Bitcoin Forum
June 09, 2023, 03:42:00 PM *
News: Latest Bitcoin Core release: 25.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: [1]
1  Local / Alt Coins (India) / নিয়ে নিন ২৫$+ প্রতিদিন কোনো রেফার ছাড়াই - IOST এয়া& on: July 23, 2018, 03:43:30 PM
আয় করুন ২৫$+ প্রতিদিন কোনো রেফার ছাড়াই - IOST এয়ারড্রপ থেকে

প্রথমেই  IOST সম্পর্কে সংক্ষেপে:
এটি ব্লকচেইন ভিত্তিক একটি টোকেন।
যেটি বর্তমানে ৫৪নাম্বার র‍্যাংকে আছে। [Coinmarketcap]
নিন্মগামি ক্রিপ্টো মার্কেটে এটির দাম বর্তমানে 0.025$
যা আগামী মাসের মধ্যে ১$ এ আসতে পারে।

আপনি প্রতিদিন আয় করে নিতে পারেন ৩০০Iost খুবই সহযে কোনো রেফার ছাড়া
আর প্রতি রেফার থেকে আয় করতে পারেন ৬০০Iost!

এয়ারড্রপে জয়েনের জিন্য কি করতে হবে:
১) প্রথমে এই লিনকে  যান [ https://goo.gl/ivEiE6]

২) আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করুন! ভেরিফিকেশন কোড আসতে কিছু সময় নিতে পারে।

৩) ইমেইন এবং পাসওয়ার্ড নির্বাচন করে একাউউন্ট খুলুন।

৪) একটি কুইজ আসবে। উত্তরগুলো সঠিকভাবে দিলে ১০০পয়েন্ট পাবেন।

৫) প্রশ্ন -১: all of avove প্রশ্ন-২: all of avobe

৭) আপনার সোশাল একাউন্ট গুলো লিনক করুন! তাহলে আরো Iost পাবেন।

৮) অন্তত দুটি সোশাল একাউন্ট সংযুক্ত করার পর আপনি আপনার বন্ধুদের Invite করতে পারবেন।

৯) এবার প্রতিদিন লগিন করে পয়েন্ট নিয়ে নিন।

১০) এটি ২৩জুলাই থেকে ২৯ শে জুলাই পর্যন্ত চলবে। কিন্তু আপনি যখন ইচ্ছা রিওয়ার্ড ক্লেইম করে নিতে পারবেন। কিন্তু এর জন্য আপনার ১০০০টোকেন থাকতে হবে।


কেউ এই এয়ারড়্রপ মিস করবেন না!
সবাইকে অগ্রিম অভিনন্দন!
ধন্যবাদ।
2  Local / Alt Coins (India) / [ANN][BOUNTY]🚀💰💥অফিশিয়াল LetItPlay বাউন্টি ক্যাম্পেইন 💰💥🚀 on: June 10, 2018, 10:31:55 AM


LetItPlay অফিশিয়াল বাউন্টি প্রোগ্রাম

১ম সপ্তাহ :  03.05 – 04.05
 ২য় সপ্তাহ :  05.05 – 11.05
 ৩য় সপ্তাহ :  12.05 – 18.05
 ৪র্থ সপ্তাহ :  19.05 – 25.05
 ৫ম সপ্তাহ :  26.05 – 01.06
 ৬ষ্ট সপ্তাহ :  02.06 – 08.06
 ৭ম সপ্তাহ :  09.06 – 15.06

কন্টেন্ট সরবরাহকারী প্রচারণা

বাজেট : আমরা আপনার কাজের জন্য একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করেছি কন্টেন্ট সরবরাহকারী প্রচারণায়
____________________________________________________________________
আপনি একটি এজেন্ট বা একজন কন্টেন্ট সরবরাহকারী হিসাবে এই প্রচারাভিযানে অংশগ্রহণ করতে পারেন।
এজেন্টদের যেসব কাজ করতে হবে :

