Bitcoin Forum
June 21, 2024, 09:08:12 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: [1]
1  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: January 08, 2020, 03:47:03 PM
Crypto আর্নিং নিয়ে কিছু কথা বলি ।
Crypto আর্নিং এর ২টি  জনপ্রিয় উৎস হচ্ছে - Airdrop এবং  Bounty ।

Airdrop : Cryptocurrency এর প্রচার এর জন্য crypto কোম্পানি গুলো কিছু token বা coin অফার করে থাকে ।
এর জন্য তারা কিছু রুলস উল্লেখ করে থাকে । তাদের রুলস গুলো সঠিকভাবে পূরণ করতে পারলে তারা নির্দিষ্ট সংখক coin বা token পে করে থাকে ।
এয়ারড্রপ এ যে রুলস থাকে তার কিছুটা  উল্লেখ করি - ফেইসবুক পেজ এ লাইক দেয়া, পোস্ট শেয়ার করা, টুইটার এ ফলো করা, রিটুইট করা  মিডিয়াম এ ফলো করা reddit এ ফলো করা ডিসকোর্ড চ্যানেল এ join করা , টেলিগ্রাম  চ্যানেল আর  গ্রুপ  এ join  করা আর  proof হিসেবে লিংকগুলো তাদের সিলেক্টেড  ফর্ম এ সাবমিট করতে হয় । এই কাজগুলো আপনি খুব সহজেই  করতে পারবেন । বিভিন্ন youtube চ্যানেল এ আপনি বিস্তারিত জানতে পারবেন ।

বেশির ভাগ crypto (my ether wallet address) এ পে করে থাকে । লিংক  : myetherwallet.com এই লিংক এ গিয়ে আপনি ether address খুলে নিতে পারবেন । এছাড়াও কিছু  নির্দিষ্ট coin এর নির্ধারিত wallet থাকতে পারে airdrop এর কাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে তাদের রুলস গুলো ভালোভাবে পরে নিতে হবে ।


Bounty : crypto এর জনপ্রিয়তা অর্জনের লক্ষে কোম্পানিগুলো promotion এর জন্য কিছু coin বা token অফার করে থাকে ।
বাউন্টি এর কিছুটা রুলস বলি- bounty তে আলাদা আলাদা সেকশন থাকে ।
যেমন- twitter campaign; facebook campaign; youtube campaign; content creation campaign;  linked in campaign;  reddit campaign; translation campaign; signature campaign ইত্যাদি । আপনি যেকোনো ১ টি ক্যাম্পেইন এর কাজ ও করতে পারেন ।

টুইটার এ রেগুলার টুইট করা, রিটুইট করা, ফেইসবুক পেজ এর পোস্ট শেয়ার করা, পোস্ট করা, কিছু ক্রিয়েটিভ সাবমিশন থাকতে পারে, এছাড়াও  ব্লগ পোস্ট তৈরী করা youtube  ভিডিও তৈরী করা reddit এ পোস্ট করা কমেন্ট করা ইত্যাদি কাজ থাকে । এর জন্য আপনাকে  weekly report করতে বলা হতে পারে । আর আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হবে । আর নির্ধারিত সময়ের পর আপনাকে পে করা হবে ।  কাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে তাদের রুলস গুলো ভালোভাবে পরে নিতে হবে ।


bitcointalk এর bounty সেকশন এ এই কাজগুলো খুঁজে পাবেন । লিংক: https://bitcointalk.org/index.php?board=238.0
এছাড়াও কিছু youtube channel এ আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন ।

আপনার my ether wallet address এ প্রাপ্ত টোকেন এই লিংক এ গিয়ে চেক করে নিতে পারবেন : https://ethplorer.io/
এবং নির্ধারিত exchange এ exchange করে আপনি বিটকয়েন এ রূপান্তরিত করতে পারবেন পরবর্তীতে আপনি বিটকয়েন কে টাকা তে  রূপান্তরিত করতে পারবেন । বাংলাদেশ এ আপনি  localbitcoin.com এ bitcoin exchange করে বিকাশ রকেট নগদ বা আপনার একাউন্ট এ টাকা নিতে পারবেন । কিভাবে ether wallet খুলবেন, কিভাবে exchange করবেন,  কিভাবে কাজ করবেন এইসব নিয়ে youtube এ অনেক ভিডিও আছে ।

আমি একটা পাকিস্তানী youtube channel ফলো করি : https://www.youtube.com/channel/UCCzQNZgF08fIzkp_hwQCT5g
এছাড়াও আপনি চাইলে আমাকে নক করতে পারবেন আমি অবশ্যই আপনাকে হেল্প করবো ।

ধন্যবাদ সবাইকে, আর Bitcointalk এ বাংলাদেশী মেম্বারদের সাথে থেকে আমি আনন্দিত ।
Pages: [1]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!