Bitcoin Forum
June 01, 2024, 08:53:32 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: [1]
1  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: October 15, 2018, 09:26:50 AM
বিটকয়েনে লেনদেনের প্রাথমিক সুবিধা কম খরচে বিশ্বের কোথাও পাঠানো এবং অর্থ গ্রহণ করা , এক্ষত্রে মধ্যবর্তী চার্জ দিতে হয় না। বিটকয়েনের অর্থ প্রদানে ব্যক্তির ব্যক্তিগত তথ্য লেনদেনের সাথে সংযুক্ত করতে হয় না।

অপরদিকে, প্রচলিত মুদ্রার সাথে তার নামহীনতার কারনে অপরাধীরা ইন্টারনেটে বিটকয়েনে লেনদেন করতে পছন্দ করে এবং বিটকয়েনের এই নামহীনতার কারণে এটি কালো বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে।

USA এর মতো জি 7 দেশ ইতিবাচকভাবে তার এই লেনদেন গ্রহণ করেছে। Dish Network (DISH), Overstock.com (OSTK) এবং ডেলের মতো প্রভাবশালী সংস্থাগুলি বিটিসি-র সাথে লেনদেনে কোনও সমস্যা করছে না। অস্ট্রেলিয়া, বেলজিয়াম সহ কিছু দেশ যেখানে এই ক্রিপ্টো মুদ্রার বিরুদ্ধে কোনও নিয়ম ও বিধিনিষেধ নেই। বিভিন্ন দেশে বিটকয়েনের স্বীকৃতি সত্ত্বেও, এটি এখনও চীন, ভিয়েতনাম, বলিভিয়া, ইকুয়েডর, রাশিয়া,মরক্কো এমনকি আমাদের দেশ বাংলাদেশে নিষিদ্ধ।

উপরে বর্ণিত দেশগুলির দ্বারা বিটকয়েন নিষিদ্ধ করার কিছু কারণ রয়েছে। প্রথমত, বিটকয়েন ব্যবহারকারীরা নিজ নিজ দেশের সরকার কর্তৃক জারিকৃত আইডি কার্ড ব্যবহার না করে লেনদেন করতে পারে ফলে লেনদেনগুলির নিরীক্ষা ও যেকোনো প্রতারণা, অর্থ লন্ডারিং বা অসাংবিধানিক ক্রিয়াকলাপ সনাক্ত করা এবং প্রতিরোধ সেইদেশের সরকারের জন্য খুব কঠিন হয়ে পড়েছে।

দ্বিতীয়ত, সম্ভাব্য মুদ্রা বিনিময় একটি অপেক্ষাকৃত নতুন প্রযুক্তি প্ল্যাটফর্ম, ফলে সরকার বিটকয়েনের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা বা কোন আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এখনও আইনি কাঠামো চুড়ান্ত করতে সক্ষম হয়নি।

এছাড়াও, বাংলাদেশে এই মুদ্রাগুলি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947, সন্ত্রাসবিরোধী আইন 2009 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সাথে সঙ্গতিপূর্ণ নয়, তাই, কোনও নামহীন বা ছদ্ম নামক ব্যাক্তি বা প্রতিঠানের সাথে অনলাইন ভার্চুয়াল মুদ্রার লেনদেন আর্থিক এবং আইনি ঝুঁকি রয়েছে । এই পরিস্থিতিতে, নাগরিকদের আর্থিক এবং আইনি ক্ষতি এড়ানোর জন্য বিটকয়েন মত ​​ভার্চুয়াল মুদ্রা মাধ্যমে সব ধরনের লেনদেন সম্পাদন, সহায়তা এবং বিজ্ঞাপন থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা এস কে সুর চৌধুরী বলেন, বিশ্বব্যাপী জনপ্রিয়তার কারণে বাংলাদেশে বিটকয়েন চালু করার জন্য একটি কমিটি কাজ করবে। সরকার বিটকয়েন লেনদেনের সাথে যুক্ত ঝুঁকিটি কমিয়ে আনতে চায় এবং ইলেকট্রনিক পেমেন্টের জন্য সহজ সমাধান দিয়ে যাত্রা করতে চায়।

