Bitcoin Forum
June 07, 2024, 03:29:32 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: [1]
1  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: May 01, 2023, 09:12:39 AM
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি 2023

পোস্ট গণনার দিক থেকে এ মাসেও আমাদের লোকাল থ্রেডের  অগ্রগতিতে ধারাবাহিকতা রয়েছে গত মাসের তুলনায় এ মাসে প্রায় দ্বিগুণ পোস্ট এক্টিভিটি হয়েছে।

এপ্রিল মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 388টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে            = 257টি

কোথাও যুদি ভুল হয় দয়া করে ক্ষমা করে দিবেন ধন্যবাদ ।
2  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: May 01, 2023, 02:01:29 AM
Yes, you are absolutely right
that candles turn red in the heat. Roll Eyes
3  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 30, 2023, 05:21:45 PM
There’s always a chance to win a block reward. Although it will be very small, others did it before you, even as solo miner.
4  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 30, 2023, 04:35:23 PM

Source: https://br.ifunny.co/tags/stearns
5  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 30, 2023, 11:37:32 AM
I’m talking about the guy in that photo Cry
6  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 30, 2023, 10:54:43 AM
Investing in Bitcoin can diversify your investment portfolio and provide high returns in a volatile and dynamic market.  Cool
7  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 30, 2023, 09:26:59 AM
One of the biggest scammers in the world.
8  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 30, 2023, 08:20:28 AM
BTCBitcoin $30K Soon  Cool
9  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 30, 2023, 05:24:05 AM

my guess is

soap>btc>fed for the next 3 months

they will wrestle for a while with fed looking to be the mounter not the mountee.

Maybe BTC finally gets on top in the late fall.

If I am wrong the fed will pound on btc for a long time.

You would think so, now wouldn't you?

And if you are not more wrong than you have already been, then maybe you will be able to buy back some of those sub $20k BTC  - but of course, you were buying I-bonds when BTC prices were around $16k (and trying to push that crap on us), and so how is that trade doing for you in the short-term?  Surely buying BTC at those prices would have been good.. but hey.. at least you have some I-bonds providing you with yield, right?  At least once you get through the zero percent lock-up period.

Hopefully not too many bitcoiners are continuing to make those same kinds of mistakes and failing/refusing to sufficiently and adequately stock up on the cornz.. just in case the cornz price might go up, rather than down like you expect... but hey?  Which one would you rather have?  A finite supply asset?  or an infinite supply asset? #askingforafriend

Frog jumps and frog falls
Head smacking on the ceiling
Frog with diamond head
#haiku

Is such "diamond-headed" frog in the room with us now?

JUST IN: PayPal announces Venmo
users will be able to withdraw #Bitcoin to external wallets. Bitcoin is still at the alpha stage, there’s so much potential for the future. Cool

bitcoin - aka dee cornz, aka king daddy, aka honey badger, aka my lil precious, has potential?  who would have thunk?
Yes, of course  Smiley
10  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 30, 2023, 12:53:18 AM
JUST IN: PayPal announces Venmo
users will be able to withdraw #Bitcoin to external wallets. Bitcoin is still at the alpha stage, there’s so much potential for the future. Cool
11  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 29, 2023, 04:19:12 PM
বিটকয়েন অর্ডিনাল নিয়ে বিতর্ক থাকলেও বিটকয়েন অরজিনাল এর প্রতিষ্ঠাতা কয়েনডেস্কের সাথে এক সাক্ষাতকারে বলেন যে, শখের বসে তৈরি করা একটি প্রজেক্ট যা সারা পৃথিবীতে এতটা সাড়া ফেলবে। তিনি তা কল্পনাও করেননি। তার কাছে মনে হয়েছে এইটা মানুষকে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শিখার জন্য একটি উপযোগী মাধ্যম। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হল বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ে জনগণের জ্ঞান বৃদ্ধি করা এবং একজন ব্যবহারকারী হিসাবে বিটকয়েন ব্যবহার করার জন্য উৎসাহ দেওয়া।

