Bitcoin Forum
June 27, 2024, 07:49:51 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: [1]
1  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: June 03, 2024, 05:29:47 PM
আমি ভাবছি যে কয়েনটিতে কিছু বিনিয়োগ করব.. আপনারা কি কেউ এই কয়েনটিতে বিনিয়োগ করেছেন ?
বিনিয়োগ করার জন্য নিজের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দিন অন্যের ইচ্ছা বা মতামতকে প্রাধান্য দেওয়ার কোন দরকার নেই। কে কি করল সেটা না দেখে নিজের ইচ্ছা অনুযায়ী নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করা উচিত। আপনি যদি বলেন যে আমি এই কয়েনটিতে বিনিয়োগা করেছে কিনা আসলে আল্ট কয়েনগুলোতে বিনিয়োগ করার কোন ইচ্ছাই নাই আমার।

তবে এয়ার্ডপ করে যে টোকেন গুলা পাই সেইগুলা কিছুদিন থাইকা তারপর সেল কইরা দেই অথচ সেগুলো রাখার কারণে ক্ষতির সম্মুখীন হই।
2  Other / Beginners & Help / Re: [Merit] Share your best local board posts/topics on: June 03, 2024, 06:08:38 AM
Bangla local board (1st Round)

1. https://bitcointalk.org/index.php?topic=631891.msg64089169#msg64089169
2. https://bitcointalk.org/index.php?topic=631891.msg64069700#msg64069700
3. https://bitcointalk.org/index.php?topic=631891.msg64012110#msg64012110
4. https://bitcointalk.org/index.php?topic=631891.msg63510466#msg63510466
5. https://bitcointalk.org/index.php?topic=631891.msg64042812#msg64042812
3  Economy / Games and rounds / Re: [FREE RAFFLE] Bitcointalk Pizza Day 🍕 on: May 28, 2024, 03:27:41 PM
45 Student of Bitcoin
4  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: May 28, 2024, 03:16:04 PM
আপনারা সবাই কি নিয়ে কামড়া কামড়ি করতাছেন ভাই? এদিকে পোলাপাইন এয়ারড্রপ করে ডলার কোপাইতাছে। কালকে দেখলাম একটা টেলিগ্রাম চ্যানেলের মালিক এক এয়ারড্রপ থেকে ১৩০০০ ডলার কোপ দিলো। যাই হোক, নতুন একটা এয়ারড্রপের খোজ দেই। এই যে কয়েনমার্কেটক্যাপ বা অন্যান্য সােইটে দেখবেন কয়েনের ডিটেইলস পেইজে লেখা থাকে CERTIK AUDITED, এটা আমার সিগন্যাচারেও আছে। এই CERTIK যদিও একটা অডিট করার কোম্পানি, কিন্তু এবার এরাই নিজেদের টোকেন লঞ্চ করবে। এবং এয়ারড্রপ ঘোষনা করে দিয়েছে। এই এয়ারড্রপ যদি মিস করেন, তাইলে সেটা ভাই আপনার দোষ। বলবেন না যে ভাই বললেন না কেনো। এই এয়ারড্রপের বিস্তারিত অল্টকয়েনটকে পোষ্ট করেছি। চাইলে এখান থেকে দেখে আসতে পারেন
আপনার উল্লেখ করা আল্ড কয়েন টক ফোরামে যে এয়ার ড্রপের লিংক দিয়েছেন সেখানে প্রবেশ করে আমি এয়ার্ডোপে যুক্ত হয়েছি এবং জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইনআপ করেছি। তারপর সেখানকার ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করছি এখন পর্যন্ত আমার ২৯ Gems and 310 XP হয়েছে।

তবে আমি বুঝতে পারছি না এইগুলো দিয়ে কি হবে এগুলো কিভাবে উইদ্র করা যাবে তার কি কোন অপশন আছে। নাকি অন্য কোন প্রসেস আছে।
5  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: May 17, 2024, 02:10:46 PM
বিটকয়েন্টক পিজ্জা দিবস:
Quote from: Voting for the Best Pizza [Soon]Last year's [Results]Bitcointalk Party [Discord] Prize $250 new [Raffle] 🎁



প্রত্যেক বছর মে মাসের ২২ তারিখে বিটকয়েন সম্প্রদায় সবাই বিটকয়েন পিজ্জা দিবস উদযাপিত করে। লাসজলো নামক এক ব্যক্তি দুইটি পিজ্জা কেনার জন্য ১০ হাজার বিটিসি প্রদান করেছিলেন।

