Bitcoin Forum
May 12, 2024, 05:57:05 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: [1] 2 3 4 5 »
1  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: April 18, 2023, 04:18:00 AM
হে আল্লাহ, প্রচন্ড গরমকে উপেক্ষা করে একমাত্র তোমার রাজি খুশির জন্য আমরা যারা রোজা রাখি আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। এই প্রচন্ড গরমের মধ্যে আমরা চাইলে রোজা না রেখে দিনের বেলায় পেট ভরে খাদ্য গ্রহণ করতে পারতাম। প্রচন্ড পিপাসায় পানি পান করতে পারতাম। কিন্তু আমরা সেগুলো না করে একমাত্র তোমার রাজি খুশির জন্য তোমার হুকুম পালন করার জন্য আমরা রোজা রাখি।তোমার হুকুম পালন করার জন্য পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি। সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও সকল এবাদাতগুলো কবুল করে নাও এবং রমজানের সকল হক পালন করার তৌফিক দাও। হে আল্লাহ এ রমজানে তুমি যাদেরকে ক্ষমা করবে সেই দলে আমাদেরকে শামিল করে নিও। আমিন আমিন আমিন।

ভাই আপনি যে পোস্ট টি করেছেন তা এই ফোরাম বা এখানকার আলোচনার কোনোকিছুর সাথেই সম্পর্কিত নয়, আপনি ফোরাম টাকে দয়া করে ফেসবুক মনে করবেন না, এখানে নিজের মনের মতো করে যা ইচ্ছে তাই পোস্ট না করাই ভালো, কারণ অফ টপিক পোস্ট হলে সেটা ডিলিট করে দেয়া হতে পারে, এমনকি আপনার একাউন্টটি এককালীন ভাবে ব্যান করাও হতে পারে ।

তাই আশা করি এই ধরনের পোস্ট না করাই ভালো হবে ।  ধন্যবাদ ।
2  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) (ফ্রি রেফেল) ও Giveaway on: February 20, 2023, 12:15:41 PM
~

ভুল ধরিয়ে দেবার জন্যে আপনাকে ধন্যবাদ, অনেক সময় দ্রুত লেখার জন্যে অটোমেটিক কারেকশন ব্যাবহার করা হয় আমাদের অফিসেও সেটি করা আছে, অফিসের ডিভাইস থেকে পোস্ট করতে এই ধরনের সমস্যা বেশি হয় ।
3  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) (ফ্রি রেফেল) ও Giveaway on: February 20, 2023, 08:49:00 AM

image Source.


স্বাগতম "Shasan" ভাই কে বাংলা বোর্ডে আরো একজন কে পেলাম নতুন মাইল ফলক তৈরি করেছে "লেজেন্ডারি" হয়েছেন এমন একজন কে, বাংলা বোর্ডে আপনাদেরকে দেখে অনেক ভালো লাগে যে বাংলাদেশিরাও অনেক ভালো কিছু করতে পারে, এভাবে একে অন্যদের সাহায্য করে গেলেই পিছিয়ে পড়া বাংলাদেশিরা অনেক এগিয়ে যাবে।
4  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: February 19, 2023, 12:25:06 PM
ICO তে কিভাবে প্রবেশ কবো?
আইসিও এর যুগ ২০১৬-১৭ সালে শেষ হয়ে গিয়েছে। তখন এমন একটা অবস্থা ছিল মানুষ শুধু ক্রিপ্টোকারেন্সি বললেই হইছে। যত্রতত্র বিনিয়োগ করত। ফান্ডামেন্টালি কোন ধরনের বাছবিচার করতো না। তখন প্রফিটও হত। মার্কেটে নতুন বিনিয়োগকারী বেশি ছিল এবং ক্রিপ্টোকারেন্সি ব্যাপারটাই ছিল নতুন। বেশিরভাগ প্রজেক্ট থেকেই মানুষ ভালো প্রফিট বের করতে পারছে। এই ব্যাপারটাকে কিছু অসাধু লোক কাজে লাগায়। আইসিও নিয়ে আসে। বিনিয়োগকৃত টাকা নিয়ে চম্পট মারে। কিংবা তাদের হাতে থাকা সকল কয়েন/টোকেন ডাম্প করে বিনিয়োগকারীদের মুখের উপর।
বর্তমানে, আইসিও সাকসেস রেট খুবই কম। বিনিয়োগ মানেই ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। আমার মনে হয় না বর্তমানে কেউ আইসিওর উপরে আস্থা রাখে বা রাখতে পারছে। আপনার উচিত আইসিওতে বিনিয়োগের দিকে না যাওয়া। এর থেকে ভালো হয় যখন প্রজেক্ট মার্কেটে আসবে তখন বিনিইয়োগ করা।

