sslshamim69
Newbie
Offline
Activity: 140
Merit: 0
|
|
March 06, 2021, 06:57:40 PM |
|
এখানে অনেকেই দেখছি বিতকয়েন টক আকাউন্ট নিয়ে প্রশ্ন এবং উত্তর দিচ্ছে। আমি অনেকগুলো পোস্ট দেখলাম আমি আসলে বুঝতে পারছি না কিভাবে আমার বিটকয়েন টক আকাউন্ট টা JR. Member করতে পারবো। যদি কোন সিনিয়ার ভাই আমাকে বিটকয়েন টক একাউন্ট টা কিভাবে আপগ্রেড করা যাই এই বিসয়ে সাহায্য করতে তাহলে অনেক উপকৃত হতে পারবো । এছাড়া আমি বিটকয়েন টক এ নতুন একজন ইউসার তাই হইতো এই বিষয়ে অনেক প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক করছে। ধন্যবাদ
|
|
|
|
sslshamim69
Newbie
Offline
Activity: 140
Merit: 0
|
|
March 06, 2021, 07:07:33 PM |
|
কয়েনবেজ থেকে কয়েনবেজ মেইল এ সেন্ড করার সময় এরর দেখিয়ে ১০$ পরিমাণ লাইটকয়েন (LTC) গায়েব হয়ে গেছে। এটা কি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? ট্রানজেকশন হিস্ট্রি তে আউটগোয়িং কোনো কিছুই নেই।
আমার একবার এই রকম হয়েছিলো আমি একটা ভুল মেইলে কয়েনবেজ থেকে সেন্ড করেছিলাম কিন্তু কিছু করা লাগছিলো না কিছুদিন পরে মনে হই ১৫ থেকে ২০ দিনের মদ্ধে আমার সব ডলার ফেরত এসেছিলো। আপনিও কিছুদিন অপেক্ষা করেন ফেরত পেয়ে জাবেন যদি না আসে তাহলে তাদের হেল্প লাইনে কথা বলতে পারেন।
|
|
|
|
sslshamim69
Newbie
Offline
Activity: 140
Merit: 0
|
|
March 06, 2021, 08:02:25 PM |
|
বিটকয়েন এর দাম গত দুই সপ্তাহে বিস্ময়কর ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক মুদ্রা প্রতিবেদনের সময় $ ৬৮০০ থেকে শুরু করে $ ৮৮০০ ডলার হয়েছে 30% বৃদ্ধি হয়েছে দাম। এ বছর শুরুতে খুব অল্প সময়ের মধ্যে দুর্দান্ত ভাবে বিটকয়েন দাম বেড়েছে বিশ্লেষকরা আশা করেন যে এই বছর বিটকয়েন এর দাম অনেক বৃদ্ধি পেতে পারে। অনেক বিশ্লেষকরা বলতেছে বিটকয়েন এর দাম ২০২০ সালে $৪০০০০ ডলার হওয়ার সম্ভবনা আছে। এখন দেখার বিষয় বিটকয়েন এর দাম ২০২০ সালে কতটুকু বৃদ্ধি পেতে পারে
আসলেই তাহলে বিটকয়েনের দাম বেড়েই গেলো যেমনটা আপনি আজ থেকে প্রায় ১ বছর আগে বলেছিলেন আজ সেটাই হয়েছে এখন বিটকয়েনের দাম বেড়ে সর্বচ্চ প্রায় $৬০০০০ এ গিয়েছিলো আমরা অনেক আশাবাদী আছি আগামি ২০২২ সালের মধ্যে বিটকয়েনের দাম গিয়ে দারাবে $১০০০০০ এ
|
|
|
|
sedinvore
Jr. Member
Offline
Activity: 134
Merit: 1
|
|
March 07, 2021, 05:45:26 AM |
|
আমার এক পরিচিত কৃপ্টো ফ্রেন্ড বিটকয়েনটকে নেগেটিভ ট্রাস্ট পেয়েছে। এটা রিমোভ করার জন্য কি করতে হবে? সিনিয়র ভাইদের কেউ এই বিষয়ে অবগত থাকলে দয়া করে রিপ্লাইয়ে সাপোর্ট বোর্ডের লিংকটা দেন। আর না থাকলে কিভাবে রিমোভ করা যাবে এ বিষয়ে একটু সাহায্য করেন।
খুব বেশি কিছু করার নেই তবে কেন নেগেটিভ ট্রাস্ট পেয়েছে সেটা জানালে আরো ভাল হয়। যদি কোন স্ক্যাম করে থাকে অথবা স্ক্যাম প্রোমোট করে তবে নেগেটিভ ট্রাস্ট রিমোভ করা হবে না। আর অন্যান্য রুলস ব্রেক এর জন্য যদি সেটা নেগেটিভ ট্রাস্ট পেয়ে থাকে সেটারও বেশিরভাগ সময় কিছু করার থাকেনা। সবচেয়ে ভাল হয় যেই ডিটি মেম্বার নেগেটিভ ট্রাস্ট দিয়েছে তার সাথে কথা বলা এবং পারলে সমাধান করা। যদি মনে করেন আপনার সাথে অন্যায় করা হয়েছে তবে Scam Accusation এ টপিক বানিয়ে অন্য সবাইকে জানাতে পারেন। শুভকামনা রইলো।
