Bitcoin Forum
May 08, 2024, 01:51:08 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17 18 19 20 21 »
241  Local / Regional Languages (India) / Re: এই thread ti, তাদের জন্য যারা বাংলা ভাষায় কথা বলে - Bengal on: July 31, 2018, 12:10:06 PM
Amar ekti bangla e-newspaper ache. Ami writer khujchi choto golpo lekhar jonno..keu sahajjo korte parle janaben..

http://banglanewstimes.blogspot.in/

i am writing story since long time. how i contact to u?
242  Local / Regional Languages (India) / বাউন্টি হান্টারদের জন্য সেরা প্লাটফর্ম।|  on: July 31, 2018, 10:57:47 AM
বাউন্টি পোর্টাল সম্পর্কে বিস্তারিতঃ

বাউন্টি কাম্পেইন গুলি ICO মার্কেটিং এর একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ICO সাটিস্ফাইড ক্লায়েন্ট এবং বাউন্টি হান্টার এর মধ্যে বাউন্টি পোর্টাল একটি সেতু হিসেবে কাজ করবে।

বাউন্টি পোর্টাল একটি দক্ষ এবং খরচ কার্যকর পদ্ধতিতে দানশীল প্রচারাভিযান পরিচালনা করতে পারে। আমাদের প্ল্যাটফর্মের দক্ষ প্রযুক্তিগুলির জন্য ধন্যবাদ। প্রত্যেক স্পেসালাইস্ট কাম্পেইন এর জন্য যা দরকার সেই সকল বাউন্টি টাস্ক গুলো  আমাদের প্লাটফর্মটি বাউন্টি হান্টারদের সরাসরি কাজ প্রভাইড করে।

উপরন্তু আমাদের অধিন হুড প্রযুক্তি বাউন্টি হান্টারদের কাজ অত্যন্ত দক্ষতার সাথে পরিক্ষা করে। এইভাবে ICO টিমগুলি নিশ্চিত হতে পারে যে, তারা শুধুমাত্র ভাল মানের কাজের জন্য অর্থ প্রদান করবে। কাম্পেইন সমাপ্তির পর বাউন্টি হান্টাররা তাদের ঠিকানায় পেমেন্ট পাওয়ার আশা করতে পারে।

বাউন্টি পোর্টাল সহজলভ্য:

১। ICO ক্লাইন্ট
২। বাউন্টি হান্টার

আমাদের সেবা সমুহঃ
১। ফেসবুক কেম্পেইন
২। টুইটার কেম্পেইন
৩। সিগনেচার কেম্পেইন
৪। ব্লগ কেম্পেইন
৫। ট্রান্সলেসন কেম্পেইন
৬। রেফারেল কেম্পেইন

আরও যা থাকবেঃ

বাউন্টি পোর্টাল সিস্টেম নিউজ লেটার কেম্পেইন ও নজরদারি করতে পারে এছাড়া রেডিট, স্লাক ও টেলিগ্রাম নজরদারি করবে।

প্রজেক্ট      বাউন্টি হান্টারস    বিটকয়েন ডিস্ট্রিবুটেড   সাক্সেস রেট
 ৪০+         ১০০০০+                 ৩০০+                   ৯৯%

ICO ক্লাইন্টদের বেনিফিটঃ

১। দক্ষ সিস্টেমঃ আমাদের সিস্টেমের অবকাঠামো বাউন্টি হান্টারদের অত্যাধুনিক দ্রুত এবং কার্যকরী দক্ষতার গুণমান নিয়ন্ত্রণ করে।
২। ব্যাপক গুণ নিয়ন্ত্রণঃ বাউন্টি পোর্টাল সর্বদা সেরা ফলাফল ICO প্রদান করার চেষ্টা করে।
৩।স্বয়ংক্রিয়তাঃ বাউন্টি পোর্টাল যতটা সম্ভব দক্ষ হিসেবের এন্ট্রি গুলির স্বীকৃতি তৈরি করতে ব্যবহার করা হয়।
৪। ক্রমবর্ধমান অংশগ্রহণঃ বাউন্টি হান্টার সঠিক চ্যানেলে এবং কার্যকর ইন্টারফেসের মাধ্যমে কার্য সম্পাদনের জন্য পরিচালিত হবে।
৫। দীর্ঘ বাছাইঃ একটি ICO হিসাবে, আপনার ফেসবুক, টুইটার, রেডিট, টেলিগ্রাম এবং স্ল্যাক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেও আপনার প্রোডাক্টকে উন্নীত করার সুযোগ থাকবে, এমনকি ব্যবহারকারীদের ব্যক্তিগত ব্লকগুলিতেও প্রসারিত হবে।
৬।ডেডিকেটেড সেবাঃ প্রচারাভিযান যা ক্রিপ্টোকারেন্সি সম্প্রদায়ের মূল বিটকয়েনটক স্বাক্ষর এবং অনুবাদ প্রচারাভিযানগুলির মত করে পরিচালিত হয় বাউন্টি পোর্টাল দ্বারা পরিচালিত হতে পারে।


বাউন্টি হান্টারদের সুবিধাঃ


১।সবকিছু একই প্লাটফর্মেঃ
প্রতিটি প্রকল্পে, বাউন্টি হান্টারদের জন্য একটি ডেডিকেটেড ড্যাশবোর্ড অ্যাক্সেস থাকবে যা সমস্ত কাজের জন্য উপলব্ধ হবে যা সম্পূর্ণ করার জন্য উপলব্ধ।
২। টাস্কগুলিতে সরাসরি অ্যাক্সেসঃ
আমাদের প্রকল্পে নিবেদিত ড্যাশবোর্ড ব্যবহার করা সহজ, আগের তুলনায় টাস্ক সমাপ্তি দ্রুততর করতে সহায়তা করে।
৩। তাৎক্ষনিক অগ্রগতি প্রতিবেদনঃ
আপনার অগ্রগতি ট্র্যাকিং সম্পর্কে চিন্তা করার প্রয়োজন নেই একটি টাস্ক সম্পন্ন করার পরে, অগ্রগতির প্রতিবেদনটি গতিশীলভাবে আপডেট করা হয়।
৪। আপনার ঠিকানা সরাসরি পেমেন্টঃ
টাব প্রফাইল কাস্টমাইজেশন, ব্যবহারকারী টোকেন পেমেন্ট জন্য নিজের ওয়ালেট ঠিকানায় ইনপুট করতে পারেন।
৫। নো ওয়েটিংঃ
ট্র্যাকিং কর্মের মধ্যে আমাদের সিস্টেমের দক্ষতা এবং গতির জন্য ধন্যবাদ, বাউন্টি কাম্পেইন সমাপ্তির পরেই যত তাড়াতাড়ি সম্ভব পেমেন্ট প্রক্রিয়া হয়।

পূর্বের সকল ক্লাইন্টঃ

                                                              


অনবরত জিজ্ঞাসাকৃত প্রশ্নসমূহঃ


১। বাউন্টি কাম্পেইন কি?

বাউন্টি কাম্পেইন একটি প্রচারমূলক প্রচারাভিযান। প্রকল্পটির সাফল্যের সাথে মিলিত হলে টোকেনগুলিতে পুরস্কার অর্জনের জন্য এটি প্রজেক্টের ভক্তদের উত্সাহিত করে, প্রচার করাতে অংশগ্রহণ করে

২।  কিভাবে আপনি বাউন্টি পোর্টাল থেকে উপার্জন  করতে পারেন?