এই প্রজেক্টে কিছু মৌলিক বিষয়গুলি শামিল হয়েছে, যেমন বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি কি, কিভাবে এগুলি কাজ করে, বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সির সাথে তুলনা করা, বিটকয়েন মাইনিং কি এবং কিভাবে এটি কাজ করে এবং কিভাবে একজন ব্যবহারকারী বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি কিনতে পারেন। এছাড়াও, প্রজেক্টটি একজন ব্যবহারকারীকে বিটকয়েন ফুল নোড কি এবং একটি ফুল নোড কিভাবে সক্রিয় রাখতে হবে সেই বিষয়ে শিক্ষা প্রদান করে।

একটা কথা না বললেই না, বিশ্বের যত বড় বড় ব্যক্তিবর্গ বা বড় বড় প্রতিষ্ঠান, যা আছে তারা মূলত শখের বসেই একটা বড় ব্যবসার সূচনা করে ফেলেন। যা পরবর্তীতে সারা পৃথিবীতে শোরগোল ফেলে দেয়। আপনারা সবাই জানেন ফেসবুক কিভাবে প্রতিষ্ঠিত হয়, এটাও কিন্তু মার্ক জুকারবার্গ ও তার ফ্রেন্ডরা কয়েকজন মিলে শখের বসেই, শয়তানি করতে করতেই ফেসবুকের আবিষ্কার করে ফেলেন।

কেউ কি জানতো ২০০৮ সালের ১৮ই আগস্ট “সাতোশি নাকামোতোর” তৈরি করা বিটকয়েন বর্তমান পৃথিবীর ভার্চুয়াল মুদ্রা বাজারে একটি বৈপ্লবিক বিস্ফোরণ ঘটাবে।

কয়েনালাপের পোষ্টের সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই, বিটকয়েন অর্ডিনাল কি আসলেই সাতোশি নাকামোতোর বিটকয়েনের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেবে?

আরো বেশি জানার জন্য কয়েনলাপের পোষ্ট থেকে ঘুরে আসতে পারেন

ভাই আপনি হইতো জানেন না যে আপনি যে বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে পোস্ট করলেন ওই পোস্ট অনেক দিন আগে @Little Mouse ভাই পোস্ট করেছিল ভাই আপনি পোস্ট করার আগে ভালো করে দেখবেন আপনি যে পোস্ট করতে জাচ্ছেন আসলে এই পোস্ট আগে কেউ করেছে কিনা সেইটা একটু ভালো করে দেখে নিবেন যুদি দেখেন কেউ পোস্ট করে নাই তাহলে আপনি পোস্ট করতে পারেন সমস্যা নেই আসা করি আপনি বুঝতে পারছেন নেক্সট টাইম এইরকম ভুল করবেন না
অরজিনাল পোস্ট
12  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: April 29, 2023, 12:43:05 PM
Thank you, Satoshi for giving hope 🧡

Source
Always been the HOPE for the future BITCOIN wins!  Smiley
13  Local / Other languages/locations / এপ্রিল 2023 এর সেরা ক্রিপ্টো ওয়ালেট on: April 29, 2023, 04:53:27 AM
এপ্রিল 2023 এর সেরা ক্রিপ্টো ওয়ালেট

আপনি যখন ক্রিপ্টোকারেন্সি কিনবেন, তখন আপনার সম্পদকে সুরক্ষিত রাখে এমন ডিজিটাল কীগুলি সঞ্চয় করার জন্য আপনার একটি নিরাপদ জায়গা প্রয়োজন। ক্রিপ্টো ওয়ালেট হল কাজের জন্য সর্বোত্তম হাতিয়ার, যদিও তারা বিলফোল্ডে নগদ জমা করার চেয়ে একটু ভিন্নভাবে কাজ করে।
অগণিত বিকল্পগুলির মধ্যে থেকে বেছে নেওয়ার জন্য, কোন ধরনের ক্রিপ্টো ওয়ালেট আপনার প্রয়োজনের সাথে মানানসই তা নির্ধারণ করা হল প্রথম পদক্ষেপ। বিভিন্ন মানিব্যাগ বিভিন্ন ধরনের কয়েন সমর্থন করে—বেশিরভাগ বিটকয়েন ধরে, কেউ কেউ শুধুমাত্র ইথেরিয়াম পরিচালনা করে, কেউ কেউ যেকোনো ধরনের ক্রিপ্টো ধরে রাখতে পারে—এবং এগুলি দুটি প্রধান স্বাদে আসে: হট ওয়ালেট (ইন্টারনেট সক্ষম) এবং ঠান্ডা ওয়ালেট (যা অফলাইনে থাকে)।

