Bitcoin Forum
July 06, 2024, 12:30:14 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 [5]
81  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 16, 2020, 05:07:52 AM
ETH 2.0 কি পুরোপুরি চালু হয়েছে?
চালু হলে কি কি সুবিধা পাওয়া যাবে?
82  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 14, 2020, 10:25:49 AM
আমি কি signature camp. এ join করতে পারব।।
না আপনি Signature comping এ এখন জয়েন্ট হতে পারবেন না।
Signature comping জয়েন্টের জন্য আপনাকে **নূন্যতম জুনিয়র মেম্বার** হতে হবে। এবং ৩০ টির বেশি পোস্ট এ্যাকটিভিটি থাকতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন।
83  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 13, 2020, 03:33:34 PM
দয়া করে কালারিং লেখা + বোল্ড কিংবা অক্ষরের সাইজ বড় পোস্ট করা থেকে বিরত থাকবেন। এইটা বিরক্তিকর। অপ্রয়োজনে এই ধরনের লেখা পোস্ট করবেন না।
যারা বিটিসি বায় কিংবা সেল করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে যে রেটে কিনেন কিংবা বিক্রয় করেন তার থেকে ভালো রেট দেব।
কালারিং লিখলে কেউ বিরক্ত হয় এটা কেমন কথা,
আপনার কাছেই প্রথম শুনলাম।
বিটকয়েনটলকের রুলসে তো কালারিং লেখা নিষেধ নয়।
ভাই সব কিছুর এ এক্টা সাধারন মান আছে। আপনেরা যেভাবে মোটা মোটা করে সবুজ কালারিং করতেছেন সেটা দেখতে একদম এ ভাল লাগছে না। আর কালারিং করা হয় ওই লিখাগুলোর উপর যাতে সবাই আলাদা ভাবে নজর দেয়। এখন আপনে যদি আহেতুক কালারিং করেন তাহলে সেটা কেমন দেখায় আপ্নেই বলেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।
জি ভাই বুঝতে পারলাম,
ধন্যবাদ।
আমি চেষ্টা করবো ভবিষ্যতে সতর্ক থাকতে।
84  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 12, 2020, 03:15:31 PM
কালারিং লিখলে কেউ বিরক্ত হয় এটা কেমন কথা,
আপনার কাছেই প্রথম শুনলাম।
বিটকয়েনটলকের রুলসে তো কালারিং লেখা নিষেধ নয়।
কালারিং লিখলে আপনাকে কেউ নিষেধ করতে পারবে না। কিংবা ফোরামের রুলস অনুযায়ী সেটা নিষিদ্ধ নয় কিন্তু প্রয়োজনে ব্যবহার না করাটাই উত্তম কারন স্বাভাবিক লেখা পড়তেই মানুষ বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। যাই হোক, এইটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কারো ভালো না লাগলে আপনাকে ইগ্নোর করে রাখতে পারে।
বিটকয়েন তো আবার ভালোই পাম্প হবে মনে হচ্ছে৷ আপনাদের কি মতামত? ২০১৭ সালের ডিসেম্বারকে কি ইতিহাস আবার রিপিট করবে? ২০১৭ সালের শেষের মাসগুলোতে বিটকয়েন এমনই পাম্প হয়েছিল।
জি ভাই বুঝতে পারলাম।
আপনাকে ধন্যবাদ।
আমারও মনে হয় নভেম্বরের শেষের দিকে বিটকয়েনের দাম বাড়তে পারে।
85  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Exchanges Tokens on: November 12, 2020, 03:11:15 PM
Exchange Tokens refers to an Exchange's own Token.
 There are many Exchange Tokens that have already become popular.
 Such as BNB
 Again, there are some Exchange Tokens that have already been dumped all the time.
86  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Do you trust USDT? on: November 12, 2020, 03:03:12 PM
Yes I trust USDT.
 Because most exchanges are traded on USDT.
87  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 12, 2020, 09:59:42 AM
দয়া করে কালারিং লেখা + বোল্ড কিংবা অক্ষরের সাইজ বড় পোস্ট করা থেকে বিরত থাকবেন। এইটা বিরক্তিকর। অপ্রয়োজনে এই ধরনের লেখা পোস্ট করবেন না।
যারা বিটিসি বায় কিংবা সেল করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে যে রেটে কিনেন কিংবা বিক্রয় করেন তার থেকে ভালো রেট দেব।
কালারিং লিখলে কেউ বিরক্ত হয় এটা কেমন কথা,
আপনার কাছেই প্রথম শুনলাম।
বিটকয়েনটলকের রুলসে তো কালারিং লেখা নিষেধ নয়।
88  Alternate cryptocurrencies / Speculation (Altcoins) / Re: 2020... Altseason? on: November 12, 2020, 07:12:26 AM
Generally speaking altseason comes after year end rally or around december we'll have some progress. Currently bitcoin is taking up majority of the space in the crypto world and altcoins are slowly gaining but not as much. Next year will probably be much better.
Yes sir I agree with you, but can I follow all the coins or tokens that are in the top ten or twenty rankings
89  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 12, 2020, 06:24:03 AM
2020 সালে hype create করলো Defi এবং NFT। 2021 সালে এমন কি hype create করতে পারে?
আসলে কিপ্টোকারেন্সিতে কখন কোনটা hype হবে তা বলা মুশকিল, তবে আমার মতে Callisto Network (CLO) এই টোকনটার দিকে নজর রাখতে পারেন, আশা করি আপনার উপকার হবে
90  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 12, 2020, 06:09:58 AM
বিটকয়েন এর গড় মাসিক রিটার্ন আগস্ট ২০১১ থেকে নভেম্বর ২০২০ পর্যন্ত  |


