Bitcoin Forum
May 05, 2024, 05:57:28 PM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: [1]
1  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bangladesh) on: October 10, 2020, 06:48:43 PM
ইথিরিয়াম ২.০ চালু হয়েছে শুনলাম কিন্তু তবুও ট্রানজেশন ফি অনেক অনেক বেশি।
এর কারনটা কি কেউ দয়া করে একটু জানাবেন।
খুব উপকার হবে।
ধন্যবাদ।।
কে বলছে ২.০ চালু হয়েছে। আপনি ভুল জানছেন। ETH 2.0 কাজ চলছে। আর ট্রানজেশন ফিস এর কথা বলছেন ২.০ চালু হলেই গ্যাস ফিস আগের মত কমে যাবে না। যতই দিন যাচ্ছে ততই কিপ্টোকারেন্সি সর্ম্পকে মানুষ জানতে পারছে। এবং কিপ্টোকারেন্সির চাহিদা ও বারছে। তাই ট্রানজেশন ফিস যত তা কমার আশা করছেন ততটা ও কমবে না।

এই বছরের শেষ অথবা ২০২১ সালের শুরুর  দিকে ETH 2.0 (ইথারিয়াম ২.০) আপডেট হবার একটা অনেক বড় সম্ভাবনা রয়েছে যেটা সঠিক ভাবে এখনো কেউ বলতে পারছেনা শুধুমাত্র ধারনা করে বলছে সাবাই, এখনো ইথারিয়াম ২.০ নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে যে আসলেও প্রধানত কি ধরনের আপডেট আসবে এটা নিয়ে, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে যে  মাইনিং এবং ট্রান্সেকশন এর গতি বৃদ্ধি পাবে ইথারিয়াম ২.০ আপডেট এর মাধমে, আর ইথারিয়াম এর ফি বৃদ্ধি পাবার মুল কারণ হচ্ছে সকল মার্কেটের অস্থিতিশিল অবস্থানের কারনেই মুলত ফি বৃদ্ধি পেয়েছে।
Pages: [1]
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!