Bitcoin Forum
July 10, 2025, 02:46:57 PM *
News: Latest Bitcoin Core release: 29.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 ... 58 »
1  Economy / Services / Re: R7 Promotions 💹📈 Bitcointalk Campaign Management 💪🔥 Signature & Bounty on: April 08, 2024, 11:39:12 AM
Hi @AB de Royse777,

Done set Signature and avatar design.

Supported to R7 Promotions.
2  Other / Meta / Re: Adjustments to Merit calculation on: April 01, 2024, 03:53:35 PM
Happy Birthday @LoyceV🎂
Thank you! I'm glad someone noticed after all those years Cheesy
Happy Birthday @LoyceV🎂 Wish for new journey in your life.
3  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: December 01, 2023, 01:39:09 AM
গা ঢাকা ভয় এগুলোর কথা বলবো না  যেহেতু Roysee ইল্লিগাল কিছু করেনি  তাই আমি বলব এটি সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীর দ্বারস্থ হয়েছে।  যেহেতু পুরো বিষয়টা আইনের খেলা। Roll Eyes

'এ্যামেরিকার হোম ট্রেজারি' একটা ডিপার্ট্মেন্ট যারা বিভিন্ন্য বিষয়ে নীতি প্রণয়ন করে থাকে, এখন এখানে আসল সমস্যা হচ্ছে যে আমেরিকার তারা এটাকে বন্ধ করেছে এটা ঠিক আছে কিন্তু এখানে যদি সমস্যায় পড়ে তাহলে সবাই সমস্যাতে পড়বে কেউ একা পরবেনা।

আর বিনাঞ্চে যে বিষয়টা সেটা হচ্ছে যে ফিন্যান্স চাইলে ফ্রিজ করে রাখতে পারে বা ব্ল্যাক লিস্টে রাখতে পারে, কিন্তু সেই অ্যাড্রেস থাকে না যেহেতু এখানে নাম উল্লেখ নেই সেহেতু এটা একটু আইডেন্টিফাই করা জটিল হবে সবগুলা এ্যাড্রেস কে।
আশা করি কোন ধরনের সমস্যা হবে কথা না তার কারণ এই যাবৎ পর্যন্ত এই ধরনের কিছু কোন সমস্যা হয়নি বিটকয়েন টক থেকে যারা কাজ করেছে, আর যদি কখনো সমস্যা হয় তাহলে ছিনবাদ ক্যাম্পেইনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা কাজ করেছে সবারই কিছু না কিছু সমস্যা হবে।
4  Other / Archival / Re: [CFNP] [banned site] Signature Campaign [ Full Member + ] on: November 30, 2023, 05:11:16 PM
Username: Subbir
Profile-Link: https://bitcointalk.org/index.php?action=profile;u=2691534
Rank: Full Member
BTC Address (Segwit): bc1qf2r5s2spf7kay3jl0v0nj9x38s0yq086nclvfs
Post-Count: 1153
Merits Earned (Last 120 Days): 40
5  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 27, 2023, 08:31:03 AM
আজকে রাতে দেয়ার চেষ্টা করব। আমি গাইড বানাই না এইটা ঠিক তবে আমি যাদের জন্য বানাবো তাদের যদি এইসবে আগ্রহ না থাকে, আমার প্রচেষ্টা তো বৃথা। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি।

সত্যি কথা বলতে ভাই ইনভেস্ট করার ইচ্ছা আছে আপনার সাথে কিন্তু এই মুহুর্তে ইনভেস্ট করার মতো সামোর্থ নাই, এই কারনেই ইচ্ছে থাকা সত্যেও ইনভেস্ট করতে পরিনা। আপনি গাইড দেন সামনে থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
6  Economy / Gambling discussion / Re: Do you believe in psychic betting? on: November 25, 2023, 08:54:26 AM
Some of those things are what we imagined is not they always come to reality, but some times we need to at least follow our mindset it will work out for us, and sometimes too we don't needs to believe that much that what we dreamed out will happen to reality, wining of gambling is base on luck and it come like surprised and  you wont believe it, understanding gambling is something I know quite well that have to with luck, and you can not even use artificial power to win gambling for live, many people have tried that and it did work for them that it's why I believe that sometimes we should not take what we dreamed about gambling serious because a dream comes base on what you have at heart before you sleep.