জানুয়ারি : ৩%
ফেব্রুয়ারি : ১০%
মার্চ : -১১%
এপ্রিল : ১৯%
মে : ১৯%
জুন : ৬%
জুলাই : ১১%
আগস্ট : ৫.৪%
সেপ্টেম্বর : -৩%
অক্টোবর : ১৮.৫%
নভেম্বর : ৫১%
ডিসেম্বর : ৩.৬%




আমি এই বিষয়টি অনেক দিন থেকে খুঁজতে ছিলাম, অবশেষে আপনার কাছে পাইলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই
91  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 06, 2020, 03:56:00 AM
ইথিরিয়াম ২.০ এর কন্ট্রাক্ট এড্রেস যেহেতু মুক্তি পেয়েছে, আমি কি ইথিরিয়াম হোল্ড করতে পারি লং টাইমের জন্য।
আপনি ইতিমধ্যে যদি মার্কেট গুলোতে নজর দিয়ে থাকেন তবে বুঝতে পারবেন।
ঘোষণাটি আসার পর পরই কিছুটা মূল্য বৃদ্ধি পেয়েছে।
আশা করা যায় ইথিরিয়ামের মূল্য বৃদ্ধি পেতে থাকবে।
এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত।
92  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Good news for ETH on: November 03, 2020, 12:19:46 PM
If this news of Etherium is true and their activities are completed on time, then the price of Etherium can go up a lot.
93  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 03, 2020, 10:43:29 AM
@paglarhat
আপনার উচিত নিয়মগুলো ভালো করে পড়া। ফোরামের নিয়মগুলো যারা বুঝে তাদের একাউন্টের কোন প্রবলেম হবে না। আমরা সবাই ফোরামে এসেই কাজের চিন্তা করি কিন্তু নিয়মগুলো কেউ পড়ার চিন্তা করি না। এইটাই আমাদের মুল সমস্যা।
এইখানে গিয়ে ফোরামের নিয়মগুলো দেখে নিন- https://bitcointalk.org/index.php?topic=703657.0
জি ভাই বুঝেছি।
সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইলো আপনার জন্য।               
94  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 03, 2020, 08:18:00 AM
ভাই আমি যে লিংক দিয়েছি সেখানে গিয়ে দেখেন।
আর আমি চুরি শিখাচ্ছি না বরং সাবধান করে দিচ্ছি নিউ ইউজারদেরকে।
আমার বন্ধু  প্রথমে Rafiqul84 ব্যান হওয়ার পর Rafiqul123 নামের একাউন্টটি অনেক দিন ব্যাবহার করেছে।
কিন্তু আগের একাউন্টে একবার ঐ ইথিরিয়াম এড্রেস ব্যাবহার করেছে যে এড্রেস পরের একাউন্টে ব্যাবহার হয়েছে সব সময়।
আর একারনেই নেগেটিভট্রাস্ট দিয়েছিল আমার বন্ধুর একাউন্টে।
আমি সত্যিকথা বললাম বাকী টা আপনার ইচ্ছা।
প্রয়োজনে লিংকে ক্লিক করে দেখুন ভাই।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন।
Reference:
https://bitcointalk.org/index.php?topic=5256536.0