১. যেকোনো প্রকারের কন্টেন্ট প্রোভাইডার খোজা যেমন- পডকাস্টার,ইউটিউবার বা অন্য যেকোনো মিডিয়া যার একটি ওয়েবসাইট আছে।
২. আপনাকে তার সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের আমাদের সিস্টেমে যোগদানে রাজি করাতে হবে তার কন্টেন্ট আমাদের মোবাইল এপ্লিকেশনে (IOS | Google Play) প্লে করানো হবে।আপনারা উভয়ে যদি সঠিকভাবে নিয়মকানুন মেনে চলুন তবে আপনারা উভয়ে সমান রিওয়ার্ড পাবেন। কন্টেন্ট প্রোভাইডারকে বেশ কয়েকটি স্টেপের মধ্য দিয়ে যেতে হবে যা নিন্মে উল্লেখিত  :
৩. এইখানে আমাদের  গুগোল ফর্ম টি ফিলাপ করুন এবং কন্টেন্ট প্রভাইডারকে বলুন আমাদের কে মেইল পাঠাতে content@letitplay.io এই এড্রেসটিতে যেইখানে আপনার ইমেইল অবশ্যই উল্লেখিত থাকবে।
৪. এরপর আপনাকে বাধ্যতামূলকভাবে আমাদের বাউন্টি থ্রেডে একটি পোস্ট লিখতে হবে যা আপনি কোনও বিষয়বস্তু প্রদানকারীকে আকর্ষণ করছেন!
৫. আপনি তাৎক্ষনিক ভাবে পুরুষ্কার পাবেন যখনে কন্টেন্ট প্রোভাইডার আমাদের কনফার্ম করবে যে তিনি আপনার কাছ থেকে আমাদের ব্যাপারে জেনেছেন এবং তিনি আমাদের সাইটে পাবলিশ করতে ইচ্ছুক!

____________________________________________________________________

 কন্টেন্ট প্রভাইডার দের যা করতে হবে: :

কন্টেন্ট সরবরাহক দের তিন ভাগে ভাগ করা হয়েছে। Website (ব্লগ/খবর) youtube channels, podcasters.
১. আমাদের content@letitplay.io এ মেইল করতে হবে নিন্মে উল্লেখিত তথ্য সহ আপনার সাইট/চ্যানেল/পডকাস্টর এর ব্যাপারে:
  • চ্যানেলের নাম (যা আমাদের LetitPlay এপ এ প্রদর্শিত হবে
  • চ্যানেলের বিবরণ
  • আপনার চ্যানেলের ভাষা
  • আপনার চ্যানেলের লিনক
  • আপনার চ্যানেলের লগো
  • আপনার এডমিন প্যানেলের জন্য আপনি যেই নাম ব্যবহার করতে চান ( আমরা পরবর্তীতে আপনাকে মেইলে জানিয়ে দিব)
  • যে আপনাকে আমাদের ব্যাপারে জানিয়েছে তার ইমেইল (যদি সে আমাদের এজেন্ট প্রোগ্রামের অংশগ্রহণকারী হয়ে থাকে(
এর পরে আমরা অ্যাডমিন প্যানেলে আপনার জন্য একটি চ্যানেল তৈরি করব এবং এটি আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে প্রকাশ করব।
ওয়েবসাইট প্রকাশকরা তাদের ওয়েবসাইটে আমাদের ওইডজেট ইন্সটল করতে পারবেন  

২. আপনার প্রকাশিত মিডিয়ার সাথে আপনার সম্পর্ক কনফার্ম করতে হবে। এর জন্য আপনার ওয়েবসাইটে বা কন্টেন্ট বিবরণে আমাদের নাম উল্লেখ করতে হবে।
____________________________________________________________________

