Bitcoin Forum
July 04, 2024, 09:10:57 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 ... 59 »
61  Economy / Trading Discussion / Re: Bitcoin trading and gambling on: September 18, 2023, 04:48:15 AM
...
So having made all this comparisons, do you think that bitcoin can be classified as gambling?
Bitcoin trading and gambling are different and can never be the same. Because if you gamble on something, if you win you will get 150 or 200 for 100 bets, if you lose you will lose the whole money. Those who trade in Bitcoin wait until the price drops to buy and try to sell when the price goes up, with little chance of losing their entire money. Those who understand trading well can earn good profits. Many families do not like gambling. I have seen many people have become destitute due to gambling losses. Bitcoin trading can lead to risky gains or losses.


There is a difference between the type of gambling you want to do, whether you actually want to gamble or not, you have to put it first if you can, but there are successes and failures in both winning and losing, the more experience you gain, the more you achieve success. You can, here everything depends on your first target if your target is then your decision should be the same, on the other hand, if your target is gambling or trading then your target should be the same, but in my opinion, higher risk in gambling than trading. Much more because if you trade, you understand the profit and loss part. On the other hand, the more you gamble, the more you'll find that you don't understand your profit and loss portion, and depending on you, more losses and more profits. Whichever you decide, but there are also many successful people who have achieved success in both fields.
62  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 18, 2023, 03:09:17 AM
তারপর বলেন, আমাদের লোকাল থ্রেড নিয়ে গ্লোবালের আলোচনা গুলো আপনারা কেমন এনজয় করছেন? আমরা তো আসলে চাই না কেউ কারো সাথে খারাপ সম্পর্ক তৈরী করুক যে কারনে অনেকেই কিছু করছেন যেনেও কেউ কাউকে কিছু বলে না। আমি অতীতে একজন কে পি এম করে বলেছিলাম যে আপনার একটিভিটি খুবই সন্দেহজনক মনে হচ্ছে। জানি না তিনি এখনো এগুলো করে বেড়াচ্ছেন নাকি। সবাই লোকাল থ্রেড এ যেমন সময় দেন, যেরকম পোষ্ট করেন, আপনারা গ্লোবাল বোর্ড গুলোতে শুধু পোষ্ট কাউন্ট এর জন্য পোষ্ট না করে ভ্যালুয়েবল কিছু এড করেন। যেগুলো দেখলে কেউ বলবে না যে এটা সিগন্যাচার স্প্যাম। ব্যাস্ততার কারনে আমার নিজের একটিভিটিই তেমন ভালো না। তবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, লোকালে গ্রুপিং করা বন্ধ করেন।

আমার কাছে সবথেকে খারাপ লাগার ব্যাপার হচ্ছে "বাংলাদেশ (Bengali)" টপিক থেকে সবথেকে বেশি মেরিট পেয়েছে এবং র‍্যাংক আপ করেছেন, এর পরে কোনো একটা সিগনেসার এ জয়েন করার পরে ২৪ঘন্টাতে একটা  পোস্ট ও করেনা, কিন্তু অন্য টপিক গুলাতে রেগুলার পোস্ট করে, এটা মোটেও ভালো লাগার বিষয় না। 
63  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 17, 2023, 03:18:34 PM
বিটকয়েনের নামে ৩০০ কোটি টাকা আত্মসাৎ

নিউজটি আমি ঢাকা টাইমস নিউজে থেকে পেয়েছি, আমাদের এখানে হয়তো অনেকেই নিউজ টি দেখেন নি নিউজটি বিটকয়েন সম্পর্কে নিয়ে তাই এখানে শেয়ার করলাম। নিউজ টি দেখে আমি অবাক হয়েছি আমাদের বাংলাদেশে বিটকয়েন অবৈধ বিটকয়েন নিয়ে কেউ সমালোচনা করতে ভয় পায়। কিন্তু নুরনবী পলাশ ও মিনহারুল হক মিঠু এবং তার সহচারী নিয়ে রাজশাহী ও চাপাইনবয়াবগঞ্জ বেশ কিছু লোক জনের কাছে থেকে বিটকয়েন ব্যবসা নামে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেই ভুক্তভোগীরা লোকজন ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পলাশ ও মিঠু কে পুলিশ যৌথভাবে অভিযান করে গ্রেপ্তার করেন। শুক্রবারে তাদের কারাগারে পাঠানো হয়।

নিউজটি ঢাকা টাইমস থেকে মুল বিষয়টুকু পোস্ট করেছি : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


এগুলা ছাড়াও আরো বেশ কিছু প্রোজেক্ট আছে তাদের এবং আস্তে ধীরে সবগুলাই ধরা খেয়ে যাবে সময় মতো, ইন্টেলিজেন্সির লোকজন সব খেপে আছে বোঝাই যাচ্ছে MTFE এর ঘটনার পরে থেকে। সামনে যা পাবে সমান তালে  সবকিছু ধরবে ।
64  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 17, 2023, 07:47:39 AM
আমরা জানি যে, ক্রিপ্টো কারেন্সি মানে শুধু বিটকয়েন কে বোঝানো হয় না। তবে ক্রিপ্টোকারেন্সিতে অনেক কিছু বোঝার এবং শেখার আছে। আমরা যদি ক্রিপ্টো কারেন্সি তে কোন কিছু না বুঝি তাহলে কি গুগল এবং ইউটিউবের সার্চ করলে সেগুলো পাওয়া যাবে।
মানে আমি বলতে চাচ্ছি যে ক্রিপ্টো কারেন্সি বিষয়ক অধিকাংশ জিনিস কি google এবং ইউটিউবে দেওয়া আছে সঠিকভাবে। নাকি আমাদের সিনিয়রদের পোস্টগুলো পড়ে তারপর অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Google, Youtube, ChatGPT সব জায়গা থেকেই আপনে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারবেন তবে সেটি থাকবে একটি নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে কারন গুগলে আপনি হিউজ আর্টিকেল পেতে পারেন ইউটিউবে কিছু ভিডিও পেতে পারেন তবে আপনি আপনার মনে থাকে প্রশ্নের উত্তর সেখানে সহজে খুজে পাবেন না। আর এ কারনেই এই ফোরাম অনেকটা হেল্পফুল এই দিক থেকে আপনে এখানে আপনার মনে থাকে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। এখানে আপনাকে এক এক জন এক এক ভাবে আপনার প্রশ্নের উত্তর দেবে সেখান থেকে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত উত্তর খুইজা পাবেন।
@Z_MBFM ভাই আপনার সাথে আমি একমত। শুধু কিছু বিষয় যুক্ত করতে চাই।