আপনার বন্ধু যে ২য় একটা একাউন্ট ব্যবহার করেছে এটাই তো এখানে নিষিদ্ধ।  একবার ব্যান হয়ে গেছে মানে সে এই ফোরামে নিষিদ্ধ,  এখানে তার আর অন্য একাউন্ট খোলার যোগ্যতা নেই। তারপরেও সে খুলেছে এবং ব্যবহার করেছে। এবং এক সময় ধরা খেয়েছে। তাই রেডট্রাস্ট খেয়েছে।
আর আপনি না জেনে সবাইকে সতর্ক করতেছেন, কিন্তু তা সঠিক না। একবার ব্যান হয়ে গেলে এই ফোরামে না আশাই ভালো।
ঠিক আছে ধন্যবাদ আপনাকে।
আমি এই বিষয় গুলো জানতাম না।
পরবর্তীতে এমন ভুল আর হবে না।
শুভকামনা রইলো আপনার জন্য।।
95  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 03, 2020, 06:15:29 AM
১) একই ইথিরিয়াম এড্রেস একাধিক একাউন্টে ব্যাবহার করবেন না।
ভুল, একের অধিক একাউন্টে একই ইথেরিয়াম এড্রেস ব্যবহার করলেও সমস্যা নেই যদি কেউ একটা বাউন্টিতে একের অধিক একাউন্ট ব্যবহার না করে।

Quote
২) যদি কারো কোন বিটকয়েনটলক একাউন্ট ব্যান হয়ে গিয়ে থাকে আর সেখানে যে ইথিরিয়াম এড্রেস ব্যাবহার করেছেন তা নতুন কোন একাউন্টে ব্যাবহার করবেন না।
একাউন্ট ব্যান হলে উক্ত ব্যক্তি এই ফোরাম ব্যবহার করার অধিকার রাখেনা। একটা আইডি ব্যান মানে সারাজীবনের জন্য এই ফোরাম থেকে একজন ব্যক্তি হিসেবেই ব্যান।