|
|
|
|
pankowri
Member
Offline
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
|
|
March 07, 2021, 03:54:06 PM |
|
এখানে অনেকেই দেখছি বিতকয়েন টক আকাউন্ট নিয়ে প্রশ্ন এবং উত্তর দিচ্ছে। আমি অনেকগুলো পোস্ট দেখলাম আমি আসলে বুঝতে পারছি না কিভাবে আমার বিটকয়েন টক আকাউন্ট টা JR. Member করতে পারবো। যদি কোন সিনিয়ার ভাই আমাকে বিটকয়েন টক একাউন্ট টা কিভাবে আপগ্রেড করা যাই এই বিসয়ে সাহায্য করতে তাহলে অনেক উপকৃত হতে পারবো । এছাড়া আমি বিটকয়েন টক এ নতুন একজন ইউসার তাই হইতো এই বিষয়ে অনেক প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক করছে। ধন্যবাদ
ফোরামের অজানা তথ্য অবশ্যই এখানে প্রশ্ন করতে পারেন। কেউ না কেউ অবশ্যই আপনাকে হেল্প করবে। এখানে আমরা একই দেশের সবাই একত্রিত হয়েছি অবশ্যই একজন একজনকে সাহায্য করার জন্য। আপনি এই ফোরামের জুনিয়র মেম্বার হতে চাচ্ছেন। জুনিয়র মেম্বার হবার জন্য 30 টি অ্যাক্টিভিটি এবং একটি মেরিটের প্রয়োজন। ফোরামের অ্যাক্টিভিটি আপনি পোস্ট করার মাধ্যমে পেয়ে যাবেন, যা ইতোমধ্যে আপনার আছে। এখন আপনাকে একটি মেরিট অর্জন করতে হবে, আর মেরিট পেতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল পোস্ট করতে হবে। কোয়ালিটিফুল পোস্ট করলে রেঙ্ক করা আইডি যার এস মেরিট এভেলেবেল আছে সে যদি মনে করে আপনার পোষ্ট টি কোয়ালিটিফুল এবং মেরিট পাবার যোগ্য তাহলে আপনি মেরিট পেতে পারেন। জুনিয়র মেম্বার হওয়ার জন্য মাত্র একটি মেরিটই যথেষ্ট।
|
|
|
|
iranationBD
Newbie
Offline
Activity: 139
Merit: 0
|
|
March 07, 2021, 05:40:37 PM |
|
আমার এক পরিচিত কৃপ্টো ফ্রেন্ড বিটকয়েনটকে নেগেটিভ ট্রাস্ট পেয়েছে। এটা রিমোভ করার জন্য কি করতে হবে? সিনিয়র ভাইদের কেউ এই বিষয়ে অবগত থাকলে দয়া করে রিপ্লাইয়ে সাপোর্ট বোর্ডের লিংকটা দেন। আর না থাকলে কিভাবে রিমোভ করা যাবে এ বিষয়ে একটু সাহায্য করেন।
খুব বেশি কিছু করার নেই তবে কেন নেগেটিভ ট্রাস্ট পেয়েছে সেটা জানালে আরো ভাল হয়। যদি কোন স্ক্যাম করে থাকে অথবা স্ক্যাম প্রোমোট করে তবে নেগেটিভ ট্রাস্ট রিমোভ করা হবে না। আর অন্যান্য রুলস ব্রেক এর জন্য যদি সেটা নেগেটিভ ট্রাস্ট পেয়ে থাকে সেটারও বেশিরভাগ সময় কিছু করার থাকেনা। সবচেয়ে ভাল হয় যেই ডিটি মেম্বার নেগেটিভ ট্রাস্ট দিয়েছে তার সাথে কথা বলা এবং পারলে সমাধান করা। যদি মনে করেন আপনার সাথে অন্যায় করা হয়েছে তবে Scam Accusation এ টপিক বানিয়ে অন্য সবাইকে জানাতে পারেন। শুভকামনা রইলো। সে কোন স্ক্যামিং করেনি। একটা প্রজেক্টের এমাতে প্রশ্ন করেছিল। আর সেটাকে স্পাম ধরে নিয়েছে। আচ্ছা দেখি, ডিটি টিমকে বলে ঠিক করাতে পারি কিনা।।।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
March 08, 2021, 03:14:37 PM |
|
সে কোন স্ক্যামিং করেনি। একটা প্রজেক্টের এমাতে প্রশ্ন করেছিল। আর সেটাকে স্পাম ধরে নিয়েছে। আচ্ছা দেখি, ডিটি টিমকে বলে ঠিক করাতে পারি কিনা।।।
