Bitcoin Forum
May 28, 2024, 10:04:11 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 ... 115 »
81  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: May 01, 2024, 06:51:41 AM
কিভাবে? আমাদেরকে জানান। আমি নিউজের অপেক্ষায় রইলাম।

 Grin Grin Grin

দেখুন কিভাবে প্রতি মাসে কোটি টাকা আয় করেন লিটল মাউস!
এমন হলেও মন্দ হয় না। কারো বিশ্বাস না হলেও, আমি হয়তো বিশ্বাস করতেই পারি। আমাদের কমিউনিটির ওল্ড টাইমার! অবিশ্বাসের কি আছে?

যাই হোক, মার্কেটে কি হচ্ছে কেউ কি বলতে পারেন? বিটকয়েন প্রায় প্রতিদিন ২-১% করে নিচের দিকে যাচ্ছে। যার ফলে অল্টকয়েন প্রতিদিন ৫-১০% করে ডাউন হচ্ছে। আগের এক্সপেরিয়েন্স থেকে মনে হচ্ছে আমরা বিয়ার মার্কেটের দিকে টার্ন নিচ্ছি। আগেরবার বিয়ার মার্কেটে আমরা এভাবেই ঢুকেছিলাম। তবে যদি সত্যিই আমরা বিয়ার মার্কেটে চলে যাই, তবে এটা হতে পারে সবচাইতে ছোট বুল রান। যেটাকে আমরা প্রি-বুল রান ধরে নিয়েছিলাম। যাদের প্রফিট ক্যাশ করার দরকার ছিলো, তারা ৭০-৬৫ হাজারেই ক্যাশ করে নিয়েছে। কাউকে কোনো এডভাইস দিচ্ছি না। সবাই নিজের মতো করে রিসার্চ করে দেখেন।
82  Other / Beginners & Help / Re: Receive Merit - Post your PGP key, add an encrypted message, open for anyone. on: May 01, 2024, 06:42:13 AM
In the Bengali section of that Altcoin forum I saw a post about PGP by a member named @Learn Bitcoin. Basically, through his post, I was able to learn about this PGP. I would like to check here and send you an encrypted message to see how much I can learn from him or through his posts.

I am glad you have come here to see my tutorial. I think my work will pay off if someone benefits from my tutorials. I won't be there forever, but my contributions will be there, and I will be glad if people find my tutorials helpful. If you do not understand anything, please write in my tutorial thread. To be honest, people do not care about their privacy (Including me), and we don't want to learn anything, even if it's for free. BitcoinGirl.Club even offers merits to those who post their PGP key and a message to BitcoinGirl.Club. Yet there are not many members participating in this campaign.
83  Economy / Scam Accusations / Re: Leetbit.io - Locked my Account after requesting withdrawal on: May 01, 2024, 05:42:32 AM
This is the way things should be handled. A player got cleared in one day, not 5 months.

Unfortunately, most casinos need to do their investigation, and it seems rocket science. I know some friends who work in casinos, and sometimes they share some bullshit things that I didn't know before. Of course, not all casinos are the same. There are some casinos which care about their reputation. Some pretend they care about their reputation, but in reality, they don't.

I don't understand why it takes them a month or a couple of months to investigate an account. It should not take more than a week if you need help from the developers or another person. They don't care about their customers if they take more than a week.
84  Economy / Games and rounds / Re: 🚀 Sportsbet.io ⚽ Newcastle + Southampton ⚽ (4 May) on: May 01, 2024, 05:09:07 AM
Game 1:  45, 35'
Game 2:  45, 35'
85  Other / Meta / Re: ThemePen - Merit Source Application on: April 30, 2024, 05:56:08 AM
I'm not familiar with ThemePen, his posts, or his merit-giving history other than what was shown here but I agree.  I'd say every local board that has a sizeable number of active members needs at least one dedicated merit source--and I've been of that opinion for years now.  It allows members who might not be able to write in English the chance to earn merits more easily and prevents the main section from being flooded with incomprehensible posts.

I am not against ThemePen's application, In fact, I support his merit source application. He is an amazing guy and helped me once with some Solana a couple of weeks ago when the minimum exchange of Solana was too high. Now, come back to the topic. I also think that every local community with a good number of users should have a dedicated merit source. When it comes to Pakistan's local thread, I always thought Shahzadafzal is their dedicated local merit source.