Quote
আশা করি আপনাদের উপকারে আসবে আমার এই ক্ষুদ্র প্রয়াস।
ধন্যবাদ সবাইকে।।
আপনি চুরি শিখাচ্ছেন মানুষকে। কিভাবে চুরি করে ধরা খাওয়া থেকে বাচতে হয় তা শিখাচ্ছেন। আপনি নিজেই নেগেটিভ ট্রাস্ট পাওয়ার যোগ্য এবং আমি তাই দিচ্ছি।
ভাই আমি যে লিংক দিয়েছি সেখানে গিয়ে দেখেন।
আর আমি চুরি শিখাচ্ছি না বরং সাবধান করে দিচ্ছি নিউ ইউজারদেরকে।
আমার বন্ধু  প্রথমে Rafiqul84 ব্যান হওয়ার পর Rafiqul123 নামের একাউন্টটি অনেক দিন ব্যাবহার করেছে।
কিন্তু আগের একাউন্টে একবার ঐ ইথিরিয়াম এড্রেস ব্যাবহার করেছে যে এড্রেস পরের একাউন্টে ব্যাবহার হয়েছে সব সময়।
আর একারনেই নেগেটিভট্রাস্ট দিয়েছিল আমার বন্ধুর একাউন্টে।
আমি সত্যিকথা বললাম বাকী টা আপনার ইচ্ছা।
প্রয়োজনে লিংকে ক্লিক করে দেখুন ভাই।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন।
Reference:
https://bitcointalk.org/index.php?topic=5256536.0
96  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 02, 2020, 03:41:49 PM
বিট কয়েন কি এ বছর ২০ হাজার পার করবে? আর যদি তাই হয় তবে কি অল কয়েনের দাম ও বারবে?কারন আমি কিছু chain Link কয়েন হোল্ড করেছি এর ভবিষ্যতে কি আরও দাম বারতে পারে?আমাকে সঠিক উত্তর দিবেন
আশা করা যায় বিটকয়েনের দাম এবছর ২০০০০/২৫০০০ হাজার হবে। এটা মার্কেট এবং বিভিন্ন নিউজ দেখে আমার মনে হয়েছে।
আর বিটকয়েনের দাম বাড়লে অল কয়েনের দাম বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক।
আপনি যদি চেন লিং কম দামে কিনে না থাকেন তবে হোল্ড করতে পারেন। কিছু দিন আগে দাম বেড়েছিল আবারও বাড়তে পারে।     
97  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: November 02, 2020, 06:35:42 AM
**বাউন্টি সতর্কতা**

বিটকয়েনটলকে বাউন্টির কাজ করতে সতর্কতা অবলম্বন করবেন কয়েকটি জায়গায়,
না হলে আপনি নেগেটিভ ট্রাস্ট পাবেন।

১) একই ইথিরিয়াম এড্রেস একাধিক একাউন্টে ব্যাবহার করবেন না।
২) যদি কারো কোন বিটকয়েনটলক একাউন্ট ব্যান হয়ে গিয়ে থাকে আর সেখানে যে ইথিরিয়াম এড্রেস ব্যাবহার করেছেন তা নতুন কোন একাউন্টে ব্যাবহার করবেন না।
৩) খেয়াল করবেন বিটকয়েনটলক ইউজারনেম একই যেন না হয়।
৪) টেলিগ্রাম ইউজারনেম একই যেন না হয়।
৫) বাউন্টির প্রুফ বা অথনিকেশন শুধু কপি করে দিবেন না, একটু স্পেস দিয়ে নিজের মতো করে সাজিয়ে নিবেন।


আশা করি আপনাদের উপকারে আসবে আমার এই ক্ষুদ্র প্রয়াস।
ধন্যবাদ সবাইকে।।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন।
Reference:
https://bitcointalk.org/index.php?topic=5256536.0
98  Other / Archival / Re: [Merit] Hey Newbies! Can You Sign A Message? on: October 25, 2020, 01:41:18 PM
Address: 1F7Rny6WJaeaohvbaUndwz42Qj3wrdhyNj
Message: I am paglarhat and I can sign a message.
Signature: H5vgUpuxawnZ4/QWqlRBwCG5qhjsB4S4xOztzBl+PXdOM+p07ifM3hnyZSt3f4TqhkFx+FMaxulu2IQ1MhbC+Gk=
99  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 11, 2020, 10:29:41 AM
আমি আজ বিটকয়েনটলক একাউন্ট খুললাম আশা করি আপনাদের সবার সহযোগিতা পাবো।
ধন্যবাদ।
Pages: « 1 2 3 4 [5]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!