প্রথম কথা হচ্ছে যে সকল বোর্ড আছে সব বোর্ডে পিন পোস্টে যেগুলো দেওয়া আছে বা মার্ক করা আছে সেগুলো আপনি আগে পড়বেন, সেখানে রেফারেন্সে যে ধরনের বোর্ডগুলা পড়তে বলা হয়েছে সেগুলো পড়বেন।

অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অনেক পোস্ট আছে যেগুলো হচ্ছে পুরোপুরি ইংলিশ এবং আমেরিকান ইংলিশ বা ব্রিটিশ ইংলিশে লেখা, আমরা যেহেতু বাঙালি তাই আমেরিকান ইংলিশ খুব একটা ভালো বোঝেনা, সে ক্ষেত্রে আপনি যদি কোন কিছু না বুঝতে পারেন তাহলে সেটা "কোট" করে বাংলা থ্রেডে পোস্ট করতে পারেন, যারা ইংরেজি ভালো বোঝে কেউ না কেউ আপনাকে সহযোগিতা করবে এখানে কোন সমস্যা নেই।
ফরমেটঃ
Code:
[quote]আপনি যেটা বুঝতে পারেন নি সেই তথ্য। [/quote]

আপনি যদি এভাবে পোস্টে ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন যে দু-এক মাসের মধ্যে বা দু চার মাসের মধ্যে আপনি ভালো কিছু করে ফেলেছেন, আর বিটকয়েন টাকে তাড়াহুড়া করা ঠিক না, কারণ অনেকদিন আগে এক বড় ভাই বলেছিল যে দুই বছর আগে শুধু পড়াশোনা করেন, তারপরে আপনি দেখবেন এমনিতে একটা ভালো অবস্থান তৈরি করে ফেলেছেন তো সেই কথাটা আজকে দুই বছর পরে আমার ক্ষেত্রে সত্যি হয়েছে।

একটু ধৈর্য ধরে পোস্ট করেন এবং অপেক্ষা করেন পোস্টে কোয়ালিটি বাড়ানো সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে জানেন এবং শেয়ার করেন, কিছু ক্ষেত্রে সোর্স ব্যবহার করেন যে সোর্স থেকে আপনি নিয়েছেন তথ্যটি এবং নিজের মত করে লেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন এমনিতেই আপনি ভালো একটা অবস্থান তৈরি করে ফেলতে পারবেন, আর নতুন অ্যাকাউন্ট হিসেবে এত তাড়াহুড়া করা মোটেও ঠিক না।




আপনার এই ছবিটা দেখে আমার একটা ঘটনা মনে হয়ে গেল যে নেপোলিয়নের সাথে বিটকয়েনের সরাসরি সম্পর্ক নেই কিন্তু তারপরও তার যুদ্ধে যে কলা কৌশল সেখানে ক্রিপ্টো এর সাথে একটা সম্পর্ক আছে।

বাংলাদেশ আর্মি তে "ক্রিপ্টো সংকেত" বলে একটা সংকেত আছে যেটা বিশেষ যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়, এবং বিশেষ যুদ্ধের একটা ভাষা হিসেবে ক্রিপ্ট ও সেখানে ব্যবহার করা হয় যেটা বাংলাদেশ আর্মিতে ইন্টেলিজেন্সি এবং চৌকস যারা বা স্পেশাল ফোর্সে আছে তাদের ক্ষেত্রে শুধু ট্রেনিং টা দেওয়া হয়, এবং সে ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই ভাষাটা তারাই বোঝে যারা বিশেষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকে।

যারা বিশেষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকে তাদেরকে স্পেশাল ফোর্স হিসেবে আর্মিতে গণ্য করা হয়, এবং তাদের ক্ষেত্রেই ক্রিপ্টো সংকেতটি ব্যবহার করা হয় এবং ক্রিপ্টো সংকেতের মাধ্যমে বিশেষ যুদ্ধের একটা ভাষা দেওয়া থাকে, যেটি শুধুই সংকেত যারা বোঝে বা এই সম্পর্কে যাদের প্রশিক্ষণ আছে শুধুমাত্র তারাই সেটার অর্থ বুঝতে পারবে।

যেমন মনে করেন একটি শব্দ দিয়ে পুরো একটি বাক্যকে বোঝানো হয়, বা কয়েকটা অক্ষর ব্যবহার করে পুরো কয়েক লাইন কথা বোঝানো হয় এমন সংকেতগুলা শুধুমাত্র ক্রিস্টো সংক্ষেপে ব্যবহৃত হয়, এটা অনেক আগে থেকে আছে  ব্রিটিশরা তাদের শাসন আমলে এটা তৈরি করে গিয়েছিলো,  যা আর্মিতে "স্পেশাল ফোর্স" বা "আর্মি ইন্টেলিজেন্স" বলা হয়। যার বর্তমান রূপ হচ্ছে "ডিজিএফআই" বা (DGFI=Directorate General of Forces Intelligence)।


সোর্সঃ ১ঃ বিটকয়েনটল্ক সম্মিলিত পোস্ট থেকে নেয়া ও নিজের মতো লেখা।
সোর্সঃ ২ঃ বাংলাদেশ শীর্ষ গোওয়েন্দা সংস্থার (NSI=National Security Intelligence) ও (DGFI=Directorate General of Forces Intelligence) এর অভ্যন্তরীণ কার্যক্রম থেকে নেয়া।
ধন্যবাদ।
65  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 16, 2023, 02:14:20 AM
"শুভ সকাল"



আসলে কি যে একটা অনুভুতি হচ্ছে বলে বোঝাতে পারবোনা, আনান্দে চোখে পানি চলে আসছে ।

ধন্যবাদ সবাইকে আপনারা সহোজোগীতা না করলে হয়ত এতো তারাতারি ফুল মেম্বার হতে পারতাম না ...!
ভাই আপনি ফুল মেম্বার হয়েছেন কারণ আপনার Full Member মেম্বার হওয়ার যোগ্যতা রয়েছে. এখানে অনেকেই প্রতিনিয়ত র‍্যাংক আপ করে যাচ্ছে তবে এক এক জনের র‍্যাঙ্ক আপ করার মাধ্যম এক এক ধরনের। তবে আপনার ক্রিয়াকলাপ দেখে মনে হল যে আপনি আপনার নিজ জ্ঞান এবং পরিশ্রমে আপনার ন্যায্য র‍্যাংক অর্জন করতে পেরেছেন। আপনাকে অভিনন্দন নতুন র‍্যাংক পাবার জন্য। এভাবে এগিয়ে যান ভবিষ্যতে আরো ভালো করুন। শুভকামনা রইলো আপনার জন্য।