নিয়মকানুন

১. আপনার উপস্থাপিত কন্টেন্ট সরবরাহকারী সত্যতা নিশ্চিত করতে হবে
২. যেই কন্টেন্ট প্রোভাইডারকে আপনি ইনভাইট করেছেন তাকে সকল ধাপ গুলো আপনাকে জানিয়ে দিতে হবে।
৩. আপনি যত বেশি কন্টেন্ট প্রোভাইডার কে আমন্ত্রণ জানাবেন, আপনি তত বেশি টোকেন পাবেন।
৪. আপনাকে আপনার সাইটের উপস্থিতি উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৫. যদি কোনো কনটেন্ট প্রোভাইডার আমাদের Widget ইনস্টল করে সে ১০০০ Play টোকেন পুরুষ্কার পাবেন।
৬. যদি কোনো কন্টেন্ট প্রোভাইডার Letitplay নিয়ে কন্টেন্ট বানায় তাহলে সে ১০০০ Play টোকেন পুরুষ্কার পাবেন।
 

___________________________________________________________________

ইউটিউবারদের জন্য পুরষ্কার :

  • 1000 PLAY - ১০,০০০ এর কম সাবস্ক্রাইবার
  • 3000 PLAY - ১০,০০০ থেকে ৫০,০০০ সাবস্ক্রাইবার
  • 5000 PLAY - ৫০,০০০ থেকে ৩৫০,০০০ সাবস্ক্রাইবার
  • 7000 PLAY - ৩৫০,০০০ থেকে ১,০০০,০০০ সাবস্ক্রাইবার
  • 10000 PLAY - ১,০০০,০০০ এর বেশি সাবস্ক্রাইবার

পডকাস্টর এবং ওয়েবসাইট এর জন্য পুরষ্কার :

  • 1000 PLAY - দিনে ২০০০ এর কম ভিজিটর
  • 3000 PLAY - দিনে ২,০০০ থেকে ১০,০০০ ভিজিটর
  • 5000 PLAY - দিনে ১০,০০০ থেকে ৪০,০০০ ভিজিটর
  • 7000 PLAY - দিনে ৪০,০০০ থেকে ১০০,০০০ ভিজিটর
  • 10000 PLAY - দিনে ১০০,০০০ থেকে ২৫০,০০০ ভিজিটর
  • 20000 PLAY - দিনে ২৫০,০০ এর বেশি ভিজিটর
____________________________________________________________________
কারিগরি কারণের কারণে কিংবা অডিও কন্টেন্ট অযোগ্য কিংবা কোনো ব্যাখ্যা ব্যাতীত আমরা LetItPlay প্লাটফর্মে কন্টেন্ট প্রোভাইডার কে প্রত্যাখ্যান করার অধিকার রাখি
____________________________________________________________________

Reward চেক করতে এইখানে ক্লিক করুন

টুইটার প্রচারণা ক্যাম্পেইন

বাজেট : বাউন্টির জন্য নির্ধারিত টোকেনের ১০% টুইটার বাউন্টিতে ধার্য করা হয়েছে।
সর্বমোট 10 000 000 PLAY  tokens এর থেকে.
____________________________________
টুইটার ক্যাম্পেইনে কিভাবে অংশগ্রহণ করবেন?

১. প্রথমে এই ফর্মটি ফিলাপ করুন : Google form
২. আমাদের অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন
৩.  আমাদের অফিশিয়াল টুইটার৮ একাউন্টে জয়েন করুন