I could be wrong because he is active in the WO thread and he may be a dedicated merit source for the WO section. If so, I guess their community needs a merit source. I will take this opportunity to talk about Bangladesh thread as well, which has almost similar activity like Pakistan thread but we do not have any merit sources.
86  Economy / Scam Accusations / Re: Leetbit.io - Locked my Account after requesting withdrawal on: April 30, 2024, 05:45:23 AM
I remember playing in this casino over six months ago or could be more. I remember that I had to do KYC for only 200 +- TRX and the KYC was approved manually. If I remember correctly, I had to contact their support and ask them to check my account and KYC. If they claim that they usually do not ask for a KYC, this is bullshit. They even ask for a KYC to withdraw 200 TRX.

I guess it was https://t.me/LeetBitCasino_Kevin this Kevin guy who helped me to verify my account. You can contact him and see if they help you or not. OP should avoid those unnamed casinos if he want to play with some bigger amount.
87  Economy / Economics / Re: Financial Advice for a young millionaire on: April 30, 2024, 05:05:17 AM
What financial advice would you give to a young boy, probably, at the age of 18 who just received a whole lots of money from the inheritance of his late father who was a trader and multimillionaire in the textile industry?

The boy is the only child of the widower and does not seem to be interested in the same line of business and even when he does, he requires more maturity to be able to manage the business such as graduating from the college, etc.

To be honest, maturity does not come with the age but with the responsibility. I remember when my father died, I was 19 years old and fortunately I had a job where I was getting about $100 per month back then. The only mistake I made was, that I trusted some closest people who are my relatives but later I saw their true faces when I was about to start construction to build my own home.

So, my advice is, never to trust anyone. Not even your relatives. Do whatever you want, you will learn from your mistakes. Try to be a hard-working man and never think that you will earn like your father without working hard.
88  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: April 29, 2024, 01:14:02 PM

ধরে নিলাম উনি কারো কোনো অর্গান বিক্রি করে নাই, কিন্তু আমি মারধরের যেই একতা ভিডিও ক্লিপ দেখলাম যে মিল্টন সমাদ্দার নিজের হাতে এক লোক কে বেধে রেখে পিটাচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখেন? এটা সম্ভবত আশ্রমের পাশের জমি দখল সংক্রান্ত ঝামেলা। আরো অভিযোগ আছে যদি কোনো লোকজন তাদের স্বজনদের খোজ খবর পেয়ে ওনার ওখানে যায়, তাহলে ওনারা প্রচুর পরিমানে বাজে ব্যাবহার করে। এমনকি মারধরের অভিযোগ আছে। আপনাকে আমাকে বুঝতে হবে যে, সব লোক গুলো কিন্তু মেন্টালি স্ট্যাবল না। অনেকেই হয়তো হারিয়ে গিয়েছে। এর জন্য সেই পরিবারের লোকজনকে ব্লেইম করে খারাপ আচরন করা ঠিক নয়। যদিও এটা আমার কাছে সিরিয়াস কোনো ম্যাটার মনে হচ্ছে না। সমস্যা হলো মিল্টন সমাদ্দার নাকি নিজের স্টাফদের দিয়ে জোর করে জমি দখল করে কাজ করছে। বরিশালের মতো যায়গায় খ্রিস্টান দের চার্চ দখল করতে চেষ্টা করেছে। চার্চ এর কমিটিতে মিল্টন সমাদ্দার কে সভাপতি করে এবং তার পরিবারের সদস্যদের অন্যান পদ দিয়ে কমিটি গঠন করেছে। পরে এটা ফাস হয়ে গেলে কমিটি ভেঙ্গে ফেলা হয়। এগুলো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না।
89  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: April 29, 2024, 08:11:40 AM
আমি কারোরই সাপোর্ট করিনা, বাট মিডিয়া, প্রশাসন যদি একটু দেখানোর মতো প্রমাণ সহ মাঠে নামতো তাহলে একটু ভালো লাগতো। এখন পর্যন্ত যতোগুলো নিউজ আমার চোঁখে পড়ছে কোনোটাতেই ঐরকম প্রমাণাদি চোঁখে পড়লো না।