আলহামদুলিল্লাহ ভাই এইটা একটা সপ্নের মতো ছিলো আমার কাছে আশলেও আমি যে কোনোদিন ফুল মেম্বার হবো এই আশা করিনি, তবে চেস্টা করি নিজেকে বিনয়ী হতে এবং অন্যদেরকে সাহায্য সহযোগীতা করতে, দোয়া করবেন নিজের এবং (বাংলাদেশ (Bengali) কমুনীটির জন্যেও সামর্থ্য মতো যেনো কিছু করতে পারি।

@Congratulations Subbir ফুল মেম্বার র‍্যাঙ্ক অর্জন করার জন্য নিজস্ব যোগ্যতায় র্যাংক পরিবর্তন হলে আসলেই খুবই আনন্দ লাগে। এবং ফুল মেম্বার হওয়ার এই অনুভূতিটা খুবই আনন্দ তবে সবসময় একটিভ থেকে বাংলাদেশ বোর্ডকে সজাগ রাখুন। আপনার দায়িত্ব আরো বেড়ে উঠেছে কারণ সামনের প্রতিযোগিতা গুলো আরো কঠিন। পরবর্তী রাংক পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই আরো বেশি করে পরিশ্রম করতে হবে। ভবিষ্যতের দিনগুলি জন্য অবশ্যই দোয়া করি। সবাই মিলে যেন আরো এগিয়ে যেতে পারি, এবং বাংলা লোকাল বোর্ডকে অ্যাক্টিভ রেখে সজাগ রাখতে পারি ।
ধন্যবাদ সকল সদস্যকে।।।।

ঠিক বলেছেন ভাই এখন কিছুটা হলেও দ্বায়ীত্ত বেড়ে যাবে, আমি ইনশাআল্লাহ আমার সামর্থ্য মতো চেস্টা করবো বাকিটা আল্লাহ ভরষা।

প্রতিটা স্টেপ সম্পুর্ন হলে আমি আগের পোস্টকে রেফারেন্স হিসেবে ধরে কোট করে আপডেট জানাবো। আমি আমার প্রথম বিনিয়োগ ENJIN এ করেছি। আশা করি এইটা খুব দ্রুত আমাকে দ্বিগুণ এনে দিবে। এরপর কিসে বিনিয়োগ করবো সেটাও এইখানে শেয়ার করবো বিস্তারিত। কেউ জয়েন হতে চাইলে হতে পারেন।
যদিও এখন আমাদের বিনিয়োগ দ্বিগুণ হতে অনেক সময় লাগছে বা লাগবে, বুল মার্কেটে সেটা খুব দ্রুত হতে পারে। আশা করছি এই বুল মার্কেটে আমরা এই টার্গেটে পৌছাতে পারবো।

ভাই আপনার সাথে এই প্লানিং এ ইনভেস্ট করার খুব ইচ্ছে ছিলো আমার কিন্তু এই মুহুর্তে আমার সামর্থ্য  নাই ইনভেস্ট করার মতো, আগামীতে ইনশাআল্লাহ ইনভেস্ট করার ইচ্ছা আছে। এগিয়ে যান ভাই।

এক পোস্টে সবাইকে কোট করা সম্ভব না ধন্যবাদ সবাইকে।
66  Economy / Services / Re: [OPEN] Shuffle.com | Next Generation Crypto Casino | Signature Campaign on: September 15, 2023, 11:42:00 AM
Rank Full Member
Segwit BTC address- bc1qf2r5s2spf7kay3jl0v0nj9x38s0yq086nclvfs
67  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 15, 2023, 11:34:07 AM



আসলে কি যে একটা অনুভুতি হচ্ছে বলে বোঝাতে পারবোনা, আনান্দে চোখে পানি চলে আসছে ।

ধন্যবাদ সবাইকে আপনারা সহোজোগীতা না করলে হয়ত এতো তারাতারি ফুল মেম্বার হতে পারতাম না ...!
68  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 15, 2023, 02:08:40 AM
~snip~

যত প্রেডিকশন এর কথাই বলেন, সবই আসলে অনুমান। এখানে কয়জন এ্যানালাইসিস করে প্রেডিকশন দেয়? হাতে গোনা কয়েকজন আছে যারা মূলত এ্যানালাইসিস করে প্রেডিক্ট করে। তারপরেও তাদের প্রেডিকশন যে সত্যি হবে সেটার ও কোনো নিশ্চয়তা নেই। প্ল্যান বি এর কথা অনেকেই জানেন মনে হয়। তিনি তো বিটকয়েন ১০০ কে হবে সেটা অনেক আগে প্রেডিক্ট করেছেন। বিটকয়েন কি ১০০কে হিট করেছে? করে নাই। প্ল্যান বি কে এই সময়ের সবচাইতে জনপ্রিয় বিটকয়েন এ্যানালিষ্ট হিসেবে ধরা হয়। তবুও তার প্রেডিকশন ১০০ ভাগ সঠিক হয় না। তাহলে আমরা যারা দুই শুক্রবার ধরে মারকেট এ আসছি, আমাদের প্রেডিকশনের ওপর ডিপেন্ড করে কি আপনার সিদ্ধান্ত নেয়া ঠিক হবে? এজন্য দেখবেন সবাই বলে ডু ইউর অউন রিসার্চ! দিস ইজ নট ফাইনান্সিয়াল এডভাইজ!