কর্ম সম্পন্ন মাধ্যমে বাউন্টি পোর্টাল অংশগ্রহণকারীদের ট্র্যাক এবং পুরস্কার প্রদান করে যা তাদের প্রচেষ্টার উপর নজর রেখে তাদের কর্ম অনুযায়ী প্রত্যেকটি প্রকল্পের প্রচারে সহায়তা করে। আরও বিস্তারিত জানার জন্য, বিনামূল্যে টোকেন কিভাবে উপার্জন করবেন আমাদের ব্লগ পোস্টটি দেখুন

৩।  স্টেক কি?


- প্রতিযোগিতার প্রতিফলিত প্রতিটি অংশীদার প্রতিটি ইকো এর অনুগ্রহের জন্য টোকেন বরাদ্দকৃত পরিমাণে কতটা "অংশীদার" রাখে
- দৌড় প্রতিপন্ন হান্টার এর "ঝুঁকি" বার্ষিক পুল মধ্যে একটি নিখুঁত উপায় গণনা করা হয়।

আমাদের বিশেষজ্ঞরাঃ


                                                

আমাদের পার্টনারঃ

                                                        

আমাদের সাথে যোগাযোগ করুনঃ


https://www.facebook.com/bountyportals
https://twitter.com/bountyportals
https://t.me/joinchat/Dc4KRQrROrjob32Le2Qz1A
243  Local / Alt Coins (India) / Re: MERCATOX-Cryptocurrencyএবং ই-মুদ্রা বিনিময়।ই-মানিব্যাগ on: July 30, 2018, 10:36:17 AM
DigitalTicks (DTx) market added
Dear users!
DigitalTicks (DTx) added to the listing.
DTx/BTC and DTx/ETH markets are available for trading.
https://mercatox.com/exchange/DTx/BTC
https://mercatox.com/exchange/DTx/ETH
DigitalTicks (DTx) contract address is https://etherscan.io/…/0x82fdedfb7635441aa5a92791d001fa7388…
Good luck in the forthcoming trades.
#Btc #Eth #DTx #Exchange #Sell #Buy


244  Alternate cryptocurrencies / Bounties (Altcoins) / Re: [AIRDROP] LOCALTRADE: 2million LT tokens to be distributed as airdrop on: July 30, 2018, 02:10:35 AM
#username telegram: @cryptosourov
#Username Twitter: @CryptobdE
#Link to Profile Twitter : https://twitter.com/CryptobdE
#reddit username : Cryptosourov
#medium username : Tariqul Alam Raktim
#facebook username: Mahmud Parvez Sourov
245  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: July 29, 2018, 04:17:51 AM
এখানে এমন কোন ভাই আছেন আমাকে বিটকয়েন সিগনেচার বাউন্টি টা একটু ক্লিয়ার বলবেন??  আমরা যারা ফেসবুক, টুইটার বাউন্টি করি তারা সপ্তাহ শেষে লিংক গুনা তাদের বিটকয়েন থ্রেডে ‍সাবমিট করি,,, সিগনেচা্র এ্ও কি এমনই Huh উইয়িকলি লিংক সাবমিট করতে হয়Huh

আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জানার আগ্রহ দেখে ভালো লাগছে। এবার আসি সিগনেচার বাউন্টির ব্যাপারে। ম্যাক্সিমাম সিগনেচার বাউন্টিতে পার্টিসিপেট করতে হলে দেখবেন যে ওরা এট লিস্ট জুনিয়র মেম্বার চায়। ইভেন কিছু বাউন্টিতে মেম্বার এবং হায়ার রেনকধারীরা শুধুমাত্র পার্টিসিপেট করতে পারে।


কিভাবে পার্টিসিপেট করবেন-


প্রতিটা বাউন্টির কিছু রুলস দেওয়া থাকে। রুলসগুলো প্রায় একই রকম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। নিচে উদাহরন হিসাবে কিছু চিত্র দিয়ে দিলাম। সিগনেচার বাউন্টিতে থ্রেডে প্রতি সপ্তাহে কোন লিংনক সাবমিট করতে হবে না।







মেম্বারশীপ অনুযায়ী সিগনেচার বাউন্টিতে কোড দেওয়া থাকে। আপনার মেম্বারশিপ অনুযায়ী আপনি ঐ কোড টা কপি করে নেন। এরপর নিচের চিত্রগুলো ফলো করুন।





সিগনেচারের ঘরে আপনার কপি করা কোড টা পেস্ট করে দিয়ে সেভ করে দিন। আর প্রতি সপ্তাহে মিনিমাম কয়টা কমেন্ট করতে হবে তা তো রুলসে বলাই থাকবে। ঐ অনুযায়ী কমেন্ট করতে থাকুন এবং সিগনেচার বাউন্টি থেকে অার্ন করতে থাকুন।
হ্যাপি অার্নিং Smiley
ধন্যবাদ এইভাবে বুঝিয়ে দেয়ার জন্য।আশা করছি সবার উপকার হবে।আমার মেরিট থাকলে এই পোস্টে একটি মেরিট অবশ্যই দিতাম।কিপ আপ।

এখানে কোন দয়াবান ভাই আছেন কি যে আমাকে
কিছু কাজ দিতে পারবেন? 😔
এইখানে কেউ কাউকে কাজ দেয়না।অনেক কাজ আছে।খুজে দেখেন।চেষ্টা করেন।পেয়ে যাবেন অবশ্যই।


ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর করে ঘুছিয়ে বলার জন্য ....তাদের একটা রুলস Posts in alternate cryptocurrencies section are required. Posts in bounty announcement thread will not count এই রুলস টা আমি বুঝতে পারতেছি না... alternate cryptocurrencies section কোনগুলো হবে ভাইয়া ?? ‍এই ব্যপারটা একটু হেল্প করেন ,, তাহলে আমি কমপ্লিটলি কাজটা করতে পারব।....


bounty থ্রেডে আপনি কোন পোস্ট করলে তারা কাউন্ট করবে না। alternate cryptocurrencies section সেটা হতে পারে মাইনিং, মার্কেটপ্লস, বিটকয়েন ডিসকাশন এই সব শেকশনগুলো। ওই সব সেকশনে কমেন্ট করলে তা কাউন্ট হবে।
246  Local / Alt Coins (India) / Re: MERCATOX-Cryptocurrencyএবং ই-মুদ্রা বিনিময়।ই-মানিব্যাগ on: July 28, 2018, 09:43:29 AM
Pharmaceutical Commerce (PHC) market added
Dear users!
Pharmaceutical Commerce (PHC) added to the listing.
PHC/BTC and PHC/ETH markets are available for trading.
https://mercatox.com/exchange/PHC/BTC
https://mercatox.com/exchange/PHC/ETH
Pharmaceutical Commerce (PHC) contract address is https://etherscan.io/…/0x718924e2a818e0a97de8ab43cf1235cbfe…
Good luck in the forthcoming trades.
#BTC #ETH #PHC #Exchange #Sell #Buy


247  Local / Alt Coins (India) / Re: MERCATOX-Cryptocurrencyএবং ই-মুদ্রা বিনিময়।ই-মানিব্যাগ on: July 28, 2018, 09:42:49 AM
Bro Marcatox a Vote option Chalu korar jnno ki trade korte hobe?  ami kono vote bounty te Participate korte pari na ken??
ha kesu coin deposit kore trade korar por apni vote dite parben
248  Local / Other languages/locations / Re: বাংলা (bangla) on: July 28, 2018, 03:57:36 AM
কোথায় থেকে কাজ খুজতে হয় ?
কেউ জানলে দয়াকরে বলবেন.....