____________________________________________________________________

নিয়মকানুন

  • ১. আপনার অবশ্যই ২০০ ফলোয়ার থাকতে হবে। ফেইক,ডেড,বট একাউন্ট গুলো বাতিল বলে গণ্য করা হবে
  • ২. আপনার ফলোয়ার সংখ্যা কত তা উল্লেখ করতে হবে এবং সেটি http://twitteraudit.com/ তে দেখে নিতে হবে। কমপক্ষে ৭০% আসল ফলোয়ার থাকা বাধ্যতামূলক। প্রতিটা একাউন্ট আমাদের স্টাফ মেম্বার দের দ্বারা চেক করা হবে। ভুল তথ্য প্রদানকারীকে ব্লাকলিস্টেড করা হবে।
  • ৩. প্রতি সপ্তাহে কমপক্ষে ৩ টি লাইক এবং রিটুইট করতে হবে আমাদের অফিশিয়াল একাউন্ট থেকে: https://twitter.com/letitplay_io
  • ৪. আপনাকে প্রতি সপ্তাহে কমপক্ষে ৩টি টুইট করতে হবে আমাদের ব্যাপারে  #letitplay এই হ্যাশট্যাগ দিয়ে।
  • ৫. আপনি দিনে একটি/দুইটি পোস্ট করতে পারবেন
  • ৬. টোকেন বিক্রয় শেষ না হওয়া পর্যন্ত কোনো পোস্ট ডিলেট করবেন না, করলে তার জন্য আপনি কোনো পুরষ্কার পাবেন না।
  • ৭. আপনি বাড়তি পুরষ্কার পেতে চাইলে আমাদের ছবি কে আপনাএ এভাটার হিসেবে সেট করুন। সকল ফাইল এইখানে পাবেন।
  • ৮. আপনার সাপ্তাহিক রিপোর্ট এই পোস্টে দিতে হবে।

রিপোর্ট এর গঠন

Code:
Number on spreadsheet:
Week:

Article link:
1.
2.
3.
4.
5.

 প্রতি সপ্তাহের শুক্রুবার 12:00 UTC সময়ের মধ্যে আপনার রিপোর্ট জমা দিতে হবে

পুরষ্কার

  • 200-500 ফলোয়ার : ১ Stake প্রতিটা পোস্ট/শেয়ার এর জন্য
  • 501-1000 ফলোয়ার : ২ Stake প্রতিটা পোস্ট/শেয়ার এর জন্য
  • 1001-5000 ফলোয়ার :  ৩ Stake প্রতিটা পোস্ট/শেয়ার এর জন্য
  • 5001-10 000 ফলোয়ার : ৪ Stake প্রতিটা পোস্ট/শেয়ার এর জন্য
  • >10 000 ফলোয়ার : ৫ Stake প্রতিটা পোস্ট/শেয়ার এর জন্য
____________________________________________________________________
আপনার পুরষ্কার দেখুন এইখানে

এপ ইন্সটলেশন বাউন্টি

বাজেট : বাউন্টির জন্য নির্ধারিত টোকেনের ১০% এপ ইন্সটলেশন বাউন্টিতে ধার্য করা হয়েছে।
সর্বমোট 10 000 000 PLAY  tokens এর থেকে।

কিভাবে এপ ইন্সটলেশন বাউন্টিতে অংশগ্রহণ করবেন:

১. আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন : https://t.me/letitplay_io
২. আমাদের মোবাইল এপ্লিকেশন ইন্সটল করুন : Google Play | App Store
৩. এপ এর মধ্যে চ্যানেল সেকশনে গিয়ে আপনার পছন্দমত অপশন সিলেক্ট করেন। তারপর Share অপশনে ক্লিক করুন। লিনক টি কপি করে নিন.
৪. আমাদের ফর্মটি পুরণ করুন:  Google Form আবশ্যক : অবশ্যই কপি করা লিনকটা পেস্ট করবেন।


নিয়মকানুন

১. আপনি শুধুমাত্র একবার এই বাউন্টিতে অংশগ্রহণ করতে পারবেন। এই রুল ভঙ্গ কারীদের বাউন্টি প্রোগ্রাম থেকে বাতিল করা হবে এবং আপনাকে কোনো পুরষ্কার দেয়া হবে না।
২. আপনি শুধুমাত্র প্লে স্টোর বা এপ স্টোর থেকে এই এপটি ইন্সটল করতে পারবেন।
৩. এপ ইন্সটল এবং ফর্ম টা সঠিকভাবে পুরণ করার মাধ্যমেই শুধুমাত্র পুরষ্কার পাবেন।
____________________________________________________________________

পুরষ্কার (একটিভিটি অনুযায়ী)
  • ১ ইন্সটল : ১ স্টেক
____________________________________________________________________
আপনার পুরষ্কার দেখুন এইখানে