আমি আসলে এখানে বলতে চাইছিলাম যেটা যে টেকনিক্যাল এনালাইসিস করে থাকে তাদের কয়েকটা রেঞ্জ থাকে, এই কয়েকটা রেঞ্জের মধ্যে যে প্রেডিকশন গুলা হয়ে থাকে তাদের মধ্যে যে কোন একটা হয়তো খুব দ্রুত বা লং টাইম যেটাই প্রেডিকশন করে থাকুক না কেন, একটা না একটা সঠিক হয় তো আপনি যখন টেকনিক্যাল এনালাইসিস করে প্রেডিকশন করবেন তখন সেটা কিছুটা হলেও কাছাকাছি একটা অনুমান ধরা যায়,
যে সেখানে একটা মানদন্ড দাঁড় করানো সম্ভব, কিন্তু যখন আপনি শুধু অনুমানের উপর ভিত্তি করে বলবেন এবং যখন বলবেন যে বিটকয়েন ৳১মিলিয়ন অতিক্রম করবে বা তার বেশি ডলার অতিক্রম করবে তখন এটা আসলে অনেক খারাপ একটা দিক কারণ দাম কমেও যেতে পারে,
আর আপনি যদি টেকনিক্যাল এনালাইসিস পারেন বা বোঝেন বা যারা জানে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনি লস করলে সেটা খুব দ্রুত রিকভার করতে পারছেন এবং আপনার লস করলেও সেটা পরিমাণ খুব কম হবে, কিন্তু যারা শুধু আবেগের বসে ইনভেস্ট করে তাদের ক্ষেত্রে লসের পরিমাণটা অনেক বেশি হয় এবং রিকভারি করার কোন ধরনের সম্ভাবনা থাকে না।

টেকনিক্যাল এনালাইসিস করে থাকে,তাদের মধ্যে একটা প্রবণতা থাকে তারা রিক্স ফ্যাক্টর গুলা একটু দেখেশুনে তারপরে ইনভেস্ট করে এবং লাভ লস কত পার্সেন্ট নিবে এটা নির্ধারণ করে, টেকনিক্যাল এনালাইসিস এর উপর নির্ভর করে এবং এখানে অনেক ধরনের হিসাব করে তারপরে তারা একটা সিদ্ধান্তে আসে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা ট্রেড ওপেন করে বা ইনভেস্ট করে থাকে।

আর মার্কেটে আগে আসছেন বা পরে এটা কোন বিষয় না, আমি মনে করি যে আপনি যদি দক্ষ হতে পারেন তাহলে অল্প সময়েও আপনার ভালো কিছু হতে পারে বা করতে পারেন, যদি আপনার চেষ্টা থাকে এবং আপনি ভালো কারো সহযোগিতা পান তাহলে আপনি দ্রুত ভালো কিছু করতে পারবেন, যেমন আমার নিজের কথাই বলি আমার অনেক পরে এসেও অনেকে অনেক বড় রেঙ্ক অর্জন করেছে এবং এমনকি হিরো বা লেজেন্ডারিও হয়ে গেছেন অনেকে, কিন্তু আমি এখনো ফুল মেম্বার হতে পারেনি এটা একটা উদাহরণ হতে পারে যে আসলে সময়টা কোন বিষয় না।


সোর্সঃ বিভিন্ন সোর্স থেকে নিজের মতো করে লেখা।(টপিক ট্রেডিং এবং টেকনিক্যাল আনালাইসিস)।
69  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 15, 2023, 01:13:05 AM
এ সকল ভবিষ্যৎবাণী আপাতত সুদূর ভবিষ্যতে সম্ভব কিন্তু ২০২৪ সালে অবাস্তব অবাস্তব বলে মনে হচ্ছে। যা হোক বিটকয়েন ভবিষ্যতে বৃদ্ধি পাবে কিন্তু এত বেশি বৃদ্ধি পাবে এমনটি ভাবতে গেলে নিজের কাছে কেমন যেন কাল্পনিক জগতে রয়েছে বলে মনে হয়।

যেভাবে সবাই প্রেডিকশন করছে তাতে ২০২৪ সালে বিটকয়েনের দাম কোথায় যে ঠেকবে এটা বলা কঠিন, কিন্তু ২০২৪ সালে যদি বিটকয়েনের দাম নাও বাড়ে তারপরও আশা করা যায় ২০২৫ অথবা ২০২৬ সালের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করবে, এবং পৃথিবীতে ইতিহাসের বড় মার্কেট দখল করতে যাচ্ছে কোন সন্দেহ নেই, আমরা বেশিরভাগ আলোচনা করে থাকি বিটকয়েনের দাম কমবে বা বাড়বে, এগুলা নিয়ে কিন্তু বিটকয়েনের একটা শক্ত অবস্থান তৈরী হয়, ফলে দাম বাড়তে থাকে এবং বিটকয়েনের দাম বেড়েই চলবে তাই আমরা বলতে পারি,
২০২৪ সালের মধ্যে যদি বিটকয়েনের দাম নাও বাড়ে, বা খুব ভালো পর্যায়ে নাও যায, তাহলে হয়তো ২০২৫ এর অথবা ২০২৬ সালের মধ্যে ভালো একটা বাজার দখল করবে এখানে কোন ধরনের সন্দেহ নেই, অতএব শর্ট টাইমে যে সকল প্রেডিকশন এগুলো না দেখাই ভালো এবং যদি সম্ভব হয় তাহলে বিটকয়েন সঞ্চয় করা ভালো।

~কাট

সুতরাং এইসব থেকে দূরে থাকেন এবং নিজের মত করে এনালাইসিস করে ইনভেস্ট করেন। এইটাই প্রথম কারণ FOMO তে জড়িয়ে পরার। সুতরাং সাবধান হয়ে যান আগে থেকেই।

এখানে মূল সমস্যা হচ্ছে যে আমাদের দেশে বা বাংলাতে বিটকয়েন ইনভেস্ট করা এবং হচ্ছে, বিটকয়েন নিয়ে মোটামুটি ভালো অবস্থানে যাওয়ার জন্য পরামর্শ বলেন এবং ভালো একটা গাইডলাইন বলে্‌ এই ধরনের কোন ব্যবস্থা নেই এই কারণে অনেকেই যদি একটু বেশি প্রেডিকশন দেয় তাহলে সেটা সঠিক কিনা সঠিক কিনা যাচাই করা যায় না।

এখানে বেশিরভাগ পেডিকশনগুলো অনুমানের উপর ভিত্তি করেই হয়, যে কারণে আমরা যদি চাই তারপরও অনেক কিছু থেকে সতর্ক থাকা সম্ভব না, তবে কোন সময় ইনভেস্ট করা গুরুত্বপূর্ণ এটা বোঝা একটা কঠিন ব্যাপার, যারা দীর্ঘদিন ধরে এখানে আছেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে নতুনদের জন্য একটু সুবিধা হবে এবং যারা একটু ভালো বোঝেন তারা যদি সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে নতুনরা ইনভেস্ট করতে সাহস পাবে অনেক, অন্যথায় দাম বারতে দেখলে কিনবে আর কমে যাবে তখন তারা বিক্রি করবে।