আপনাদের কি মনে হয়? তিনি কি আসলেই ভন্ড নাকি ভালো লোক? Sad

আমি অপেক্ষায় ছিলাম মিল্টন সমাদ্দার এই ব্যাপারে কি বলেন। কিন্তু লোকটা তার কথার কোনো দলিল দিতে পারে নাই। তার ভাষ্যমতে ১০০০ লাশ সে দাফন করেছে। তবে গোরস্থান খুজে ৫০ টির ও কম কবরের সন্ধান মিলেছে। বাকি কবরের কোনো রশিদ বা কিছুই সে দিতে পারেনি। তার বক্তব্য হলো তিনি গোপনে দাফন করেছেন যে কারনে তিনি রশিদ নেন নাই। আর যেই মসজিদে লাশ গোসলের জন্য পাঠানো হতো, সেখানকার লোকজন প্রায় প্রতিটা লাশে কাটাছেড়া দেখতে পেতো। প্রথমে কিছু না বললেও পড়ে ওনারা মিল্টন সমাদ্দারকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি সেই মসজিদে লাশ পাঠানো বন্ধ করে দেন।

আর ওনার বিরুদ্ধে অবৈধ দখলদাড়ি থেকে শুরু করে মানুষের ওপর অত্যাচারের ভিডিও ফুটেজ আমি দেখেছি। এই লোকটা তার আশ্রমের টাকাকে নিজের টাকা মনে করে যখন যেখানে খুশি ব্যাবহার করেছে। আশ্রমের স্টাফদেরকে বানিয়েছে লাঠিয়াল বাহিনি। সাভারে আশ্রমের পাশের জমি জোড় করে দখল করে স্থাপনা তৈরী করেছে। বাধা দেয়ায় সেই লোক কে বেধরক পিটিয়েছে। তার ইন্টারভিউ দেখলাম, আমার আর ভালো মনে হচ্ছে না।

বলতে পারেন যে এরকম কেউ করে দেখাক। তিনি যা করেন, সেটা অবশ্যই ভালো কাজ। তবে এই ভালো কাজের পেছনে রয়েছে বিশাল খারাপ উদ্দেশ্য। আমি নিজেও তার এ্যাড দেখে তাদের মোবাইল ব্যাংকিং একাউন্ট এ দান করতাম। তবে এখন থেকে বন্ধ করে দিলাম।
90  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: April 29, 2024, 04:49:59 AM
আমাদের সরকারের অন্য কোন দেশ থেকে পণ্য আমদানি করা এবং ভারতের পণ্য আমদানি নিষিদ্ধ করে দেওয়া উচিত। যাই বলুন না কেন আমাদের দেশে চাহিদার চেয়ে উৎপাদন কম তাই আমাদের বাহিরের দেশে থেকে আমদানি করতে হয়, বাহিরের দেশ থেকে আমদানি না করা হলে আমাদের দেশে খাদ্যদ্রব্যের দাম অনেক বেশি বেড়ে যাবে।

যাইহোক, আপাতত আমারাতো বয়কট করতে পারি, আমিও ভারতের পন্য বয়কট করতে শুরু করেছি এবং আমাদের প্রতিবেশীদের কে সতর্ক করতে হবে যেন ভারতের পণ্য বয়কট করেন। আমাদের শুধু খেলেই তো জীবন চলবে না আমাদের দেহকেও সুস্থ রাখতে হবে।

ব্যাপারটা আমরা যেভাবে চিন্তা করি, সরকার কিন্তু এভাবে দেখে না। এজন্যই আমরা জনগন আর তারা শাসক। চাইলে শোষক ও বলতে পারেন সমস্যা নাই। সরকার চাইলে কিন্তু অন্য দেশ থেকে চাল, পেয়াজ সহ আরো অনেক পন্য আমদানি করতে পারে। কিন্তু সরকারকে খরচের হিসাব টা মাথায় রাখতে হয়। আমদানি খরচ যতো বেশি হবে, সেই প্রোডাক্ট বাজারে আসলে খরচ ততো বেশি পড়বে এটা আমরা সবাই জানি। ভারত থেকে বাংলাদেশে আমদানি খরচ তুলনামূলক কম হওয়ায় বাংলাদেশ ভারত থেকে পন্য আমদানি করি। এখন আপনি যদি এশিয়ার অন্য দেশ থেকে আমদানি করতে চান, তাহলে হয়তো কার্গো বিমান অথবা শীপে করে মাল আনতে হবে, এতে করে আমদানি খরচ অনেক বেশি বেড়ে যাবে। অন্য দিকে ভারত থেকে আমদানি করলে খরচ অনেক কম হয়। যেকারনে সরকার ভারত থেকে পন্য আমদানি করে থাকে। আমরা চাইলেই ভারতীয় পেয়াজ বা চাল বয়কট করতে পারবো না। তবে এগুলো কোনো ইন্ডাস্ট্রিয়াল পন্য না। আমরা চাইলে ইন্ডাস্ট্রিয়াল পন্য বয়কট করতে পারি।
91  Other / Beginners & Help / Re: You are responsible for your own safety. on: April 28, 2024, 11:47:08 AM
Do not download apps from Google playstore for any reason, whether it's bank apps or crypto wallets, always go for the old crypto wallets and download from the crypto wallet official websites, do not use app stores to find your desired app, there will never be an end to these scam and fakes apps online.