আইসিও মার্কেট এখন চিনেনা বললেই চলে কারন হলো একটা সময় বেশিরভাগ আইসিও সাকসেস হইছে কিন্তু পরে যখন আইসিও মার্কেট  এ স্ক্যামার প্রবেশ করছে তখন অনেকি তাদের শেষ সম্বল হারিয়ে আইসিও তে ইনভেস্ট করা বন্ধ করে দিয়েছে । আপনি জেই সময়ের কথা বলছেন সেই সময়ে ৭০-৮০% আইসিও সাকসেস হয়েছে । আর এখন আইসিও এর কথা সুনলেই মানুষ ভয় পায় ।
5  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: March 23, 2022, 07:02:22 PM
আমার খুব লজ্জা হচ্ছে যে আমি মোটামুটি কিছুদিন ধরে ফোরামে কাজ করছি কিন্তু এখনো জানতে পারলাম না যে মেরিট দিয়ে কেউ মেরিট ফিরিয়ে নিয়ে যায়।
এখানে লজ্জার কিছু নাই। ভদ্রলোক সম্ভবত অনেকগুলো একাউন্ট চালান। তাই তার অন্য কোন অ্যাকাউন্ট হয়তো এসার মেম্বার ছিল। কিন্তু, তিনি সেটাই লগইন না করে এটাই লগইন করেছেন। এইজন্য তিনি হয়তো ভেবেছেন যে, তার ম্যারিড গুলো উধাও হয়ে গেছে। এবং তিনি এসার মেম্বার থেকে নিউ হয়ে গেছেন। আসলে এটা তার বা আপনার বা আমাদের কারো ভুল না, এটা হয়তো বা অনেক একাউন্ট করার দরুন এই সামইক দ্বিধাদ্বন্দের সৃষ্টি হয়েছে এর বই কিছু নয়।

ধন্যবাদ আপনার সাথে আমিও একমত কেউ যদি অনেক গুলা এ্যাকাউন্ট চালাই তাহলে এমন টা হতে পারে ।

আমার খুব লজ্জা হচ্ছে যে আমি মোটামুটি কিছুদিন ধরে ফোরামে কাজ করছি কিন্তু এখনো জানতে পারলাম না যে মেরিট দিয়ে কেউ মেরিট ফিরিয়ে নিয়ে যায়।

লজ্জার কোনো কারন নেই বিটকয়েনটল্ক ফোরামে কেউ মেরিট দিয়ে সেই মেরিট আবার ফেরত নেয়ার কোনো ধরনের অপশন নেই, আপনার এ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় তারপরেও মেরিট থেকে যায়।
6  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 01, 2021, 02:03:02 AM
আমি কাউকে উল্লেখ না করেই একটি কথা বলতেছি, বাঙালিদের অন্য বাঙালি ভাই/বোনের কোনো কথা কখনোই ভালো লাগে না। কেউ যদি অন্যকে ক্ষ্যাত বলে, তখন অন্য বাঙালির মাথায় শুধু একটা চিন্তাই চলে যে বাঙালি ভাই/বোনটি তাকে ক্ষ্যাত বললো কেন এবং তাকে প্রতিউত্তর দিতেই লাগবে। আর অন্যদিকে বিদেশিরা গালি দিলেও কোনো বাঙালির সমস্যা থাকে নাহ অনেক সময়। তাই সকলে যেকোনো বিষয়কে কখনোই নিজের ইগোতে নিয়েন নাহ। আশা করি, এটি পড়ার পর কেউ ভাবেন নাহ যে আমি আপনাকে বাঁশ দিতাছি, কারণ আমি কাউকে উল্লেখ করি নাই। আর যদি কেউ নিজেই নিজের পশ্চাৎপদে বাঁশ নিতে চান, আমার করার কিছু নাই।  Grin



