Bitcoin Forum
May 09, 2024, 06:25:08 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
  Home Help Search Login Register More  
  Show Posts
Pages: « 1 2 [3] 4 »
41  Other / Beginners & Help / Re: How does signature Campaign Sponsors make their money on: December 02, 2023, 09:12:12 AM
Through signature campaign, a project definitely benefits them because there are many big crypto users in this forum, they may be followed by many small crypto users, when those big crypto users put a signature on their profile, then many users get involved in that project.  Many people invest because of this, the project team gives some reward to those who work on the signature of their project. Of course, the project also benefits a lot and those who sign can also earn some money. Both parties benefit from this. Signature is a good means of marketing any project For.
42  Other / Beginners & Help / Re: Only Sell what you don't need. on: November 30, 2023, 10:50:28 AM
Lately there are many posts of this type saying that they are selling their property and investing in Bitcoin. It is true that what one does with his property is his own business. No one has the right to interfere. But selling your property and investing in Bitcoin is very risky because  Investing in bitcoins is very risky because your wealth can go down here, so to those who are doing this and investing in bitcoins by selling their assets, I would advise you not to invest all your selling money but to invest some part of it so that even if you lose it, you will gain something.  No, such extra money should be invested in your Bitcoin because Bitcoin is very risky.
43  Economy / Gambling discussion / Re: Can somebody make a successful career in gambling on: November 30, 2023, 10:03:08 AM

What do you all think?

Many people can profit from gambling but in my opinion it should not be considered as a main source of income because it is a place where you may earn a lot today and it may be gone tomorrow.

 So it is better to take gambling as a means of extra income without taking it professionally because you can become rich with the extra income you get from it but gambling is a dangerous platform so be careful for gambling site.
44  Bitcoin / Bitcoin Discussion / SEC delays $1.5 trillion asset manager Franklin Templeton BitcoinETF application on: November 29, 2023, 04:27:59 AM
In a surprising turn of events, the U.S. SEC has advanced its decision-making process regarding Franklin Templeton’s Bitcoin ETF application, which was not due until Jan. 1, 2024.

The watchdog punted the previous Nov. 15 deadline to Jan. 1, 2024, to allow for a more comprehensive review of the proposal’s alignment with regulatory standards, particularly concerning investor protection and market integrity.

In essence, the SEC appears to have effectively extended the deadline a month prior to the original decision date. This move could indicate that the regulator is affording Franklin additional time to revise its filing before further deadlines. Notably, Franklin Templeton is the only applicant who has not updated its S-1 form or addressed the prevalent concerns regarding potential market manipulation. The asset manager joined the spot Bitcoin ETF race in September and intends to list the fund on CBOE.

The early move has caught the attention of market observers, given that Franklin Templeton, an asset manager overseeing $1.5 trillion, has yet to submit an updated S-1 form.

S-1 form
The lack of an updated S-1 form from Franklin Templeton has spurred speculation around its potential influence on the SEC’s final decision. Franklin is the only issuer in this round of applications that has not submitted revised documentation.

James Seyffart, an industry analyst, suggested that the move could be a strategic step by the SEC to pave the way for a series of approvals in early January. The hypothesis aligns with the potential approval of Hashdex’s application, which is also in the queue.

While the crypto market eagerly anticipates the SEC’s decisions, the regulatory body continues to prioritize thorough evaluation to ensure investor protection and market stability.

Market manipulation concerns
Central to the SEC’s proceedings are concerns over potential market manipulation and the ETF’s ability to safeguard against fraudulent activities.

The commission has highlighted the need for robust mechanisms to prevent manipulative practices in the Bitcoin market. The proposal’s consistency with Section 6(b)(5) of the Act, which mandates securities exchange rules to prevent fraudulent acts and protect investors, is under scrutiny.

The other ETF applicants — including BlackRock and Fidelity Investments — have already submitted updated S-1 forms with answers to many of these concerns.

Almost all of the applicants argue that the existence of a futures market and ISG memberships of the listing exchanges provide adequate monitoring of a Bitcoin market of sufficient size.

The main argument posited by exchanges and asset managers is that the SEC, having approved futures-based Bitcoin ETFs traded on the CME, should not reject a spot Bitcoin ETF as both futures and spot-based products depend on the same underlying markets for price determination.