আমরা বাংলাদেশ ব্যাংকের অধীনে দেশের বিটকয়েন পরীক্ষা শুরু করার একটি সম্ভাব্য পদ্ধতি প্রস্তাব করছি। স্থানীয় ব্যাংকের সহায়তা নিয়ে বাংলাদেশ ব্যাংক বিটকয়েন লেনদেন পরীক্ষা করতে পারে। লেনদেনের ট্রেস রাখার জন্য, বাংলাদেশ ব্যাংক তাদের অংশগ্রহণকারী স্থানীয় ব্যাংক অ্যাকাউন্টধারীদের অ্যাক্সেস এবং বিটকয়েনগুলি তাদের বিদ্যমান ট্রেসযোগ্য মাধ্যম যেমন স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, বিকাশ বা রকেট সনাক্তকরণ ব্যবহার করে বিনিময় করতে নির্দেশনা দিতে পারে। 6 মাসের একটি সফল পরীক্ষানিরীক্ষার পর,বাংলাদেশ ব্যাংক,মাধ্যমিক স্তরে, স্থানীয় ব্যাংকগুলিতে প্রক্রিয়াটিকে ফ্র্যাঞ্চাইজ করতে পারে। আরও 6 মাসের বেশি সময় সফল পরীক্ষানিরীক্ষার পর, বাংলাদেশ ব্যাংক Bkash/iPay ইত্যাদি স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলিতে ফ্রাঞ্চাইজিংয়ের মাধ্যমে জনসাধারণকে সুবিধাটি প্রদান করতে পারে।

ক্রিপ্টো মুদ্রার জনপ্রিয়তা একটি বিশ্বব্যাপী প্রবণতা হয়ে উঠছে এবং এটি বাংলাদেশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং আইন প্রণেতাদের জন্য সাময়িকভাবে এই নতুন প্ল্যাটফর্মটি পরীক্ষানিরীক্ষার জন্য উপযুক্ত সময়, কমপক্ষে 1 বছরের মধ্যে কীভাবে হুমকিগুলি কমিয়ে আনা এবং তার সুবিধাগুলি অর্থনীতি ও সমাজের কল্যাণে ব্যবহার করা।