শুধুমাত্র স্প্যাম করার জন্য কোন ডিটি মেম্বার নেগেটিভ ট্রাস্ট দিয়েছে শেয়ার করা যাবে কি? কারন স্প্যাম করলে সেটা মডারেটরের কাছে রিপোর্ট করা যায় কিন্তু তার জন্য নেগেটিভ ট্রাস্ট দেয়া যায় না। শেয়ার করলে ভালো হত। যাই হোক, ডিটি টিম বলতে আসলে তেমন কিছু নেই। অনেক ডিটি মেম্বার আছে, আপনি কাকে বলবেন? তার চেয়ে বরং আপনি রেপুটেশন বোর্ডে আপনার ইস্যু নিয়ে পোস্ট দিন। অন্যান্য মানুষ এবং অন্যান্য ডিটি মেম্বাররা কি বলে দেখুন।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
sedinvore
Jr. Member
Offline
Activity: 134
Merit: 1
|
|
March 09, 2021, 09:44:39 AM |
|
New members দের জন্য কিছু পরামর্শ দিলে ভালো হয়।
আমিও নতুন মেম্বার, কিন্তু কিছু বিষয় জানি যেগুলা বলছি- ১। অযাচিত পোস্ট করা যাবে না। কোন টপিক না বুঝলে সেখানে পোস্ট না করে অন্যরা কি বলছে সেটা দেখেন। ২। কপি পোস্ট একদমই নিষিদ্ধ, প্লাগারিজম এর জন্য আপনার একাউন্ট আজীবন এর জন্য ব্যান হবে। ৩। প্রতিটি বোর্ডের কিছু নিয়ম নিয়ে একটি টপিক লেখা রয়েছে, সেগুলো পড়লে অনেক বিষয়ে জানতে পারবেন। ৪। আমাদের নিউ বাই দের জন্য এই টপিক টা খুবই গুরুত্বপূর্ণ, অনেক কিছু জানতে পারবেন এই টপিক পড়ে https://bitcointalk.org/index.php?topic=1689727.0আর কোন সাহায্য লাগলে এখানে বাংলা ভাষায় জানাতে পারেন অথবা ইংরেজি ভাষার টপিক ওপেন করতে পারেন Beginner's & help সেকশনে। ধন্যবাদ, শুভকামনা রইলো।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
March 09, 2021, 02:16:48 PM |
|
আজ একজনের সাথে বিটকয়েন নিয়ে কথা বলছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন কিভাবে বিটকয়েন (ক্রিপ্টো ইন জেনারেল) সম্পর্কে সহজে বুঝা যায়, কিংবা কিভাবে বিটকয়েনের বিভিন্ন প্রযুক্তিগত দিকগুলো জানা যায়। আমি বললাম এক্সপেরিমেন্ট করতে হবে। মানে সোজা কথায় আপনি কিছু শিখতে চাইলে সেটা ব্যবহার করার চেষ্টা করতে হবে। যেমন, আপনি জানতে চান বিটকয়েন নোড (নুড না ) কি? কিংবা আপনি জানতে চান বিটকয়েন এর ট্রাঞ্জেকশনের ফি টা কেন কমে কিংবা বৃদ্ধি পায়? এগুলো আপনি থিওরি পড়ে শিখতে পারবেন। তবে থিওরি পড়ে শিখতে হলে অনেকবার থিওরি পড়তে হবে। অন্যদিকে, আপনি একবার থিওরি পড়ে সেটা এক্সপেরিমেন্ট করলেই কিন্তু এ টু জেড শিখে যাবেন। আপনি চাইলেই একটা পিসির সাহায্য নিয়েই একটা নোড রান করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় এক্সপেরিমেন্ট করতে হলে আপনাদের বিটিসি দরকার পরবে। সেক্ষেত্রে আপনারা মেইননেট ব্যবহার না করে টেস্টনেট বিটকয়েন ব্যবহার করতে পারেন। টেস্টনেট বিটকয়েন এর কোন আর্থিক ভ্যালু নাই। এইগুলো ফ্রিতে পাওয়া যায়।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
heroalam
Jr. Member
Offline
Activity: 266
Merit: 1
|
|
March 09, 2021, 04:20:33 PM |
|
আমার এক পরিচিত কৃপ্টো ফ্রেন্ড বিটকয়েনটকে নেগেটিভ ট্রাস্ট পেয়েছে। এটা রিমোভ করার জন্য কি করতে হবে? সিনিয়র ভাইদের কেউ এই বিষয়ে অবগত থাকলে দয়া করে রিপ্লাইয়ে সাপোর্ট বোর্ডের লিংকটা দেন। আর না থাকলে কিভাবে রিমোভ করা যাবে এ বিষয়ে একটু সাহায্য করেন।
নেগেটিভ ট্রাস্ট দেয় মূলত কিছু কারণে যেমন বাউন্টি তে ডাবল একাউন্ট করা। কারো পোস্ট কপি করে পেস্ট করা। অযথাই কমেন্টস করা যেটা স্পাম। এখন কথা হলো কোনো মোডারেট এমনি এমনি নেগেটিভ ট্রাস্ট দেয়নাহ ভাইজান আবার ভুল হলে হতেও পারে। আপনি ট্রাস্ট এ ক্লিক করুন আপনার ফ্রেন্ড এর এর পর দেখবেন যে কি কারণে দিয়েছে যদি সেটা ভুল হয় তাহলে আপনি ফোরামে রেপুটেশন বোর্ডে পোস্ট করতে পারেন ডিটেলস লিখে ধন্যবাদ।