মার্ক করা সেকশনটিতে চলে যান। ওখানে প্রতিদিন প্রুচুর বাউন্টি পাবেন। এবার আপমার যেটা ভালো মনে হয় চুজ করে নিয়ে কাজ শুরু করে দিন, যদি আপনি চান।

249  Local / Other languages/locations / Re: বাংলা (bangla) on: July 27, 2018, 04:51:50 PM
একজন এর  আর একজনকে দেয়া যায় যুদি দেয়া যায় তাহলে কেউ     মেরিট দিবেন

ভাই নিচের লেখাটা একটু ভালোভাবে পড়ুন। আর এইভাবে মেরিট চাওয়াটা সাধারণত 'মেধার ভিক্ষা' হিসাবে দেখা হয় যা সম্প্রদায় দ্বারা ভ্রূকুঞ্চিত এবং আপনি নেতিবাচক প্রতিক্রিয়া গ্রহণ করতে পারেন।


যে ভাবে একটিভিটি ক্যালকুলেট করা হয় তা বুঝা একটু কমপ্লিকেটেড। ২ সপ্তাহের মধ্যে আপনি ১৪ একটিভিটি পেতে পারবেন। এটি মূলত ফোরামের নতুন মেম্বারদের জানা প্রয়োজন। বিভ্রান্তি এড়ানোর জন্য আমি নিচের সিস্টেমের জটিলতা এবং কৌশল ব্যাখ্যা করব।


                                                                                                      


১) আপনি শুধুমাত্র ১৫ দিনের জন্য ১৪ টি একটিভিটি পয়েন্ট পাবেন।
২) কার্যকলাপ সময়সীমার সমস্ত তারিখের একটি তালিকা এই স্প্রেডশীটে পাওয়া যাবে।
https://docs.google.com/spreadsheets/d/12saLhlUoqIdairxzuSPu6EYGrt7FN2lOstO1yDjCEbA/edit
৩) ফোরামে সাইনআপ যদি একটু টেকনিক্যালি করতে পারেন, তা হলে ২ সপ্তাহে ১৪ টির বেশি একটিভিটি পেতে পারবেন।
৪) আপনার শুধুমাত্র পরবর্তি একটিভিটি সংগ্রহ করতে সক্ষম হতে প্রতিটি একটিভিটির সময় অন্তত একটি পোস্ট করতে হবে।
উদাহরনস্বরুপ, আপনি তিনটি নির্দিষ্ট সময়ের মধ্যে  এক পোস্ট করতে পারেন এবং আপনার ৩ টি পোস্ট এবং ৩ টি কর্যকলাপ থাকবে, কন্তু ৪২ টি সম্বাব্য কার্যকলাপ।
একবার আপনি ৪২ টা পোস্ট তৈরী করলে আপনি ৪২ টি একটিভিটি পাবেন কিন্তু আর না।
আবার আপনি একটা পোস্টের মাধ্যমে বিভিন্ন সময়ে ৩৫ টা পোস্ট তৈরী করতে পারেন। যেটি হবে ৪৮০ এর একটি সম্ভাব্য কার্যকলাপ।(edited)
এর মানে আপনাকে জুনিয়র মেম্বার হতে হবে। কিন্তু আপনি যদি ৪৮০ টি পোস্ট তৈরী করতে পারেন তা হলে আপনি ইনসট্যান্ট হিরো মেম্বার হবেন।
৫) আপনার পোস্টের সংখ্যা ১৪ বা তার বেশি হলে আপনার একটিভিটির আওতায় পড়ে থাকলে আপনাকে ১৪ টি সম্পূর্ন  একটিভিটি পেতে শুধুমাত্র একটি নতুন পোস্ট করতে হবে।
উদাহরনস্বরূপ, আপনার পোস্টের সংখ্যা ২০০ কিন্তু আপনার একটিভিটি কেবল ২৪। অন্য ১৪ টি একটিভিটি পেতে আপনার নতুন সময়ের মধ্যে একটি পোস্ট তৈরী করতে হবে এবং তারপর আপনার মোট ৪২ কার্যকলাপ থাকবে।


আসুন জেনে নেই রেনক এবং একটিভিটি চার্ট:



                                                                  


ব্রান্ড নিউ                     -  ০ পোস্ট
নিউবি                         -  ১-২৯ একটিভিটি
জুনিয়র মেম্বার              -  ২৯-৫৯ একটিভিটি
মেম্বার                        -  ৬০-১১৯ একটিভিটি
ফুল মেম্বার                   -  ১২০-২৩৯ একটিভিটি
সিনিয়র মেম্বার               - ২৪০-৪৭৯ একটিভিটি
হিরো মেম্বার                  -  ৪৮০ একটিভিটি
লিজেন্ডারি মেম্বার            - ৭৭৫-১০৩০ একটিভিটি





মেরিট:


একটিভিটির পাশাপাশি আপনাকে প্রতিটি পদ অর্জনের জন্য আপনার মেরিট দরকার। তো আসুন এবার দেখে নেই কোন পদের জন্য আপনার কি পরিমান মেরিট দরকার।


ব্রান্ড নিউ:    ০                  
নিউবি: ০                        
জুনিয়র মেম্বার: ০            
মেম্বার: ১০                        
ফুল মেম্বার:১০০                
সিনিয়র মেম্বার:২৫০                        
হিরো মেম্বার: ৫০০                
লিজেন্ডারি মেম্বার: ১০০০


এখানে একটিভিটি সময়সীমার একটি সারনি এবং প্রতিটা পদ অর্জন করতে কত সময় লাগতে পারে তা দিয়ে দেওয়া হলো:


1 X 14 = 14
2 X 14 = 28
3 X 14 = 42  ---  Junior. Member (1.5 month)
4 X 14 = 56
5 X 14 = 70  ---  Member (2.5 month)
6 X 14 = 84
7 X 14 = 98
8 X 14 = 112
9 X 14 = 126  --- Full Member (4.5 month)
10 X 14 = 140
11 X 14 = 154
12 X 14 = 168
13 X 14 = 182
14 X 14 = 196
15 X 14 = 210
16 X 14 = 224
17 X 14 = 238
18 X 14 = 252 --- Senior Member (8.5 month)
19 X 14 = 266
20 X 14 = 280
21 X 14 = 294
22 X 14 = 308
23 X 14 = 322
24 X 14 = 336
25 X 14 = 350
26 X 14 = 364
27 X 14 = 378
28 X 14 = 392
29 X 14 = 406
30 X 14 = 420
31 X 14 = 434
32 X 14 = 448
33 X 14 = 462
34 X 14 = 476
35 X 14 = 490  ----  Hero Member (1.3 years)
36 X 14 = 504
37 X 14 = 518
38 X 14 = 532
39 X 14 = 536
40 X 14 = 550
41 X 14 = 564
42 X 14 = 578
43 X 14 = 592
44 X 14 = 606
45 X 14 = 620
46 X 14 = 634
47 X 14 = 648
48 X 14 = 662
49 X 14 = 676
50 X 14 = 690
51 X 14 = 704
52 X 14 = 718
53 X 14 = 732
54 X 14 = 746
55 X 14 = 760
56 X 14 = 784  --- Legendary rank (2 years)



একটিভিটি নিয়ে আপনার মনে যে প্রশ্ন গুলো আসতে পারে, আসুন এবার তা জেনে নেই।


১) কেন আমার একটিভিটি স্টাক হয়ে আছে?