Many times in our society betting is actually done especially when different types of sports are held. Even though gambling is banned in our country, many people still play physical gambling. They mostly play secretly. But still in some places physical gambling is played.

I think in batting luck and decision and everything work together because many people lose and many win while batting at the same time. Now betting in real life and online has some differences but in both places, emotion is the very important thing here if one gets emotional and gets over-enthusiastic and over bats or makes wrong decisions. Then the chances of him getting hurt are very high because emotions never allow him to take the right decisions and therefore betting on impulse usually results in him losing.
7  Other / Off-topic / Re: Why the rich win gambling more than the poor. on: November 25, 2023, 05:13:07 AM
I don't know you came about checking the ratio of your supposed stats but I do also feel some how when their is an increase in the bank roll of the gambler the risk involved is alot lesser per say the number of game accumulated will be reduced and the risk also will not be too much.

Poor people mostly lose because poor people are afraid to take the second risk and they don't have money to take a second risk or invest. There can be many other reasons such as those who are a little poorer mostly withdraw funds or withdraw portions of the profit and those who are rich keep the portion of the profit. As a result, the success rate of the rich is much higher than that of the poor.
8  Economy / Trading Discussion / Re: Do you pay for signals? And how much ? on: November 23, 2023, 11:03:33 AM
Dlyou pay for signals? And how much ?
What's your monthly expenses for trading signals? Yearly?
I don't pay but i read alot people pay for signals so how good results If this ?

Although I have no idea about it but in many cases there are many groups who provide premium services and they provide different types of signals. There are groups who take weekly payments and there are many groups who take one-time payments and there are many groups who take monthly payments and provide signals. It may vary by individual or group but I have absolutely no idea how much it starts and how much it ends but here it is based on your budget and your skills. The budget depends a lot on what the managers decide is what happens, but if you can keep something negotiable, that's good for you.
9  Economy / Services / Re: shasan's Escrow Service! on: November 23, 2023, 06:48:02 AM
Good Luck bro @shasan, welcome to the new journey, hopefully great successful story in the future.
10  Other / Meta / Re: Helo! (not sure if anyone will though LOL) on: November 22, 2023, 05:07:05 PM
My inbox is huge    802
My outbox is huge  601. so 1403 x 20 =

28000+

and I deleted 2000-3000 ins and outs.

so I find it interesting that I am 28000/43000 = 65% of my posts. Damn it is a lot


You are the lucky man and a brilliant person for the recorded. achieved another record soon for a forum member.  Cheesy


This was very useful and I found the desired outbox message I was looking for.

Cheers bud.

Right now this is the solved, my opinion is when the next time communicate in bitcointalk so use 'Subject' then easy for find out.

thanks, @Bitcoin_Arena for solving this.
11  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 22, 2023, 11:32:18 AM
২০২৩ বিশ্বকাপ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে দল তেমন একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। ২০২৩ বিশ্বকাপে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয়। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলে অধিনায়ক হিসেবে বেস্ট আমি বলব সাকিব আল হাসান। এই মুহূর্তে শাকিব আল হাসানের রাজনীতিতে ঢোকা সত্যি এটা ক্রিকেট এর জন্য খুব হতাশা জনক। নিঃসন্দেহে আমরা ভালো মানের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা অনেক মিস করবো। সাকিবের উচিত ছিল ক্রিকেটের স্বার্থে তার নির্বাচনে না জড়ানোটাই ভালো ছিল।