I know there are a lot of fake apps on the Play Store, but you should not ask people to stop using the Play Store. This is the only way to get official apps from the verified sources. If you talk about banking apps, most of the websites do not even upload their apps on their website. Instead, they upload it on the google play store. Not only banking apps but all the apps everyone releases are on the Play Store. The user has to make sure who is the publisher. If someone downloads the fake app due to they did not pay attention, it's their fault. Searching for the website on google or searching for the official website on google or any other search engine is more risky than the playstore. But when it comes to cryptowallets, yeah people should use the official website if they know the web address already. But if they are not sure about the official website URL, their number one go to place should be the playstore.
92  Economy / Services / Re: [OPEN] eXch.cx - Automatic Exchange | Sig Campaign | Up to $120/W on: April 28, 2024, 07:02:50 AM
Username: Learn Bitcoin
BTC SegWit Address: bc1qqrnus8u66ma9avncyct55tu7p3c8lnlwn3fczc
93  Economy / Reputation / Re: Happy to be back! on: April 28, 2024, 06:50:42 AM
Why would someone having a good business and built up positive trust in the forum all of a sudden start posting malware links if not his account getting hijacked? The mods never listened and to this date, it beat my understanding.

Your points make sense. I am not aware of such cases. Could you please forward me to the case to read more about it?
If it is obvious that the account was hacked, the mod should give him a 2nd chance. Anyway, as far as we know, Cyrus wanted to give 2nd chance to the banned users, did that user apply to unban his account?

On the one hand it seems harsh, but on the other hand it took OP years to claim back his account. I have accounts on many forums that I created years ago and haven't used since, but if I can't access them anymore, I wouldn't expect a special recovery. It's the risk of abandoning an account for that long.
As you can see already, OP said he is not here to get his old account. So it's understandable that he did not care about his old account even when it was hacked. He still does not care about it.
94  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: April 28, 2024, 06:15:44 AM
যাইহোক ভাই Bybit এর লাঞ্চ পুল এর কি অবস্থা সেখানেও কি কোন স্টেবল কয়েন রয়েছে যে  স্টেক করা যাবে?

Bybit এর লাঞ্চ পুল একটু অন্য রকম। যদি এমন কোনো কয়েন হয় যেটা এক্সক্লুসিভলি শুধু Bybit এই লঞ্চ হচ্ছে, তাহলে সেখানে USDT স্টেক করতে হয়। অন্যান্য প্ল্যাটফর্ম গুলো কিন্তু তাদের নিজেদের ন্যাটিভ টোকেন বা তাদের নিজেদের স্ট্যাবল কয়েন স্টেক করায়। এই ক্ষেত্রে Bybit ভিন্ন রকম। আর যদি এমন কোনো কয়েন লাঞ্চ পুলে আসে যেটা অন্য কোনো এক্সচেন্জ এ অলরেডি লিষ্টেড আছে, তাহলে তারা সেই টোকেন ই ষ্টেক করতে বলবে। যেটা আপনি অন্যান্য এক্সচেন্জ থেকে কিনে নিয়ে Bybit এ ডিপোজিট করে তারপর ষ্টেক করতে হবে। বাইবিট এর রিওয়ার্ড ও ভালোই। তবে যেহেতু অন্যান্য এক্সচেন্জ এর তুলনায় বাইবিট একটু কম পপুলার, তাই সবাই এটাকে রিস্কি মনে করে। যদিও একারনেই বাইবিট প্রচুর নতুন কয়েন লিষ্ট করে করে ইউজারদের নিয়মিত আর্ন করার সুযোগ দিচ্ছে।

95  Economy / Reputation / Re: Happy to be back! on: April 27, 2024, 01:20:07 PM
Whether the original account is unbanned or not, why did the OP link the current account to the previous ones when citing it was hacked would probably not be believed.