কারন আপনি ২ সপ্তাহের মধ্যে ১৪ একটিভিটি পাবেন।

২) কেন আামার রেনক/ একটিভিটি আপডেট হচ্ছে না?

আপডেট হতে কয়েক ঘন্টা লাগতে পারে। ধৈর্য ধরে অপেক্ষা করুন।

৩)  আমার একটিভিটি অথবা রেনক এর কি অবনমন হতে পারে?

হ্যা। এটি কেবলমাত্র হ্রাস হতে পারে যদি আপনার কোনও নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যে সকল পোস্ট করেছেন, সেইগুলি যদি ডিলেট করেন।

৪) ২ সপ্তাহের মধ্যে কি ১৪ একটিভিটির বেশি  পতে পারি?

না। যদি আপনি সমেয়ের মধ্যে সাইন আপ করেন তবে আপনি ১৫ দিনের মধ্যে টেকনিক্যালি ১৫ কার্যদিবসের মধ্যে পেতে পারেন। তবে আপনি ১৫ দিনের মধ্যে ১৪ টির বেশি একটিভিটি পেতে পারবেন না।

৫) আমি যদি একটি পিরিয়ড মিস করি তা হলে কি হবে?

কিছুই হবে না। আপনি ঐ একটুভিটিগুলো পাবেন না। শুধু পরের মেয়াদে অন্য ১৪ টির জন্য পোস্ট করতে ভুলবেন না।

৬) কেন আমি আমার এভাটার চেন্জ করতে পারছি না?

এভাটার চেন্জ করার জন্য আপনাকে আগে ফোরামের ফুল মেম্বার হতে হবে।

৭) কখন আমি লিজেন্ডারি মেম্বার হতে পারবো?

আপনার ৭৭৫-১০৩০ একটিভিটি থাকলে সম্বাবনা আছে হওয়ার।

৮) ফোরামে আমরা যে সময় কাটাই এটা কি একটিভিটি হিসাবে কাউন্ট হবে?

না। এটা একটি অর্থহীন পরিসংখ্যান।

৯) একটিভিটি কাউন্ট হওয়ার জন্য পোস্টগুলি কি কোন ন্যূনতম অক্ষরের দৈর্ঘ হতে হবে?

না। সব বোর্ড এবং সমস্ত দৈর্ঘের পোস্টগুলো বর্তমানে উভয়ই কাউন্ট করা হয়।

১০) যদি আমি একাউন্ট তৈরি করি এবং এটিকে x পরিমাণে রাখি তবে আমি যখন ফিরে আসব তখন আমি উচ্চতর র্যাংক হব?

না। আপনি এখনও একটি newbie হবে। কার্যকলাপ ফোরামে কীভাবে সক্রিয় থাকে এবং অলস অ্যাকাউন্ট চাষের বিরুদ্ধে প্রতিরোধ করা। যদি আপনি প্রতিটি সময় অন্তত একটি পোস্ট না করেন তবে আপনি যে কার্যকলাপ পাবেন না।

১১) কেন আমি ছবি পোস্ট করতে পারি না?

যেহেতু আপনাকে এটি করতে একটি জুনিয়র সদস্য হতে হবে। একটি জুনিয়র সদস্য হওয়ার জন্য আপনাকে তিনটি কার্যকলাপের মধ্যে পোস্ট করতে হবে এবং অন্তত ২8 টি কাজ করতে হবে। যাইহোক, আপনি এখানে একটি ছোট ফি জন্য কপার সদস্যপদ ক্রয় এই সীমাবদ্ধতা বাইপাস করতে পারেন।



মেরিট নিয়ে আপনার মনে যে প্রশ্ন গুলো আসতে পারে, আসুন এবার তা জেনে নেই:


# মেরিট কি?

ফোরামে মানের অবদানকে পুরস্কৃত করার জন্য মেরিট একটি নতুন সিস্টেম তৈরি করা হয়েছে। এখন ক্রমবর্ধমান বৃদ্ধি পেতে আপনাকে কার্যকলাপের পাশাপাশি মেরিট অর্জন করতে হবে।

# আমি কিভাবে মেরিট পাবেন?

আপনার পোস্টটি যদি সহায়ক বা তথ্যবহুল হয় তবে আপনি কমিউনিটির উচ্চযগ্যোতাসম্পন্ন লোকদ্বারা মেরিট অর্জন করবেন।

# আমি কিভাবে মেরিট পাঠাব?

প্রতিটি পোস্ট উপরের ডানদিকে + একটি মেমরি বাটন আছে। যোগ্যতার উপর ক্লিক করুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন।

# মেরিট এবং এস মেরিট এর মধ্যে পার্থক্য কি?

মেধার দুটি ধরনের আছে। আপনি আপনার যোগ্যতা পাঠাতে পারবেন না, শুধু sMerit আপনি পাবেন প্রতিটি মেইরিটির জন্য আপনি 0.5 ফিটযোগ্য যোগ্যতা পোস্ট হিসাবে পুরোপুরি দেখতে পাবেন।

# আমি কি মেধার জন্য জিজ্ঞাসা করতে পারি?

এই কাজ করার প্রয়োজন নেই এবং এই আচরণ সাধারণত 'মেধার ভিক্ষা' হিসাবে দেখা হয় যা সম্প্রদায় দ্বারা ভ্রূকুঞ্চিত এবং আপনি নেতিবাচক প্রতিক্রিয়া গ্রহণ করতে পারে। গুণমান, গঠনমূলক পোস্টগুলি রাখুন এবং আপনার অবশ্যই সময়ের সাথে পুরস্কৃত করা হবে।

# আমি যোগ্যতা বিক্রি করতে পারি?

যোগ্যতা বিক্রি নিষিদ্ধ করা হয়।

#আমি কি আমার নিজের সবগুলো একাউন্টে মেরিট দিতে পারি?


না। যদি আপনি ধরা পরেন তা হলে অবশ্যই নেতিবাচক প্রতিক্রিয়া প্রাপ্ত হবেন।

#আমি কি মেরিট পাওয়ার পর তা হারাতে পারি?