The post SEC advances decision process on Franklin Templeton’s Bitcoin ETF application appeared first on CryptoSlate.



🔗Source: Click here




45  Economy / Currency exchange / This is what is going on with Binance and CEO CZ ? on: November 26, 2023, 07:58:37 AM
- Binance has agreed to pay fine totatling $4.3 billion.

  • CZ's plea deal may preserve the companys ability to operate.
  • CZ will retain majority owernership of binance.
  • CZ will not be able to hold an excutive role at the company.
  • CZ could face up to 16 months jail.
46  Alternate cryptocurrencies / Altcoin Discussion / How many of These price tragets are realistically possible in 2025 ? on: November 26, 2023, 07:54:47 AM
How many of These price tragets are realistically possible in 2025 ?


Bitcoin (BTC) : $150,000 Ethereum (ETH) : $12,000   BNB (BNB)  : $1,500 XRP (XRP) : $7    Solana (SOL) : $500              

Cardano (ADA) : $9     Dogecoin (DOGE) : $3     Polkadot (DOT): $200 Polygon (MATIC) : $10

47  Local / Other languages/locations / Re: বিটকয়েন দিয়ে পারিবারিক ব্যবসায় সাহায&# on: November 26, 2023, 05:49:06 AM

[আমার বিনিয়োগ করা সমস্ত বিটকয়েন আমি হারিয়ে ফেলেছি, এটা দুঃখজনক। তবে আমি আমার বাবার ব্যবসা এবং নিজের স্বপ্ন পূরণ করতে পেরে খুব খুশি এবং আনন্দিত]

পরিশেষে, আমি ভবিষ্যতে বিটকয়েনে আরও বিনিয়োগ করতে চাই, এই বলে যে বিটকয়েনে বিনিয়োগ করার জন্য একটি সেরা মুদ্রা। বিটকয়েনে বিনিয়োগ করে অনেক মানুষের জীবন ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে, যেমনটা আমার হয়েছে। আমি ইতিমধ্যে প্রায় সব কয়েনে বিনিয়োগ করেছি কিন্তু সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিনিয়োগ হল আমার বিটকয়েন বিনিয়োগ করা।

আমি গ্লোবাল বোর্ডে ইতিমধ্যে পোস্ট করেছি। হয়তো অনেকে এটা নিয়ে অনেক ভাবে মন্তব্য করতে পারেন কিন্তু এটা আমার জীবনের বাস্তব ঘটনা এবং আমার অনেক খুশির একটি দিন।
আপনি আপনার বিটকয়েন হারিয়ে ফেলেননি বরং আপনি আপনার বিনিয়োগ করা বিটকয়েন দিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে অনেকটাই সফল হয়েছেন। আপনার যেহেতু বিনিয়োগে অনেকটাই অভিজ্ঞতা রয়েছে সেহেতু আপনি আবার চেষ্টা করুন এবং বিনিয়োগ করে আপনার বিনিয়োগ বৃদ্ধি করুন। তবে দুর্ভাগ্যবশত আমার বিটকয়েন সম্পর্কে এবং বিনিয়োগ সম্পর্কে প্রচুর আগ্রহী এবং কিছু জ্ঞান থাকলেও যথেষ্ট অর্থ না থাকায় আমি বিনিয়োগ করতে পারছি না। তবে আমি আশা করি আমিও একদিন বিনিয়োগ করবো এবং আমার স্বপ্ন পূরণ অনেকটাই এগিয়ে নিয়ে আসব।

আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের দেশের মানুষ এরকম সবাই ধনী না কিন্তু অনেক জ্ঞানী আছে যারা বিটকয়েন এবং Cryptocurrency সম্পর্কে অনেক ভালো বোঝে তারা হয়তো বিনিয়োগ করতে চায় কিন্তু তাদের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তারা হয়তো বিনিয়োগ করে করতে পারতেছে না তবে আমি দোয়া করব আল্লাহতালা যেন সকলের মনের আশা পূরণ করে এবং তাদের ভবিষ্যৎ জীবন ভালো করে দেয় |