সোর্সঃ বিভিন্ন সোর্স থেকে নিজের মতো করে লেখা।
70  Other / Archival / Re: [Merit] Help newbies and those who have a little left to the next rank on: September 14, 2023, 06:01:08 AM
Rank: Member
Amount of merit: 85 90
Profile Link: https://bitcointalk.org/index.php?action=profile;u=2691534
71  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 14, 2023, 03:39:16 AM
বাংলাদেশ বোর্ডের আগে খুব কম ধরনের পোস্ট হত কিন্তু বর্তমানে অনেক বেশি পোস্ট হয় এবং বেশিরভাগ মেম্বার খুব একটিভ এটা অনেক ভালো লাগে, যে কারণে বাংলাদেশ লোকাল বোর্ড অনেকে এগিয়ে আছে এবং আশা করছি সামনে আরো অনেকে এগিয়ে থাকবে, কারণ বাংলাদেশীরা এখন আস্তে আস্তে সচেতন হচ্ছে এবং বাংলাদেশ বোর্ডকে এগিয়ে নিতে সাহায্য করছে, আমরা সবাই যদি এভাবে চেষ্টা করতে থাকি তাহলে সামনে হয়তোবা আমরা লোকাল বোর্ড পেয়ে যাবো এবং অনেক ভালো মেম্বার পাব যারা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।

আমরা ইতিমধ্যে লেজেন্ডারি, ফুল মেম্বা্‌ সিনিয়র মেম্বার, এবং অনেক মেম্বার পেয়ে গেছি এবং আশা করছি আগামীতে আরও এমন অনেক মেম্বার পেয়ে যাব, আমরা একে অন্যকে এভাবে যদি সহযোগিতা করতে থাকি তাহলে আমরা হয়তোবা সবথেকে ভালো একটি বোর্ড হিসেবে গণ্য হব আমরা একদিন,
পরিশেষে বলতে চাই আসুন আমরা একে অন্যকে সহযোগিতা এবং সাহায্য করি এবং নতুন থেকে উঠে আসার জন্য সহযোগিতা করি তাহলে আপনার এবং আমার পরবর্তীতে তারা বাংলাদেশে হয়ে প্রতিনিধিত্ব করবে বিটকয়েনটল্ক ফোরামে।

বাংলাদেশের কিছু এ্যাক্টিভ সদস্য।

@Little Mouse
@Review Master
@Learn Bitcoin
@Crypto Library
@LDL
@shasan
@Bitcoin_people
@Bd officer
@tjtonmoy
@2Pizza410000BTC
@Negotiation
@DYING_S0UL
@Popkon6
@Dimitri94
@Z_MBFM
@Shishir99
@Nothingtodo
@DVlog
@Fuso.hp
@HelliumZ


আরো কিছু সদস্য আছে, ধন্যবাদ সবাইকে,
আর @BitCoinDream কে ধন্যবাদ আমাদের এতো সুন্দর একটি টপিকের মাধ্যমে বাংলাদেশিদের তুলে ধরার সুযোগ তৈরী করে দেবার জন্যে।

72  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 13, 2023, 04:57:01 PM
এমটিএফই প্রতারণা,
মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা.

https://www.jagonews24.com/national/news/884226

# যারা দেড় কোটি টাকা বিনিয়োগ আনতে পেরেছেন, তাদের সিইও বানিয়েছেন মাসুদ।
# বাংলাদেশ ছাড়াও এমটিএফইতে বিনিয়োগ করেন নাইজেরিয়া-শ্রীলঙ্কার অসংখ্য মানুষ।
# ইন্টারপোলকে চিঠি দিয়ে মাসুদের বিষয়ে অবহিত করা হবে।
# মানুষের আস্থা অর্জনে সেমিনার, মিটিং, লাঞ্চ ও ডিনার পার্টির আয়োজন করতেন মাসুদ।
# ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার পরামর্শ সিআইডির।

এমটিএফই এ যাবৎ কালে বাংলাদেশের সব থেকে বড় প্রতারণা মধ্যে একটি, যে কারণে বাংলাদেশের প্রশাসন চাচ্ছে এটিকে সমাধান করার জন্য, এবং যেকোনো মূল্যে এটার একটা সমাধানে আসতে কারণ অনেকেই বাংলাদেশের প্রশাসনের উপরে দাই চাপিয়ে দিয়েছে, যে কারণে প্রশাসনের অনেকটা বিরক্ত আর প্রশাসন তাদের ক্ষমতা ব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা করবে ইন্টারপোলের সহায়তা নিয়ে ফিরিয়ে আনতে, আর যদি সর্বোচ্চ চেষ্টা করে থাকে তাহলে বাংলাদেশের মানুষ কি সবার টাকা সবার ফেরত পাবে? এটা একটা সন্দেহ থেকে যায়, আমরা ইভ্যালের দিকে যদি খেয়াল করি তাহলে দেখব যে কেউ এখন পর্যন্ত তাদের টাকা ফেরত পায়নি, বরঞ্চ টাকা ফেরত পাওয়ার যে সম্ভবনা ছিল তারাও ফেরত পাবে না হয়তো, এখন বাংলাদেশের যে আইনিক যৌটিলতা রয়েছে এটা কি আসলে সমাধানযোগ্য? বা সমাধান হবে ? এটা একটা সন্দেহ থেকে যায়।
73  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 13, 2023, 11:34:42 AM

সালভাদর সরকারের অধীনে ২৩৮০/২৩৮১ বিটকয়েন রয়েছে এই তথ্যটি যদিও বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা ছেপেছে কিন্তু এই তথ্যটি এখন পর্যন্ত সত্য নয় কেননা সালবদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ঘোষণা করেছেন যে তাঁর দেশ সালভাদর প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করবে কিন্তু সেই হিসেবটা আজও প্রকাশ পায়নি। সালভাদর কি প্রতিদিন একটি করে বিটকয়েন ক্রয় করছে?
যদি একটি করে বিটকয়েন প্রতিদিন ক্রয় করে থাকে তাহলে সাল বদরের বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি নাও হতে পারে অবশ্যই বেশি হবে। সরকারি দপ্তর থেকে এখন পর্যন্ত কোন সঠিক তথ্য জানানো হয়নি। তবে বিভিন্ন নিউজে সাল বদরের বিটকয়েন সংখ্যা 2380/২৩৮১ এই সংখ্যায় তুলে ধরা হয়।