সুদিন আইতাসে ভাই। এইটা দেখেন - https://www.youtube.com/watch?v=oZogIfJBz7M

কথা শুইনা লাগতাসে বাংলাদেশ সরকার এল সালভাদোরের দেইখা সরকারিভাবে বিটকয়েন মাইনিং শুরু কইরা দিতে পারে।

আমিও আপনার কিংবা অন্যান্য ব্যবহারকারীদের মতোই খুশি। কিন্তু ইংরেজিতে একটি কথা আছে "Hope for the best and prepare for the worst" আর এই বাক্যটির ভাবার্থ দ্বারা আশা করি বুঝতেই পেরেছেন। আমাদের সবসময় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য সকলকে প্রস্তুত থাকা উচিত। কেননা মাননীয় জুনায়েদ স্যার যেমন মাইনিং এর কথা উল্লেখ করেছেন, তেমনি বাংলাদেশের নিজস্ব কারেন্সি চালু করার কথাও বলেছেন, যেটি চীনকে অনুসরণ করার মতো। তবে ভালোর জন্যই অপেক্ষা করতেছি এবং আমি অনেক আগেই বলেছিলাম যে, সুখবর আসবে খুব শীঘ্রই।   Cheesy

বাংলাদেশের পরিবেশে আসলে কে কখন কি যে বলে কারো হুশ থাকেনা মাঝে মধ্যে, একটা সময় দেখা যাবে যে যারা এখন বিটকয়েন এর বিরোধিতা করছে বাংলাদেশে তারাই আবার বিটকয়েন এ ইনভেস্ট করবে প্রচুর পরিমানে, আর আমার কাছে মনে হয় বিটকয়েন এর ব্যাপার টা পুরোটাই পলিটিক্যাল। এখন বাংলাদেশ ব্যাংক এর প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ।
7  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: September 29, 2021, 02:30:44 AM
আসসালামু আলাইকুম সিনিয়র ভাইদের কাছে একটি প্রশ্ন এই ফর্মে Rank বৃদ্ধি পাওয়ার কারণে কি কোন ইনকাম আছে ?
সরাসরি কোন ইনকাম নেই তবে আপনি চাইলে বিভিন্ন সিগ্নেচার ক্যাম্পেইন কিংবা অন্যান্য ক্যাম্পেইনে জয়েন করতে পারেন এবং সেখান থেকে ইনকাম করতে পারেন। যেমন আমি বর্তমানে প্লেবেটার এর সিগ্নেচার ক্যাম্পেইন করে আয় করছি।
তবে আপনার চিন্তা যদি হয় আপনি আয় করার জন্য র‍্যাংক আপ করবেন, তাহলে পথটা অনেক কঠিন হবে।