ব্লগ/আর্টিকেল & ইউটিউব ক্যাম্পেইন

বাজেট : বাউন্টির জন্য নির্ধারিত টোকেনের ২০% ব্লগ/আর্টিকেল এবং ইউটিউব ক্যাম্পেইনে ধার্য করা হয়েছে।
সর্বমোট 10 000 000 PLAY  tokens এর থেকে।

কিভাবে ব্লগ/আর্টিকেল ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন:

১. ক্যাম্পেইনে জয়েন করার জন্য এপ্লাই করুন এইখানে
২. আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন : https://t.me/letitplay_io
___________________________________________________________________________


ব্লগ/আর্টিকেল ক্যাম্পেইনের নিয়মকানুন
১. ক্যাম্পেইন চলাকালে LetitPlay নিয়ে আপনাকে ৫টি ব্লগ/আর্টিকেল লিখতে হবে।
২. আমাদের আলাদা একটি পুরষ্কার আছে যদি আপনি আপনার লোকান ভাষায় আর্টিকেল লিখেন।
৩. অবশ্যই আপনার ব্লগ/আর্টিকেলে আমাদের সোশিয়াল লিনক এবং আমাদের ওয়েবসাইট অথবা হোয়াইটপেপার উল্লেখ করবেন
৪. আপনার পোস্টটি অবশ্যই অরজিনাল হতে হবে। কোনো প্রকার কপি পেস্ট গ্রহণযোগ্য নয়।(আপনি চাইলে আমাদের ANN থ্রেড থেকে পোস্ট এবং আমাদের ওয়েবসাইট থেকে ইমেজ/লগো নিতে পারেন। অথবা এইখান থেকে মিডিয়া ফাইল নিয়ে ব্যাবহার করতে পারেন)
৫. আপনার ব্লগ/আর্টিকেল অবশ্যই কমপক্ষে ২৫০ ওয়ার্ডের হতে হবে। এর কম হলে তা গ্রহণযোগ্য বলে গণ্য হবে না।
৬.  LetitPlay নিয়ে কোনো ঋণাত্মক প্রচারণামূলক পোস্ট গ্রহণযোগ্য হবে না।
৭.  আপনি Medium, Steemit, Golos, Reddit and etc কে ব্লগিং এর জন্য ব্যবহার করতে পারেন।
৮. আপনি ব্লকচেইন অথবা অডিও ব্যবস্থা সম্পর্কে লিখে LetitPlay এর কথা উল্লেখ করতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই  LetitPlay er সোশিয়াল লিনক শেয়ার করতে হবে।
৯. পোস্টের মালিকানা প্রমাণের জন্য আপনার বিটকয়েনটক একাউন্ট লিনক পোস্টের নিছে উল্লেখ করতে হবে।
১০. আপনার পোস্ট টি আমাদের টিম মেম্বার দ্রারা প্রুফরিড করা হবে।
১১. আপনার সাপ্তাহিক রিপোর্ট এই পোস্টে দিতে হবে। [

রিপোর্ট এর গঠন

Code:
Number on spreadsheet:
Week:

Article link:
1.
2.
3.
4.
5.

 প্রতি সপ্তাহের শুক্রুবার 12:00 UTC সময়ের মধ্যে আপনার রিপোর্ট জমা দিতে হবে

পুরষ্কার (একটিভিটি অনুযায়ী)
  • অসাধারণ : ২০ স্টেক
  • ভাল : ১০ স্টেক
  • অগ্রহণযোগ্য : ০ স্টেক
____________________________________________________________________
আপনার পুরষ্কার দেখুন এইখানে


কিভাবে  ইউটিউব ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন:

১. ক্যাম্পেইনে জয়েন করার জন্য এপ্লাই করুন এইখানে
২. আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন : https://t.me/letitplay_io
৩. আমাদের অফিশিয়াল ইউটিউব একাউন্ট সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/channel/UCRVnq9-6SchKdB-js9ChVlw

  ইউটিউব ক্যাম্পেইনের নিয়মকানুন:

১. আপনাকে অবশ্যই  LetitPlay কে রিভিউ করে ভিডিও বানাতে হবে।
২. ভিডিও রেসুলেশন অবশ্যই ভাল হতে হবে
৩. ভিডিও অবশ্যই ১ মিনিট দৈর্যের বেশি হতে হবে
৪.  ভিডিও টি ইউটিউবে শেয়ার করতে হবে। অন্যান্য প্লাটফর্মের ব্যাপারে বাউন্টি মানেজারের সাথে কথা বলে ব্যবহার করা যাবে।
৫. আমরা ভিডিও কোয়ালিটি অনুযায়ী পুরষ্কার প্রদান করব। এই ব্যাপারে কোনো নেগোশিয়েট হবে না।
৬. ভিডিও ডেস্ক্রিপশনে আপনার বিটকয়েন্টক প্রোফাইল লিনক দেয়ে ভিডিওটির মালিকানা প্রকাশ করতে হবে।
৭. ভিডিওটি ICO শেষ না হওয়া পর্যন্ত ডিলেট করা যাবে না।
৮. কোনো প্রকার নেগেটিভ পাবলিসিটি গ্রহণযোগ্য নয়।
৯. আপনার সাপ্তাহিক রিপোর্ট এই পোস্টে দিতে হবে। [

রিপোর্ট এর গঠন

Code:
Number on spreadsheet:
Week:

Article link:
1.
2.
3.
4.
5.

 প্রতি সপ্তাহের শুক্রুবার 12:00 UTC সময়ের মধ্যে আপনার রিপোর্ট জমা দিতে হবে

পুরষ্কার (একটিভিটি অনুযায়ী)
  • > 100 সাবস্ক্রাবার + 50 ভিউ : ১০ স্টেক
  • > 1000 সাবস্ক্রাবার + 500 ভিউ : ২৫ স্টেক
  • > 5000 সাবস্ক্রাবার + 3000 ভিউ : ৫০ স্টেক
  • > 10 000 সাবস্ক্রাবার + 5000 ভিউ : ১০০ স্টেক
  • > 20 000 সাবস্ক্রাবার + 10000 ভিউ : ২০০ স্টেক
____________________________________________________________________
আপনার পুরষ্কার দেখুন এইখানে


অনুবাদ ক্যাম্পেইন

বাজেট : বাউন্টির জন্য নির্ধারিত টোকেনের ১০% অনুবাদ ক্যাম্পেইনে ধার্য করা হয়েছে।
সর্বমোট 10 000 000 PLAY  tokens এর থেকে।
____________________________________________________________________

কিভাবে ট্রান্সলেশন ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন:


১. প্রথমে অনুবাদের উপযোগী ভাষা গুলি দেখে নিন। আপনার ভাষাটি যদি অন্য কেউ সংরক্ষণ না করে তবে:
২.  আপনি যেই ভাষা অনুবাদ করতে চান তা সংরক্ষণ করতে হবে এই ফর্ম টি পূরণ করার মাধ্যমে।
 এপ্লাই করার পর এই পোস্টে গিয়ে কমেন্ট করুন আপনি কোন ভাষার জন্য আবেদন করেছেন!!! ex. "applied for translation campaign!"

৩. আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন : https://t.me/letitplay_io
৪. আমরা আপনাকে ইমেইল এবং টেক্সট করব আপনার কাজের বিবরণ এবং অনুবাদের জন্য সহযোগী উপদান গুলি।
____________________________________________________________________