You got a good point there. I also want to believe that OP is the real owner of that banned account. Why would someone use a similar username and link their account if they know that this account will get banned as well if people find him? Moreover, the account has some negative feedback as well. I feel like this is the real owner and he wants his account back. Now, let's see if OP can come up with a signed message from any of his old addresses that he may post in the forum. Otherwise, sorry for his loss.

When will the admin/mods say enough is enough and say "banned means banned!"
What if OP is just an innocent victim of scammers and hackers? Wouldn't punishing someone when they did not do the offence be too harsh?
96  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: April 27, 2024, 12:37:22 PM
সরকার কি করলো আর না করল সেটা আমাদের দেখার বিষয় না আমাদের সবাইকে ভারতীয় পণ্য বয়কট করতে হবে এটাই আমাদের দেখার বিষয়। আপনি আর আমি যদি ভারতীয় পণ্য বয়কট করি তাহলে হয়তো আমাদেরকে কেউ কিনতে বাধ্য করবে না তাই নিজেদের সচেতন হবে এবং আশেপাশের মানুষদেরকে সচেতন করতে হবে।

ভাই আমরা চাইলে বেশিরভাগ দেশের পন্য বয়কট করতে পারি। কিন্তু আমরা পারি না চোরের বাচ্চাদের জন্য। বাংলাদেশের অসাধু ব্যাবসায়ীদের জন্য। এরা সুযোগ পেলেই দুনিয়ার সব কিছুর দাম বাড়িয়ে দেয়। ভারতের পেয়াজ রপ্তানি বন্ধের নিউজের সাথে সাথে প্রতি কেজিতে ৫০ টাকা কিভাবে দাম বেড়ে যায় সেটা কি দেখেছেন? সব পন্যের ক্ষেত্রে এরকমই হবে। আজকে হয়তো আমরা নিজের বয়কট করছি বলে দাম বাড়েনা। কালকে ভারত বলে দিক যে তারা বাংলাদেশে কোনো প্রকার সাবান শ্যাম্পু রপ্তানি করবে না, আগামীকাল দেখবেন বাংলাদেশের সাবান শ্যাম্পুর মতো একটা পন্যের আকাশ চুম্বী দাম হয়ে গেছে।

আমার দেশে না কৃষক লাভ করতে পারে, না ক্রেতারা লাভ করতে পারে। সারা বছরই দালাল রা কয়েকগুন করে লাভে পন্য বিক্রি করে। ভারত থেকে কার্যত গরু আমদানী বন্ধ আছে। তবুও যদি অফিশিয়ালি ভারত আবার বলে যে বাংলাদেশে গরু রপ্তানী বন্ধ, কালকে বাজারে ১০০০ টাকার নিচে গরুর গোস্ত খুজে পাবেন না। এই চোরের বাচ্চাদের জন্য কিছুই সম্ভব না।
97  Economy / Economics / Re: Do you think Bitcoin can end poverty? In a nation today on: April 27, 2024, 12:31:02 PM
Patience is needed when investing because patience will be a bulwark for anyone not to get involved in panic. The way to do this is don't invest too much and leave some money for your needs, so that when they need money they don't have to sell bitcoin. If people understand the concept of investment then I am sure people will get a chance for financial freedom and wealth will be proportional to the amount of money we put in investments based on the right pattern.

I agree with all of that. But, if we come back to the topic, we were talking about if it's possible to end poverty with Bitcoin. But I disagree because everyone does not have money management skills. We know that money management is the most important part of everything. Not only in investments but it is important in everything like running the business and even running a family.

You have to consider Bitcoin investment as an expense instead of an investment if you want to hold it for a long time. So, you don't need the money once you spend it. But, if you wait eagerly to make profit from your Bitcoin, I am sorry but that is not going to happen in one night. This is why Bitcoin won't be able to end the poverty.
98  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: April 26, 2024, 08:56:27 AM
আসলে ভাই বাইনান্স এমন একটা জায়গায় রয়েছে যে এটাকে  ট্রাস্ট করি না কিন্তু আবার ট্রাস্ট না করার উপায় নাই।
তার মধ্যে বাইনান্স BUSD কে  ডি-লিস্টেড করেছে দেখেই আমার ভয়, কারণ যে কোন সময় যদি FDUSD  ডিলিস্টেড করে দেয় তাহলে এটারও ধ্বস নেওয়া যাবে কারণ বাইনান্স ছাড়া আর দুই একটা যে সব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট রয়েছে সেগুলোতেও  ডি লিস্টেড করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে।
তাছাড়া আমি মনে করি FDUSD কে যদি বাইনান্স  ডিলিস্টেড করে তাহলে আমি তো আমার ফান্ড ফেরত পাব, যদিও আমি এ বিষয়ে শিওর না।