সালভাদর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শেষ বিটকয়েন ক্রয়ের রেকর্ড রয়েছে যেখানে সালভাদরের সরকার ১৯০০০ দাম প্রতি বিটকয়েন হিসেবে ৮০ কি বিটকয়েন ক্রয় করেছিল। তারপর সালবাদের সরকারের বিটকয়েন ক্রয়ের কোন রেকর্ড আমরা অনলাইনে পাইনি। তাই যদি সালভাদরের সরকার যদি পরবর্তীতে বিটকয়েন ক্রয় করে না থাকে তাহলে বিটকয়েনের সংখ্যা ২৩৮০ টি হবে।




বেশিরভাগ মানুষ বিটকয়েনের তথ্য গোপন রাখে এবং এই তথ্য সঠিক কিনা আমি জানিনা, কিন্তু আমার যেটা মনে হয় অধিকাংশ লোক তাদের সঠিক তথ্যটি দেয় না এবং সেটা যদি হয় বিটকয়েন কেন্দ্রিক তথ্য হয় তাহলে সেটা আরো গোপনীয় বজায় রাখে, আর প্রতিটা ব্যাক্তি চায় বিটকয়েনের তথ্য যাতে কেউ না জানে, এখন আপনি যেটা বলছেন সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে হতে পারে, তবে আমার যেটা মনে হয় সাধারণভাবে কেউ খুব একটা বেশি বিটকয়েনের কথা শেয়ার করে না কারণ এটা যদি শেয়ার করে তাহলে কোন দেশের সরকার বা অন্য কোন ব্যক্তি তাকে যেকোনো সময় যেকোনো ধরনের পঝামেলায় ফেলতে  পারে,  এজন্য আমার কাছে মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই সব লেনদেন গুলা অনেকটা ভুয়া হয়ে থাকে, আর এটা সঠিকতা যাচাই করার সঠিক কোন নিয়ম আছে কিনা সেটা আমার জানা নেই যেহেতু বিটকয়েন এড্রেস মালিক বিহীন তৈরি করা যায় এবং সেখানে কোন নাম্বার ঠিকানা প্রয়োজন হয় না সে ক্ষেত্রে এটি গোপন করা অত্যন্ত সহজ।
74  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 12, 2023, 09:41:38 AM

বিটকয়েনের দামের সাথে মাসের কোন সম্পৃক্ততা নেই। এখানে সেপ্টেম্বর মাসে শুধু বিটকয়েনের দামের একটি দিনের অথবা মাস শেষে যেদিন গণনা করা হয়েছে ঐদিন বিটকয়েনের দাম কিরূপ ছিল সেই হিসেবটা এখানে দেওয়া হয়েছে। মনে করেন ২০০০ সালে সেপ্টেম্বর মাসে ২৯ তারিখে দিন ১২ টার সময় বিটকয়েনের দাম ছিল ৪০ হাজার ডলার দাম আগের দিনের চেয়ে+২.৪০% বেশি ছিল কিন্তু ৩০ সেপ্টেম্বর বিটকয়েনের দাম ৩৯৬৫০ ডলারে এসেছিল এবং আগের ২৯ সেপ্টেম্বরের তুলনায় বিটকয়েনের দাম -১.৪৬% হ্রাস পেয়েছিল ।
এটা দিয়ে সারা জীবন বিটকয়েনের দামের তুলনামূলক বিশ্লেষণ করা ঠিক হবে না। সেপ্টেম্বর মাসের তুলনায় অন্যান্য মাসে বিটকয়েনের দাম আরো কমে যেতে পারে অথবা আরো দাম বৃদ্ধি পেতে পারে। আপনি যেহেতু বিটকয়েনে এসেছেন সেহেতু অপেক্ষা করুন আরো বৈচিত্র কিছু দেখতে পাবেন।

আসলে এইসব হিসেব গুলা যতোই ভালো ভাবে বিশ্লেষণ করেন না কেনো সঠিক কোনো রেজাল্ট আসেনা, কিছু হলেও ত্রুটি থেকেই যায় কারন হচ্ছে বিটকয়েন এর দাম উঠানামার ফলে হিসেব মিলানো অনেক কঠিন হয়ে পরে, তাই আপনি এখন যেটা দেখবেন একটু পরে তা আর মিলাতে পারবেন না বিটকয়েন এর নিয়ম টাই এটা।
75  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 12, 2023, 03:44:19 AM
তারা মানুষের অঙ্গহানি করে ফেসবুকে ভিডিও দিয়ে শক্তির জানান দিত: র‍্যাব
https://www.prothomalo.com/bangladesh/crime/ip47c6llgd

আমরা অনেক সময় মনে করে থাকি যে আমাদের আশে পাসে যা কিছুই হোক তা প্রশাশনের মাধ্যমেই হয় বা জানে, এরকম অনেক ক্ষণস্থায়ী ঘটনা থাকে যা খুব সহোজে কারো নজরে আসেনা আবার প্রমান করা কঠিন হয় বাংলাদেশের আইন অনুজায়ী, যে কারনে আমাদের দেশে, এই ধরনের অপরাধ বেড়েই চলেছে, আবার বিপরীত চিত্রও আমরা অনেক সময় দেখে থাকি।
আমাদেরকের আমাদের নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে সাম্থ্য অনুজায়ী, তাহলে অপরাধ একেবারে দূর হয়ত করা যাবেনা, কিন্তু তুলোনা মুলোক ভাবে কমানো যাবে।

আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় আমরা যদি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন্য নিউজ পোর্টালের মাধ্যমে সঠিক জায়গাতে আমাদের আওয়াজ পৌছাতে পারি তাহলে  আমাদের দেশেও বিটকয়েন বৈধ করা সম্ভব।
76  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 11, 2023, 03:05:12 PM
আলিএক্সপ্রেস থেকে আমি একবার 'টাইপ সি' ক্যাবল অর্ডার করাইছিলাম এক বড় ভাইয়ের মাধ্যমে, কিন্ত অবাক করা বিষয় সেটার দাম ছিলো ৳১২৫ টাকা, আর কাস্টমের ভ্যাট সহো আমার কাছে রিসিপ আসছিলো ৳৫০০ টাকার কিছু বেশি, পরে আমি আর সেটা রিসিভ করিনি ১৫দিন পরে এমনি রিটার্ন চলে গেছিলো।

এমাজনে বিভিন্ন সময়ে অফার দেয় ল্যাপটপের দাম দেখবেন $৩৫০ ডলার আর শিপিং+ভ্যাট $১৩০০ ডলারের বেশি ।   Cool Cool Cool

