Bitcoin Forum
June 28, 2024, 03:06:41 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 [5]
81  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: January 24, 2024, 04:30:18 PM
আমাদের কি কি করা উচিৎ এবং কি কি এড়িয়ে চলা উচিৎ। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।

ইমেজের উচ্চতা বা প্রস্থ সঠিকভাবে ব্যবহার করতে পারে না। তাই সবার উচিত সঠিক পরিমাপ অনুযায়ী পোষ্টের মধ্যে সঠিকভাবে ইমেজ যুক্ত করার চেষ্টা করা।
অনেক ধরনের ছবি পোস্ট দেখেছি আমি কিন্তু কোনটা সঠিক বা কোনটা কতটুকু হবে এরকম কোন পোস্ট পাই নি এখনো। ছবি পোস্ট যখন করে তখন সিনিয়র মেম্বাররা যেটা করেন সেটা হলো কতটুকু ছবি নিলে মান সম্মত হয় এরকম করেই নেয়। পোস্টের ধরন অনুযায়ী পোস্টার ব্যানার ছবি এগুলো নির্বাচন করে থাকে।

ফোরামে আমি এখন পর্যন্ত এই পোস্টার ব্যানারের পরিমাপ নিয়ে কোন কিছু দেখিনি ভাই। আপনি যেহেতু নতুন একটি বিষয় তুলে ধরেছেন সেহেতু বিষয় জানলে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন ভাই।
ধন্যবাদ
82  Local / Other languages/locations / Re: পোস্ট কোয়ালিটি ভালো করার ক্যাম্পেইন on: January 24, 2024, 03:57:56 PM
আমাদের কি কি করা উচিৎ এবং কি কি এড়িয়ে চলা উচিৎ। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।
আমি একজন নুতুন মেম্বার হিসেবে যেটা এখানে এসে আপনার পোস্ট দেখে খুবই খুশি হয়ে গেলাম। আপনি অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পোস্ট করেছেন যেটা নতুনদের জন্য খুবই হেল্পফুল।

আমি নতুন মেম্বার হিসেবে একটা কথা বলতে চাই সেটা হলো ছবি যুক্ত করার বিষয়টি নিয়ে আপনি বলেছেন

পোস্ট এ টেবিল, পয়েন্টার বা ইমেজ ব্যাবহার করতে পারেন। কোনো কিছু বুঝানোর ক্ষেত্রে ছবি ব্যাবহার করা জরুরি।
এখানে আমরা যারা নতুন তারা কিভাবে এটা করবো? আমি যতটুকু জানি জুনিয়র মেম্বার ছাড়া কেউ যাদি ছবি ব্যাবহার করতে চায় তাহলে সে বিবিকোড ইউজ করলেও সেটা ফোরামে সো করে না। আমরা বিবিকোড বা জেপিজি নিংক যেটাই ব্যবহার করিনা কেনো সেটা আমরা ফটো আকারে দেখতে পারি না। এখন আমরা নতুনরা পোস্ট করার সময়  ছবি দিয়ে পোস্ট করার প্রয়োজন হয় তাহলে কিভাবে করতে পারি। আমরা কি ছবি ব্যবহারের প্রয়োজন হলে লিংকটা দিয়ে দিবো পোস্টে। নাকি অন্য কোন ওয়ে আছে ভাই থাকলে শেয়ার করবেন।

আমার মনে হয় ছবি ব্যাবহারের বিষয়টা নিয়ে আরো একটু ক্লিয়ার আইডিয়া দিয়ে সাজালে নতুনদের জন্য বুঝতে সুবিধা হতো।
83  Other / Beginners & Help / Re: [CHALLENGE] Run A Bitcoin Node: 14 Days To 14 Merits on: January 23, 2024, 11:11:53 AM
I want to do it. Can I do it now? A PC has 1TB HDD. Can I start it now? Please tell me. NotATether
Pages: « 1 2 3 4 [5]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!