আপনি যদি অনলাইনে একটিভ থাকেন, তাহলে ডি লিস্ট হওয়ার আগে অবশ্যই জানতে পারবেন। BUSD ডিলিস্ট হওয়ার পেছনের কারণ হলো বাইনান্সের দুর্নীতি যার কারনে সিজে অব্দি বাইনান্স থেকে লিভ নিতে বাধ্য হয়েছে। বাইনান্সের এরকম দুর্নীতি নিয়ে কিন্তু কয়েন আলাপে অনেক আগে একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছিলো। বাইনান্স এর প্রতিটা BUSD এর বদলে এক ডলার করে ব্যাক রাখার কথা ছিলো। কিন্তু তারা প্রায় রিজারভ থেকে ডলার সরিয়ে লেনদেন করতো। পরবর্তীতে বাইনান্স সেই রিজার্ভ আবার ফিল করেছে কি না এরকম কোনো আপডেট তারা জানায়নি। সর্বশেষ সিকিউরিটি এক্সচেঞ্জ ডিপারমেন্ট এর মামলায় সম্ভবত অনেক কয়েন বাইনান্স থেকে রিমুভ করা হয়। এর মধ্যে BUSD একটা। বাইনান্স ডিলিস্ট করার আগেই জানিয়ে দিয়েছে যে এটা ডিলিস্ট করে দেয়া হবে। আমার মনে হয় না বাইনান্স একই ভুল আবারো করবে। সুতরাং আপাতত টেনশন ফ্রি থাকতে পারেন।
99  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: April 26, 2024, 05:56:16 AM
যাইহোক ভাই আপনার কাছে একটা পরামর্শ নিতে চাই যে আপনি বাইনান্সে লিস্টেড FDUSD স্টেবল কয়েনটি কে কিভাবে দেখেন? এটা কি ট্রাস্টেড? অথবা ভবিষ্যতে বাইনান্স থেকে হওয়ার ডি লিস্টেড সম্ভাবনা রয়েছে?
কারণ আমি এটা  লাঞ্চ  পুলে স্ট্যেকিং করে মোটামুটি ভালো এমাউন্ট পেতেছি যদিও আমার স্ট্যেকিং অ্যামাউন্টও মোটামুটি ভালই রয়েছে।

ভাই এটা ডিপেন্ড করে আপনি বাইনান্স কে ট্রাষ্ট করেন কি না। অনেকেই এখনো জানে না যে বাইনান্সের আগের কয়েন BUSD এর বদলেই তারা নতুন এই কয়েন নিয়ে এসেছে। আগের কয়েন BUSD নিয়ে তাদের কোনো একটা আইনি ঝামেলা হয়েছিলো। এখন BUSD কোনো এক্সচেঞ্জ এ সম্ভবল লিস্টেড নাই। আর অপরদিকে FDUSD খুবই নতুন একটা স্ট্যাবল কয়েন যেটা বাইনান্স নিজেই নিয়ে আসছে। আর মজার ব্যাপার হলো এটাও কিন্তু বাইনান্স ছাড়া আর মাত্র একটা এক্সচেঞ্জ এ লিস্টেড আছে। আপাতত বাইনান্স এবং গেট ডট আইও তে ছাড়া এই কয়েন আর কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এ নাই। হয়তো ভবিষ্যতে অন্য এক্সচেঞ্জ এ লিস্টেড হতে পারে। তো আপনি যদি বাইনান্স কে ট্রাষ্ট করতে পারেন, তাহলে এই কয়েন নিয়ে সমস্যা থাকার কথা না। কিন্তু বাইনান্স কে ট্রাষ্ট না করলে এটাও ব্যাবহার করার দরকার নাই।
100  Economy / Economics / Re: Is Inflation Necessary on: April 26, 2024, 05:47:27 AM
No matter if we want it or not, inflation will be there. You should not question if it's necessary or not. Haven't you heard about countries like Zimbabwe and the worst decisions of their country? Their Prime minister thought they would print money they will pay the debt to all the countries and build the country by printing money. A county must follow some rules when they print money. They have to think about their foreign reserves as well. It depends on many other things that I am not aware of.
Pages: « 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 ... 115 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!