সাকিব ক্রিকেটার হিসেবে ঠিক যতোটা ভালো, একজন ব্যাক্তি হিসেবে ঠিক ততোটাই খারাপ। রাজনীতি সবার জন্য নয়। আমরা সাধারনত রাজনীতিবিদ বলতে যা বুঝি, মানুষের টাকা মেরে খাবে, জোর করে জমি দখল করবে, টাকার বিনিময়ে চাকুরি দেবে, (কিচু একসেপশন আছে) এগুলোর জন্য সাকিব এর রাজনীতিতে আসা যথার্থ। তার দরকার টাকা। সেটা কোনো উপায়ে হোক। সাকিবের অনেক টাকা আছে এবং সে আরো টাকা বানাবে। কিন্তু একই সাথে তার ক্ষমতার ও দরকার আছে।

এর আগে সাকিব যখন বেটউইনারের সাথে চুক্তি করেন, তখন ব্যারিস্টার সুমন তাকে নিয়ে লাইভ করেন। ঠিক কয়েক সপ্তাহ পরে তার সাথে সাকিবের দেখা হলে সাকিব তাকে মারতে যান। এখন সাকিবের যেটা নেই, সেটা হলো রাজনৈতিক ক্ষমতা। টাকার ক্ষমতা এবং রাজনৈনিক ক্ষমতা ভিন্ন ব্যাপার। এটা তার হাতে চলে আসলে ১৬ কলা পূর্ণ হবে।

সাকিবকে দেখে মাঝে মাঝে আমার খুব অবাক লাগে, তার কারণে এই মানুষটার এত টাকা থাকা সত্ত্বেও সে আরও অনেক টাকা করতে চায় এবং আমি মনে করি বাংলাদেশে অনেক মানুষের মধ্যে তার ক্ষমতা উৎস অনেক, এবং সবথেকে বেশী ক্ষমতাবান মানুষ হিসেবে সে একজন কারণ সে সরাসরি প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারে।
অনেকেই যেটা বলছে যে রাজনীতিতে কাজ করলে ভালো কিছু করা যায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে নোংরা রাজনীতি প্র্যাকটিস করা হয় আমার মনে হয় না একটা লোক ভালো ভাবে কাজ করতে চাইলেও সে পুরোপুরি ভাবে কাজ করতে পারবেনা, তার কারণ এর আগে মাশরাফি যখন এমপি হয় তখন অনেকেই অনেক ধরনের কথা বলেছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কাজের অগ্রগতি করতে গেলে অনেক অনেক বাধা আসে তার সাথে।

আমার মনে হয় দল মত নির্বিশেষে সে মানুষের কাছ থেকে যে সম্মানটুকু পেতো এখন রাজনীতিতে প্রবেশ করার মাধ্যমে সেখান থেকে কিছুটা হলেও কমে যাবে যেহেতু এখন তাকে দলীয়ভাবে সবাই চিন্তা করবে।
12  Economy / Trading Discussion / Re: Must Read: Scams disguised as premium signal groups/channel on: November 20, 2023, 04:57:44 AM
Here are some basic questions we need to ask ourselves:
1. If they can help you earn so much profit they would already be ultra rich and wouldn't be spamming your inbox to join their paid group
2. Why don't they share the daily report or weekly to check their accuracy percentage
3. Why don't they make it free even on trail basis so that users can get a first hand experience and join

Yes, Premium groups mostly work with their own members, have many members and deal with some token or coin owners, and never give any information about the market at all, because I think many groups' admin market. Have no idea about it. That's why they often share them for their next steps.
13  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 19, 2023, 07:05:03 AM
চাপাই এর ভাষায় একটা কথা আছে, বুললেই বুলবেন বুইলছি!
এটা নিয়ে অন্য একদিন বিস্তারিত আলোচনা করবো। (প্রশাসনিক ভাবে চাপাই এখন বাংলাদেশকে লিড দিচ্ছে।) Cheesy

যাই হোক, হুদাই ফাউ প্যাচালে লাভ নাই। কমিউনিটিতে থাকেন, কয়দিন পর সব বুঝতে পারবেন। অবশ্য আপনি তো সবই জানেন। কারন কালো মানেই কালো না।  Wink