এই বিটকয়েন পিজ্জা দিবসের পুরস্কার হিসেবে থাকবে:
•প্রথম পুরস্কার---১০০০ ডলার
•দ্বিতীয়/তৃতীয় পুরস্কার--- ৫০০ ডলার
•চতুর্থ/পঞ্চম পুরস্কার--- ২৫০ ডলার

আপনারা কিভাবে এখানে যুক্ত হবেন তার কিছু নিয়ম কানুন এখানে ভালোভাবে উল্লেখ করা আছে সেখানে প্রবেশ করে ভালোভাবে থ্রেড পড়ুন এবং নিয়ম অনুযায়ী আপনার পিজ্জা প্রকাশিত করুন।
6  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: May 13, 2024, 07:51:22 AM
বিশ্বের সবচেয়ে বড় পাঁচ BTCবিটকয়েনের মালিক


বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি জগতে সবথেকে জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন কয়েন। আমরা যারা এই ফোরামের সাথে বা ক্রিপ্টোকারেন্সির সাথে সংযুক্ত আছি তাদের সকলের মধ্যে প্রবল আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিটকয়েন। যাদের সামর্থ্য আছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী বিটকয়েনে বিনিয়োগ করছে যাদেরকে বিনিয়োগকারী বলা হয়। কিছু কিছু বিনিয়োগকারী আছে যাদের কাছে সামান্য পরিমাণ বিটকয়েন রয়েছে আবার এমন অনেক বিনিয়োগকারী আছে যারা বিশ্বব্যাপী খ্যাত তাদের কাছে অধিক পরিমান বিটকয়েন থাকার কারণে। আজ আমরা qz.com এর সাহায্যে এমনই কয়েকজন বিটকয়েন বিনিয়োগকারীদের নিয়ে আলোচনা করব যাদের কাছে অধিক সংখ্যক বিটকয়েন রয়েছে এমনকি যারা বিটকয়েন তিমি নামে পরিচিত। যাদের কাছে বিনিয়োগকৃত 1000 বিটকয়েন জমা থাকে তারা ব্যক্তি বা কর্পোরেশন হোক না কেন তাদেরকে বিটকয়েন তিমি নামে অবহিত করা হয়।

১: সাতোশি নাকামোতো;
এই নামটি শুনলেই আমাদের সবার কাছে পরিচিত হয়ে ওঠে কেননা এই বেনামী ব্যক্তিটি বিটকয়েন তৈরি করেছিল যার কারণে আমরা বিটকয়েন সম্পর্কে জানতে পেরেছি। সাতোশি নাকামত যখন বিটকয়েন তৈরি করেছিলেন তারপর থেকে বিটকয়েন দিনের পর দিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সাতোশি নাকামোতোর কাছে প্রায় এক মিলিয়ন বিটকয়েন রয়েছে যা একাধিক ওয়ালেটে সংরক্ষণ করা হয়েছে।

২: উইঙ্কলেভস টুইনস;
উইঙ্কলেভস যমজ ক্যামেরন এবং টাইলার এই দুজনকে ক্রিপ্টো জগতের বড় বিনয়োগকারীদের অন্যতম বড় বিনয়োগকারী হিসেবে বিবেচনা করা হয়।
ধারণা করা হয় তাদের দুজনের কাছে প্রায় ৭০ হাজার বিটকয়েন রয়েছে।

৩: মাইকেল সেলর;
এই নামটি হয়তো আমরা সবাই শুনেছি যিনি অস্ট্রেলিয়ান নাগরিক মাইকেল সেলর। তিনি একজন বিনিয়োগকারী এবং মাইক্রোস্ট্র্যাটেজি কোম্পানির প্রতিষ্ঠাতা। মাইকেল সেলরের কাছে ব্যক্তিগতভাবে বিটকয়েন রয়েছে প্রায় ১৭ হাজার। এমনকি তার কোম্পানি মাইক্রোস্ট্র্যাটেজির কাছে বিটকয়েন রয়েছে ২১৪,৪০০BTC