নিয়মকানুন
১. গুগোল ট্রান্সলেটর এবং অন্য কোনো অনুবাদক ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
২. একজন শুধুমাত্র একটি ভাষা অনুবাদে অংশগ্রহণ করতে পারবেন।
৩. আপনার অনুবাদের আবেদন টি আমাদের কাছ থেকে অনুমোদিত করতে হবে। এটিতে অক্ষম হলে আপনার সম্পুর্ণ পুরষ্কার বাতিল বলে গুণ্য হবে!
৪. আপনি হোয়াইট পেপার অনুবাদের জন্য ৫ দিন এবং ANN/Bounty থ্রেড অনুবাদের জন্য তিন দিন পাবেন।
৫. আপনার ভায়াহার লোকাল সেকশনে আপনার পোস্ট করতে হবে এবং তা নিয়ন্ত্রণ করতে হবে।
৬. নতুন ঘোষণা প্রকাশের মাধ্যমে থ্রেড টি একটিভ রাখতে হবে। এটিতে ব্যার্থ হলে আপনাকে বাদ করে দেয়া হতে পারে অথবা আপনার পুরষ্কার ৫০% পর্যন্ত কময়েনেয়া হতে পারে।
৭. যারা LetitPlay নিয়ে জানতে আগ্রহী তাদের সাবলীল ভাবে বোঝানোর ক্ষমতা থাকতে হবে, তাদের প্রশ্নের উত্তর দিতে হবে।
____________________________________________________________________


পুরষ্কার (একটিভিটি অনুযায়ী)
  • WP : 300 স্টেক
  • One Pager : ২০ স্টেক
  • Summary : ৫০ স্টেক
  • Ann/Bounty : ৩০ স্টেক
____________________________________________________________________

আপনার পুরষ্কার দেখুন এইখানে


বিশেষ বিজ্ঞপ্তি সকল বাউন্টির জন্য

আমরা আমাদের বাউন্টি দলের সাথে অক্লান্ত পরিশ্রম করে এটি নিশ্চিত করবে যে যেন সবাই তাদের প্রাপ্য টোকেন পায়।
কে রিওয়ার্ড এর যোগ্য এবং কে না এবং কোনো পার্টিসিপেন্ট কি ব
3  Local / Alt Coins (India) / 🔥[ANN] [ICO] LET IT PLAY - ইন্টারনেট ভিত্তিক অডিও স্তর 🔥 on: June 10, 2018, 02:08:49 AM




প্রাইভেট ক্লোজড টোকেন বিক্রয় শুরু হয়েছে মার্চের ১ তারিখ হতে এবং শেষ হবে এপ্রিলের ৩০ তারিখ,২০১৮ ইংরেজি

টোকেন বিক্রয়ের প্রাক্কালিক সময়ে আমরা বিনিয়োগকারীদের এবং প্রকল্পের সম্ভাব্য অংশীদারদের সঙ্গে ব্যক্তিগত আলোচনার জন্য সময় নিয়েছি। আমরা অনেক প্রতিক্রিয়া সংগ্রহ করেছি এবং সেই মতামত গুলি বিবেচনায় নিয়েছি। এখন আমরা মূল LetItPlay টোকেন বিক্রয় জন্য প্রস্তুত হচ্ছি।

আমাদের Play টোকেন কিনতে হলে আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে নিজেকে নিবন্ধন করে নিন। সকল অংশগ্রহণকারী যারা সঠিক ভাবে তথ্য দিয়েছেন তাদের মধ্য থেকে বিনিয়োগকারীদের হোয়াইটলিস্ট তৈরী করা হবে। তারাই সহজ শর্তে আমাদের টোকেন কিনতে পারবেন।



প্রধান টোকেন বিক্রয়:
শুরুর তারিখ: 01 May 2018 (12:00 CET)
শেষের তারিখ: 15 June 2018 (12:00 CET)

আমাদের প্রজেক্ট নিয়ে জানুন :  LETITPLAY.IO
সংযুক্ত হোন TELEGRAM COMMUNITY
ডাউনলোড করুন আমাদের ONEPAGER
4  Local / Alt Coins (India) / [ MERCATOX ] পুরাতন ডমিনেশন টাস্ক নতুন রূপে - আয় করুন এ&# on: June 08, 2018, 01:21:33 PM
MERCATOX এর Loyalty Program এ জয়েন করুন এবং আয় করুন সোশিয়াল একাউন্ট হতে
.
ডমিনেশন টাস্ক কেন বললাম? কারণ আমরা সবাই এইটির সাথে পরিচিত,ডিপঅনিয়ন এর মাধম্যে!
যাই হোক কথায় আসি, কিভাবে আয় করবেন এবং কেমন আয় করবেন?