@Little Mouse আপনি ঠিক বলেছেন যদি সে চিন্তা করে যে শুধুমাত্র আয় করার জন্যে র‍্যাংক বৃদ্ধি করবে তাহলে পথটা আশলেও অনেক কঠিন হবে আর যদি অন্যদেরকে সাহায্য মুলক পোস্ট আর আয় এবং ফরামের উন্নয়নের জন্যে কাজ করে তাহলে হয়তো অনেকটাই সহজ হবে। 
8  Other / Off-topic / Re: 2 years cigarette free on: September 29, 2021, 02:03:33 AM
Cigarettes and other drugs damage health and create others many diseases people who take different types of drugs get different types of diseases in their bodies. These are definitely a cause of harm to our bodies. It is possible to stay free from many diseases without smoking although it can be passed on to our body later on.
9  Economy / Services / Re: [Open] ▄■▀■▄ 🌟Bitvest.io🌟 - Plinko Sign Camp (Member-Hero Accepted)(New2) on: December 15, 2020, 07:50:59 AM
Thanks CryptopreneurBrainboss for the oppurtunity i left this campain join others campaing please revomved me.
10  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 14, 2020, 03:54:03 PM
Bitcoin Hold korar jonno ki wallet sob theke valo
চাইলে math ওয়ালেট ও ব্যবহার করতে পারেন। এইটা ট্রাস্ট ওয়ালেট এর মতোই একটি মাল্টি ওয়ালেট। বিটকয়েন সহ প্রায় ৫৩ টির মতো ব্লকচেইন সাপোর্ট করে। এটি ব্যবহার ও অনেক সহজ এবং আপনি চাইলে আপনার প্রাইভেট কি এক্সপোর্ট ও করতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট এর মতোই সকল সার্ভিস এইখানে পাবেন। সাধারণ ব্যবহার এর জন্য এইসব ওয়ালেট ই যথেষ্ট বলে আমি মনে করি যদি না আপ্নে একজন whale হোন। Math ওয়ালেট: https://mathwallet.org

তবে নিরাপত্তার জন্য little mouse ভাই এর বলা ওয়ালেট সব চাইতে ভালো হবে।

Math ওয়ালেট আমি কখনো ব্যবহার করিনি এটার ফি ক্যামন বলতে পারেন? ট্রাস্ট ওয়ালেট অনেকেই এখন ব্যাবহার করছে কয়েনবেজ ব্যবহার করতে ভয় পাচ্ছে অনেকেই কয়েনবেজ অনেকের ডলার নাকি আটকে দিচ্ছে বিভিন্ন্য কারন দেখিয়ে, এই ধরনের সমস্যা গুলা আমাদের জন্যে অনেক খারাপ একদিকে বাংলাদেশে বিটক্যেন অবৈধ অন্যদিকে এক্সচেঞ্জ গুলা সমস্যা করলে অনেক মানুষ বিপদে পরে যাবে প্রতিবারে অনেক ফি দিতে হবে ।
11  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 11, 2020, 11:03:01 AM
নোট- আমি ডাটা ছাড়া নরমালী বলেছি যেহেতু মোটামুটি লোকাল বোর্ড খেয়াল করি সেই হিসেবে।
আপনি ঠিকই বলেছেন। নভেম্বার মাসের এক্টিভিটিতেও বাংলাদেশ ১১তম অবস্থানের রয়েছে। অক্টোবর এ মোট পোস্ট সংখ্যা ছিল ৩০৬ টি যা নভেম্বরে এসে ৩১১ টি হয়েছে- https://bitcointalk.org/index.php?topic=5231446.msg55779585#msg55779585
অবশ্যই আমাদের এক্টিভিটি বাড়ছে যেটা আমাদের জন্য ভালো এবং সেটা যদি একবার এডমিন থিমসের নজরে আনা যায় তাহলে আমাদের জন্য লোকাল বোর্ড পাওয়া যাবে। তবে আমাদের এই এক্টিভিটি ধরে রাখতে হবে। কমে গেলে আলাদা বোর্ড পাওয়া কষ্টকর হয়ে যাবে।