না। বর্তমানে নয়। এমনকি আপনার পোস্ট ডিলেট হলেও আপনার মেরিট থাকবে।

# মেরিটের উৎস কি?

একটি নির্দিষ্ট সংখ্যক বিশেষ মেধার উত্স রয়েছে যা অনেকটা মর্যাদা প্রদান করে। তালিকাটি সর্বজনীনভাবে পাওয়া যায় না কিন্তু স্টাফকে জানা যায়।

# কিভাবে আমি একটি মেধার উত্স হতে পারি?

theymos' এর নির্দেশাবলী অনুযায়ী:
যদি আপনি একটি মেধার উৎস হতে চান:

 1. কিছুটা প্রতিষ্ঠিত সদস্য হোন।
 2. গত কয়েক মাসে লিখিত দশটি পোস্ট সংগ্রহ করুন যা তাদের জন্য কতটা ভালো, এবং তাদের জন্য নতুন মেটা থ্রেডে কোট উদ্ধৃত করার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করেনি।
 3. আমরা আপনার ইতিহাসের দিকে নজর রাখব এবং আপনাকে একটি উৎস তৈরি করতে পারি।

# মেরিট প্রেরন করার কি কোন লিমিট আছে?
হ্যাঁ। আপনি প্রতি 30 দিনের মধ্যে একজন ব্যবহারকারীকে সর্বোচ্চ 50 টি মেরিট প্রদান করতে পারেন।



দ্রষ্টব্য:    

আশাকরি ফোরামের আমার নতুন বাংলা ভাষা-ভাষী ভাই-বোনের জন্য পোস্টটি হেল্পফুল হবে। যদি আপনার কোন মতামত বা পরামর্শ থাকে আপনি জানাতে পারেন। আর আমার বাংলাদেশী সিনিয়র ভাইদের কাছে আবেদন যদি কোন তথ্য ভুল হয়ে থাকে তা হলে অবশ্যই অবগত করবেন।


250  Local / Other languages/locations / পেমেন্ট পুরুফ on: July 27, 2018, 12:27:21 PM
গতকাল মার্কাটোক্সের লয়েলিটি পোগ্রাম নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। আজকে এই সপ্তাহের পেমেন্ট প্রুফটা দেখাবো। এখানে বলে রাখি আমি শুধুমাত্র একটি তে পার্টিসিপেট করেছি। আপনারা ৩ টা প্রোমশনে পার্টিসিপেট করতে পারবেন।





আপনারা দেখতেই পাচ্ছেন এই সপ্তাহে আমি একটি মাত্র প্রোমশনে পার্টিসিপেট করে ১৬ টি পয়েন্ট পয়েছি। সো আপনার বুঝতেই পারছেন ৩ টি প্রমোশনে পার্টিসিপেট করে আপনার প্রতি সপ্তাহে কতো পয়েন্ট পতে পারেন।










এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে এই ১৬ পয়েন্টের ভ্যালু কতো?
এই মুহূর্তের লাস্ট ট্রেড ভ্যালু যদি ধরি তা হলো ১ পয়েন্ট= ৪০০০ সাতোশি
তবে মজার ব্যাপার হলো ২ সপ্তাহ আগে এক একটা পয়েন্ট ৬০ হাজার সাতোশি তে ও সেল হয়েছে। আর এই পয়েন্ট থাকায় আপনি কিছু বেনিফিট পাবেন যা নিয়ে পরবর্তিতে আলোচনা করবো। শুধু একটা কথাই বলবো এই পয়েন্ট খুব মূল্যবান। কারন নতুন টোকেন লিস্টিং এর ক্ষেত্রে তাদের অনেক পয়েন্ট এর দরকার হয়। যেটা দিয়ে তারা ভোট দিয়ে নতুন টোকেন লিস্টিং করায়। তাই বলবো খুব চিপলি এই পয়েন্ট সেল করবেন না।

সবাইকে ধন্যবাদ Smiley
251  Local / Alt Coins (India) / Re: MERCATOX-Cryptocurrencyএবং ই-মুদ্রা বিনিময়।ই-মানিব্যাগ on: July 27, 2018, 07:44:23 AM
SiaCashCoin (SCC) market added
Dear users!
SiaCashCoin (SCC) added to the listing.
SCC/BTC and SCC/ETH markets are available for trading.
https://mercatox.com/exchange/SCC/BTC
https://mercatox.com/exchange/SCC/ETH
SiaCashCoin (SCC) contract address is https://etherscan.io/…/0x74fd51a98a4a1ecbef8cc43be801cce630…
Good luck in the forthcoming trades.
#BTC #ETH #SCC #Exchange #Sell #Buy


252  Local / Alt Coins (India) / Re: MERCATOX-Cryptocurrencyএবং ই-মুদ্রা বিনিময়।ই-মানিব্যাগ on: July 26, 2018, 01:45:36 PM
MEDIEX (MDX) market added
Dear users!
MEDIEX (MDX) added to the listing.
MDX/BTC and MDX/ETH markets are available for trading.
https://mercatox.com/exchange/MDX/BTC
https://mercatox.com/exchange/MDX/ETH
MEDIEX (MDX) contract address is https://etherscan.io/…/0xe4ffee3b33360e21ea2aec37a39901cb72…
Good luck in the forthcoming trades.
#BTC #ETH #MDX #Exchange #Sell #Buy


253  Local / Other languages/locations / মার্কাটোক্স লয়েলেটি পোগ্রাম on: July 26, 2018, 10:51:39 AM
আমি জানি না, এই পোস্ট টা এইখানে দেওয়া কতোটা যুক্তিসংগত। কিন্তু অনেক নতুন বাংলাদেশী ভাই যারা ফোরামে নতুন তারা অনেকেই বলছে কি ভাবে আর্ন করবো, কোথা থেকে শুরু করবো। সেই সব ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনি এই মার্কাটোক্সোর লয়েলিটি পোগ্রাম থেকেই আর্ন শুরু করতে পারেন, যদি আপনি চান।


আসুন আগে জেনে নেই মার্কাটোক্স কি?
# সহজ কথায় মার্কাটোক্স হলো একটা ডজিটাল এক্সচেন্জ সাইট যেখানে  ক্রিপটোকারেন্সি কেনা- বেচা করা হয়।


এখন আপনাদের মনে যে সকল প্রশ্ন আসবে তার এনসার আগে দিয়ে নেই।
১) এখানে কি আমার ইনভেস্ট করা লাগবে?
# না।
২) আচ্ছা ভাই আমার কি কি লাগবে কাজ করতে?
# এন্ডোয়েড ফোন অথবা পিসি, নেট কানেকশন, ফেসবুক একাউন্ট, টুইটার একাউন্ট, বিটকয়েনটক একাউন্ট, ব্লগ একউন্ট ও ইউটিউব চ্যানেল।(না থাকলে প্রবলেম নাই)
৩) এখান থেকে আমি মাসে কতো আর্ন করতে পারবো?
#ক্রিপটোকারেন্সি নিয়ে কাজ করতে এসে এমন প্রশ্ন করাটাই বোকামি। কেননা ক্রিপটোকারেন্সির প্রাইস কখোনোই স্থায়ী থাকে না। আর এই লয়েলিটি প্রোগ্রামে পার্টিসিপেট করে আপনি প্রতি সপ্তাহে রিওয়ার্ড পাবেন। আপনার কাজটা যতো লয়েল হবে রিওয়ার্ড ততো বেশি হবে। আমার পার্সোনাল কথা যদি বলি তা হলে প্রতি সপ্তাহে এরাউন্ড ২০ $ এর মতো আসে।
কিভাবে কাজ করবেন-

কাজ শুরু করতে হলে প্রথমেই আপনাকে মারকাটোক্সে একাউন্ট করতে হবে। যাদের একাউন্ট কারা নাই নিচের লিংনকে ক্লিক করুন।

https://mercatox.com

লিংনকে ক্লিক করার পর আপনাদের সামনে এ রকম পেজ আসবে। তারপর সাইন আপ  এ ক্লিক করবেন। সাইন আপ এ ক্লিক করলে আপনাদের সামনে এ রকম পেজ আসবে।