আমার পরিচিত আশেপাশে কয়েকজন লোককে আমি দেখেছি তারা ট্রেডিং সম্পর্কে এত ভালো বোঝে যে তারা ট্রেড করলেই প্রফিট করতে পারবে কিন্তু কপাল খারাপ তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই যে তারা ইনভেস্ট করে ট্রেড করে আরো টাকা ইনকাম করবে তাদের জন্য কষ্ট হয় অনেক,  কারণ আল্লাহতাআলা তাদের অনেক মেধা দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি কিন্তু তারা জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে হয়তো তাদের অনেক সম্পদ হবে কোন একদিন

 তারা জীবনের সাথে যুদ্ধ করতে করতে এক সময় বিরক্ত হয়ে পরাজিত হয়ে যায় এই গরিব দেশের পরিস্থিতিটাই এরকম অনেক মেধাবী এরকমভাবে নষ্ট হয়ে যায় তাদের মেধা
48  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: Hacks in November on: November 23, 2023, 07:12:52 PM
Day by day the trend of this type of hacking is increasing and if the trend of hacking continues to increase then at some point people will turn away from cryptocurrency and trust in cryptocurrency will be lost because many people have lost their many assets and become destitute.

Is there any way to avoid this type of hacking or not, this type of hacking is not actually done by the project team or the exchange team, any hacker actually hacks it ?
49  Bitcoin / Bitcoin Discussion / Re: Bitcoin Earnings on: November 23, 2023, 07:07:46 PM
Now may not be the days that you can earn bitcoins by completing small tasks. In the beginning it was possible to earn bitcoins. Now if you want to earn bitcoins you need to develop your skills and then work on various projects or investments in different ways.
50  Alternate cryptocurrencies / Altcoin Discussion / Re: What happens to altcoins ? on: November 23, 2023, 07:03:34 PM
We may be close to the bull run, if the price of bitcoin is stable, we can roughly say that the altcoin moving will be seen, so we may have to be patient for some time.
51  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 23, 2023, 06:59:28 PM
বাইনান্স এক্সচেঞ্জের সাথে কি খারাপ কোন কিছু হতে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না এইমাত্র আমি দেখতে পারলাম CZ এর টুইটার অ্যাকাউন্ট Restricted করে দিয়েছে.

52  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 23, 2023, 07:15:57 AM
দুইদিন আগে আমি একটা পোস্টে হ্যাকের ব্যাপারটা বললাম দেখেন আজকেই একটা নিউজ দেখতে পেলাম যে কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ হ্যাক হয়ে গিয়েছে সেখান থেকে অনেক ইউজার তাদের এসেট হারিয়েছে এইভাবে চলতে থাকলে আসলে মানুষ cryptocurrency এর প্রতি অনীহা হয়ে পড়বে.

https://twitter.com/KyberNetwork/status/1727475235342217682?t=iaO4tOA4xjbkS6lihfGPDw&s=19

আপনাদের যদি কারো কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ এ এসেট থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব উত্তোলন করে ফেলুন টিম থেকে বারবার বলতেছে উঠানোর জন্য.


নিজের ভূলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন। অন্যের ভুলে হ্যাক হলে নিজেরে বুঝাইতে পারবেন না।

ভাই আপনার কথা ঠিক আছে যদি আমার নিজের ভুলের কারণে আমার কোন ক্ষতি হয় তাহলে পরবর্তীতে নিজের মনকে হয়ত শান্তনা দিতে পারব যে ভুলটা আমারই ছিল, কিন্তু অন্যের ভুলের কারণে নিজের ক্ষতি হলে সেটা মেনে নেওয়া খুবই কষ্টকর কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে কিছু ঘটনা এরকম হয়েছে যে যারা তাদের সম্পত্তি হারিয়েছে অন্যের কারণে, যেমন কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ হ্যাক হলো এখানে তো কোন ইউজারের দোষ নেই এটা তো সম্পূর্ণ দোষ ওই টিমের.
53  Bitcoin / Bitcoin Discussion / Re: Cryptocurrency restrictions in some countries is a blessing in disguise. on: November 23, 2023, 07:07:20 AM
Cryptocurrencies are legal in most countries but few countries have declared cryptocurrencies illegal I don't understand why their central governments have kept them and most of the countries that have kept them in Asia and Africa may not realize how good the future of cryptocurrencies is.