৪: টিম ড্রেপার;
স্ক্রিপ্টো বিনিয়োগ কারীদের কাছে টিম ড্রেপার একজন পরিচিত মুখ। সিলিকন ভ্যালির উদ্যোক্তা টিম ড্রেপার এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ড্রেপার ফিশারের প্রতিষ্ঠাতা অংশীদার টিম ড্রেপার ২০১২ সালে প্রথমবার বিটকয়েন কিনেছিলেন। ২০১৪ সালে তিনি ২৯ হাজার ৬৫৬ বিটকয়েন কিনেছিলেন।

৫: রজার ভের;
বিটকয়েন বিনিয়োগকারী রজার ভের "বিটকয়েন জিসাস" নামেও পরিচিত। আনুমানিক রজার ভেরের কাছে প্রায় ১৩১,০০০ বিটকয়েন রয়েছে।
7  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: May 07, 2024, 07:20:35 AM
বিভিন্ন দেশের রিজার্ভে রাখা বিটকয়েন

আমি Coinpedia.org তে এই পোষ্ট দেখেছি যেটা আপনি বাংলায় এখানে উল্লেখ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ তাদের রিজার্ভে বিটকয়েন রেখেছে তবে বাংলাদেশের সরকার হয়তো সেই দিকে কোন মনোনিবেশ করে নাই যদি করতো তাহলে হয়তো এই পোষ্টের মাধ্যমে সেটা ফুটে উঠতো এবং উল্লেখ করা হতো।
২০২৪ সালে বিশ্বের যে দেশগুলো সব থেকে বেশি বিটকয়েন হোল্ডিং করে রেখেছিল সেই পোস্টের লিংকটি এটি:
https://coinpedia.org/news/countries-with-the-highest-bitcoin-holdings-in-2024/

8  Other / Beginners & Help / Re: Receive Merit - Post your PGP key, add an encrypted message, open for anyone. on: April 30, 2024, 09:16:14 AM
Who is next?
Hey I might be next. I joined this forum maybe a few months ago I was on the altcoin forum for a long time. In the Bengali section of that Altcoin forum I saw a post about PGP by a member named @Learn Bitcoin. Basically, through his post, I was able to learn about this PGP. I would like to check here and send you an encrypted message to see how much I can learn from him or through his posts.

PGP Key
Code:
-----BEGIN PGP PUBLIC KEY BLOCK-----

mDMEZjC0DxYJKwYBBAHaRw8BAQdAHc3G7wfHAITlrbx7ObEA8ZIIeMHwLaCyWi50
HziZkmW0L1N0dWRlbnQgT2YgQml0Y29pbiAgPHN0dWRlbnRvZmZmaHNub0BnbWFp
bC5jb20+iHIEExYIABoECwkIBwIVCAIWAQIZAQWCZjC0DwKeAQKbAwAKCRAfXzXL
pgvr7062AQCeCTV7KbW6EKFsXfbAScX5jt+6Qrl7tZuAq3RMrYoJsgD+J/OwL+jO
h4E4KuKDV+l3PT1f+b849mRXHmjsr6BTeQ24OARmMLQPEgorBgEEAZdVAQUBAQdA
5vKwpM/kO0ue3qdNan22/nsYkKT+6xdcin4re0C7tVYDAQgHiGEEGBYIAAkFgmYw
tA8CmwwACgkQH181y6YL6+8aIAD9G0Ufsw4hex+kAn2Wwiz+G9PZteyYBNbv1Igx
jn4X0GUBAN7J/5Va8Qxk7hXJ0xf8ag07EMtpKmwxVS8KzLqrlN8N
=zBSs
-----END PGP PUBLIC KEY BLOCK-----

Message
Code:
-----BEGIN PGP MESSAGE-----

wV4DHD+iqLgO/5wSAQdAUi1nPkcQN3HXV8EqX1uQhHdIZykCLj9s+FQtclvEYVgw
Qi3+fnMfRpoByB3lY2tmtZUbPIl5CBlV2Jpkpwq44XeX9gxUyLHs2YjhJdu0+iMB
wV4D1IeTfSgbefMSAQdAYuexaczMR8KCmOHoQfnh5r8saHb4kPsodtmi6WGYrkww
NUhYDqj3WcMBVtRbspZ+yJwrWWJ9ttNA9ZitRd428KSomI14PPy0X7rHmoaLDp1E
0sAfAbHuEe8TeAZn7xGlCw6l9XtZb+dAl6zDQusoSKVXNLEcvqHxLCCYssNWogEX
Nz5gq1iRSw9h+Q0K5UdWzrT9PhOYOrepiqv6Yw840p6RLkUf9GOq6Y64qipGYU36
j6l9/K1JhVzhbekQ7nGo3gzyr4E2U66VMSqVv+svogDDo5FdBDSgsT7mmBaGgzBs
a0jYC4m6Hjokeakdi3nbChoiGZWrDpYlJm2HTmsyoGaEQHAMuzIs0yhEgnZWZ/d9
Wg3eQlL5KJIETPJea6ngMCTqggIrPBM3oaQWZ4+ASciOfg==
=ar69
-----END PGP MESSAGE-----