তারপর ফর্ম টা ফিল আপ করে একাউন্ট টা করে নিন। যে মেইল এডড্রেস দিয়ে একাউন্ট করবেন ঐ মেইল এডড্রেস এ একটা লিংনক মারকাটোক্স থেকে পাঠানো হতে পারে। আপনারা লিংনকটাই ক্লিক করে একাউন্ট ট একটিভ করে নিবেন। এবার  একাউন্টে লগইন করবেন।  লগইন এর পর আপনার প্রোফাইলের উপর ক্লিক করুন। তারপর নিচের চিত্র গুলো ফলো করুন।















টাইপস অফ প্রোমশনে ৫ টা অপশন দেওয়া আছে। কিন্তু আপনি সর্বোচ্চ ৩ টায় পার্টিসিপেট করতে পারবেন। আপনি যে ৩ টায় পার্টিসিপেট করতে চান সেই   ৩ টার লিংনক দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর চেকিং লেখা দেখতে পাবেন। তারা যখন চেক করে দেখবে সব ঠিক আছে তখন তারা এপ্রুভ করে দিবে।
যেমন ধরুন আপনি সোশ্যাল মিডিয়া সিলেক্ট করলেন, তা হলে লিংনক এর ঘরে আপনি আপনার ফেসবুক অথবা টুইটার প্রোফাইল লিংনক দিয়ে সাবমিট করুন। তারপর মারকাটক্সের এফ.বি এবং টুইটারে ফলো দিন। এবং তারা যে আপডেটগুলো দিচ্ছে আপনি আপনার টাইমলাইনে তা শেয়ার করুন। এ ভাবে অন্য যে গুলোয় আপনি পার্টিসিপেট করতে চান সেই কাজটা করার পর লিংনকটা সাবমিট করে দিন।পার্টিসেপেট করার আগে লয়েলিটি প্রোগ্রাম ডেসক্রিপশনটা ভালো ভাবে পড়ে নিবেন। কি কাজের জন্য আপনি কত পয়েন্ট পাবেন তা ওখানে উল্লেখ আছে।


# এই পয়েন্ট দিয়ে আমি করবো টা কি?
এই পয়েন্ট আপনি সেল করে বিটিসি তে কনভার্ট করতে পারেন।

আপনি যদি কোন সমস্যার সম্মুখীন হন তা হলে মারকাটোক্স কাস্টোমার সার্ভিসে টিকিট কাটুন। লিংনক নিচে দিয়ে দিলাম
https://support.mercatox.com


হ্যাপি আার্নিং: Smiley






254  Local / Alt Coins (India) / Re: MERCATOX-Cryptocurrencyএবং ই-মুদ্রা বিনিময়।ই-মানিব্যাগ on: July 25, 2018, 05:28:11 PM
BoatPilot (NAVY) market added
Dear users!
BoatPilot (NAVY) added to the listing.
NAVY/BTC and NAVY/ETH markets are available for trading.
https://mercatox.com/exchange/NAVY/BTC
https://mercatox.com/exchange/NAVY/ETH
BoatPilot (NAVY) contract address is https://etherscan.io/…/0xc15a399c4ea7815fe36857c9e290ee452a…
Good luck in the forthcoming trades.
#BTC #ETH #NAVY #Exchange #Sell #Buy


255  Local / Alt Coins (India) / Re: MERCATOX-Cryptocurrencyএবং ই-মুদ্রা বিনিময়।ই-মানিব্যাগ on: July 24, 2018, 05:02:30 PM
4A Coin (4AC) market added
Dear users!
4A Coin (4AC) added to the listing.
4AC/BTC and 4AC/ETH markets are available for trading.
https://mercatox.com/exchange/4AC/BTC
https://mercatox.com/exchange/4AC/ETH
4A Coin (4AC) contract address is https://etherscan.io/…/0x6c94f6a21ef54b99c59856428148772105…
Good luck in the forthcoming trades.
#BTC #ETH #4AC #Exchange #Sell #Buy


256  Other / Meta / Re: (Latest): List of posts worth receiving merits on: July 24, 2018, 06:27:18 AM
You mentioned your post that u started on December 14th 2017, started with 0 merits and became a full member only few weeks ago. So it is very inspired to me and i think it's also inspired so many others. but we saw so many average post that get so many merits. on the other hand, very quality post get nothing(max case). Though the Taste is may be different. but My question is do u think current merit system is ok for everyone or do u think it would be modified in some cases?
257  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: July 23, 2018, 05:31:15 PM
মেরিট কিভাবে বাড়বে, কেউ যদি একটু আইডিয়া দিতেন😒✌

মেরিট বাড়ানোটা ভাই একদিনের বিষয় না। আপনি ফোরামে ইনফরমেটিভ কিছু শেয়ার করতে পারেন ক্রিপটোকারেন্সি সম্পর্কে। বিভিন্ন পোস্টে ঐ বিষয় সম্পর্কে কোন মতামত বা জানার থাকলে তা দিতে পারেন। মোট কথা আপনাকে ফোরামে একটিভ থাকতে হবে। নতুন কোন মেম্বার যদি কোন প্রশ্ন করে থাকে এবং তার উত্তর যদি আপনার জানা থাকে আপনি সুন্দর করে এনসার দিয়ে দিতে পারেন। আপনার কোন একটা ভালো পোস্ট ফোরামের উচ্চরেন্কধারী কোন মেম্বারের চোখে পরলে যদি তার ভালো লাগে তা হলে সে আপনাকে মেরিট সেন্ড করতে পারে। মোট কথা হলো আপনি ফোরামে একটিভ থেকে মানসম্মত পোস্ট করলে মেরিট একদিন এমনিতেই আসবে।
258  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: July 23, 2018, 05:13:25 PM
যারা ভালো পারেন নতুনদের সাহায্য করেন

সর্বপ্রথম আপনাকে যে কথাটি বলবো তা হলো সাহায্য সর্বপ্রথম নিজেকে নিজের করতে হবে। আর ২য় কথাটি হলো ভাই আপনার কোন বিষয়ে সাহায্য দরকার? স্পেসেফিক টপিক সহো প্রশ্ন করবেন। যদি উত্তর জানা থাকে তাহলে অবশ্যই আপনার উত্তর পেয়ে যাবেন। আার আমার চোখে না পড়লে ও সমস্যা নাই। ফোরামে আমাদের বাংলাদেশের অনেক সিনয়র ভাইরা রয়েছেন। কেউ না কেউ অবশ্যই আপনার এনসার দিয়ে দিবে।
259  Local / Alt Coins (India) / Re: MERCATOX-Cryptocurrencyএবং ই-মুদ্রা বিনিময়।ই-মানিব্যাগ on: July 23, 2018, 12:22:57 PM
TRADING PROMO AIRDROP TOTO ON MERCATOX HAS BEEN FINISHED
Dear users!
Mercatox is glad to announce that 100,000,000 TOTO AIRDROP promotion has finished.
Rewards has been given to:
Top 10 traders - 30,000,000 (each will get 3,000,000 TOTO)
Next 20 traders - 30,000,000 (each will get 1,500,000 TOTO)
Rest 70 - traders - 40,000,000 (each will get 571,420 TOTO)
We are congratulating all winners and wish best luck to all users in upcoming Promos.
Mercatox team