|
|
|
|
pankowri
Member
Offline
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
|
|
March 10, 2021, 01:53:42 AM |
|
New members দের জন্য কিছু পরামর্শ দিলে ভালো হয়।
এই টপিক এর প্রথম পোস্টটি সবার পড়া উচিত। একজন নতুন মেম্বার হিসেবে তো অবশ্যই জানা উচিত। ওই একটি পোষ্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। নতুন মেম্বার হিসেবে অবশ্যই ফোরাম সম্পর্কে জানার চেষ্টা করুন। নিচে আমি পোস্টটি কোয়েট করে দিতেছি। আশা করি আপনি উপকৃত হবেন। প্রথম অবস্থায় এই জিনিসগুলো জানা অত্যন্ত জরুরী। তারপরও আপনি নতুন কিছু জানতে চাইলে এখানে পোস্ট করতে পারেন অবশ্যই কেউ না কেউ আপনাকে সাহায্য করবে। উপরের পোস্টে থেকে আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যেগুলো আমরা প্রথম অবস্থায় মনে মনে ধারণা করে থাকি। সবশেষে ফোরামে আপনাকে স্বাগতম। নতুন কিছু জানলে অবশ্যই আমাদেরকেও জানাবেন।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
March 10, 2021, 03:28:14 PM |
|
কারো পোস্ট কপি করে পেস্ট করা। অযথাই কমেন্টস করা যেটা স্পাম।
এই দুইটার কোনটাই নেগেটিভ ফিডব্যাক দেয়ার জন্য কারন হতে পারে না। কপি পেস্ট করলে ফোরাম মডারেটরের নিকট রিপোর্ট করতে হয় আর স্পাম পোস্ট করলেও একই। রিপোর্ট করা লাগে। এইগুলোর জন্য কেউ নেগেটিভ ফিডব্যাক দিলে তাদের বিরুদ্ধে রেপুটেশনে টপিক শুরু করতে পারেন তবে কপি পেস্টের জন্য হলে করেও লাভ নেই কারন কপি পেস্ট করলে আপনি এমনিতেও ব্যান হয়ে যাবেন। যারা এখনও ফিডব্যাক সিস্টেম ঠিকমত বুঝেন না তারা আমার এই পোস্টটি পড়তে পারেন। অনেক বড়, তবে ধৈর্য্য নিয়ে পড়লে উপকৃত হবেন। ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
iranationBD
Newbie
Offline
Activity: 139
Merit: 0
|
|
March 10, 2021, 06:27:22 PM |
|
সে কোন স্ক্যামিং করেনি। একটা প্রজেক্টের এমাতে প্রশ্ন করেছিল। আর সেটাকে স্পাম ধরে নিয়েছে। আচ্ছা দেখি, ডিটি টিমকে বলে ঠিক করাতে পারি কিনা।।।
শুধুমাত্র স্প্যাম করার জন্য কোন ডিটি মেম্বার নেগেটিভ ট্রাস্ট দিয়েছে শেয়ার করা যাবে কি? কারন স্প্যাম করলে সেটা মডারেটরের কাছে রিপোর্ট করা যায় কিন্তু তার জন্য নেগেটিভ ট্রাস্ট দেয়া যায় না। শেয়ার করলে ভালো হত। যাই হোক, ডিটি টিম বলতে আসলে তেমন কিছু নেই। অনেক ডিটি মেম্বার আছে, আপনি কাকে বলবেন? তার চেয়ে বরং আপনি রেপুটেশন বোর্ডে আপনার ইস্যু নিয়ে পোস্ট দিন। অন্যান্য মানুষ এবং অন্যান্য ডিটি মেম্বাররা কি বলে দেখুন। ভাই তার নেগেটিভ ট্রাস্টে রেফারেন্স এটা দিছে। এখানে সর্বশেষ আইডিটা (coinrabbi) আমার এক ফ্রেন্ডের। https://bitcointalk.org/index.php?topic=5265512
|
|
|
|
asif0990
Jr. Member
Offline
Activity: 378
Merit: 2
|
|
March 11, 2021, 04:52:03 AM |
|