2023 সালের এপ্রিলের 5টি সেরা হট ওয়ালেট৷

হট ওয়ালেট                          র‍্যাঙ্কিং
Coinbase Wallet                  5 Star
SafePal                                  4.5 Star
Crypto.com DeFi Wallet     4.5 Star   
Exodus                                  4.5 Star
Coinbase dApp Wallet          4 Star
হট ওয়ালেট ইন্টারনেটের সাথে সংযুক্ত। এগুলি প্রায়শই একটি স্বতন্ত্র পণ্য হিসাবে পাওয়া যায়—একটি "সফ্টওয়্যার ওয়ালেট"—অথবা একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ দ্বারা অফার করা একটি বৈশিষ্ট্য হিসাবে - একটি তথাকথিত "এক্সচেঞ্জ ওয়ালেট"৷

হট ওয়ালেটগুলি ক্রিপ্টো লেনদেন চালানো সহজ করে তোলে। কিন্তু যেহেতু হট ওয়ালেটগুলি অনলাইনে হোস্ট করা হয়, তাই তারা হ্যাকারদের কাছে বেশি ঝুঁকিপূর্ণ। এই কারণেই কিছু ব্যবহারকারী তাদের ক্রিপ্টোকে দীর্ঘমেয়াদী সমাধান হিসাবে কোল্ড স্টোরেজে রাখতে চান।

2023 সালের এপ্রিলের 3টি সেরা কোল্ড ওয়ালেট৷

কোল্ড ওয়ালেট                     র‍্যাঙ্কিং
Ledger Crypto Wallet             5 Star
Trezor                                     5 Star
Ellipal Titan Crypto Wallet     5 Star

কোল্ড ওয়ালেট হল ফিজিক্যাল গ্যাজেটগুলি এমন একটি ফর্ম্যাটে ক্রিপ্টো সংরক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে যা ইন্টারনেটের সাথে সংযুক্ত নয়, নিরাপত্তা বাড়ায়। এগুলি সাধারণত হার্ডওয়্যার ডিভাইস, এবং কিছু এমনকি ইউএসবি স্টিকের মতো দেখায়।

তাদের ফর্ম ফ্যাক্টর যাই হোক না কেন, একটি কোল্ড ওয়ালেট আপনার ক্রিপ্টো কীগুলির জন্য কোল্ড স্টোরেজ সরবরাহ করে। এটি হ্যাকিংয়ের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলিকে ব্যাপকভাবে হ্রাস করে, তবে কোল্ড ওয়ালেটগুলিতে গরম ওয়ালেটগুলির মধ্যে প্রচলিত অনেকগুলি অতিরিক্ত ট্রেডিং এবং ইন্টিগ্রেশন বৈশিষ্ট্যগুলির অভাব রয়েছে৷

এপ্রিল 2023 এর সেরা বিটকয়েন ওয়ালেট

ক্রিপ্টো ওয়ালেট নাম          ওয়ালেটের ধরন
Coinbase Wallet                           Hot
Crypto.com DeFi Wallet           Hot
Exodus                                           Hot
Ellipal Titan                                   Cold
Ledger                                           Cold
Trezor                                           Cold
SafePal                                            Cold/Hot

বিটকয়েন বাজার মূলধন দ্বারা শীর্ষ ক্রিপ্টোকারেন্সি হিসাবে রয়ে গেছে। অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো, বিটকয়েনের স্টোরেজের জন্য একটি ক্রিপ্টো ওয়ালেট প্রয়োজন। বেশিরভাগ নেতৃস্থানীয় ক্রিপ্টো ওয়ালেট - গরম বা ঠান্ডা - BTC সমর্থন করে।

কিছু বিশেষ ওয়ালেট আছে যেগুলো বিটকয়েন সমর্থন করে না। মেটামাস্ক, উদাহরণস্বরূপ, বিটকয়েনকে সরাসরি সমর্থন করে না, তবে এর কারণ হল ওয়ালেটটি বিশেষভাবে ইথেরিয়াম-ভিত্তিক ক্রিপ্টো টোকেনের জন্য ডিজাইন করা হয়েছে। অন্যান্য মানিব্যাগে কয়েকটি quirks থাকতে পারে। Coinbase Wallet Web3 শুধুমাত্র তার মোবাইল অ্যাপের মাধ্যমে Bitcoin সমর্থন করে, উদাহরণস্বরূপ।