But the people of countries where cryptocurrency is illegal also use cryptocurrency but they keep their privacy because it is illegal in our country so they take a lot of ricks but still they use cryptocurrency the government of those countries should legalize bitcoin because common people of that country like them  They are using cryptocurrency without listening
54  Bitcoin / Bitcoin Discussion / Binance’s $4B settlement the green light for spot Bitcoin ETFs? on: November 23, 2023, 06:33:53 AM
One crypto executive predicted five months ago that spot Bitcoin ETFs would only be approved after Binance lost ground on its market dominance. Binance’s $4.3-billion settlement with the United States was the final hurdle before the country’s securities regulator approves spot Bitcoin exchange-traded funds (ETFs), many industry watchers claim.

The settlement to Justice Department and Treasury compliance monitors for up to five years, allowing the agencies sweeping powers to keep the exchange in line with Anti-Money Laundering and sanctions rules, among other things.

The U.S. Securities and Exchange Commission has cited market manipulation when denying spot Bitcoin ETFs, and Binance’s market dominance had to take a hit before BlackRock’s spot BTC ETF application would be approved, according to a June X Twitter post by Travis Kling, chief investment officer of Ikigai Asset Management.

Source
55  Bitcoin / Bitcoin Discussion / Re: Largest crypto exchange CEO arrested! Anyone getting deja vu? on: November 23, 2023, 06:04:09 AM
With the money laundering case against Binance Exchange CEO, many may think that Next FTX exchange will be like that but I think it won't be, because CZ is a very honest guy, he doesn't want his exchange to suffer any harm.  The CEO has stepped down and announced the new CEO so that there is no effect on his exchange. Let him go on his own. I think he will come out of this mess very soon because he has a lot of money to settle with the US Govt.  He will get out of this case because he has a lot of money so I don't think Binance will suffer any losses.


PLease No one should spread fake news CZ is not yet arrested or in any such situation
56  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 23, 2023, 05:46:15 AM
দুইদিন আগে আমি একটা পোস্টে হ্যাকের ব্যাপারটা বললাম দেখেন আজকেই একটা নিউজ দেখতে পেলাম যে কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ হ্যাক হয়ে গিয়েছে সেখান থেকে অনেক ইউজার তাদের এসেট হারিয়েছে এইভাবে চলতে থাকলে আসলে মানুষ cryptocurrency এর প্রতি অনীহা হয়ে পড়বে.

https://twitter.com/KyberNetwork/status/1727475235342217682?t=iaO4tOA4xjbkS6lihfGPDw&s=19

আপনাদের যদি কারো কাইবার সোয়াপ Dex এক্সচেঞ্জ এ এসেট থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব উত্তোলন করে ফেলুন টিম থেকে বারবার বলতেছে উঠানোর জন্য.
57  Economy / Speculation / Re: Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion on: November 22, 2023, 06:04:28 AM
I just received a new email from mtgox. In it, there is an interesting line that reads, “ The Rehabilitation Trustee plans to commence repayment to creditors shortly.” I would say you can take anything in these emails with a grain of salt, but that is for sure the most definitive statement regarding repayments that I’ve read to date.

Dear OgNasty How true is the mail you received from mtgox exchange because they have been pretending for a long time that they will refund the users' assets, are they not really refunding the users' funds, they are just pretending.
58  Alternate cryptocurrencies / Marketplace (Altcoins) / Re: xrp future and your opinion? on: November 22, 2023, 05:32:39 AM
XRP is a old altcoin.

I have a question to all crypto and blockchain expert that xrp is a cryptocurreny or a token ?

I want to know the opinion about the future of xrp ?

