Bitcoin Forum
May 07, 2024, 03:25:15 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 ... 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 [65]
1281  Other / Off-topic / Re: Online games! on: September 24, 2018, 07:46:46 PM
If you are not playing mini militia online games then you can try it . It's an android games but a lot of fun, action & multi players game .
1282  Other / Off-topic / Re: 🔥[FREE] Re-Audit up to 10K Followers 🔥 on: September 24, 2018, 06:17:21 PM
i want to know about my twitter reaudit information .. please check my twitter condition . below my twitter user name , kindly check it

@Ovispoke1
1283  Local / Alt Coins (India) / Re: নিয়ে নিন ২৫$+ প্রতিদিন কোনো রেফার ছাড়াই - IOST এয় on: September 23, 2018, 07:45:35 PM
আমি করেছিলাম বাট পাই নাই । সব গুলো টাস্ক ই কমপ্লিট করেছি তবুও দিল ও না
1284  Local / Regional Languages (India) / আগে ফোরাম সম্পর্কে বোঝেন ,তারপর মেরিট on: September 21, 2018, 08:16:16 AM
আমাদের অনেকের ই কিছু ভুল ধারণা আছে ফোরাম সমন্ধে । আমরা অনেকেই মনেই মনে করি ফোরাম হচ্ছে শুধুই অর্থ উপার্জন এর সাইট অথবা এর মাধ্যমেই উপার্জন করতে হবে ।
থামেন ভাই , সর্বপ্রথম আমাদের কে এইভুল ধারণা টাই বদলাতে হবে , না হলে ভবিষ্যতে আর ফোরামে আমাদের স্থান হবে নাকি তা নিয়ে সন্ধেহ আছে ।

আগে ৩০ টী পোষ্ট করলেই JR member হতে পারতেন কিন্তু এখন তা আর সম্ভব না । এই র‍্যাংক এর জন্য এখন আপনাকে অবশ্যই ১ টী মেরিট পেতে হবে ।

তাহলে এখন কি করবেন কিভাবে মেরিট পাবেন ?

যদি আপনি মনে করে থাকেন আপনার দ্বারা মেরিট পাওয়া সম্ভব না , তাহলে ভাই এই পোষ্ট টী ও আপনার জন্য না । আপনি এখনই ফোরামের কাজ বন্ধ করে দিতে পারেন ।

এ জন্যই সর্বপ্রথম আগে ফোরাম সমন্ধে জানতে হবে , ফোরামে কোথায় কি ধরণের পোষ্ট করতে হবে । আপনি যদি ফোরাম এর জন্য উপকারি পোষ্ট অথবা ফোরামের কমিউনিটিদের জন্য কিছু করেন তাহলে ফোরাম ও আপনার জন্য কিছু করবে ।



আসুন দেখে আসি কি কি আছে ফোরামে,



Bitcoin Discussion(বিটকয়েন আলোচনা এখানে বিটকয়েন নিয়ে যাবতীয় সব ধরনের আলোচনা হয় এই পেজে আপনাকে শুধু বিটকয়েন নিয়েই আলোচনা করতে হবে । এর ভিতরেও আরো  চারটি ভাগ আছে যেমন   Legal, Press, Meetups, Important Announcements । এখানে কোন প্রকার পোষ্ট করলে হলে অবশ্যই আপনাকে বুঝতে হবে প্রশ্ন টা কি ধরনের । সেই মোতাবেক আপনাকে উত্তর দিতে হবে আর অবশ্যই মনে রাখবেন লো কোয়ালিটি কোন পোষ্ট বা রিপ্লাই দিতে দিবেন না , প্রশ্ন বুঝে আলোচনা করবেন । না হলে মেরিট তো দূরের কথা আপনি আপনার একাউন্টি ও হারাবেন । ফোরামে এক-দুই শব্দের কোন রিপ্লাই দিবেন না যেমন ঃ "hello & welcome , good , very nice ইত্যাদি ।

Development & Technical Discussion উন্নতি  ও প্রযুক্তিগত আলোচনা  এখানে বিটকয়েন সাতোশী ক্লায়েন্ট এবং বিটকয়েন এর নেটওয়ার্কগত উন্নতি সমন্ধে আলোচনা করা হয় । এখানে কোন কোন তৃতীয় পক্ষের সাইট / ক্লায়েন্ট, বাগ রিপোর্ট যা অনেকের  আলোচনার প্রয়োজন নাই । তাই এটা নিয়ে আমাদের ও তেমন মাথা ঘামানোর দরকার নেই ।