FingerPrint
Code:
718376c56c169400f312e4501f5f35cba60bebef
9  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: April 30, 2024, 08:51:57 AM
সম্প্রতি ভাগাভাগি নিয়ে ছেলের হাতে বাবার মৃত্যু খবরটি খুবই বেদনাদায়ক আমরা এমন একটা সময় বসবাস করছি সে সময়টা কোন মানুষ কারো কাছে নিরাপদ নয় কত আশা করে বাবা-মা তার সন্তানকে লালন পালন করে অথচ সেই সন্তান যখন মানুষ রুপি শয়তান হয়ে বাবার উপর নিশংস ভাবে আঘাত করে । এই দুঃখজনক ঘটনাটি ঘটেছেভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুরতে। অবশ্যই মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করব এরকম সন্তান যেন কোন মা-বাবাকে আল্লাহতালা না দেয়।https://jamuna.tv/news/534464
এই ধরনের নিউজ পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গিয়েছি ফেসবুকে ঢুকলেই এরকম নিউজগুলো অহরহ চোখে পড়ে। আমাদের নিজ এলাকায় ও এরকম ঘটনা কয়েকবার ঘটেছে যেখানে সম্পত্তির লোভে ছেলে বাবাকে মারধর করছে আবার ভাই ভাইকে মারধর করছে। আমার মনে হচ্ছে এই গুলো এখন নিউজ নয় বাংলাদেশের সংস্কৃতির সাথে মিশে গিয়েছে। বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলিতে এখন সম্পত্তি নিয়ে মারামারি হয়।

দাদাদের কাছে গল্প শুনতাম আগেকার দিনে সম্পত্তি নিজেদের করে নেওয়ার জন্য কাইজা করত যেখানে তারা দা, বল্লম, ফলা সহ বিভিন্ন মারাত্মক হাতিয়ার দিয়ে লড়াই করত যে জয়লাভ করত সেই সেই জমির বা মৌজার মালিক হতো। এখনো সেই কাইজা শুরু হয় ফ্যামিলিতে সম্পত্তির লোভে।
10  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: April 27, 2024, 08:47:38 AM
খুব গুরুত্বপূর্ণ নিউজ

এক সময় মরণঘাতী ক্যান্সারের কথা আমরা খুব কম শুনেছি কিন্তু ইদানিং এই মরনঘাতী রোগটি খুব সচরাচর শোনা যায়। সম্প্রতি একটি গবেষণায় ভারতের বিভিন্ন পণ্যের মধ্যে মারনগাতি ক্যান্সারের জীবাণু Ethylene oxide পাওয়া গেছে ফলে ইউরোপে ভারতীয় ৫২৭টি ভিন্ন রকমের পণ্য বর্জন করেছে। এটা অনেকেই ভারতের একটি চক্রান্ত বলে উল্লেখ করেছে এবং বিশ্ব মানবতাকে ধ্বংসের জন্য ভারতের একটি কঠিন চাল হিসাবে অনেকেই মনে করছে। আমরা যারা ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য এই পণ্য বর্জনের বিষয়টি আরো একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে।