আমরা বিটকয়েন এবং ইথিরিয়াম নিয়ে অনেক আলাপ-আলোচনা করি যেগুলো হলো বিটকয়েন কি কাজে ব্যবহৃত হয়। এবং ইথেরিয়াম এর প্রয়োজনীয়তা কি? বিশেষ করে বলা যেতে পারে আমরা কেমনে ট্রেড করব। এবং এই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের মাধ্যমে কিভাবে নিজের জীবন সেটেল করব? ১. বিটকয়েন হল জনপ্রিয় এবং সোনার ন্যয় সমতুল্য পরিমাণ দামি। বিটকয়েন এমনভাবে তৈরি করা হয়েছে যে বিটকয়েন নিজে নিজে অটোমেটিক ভাবে নিয়ন্ত্রণ হয়। এতে কারো হাত নেই যে সে নিয়ন্ত্রণ করবে। তাই বলা যেতে পারে বিটকয়েন মার্কেট এর ওপর ভিত্তিতে একাই নিয়ন্ত্রিত হয়। ২. ইথেরিয়াম এর প্রয়োজনীয় অনেক বেশি কারণ ইথেরিয়াম ছাড়া কোন টোকন সেন্ড করা সম্ভব নয়। বিশেষ ভাবে বলা যেতে পারে ইথেরিয়াম সবচেয়ে জনপ্রিয় একটি টোকেন যা সবসময় মানুষ ব্যবহার করে থাকেন কেননা যদি কোন টোকেন এক্সেস করতে হয় তখন এক্সচেঞ্জার লিস্টে সেই টোকেন টি সেন্ড করতে হয়। সেন্ড করার সময় নেটওয়ার্ক ফি ইথেরিয়াম চাওয়া হয়। তাই ইথেরিয়াম এর ব্যবহার অনেক বেশি। ৩.কিভাবে ট্রেড করব এবং কোন টোকেন ট্রেড করা উত্তম এবং কোন ডলার দিয়ে টোকেন কিনব? ট্রেড করতে হলে মার্কেটের কখন দাম কম বেশি হয় সেদিকে সবসময় লক্ষ্য রাখতে হবে এমনকি এর সাথে সাথে ভালো একটি ট্রেড সিগনাল থাকতে হবে যেটার মাধ্যমে বুঝতে পারবো এখন কোন টোকেন কেনা সবচাইতে লাভজনক হবে এবং পরবর্তীতে সেটা সেল করলে ভাল প্রফিট পাব। এরপরও আরো অনেক কিছু নিয়ম অনুসারে করলে ১০০% প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে যেমন: ভি আই পি সিগন্যাল ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে তিনটি বাই অর্ডার থাকে, সেই বাই অর্ডার দেখে টেকেন বাই করতে হয়। তিনটি ধাপে টোকেন বাই করলে ট্রেড এ কোন ক্ষতি হবে না। ১. সাপোস ১০০ টোকেন কিনবেন। তাহলে আপনাকে এই ১০০ টোকন কে তিন ভাগে বাক করতে হবে। ২. প্রথমে প্রথম অর্ডার যদি 83 করে কিনতে বলা হয় তাহলে আপনি প্রথম 50 টি টোকেন কিনবেন 83 করে। ৩. দ্বিতীয় অর্ডার যদি 85 করে কিন্তু বলা হয় তাহলে আপনি বাকি 50 টার অর্ধেক মানে ২৫ টা টোকেন কিনবে। ৪. তৃতীয় অর্ডার যদি 87 করে কিন্তু বলা হয় তাহলে আপনি শেষ বাকি ২৫ টা টোকেন কিনবেন তাহলে আপনি 100% প্রফিট পাবেন। বিশেষভাবে বলা যেতে পারে যে ট্রেড করার জন্য সর্বনিম্ন 50 ডলার btc,eth,usdt থাকতে হবে এবং সেটা থাকতে হবে এক্সচেঞ্জার লিস্টিং একাউন্টে। ট্রেড করতে হলে ধৈর্য হারালে চলবে না ধৈর্য ধরে ট্রেড করবেন অবশ্যই ভালো পরিমাণে প্রফিট পাবে ইনশাল্লাহ। একটা কথা সবসময় মাথায় রাখবে যত তাড়াতাড়ি ধনী হতে চাইবে তত তাড়াতাড়ি ফকির হবে। তাই অল্প অল্প পরিমাণে প্রফিট পেলে সে টোকেন টা সেল করে দেওয়া ভালো। এই ট্রেড এর মাধ্যমে বা বিনিয়োগের মাধ্যমে নিজের জীবন সেটেল করতে পারবেন এবং জীবনে বড় লোক হতে পারবেন।
|
|
|
|
Little Mouse
Legendary
Offline
Activity: 2268
Merit: 2324
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
|
|
March 11, 2021, 03:50:31 PM |
|
উনি ফেইক বাম্প মানে পেইড বাম্প করেছেন যেটা অবশ্যই খুবই খারাপ কাজ। আমি টপিকটা পুরোপুরি পড়ি নি তবে যদি উনি জড়িত থাকে তাহলে ঠিক আছে। আর যদি জড়িত না থাকে তাহলে উনাকে notblox1 এর সাথে যোগাযোগ করতে বুঝাতে হবে যে উনি জড়িত নয়। তাহলেই এই ট্যাগ রিমুভ দেয়া সম্ভব।
|
| .SHUFFLE.COM.. | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ ███████████████████████ | . ...Next Generation Crypto Casino... |
|
|
|
DTalk
Full Member
Offline
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