Mining মাইনিং  মাইনিং মানে সাধারণত কোণ কিছু তৈরি করা কে বোঝায় , আপনার যদি হাই কনফিগারেশন যুক্ত কোন কম্পিউটার থাক্র তাহলে আপনি ও পারবেন । মাইনিং করার জন্য কি কি লাগবে তা সব উল্লেখ করা আছে ।

Bitcoin Technical Support বিটকয়েন এর প্রযুক্তিগত সয়হতা বিটকয়েন কোর, নোড, বিটকয়েন নেটওয়ার্ক, লেনদেন, এবং এই বিষয়ের সাথে সম্পর্কিত  প্রশ্নগুলি আপনি করতে পারেন ।


Project Development প্রজেক্ট উন্নয়ন  এখানে সাধারনত বাউন্টি সংশ্লিষ্ট প্রকল্প , বিজ্ঞাপন ইত্যাদি সম্পকে আলোচনা করা হয় ।


Economics অর্থনীতি বর্ত্মান বিটকুয়েন এর অবস্থা ভবিষ্যত আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে এখানে আলো চনা করা হয় ।

Marketplace মার্কেটপ্লেস  সাধারণ বিটকয়েন বা বর্তমান বাজার নিয়ে এখানে আলোচনা করা হয় ।

Trading Discussion  ট্রেডিং আলোচনা যারা ভাবছেন ট্রেড করবেন তারা এখানে নজ্র রাখতে পারেন কেননা এখানে বড় বড় ট্রেডার রা বিভিন্ন ট্রেড বিসয়ক ব্যাপারনিয়ে আলোচনা করে থাকেন ।

Meta মেটা মেটা তে সাধারনত ফোরামের নিউ কোন  চেঞ্জ ,  রুলস বা আপডেট সফটয়্যার নিয়ে আলোচনা করে থাকে । মেটা হচ্ছে অনেক ইমপর্টেন একটি ওর্ড  এখানে অনেক ভালোভাবে পোষ্ট পড়ে তারপর উত্তর দিবেন ।

Politics & Society রাজনীতি ও সমাজ  এখানে আমাদের বর্তমান সামাজিক অবস্থা বা বহি বিশ্বের সামাজিক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয় । এখানে আপনিও যেকোন সামাজিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন  ।

Beginners & Help নতুনদের জন্য সাহায্য  আপনি যদি এখানের সব কিছু ভালোভাবে পড়ে ও বুঝে নিতে পারেন তাহলে আপনাকে আর ঠেকায় কে । এখানেই ফোরামের যাবতীয় রুলস বলা আছে । কে কি করতে পারবে না পারবে সব এখানেই পাবেন । তাই এটা ভালো ভাবে পড়বেন এবং প্রশ্ন বা সাহায্য থাকলে করবেন ।

Off-topic অফ টপিক  এখানে যা মনে চায় সব বলতে পারেন । যেমন আমি কিভাবে লুডুস রান্না করতে পারি এ ধরনের প্রশ্ন করলে কোন বাধাবিঘ্ন নেই ।

Serious discussion উচ্চমানের বৈঠক এখানে খুব সেনসেটীভ এবং খুব দরকারি আলোচনা করা হয় । এখানে একটী ভুল পোষ্টের কারণে আপনার আইডী টি ব্যান খেতে পারে সো সাবধান ।

Archival আর্কাইভ  এটা একমাত্র ফোরামের পুড়াতন স্টাফদের জন্য তৈরি করা হয়েছে । এখানে আপনার আমার ঠাই নেই ।



আশা করছি আপনাদের সংক্ষিপ্ত আকারে কিছু হলেও বোঝাতে পেরেছি । যদি কোন কিছু জানতে হয় তাহলে অবশ্যই রিপ্লাইয়ে জানাবেন আর আমার কোন ভুল ত্রুটী হলে দয়া করে মাফ করবেন ।

একটা কথা আমি আবার ও বলছি অবশ্যই মনে রাখবেন লো কোয়ালিটি কোন পোষ্ট তৈরি বা রিপ্লাই  দিবেন না , প্রশ্ন বুঝে আলোচনা করবেন । না হলে মেরিট তো দূরের কথা আপনি আপনার একাউন্টি ও হারাবেন । ফোরামে এক-দুই শব্দের কোন রিপ্লাই দিবেন না যেমন ঃ "hello & welcome , good , very nice ইত্যাদি ।
Pages: « 1 ... 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 [65]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!