্রাম ও ওয়েবসাইটে পাবেন কিভাবে কি কি করতে হবে। সবচেয়ে ভালো হয় আইডিও সাইট থেকে জয়েন করতে পারেন। তবে কথা  একটাইঃ ঝুঁকিপূর্ণ । তাই বিনিয়োগ করার আগে অবশ্যই যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিবেন।
71  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Why do people still use ETH? on: July 22, 2021, 12:32:51 PM
Already the use of Ethereum network has come down and BSC network has risen in the last couple of months. Now BSC DEXs are very popular and hot trend where only Uniswap is still popular. That's why use of ETH is now 2nd mainstream where Pankcakeswap, Babyswap are on the rise and you can that BSC is the main stream Chain now. Very soon, Polkadot will also be one of the main stream Chain like ETH and BSC.
72  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Will BTC fall below $20,000? Bargain hunting? on: July 22, 2021, 12:23:55 PM
I am not sure whether Bitcoin will reback to $20k but the possibility is very low. Already started recover the market price from yesterday. DOT, KSUMA are good coins and i think both will be one of the top investment choice to me and also to the many investors. I will definitely hold both of the coins and i am fond of the both coins.
73  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: am i the only one expecting the market to be worse than this? on: July 20, 2021, 12:04:53 PM
I don't want to wait that's why i have been trying to purchase Bitcoin and top few altcoins as more as i can. I will definitely buy more if market becomes more worse. I have been staking few coins which generates daily revenue which i will use for rebuy if market will deteriorate than now. But i think market becomes stable at this stage and will move forward very soon.
74  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: July 19, 2021, 01:55:53 PM
বুল রান কি জিনিস ভাইয়া?


“বুলরান” মূলত একটি অর্থনৈতিক শব্দ বা আর্থিক পরিভাষা। যখন কোন সম্পদ বা বাজার পরিস্থিতি ঊর্ধ্বগতির দিকে ধাবিত হয় তখন সেটাকে বুলরান বলে।
ক্রিপ্টোতে তেমনি বুলরান হচ্ছে যখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট পরিস্থিতি ক্রমাগত ঊর্ধ্বগতির দিকে যায় তখন আমরা সেটাকে বুলরান বলি। বুল মানে ষাঁড়। যখন মার্কেট ষাঁড়ের মত শক্তিনিয়ে সামনে  এগিয়ে যায় তখন সেটা বুলরান। কোভিড-১৯ এর ছড়িয়ে পড়ার পরে ক্রিপ্টোমার্কেটে অনেক উত্থান হয়। মার্কেট ক্যাপ ৪০০ বিলিয়ন থেকে বাড়তে বাড়তে ২.২৫ ট্রিলিয়ন হয়ে যায়। এটাকে বুলরান বলে থাকি।

পক্ষান্তরে যখন কোন সম্পদ বা বাজার পরিস্থিতি নিচের দিকে বা খারাপ পরিস্থিতির দিকে ধাবিত হয় তখন তাকে “বিয়ারিশ ট্রেন্ড" বলি। বিয়ার মানে ভাল্লুক। ভাল্লুকের সাথে তুলনা করার কারণ হচ্ছে- ভাল্লুকের প্রায় সময় গায়ে জ্বর থাকে। যার কারণে সে শুয়ে থাকে, কাতরাতে থাকে জ্বরে। মার্কেট যখন নিচের দিকে নামতে থাকে তখন একটা প্যানিক বা আতঙ্ক কাজ করে সবার মধ্যে। সবাই সেল মারতে থাকে। মার্কেট ক্রমাগত নিচের দিকে নামতে থাকে বা পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে। প্রচলিত কথায়- মার্কেট শুয়ে পড়েছে। যেটাকে ভাল্লুকের জ্বরের কারণে তার পরিস্থিতির সাথে মার্কেটের শুয়ে পড়া পরিস্থিতিকে তুলনা করতে বিয়ারিশ ট্রেন্ড বলে থাকে। মার্কেটক্যাপ ২.২৫ ট্রিলিয়ন থেকে ক্রমাগত কমতে কমতে বর্তমানে ১.২৪ ট্রিলিয়নে নেমে গেছে।

আমাদের দেশের শেয়ার বাজারে একটা কথা প্রচলিত আছে- ষাঁড়ের লড়াই ভাল্লুকের জ্বর।
75  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: The best way to earn your fil in 2021 on: July 19, 2021, 02:14:30 AM
It sounds bad that people will pm you for getting idea or to earn from. Now people or investors are more aware even in this bearish market. Those who have funds will invest in any good project after research. Why they will pm you here? If you have plan to share your tricks, you can share here details so that others can know it and decide about it.
76  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: why some are still loosing money in crypto on: July 18, 2021, 12:40:43 PM
I have faced huge losses after 2017 collapse and taken lesson not to invest in shitcoins. Then i follow others as OP have advised not to follow others in investment. Now i am more conscious in investment. I invest only coins and tokens that have solid foundations and strong team, already famous in crypto world like top coins. It ensures me little profits comparing to shitcoins but shitcoin once vanishes it losses whole capital.
77  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Don't panic on: July 18, 2021, 12:26:04 PM
I also agree that panic sellers mostly lose their money panic sale when they hear any rumor. I always believe DYOR is the best method for earning from crypto and avoid listening rumor, panic sale etc. Patience is the key to make profits here. Whenever i want to invest in a particular coin, i don't believe in sale in small fluctuations.
78  Bitcoin / Bitcoin Discussion / Re: Who to Trust, Fiat Banks or BTC? on: July 17, 2021, 02:52:28 PM
I trust banks in my country for saving my money there but it doesn't generate much profits like holding Bitcoin although Bitcoin is volatile but holding for long term don't deprived me in the last couple of years. Trust in Bitcoin is a risky in terms of profits/losses taking but holding cash in Bank will be more preferable than Bitcoin. I think both are separate part, one (Bitcoin) is for investment and another (Bank) is for life saving cash.
79  Bitcoin / Bitcoin Discussion / Re: Can BTC exist without Fiat? on: July 17, 2021, 02:45:14 PM
Firstly Bitcoin was created without the dependency on fiat but later the value of Bitcoin is highly related to each other. Now without fiat, we can't compare the real value of Bitcoin or can't pay Bitcoin in exchange for goods or assets. If Bitcoin becomes mainstream coin in future, probably we can exchange something with Bitcoin but till now, fiat is inevitable.
80  Bitcoin / Bitcoin Discussion / Re: Is Bitcoin better than Fiat? on: July 17, 2021, 02:17:05 PM
For the first time in history, money is separated from the state. Bitcoin aims to be an alternative to Fiat currencies by providing financial inclusion to anyone, anywhere in the world. A system governed by mathematics and cryptography will put an end to corruption once and for all. The pioneer cryptocurrency can be used globally without limitations thanks to its decentralized model. People can send cross-border payments in minutes without the need for ID verification, background checks, or credit checks of any kind. This brings a whole new era of financial sovereignty as we know it.

What do you think? Is Bitcoin better than Fiat? If not, why? Is it still too early to tell? Your input will be greatly appreciated. Thanks in advance Smiley

We all know that Bitcoin is a Decentralized currency where Fiat currencies are most centralized currencies. From the perspective of the Govt, Bitcoin isn't good for the country for it's decentralization but investors love it as their identity remain hidden here. Investors invest in Bitcoin for profits but investment in Fiat coins doesn't generate profits as fiat coin's price remains stable. Fiats are used just for trade and keep portfolio balance same in times of volatility.
Pages: « 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!