বিপরীতভাবে, কিছু ক্রিপ্টো ওয়ালেট শুধুমাত্র বড় "B" কে উৎসর্গ করা হয়। Electrum শুধুমাত্র Bitcoin সমর্থন করে। যদি এটি আপনার মালিকানাধীন একমাত্র ক্রিপ্টো হতে চলেছে তবে ইলেক্ট্রাম একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি কখনই হ্যাকের অভিজ্ঞতা হয়নি, প্লাস এটি লেজার এবং ট্রেজারের সাথে একীভূত হয়।
সোর্স
14  Economy / Collectibles / Re: [FREE RAFFLE] Betnomi Cold Wallet 🦊 on: April 29, 2023, 02:42:47 AM
Last free slots.  Smiley

25 -
26 -
35 -
38 -
45 -
47 -
49 -
51 -
54 -
57 -
58 -
85 -
92 -
93 -
94 -

Thank you icopress for such a free raffle  Cool
15  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 28, 2023, 10:24:45 AM
আমি যখন এই বিনিয়োগ করি তখনই শুধু লসের সাথেই সময় কাটে আমার। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি কোন Altcoin এ বিনিয়োগ করলে সেই কয়েন বৃদ্ধি না পেয়ে শুধু তার দাম কমতে থাকে। অনেক সময় আগে আমি কিছু ডলার ছিল আমার কাছে যা দিয়ে Matic কিনে রেখেছিলাম যেন এটি পরবর্তীতে দাম বাড়লে কিছু প্রফিট হয়। কিন্তু দুঃখের কথা ভাই কি বলবো যখন থেকে কিনেছি তারপর আর একটুও দাম বৃদ্ধি পায়নি শুধু নিচের দিকে মার্কেট নেমে এসেছে। আমি যখন Matic কিনেছিলাম তখন এর দাম ছিল $1.32 ভেবেছিলাম মার্কেট অনেকটা ডাউন হয়েছে একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি পেল না। তাই সেই লসের সাথেই সময় কাটাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে ফরমের সকল ভাইদের কাছে আমি দোয়া চাই যাতে আমার লস রিকভারি হয়  Grin। আমি যদি বিটকয়েনের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার সাথে Matic না কিনে যদি বিটকয়েনই কিনে রাখতাম সব ডলার দিয়ে তাহলে অনেক লাভ হতো। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমি কিছু ডলার দিয়ে ট্রেড করার জন্য কিছু ডলার রেখেছিলাম তা দিয়ে Matic কিনে এখন নিজের চালান ও ফিরে পাওয়া কষ্ট হয়ে গিয়েছে। Grin
ভাইয়া আমি আপনাকে একটা কথা বলি আপনি Matic কেন কিনেছেন আপনি অন্য টোকেন কিনতে পারতেন মারকেটে অনেক টোকেন আছে ওইসব কিনবেন আপনি সুধু সুধু matic কিনতে গেলেন কেন আপনি এখন ARB অথবা Bitcoin, Luna আরো অনেক টোকেন আছে ওই গুলো কিনবেন আর আপনি দেখবেন কোন টোকেন সবচেয়ে বেশি মারকেটে আপডাউন করতেছে ওই গুলো দেখে তার পর কিনবেন তাহলে দেখবেন আপনি প্রফিট পাবেন আর আপনি আর কখনো এইরকম টোকেন কিনবেন না যেই টোকেন কিনে আপনার লস হয় |
16  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 28, 2023, 07:11:50 AM
joeperry, Utopia এর হয়ে আবারো দশম বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalk.org/index.php?topic=5450459 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন

আমার তো merit নাই তাহলে আমি কিভাবে জয়েন করবো merit ছাড়া কি জয়েন করা জাবে যুদি জয়েন করা যায় তাহলে আমাকে একটু জানাবেন ঠিক আছে ধন্যবাদ।
17  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 28, 2023, 06:11:26 AM
প্রজেক্ট কি?