|
|
March 14, 2021, 02:56:47 PM |
|
আমি কিনতে চেয়েছিলাম কিন্তু আমার ফ্রেন্ড যখন অর্ডার করে তখন সেটা কাস্টমস আটকে দেয় এবং তাকে যেতে বলে। বন্ধু ভয়ে আর যায়নি।
বাংলাদেশ ডিরেক্ট নিয়ে আসা রিস্কি যেহেতু আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সির অনুমোদন নেই। তার উপর এখন আবার মোটামুটি নজরদারীর মধ্যে রয়েছে এইগুলো। তাই সরাসরি বাংলাদেশে না আনাই ভালো হবে। আবার কাস্টমস ফি তুলনামুলক বাংলাদেশে অনেক বেশি। সম্ভবত, এইসব প্রোডাক্টের জন্য এক্সট্রা ৪০%+ কাস্টম ডিউটি দেয়া লাগে। পক্ষান্তরে, আপনি চাইলে সেটা বাইরের দেশে শীপমেন্ট করে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বাইরের কোন দেশে পরিচিত কারোর সাহায্য নিতে পারেন। আরব আমিরাতে কাস্টম ফি শুধু ৫% যেটা আমাদের দেশের তুলনায় অনেক সাশ্রয়ী। আপনি সেখানে (কিংবা অন্য দেশে) শীপমেন্ট করিয়ে আপনার পরিচিত উনাকে কালেক্ট করতে বলুন। তারপর উনি কারো সাথে পাঠিয়ে দিতে পারবে কিংবা উনি যখন আসলো তখন নিয়ে আসলো। কোনরকম ঝামেলা ছাড়াই। রিস্কও থাকবে না আবার টাকাও কম খরচ হবে। আমি এইভাবে আগে একবার নিয়ে আসছি, এখন আবার আমার কাজিনের জন্য অর্ডার করছি। আমার মনে হয় এইটাই আমাদের জন্য সর্বোত্তম পন্থা। যদি কেউ ৫% এর চেয়ে কম কাস্টম ফি এর কোন দেশ সম্পর্কে জেনে থাকেন তাহলে শেয়ার করতে পারেন। অনেকেই এইখানে এসে দেখছি বলতেছেন ভাই আমি নতুন, আমার হেল্প লাগবে কিংবা আমি নতুন এইখানে, কিভাবে শুরু করতে পারি। এইগুলা আসলে খুব ষ্টুপিড প্রশ্ন। এই ফোরামে জয়েন করার মুল উদ্দেশ্য হওয়া উচিত বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে জ্ঞান আহরণ করা। সেটার জন্য আপনার নিজেকে স্টাডি করতে হবে। তাছাড়া নতুনদের করনীয় কি এইটা নিয়ে খুব সুন্দরভাবে এক ভাই আর্টিকেল লিখেছেন যেটা এই টপিকের মুল পোস্টে অন্তর্ভুক্ত রয়েছে। আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?আবার অনেকেই দেখছি ট্রাস্ট সিস্টেম সম্পর্কে না বুঝেই এইটা সেইটা বলতেছেন। ট্রাস্ট সিস্টেম নিয়ে কথা বলার আগে ভালো করে বুঝে নিন। ইংরেজিতে না পারলে বাংলাতে আর্টিকেল রয়েছে। সেটা পড়ুন। কেন বারবার সবাই একই জিনিস রিপিট করা লাগে। টপিকটা সুন্দর এবং তথ্যবহুল রাখলেই পারি আমরা। ট্রাস্ট সিস্টেম নিয়ে বাংলায় আর্টিকেল- ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার
|
কাউকে বিশ্বাস করার দরকার নাই ক্রিপ্টো জগতে, সবকিছু ভেরিফাই করতে পারবেন।
|
|
|
pankowri
Member
Offline
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
|
|
March 15, 2021, 11:20:55 AM |
|
প্রতিনিয়ত ফোরামের পোষ্ট ডিলেট হবার কোন কারণ কি কারো জানা আছে? আমার একজন ফ্রেন্ড বিটকয়েনটকে নিয়মিত পোস্ট করে এবং সে খুব একটিভ। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু পোস্ট ডিলিট হচ্ছে রেগুলার, যা আগে হতো না। এই ফোরামের রুলস কি কোন পরিবর্তন করা হয়েছে? নাকি সবকিছু আগের মতোই আছে। সে আমাকে জানিয়েছে তার প্রতিদিন কোন না কোন পোস্ট ডিলিট হচ্ছে এবং একদিন তার 26 টি পোষ্ট পর্যন্ত ডিলিট হয়েছিল। ফোরামের কোন বড় রেঙ্ক করা আইডি চাইলে কি রিপোর্ট দিয়ে পোস্ট ডিলিট করতে পারে? নাকি এগুলো চেক করা হয়?