Brother no one can say it correctly because anything can happen in Cryptocurrency so it is not possible to say that its future is very good but XRP is very old and altcoin there team is very strong and they are working very well with the project, If you look at the position of XRP last few years you will understand that it was a very good position but because of bad news or bad market conditions but the performance of this project shows that this project may do well in future but no one can say 100% sure.  So one who invests should invest in his own ricks without listening to anyone else.
59  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 22, 2023, 04:30:35 AM
Breaking news.
Binance সিও Changpeng Zhao (CZ) সিও পদ থেকে পদত্যাগ করেছেন। Binance সিও CZ অপরাধমূলক কাজ করায় এবং অ্যান্টি-মানি লন্ডারিং প্রয়োজনীয়তা লঙ্ঘনের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তার বিরুদ্ধে 4.3 বিলিয়ন ডলার জরিমানা করা হয়। Binance সিও সব অপরাধ স্বীকার করেছেন এবং তার কোম্পানি বাঁচানোর জন্য নতুন সিও নিযুক্ত করে তিনি সিইও পদ থেকে পদত্যাগ করেছেন। এ সমস্ত খবরের পর থেকে বাজার অনেকটাই ডাউন হয়েছে। পরবর্তীতে বাজার কেমন হবে সঠিক বলা যাচ্ছে না বর্তমানে বিএনবি প্রাইস 228 ডলারে অবস্থান করছে। এই খবর প্রকাশিত হওয়ার আগে বিএনবি প্রাইস 272 ডলারে পৌঁছেছিল কিন্তু খবর প্রকাশ হওয়ার পরই মার্কেট অনেকটাই ডাম্পিং হয়েছে। আমি আশা করি দুই-চার দিনের মধ্যে মার্কেটের অবস্থা স্বাভাবিক হবে। আপনারা কি মনে করেন বিএনবি মার্কেট স্বাভাবিক হবে নাকি আরো নিচের দিকে নেমে যাবে? আমি নিচে বর্তমান সিওর ছবি প্রকাশ করছি। সম্ভাব্য বর্তমান সিওর নাম রিচার্ড টেং (Richard Teng)


https://twitter.com/cz_binance/status/1727063503125766367

CZ টুইট করে কনফার্ম করেছে বর্তমান সিওর নাম  রিচার্ড টেং (Richard Teng)

60  Local / Other languages/locations / Re: বাংলাদেশ (Bengali) on: November 21, 2023, 04:37:39 AM

১. ওয়ালেট হ্যাক হতে পারে বিভিন্ন কারনে। কোনো কারনে যদি ডিভাইস হ্যাক হয়ে থাকে, তাহলে ডিভাইসের ওয়ালেট নিরাপদ থাকবে কিভাবে? সিকিউরড ডিভাইসে ওয়ালেট ইনষ্টল করা থাকতে হবে।

২. আরো কারন হতে পারে সিড ফ্রেস এবং প্রাইভেট কি কম্প্রোমাইজ। আপনার কম্পিউটার বা মোবাইলে সিড ফ্রেস এবং প্রাইভেট কি রাকা কখনোই নিরাপদ না। সেটা বেহাত হয়ে গেলেই হ্যাকিংয়ে পড়তে হবে।

৩. আরেকটা কারন হলো ওয়ালেট চয়েজ। মানুষ ক্রিপ্টো হোল্ড করার জন্য এক্সচেন্জ কেনো ব্যাবহার করবে? যেখানে নন কাষ্টডিয়াল ওয়ালেট আছে, সেখানে এক্সচেন্জ এ হোল্ড করার কোনো কারন আমি দেখি না। সিকিউরিটির জন্য নন কাষ্টডিয়াল ওয়ালেট ব্যাবহার করতে হবে। অথবা হার্ডওয়্যার ওয়ালেট।

৪. ফিশিং থেকে বেচে থাকাও জরুরী। কখনোই থার্ড পার্টি ওয়েবসাইট সাথে ওয়ালেট এপ বা সফটওয়্যার ডাউনলোড এবং ইনষ্টল করবেন না। অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যাবহার করবেন।

৫. পন্জি স্কিম বা পিরামিড স্কিম এর খপ্পরে পড়েছেন তো শেষ। আমরা অনেকে জেনে শুনেই এসব স্কিম এ ইনভেষ্ট করি। সবশেষে সর্বশান্ত হয়ে বসে থাকি।



ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আশা করি আপনার দেওয়া তথ্য গুলো যদি সবাই মেনে চলে তাহলে হয়তো সে কোনদিন হ্যাকিং এর শিকার হবে না বা তার অ্যাসেট কখনো হারাবে না
Pages: « 1 2 [3] 4 »
Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!