Bitcoin Forum
June 15, 2024, 02:33:53 AM *
News: Voting for pizza day contest
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: [1]
1  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: January 01, 2024, 04:33:58 PM
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি বিটকয়েনটক ফোরাম এবং বাংলা লোকাল থ্রেডে একজন নতুন সদস্য। আমি এখানে log in করে দেখলাম এটি একটা বিদেশি সাইট কিন্তু একটু খোজাখুজির পরে এই বাংলা লোকাল থ্রেড দেখে বেশ খুশি হলাম।🥰 কারণ এখানে অনন্ত বাঙালীতো আছে। আমি আশা সিনিয়র ভায়েরা সবসময় আমার পাশে থাকবে এবং আমি যেন তাদের থেকে অনেক কিছু শিখতে পারি।



যাইহোক, আমাদের মধ্যে বেশিরভাগই হয়তো মুসলিম। কিন্তু আমরা খ্রিষ্টানদের নববর্ষ পালন করলাম আর হিজরি নববর্ষ সম্পর্কে কিছুই জানলাম না! এটা কিন্তু মানানসই হলোনা। আবার আজকে তো সবার দুঃখ করা উচিৎ কারণ আমাদের সবার জীবন থেকে আরও একটা বছর কেটে গেল আর আমরা মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম। কিন্তু আজকে সবাই আনন্দ করছে!



অনেক কথা বলে ফেলেছি। সবাই যেন সঠিক পথে ২০২৪ সালটা পার করতে পারে আর আল্লাহর হুকুম মানতে পারে। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান কর। আমিন।
Pages: [1]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!