তাও তো আপনি বেচে গেছেন মনে হচ্ছে। ১২৫ টাকার মাল সব সহ ৫০০ টাকা। তবুও অনেক দরকারি কিছু প্রোডাক্ট আছে যেগুলোর ভ্যাট ট্যাক্স বেশি দিয়ে হলেও আনতে হয় বাধ্য হয়ে। কিন্তু ধরেন আপনার ভ্যাট ট্যাক্স সহ মালের দাম আসলো ৫০০ টাকা আর এর মাঝখানে এক অপরিচিত লোক ফোন দিয়ে বলবে চা পান খাওয়ার জন্য ২০০০ টাকা বিকাশ করেন, ব্যাপারটা তখন কেমন হবে বলেন তো? হাস্যকর না? আসলে আমাদের কাছে সাময়িক হাস্যকর মনে হলেও ব্যাপারটা খুবই খারাপ এবং দুঃখ জনক। এজন্য দেখবেন বাংলাদেশে কেউ এভাবে প্রোডাক্ট কিনে না। সবাই কোনো না কোনো মাধ্যমে নিয়ে আসে। ফেইসবুকে কিছু ওয়েবসাইটের পেইজ আছে যাদের কে কেজি দরে মালের টাকা দিলে তারা সেটা বিদেশ থেকে এনে দেয়। তবে সব কোম্পানি সব দেশ থেকে মাল আনে না। বেশিরভাগ শুধু চায়না আর ইন্ডিয়া থেকে মাল এনে থাকে। এসব কোম্পানি দিয়ে আনলে আপনার আলাদা করে ভ্যাট ট্যাক্স দেয় লাগবে না। সব কাজ তারাই করবে।

হুম ভাই, অনেকদিন আগে একজন পোস্ট করেছিলো ফেসবুকে, তার আইপ্যাড এর জন্যে টাইপ সি হাব' কিনেছিলো আলি এক্সপ্রেস থেকে $৮ ডলার দিয়ে অইটা যখন বাংলাদেশে আসছিলো কাস্টম থেকে তখন তাকে ফোন দিয়ে বলেছিলো চা খাবার জন্যে ১০ হাজার টাকা লাগবে, সে তখন কুস্টিয়াতে থাকতো আর তাকে আনতে যেতে বলেছিলো চট্রগ্রাম, সেই ব্যাক্তিও আর প্রোডাক্ট আনতে যায়নি।  Grin Grin Grin

এর মান বাংলাদেশ এর জন্যই আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত। বাংলাদেশে সবকিছুই দাম আকাশ ছোয়া আবার বাহির থিকা কোনোনকিছু আনতে চাইলে রখনো বাশ দিয়া দেয় কাস্টমস থিকা। তাই লাভ নাই কম দামে কোনো কিছু কেনার স্বপ্নে দেইখা।

বাংলাদেশ থেকে অনেকেই অনেক কিছু কিনতে চায় আসলে কাস্টম এর ঝামেলা এবং অতিরিক্ত ভ্যাট এর জন্যে কেনেনা, আর যারা ভালো কিছু আনে তারা ঘুরতে যেয়ে আনে, আর বাংলাদেশের পাসপোর্ট পাওয়া একটা কপালের ব্যাপার।  Lips sealed
77  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 11, 2023, 01:08:59 PM
তবে Learn Bitcoin  ভাইয়ের মতো আমিও  বলব এখানে কিন্তু প্রাইভেসি ইস্যু আছে  আর যেহেতু আমাদের বাংলাদেশে এখনো   ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেওয়া হয়নি,  পদক্ষেপগুলো অবশ্য ভেবে চিন্তে নাওয়াই উচিত।   আর যেহেতু এখানে  বিটকয়েন  এর অ্যামাউন্ট রয়েছে সম্পর্কে  তাই আরেকটু সতর্ক হয়ে থাকবেন।
আচ্ছা যাই হোক, কাস্টমস এর ব্যাপারে আসি। বাংলাদেশে বাইরের দেশগুলো থেকে দুই টাকার প্রোডাক্ট আসলেও আপনাকে সেটা ছাড়ানোর জন্য ঘুস দিতে হবে। এজন্য খেয়াল করবেন প্রবাসীরা সব সময় কেউ আসলে তার সাথে প্রোডাক্ট পাঠিয়ে দেয়, নইলে নিজেরা নিয়ে আসে। তারা কখনো কুরিয়ার ইউজ করে না কারন বাংলাদেশের সিস্টেম নষ্ট। এখানে ১০ টাকার প্রোডাক্ট আনতে ২০ টাকার ট্যাক্স আর আরো ২০ টাকার ঘুস লাগে। আমরা গ্রামে এটাকে বলি গানের চেয়ে বাজনা বেশি। বাশের চেয়ে কঞ্চি বড়! এগুলাই মুল সমস্যা।

আলিএক্সপ্রেস থেকে আমি একবার 'টাইপ সি' ক্যাবল অর্ডার করাইছিলাম এক বড় ভাইয়ের মাধ্যমে, কিন্ত অবাক করা বিষয় সেটার দাম ছিলো ৳১২৫ টাকা, আর কাস্টমের ভ্যাট সহো আমার কাছে রিসিপ আসছিলো ৳৫০০ টাকার কিছু বেশি, পরে আমি আর সেটা রিসিভ করিনি ১৫দিন পরে এমনি রিটার্ন চলে গেছিলো।

এমাজনে বিভিন্ন সময়ে অফার দেয় ল্যাপটপের দাম দেখবেন $৩৫০ ডলার আর শিপিং+ভ্যাট $১৩০০ ডলারের বেশি ।   Cool Cool Cool
78  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 10, 2023, 07:53:11 AM
It would have been nice to get this attention in any other context.  WikiLeaks has kicked the hornet's nest, and the swarm is headed towards us.

