ভাইদের প্রতি সাহায্য আশা করছি, বাংলাদেশে কি ক্রিপটোকারেনছি বৈধ নাকি অবৈধ। ভারতের মোত যদি কোটের ন্যায় যদি প্রকাশ করতো তাহলে বাংলাদেশে ক্রিপটোকারেনচি অনেক উন্নতি করত। এবং বাংকের মাধ্যমে লেনদেন হলে অনেক অসাধু ব্যবসায়ি প্রতিরোধ হতো।
@kakamrul, বাংলাদেশ Bitcoin / crypto currency একে বারে নিষিদ্ধ, যদি সরকার বা কোন আইনের লোক জানতে পারে তাহে অনেক বিপদ হবে৷ কারন এটা কে বাংলাদেশ ব্যাংক এর আইন অনুযায়ী মানিলন্ডারি বলে যার বিশেষ একটি আইন রয়েছে, তাই কেউ যাতে বুঝতে না পারে, এমন কি আপনার, বউ ও না কারন মেয়েদের মুখ অনেকটা পাতলা থাকে, মুখ মুসকে সব কথা বেড় হয়ে যায়, যদিও মজার ভাবে বলেছি কিন্তু এটাই কিন্তু সত্য কারোর কাছে বলার দরকার নাই।