https://www.somoynews.tv/news/2024-04-25/DBWF3uKL
ভারতের৫২৭ টি পূর্ণের মধ্যে ক্যান্সারের উপাদান পেল ইউরোপীয় ইউনিয়ন আমরা যারা ভারতের পণ্য বয়কট করতে চাই এটাই সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে অবশ্যই আমাদেরকে ভারতের পণ্য বয়কট করা উচিত। একটা দুটো নয় প্রায় ৫২৭ টি ভারতীয় পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান রয়েছে এর মধ্যে অবশ্যই আমাদের বাংলাদেশ অনেকগুলাই পণ্য আমদানি রপ্তানি করা হয়। আমাদের সরকারের অবশ্যই বিবেচনা করা উচিত যে সমস্ত পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে সে সমস্ত পণ্য যেন আমাদের দেশের সরকার আমদানি রপ্তানি না করে। আমাদের দেশের প্রায় অনেক জনগণের ভারতে পণ্যের প্রতি খুবই আকৃষ্ট তাই আমাদের সরকারকে অবশ্যই বিবেচনা করতে হবে যে যে সমস্ত পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে সে সমস্ত পণ্য যেন কখনোই আমাদের দেশে আমদানি রপ্তানি না করা হয়।
যে দেশের সরকার ও আমলা ভারতীয় পণ্যের জন্য বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর চড়াও পাকড়াও করতে পারে সেই দেশের সরকার ভারতীয় পণ্য বয়কট করার জন্য সহায়তা করবে বলে আপনার ধারণা।এই দেশের 90% জনগণ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেও সরকার ভারতীয় পণ্যের বিপরীতে অবস্থান নেবে না।যা করার এখনই করতে হবে, আমি আপনি ভারতীয় পণ্য বয়কট করলেই চলবে ভাই। কালকে থেকে কাজুবাদাম, কাঠবাদাম খাওয়া বাদ দিয়ে দিছি। বাদাম জাতীয় 45 পণ্যের মধ্যে ক্যান্সারের উপাদান পেয়েছে।। আল্লাহতালা জানে আমাদের দেশে ভারতীয় পণ্যের যে চালান আসে তাতে মনে হয় সবচেয়ে বেশি ক্যান্সার সৃষ্টিকারী জীবাণু বেশি রয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে ভারতীয় পণ্যের রপ্তানি করার সময় অবশ্যই ভালোভাবে রিসার্চ করে রপ্তানি করে আর তাতেই যে পরিমাণ ফলাফল পেয়েছে তাহলে একটু আমার দেশের কথা বিবেচনা করে দেখুন কি পরিমান ক্যান্সারের জীবাণু পাওয়া পাবে। সময় থাকতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ভারতের পণ্যের ব্যবহার বন্ধে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
আল্লাহ আমাদের সবাইকে বিপদমুক্ত রাখুন।আমীন।
সরকার কি করলো আর না করল সেটা আমাদের দেখার বিষয় না আমাদের সবাইকে ভারতীয় পণ্য বয়কট করতে হবে এটাই আমাদের দেখার বিষয়। আপনি আর আমি যদি ভারতীয় পণ্য বয়কট করি তাহলে হয়তো আমাদেরকে কেউ কিনতে বাধ্য করবে না তাই নিজেদের সচেতন হবে এবং আশেপাশের মানুষদেরকে সচেতন করতে হবে।
11  Local / Other languages/locations / Re: বাংলা (Bengali) on: January 17, 2024, 01:55:51 AM
আসসালামু আলাইকুম

বিটকয়েন ফোরামের সম্মানিত ভাই-বোনেরা।
বিটকয়েন ফোরামে এটা আমার জীবনের প্রথম পোস্ট। আমি altcoin ফোরামে বেশ কয়েক বছর ছিলাম। আমার এই ফোরামে কোন একাউন্ট ছিল না আমি কয়েকদিন আগে আমার এই একাউন্ট তৈরি করেছি। altcoin ফোরামে যেমন আমাদের বাংলা বোর্ড তিন নাম্বারে রয়েছে আমি ভেবেছিলাম বিটকয়েন ফোরামেও আমাদের বাংলা বোর্ড হয়তো তিন নাম্বারে। সেটা খুঁজতে এসে কোথাও খুঁজে পাচ্ছিলাম না যার জন্য altcoin ফোরামে পোস্ট করেছিলাম টেলিপোর্ট একাউন্ট কারিদের কাছে। অনেকেই সাহায্য সহযোগিতা করেছে যার ফলে এই বোর্ড খুঁজে পেয়েছি এবং আজকের একটা পোস্ট করতে পারছি।

Altcoin forum এর নিয়ম নীতি আর এখানকার নিয়ম-নীতি অনেক পার্থক্য যেটা আমি এই থ্রেট এর প্রথম পেজে পড়ে বুঝতে পেরেছি। এই থ্রেডের প্রথম কয়েকটি পেইজ আমি চার থেকে পাঁচ দিন ধরে পড়ছি। আমি কি আপনাদের সবার সাথে মিলেমিশে কাজ করার সুযোগ পাবো।
Pages: [1]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!