বাংলাদেশিদের জন্যে পুর্নাংগ বোর্ড আগামিতে পাওয়া যাবে আমরা সতর্কতার সাথে বাংলাতে হেল্পফুল পোস্ট প্রতিনিওত করতে থাকলে সময় লাগবে তবে আমরা বাংলা বোর্ড পাবো। একে অন্যকে সাহাজ্য করতে থাকলে এখানে গঠন মুলক পোস্ট অনেক বেশি এটার মাধ্যমে তখন সবাই উপক্রিত হবে।
12  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Why do some people stop their crypto project? on: December 11, 2020, 10:57:32 AM
The reason for shutting down the crypto project is that they need no experience with crypto and are shutting down the crypto project at a loss. ICO projects haven't any reliability they're not giving any reward reciprocally for his or her work and albeit they are doing give cryptocurrency project is little. there's no value within the market thanks to which many traders are losing this stuff and leaving these projects. i feel that if you spend money by analyzing the market well cryptocurrency project are going to be possible to scale back your losses and find opportunities to form money.
13  Economy / Economics / Re: I lost my job, how about you guys? on: December 07, 2020, 07:37:38 AM
The lockdown has hurt the human economy a lot but in many countries the lockdown has been lifted. Every country is trying to improve their economy. With the lifting of the lockdown, trade, imports and exports have increased, and many companies have laid off their employees but are returning to work. Due to which every human being is creating employment opportunities by increasing the expansion of trade and commerce including human race.
14  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 07, 2020, 07:26:48 AM
আমার প্রোফাইলে শো করে, আসলে আমি যথা সময়েই রিপোর্ট সাবমিট  করেছি, এর আগে এমনটা হয়নি, আর যে বাউন্টি গুলোতে সমস্যা হয়েছে সেগুলাতে স্বাপ্তাহিক রিপোর্ট থ্রেডেই পোষ্ট করতে বলা হয়েছে,
যেমন betfury bounty,  interfinex bounty, unicap bounty
আরো কাছে আমি বুৃঝতেছিনা এমনটা কেন হচ্ছে
আসলে বাউন্টি রির্পোটগুলো স্প্যামপোস্ট হিনাবে গন্য হয়। আপনার উচিত মাঝেমাঝে অন্যান্য বোর্ডের আলোচনায়ও অংশগ্রহন করা। আপনি যেসকল বাউন্টির কথা বলেছেন আমিও সেসকল বাউন্টিতে কাজ করছি। কিন্তু আমার ক্ষেত্রে এমনটা হয় নাই। তবে আরো একটা কারনে এমন হতে পারে তাহলো আপনি যদি মাল্টিপল একাউন্ট দিয়ে একই বাউন্টিতে জয়েন হন এবং একই ফরমেটে রির্পোট পোস্ট করেন। তবে এ বিষয়ে আমি নিশ্চিত না।

ক্রিপ্টোকারেন্সি আসলে কি একটি ভালো বিনিয়োগ? এ সম্পকে আমি তেমন কিছু জানিনা, কেউ জানলে, আমাকে একটু বললে উপকার হবে।
যেসকল দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ সেখানে ক্রিপ্টোকারেন্সি একটি ভাল বিনিয়োগ হতে পারে। কিন্তু যেসকল দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের পুলিশ খুঁজে বেড়ায় সেখানে ক্রিপ্টোকারেন্সিতে বিরিয়োগ আসলেই রিস্কি।

অনেক সময়ে দেখা যায় যে মোবাইল দিয়ে কাজ করতে লাগলে লিংক ঠিক ভাবে কপি হয়না কোটস করে নিউ পেজ নিয়ে করলে হয় মোবাইল দিয়ে কেউ একটু দেখায়ে না দিলে একা একা করতে পারা অনেক কঠিন হয়ে যায়।

