Bitcoin Forum
September 21, 2025, 12:13:03 PM *
News: Latest Bitcoin Core release: 29.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: [1]
1  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: June 28, 2023, 09:34:24 AM
ঈদ আসতে 1 দিন বাকি !
 এতো খুশি কোথায় রাখি !
 বলাটা অনেক ইজি !
ঈদের কাজে সবাই বিজি !
একটি বছর ঘুরে আসবে সেই দিন !
ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন !
 আনান্দ টা সবার মাঝে !
সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা !
          🌙 " ঈদ মোবারক"🌙
2  Other / Meta / Re: [Bitcointalk Party - Discord sv] Bitcoin Pizza bake-off contest! Enter by June 1 on: June 05, 2023, 10:27:00 AM
Happy BTCitcoin Pizza Day everyone, delicious homemade BTCitcoin pizza

https://i.postimg.cc/DwSDySsq/UHX93.jpg
https://i.postimg.cc/NfcmjSHb/IMG-20230605-101533.jpg
https://i.postimg.cc/kM036FJT/IMG-20230605-102358.jpg
3  Other / Beginners & Help / Re: [Quiz 2022] History of Bitcoin and Bitcointalk 🚩 on: March 02, 2023, 07:06:28 PM
My result 17/21

https://imgur.com/a/bN9UALE
4  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 02, 2023, 06:33:16 PM
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, দেশের আইন অনুযায়ী বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির লেনদেন বা সংরক্ষণ করা বেআইনি। যেহেতু ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ইস্যু করে না, সেজন্য এর বিপরীতে আর্থিক দাবির কোনো স্বীকৃতিও থাকে না।
5  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 01, 2023, 06:58:29 AM
বিটকয়েন ১০ বছরের ১ ডলার থেকে ৬৫০০০ ডলার পৌঁছেছিল কি ভাবে


কেসবিটকয়েন অনুসারে, BTC 10-বছরের CAGR (যৌগিক বার্ষিক বৃদ্ধির হার) 196.7% হতে দেখা গেছে। CAGR চক্রবৃদ্ধির নিরিখে কোনো অ্যাসেটের বার্ষিক বৃদ্ধির হার পরিমাপ করে থাকে। বিটকয়েনের মূল্যের ক্ষেত্রে পাঁচটি উল্লেখযোগ্য উত্থানের ঘটনা রয়েছে, যা 2011 সালে মাত্র $1 থেকে বেড়ে 2021 সালের মে মাসে সর্বকালের সর্বোচ্চ $65,000- এ পৌঁছেছিল। এযাবতকালের ইতিহাসকে পাঁচটি সুস্পষ্ট উত্থান দিয়ে চিহ্নিত করা যাক।

1
জুন 2011: আগের বছরে যেখানে বিটকয়েনের মূল্য শুধুই সেন্টে পরিমাপ করা হতো, সেখান থেকে মূল্য বেড়ে $32-এ উন্নীত হয়। মাঝারি মাত্রার মূল্যপতনের ফলে $2.10-এ নেমে আসার ঠিক পরপরই বিটকয়েনে প্রথমবারের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়।

2
এপ্রিল 2013: মোটামুটি $13 দিয়ে বছর শুরু হওয়ার পর, বিটকয়েনে বছরের প্রথম ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়, যা 10 এপ্রিল, 2013-এ বেড়ে $260-এ পৌঁছে। পরবর্তী দুই দিনে মূল্যপতন হয়ে $45-এ নেমে আসে।

3
ডিসেম্বর 2013: বছরের শেষ নাগাদ, অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে বিটকয়েনের মূল্য প্রায় 10-গুণ বেড়ে যায়। অক্টোবরের শুরুতে, BTC $1,160-এর উত্থানে পৌঁছানোর আগে $125-এ ট্রেড করছিল। 18 ডিসেম্বরের মধ্যে, মূল্যপতন হয়ে আবার 380 ডলারে নেমে যায়।

4
ডিসেম্বর 2017: 2017 সালের জানুয়ারিতে মোটামুটি $1,000 থেকে শুরু করার পর, বিটকয়েনের দাম 17 ডিসেম্বর, 2017-এর মধ্যে দ্রুত বেড়ে $20,000 থেকে সামান্য কম ছিল। এই ঊর্ধ্বমুখী প্রবণতা মূলধারায় বিটকয়েনের অবস্থানকে শক্তিশালী করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।

5
এপ্রিল 2021: 2020 সালের মার্চ মাসে স্টক মার্কেট এবং ক্রিপ্টো মার্কেটে ধ্বসের ফলে 13 এপ্রিল, 2021-এর মধ্যে টেকসই মূল্য $63,000 পর্যন্ত বৃদ্ধি পায়। করোনাভাইরাস মহামারীজনিত অর্থনৈতিক অস্থিতিশীলতা কারণে, বিটকয়েনকে কেউ কেউ মূল্য মজুদের উপায় হিসেবে ধরে নিয়েছিলেন। BTC এবং ক্রিপ্টো মার্কেটে মূল্য স্থবিরতা আসার আগে 2021 সালের মে মাসে উল্লেখযোগ্য পরিমাণে বিক্রয় সম্পন্ন হয়েছিল।
6  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 28, 2023, 07:02:11 AM
UHX93
Pages: [1]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!