260  Local / Regional Languages (India) / একটিভিটি,রেনক এবং মেরিট সম্পর্কে on: July 22, 2018, 06:44:25 AM
যে ভাবে একটিভিটি ক্যালকুলেট করা হয় তা বুঝা একটু কমপ্লিকেটেড। ২ সপ্তাহের মধ্যে আপনি ১৪ একটিভিটি পেতে পারবেন। এটি মূলত ফোরামের নতুন মেম্বারদের জানা প্রয়োজন। বিভ্রান্তি এড়ানোর জন্য আমি নিচের সিস্টেমের জটিলতা এবং কৌশল ব্যাখ্যা করব।


                                                                                                      


১) আপনি শুধুমাত্র ১৫ দিনের জন্য ১৪ টি একটিভিটি পয়েন্ট পাবেন।
২) কার্যকলাপ সময়সীমার সমস্ত তারিখের একটি তালিকা এই স্প্রেডশীটে পাওয়া যাবে।
https://docs.google.com/spreadsheets/d/12saLhlUoqIdairxzuSPu6EYGrt7FN2lOstO1yDjCEbA/edit
৩) ফোরামে সাইনআপ যদি একটু টেকনিক্যালি করতে পারেন, তা হলে ২ সপ্তাহে ১৪ টির বেশি একটিভিটি পেতে পারবেন।
৪) আপনার শুধুমাত্র পরবর্তি একটিভিটি সংগ্রহ করতে সক্ষম হতে প্রতিটি একটিভিটির সময় অন্তত একটি পোস্ট করতে হবে।
উদাহরনস্বরুপ, আপনি তিনটি নির্দিষ্ট সময়ের মধ্যে  এক পোস্ট করতে পারেন এবং আপনার ৩ টি পোস্ট এবং ৩ টি কর্যকলাপ থাকবে, কন্তু ৪২ টি সম্বাব্য কার্যকলাপ।
একবার আপনি ৪২ টা পোস্ট তৈরী করলে আপনি ৪২ টি একটিভিটি পাবেন কিন্তু আর না।
আবার আপনি একটা পোস্টের মাধ্যমে বিভিন্ন সময়ে ৩৫ টা পোস্ট তৈরী করতে পারেন। যেটি হবে ৪৮০ এর একটি সম্ভাব্য কার্যকলাপ।(edited)
এর মানে আপনাকে জুনিয়র মেম্বার হতে হবে। কিন্তু আপনি যদি ৪৮০ টি পোস্ট তৈরী করতে পারেন তা হলে আপনি ইনসট্যান্ট হিরো মেম্বার হবেন।
৫) আপনার পোস্টের সংখ্যা ১৪ বা তার বেশি হলে আপনার একটিভিটির আওতায় পড়ে থাকলে আপনাকে ১৪ টি সম্পূর্ন  একটিভিটি পেতে শুধুমাত্র একটি নতুন পোস্ট করতে হবে।
উদাহরনস্বরূপ, আপনার পোস্টের সংখ্যা ২০০ কিন্তু আপনার একটিভিটি কেবল ২৪। অন্য ১৪ টি একটিভিটি পেতে আপনার নতুন সময়ের মধ্যে একটি পোস্ট তৈরী করতে হবে এবং তারপর আপনার মোট ৪২ কার্যকলাপ থাকবে।


আসুন জেনে নেই রেনক এবং একটিভিটি চার্ট:



                                                                  


ব্রান্ড নিউ                     -  ০ পোস্ট
নিউবি                         -  ১-২৯ একটিভিটি
জুনিয়র মেম্বার              -  ২৯-৫৯ একটিভিটি
মেম্বার                        -  ৬০-১১৯ একটিভিটি
ফুল মেম্বার                   -  ১২০-২৩৯ একটিভিটি
সিনিয়র মেম্বার               - ২৪০-৪৭৯ একটিভিটি
হিরো মেম্বার                  -  ৪৮০ একটিভিটি
লিজেন্ডারি মেম্বার            - ৭৭৫-১০৩০ একটিভিটি





মেরিট:


একটিভিটির পাশাপাশি আপনাকে প্রতিটি পদ অর্জনের জন্য আপনার মেরিট দরকার। তো আসুন এবার দেখে নেই কোন পদের জন্য আপনার কি পরিমান মেরিট দরকার।


ব্রান্ড নিউ:    ০                  
নিউবি: ০                        
জুনিয়র মেম্বার: ০            
মেম্বার: ১০                        
ফুল মেম্বার:১০০                
সিনিয়র মেম্বার:২৫০                        
হিরো মেম্বার: ৫০০                
লিজেন্ডারি মেম্বার: ১০০০


এখানে একটিভিটি সময়সীমার একটি সারনি এবং প্রতিটা পদ অর্জন করতে কত সময় লাগতে পারে তা দিয়ে দেওয়া হলো:


1 X 14 = 14
2 X 14 = 28
3 X 14 = 42  ---  Junior. Member (1.5 month)
4 X 14 = 56
5 X 14 = 70  ---  Member (2.5 month)
6 X 14 = 84
7 X 14 = 98
8 X 14 = 112
9 X 14 = 126  --- Full Member (4.5 month)
10 X 14 = 140
11 X 14 = 154
12 X 14 = 168
13 X 14 = 182
14 X 14 = 196
15 X 14 = 210
16 X 14 = 224
17 X 14 = 238
18 X 14 = 252 --- Senior Member (8.5 month)
19 X 14 = 266
20 X 14 = 280
21 X 14 = 294
22 X 14 = 308
23 X 14 = 322
24 X 14 = 336
25 X 14 = 350
26 X 14 = 364
27 X 14 = 378
28 X 14 = 392
29 X 14 = 406
30 X 14 = 420
31 X 14 = 434
32 X 14 = 448
33 X 14 = 462
34 X 14 = 476
35 X 14 = 490  ----  Hero Member (1.3 years)
36 X 14 = 504
37 X 14 = 518
38 X 14 = 532
39 X 14 = 536
40 X 14 = 550
41 X 14 = 564
42 X 14 = 578
43 X 14 = 592
44 X 14 = 606
45 X 14 = 620
46 X 14 = 634
47 X 14 = 648
48 X 14 = 662
49 X 14 = 676
50 X 14 = 690
51 X 14 = 704
52 X 14 = 718
53 X 14 = 732
54 X 14 = 746
55 X 14 = 760
56 X 14 = 784  --- Legendary rank (2 years)



একটিভিটি নিয়ে আপনার মনে যে প্রশ্ন গুলো আসতে পারে, আসুন এবার তা জেনে নেই।


১) কেন আমার একটিভিটি স্টাক হয়ে আছে?

কারন আপনি ২ সপ্তাহের মধ্যে ১৪ একটিভিটি পাবেন।

২) কেন আামার রেনক/ একটিভিটি আপডেট হচ্ছে না?

আপডেট হতে কয়েক ঘন্টা লাগতে পারে। ধৈর্য ধরে অপেক্ষা করুন।

৩)  আমার একটিভিটি অথবা রেনক এর কি অবনমন হতে পারে?

হ্যা। এটি কেবলমাত্র হ্রাস হতে পারে যদি আপনার কোনও নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যে সকল পোস্ট করেছেন, সেইগুলি যদি ডিলেট করেন।

৪) ২ সপ্তাহের মধ্যে কি ১৪ একটিভিটির বেশি  পতে পারি?