অনেকেই জানেন না যে প্রজেক্ট কি যারা এখনো জানেন না তাদের জন্য এই পোস্ট করলাম। প্রজেক্ট হচ্ছে এমন একটি উদ্যোগ, যা কোনো একটি উদ্দেশ্য অর্জনের জন্য গ্রহণ করা হয়ে থাকে। এই উদ্যোগ হতে পারে কোনো একটি নতুন প্রোডাক্ট তৈরি করা, কোনো নতুন সার্ভিস তৈরি করা অথবা কোনো ফলাফল পাওয়া। তবে প্রজেক্টের কিছু বৈশিষ্ট্য রয়েছে।
যেমন- এর নির্দিষ্ট একটি শুরু এবং শেষ থাকতে হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে শুরু হয়ে প্রজেক্টটি একটি নির্দিষ্ট সময়ে শেষ হতে হবে। এটি ইউনিক হতে হবে। অর্থাৎ অন্য কোনো প্রজেক্টের সাদৃশ্য হতে পারবে না। প্রতিটি প্রজেক্ট থেকে অবশ্যই একটি নতুন প্রোডাক্ট, সার্ভিস অথবা ফলাফল পাওয়া যাবে।
প্রজেক্ট স্বল্পস্থায়ী অথবা দীর্ঘস্থায়ী হতে পারে, তবে এটি চলমান প্রক্রিয়া নয়। কোনো একটি নতুন প্রোডাক্ট অথবা সার্ভিস তৈরি করার পর প্রজেক্ট সমাপ্ত হয়ে যায়।

উদাহরণস্বরূপ বলা যায়, একটি সফটওয়্যার তৈরি করা একটি প্রজেক্ট হতে পারে, অথবা একটি বাড়ি তৈরি করা একটি প্রজেক্ট হতে পারে। তবে এখানে উল্লেখ্য, ভিন্ন প্রতিষ্ঠানের জন্য একই ধরনের সফটওয়্যার তৈরি করা অথবা একাধিক বাড়ি তৈরি করা কি ভিন্ন ভিন্ন প্রজেক্ট? এখানে খেয়াল করতে হবে, যদি সফটওয়্যার ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়, তাহলে প্রতিটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা নিজস্ব নিয়ম-কানুন থাকে, প্রতিষ্ঠানের লোকেশন ভিন্ন হয় এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু ও শেষ ভিন্ন সময়ে হয়, তাই এই প্রজেক্ট ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা হবে। একই কথা বাড়ি নির্মাণের জন্যও প্রযোজ্য।
দুটি বাড়ি দুটি ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করবে, এদের শুরু এবং শেষ ভিন্ন সময়ে হবে অর্থাৎ এরা আলাদা প্রজেক্ট হিসেবে গণ্য হবে। কোনো পণ্য উৎপাদন প্রক্রিয়া কি প্রজেক্ট হিসেবে গণ্য হবে? যখন কোনো নতুন পণ্য তৈরি করা হয়, তখন এটি একটি প্রজেক্ট। যেমন- নতুন মডেলের গাড়ি তৈরি করা, নতুন মডেলের মোবাইল ফোন তৈরি করা। তবে যখন একই পণ্য বার বার তৈরি করা হবে, তখন তা আর প্রজেক্ট হিসেবে গণ্য হবে না। তখন এটি হবে অপারেশন। কারণ, তখন এটি হয়ে যায় চলমান প্রক্রিয়া। অপারেশন হচ্ছে কোনো প্রতিষ্ঠানের প্রতিদিনের কার্যক্রম। অপারেশনের কোনো নির্দিষ্ট সীমারেখা বা সমাপ্তি নেই। এটি নিত্যদিনের কার্যক্রম । অপারেশন শুধু এ পণ্য তৈরিতেই সীমাবদ্ধ নেই, এটি হতে পারে কোনো সার্ভিস প্রদানও। যেমন- হসপিটালের বিভিন্ন সার্ভিস, ব্যাংকের বিভিন্ন সার্ভিস অথবা মোবাইল ফোন কোম্পানির বিভিন্ন সার্ভিক্স প্রভৃতি। প্রজেক্ট এবং অপারেশনের মধ্যে বিভিন্ন মিল থাকলেও চলমান প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তাদেরকে আলাদা করা হয়।

প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেলকে পাঁচটি অংশে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো- ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং , মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং ও ক্লোজিং।
আশা করি এখন বুঝতে পারছেন
সোর্স
Pages: [1]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!