এবার আসি আসল কথায়, লাস্ট কয়েক পেজ পোস্ট পোড়ে যা মনে হচ্ছে তা একজন মানুষ বা সাধারন মেম্বার হিসেবে কারো কাছেই সাভাবিক লাগার কথা না।

আপনার পোস্ট দেখে মনে হয় আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন্য একজন ব্যাক্তি, (উদাহরনঃ কেউ যখন পাখির চোখ দিয়ে কোনোকিছু দেখে তা একটি মাত্র বস্তুকে দেখে, আর যখন বাজপাখির চোখ দিয়ে দেখে তখন তার উড়ার অবস্থান থেকে আশেপাশের সবকিছু খুব শুক্ষ্যভাবে দেখে)।  Roll Eyes


ফোরামে মাল্টিপল একাউন্ট চালানো এলাউ। আপনারা যদি মাল্টিপল কোউন্ট অপারেট করেন, এতে আমার কোনো সমস্যা নাই। সমস্যা অন্য যায়গায়।
~
আর এই গ্রুপের লিডার সাহেব, আপনার নাম মেনশন করলাম না। মনে করবেন না আপনার নাম বাদ পড়েছেন তাই বলে বেচে গেলেন।

~
যা করছেন, তাতে করে সুনাম আসবে না কি আসবে, সেটা টের পাবেন। ধৈর্য ধরেন।

আপনার সাথে আমিও একমত, আপনি কি মনে করেন আমি তা জানিনা কিন্তু বাংলাদেশি এ্যাকাউন্ট দেখলেই আমার মনে হয় মাল্টি এ্যাকাউন্ট, তার প্রধান কারন হচ্ছে এমন কিছু নাম দিয়ে এ্যাকাউন্ট করে যা দেখলেই বোঝা যায় যে তার অন্য কোনো এ্যাকাউন্ট আছে, আর কিছু কিছু মানুষের বাড়াবড়ি দেখলে অনেক কিছুই মনে হয় কিন্তু কিছুই বলার থাকেনা।

আপনি যেহেতু অনেক সাহসিকতার সাথে অনেক কিছু করেন অনেক সময় ভালো লাগে দেখে, আর আপনি হয়তো খুব দ্রুতই DT মেম্বার হয়ে যাবেন টেনশন কইরেন না।

আপনার যদি সমর্থন করার মতো বড় কেউ না থাকে তাহলে এগুলা বন্ধ করা কঠিন হবে, কারন আপনি একটা ভালো কথা বলবেন দেখবেন অন্য আইডি থেকে এ্যাটাক্ট করবে, আর যদি গ্রুপ এর কথা বলেন তাহলে তো কোনো কথাই নাই।
সজন প্রীতি সব যায়গাতে  আছে এবং তা থাকা দরকারো আছে (যেমনঃ ইসরায়েল আর এ্যামেরিকার সম্পর্ক)।  কিন্তু সবকিছুর একটা লিমিট আছে যা অনেকেই অতিক্রম করে। 

এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এখন কি করতে পারি? বা কি করা যায়Huh
উঃ  আমার মতে এগুলা একবারে বন্ধ হবেনা কোনোদিন আপনি একদিন থেকে ধোরবেন অন্যদিক থেকে আর ৫০টা আইডি খুলে গ্যং তৈরি করবে। কোনো একটা বইয়ে পোড়েছিলাম, যে 'কারো যদি ব্লাডে সমস্যা থেকে তাহলে তা কোনো ভাবেই দূর করা সম্ভব না' । এমন আমার মনে হয় যে কিছু মানুষের রক্তে সমস্যা হয়ে গেছে এগুলা দূর করা আসলেও অনেক কঠিন। তবে সবাই যদি মিলেমিশে চেস্টা করা যায় তাহলে হয়তো কিছুটা নিয়ন্ত্রনে থাকবে। আর এতুটুকোই হয়তো আমাদের কমুনিটির জন্যে ভালো কিছু বয়ে আনবে। বর্তমান পরিবেশে এর থেকে বেশি কিছু আশা করা যায়না।