বেসিক্যালি আমি তাকে খুব ছোট কিংবা স্পাম পোস্ট করতে দেখিনি। হয়তো কিছু পোস্ট কোয়ালিটি কম সম্পন্ন হতে পারে কিন্তু একেবারে স্প্যাম পোস্ট ছিলো না। এখন এই থেকে পরিত্রাণের কোন কারণ কি কারো জানা আছে আর আসলে এগুলা কেন হচ্ছে এটা কি কেউ কোন উত্তর দিতে পারবেন?
|
|
|
|
Saniati
Jr. Member
Offline
Activity: 410
Merit: 1
|
|
March 15, 2021, 12:22:47 PM |
|
প্রতিনিয়ত ফোরামের পোষ্ট ডিলেট হবার কোন কারণ কি কারো জানা আছে? আমার একজন ফ্রেন্ড বিটকয়েনটকে নিয়মিত পোস্ট করে এবং সে খুব একটিভ। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু পোস্ট ডিলিট হচ্ছে রেগুলার, যা আগে হতো না। এই ফোরামের রুলস কি কোন পরিবর্তন করা হয়েছে? নাকি সবকিছু আগের মতোই আছে। সে আমাকে জানিয়েছে তার প্রতিদিন কোন না কোন পোস্ট ডিলিট হচ্ছে এবং একদিন তার 26 টি পোষ্ট পর্যন্ত ডিলিট হয়েছিল। ফোরামের কোন বড় রেঙ্ক করা আইডি চাইলে কি রিপোর্ট দিয়ে পোস্ট ডিলিট করতে পারে? নাকি এগুলো চেক করা হয়?
বেসিক্যালি আমি তাকে খুব ছোট কিংবা স্পাম পোস্ট করতে দেখিনি। হয়তো কিছু পোস্ট কোয়ালিটি কম সম্পন্ন হতে পারে কিন্তু একেবারে স্প্যাম পোস্ট ছিলো না। এখন এই থেকে পরিত্রাণের কোন কারণ কি কারো জানা আছে আর আসলে এগুলা কেন হচ্ছে এটা কি কেউ কোন উত্তর দিতে পারবেন?
মূলত off tropic এ আলোচনা করার জন্য ডিলিট হয়েছে আমার মতে।
|
|
|
|
DTalk
Full Member
Offline
Activity: 135
Merit: 129
I no longer own bitcoinbangladesh.info domain.
|
|
March 15, 2021, 12:31:45 PM |
|
বেসিক্যালি আমি তাকে খুব ছোট কিংবা স্পাম পোস্ট করতে দেখিনি। হয়তো কিছু পোস্ট কোয়ালিটি কম সম্পন্ন হতে পারে কিন্তু একেবারে স্প্যাম পোস্ট ছিলো না। এখন এই থেকে পরিত্রাণের কোন কারণ কি কারো জানা আছে আর আসলে এগুলা কেন হচ্ছে এটা কি কেউ কোন উত্তর দিতে পারবেন?
ব্যাপারটা এমন না যে খুব ছোট পোস্ট করলেই ডিলিট হবে কিংবা খুব বড় পোস্ট করলেই ডিলিট হবে না। পোস্ট কোয়ালিটি অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। আপনি শুধুমাত্র অন টপিকে লিখলেও সেটা ডিলিট হতে পারে যদি আপনি যা লিখেছেন সেটা আপনার আগে কেউ লিখে থাকে। সেক্ষেত্রে আপনার পোস্ট রিপিট করা বুঝায় যেটা এলাউড না। এইসব কিছু থেকে পরিত্রানের উপায় হল একটা পোস্টে রিপ্লাই দেয়ার আগে পুরো পোস্ট ভালোমত পড়তে হবে এবং কে কি লিখেছে সেটা দেখতে হবে। এইসব কিছু ঠিক থাকলে কেবল তখনই আপনি শিউর হতে পারবেন যে আপনার পোস্ট ডিলিট যোগ্য না। আপনার ফ্রেন্ডের পোস্ট ডিলিট হওয়ার কারন এইগুলোর যে কোন একটি অবশ্যই। তবে যদি এইটা মাঝে মধ্যেই হয়ে থাকলে তার যুক্তিগত কারণ এইরকম হতে পারে- অল্টাকয়েন বোর্ডে অনেক পোস্ট হয় প্রতিদিন যার অনেকগুলো পোস্টই আসলে ডিলিট করার মত, মানে উপরের স্ট্যান্ডার্ডগুলো ফলো না করলে ডিলিট হওয়ার মত। কিন্তু পর্যাপ্ত মডারেটর না থাকার কারনে কিংবা পর্যাপ্ত রিপোর্ট না হওয়ার কারনে সেগুলো ডিলিট হয় না। কিন্তু ফোরামে কিছু হাই প্রোফাইল আছেন যারা মাঝে মধ্যেই একসাথে অনেক পোস্ট রিপোর্ট করে থাকেন যদি সেগুলো স্পাম হয়। তখন সবার পুরোনো পোস্টগুলি ডিলিট করা হয়। সম্ভবত আপনার ফ্রেন্ডের ক্ষেত্রেও একি ব্যাপার ঘটেছে। তবে এইটা আমার অনুমান মাত্র।