না। যদি আপনি সমেয়ের মধ্যে সাইন আপ করেন তবে আপনি ১৫ দিনের মধ্যে টেকনিক্যালি ১৫ কার্যদিবসের মধ্যে পেতে পারেন। তবে আপনি ১৫ দিনের মধ্যে ১৪ টির বেশি একটিভিটি পেতে পারবেন না।

৫) আমি যদি একটি পিরিয়ড মিস করি তা হলে কি হবে?

কিছুই হবে না। আপনি ঐ একটুভিটিগুলো পাবেন না। শুধু পরের মেয়াদে অন্য ১৪ টির জন্য পোস্ট করতে ভুলবেন না।

৬) কেন আমি আমার এভাটার চেন্জ করতে পারছি না?

এভাটার চেন্জ করার জন্য আপনাকে আগে ফোরামের ফুল মেম্বার হতে হবে।

৭) কখন আমি লিজেন্ডারি মেম্বার হতে পারবো?

আপনার ৭৭৫-১০৩০ একটিভিটি থাকলে সম্বাবনা আছে হওয়ার।

৮) ফোরামে আমরা যে সময় কাটাই এটা কি একটিভিটি হিসাবে কাউন্ট হবে?

না। এটা একটি অর্থহীন পরিসংখ্যান।

৯) একটিভিটি কাউন্ট হওয়ার জন্য পোস্টগুলি কি কোন ন্যূনতম অক্ষরের দৈর্ঘ হতে হবে?

না। সব বোর্ড এবং সমস্ত দৈর্ঘের পোস্টগুলো বর্তমানে উভয়ই কাউন্ট করা হয়।

১০) যদি আমি একাউন্ট তৈরি করি এবং এটিকে x পরিমাণে রাখি তবে আমি যখন ফিরে আসব তখন আমি উচ্চতর র্যাংক হব?

না। আপনি এখনও একটি newbie হবে। কার্যকলাপ ফোরামে কীভাবে সক্রিয় থাকে এবং অলস অ্যাকাউন্ট চাষের বিরুদ্ধে প্রতিরোধ করা। যদি আপনি প্রতিটি সময় অন্তত একটি পোস্ট না করেন তবে আপনি যে কার্যকলাপ পাবেন না।

১১) কেন আমি ছবি পোস্ট করতে পারি না?

যেহেতু আপনাকে এটি করতে একটি জুনিয়র সদস্য হতে হবে। একটি জুনিয়র সদস্য হওয়ার জন্য আপনাকে তিনটি কার্যকলাপের মধ্যে পোস্ট করতে হবে এবং অন্তত ২8 টি কাজ করতে হবে। যাইহোক, আপনি এখানে একটি ছোট ফি জন্য কপার সদস্যপদ ক্রয় এই সীমাবদ্ধতা বাইপাস করতে পারেন।



মেরিট নিয়ে আপনার মনে যে প্রশ্ন গুলো আসতে পারে, আসুন এবার তা জেনে নেই:


# মেরিট কি?

ফোরামে মানের অবদানকে পুরস্কৃত করার জন্য মেরিট একটি নতুন সিস্টেম তৈরি করা হয়েছে। এখন ক্রমবর্ধমান বৃদ্ধি পেতে আপনাকে কার্যকলাপের পাশাপাশি মেরিট অর্জন করতে হবে।

# আমি কিভাবে মেরিট পাবেন?

আপনার পোস্টটি যদি সহায়ক বা তথ্যবহুল হয় তবে আপনি কমিউনিটির উচ্চযগ্যোতাসম্পন্ন লোকদ্বারা মেরিট অর্জন করবেন।

# আমি কিভাবে মেরিট পাঠাব?

প্রতিটি পোস্ট উপরের ডানদিকে + একটি মেমরি বাটন আছে। যোগ্যতার উপর ক্লিক করুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন।

# মেরিট এবং এস মেরিট এর মধ্যে পার্থক্য কি?

মেধার দুটি ধরনের আছে। আপনি আপনার যোগ্যতা পাঠাতে পারবেন না, শুধু sMerit আপনি পাবেন প্রতিটি মেইরিটির জন্য আপনি 0.5 ফিটযোগ্য যোগ্যতা পোস্ট হিসাবে পুরোপুরি দেখতে পাবেন।

# আমি কি মেধার জন্য জিজ্ঞাসা করতে পারি?

এই কাজ করার প্রয়োজন নেই এবং এই আচরণ সাধারণত 'মেধার ভিক্ষা' হিসাবে দেখা হয় যা সম্প্রদায় দ্বারা ভ্রূকুঞ্চিত এবং আপনি নেতিবাচক প্রতিক্রিয়া গ্রহণ করতে পারে। গুণমান, গঠনমূলক পোস্টগুলি রাখুন এবং আপনার অবশ্যই সময়ের সাথে পুরস্কৃত করা হবে।

# আমি যোগ্যতা বিক্রি করতে পারি?

যোগ্যতা বিক্রি নিষিদ্ধ করা হয়।

#আমি কি আমার নিজের সবগুলো একাউন্টে মেরিট দিতে পারি?


না। যদি আপনি ধরা পরেন তা হলে অবশ্যই নেতিবাচক প্রতিক্রিয়া প্রাপ্ত হবেন।

#আমি কি মেরিট পাওয়ার পর তা হারাতে পারি?

না। বর্তমানে নয়। এমনকি আপনার পোস্ট ডিলেট হলেও আপনার মেরিট থাকবে।

# মেরিটের উৎস কি?

একটি নির্দিষ্ট সংখ্যক বিশেষ মেধার উত্স রয়েছে যা অনেকটা মর্যাদা প্রদান করে। তালিকাটি সর্বজনীনভাবে পাওয়া যায় না কিন্তু স্টাফকে জানা যায়।

# কিভাবে আমি একটি মেধার উত্স হতে পারি?

theymos' এর নির্দেশাবলী অনুযায়ী:
যদি আপনি একটি মেধার উৎস হতে চান:

 1. কিছুটা প্রতিষ্ঠিত সদস্য হোন।
 2. গত কয়েক মাসে লিখিত দশটি পোস্ট সংগ্রহ করুন যা তাদের জন্য কতটা ভালো, এবং তাদের জন্য নতুন মেটা থ্রেডে কোট উদ্ধৃত করার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করেনি।
 3. আমরা আপনার ইতিহাসের দিকে নজর রাখব এবং আপনাকে একটি উৎস তৈরি করতে পারি।

# মেরিট প্রেরন করার কি কোন লিমিট আছে?
হ্যাঁ। আপনি প্রতি 30 দিনের মধ্যে একজন ব্যবহারকারীকে সর্বোচ্চ 50 টি মেরিট প্রদান করতে পারেন।



দ্রষ্টব্য:    

আশাকরি ফোরামের আমার নতুন বাংলা ভাষা-ভাষী ভাই-বোনের জন্য পোস্টটি হেল্পফুল হবে। যদি আপনার কোন মতামত বা পরামর্শ থাকে আপনি জানাতে পারেন। আর আমার বাংলা ভাষা-ভাষী  সিনিয়র ভাইদের কাছে আবেদন যদি কোন তথ্য ভুল হয়ে থাকে তা হলে অবশ্যই অবগত করবেন।

Pages: « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17 18 19 20 21 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!