যায় হোক অনেক হয়ত কড়া কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমা করবেন।
14  Alternate cryptocurrencies / Service Discussion (Altcoins) / Re: Tradinhttps://bitcointalk.org/index.php?action=profig Low Liquidity Altcoins on: November 17, 2023, 11:41:28 AM
Hi, does anyone know where I can trade coins such as PLSX? I can not find it in Mexc (and it is one of the exchanges with more coins listed).

It seems I cant open an account with gate.io in my country

I understand that when trading with these coins you have to be careful because of the liquidity issue etc ... anyone with experience with trading these coins?
My first advice is not to invest in these types of coins or tokens. And most of the people face losses by doing them. But if you invest in coins or tokens that have been in the market for a long time, then the matter is different.
15  Economy / Trading Discussion / Re: Know how to use Fundamental and Technical Analysis on: November 16, 2023, 07:24:07 PM
OP is correct, Both Fundamental and Technical Analysis are required to conduct trading professionally, but it depends on which one you give more importance to, generally a little can be done at any time by trading, but if you want to trade professionally or for a long time, a lot of study is required.
16  Economy / Economics / Re: Why is it difficult for people to get capital easily? on: November 14, 2023, 07:19:00 AM
This is nothing new today, it has been around for ages, money has always been a difficult thing for people, even if a person wants to, more fathers cannot earn more. There are some people who find work properly and it a little easier to make the money than others. They may have grown up in that type of environment since childhood or have always received the right advice.
17  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin is King on: November 14, 2023, 04:11:38 AM
Yes, bitcoin is a king, Do you have any doubts?

Everyone already knows Bitcoin leads in cryptocurrency and the world's new economy, and also leads the all cryptocurrency coins or tokens.

You already show more examples of 'Bitcoin is a real king'.

More article source.
https://www.forbes.com/sites/lawrencewintermeyer/2022/09/01/in-bear-crypto-markets-all-roads-lead-to-bitcoin/?sh=4148598b5815
18  Economy / Marketplace / Re: 8 Benefits Of Investing in The United States (US) Stock Market on: November 12, 2023, 06:06:00 PM
The financial system works on the principle of communicating vessels: somewhere there is a loss, and somewhere there is an arrival.
I agree with you, that no matter where in the world one invests I feel that there are both gains and losses only if you wait long in cryptocurrency like 'Bitcoin' no one loses. no matter where one invests, one has to face losses from time to time. In my experience, though in rare cases, it still seems to me that not only as an American but in every country, investing is not the same. But they are mostly unusable. Every country, including America, wants their economy to be in their basket because if a person wants to be completely dependent every country, including the only not America, wants an economy to be in their basket because A person cannot invest fully even if he wants to.
19  Other / Meta / Re: So I had a person send me a pm to beg for merits. on: November 12, 2023, 05:25:41 PM
The person did not offer money. They just asked for some free merit.

So a how to report this?

Am I required to report it?

Haha Grin Haha Grin buy merit from you! Grin Grin

He may not know what you can do to him!  Grin Grin Grin

20  Economy / Economics / Re: "I saw my salary on a bottle of perfume today" on: November 12, 2023, 02:11:16 PM
we don't have to imitate other people's lifestyles, we just need to do what feels comfortable for us. We don't have to force ourselves to follow other people if it doesn't have any benefits for us.

What is the standard of living of a person who lives perfectly here, if he wants to live a better life then it is natural that he will spend more in life than others. Now if you want to live a very luxurious life then a bottle of water but you may have to spend a lot it totally depends on your living arrangements. Again it turns out that if you live in a city where the standard of living is so high then you will never be able to live well with little or few money.
Pages: [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 ... 58 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!