Bitcoin Forum
June 21, 2024, 01:26:09 AM *
News: Latest Bitcoin Core release: 27.0 [Torrent]
 
   Home   Help Search Login Register More  
Pages: [1]
  Print  
Author Topic: স্ট্রিমিট -টুইচ ও ইউটিউব স্ট্রিমার সমাধান  (Read 110 times)
coinliker (OP)
Member
**
Offline Offline

Activity: 416
Merit: 42


View Profile
October 28, 2019, 04:54:49 AM
Last edit: October 28, 2019, 05:06:02 AM by coinliker
 #1





ব্লকচেইনভিত্তিক প্লার্টফর্ম স্ট্রীমিট বিশ্বব্যাপী কয়েক মিলিয়ন স্ট্রীমারকে স্ট্রীমিং বা ব্লগিংকে ফুল টাইম ক্যারিয়ার হিসাবে নিতে এবং এটিকে আারও সামনের দিকে নিয়ে যাচ্ছে। যে সকল স্ট্রীমার, ভ্লগার বা ইউটিউবারদের মিলিয়নের উপর সাবসক্রাইবার তারা তাদের রেগুলার কনটেন্ট বা আকর্ষণীয় কিছু বিবরন ছাড়া অন্য কিছু তাদের ভিউয়ারদের দিতে পারছে না। তাই আপনার সাবসক্রাইবার বেসটি নির্ভর করছে আপনার কনটেন্টটা ভাইরাল অথবা পপুলার কিনা। তাই স্ট্রীমিট প্লাটফর্মের ভিডিও বটটি স্ট্রীমার এবং ইউটিউবারদের সাহায্য করবে আপনার ভিউয়ার ধরে রাখতে এবং চ্যানেল বিল্ড আপ করতে।

     

আপনি যদি স্ট্রীমার এবং ভ্লগার হয়ে থাকেন এবং আপনার পরিসংখ্যান যদি নিচের দিকে যেতে থাকে, তখন আপনি হয়তো কোন আইডিয়া খুঁজে পাচ্ছেন না কি ভাবে আপনি আপনার চ্যানেলটাকে প্রমোট করবেন। আপনার এই সমস্যা সমাধানের জন্য রয়েছে স্ট্রীমিট প্লাটফর্ম।

স্ট্রীমিট প্লাটফর্মের বট ব্যবহারের মাধ্যমে আপনি ভাল পরিসংখ্যান এবং আরও অনেক বেশি ভিওয়ার পেতে সক্ষম হবেন। যা আপনি এর আগে কখনো পান নি। তাই স্ট্রীমিট ওয়েবসাইট পরিদর্শন করুন এবং স্ট্রীমিট কয়েন কিনুন।




ধন্যবাদ স্ট্রিমিট মুদ্রাকে কারন আপনার দর্শকদের তারা আপনাকে দেখার সময় এবং তারা আপনাকে কতটা ভালবাসে তার ভিত্তিতে আপনি পুরস্কৃত করতে পারেন! আপনি বেশি ভিওয়ার পাচ্ছেন এবং দর্শকরা পাচ্ছে তার বিনিময়ে স্ট্রীম কয়েন।



এখন আপনি খুশি হতে পারেন! আপনার চ্যানেল প্রচারের জন্য আপনাকে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই কারণ আমরা এখন এটি পরিচালনা করি আমরা আপনার স্ট্রিমটিকে নতুন দর্শকদের কাছে প্রচার করি এখন আপনি বিজ্ঞাপন এবং নতুন গ্রাহকদের কাছ থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবেন



ROADMAP


STREAMIT LICENCE





WALLETS PIVX 3.2.2

 
 


EXCHANGES



   

MASTERNODE STATS & MONITORING SERVICE



SOCIAL MEDIA

       
Pages: [1]
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.19 | SMF © 2006-2009, Simple Machines Valid XHTML 1.0! Valid CSS!