কিন্তু আমার এমন মনে হয় না যে সরকার তখন সাতোশি কে কিছু করেছে। কারন যার জন্য বা যে কারনে করবে, তারা সে জুলিয়ানকেই ধরতে পারেনি তখনো, সাতোশি কে কিভাবে ধরবে? অবশ্য জুলিয়ান এখন কারাগারে আছেন।

ব্যাপার গুলা একটু জটিল এবং অনেক চিন্তা ভাবনা করেও অনেক প্রশ্নের জট খোলা যায়না, কিন্তু আপনার সাথে এই ক্ষেত্রে আমি একমত যে, সাতোশি কে সরকার এখনো কিছু করতে পারেনি আর সে যদি বেচেও থাকে তাহলেও কোনো সরকার তাকে কিছুই করতে পারবেনা।

79  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 10, 2023, 03:07:45 AM
ক্রিপ্টো ব্যবসায়ীকে ১১ হাজার বছরের কারাদণ্ড দিল তুরস্ক ।



তুরস্কের এক ক্রিপ্টো ব্যবসায়ীকে ১১ হাজার বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। অর্থ পাচার, জালিয়াতি এবং অপরাধী সংগঠন তৈরির অপরাধে তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

থোডেক্স নামে ক্রিপ্টো কারেন্সি লেনদেন প্রতিষ্ঠান গঠন করেছিলেন ফারুক ফাতিহ ওজার (২৯)। তিনি তাঁর দুই ভাই সেরাপ ও গুভেন আলবেনিয়ায় পালিয়ে গিয়েছিলেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত ফাতিহ ও তাঁর দুই ভাইয়ের প্রত্যেককে ১১ হাজার ১৯৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

আদালতের কাছে মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অর্থ পাচার, জালিয়াতি এবং অপরাধী সংগঠন তৈরির অপরাধে থোডেক্সের প্রতিষ্ঠাতার ৪০ হাজার ৫৬২ বছর কারাদণ্ড আবেদন করেছিলেন। তবে আদালত কৌঁসুলির সেই আবেদন না রেখে তিন ভাইকেই ১১ হাজার ১৯৬ বছর করে কারাদণ্ড দেন।

তবে ফাতিহ ওজার তাঁর বিরুদ্ধে আনা অপরাধী সংগঠন তৈরির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আদালতকে বলেছেন, ‘আমি যদি কোনো অপরাধী সংগঠন প্রতিষ্ঠান করতে পারতাম, তবে নিশ্চয়ই এত কাঁচা কাজ করতাম না।’

সোর্স লিংকঃ ক্রিপ্টো ব্যবসায়ীকে ১১ হাজার বছরের কারাদণ্ড দিল তুরস্ক ।


আমার মতামত হচ্ছে প্রকিত পক্ষে এই মানুষটি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে, সে হয়তো মুক্তি পেতে পারে, যখন কিনা তুরস্কের ক্রিপ্টো বৈধতা পাবে, পুরো প্রিথিবি যখন ক্রিপ্টো কারেন্সিকে বৈধতা দেবার চিন্তা করছে তখন, এতটুকু আশা করা যায় যে আগামীতে সব দেশ ক্রিপ্টোকারেন্সি কে বৈধতা দেবে, এবং সবাই খুব সহজে লেনদেন করতে পারবে। 
80  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 09, 2023, 03:50:02 AM
আর একখান ভুল ধারণা আছে যে বাংলা থ্রেড হইলে আমাগো ভারতে ঢুকাইয়া দিব। এইটা তিন বছর আগে হইতে পারতো। কিন্তু এখন আর হইবো না। বাংলায় এক্টিভিটি ভারতের দিয়া বেশি।

তাই আমার মনে হয়, যুক্তি দিয়া যদি ভাবেন, থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) করন উচিৎ। যারা সহমত, তারা রিপ্লাই দেওনের সময় সাবজেক্ট পাল্টাইয়া দেন আমার মতন। যদিও মোবাইলে এইটা করন একটু সমস্যা।

থ্রেডের নাম বাংলাদেশ (Bengali) থেকে বাংলা (Bengali) পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে সবার মতামত চাইতাসি...

নাম পরিবর্তনের মধ্যে আলাদা কোনো ফাইদা আছে বলে মনে হয়না কারন নাম ঠিক আছে, যেমন আপনি কিছু ভাষা ব্যাবহার করেছেন সেগুলা আঞ্চলিক ভাষা তাই সেগুলোকে পুরোপুরি বাংলা বলা যায়না, কিন্তু যখন আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন তখন, আপনার আঞ্চোলিকতা তেমোন ব্যাপার হবেনা।

সাতোশি পৃথিবীতে নেই এভাবে আমি বলতে চাই না। কারন আমরা কেউ জানি না তিনি কোথায় আছেন। আমি শুধুমাত্র পসিবিলিটি শেয়ার করেছি যে এটা হতেও পারে আবার নাও হতে পারে। আর সাতোশি না থাকলে তার বিটকয়েনের একসেস অন্য কেউ পাবে ব্যপার টা সেরকম ও না। সাতোশি প্রাইভেসি নিয়ে মারাক্তক রকমের কনসার্ড! সে কখনোই তার ওয়ালেট এনক্রিপ্টেড করা ছাড়া রাখবে না। সে যদি মারা গিয়েও থাকে, অন্য কারো হাতে তার ওয়ালেট থাকলেও সেই ওয়ালেট ক্র্যাক করা যে কেউ পারবে না। সুতরাং একজন মারা যাওয়া মানেই এই নয় যে যারা তার কম্পিউটার বা অন্য ডিভাইস পাবে তারা তার ওয়ালেট একসেস করতে পারবে। আমার ফ্যামিলির কেউ আমার ওয়ালেট এর পাসওয়ার্ড জানে না। আমার কিছু হয়ে গেলে কেউ এই বিটকয়েন বিক্রি করতে পারবে না।

ভাই আমিও "সাতোশি" কে নিয়ে কনফিউশন কারন হচ্ছে এটা নিয়ে অনেক বিস্তর ভাবে আলোচনা হয়েছে কিন্তু কেউ আসলে সঠিক কোনো উত্তর দিতে পারেনাই।

অনেক সময় আমার কাছে মনে হয়েছে দুনিয়াতে আপন বলতে কেউ নেই অনেক উথান পতনের মধ্যে দিয়ে সাধারন একটা জীবন জাপন করার চেস্টা করেছি, কিন্তু আমার মতে পরিবারের একজনকে অন্তত জানানো উচিৎ যে আপনার বিটকয়েন কোথাই রয়েছে এবং তা কিভাবে পরের প্রজন্ম ব্যাববার করতে পারবে, তাছাড়া ধারাবাহিকতা হয়তো ধরে রাখা যাবেনা।

Code:
বিদ্রঃ সোর্সঃ যদিও নিজের মতো করে লেখার চেস্টা করি তারপরেও আমার লেখাতে কেউ কোনো সোর্স বা মিল পেলে জানাবেন আমি সেই সোর্স লিংকটি দিয়ে দেবো।
Pages: « 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 ... 59 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!