তথ্য : https://www.daily-sun.com/printversion/details/340275/2018/10/03/To-Start-Bitcoin-in-Bangladesh-Legally
2  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 25, 2018, 10:16:35 PM
সকল bitcointalk ইউজারদের  উদ্দেশ্যে বলছি।
জুনিয়র মেম্বার হতে ১ টি মেরিট সিস্টেম করার পর থেকে মেরিটেড করার পরিমান বেড়েছে। কেও হয়তো ১ টি মেরিট কিনে জুনিয়র হচ্ছে। কেও হয়তো কারো সাথে চুক্তি করে মেরিট নিয়ে জুনিয়র হচ্ছে, আবার কেও হয়তো তার অন্য কোনো বড় অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট করে সেখানে মেরিট নিয়ে পজিশন আপ করে রাখছে। আমি আপনাদের ভালোর জন্য বলছি এইসব বন্ধ করেন যদি আপনার অ্যাকাউন্ট রক্ষা করতে চান। কারন ইতিমধ্যে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। প্রতিটা অ্যাকাউন্ট এর ইনভেস্টিগেশন করতেছে। মেরিট সোর্স ও লেজেন্ডারি মেম্বার LoyceV ও আরও কিছু ক্ষমতাশালী লেজেন্ডারী মেম্বার ও মডারেটর। LoyceV এর ইনভেস্টিগেশন তালিকা]
নোট সবাই শেভ থাকার চেষ্টা করুন।  কারো মাথায় যদি কোনো রকম চালাকি  বুদ্ধি থেকে থাকে তাহলে সেগুলো ভূলে যান, যদি আপনি আপনার অ্যাকাউন্ট বাচাতে চান। কারন এটা ব্লকচেয়িন সিস্টেম যা শিকলের মতো আপনার একটা কাজ অন্য আরেকটা কাজের সাথে যুক্ত হয়ে থাকে। আপনি কোনো ডকুমেন্ট  কোনো রকম ভাবে মুছতে পাড়বেন না। ভূল কিছু করলে সেটা অবশ্যই ধড়া খাবেন।  তাহলে সবাই ভালো থাকুন এবং সতর্ক থাকুন।
ধন্যবাদ..
তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ
অনকেই হয়তো জানে না মেরিটের আসল উদ্দেশ্য কি? কেউ হয়তো না বুঝেই  নিন্মমানের পোস্টে মেরিট দিচ্ছে আবার কেউ  বিশেষ উদ্দেশ্যে মেরিট দিচ্ছে, যা একাউন্টের জন্য ক্ষতিকর। 
যারা অসৎ উদ্দেশ্যে মেরিট নিচ্ছে বা দিচ্ছে তারা যদি জানতো এ কাজের জন্য ভবিষ্যতে তাদের একাউন্ট বন্ধ বা ইনাক্টিভ হতে পারে, তাহলে এ চালাকি বুদ্ধির কাজ থেকে বিরত থাকতো।
আমার মনেহয়, বাংলা কমিউনিটিতে লেজেন্ডারি মেম্বার LoyceV এবং পুরাতন অভিজ্ঞ সদস্যদের  মেরিট নিয়ে আরো আলোচনা করা দরকার। আর পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণেই মেরিটের ভুল ব্যবহার হচ্ছে। মেরিট সম্পর্কে যদি পর্যাপ্ত জ্ঞান থাকে, তাহলে মেরিটের অপব্যবহার অনেকটাই কমে আসবে বলে মনে হয়।
3  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 25, 2018, 09:11:22 PM
আমার মনে হয় মেরিট নিয়ে বেশি আলোচনা না করে, বিটকয়েন এবং সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য ফোরাম ব্যবহার করাই সর্বোত্তম।
মেরিট এই ফোরামের একটা অংশ।মেরিট নিয়ে আলোচনা না করলে সবাই বুঝবে কিভাবে।এইতো অনেকেই নিন্মমানের পোস্টে মেরিট দিচ্ছে।সবাই যদি জানতো মেরিটের আসল উদ্দেশ্য কি তাহলে কি দিত? অবশ্যই না।আর সেটা কেন হয়েছে? পর্যাপ্ত আলোচনার অভাবে।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।  আসলে আমরা নতুনরা অনেক কিছুই বুঝি না বা জানি না।  কিভাবে মেরিট পাওয়াযায়, আপনার পরামর্শ চাচ্ছি।  পুরাতন সদস্যদের সুচিন্তিত পরামর্শ বাংলা কমিউনিটির নতুন সদস্যরা উপকৃত হবে।
4  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: September 18, 2018, 09:47:19 PM
বাঙালী ভাইয়া/বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এই কমিউনিটিতে নতুন। আমি বিটকয়েন টক সম্পর্কে খুবই কম জানি। আশাকরি আপনাদের পরামর্শ পেলে সবকিছু আস্তে আস্তে শিখে যাবো। এখনকার পোস্ট গুলোতে সবাই মেরিট নিয়ে আলোচনাতে ব্যাস্ত। আমার মনে হয় মেরিট নিয়ে বেশি আলোচনা না করে, বিটকয়েন এবং সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য ফোরাম ব্যবহার করাই সর্বোত্তম। এখানে ক্রিপ্টো বিষয়ক আলোচনা করি। মার্কেটের বর্তমান অবস্থা? ICO গুলোতে কি ধরনের পরিবর্তন হতে পারে ? Bitcoin ও  Ethereum এর দাম বাড়ার সম্ভাবনা কতটুকু? যারা পুরাতন আছেন, তারা অবশ্যই নতুনদের হেল্প করার চেষ্টা করবেন। তাহলে আমারমত নতুনরা Cryptomarket সম্পর্কে আরো ভালো ধারণা পাবে।
5  Bitcoin / Bitcoin Discussion / Re: Will Bitcoin lose market share? on: August 08, 2018, 05:45:24 PM
Yeah! We all know the sad story of Nokia. But i think in the mobile industry and in the crypto industry is little bit different. One thing you notice absolutely right, other many Altcoin now comes and they have update technology. Ethereum is the main competitor for Bitcoin. But now Bitcoin is the most popular and leading in this industry. In the end nothing would impossible.
Pages: [1]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!