প্রথমেই জানাই About MERCATOX
 
Mercatox হল একটি আধুনিক ই-কারেন্সি এবং ক্রিপ্টকারেন্সি এর এক্সচেঞ্জ মার্কেট। এটিতে বহু প্রকারের কারেন্সি এক্সচেঞ্জের সুযোগ সুবিধা রয়েছে। নতুন পুরাতন সকল প্রকার ট্রেডারদের জন্য ব্যাবহার উপযোগি।

MERCATOX এর সুযোগ-সুবিধা :

কিভাবে আয় করবেন?

সুযোগ সুবিধার তালিকা হতে হয়ত বুঝে গেছেন!
হ্যা আমরা লয়ালটি প্রোগ্রাম থেকে আয় করতে পারি।
এফিলিয়েট আয়ের ব্যাপারে বিস্তারিত জানি না!
তবুও আমার এফিলিয়েট এড্রেস দিব,চাইলে সাইন আপ করতে পারেন নতুবা নন এফিলিয়েট এড্রেস দিয়ে দিব।
একাউন্ট তৈরী করতে চাইলে:
 
লয়ালটি প্রোগ্রামের বিস্তারিত:

লয়ালটি প্রোগ্রামে আপনাকে সোশিয়াল মিডিয়া,ফোরাম,ব্লগে তাদের প্রমোট করতে হবে। প্রতিটা  টাস্কের জন্য আপনাকে কিছু পয়েন্ট দেয়া হবে।
যা প্রতি সপ্তাহে বিতরণ করা হবে। সেইগুলি আপনি চাইলে তখনি এক্সচেঞ্জ করে  BTC/ETH/Other Currency তে নিতে পারবেন।
এর মাধ্যমে আপনি প্রতি সপাতে অন্তত ১০০০পয়েন্ট আয় করতে পারবেন যার দাম মার্কেটপ্লেসের উপর ডিপেন্ড করলে সেটি ৫০$ এর কম হবে না।

তো কি কি প্রোগ্রাম আছে আর কিভাবে পার্টিসিপেট করবেন?
সোশিয়াল মিডিয়া: এর জন্য আপনার প্রয়োজন হবে একটি ফেসবুক/টুইটার/ইউটিউব যার মধ্যে অন্তত ১০০ ফলোয়ার আছে।
সেই একাউন্টগুলো দিয়ে রিকুয়েস্ট করলে তারা আপনার একাউন্ট টি চেক করবে। তাই মনে করে সেইগুলো পাবলিক করে রাখবেন।
তারপর এপ্রুভ হওয়ার পর তাদের পোস্টে লাইক,কমেন্ট,শেয়ার/রিটুইট করতে হবে।

ফোরাম টপিক: এর মধ্যে আপনি কোনো ফোরামে তাদের ব্যাপারে জানানোর মাধ্যমে পয়েন্ট আয় করতে পারেন।

ব্লগ আর্টিকেল : এই প্রোগ্রামে আপনাকে তাদের ব্যাপারে আর্টিকেল শেয়ার করতে হবে।
আপনার নিজস্ব ব্লগ না থাকলে স্টিমইট/মিডিয়াম ব্লগেও আপনার পোস্ট শেয়ার করতে পারবেন।
এর জন্য আপনার কমপক্ষে ৫০ফলোয়ার থাকতে হবে।

ট্রান্সলেশন/ অন্যান্য প্রোগ্রাম নিয়ে বিস্তারিত জেনে পোস্ট আপডেড করএ দিব।
ধন্যবাদ।
নিচের কমেন্টে কোনো প্রশ্ন/সাজেশ্ন/হেল্প লাগলে জানান।
ধন্যবাদ|
5  Bitcoin / Bitcoin Discussion / When will Bitcoin rise? on: December 31, 2017, 10:12:25 AM
when do you thing Bitcoin is gonna rise again?
its preety much stuck in 12k to 15k!
why is that?
Mcfee said it will reach 1m!
when is that gonna happen?
Pages: [1]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!