|
কাউকে বিশ্বাস করার দরকার নাই ক্রিপ্টো জগতে, সবকিছু ভেরিফাই করতে পারবেন।
|
|
|
pankowri
Member
Offline
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
|
|
March 16, 2021, 02:53:35 AM |
|
মূলত off tropic এ আলোচনা করার জন্য ডিলিট হয়েছে আমার মতে।
না আসলে অফটপিক এর কোন পোস্ট না নরমাল পোস্ট গুলা ডিলিট করা হচ্ছে। কারন আমি তাকে ভালো করে চিনি এবং সে ক্রিপ্টো নিয়ে ভাল ধারনা রাখে। ব্যাপারটা এমন না যে খুব ছোট পোস্ট করলেই ডিলিট হবে কিংবা খুব বড় পোস্ট করলেই ডিলিট হবে না। পোস্ট কোয়ালিটি অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। আপনি শুধুমাত্র অন টপিকে লিখলেও সেটা ডিলিট হতে পারে যদি আপনি যা লিখেছেন সেটা আপনার আগে কেউ লিখে থাকে। সেক্ষেত্রে আপনার পোস্ট রিপিট করা বুঝায় যেটা এলাউড না। এইসব কিছু থেকে পরিত্রানের উপায় হল একটা পোস্টে রিপ্লাই দেয়ার আগে পুরো পোস্ট ভালোমত পড়তে হবে এবং কে কি লিখেছে সেটা দেখতে হবে। এইসব কিছু ঠিক থাকলে কেবল তখনই আপনি শিউর হতে পারবেন যে আপনার পোস্ট ডিলিট যোগ্য না। আপনার ফ্রেন্ডের পোস্ট ডিলিট হওয়ার কারন এইগুলোর যে কোন একটি অবশ্যই। তবে যদি এইটা মাঝে মধ্যেই হয়ে থাকলে তার যুক্তিগত কারণ এইরকম হতে পারে- অল্টাকয়েন বোর্ডে অনেক পোস্ট হয় প্রতিদিন যার অনেকগুলো পোস্টই আসলে ডিলিট করার মত, মানে উপরের স্ট্যান্ডার্ডগুলো ফলো না করলে ডিলিট হওয়ার মত। কিন্তু পর্যাপ্ত মডারেটর না থাকার কারনে কিংবা পর্যাপ্ত রিপোর্ট না হওয়ার কারনে সেগুলো ডিলিট হয় না। কিন্তু ফোরামে কিছু হাই প্রোফাইল আছেন যারা মাঝে মধ্যেই একসাথে অনেক পোস্ট রিপোর্ট করে থাকেন যদি সেগুলো স্পাম হয়। তখন সবার পুরোনো পোস্টগুলি ডিলিট করা হয়। সম্ভবত আপনার ফ্রেন্ডের ক্ষেত্রেও একি ব্যাপার ঘটেছে। তবে এইটা আমার অনুমান মাত্র।
আপনার কথা শুনে আমার এমনটাই মনে হচ্ছে যে, প্রতিদিন অনেক পোস্ট হয় হয়তো কারো না কারো সাথে কোন না কোন সেন্টেন্স মিলে যাচ্ছে বা কাছাকাছি হচ্ছে যার কারণে পোস্ট গুলো ডিলিট হয়ে যাচ্ছে তবে আগে এরকম হতো না হঠাৎ করে নাকি এই প্রবলেমটা দেখতেছে। এখন পোস্টার কোয়ালিটি যথেষ্ট খারাপ না, ভালই বলা চলে । কিন্তু প্রতিনিয়ত ডিলিট হওয়ার তো কোনো কারণ নেই অথবা একদিনে 26 পোস্ট ডিলিট হওয়ার কোনো কারণ নেই। আসলে একটি থ্রেডের সকল পোস্ট পড়া আসলে ওই ভাবে সম্ভব হয়না আবার সময়ের দরকার। এখন কোন কারণে আসলে ডিলিট করা হচ্ছে এটা বলাটাও মুশকিল। তবে আপনার বিষয়গুলো আমি তাকে বলব এগুলো মেনে চলার জন্য। ধন্যবাদ আপনাকে বিষয়গুলো বুঝিয়ে বলার জন্য।
|
|
|
|
|