বাউন্টির রিপোর্ট জমা দেয়া খেত্রে মোবাইল উজার রা অনেক কঠিন মনে করে কারণ মোবাইল ভার্সন দিমিত হওয়ার জন্যে অনেক কাজ করা যায়না মোবাইল দিয়ে আপনি ঠিক বলেছেন কেউ একটু সাহায্য করলে খুব সহজেই সবকিছু করা যায়।
15  Other / Beginners & Help / Re: Is this forum only source of income and bounty hunting? on: December 05, 2020, 06:19:24 PM
This forum is a great place to learn about crypto. Here are all the resources to learn about crypto bounty hunting is foolish to think that this forum is only a source of income and a source of grace. Because you don't know anything about forums you can't survive in forums and you can't know anything about crypto. So change your mindset and try to learn by analyzing different sites in the forum, then you will find a way to make money which can only do huge analysis about the forum crypto.
16  Economy / Services / Re: Telegram channel promotion on: December 04, 2020, 04:40:04 PM
Telegram channel promotion is much easier to market on a telegram channel Nowadays social media has become popular for promoting something. YouTube is far better but besides that you simply are trying to find tools to realize some followers on social media and now to further expand your audience, differentiate telegram channel promotion and why not expand more. Then you're inside Telegram the famous messaging platform considered because the best alternative to WhatsApp and more specifically the channel in teligram the foremost suitable tool for telegram promotion.
17  Economy / Economics / Re: Will Crypto live forever or die? on: December 04, 2020, 04:01:29 PM
World War "II" had no effect on bitcoin the country's economy and everything else has skilled a financial crisis thanks to the epidemic bitcoin has maintained its position therein case as long as there's bitcoin crypto will survive. Bitcoin has more roots than gold everyone thought bitcoin was the sole shelter in crisis. Bitcoin's increase has been ready to overcome the economic problems very easily the introduction of the internet will save bitcoin.
18  Economy / Trading Discussion / Re: Copy Trading... on: December 03, 2020, 09:53:14 AM
Before trading you would like to settle on an honest platform which will assist you to repeat the trade. it'll be possible to avoid risks. Currency picking and exchange sites got to be researched to trade using all the knowledge and knowledge. Earn a second income by allowing others to follow your trading. choose from and replica their commercial activity automatically. it'll always be an honest profit to trade coins from altcoins for profit.
19  Economy / Economics / Re: Do you believe support and resistance still work in crypto? on: December 01, 2020, 02:33:45 PM
Support and resistance still work in crypto but market analysis will depend on it before investing. inveting is possible to recover the loss for the investment by researching the charts for accurate description of the currencies but not support everywhere. These are considered on the basis of price. All traders invest to make more profit they will never invest prices fall efore seeing this you need to get a good idea and knowledge about the market.
20  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: December 01, 2020, 12:12:11 PM
বিটিসি নিউ এটিএইচ হিট করেছে। এইটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই ভালো খবর। আপনাদের কি মনে হয়, নেক্সট টার্গেট কত হবে? কত ইউএসডিতে গিয়ে এইবার থামবে। এই মুহুর্তে বিটিসি সেল দেয়াটা অনেক কনফিউশান এর ব্যাপার। আপনারা কে কি করছেন? আমি কিছু পরিমাণ স্টাবলকয়েনে কনভার্ট করার প্ল্যান করতেছি। এইটা কি খুব ভালো ডিসিশন? নাকি আপাতত আরো ওয়েট করবো।

বিইটকয়েন এর দাম যেমনটা উপরের দিকে যাবে ঠিক তার  বিপরিতে ন্নিচের দিকে নামার সম্ভাবনা অ খুব একটা কম না কারন $11000 এর পরে বিটকয়েন এর প্রাইস স্পাইক করেছে বিটকয়েন আবার সেখানে একবার যেতে পারে, মুল কথা হচ্ছে বিটকয়েন $9K-$11K এর মধ্যে অসংক্ষবার হিট করেছে সেখানে সে আরো একবার যাবে তারপরে যদি ৩০-৪০-৫০ এভাবে বারতে পারে তবে সেটাও অসাভাবিক না। এই মুহুর্তে বাড়াটা এক্টূ অসাভাবিক।

অল্প কিছু ডলার আপনি USD করে রাখতে পারেন তাছারা রিস্কি হয়ে যাবে। কয়েকদিন এ আমি বেশ কিছু এ্যানালাইসিস  করেছি কিন্তু আসানরুপ ফল পাইনি কয়েন বা টোকেন কোনো নিওম মেনে চলছেনা।
Pages: [1] 2 3 4 5 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!